West Bengal News Live: এবিপি আনন্দে কুন্তল বর্ণিত 'রহস্যময়ী' হৈমন্তীর আত্মপ্রকাশ 

West Bengal News Update: এক নজরে আজকের গুরুত্বপূর্ণ খবরের আপডেট।

ABP Ananda Last Updated: 03 Mar 2023 11:36 PM
West Bengal News Live: ভর সন্ধ্যায় বিস্ফোরণে কেঁপে উঠল বীরভূমের পাড়ুই

ভর সন্ধ্যায় বিস্ফোরণে কেঁপে উঠল বীরভূমের পাড়ুই। ধূলিস্যাত তৃণমূলের নেতার বাড়ি। আওয়াজ গেল বহু দূরে বোলপুরেও। পুলিশ ঢুকেও বেরোল ১০ মিনিটে! 

West Bengal News Live:রাউস অ্যাভিনিউ কোর্টের প্রোডাকশন ওয়ায়েন্টের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে কেষ্ট

রাউস অ্যাভিনিউ কোর্টের প্রোডাকশন ওয়ায়েন্টের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে কেষ্ট। কাল সকালে বিশেষ বেঞ্চে শুনানির সুপারিশ বিচারপতির। 

West Bengal News Live: পার্থ-মানিকের নাম করে বিএড, ডিএলএড কলেজের অনুমোদনের জন্যও তোলা হত টাকা, কোর্টে দাবি ইডির

 চাকরিপ্রার্থী পিছু ৮ লক্ষ টাকা নিতে কুন্তল। পার্থ-মানিকের নাম করে বিএড, ডিএলএড কলেজের অনুমোদনের জন্যও তোলা হত টাকা, কোর্টে দাবি ইডির। 

West Bengal News Live: খারিজ জামিনের আর্জি, ১৭ মার্চ পর্যন্ত জেলেই কুন্তল

খারিজ জামিনের আর্জি, ১৭ মার্চ পর্যন্ত জেলেই কুন্তল। প্রাথমিক থেকে নবম-দশমে নিয়োগেও জড়িত, দাবি ইডির। ২০০ প্রার্থীর থেকে ১৬ কোটি নেওয়ার অভিযোগ। 

West Bengal News Live: এবিপি আনন্দে কুন্তল বর্ণিত 'রহস্যময়ী' হৈমন্তীর আত্মপ্রকাশ 

এবিপি আনন্দে কুন্তল বর্ণিত 'রহস্যময়ী' হৈমন্তীর আত্মপ্রকাশ 
অবশেষে কুন্তল বর্ণিত 'রহস্যময়ী' হৈমন্তীর হদিশ পেল এবিপি আনন্দ

West Bengal News Live: নন্দীগ্রামে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে কটূক্তির অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে

সাগরদিঘিতে বাম-কংগ্রেস জোটের জয়ের প্রসঙ্গ টেনে নন্দীগ্রামে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে কটূক্তির অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে! প্রতিবাদে মিছিল করে এসে প্রাক্তন বিজেপি নেতার দোকানে তালা লাগিয়ে দিলেন তৃণমূল কর্মীরা। আর এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

West Bengal News Live: অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা, রেললাইনের উপর উঠে গিয়েছিল  গাড়ি

অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা। রেললাইনের উপর উঠে গিয়েছিল 
গাড়ি। ট্রেনের চালক দেখতে পেয়ে গতি কমানোর চেষ্টা করায়, গাড়িতে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায় ট্রেনটি। গাড়িতে কেউ না থাকায়, প্রাণহানির ঘটনা ঘটেনি। নদিয়ার শিমুরালির ঘটনা। দেড় ঘণ্টা পর ওই লাইনে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। 

West Bengal News Live: শারীরিক অসুস্থতা,এদিন আসানসোল জেল হাসপাতালে নিয়ে যাওয়া হল অনুব্রত মণ্ডলকে

শারীরিক অসুস্থতার জন্য অনুব্রত মণ্ডলকে আসানসোল জেল হাসপাতালে নিয়ে যাওয়া হল

WB News Live: তোলা না দেওযায় সরকারি নবনির্মিত পানীয় জলাধার ভেঙে ফেলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে

তোলা না দেওযায় সরকারি নবনির্মিত পানীয় জলাধার ভেঙে ফেলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। 

West Bengal News Live: তাপসের সব টাকা আছে হৈমন্তীর কাছে, এবার দাবি কুন্তল ঘোষের

তাপসের সব টাকা আছে হৈমন্তীর কাছে, এবার দাবি কুন্তল ঘোষের
গোপাল বাঁচানোর চেষ্টা করছে হৈমন্তীকে, দাবি নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলের 
নমিনির নথি দেখে নয়, আগে থেকেই জানতাম, দাবি কুন্তলের 

WB News Live: অবশেষে কুন্তল বর্ণিত 'রহস্যময়ী' হৈমন্তীর হদিশ পেল এবিপি আনন্দ

অবশেষে কুন্তল বর্ণিত 'রহস্যময়ী' হৈমন্তীর হদিশ পেল এবিপি আনন্দ


West Bengal News Live: ফের জামিনের আর্জি খারিজ, ১৭ মার্চ পর্যন্ত জেলেই যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ

'ফের জামিনের আর্জি খারিজ, ১৭ মার্চ পর্যন্ত জেলেই যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ

WB News Live: শারীরিক অসুস্থতার জন্য অনুব্রত মণ্ডলকে আসানসোল জেল হাসপাতালে নিয়ে যাওয়া হল

শারীরিক অসুস্থতার জন্য অনুব্রত মণ্ডলকে আসানসোল জেল হাসপাতালে নিয়ে যাওয়া হল

West Bengal News Live:অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই বি সি রায় হাসপাতালে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্য়ু

 অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই বি সি রায় হাসপাতালে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্য়ু। মেডিক্যালে বিক্ষোভ। জানুয়ারি থেকে বিভিন্ন হাসপাতালে মোট ৫৮ জন শিশুর মৃত্যুর খবর। 

WB News Live: তিহাড়-যাত্রা ঠেকাতে মরিয়া কেষ্ট, দিল্লি হাইকোর্টে এখনও মিলল না রক্ষাকবচ

তিহাড়-যাত্রা ঠেকাতে মরিয়া কেষ্ট, দিল্লি হাইকোর্টে এখনও মিলল না রক্ষাকবচ

West Bengal News Live: নিয়োগ দুর্নীতি মামলায় ফের জেল হেফাজতে কুন্তল ঘোষ

ফের জেল হেফাজতে কুন্তল ঘোষ। ১৭ মার্চ পর্যন্ত জেল হেফাজত। নিয়োগ দুর্নীতি মামলায় ফের জেল হেফাজতে কুন্তল ঘোষ। জেল হেফাজতে যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কুন্তল ঘোষ। 

WB News Live: চিকিৎসার গাফিলতিতে এক কিশোরীর মৃত্যুর অভিযোগ

চিকিৎসার গাফিলতিতে এক কিশোরীর মৃত্যুর অভিযোগ

ফের বি সি রায় হাসপাতালে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্য়ু হল

অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই ফের বি সি রায় হাসপাতালে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্য়ু হল। মৃত্যু হল মছলন্দপুরের বাসিন্দা এক বছর তিন মাসের একটি শিশুর। আজ সকালেই মৃত্যু হয় কামালগাজির বাসিন্দা ৬ মাসের এক শিশুর এবং বারাসাতের ময়নার বাসিন্দা ১০  মাসের শিশুরও।  ৯ দিন আগে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে তাঁকে ভর্তি করা হয়েছিল।  

WB News Live: নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে গাড়ি, ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় গাড়িটি

নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে গাড়ি। ট্রেনের ধাক্কায় চুরমার। ঘটনাটি ঘটেছে চাকদার শিমুরালিতে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা সোয়া বারোটা নাগাদ রেললাইনের ধারে সঙ্কীর্ণ রাস্তায় গাড়ি ঘোরানোর চেষ্টা করছিলেন চালক। নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎই সেটি রেললাইনের ওপর উঠে যায়। ঠিক সেই সময় ওই লাইনে ডাউন শান্তিপুর লোকাল আসতেই দেখে লাইনের ওপরেই গাড়ি রেখে লাফ দেন চালক। ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। এই ঘটনার জেরে প্রায় এক ঘণ্টা রানাঘাট-শিয়ালদা ডাউন লাইনে ব্যাহত হয় ট্রেন চলাচল। পরে গাড়িটিকে লাইন থেকে সরানোর পর শুরু হয় ট্রেন চলাচল। 

West Bengal News Live: রাতের কলকাতায় হিট অ্যান্ড রান, গ্রেফতার ৭

ফের রাতের কলকাতায় হিট অ্যান্ড রান! উত্তর বন্দর থানা এলাকায় গাড়ি চাপা দিয়ে খুনের অভিযোগ উঠল। গ্রেফতার করা হল ৩ তরুণী সহ ৭ জনকে। বাজেয়াপ্ত করা হয়েছ ঘাতক গাড়িটিকেও। পলাতক আরও ২ জন। গত ২৬ ফেব্রুয়ারি স্ট্রান্ড ব্যাঙ্ক রোডে এক যুবককে একটি গাড়ি ধাক্কা মেরে প্রায় ২০ মিটার টেনে হিঁচড়ে নিয়ে যায় বলে অভিযোগ। এরপরই গাড়িটি পালিয়ে যায়। গতকাল আরজিকর হাসপাতালে যুবকের মৃত্যু হয়। এরপরই থানায় খুনের অভিযোগ দায়ের হয়। 

WB News Live: প্রয়াত পাণ্ডব গোয়েন্দার স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

প্রয়াত পাণ্ডব গোয়েন্দার স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। বয়স হয়েছিল ৮২ বছর। সকাল ১১ নাগাদ হাওড়ার নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ। ধারাবাহিক পাণ্ডব গোয়েন্দার হাত ধরে পাঠক সমাজে পরিচিতি ষষ্ঠীপদ চট্টোপাধ্য়ায়ের।

West Bengal News Live: মুর্শিদাবাদে স্কুলের ভিতর সকেট বোমা উদ্ধার

মুর্শিদাবাদে স্কুলের ভিতর সকেট বোমা উদ্ধার। হাসানপুর বিদ্যাপীঠ স্কুলের ঘটনা। স্কুলের ছাদে ও বাগানে পড়ে রয়েছে বোমা। স্কুল চলাকালীন বোমা উদ্ধারে চাঞ্চল্য। স্কুলে পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকারা রয়েছেন। স্কুলে পৌঁছে বোমা নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড


 

WB News Live: প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রথিতযশা আইনজীবী সত্যব্রত মুখোপাধ্যায়

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রথিতযশা আইনজীবী সত্যব্রত মুখোপাধ্যায়। বয়স হয়েছিল ৯১ বছর। বালিগঞ্জে নিজের বাড়িতেই বার্ধক্যজনিত কারণে মৃত্যু। অটলবিহারী বাজপেয়ীর জমানায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন তিনি।

West Bengal News Live: গ্রুপ ডি র ১,৯১১ শূন্যপদে কাউন্সিলিংয়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

গ্রুপ ডি র ১,৯১১ শূন্যপদে কাউন্সিলিংয়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ  সুপ্রিম কোর্টের। স্থগিতাদেশ দিল ঋষিকেশ রায় ও সঞ্জয় করলের বেঞ্চ। মামলায় সিবিআইকে পার্টি করার নির্দেশ। মার্চের শেষ সপ্তাহে অথবা এপ্রিলের প্রথমে শুনানির সম্ভাবনা

WB News Live: সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীকে 'কটূক্তি', গ্রেফতার ১

সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীকে (Iman Chakraborty) কটূক্তির অভিযোগ। গতকাল রিজেন্ট পার্ক এলাকায় এক ব্যক্তি তাঁর উদ্দেশে কটূক্তি করেন বলে অভিযোগ। ঘটনাস্থল থেকেই পুলিশকে (Police) ফোন করেন ইমন। ঘটনাস্থলে আসে রিজেন্ট পার্ক থানার পুলিশ। ইমন চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতে রজত মজুমদার নামে ওই ব্যক্তিকে গ্রেফতার (Arrest) করে পুলিশ। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান ইমন।

West Bengal News Live: দিল্লি হাইকোর্টে আজই অনুব্রত মামলার শুনানির আবেদন কপিল সিব্বলের

দিল্লি হাইকোর্টে আজই অনুব্রত মামলার শুনানির আবেদন তাঁর আইনজীবী কপিল সিব্বলের। আজই দিল্লি হাইকোর্টে দুপুর দুটোর পর শুনানি। গরুপাচার মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চায় ইডি। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট অনুব্রতর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত মণ্ডল।  সিব্বলের দাবি, অনুব্রতকে বাংলা থেকে দিল্লি আনার চেষ্টা হচ্ছে। দিল্লি হাইকোর্টেই ৩টি মামলার শুনানি হওয়ার কথা, দাবি কপিল সিব্বলের।

WB News Live: বোলপুর তাতালপুর কলোনিতে দুটি মন্দিরে চুরি

বোলপুর তাতালপুর কলোনিতে দুটি মন্দিরে চুরি। বৃহস্পতিবার রাত্রে চুরি হয়। প্রণামী বাক্স ভেঙে কয়েক হাজার টাকা চুরি হয়েছে ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। 

WB News Live: বোলপুর তাতালপুর কলোনিতে দুটি মন্দিরে চুরি

বোলপুর তাতালপুর কলোনিতে দুটি মন্দিরে চুরি। বৃহস্পতিবার রাত্রে চুরি হয়। প্রণামী বাক্স ভেঙে কয়েক হাজার টাকা চুরি হয়েছে ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। 

West Bengal News Live: সঙ্কটজনক শিশুদের চিকিৎসার জন্য জেলায় ICU পরিকাঠামো

অ্যাডিনো-সংক্রমণ নিয়ে আতঙ্কের মধ্যেই রাজ্যের বিভিন্ন হাসপাতালে বাড়ছে শিশু মৃত্যু। এই পরিস্থিতিতে সঙ্কটজনক শিশুদের চিকিৎসার জন্য জেলায় ICU পরিকাঠামো তৈরি করছে স্বাস্থ্য দফতর। জেলায় জেলায় শুরু হয়েছে ভার্চুয়াল কর্মশালা। 

WB News Live: দিল্লি যাওয়া এড়াতে হাইকোর্টে অনুব্রত

আজ অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে পারে ইডি। এদিকে দিল্লি যাত্রা রুখতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন অনুব্রতর আইনজীবী। আসানসোল বিশেষ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে আজই হাইকোর্টে মামলা করা হতে পারে।


 

West Bengal News Live: হলদিয়া পুরভোটে বাম-বিজেপি লড়াই হবে, দাবি বিরোধী দলনেতার

হলদিয়ায় পুরসভার ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই জোরকদমে প্রচারে নেমেছে শাসক ও বিরোধীরা। বিরোধী দলনেতার দাবি, এবারের লড়াই বাম-বিজেপির। পুরভোটে জয় নিয়ে শুভেন্দু অধিকারীর দাবি উড়িয়ে দিয়েছে তৃণমূল।

WB News Live: বিসি রায় হাসপাতালে ভেন্টিলেটর বিকল হয়ে যাওয়ার অভিযোগ

অ্যাডিনো উদ্বেগের মধ্যেই বিসি রায় হাসপাতালে ভেন্টিলেটর বিকল হয়ে যাওয়ার অভিযোগ উঠল। শ্বাসকষ্ট নিয়ে বিসি রায় হাসপাতালে ভর্তি রয়েছে বিরাটির বাসিন্দা ৬ মাসের এক শিশু। মঙ্গলবার থেকে ভেন্টিলেটর ছিল সে।পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার সকালে সেই ভেন্টিলেটরটি বিকল হয়ে যায়। পরিবারের দাবি, এরপর নতুন ভেন্টিলেটর আনা অবধি একটি বিশেষ পদ্ধতিতে শিশুকে স্থিতিশীল রাখেন চিকিৎসকরা। 

West Bengal News Live: পঞ্চায়েত ভোটের আগে ফের সাঁইথিয়া থেকে শতাধিক বোমা উদ্ধার

পঞ্চায়েত ভোটের আগে ফের সাঁইথিয়া থেকে শতাধিক বোমা উদ্ধার। উদ্ধার হয়েছে চারটি আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড কার্তুজ। সাঁইথিয়া থানার বিভিন্ন গ্রামে পুলিশি অভিযানে বোমা উদ্ধার। ২ কেজি বোমার মশলাও উদ্ধার করেছে পুলিশ।ৃ সাঁইথিয়ার বাতাসপুর স্টেশনের কাছে আগ্নেয়াস্ত্র সহ একজন গ্রেফতার।

WB News Live: অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই ফের বি সি রায় হাসপাতালে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্য়ু

অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই ফের বি সি রায় হাসপাতালে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্য়ু হল। রবিবার জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে বিসি রায় হাসপাতালে ভর্তি করা হয় শাসনের বাসিন্দা ১১ মাসের শিশুকে। বৃহস্পতিবার গভীর রাতে মৃত্যু হয় তার। ডেথ সার্টিফিকেটে অ্যাডিনো সংক্রমণের উল্লেখ রয়েছে। ওইদিন সন্ধেয় শ্বাসকষ্টজনিত কারণে ভর্তি আরও ২ শিশুকে মৃত ঘোষণা করা হয়।
  

West Bengal News Live: লরি ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়, মৃত্যু ২ ব্যক্তির

লরি ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয় প্রাণ হারান দুই ব্যক্তি। জানা গিয়েছে সারগাছি ৩৪ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটেছে শুক্রবার ভোর ৬টার সময় দুর্ঘটনাটি ঘটে। বেলডাঙা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে বহরমপুর মেডিক্যাল কলেজে পাঠান।

WB News Live: জাতীয় নির্বাচন কমিশনের কাছে তৃণমূলের সর্বভারতীয় দলের তকমা খারিজের আবেদন বিরোধী দলনেতার

গোয়ার পর ত্রিপুরায় ভরাডুবি। জাতীয় নির্বাচন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় দলের তকমা খারিজের আবেদন করলেন বিরোধী দলনেতা। ট্যুইটে করে তিনি লিখেছেন, 'আমি ভারতের প্রধান নির্বাচন কমিশনারের কাছে অনুরোধ করছি, সর্বভারতীয় দল হওয়ার জন্য যে মাপকাঠি রয়েছে, তৃণমূল কংগ্রেস, তা ধরে রাখতে ব্যর্থ হয়েছে। তাই, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় দলের তকমা খারিজ করা উচিত।'

West Bengal News Live: ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় অভিযুক্ত বিজেপি বিধায়ক, তোপ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর

ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় অভিযুক্ত বিজেপি বিধায়ক। সেই তথ্য গোপন করেছেন নির্বাচনী হলফনামায়। কোচবিহার উত্তরের বিজেপি বিধায়কের বিরুদ্ধে এই অভিযোগ তুলে এবার নির্বাচন কমিশনে যাওয়ার হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। পাল্টা রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক। 

WB News Live: লোকসভা ভোটের আগে, একা চলার বার্তা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের

লোকসভা ভোটের আগে, একা চলার বার্তা দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সাগরদিঘি উপনির্বাচনে পরাজয়ের দিনেই তৃণমূলনেত্রী বললেন, আমরা ওদের কারও সঙ্গে যাব না। আমরা একা লড়ব। সিপিএম-কংগ্রেস অবশ্য় কটাক্ষের সুরে বলছে, তৃণমূল বিরোধী জোটের ভোট কাটলে বিজেপিরই লাভ। আবার বিজেপিও তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েনি।

West Bengal News Live: ফের দলের পাশে থাকার বার্তা পার্থ চট্টোপাধ্যায়ের

তৃণমূল আরও বাড়বে। ফের দলের পাশে থাকার বার্তা দিয়ে বললেন নিয়োগ দুর্নীতিতে ধৃত, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়। এদিন তিন রাজ্যের ভোটের ফল নিয়েও মন্তব্য করেন তিনি। 

WB News Live: গরু পাচার মামলায় আরও চাপ বাড়ল অনুব্রত মণ্ডলের

গরু পাচার মামলায় আরও চাপ বাড়ল অনুব্রত মণ্ডলের। বীরভূমের তৃণমূল সভাপতিকে, দিল্লি নিয়ে যেতে ইডিকে অনুমতি দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। সূত্রের খবর, আজই ট্রেনে করে দিল্লি নিয়ে যাওয়া হবে অনুব্রতকে।

প্রেক্ষাপট

সাগরদিঘিতে (Sagardighi) বাজিমাত বায়রনের (Byron Biswas)। প্রায় ২৩ হাজার ভোটে তৃণমূলকে (TMC) হারালেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। ২ বছর পর ফের বিধানসভায় হাত বিধায়ক।

হাতছাড়া সাগরদিঘি, ভোটারদের ঘাড়েই দায় চাপালেন পরাজিত তৃণমূল প্রার্থী। 'মানুষ হয়তো উন্নয়ন চায়নি', মন্তব্য প্রার্থীর।

তৃণমূলের (TMC) দুর্নীতির বিরুদ্ধে মানুষের রায়। সাগরদিঘির জয়ে প্রতিক্রিয়া অধীরের। শাসকদলের হুমকিতে কাজ হয়নি। বললেন সেলিম। অনৈতিক জোটের কাছে হার, দাবি মমতার।

ত্রিপুরায় পদ্মের প্রত্যাবর্তন। জিতলেন বিজেপির (BJP) মানিক। জোট গড়েও প্রত্যাখ্যাত বাম-কংগ্রেস। দাগ কাটলেও কিং মেকার হতে পারল না তিপ্রা মথা। ঝুলি শূন্য় তৃণমূলের।

ত্রিপুরায় বিজেপির প্রত্যাবর্তনের পরই বাম-কংগ্রেসকে একযোগে নিশানা প্রধানমন্ত্রীর (Narendra Modi)।

নাগাল্যান্ডে দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় বিজেপি জোট। হাত খালি কংগ্রেসের। মেঘালয়ে খাতা খুললেও ছাপ ফেলতে পারল না তৃণমূল।

গোয়ার পর ত্রিপুরাতেও ভরাডুবি। সর্বভারতীয় দলের মাপকাঠি পূরণে ব্যর্থ তৃণমূল। অভিযোগ তুলে জাতীয় তকমা খারিজের দাবিতে নির্বাচন কমিশনে চিঠি শুভেন্দুর (Suvendu Adhikari)। গুরুত্ব দিতে নারাজ ঘাসফুল শিবির।

২০২৪-এ একাই লড়বে তৃণমূল, বার্তা মমতার (Mamata Banerjee)। 'আমরা মানুষের সঙ্গে জোট গড়ে লড়ব। ওদের সঙ্গে যাব না', বললেন মমতা।

দিল্লির (Delhi) পথে অনুব্রত (Anubrata Mondal)। হাজিরা দেবেন রাউস অ্যাভিনিউ আদালতে। ইডির আবেদন মঞ্জুর। কী করেছে কেষ্ট? পঞ্চায়েত ভোট (Panchayat Election) আসছে বলেই দিল্লিতে? প্রশ্ন মমতার।

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ফের সিবিআই (CBI)-ইডির (ED) যৌথ তদন্ত। পর্ষদের গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব কীভাবে একটি কোম্পানিকে, এফআইআর করে তদন্তের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।

নম্বরে কারচুপি করে মেধাতালিকায় নাম। পর্ষদের বিরুদ্ধে অযোগ্যদের বেশি নম্বর দেওয়ার অভিযোগ। বোমা বাঁধতে পারলে কি বাড়তি নম্বর পাওয়া যায়? প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।

নবম দশমের ৬১৮ জনের সুপারিশ পত্র বাতিলের (SSC Scam) ওপর এখনই কোন স্থগিতাদেশ নয়, জানালেন বিচারপতি বিশ্বজিৎ বসু। নতুন করে মামলার অনুমতি চেয়ে আবেদনে প্রতিক্রিয়া আদালতের।

মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনকে ভবিষ্যতে নিয়োগে সুপারিশ করবে প্রধানমন্ত্রী, চিফ জাস্টিস ও লোকসভার বিরোধী দলনেতার প্যানেল। সুপ্রিম কোর্টের (Supreme Court) ঐতিহাসিক সিদ্ধান্ত। স্বাগত জানালেন মমতা।


- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.