West Bengal News Live Updates: বিবাহ বিচ্ছেদের মামলার মধ্যেই ফের শোভন-বৈশাখীর সঙ্গে রত্নার সংঘাত
WB News Live : রাজ্যের বিভিন্ন প্রান্তের খবরের আপডেটে চোখ রাখুন...
কোচবিহার, উঃ দিনাজপুর, জলপাইগুড়ির পর এবার মালদা
ফের তৃণমূলের নবজোয়ারে প্রার্থী নির্বাচনের ব্যালট নিয়ে বিশৃঙ্খলা
লাইনে দাঁড়িয়েও ব্যালট না পাওয়ার অভিযোগে তৃণমূলকর্মীদের মধ্যেই ধাক্কাধাক্কি
ফের বিজেপি-কংগ্রেস গোপন আঁতাঁতের অভিযোগ অভিষেকের
হাইকোর্টের নির্দেশে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য দেহের অপেক্ষায় পরিবার
তমলুক মেডিক্যাল কলেজে দেহ সনাক্ত করতে গেলেন নিহত বিজেপি নেতার ছেলে
খুনের তদন্তে ময়না থানায় গেল ফরেন্সিক দল
কলকাতার কাছেই ভরদুপুরে বজবজে শ্যুটআউট! আলিপুর কোর্ট থেকে ফেরার পথে খুনের মামলায় অভিযুক্তকে গুলি। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে তদন্তে পুলিশ।
ময়নার নিহত বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়ার দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিশেষ দল গঠন করে কলকাতার কমান্ড হাসপাতালে হবে ময়না তদন্ত।
রাজ্যের ২ ফরেন্সিক বিশেষজ্ঞ উপস্থিত থাকতে পারবেন। চাইলে থাকতে পারবেন পরিবারের সদস্যরাও। জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। ময়না তদন্তের রিপোর্ট পরিবার ও ময়না থানাকে দেবে কমান্ড হাসপাতাল। তমলুক হাসপাতালে পরিবারকে দেহ দেখিয়ে অবিলম্বে রাজ্য পুলিশের নিরাপত্তায় মৃতদেহ কলকাতায় নিয়ে আসতে হবে এবং ফেরত নিয়ে যেতে হবে। ৪ সপ্তাহের জন্য কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় থাকবে পরিবার। আগামী সোমবারের মধ্যে রাজ্যের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট।
ফের বাড়ল মুরগির মাংসের দাম। খুচরো বাজারে গোটা মুরগির দাম ১২০ টাকা থেকে বেড়ে পৌঁছে গেছে ১৭০-১৮০ টাকায়। ৫০ টাকা বেড়ে কাটা মুরগি এখন বিক্রি হচ্ছে ২৭০ টাকায়। এই প্রথম নয়, গত এক সপ্তাহে লাফিয়ে বেড়েছে মুরগির মাংসের দাম। ব্যবসায়ীদের দাবি, মূলত যোগানের ঘাটতির জন্যই দাম বাড়ছে।
রাতের শহরে বন্ধুকে কুপিয়ে খুনের অভিযোগ বন্ধুর বিরুদ্ধে। বাঁশদ্রোণী থানা এলাকার দীনেশনগরের ঘটনা। পুলিশ
সূত্রে খবর, মদের আসরে একটি ছবি দেখাকে কেন্দ্র করে দুই বন্ধুর ঝামেলা হয়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুরনো লোহালক্কড় ঝাড়াইবাছাই করতে গিয়ে সকেট বোমা বিস্ফোরণ। বীরভূমের কীর্ণাহারে এক কিশোর সহ আহত ২। ভর্তি করা হয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে। কীভাবে এই ঘটনা ঘটল, খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এসপি।
এবার তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূলে ভাঙন।
বিবাহ বিচ্ছেদের মামলার মধ্যেই ফের শোভন-বৈশাখীর সঙ্গে রত্নার সংঘাত
ময়নার নিহত বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়ার দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিশেষ দল গঠন করে কলকাতার কমান্ড হাসপাতালে হবে ময়না তদন্ত।
পঞ্চায়েত ভোটের আগে ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে টানা ৩২ ঘণ্টা ধর্নায় মহিলা তৃণমূল কংগ্রেস। মেয়ো রোডে সকাল ১০টায় শুরু ধর্না। শেষ হবে কাল সন্ধে ৬টায়।
ঝাড়গ্রামের সাঁকরাইলের বটডাঙ্গা গ্রামে ৭০ থেকে ৮০টি হাতির তাণ্ডব। নাজেহাল স্থানীয় বাসিন্দারা।বাড়িঘর ভাঙচুর, ফসল নষ্ট থেকে লাগাতার মৃত্যুর ঘটনাও ঘটছে। আজ সকালে খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে হাতির দল। বন দফতরকে খবর পাঠানো হয়েছে।
পুলিশে অনাস্থা, ময়নায় বিজেপি নেতা খুনে সিবিআই দাবি পরিবারের। ৪ সপ্তাহ নিহতের বাড়ির লোকেদের কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা। সোমবারের মধ্যে রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের।
৯ ঘণ্টা পার, এখনও বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে আয়কর অভিযান
রায়গঞ্জ, গঙ্গারামপুর, মালদা থেকে কলকাতায় একযোগে আয়কর তল্লাশি
আয়কর দফতরের স্ক্যানারে বিধায়ক কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জ, মালদা, কলকাতায় হানা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘিরে তল্লাশি। নজরে ব্যবসার অংশীদার তৃণমূল নেতা হেমন্ত শর্মাও।
মুর্শিদাবাদের রানিনগরে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষককে হুমকি, গালিগালাজের অভিযোগ
ভরদুপুরে বজবজে শ্যুটআউট, সাক্ষীই আক্রান্ত!
ময়নার নিহত বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভূঁইয়ার দেহের দ্বিতীয় বার ময়না তদন্তের নির্দেশ
শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা
এবার নবজোয়ার কর্মসূচিতে যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাল ইংরেজবাজারে অভিষেকের ক্যাম্পে যাচ্ছেন মমতা। আজই মালদায় ঢুকছেন মুখ্যমন্ত্রী, থাকছেন অভিষেকও।
শান্তনুর সঙ্গে নতুন ২৬ জন চাকরিপ্রার্থীর লেনদেনের সন্ধান পেল ইডি। শান্তনুর বাড়িতে মেলা ৩০০ জনের তালিকার বাইরে এই অতিরিক্ত চাকরিপ্রার্থীদের খোঁজ মিলেছে। এঁদের কাছ থেকে শান্তনুর কাছে ১ কোটি ৪০ লক্ষ টাকা গিয়েছে, দাবি ইডি-র। শান্তনু দিনমজুরদের দিয়ে কাজ করিয়ে তাঁদের অজান্তে চেকবুকে সই করিয়ে টাকা নয়ছয় করত, দাবি ইডির। লোটাস কনস্ট্রাকশন নামে এক কোম্পানির অ্যাকাউন্টকে কালো টাকা সাদা করার জন্য ফান্ড রুট হিসেবে ব্যবহার করা হত, দাবি ইডি-র।
শান্তনুর সঙ্গে নতুন ২৬ জন চাকরিপ্রার্থীর লেনদেনের সন্ধান পেল ইডি। শান্তনুর বাড়িতে মেলা ৩০০ জনের তালিকার বাইরে এই অতিরিক্ত চাকরিপ্রার্থীদের খোঁজ মিলেছে। এঁদের কাছ থেকে শান্তনুর কাছে ১ কোটি ৪০ লক্ষ টাকা গিয়েছে, দাবি ইডি-র। শান্তনু দিনমজুরদের দিয়ে কাজ করিয়ে তাঁদের অজান্তে চেকবুকে সই করিয়ে টাকা নয়ছয় করত, দাবি ইডির। লোটাস কনস্ট্রাকশন নামে এক কোম্পানির অ্যাকাউন্টকে কালো টাকা সাদা করার জন্য ফান্ড রুট হিসেবে ব্যবহার করা হত, দাবি ইডি-র।
শান্তনুর সঙ্গে নতুন ২৬ জন চাকরিপ্রার্থীর লেনদেনের সন্ধান পেল ইডি। শান্তনুর বাড়িতে মেলা ৩০০ জনের তালিকার বাইরে এই অতিরিক্ত চাকরিপ্রার্থীদের খোঁজ মিলেছে। এঁদের কাছ থেকে শান্তনুর কাছে ১ কোটি ৪০ লক্ষ টাকা গিয়েছে, দাবি ইডি-র। শান্তনু দিনমজুরদের দিয়ে কাজ করিয়ে তাঁদের অজান্তে চেকবুকে সই করিয়ে টাকা নয়ছয় করত, দাবি ইডির। লোটাস কনস্ট্রাকশন নামে এক কোম্পানির অ্যাকাউন্টকে কালো টাকা সাদা করার জন্য ফান্ড রুট হিসেবে ব্যবহার করা হত, দাবি ইডি-র।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে সিবিআইয়ের রিপোর্ট। সুপ্রিম কোর্টে জমা দেওয়া রিপোর্টে মানিক ভট্টাচার্যর উল্লেখ।
'প্রাথমিক শিক্ষা পর্ষদের বিভিন্ন বৈঠক মানিক ভট্টাচার্যর নিয়ন্ত্রণে ও নির্দেশে হত। বাকি সদস্যদের যান্ত্রিক পদ্ধতিতে সম্মতি জানাতে হত। ২০১৬ এবং ২০১৮, দু'বার মানিকের মেয়াদ রাজ্য সরকার বাড়িয়েছিল পদে বসিয়ে রাখার জন্য', জিজ্ঞাসাবাদে দাবি করেছেন তৎকালীন সচিব রত্না চক্রবর্তী বাগচী, উল্লেখ সিবিআই রিপোর্টে।
টালিগঞ্জ মেট্রো স্টেশনের কাছে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল। রিজেন্ট পার্ক থানার পুলিশ সূত্রে খবর, এক পথচারী ফোন করে জানান, সকাল ১১টা নাগাদ চলন্ত অটো থেকে সেই ব্যক্তিকে ফেলে দিয়ে যাওয়া হয়। অটোয় চালক ছাড়াও তখন এক বয়স্ক মহিলা ছিলেন। অটোর নম্বরও পথচারীই পুলিশকে দেন। এরপর পুলিশ এসে ওই ব্যক্তিকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যায়। নম্বরের সূত্রে খোঁজ মেলে ঠাকুরপুকুর-কবরডাঙা রুটের অটো চালকের। জানা গেছে, মৃত ব্যক্তির নাম ভোলা। রিজেন্ট পার্ক থানায় অটো চালক ও ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুন নাকি নেপথ্য়ে রয়েছে অন্য কারণ? খতিয়ে দেখছে পুলিশ।
খাদ্য ভবনের ২ কর্মীকে বেআইনিভাবে বদলির অভিযোগ। খাদ্যভবনের সামনে বিক্ষোভ সংগ্রামী যৌথ মঞ্চের। বদলির অভিযোগে খাদ্যভবনে অনির্দিষ্টকাল কর্মবিরতির ডাক দিয়েছেন তারা।
পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপির বুথ সভাপতিকে খুনের অভিযোগে আজ শুভেন্দু অধিকারীর ডাকে ১২ ঘণ্টার বন্ধ। বন্ধ দোকানপাট। বন্ধ সফল করতে রাস্তায় বিজেপি। ময়নার অন্নপূর্ণা বাজারে বন্ধ ঘিরে বিজেপির পিকেটিং।
পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপির বুথ সভাপতিকে খুনের অভিযোগে আজ শুভেন্দু অধিকারীর ডাকে ১২ ঘণ্টার বন্ধ। বন্ধ দোকানপাট। বন্ধ সফল করতে রাস্তায় বিজেপি। ময়নার অন্নপূর্ণা বাজারে বন্ধ ঘিরে বিজেপির পিকেটিং।
ঝাড়গ্রামের সাঁকরাইলের বট ডাঙ্গা গ্রামে প্রবেশ করল ৭০-৮০টি হাতি। সাঁকরাইলে দাঁতাল হাতির দৌরাত্ম্যে মানুষ অতিষ্ঠ। আজও সাতসকালেই হাতির দল ঢুকে পড়েছে লোকালয় খাবারের সন্ধানে।
শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। সোমবারের মধ্যে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় হয় কিনা সেদিকে নজর রাখছে মৌসম ভবন। যদিও আমেরিকা ও ইউরোপের বিভিন্ন সংস্থা জানিয়েছে, মে মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হবে এবং সেই ঘূর্ণিঝড়ের অভিমুখ বাংলাদেশ ও মায়ানমারের উপকূল বরাবর থাকার সম্ভাবনা। এই ঘূর্ণিঝড় তৈরি হলে নাম রাখা হবে, মোকা।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নগর দায়রা আদালতে আবেদন কলকাতার পুলিশ কমিশনারের। নগর দায়রা আদালতের প্রধান বিচারকের বেঞ্চে আবেদন দাখিল। বিনীত গোয়েলের হয়ে আবেদন দাখিল করল রাজ্য। গত ১৬ এপ্রিল একটি ট্যুইট করেন শুভেন্দু অধিকারী। একটি বাসের ছবি দিয়ে ট্যুইট করে শুভেন্দু অধিকারী লেখেন, 'বিনীত গোয়েলের পুলিশ পাহারা দিয়ে এই বাসটি পটুয়াপাড়া থেকে বার করেছে। মনে হয় এই বাসটিতে টাকা রয়েছে। আমি সিবিআই-ইডি-কে অনুরোধ করব এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে।' পুলিশের তরফে আবেদনে জানানো হয়েছে যে বিষয়টি তদন্ত করে দেখা হয়েছে। পুলিশের দাবি এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। পুলিশের ভাবমূর্তি নষ্ট করার জন্যই এই ধরনের অভিযোগ করা হয়েছে বলে পুলিশের দাবি।
এবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে, আজ থেকে ৩২ ঘণ্টা ধর্নায় বসছে মহিলা তৃণমূল কংগ্রেস। মেয়ো রোডে গাঁধীমূর্তির পাদদেশে, সকাল ১০ থেকে কাল সন্ধে ৬টা পর্যন্ত চলবে ধর্না। তৃণমূল সূত্রে খবর, ১০০ দিনের প্রকল্পে টাকা আটকে রাখার পাশাপাশি তৃণমূল সরকারের বিরুদ্ধে বিজেপির মিথ্যা প্রচারের অভিযোগেও, প্রতিবাদ জানানো হবে। প্রসঙ্গত, বঞ্চনার ইস্যুকে সামনে রেখেই গত ২৯ ও ৩০ মার্চ, রেড রোডে ৩০ ঘণ্টা ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ময়নায় বিজেপির বন্ধে বাইক র্যালি। অশোক দিন্দার নেতৃত্বে বিডিও অফিসে বিজেপি কর্মীরা। একের পর এক সরকারি অফিসে গিয়ে কাজ বন্ধ রাখার আবেদন বিধায়কের।
মালদাতেও আয়কর দফতরের হানা। তৃণমূল নেতা হেমন্ত শর্মার বাড়ি ও অফিসে হানা আয়কর দফতরের। সূত্রের খবর, বিধায়ক কৃষ্ণ কল্যাণীর ব্যবসায়িক পার্টনার হেমন্ত শর্মা ও তাঁর ভাই। হেমন্ত শর্মার বাড়ি-অফিসে ২ ঘণ্টার বেশি সময় ধরে তল্লাশি। তল্লাশি চালাচ্ছেন আয়কর দফতরের আধিকারিকরা।
রায়গঞ্জের বিধায়কের বাড়িতে আয়কর হানা। আয়কর দফতর সূত্রে খবর, কৃষ্ণ কল্য়াণীর ৩টি ঠিকানায় চলছে তল্লাশি। বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। কৃষ্ণ কল্য়াণীর মোবাইল ফোনটি নিয়ে নিয়েছেন আধিকারিকরা। আয় বহির্ভূত সম্পত্তি, তথ্য গোপন ও আয়ের থেকে অনেক কম কর জমা দেওয়ার অভিযোগে তল্লাশি। কৃষ্ণ কল্যাণীর ২ জন ম্যানেজারের বাড়িও সিল করে দেওয়া হয়েছে।
বাস্তবে বিয়ে হয়নি। কিন্তু, বিয়ের ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে থানায় বধূ নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন। তরুণীকে গ্রেফতার করল দমদম থানা। ধৃত বাচেন্দ্রী রায়, সল্টলেক সেক্টর ফাইভের বাসিন্দা। তিনি একটি তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী। পুলিশ সূত্রে খবর, মধ্যমগ্রামের বাসিন্দা নীলাদ্রি দত্ত নামে এক যুবককে স্বামী পরিচয় দিয়ে, তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছিলেন তরুণী। বধূ নির্যাতনের দায়ে যুবককে গ্রেফতারও করে পুলিশ। তাঁকে জেলও খাটতে হয়েছে। পরে জামিন পেয়ে দমদম থানায় তরুণীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন নীলাদ্রি। তদন্তে নেমে এবার তরুণীকে গ্রেফতার করল পুলিশ। প্রতারণা ও জালিয়াতির অভিযোগ-সহ ৫টি ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
বাস্তবে বিয়ে হয়নি। কিন্তু, বিয়ের ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে থানায় বধূ নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন। তরুণীকে গ্রেফতার করল দমদম থানা। ধৃত বাচেন্দ্রী রায়, সল্টলেক সেক্টর ফাইভের বাসিন্দা। তিনি একটি তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী। পুলিশ সূত্রে খবর, মধ্যমগ্রামের বাসিন্দা নীলাদ্রি দত্ত নামে এক যুবককে স্বামী পরিচয় দিয়ে, তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছিলেন তরুণী। বধূ নির্যাতনের দায়ে যুবককে গ্রেফতারও করে পুলিশ। তাঁকে জেলও খাটতে হয়েছে। পরে জামিন পেয়ে দমদম থানায় তরুণীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন নীলাদ্রি। তদন্তে নেমে এবার তরুণীকে গ্রেফতার করল পুলিশ। প্রতারণা ও জালিয়াতির অভিযোগ-সহ ৫টি ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
এবার রায়গঞ্জের বিধায়কের বাড়িতে আয়কর হানা। আয়কর দফতর সূত্রে খবর, কৃষ্ণ কল্য়াণীর ৩টি ঠিকানায় চলছে তল্লাশি। আয় বহির্ভূত সম্পত্তি ও আয়ের থেকে অনেক কম কর জমা দেওয়ার অভিযোগ, খবর আয়কর দফতর সূত্রে।
ঝাড়গ্রামের সাঁকরাইলের বটডাঙ্গা গ্রামে ৭০ থেকে ৮০টি হাতির তাণ্ডব। নাজেহাল স্থানীয় বাসিন্দারা।বাড়িঘর ভাঙচুর, ফসল নষ্ট থেকে লাগাতার মৃত্যুর ঘটনাও ঘটছে। আজ সকালে খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে হাতির দল। বন দফতরকে খবর পাঠানো হয়েছে।
ময়নার তিন মাথার মোড়ের কাছে বিজেপির অবরোধ তুলে দিল তমলুকের এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। এক বিজেপি নেতাকে আটক করেছে পুলিশ। অন্নপূর্ণা বাজারেও বিজেপির অবরোধ তুলে দেয় পুলিশ। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা শুরু হয়।একজন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ।
আজ কলকাতা-সহ রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গে শিলা বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের দু'একটি জেলায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। শুক্রবার থেকে বাড়বে তাপমাত্রা।
ফের বাড়ল মুরগির মাংসের দাম। খুচরো বাজারে গোটা মুরগির দাম ১২০ টাকা থেকে বেড়ে পৌঁছে গেছে ১৭০-১৮০ টাকায়। ৫০ টাকা বেড়ে কাটা মুরগি এখন বিক্রি হচ্ছে ২৭০ টাকায়। এই প্রথম নয়, গত এক সপ্তাহে লাফিয়ে বেড়েছে মুরগির মাংসের দাম। ব্যবসায়ীদের দাবি, মূলত যোগানের ঘাটতির জন্যই দাম বাড়ছে।
কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরের পর এবার দক্ষিণ দিনাজপুর। তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে ফের 'ব্যালট' বিশৃঙ্খলা। হরিরামপুরে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বেরিয়ে যেতেই শুরু হল ব্যালট পেপার নিয়ে টানাটানি। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
রাতের শহরে তরুণকে কুপিয়ে খুনের অভিযোগ। বাঁশদ্রোণী থানা এলাকার দীনেশনগরে চাঞ্চল্য। মৃত যুবক পেশায় ইলেকট্রিশিয়ান, পূর্ব পুটিয়ারির বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে প্রতিবেশীর সঙ্গে তাঁর ঝামেলা হয়। তখনকার মতো ঝামেলা মিটলেও, অভিযোগ পরে তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় ওই যুবককে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে, মৃত বলে ঘোষণা। পুলিশ সূত্রে খবর, মৃতের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। অভিযুক্ত কৌশিক বারুইকে গ্রেফতার করেছে বাঁশদ্রোণী থানার পুলিশ।
এক দিনে, জোড়া CBI-তদন্তের দাবিতে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। CBI তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন ময়নায় নিহত বিজেপির বুথ সভাপতির ছেলে। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কোনও হাসপাতালে ময়নাতদন্তের দাবিও জানিয়েছেন তাঁরা। অন্যদিকে, CBI তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা করেছে কালিয়াগঞ্জের নিহত যুবকের পরিবারও।
কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে, আজ থেকে ৩২ ঘণ্টার ধর্নায় বসছে তৃণমূল। মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে সকাল দশটায় ধরনায় বসবে মহিলা তৃণমূল কংগ্রেস। সকাল ১০ থেকে বৃহস্পতিবার সন্ধে ৬টা পর্যন্ত চলবে ধর্না।
পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপির বুথ সভাপতিকে নৃশংসভাবে খুনের অভিযোগে আজ শুভেন্দু অধিকারীর ডাকে ১২ ঘণ্টার বন্ধ।সকাল থেকে বন্ধ দোকানপাট। বন্ধ সফল করতে রাস্তায় নেমেছে বিজেপি।
পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ সহ বিভিন্ন দাবিতে ডিওয়াইএফআই ও গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা পরিষদ অভিযান ঘিরে তমলুকে ধুন্ধুমার। ব্যারিকেড ভাঙলেন সিপিএমের যুব ও ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা। পুলিশের সঙ্গে মিছিলকারীদের ধস্তাধস্তি।প্রতিবাদে জেলা পরিষদ অফিসের বাইরে অবস্থানে বসেন ডিওয়াইএফআই ও গণতান্ত্রিক মহিলা সমিতির নেতা-কর্মীরা।
মে দিবসে সুরেন্দ্রনাথ কলেজে জন্মদিনের পার্টির আয়োজনের অভিযোগ। ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। বিতর্কে জড়ালেন শিয়ালদার তৃণমূল নেতা। প্রথমে গোটা ঘটনা অস্বীকার করেন তিনি। পরে জানান, তাঁর জন্মদিন ডিসেম্বরেও হলেও অনুগামীরা মে দিবসে তা পালন করেন। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ৯৫টি নতুন পদ সৃষ্টি করা হল। তবে টেকনিক্যাল সমস্যার জন্য ৮১টি পদ নিয়ে কোনও সিদ্ধান্ত এদিন হয়নি। সূত্রের খবর, বাবার মূর্তির তৈরির প্রয়াস নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রীর তিরষ্কারের মুখে পড়েন মন্ত্রী মানস ভুঁইয়া। অন্যদিকে, অমর্ত্য সেনকে উচ্ছেদের প্রতিবাদে দলের নেতাদের শান্তিপূর্ণ অবস্থানে বসার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রেক্ষাপট
খুন বিজেপির (BJP) বুথ সভাপতি, উত্তপ্ত ময়না। তৃণমূলের (TMC) বিরুদ্ধে অভিযোগে তুলে বিক্ষোভ-অবরোধ। অস্বীকার শাসক দলের। আজ ১২ ঘণ্টা ময়না বনধের ডাক শুভেন্দুর (Suvendu Adhikari)। সিবিআই (CBI) তদন্তের দাবি।
হাইকোর্টে (High Court) ময়নার নিহত বিজেপি নেতার পরিবার। কেন্দ্রীয় সরকারি হাসপাতালে ময়নাতদন্তের আর্জি।
ময়নায় খুন বিজেপি নেতা। অপহৃত বিজেপি কর্মী। উদ্ধার করল পুলিশ।
ভোট পরবর্তী হিংসায় একের পর বিজেপি নেতা-কর্মী খুন। তৃণমূল সরকারের বর্ষপূর্তির দিনই গঙ্গায় তর্পন করে প্রতিবাদ সুকান্ত-দিলীপ-শুভেনদুর। ব্যর্থতা ঢাকতে মৃত্যু নিয়ে রাজনীতি, পাল্টা কুণাল।
কালিয়াগঞ্জে (Kaliaganj) রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মন মৃত্যু তদন্তে সিবিআই দাবি। হাইকোর্টে মামলা পরিবারের। আজ শুনানির সম্ভাবনা।
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্র মুর্শিদাবাদের (Murshidabad) সালার। মুহূর্মুহু পড়়ল বোমা। গ্রেফতার ৩ তৃণমূল কর্মী।
শুভেন্দুর পর অধীর। অভিষেকের (Abhishek Banerjee) নবজোয়ারের খরচ নিয়ে প্রশ্ন। বিশ্বাসঘাতক কংগ্রেসের (congress) পাশে নেই মানুষ, পাল্টা খোঁচা কুণালের।
পঞ্চায়েত ভোটের আগে উত্তর দিনাজপুরে তৃণমূলের করিম-অস্বস্তি। অভিষেকের ডাকা সাংগঠনিক বৈঠকেও গরহাজির ইসলামপুরের বিদ্রোহী বিধায়ক।
নিয়োগ থেকে পঞ্চায়েতে দুর্নীতির (Recruitment Corruption) অভিযোগে পথে বামেরা। তমলুকে ডিওয়াইএফআইয়ের (Dyfi) জেলা পরিষদ অভিযোগ। কলকাতায় মিছিল।
পঞ্চায়েত ভোটের আগে ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে টানা ৩২ ঘণ্টা ধর্নায় মহিলা তৃণমূল কংগ্রেস। মেয়ো রোডে কাল সকাল ১০টায় শুরু, শেষ বৃহস্পতিবার সন্ধে ৬টায়।
দলবদলের শাস্তি দন্ডি! আদিবাসী মহিলাদের সঙ্গে অভিষেক কথা বলার পরেই পদক্ষেপ। বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যানের থেকে অভিযুক্ত নেত্রী অপসারিত।
তৃতীয় তৃণমূল সরকারের দ্বিতীয় বর্ষপূর্তির দিনই ফের জোট বার্তা মমতার। বলেন, 'সব দলকে বলব, জোট করুন, বিজেপি আর ক্ষমতায় থাকতে পারবে না।'
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) কাছ থেকে ২টি মামলা গেল বিচারপতি অমৃতা সিন্হার বেঞ্চে। সুপ্রিম কোর্টের নির্দেশে মামলা সরালেন হাইকোর্টের প্রধান বিচারপতি।
বৃহস্পতিবার ডিএ-মিছিলে (DA Agitation) অনুমতি হাইকোর্টের। শান্তিপূর্ণ মিছিল বন্ধ করতে পারে না সরকার, কড়া পর্যবেক্ষণ বিচারপতি মান্থার। খারিজ রাজ্যের সওয়াল।
ক্লাবের অনুমতি না নিয়ে দোহা ঘুরতে যাওয়ার জের| মেসিকে ২ সপ্তাহের জন্য সাসপেন্ড করল পিএসজি| এই মরসুমের শেষেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে লিওর|
পূর্ব বাংলাদেশে তৈরি ঘূর্ণাবর্ত। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, আজ দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস (Weather Update)। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শিলাবৃষ্টির সতর্কতা। শুক্রবার থেকে বাড়বে তাপমাত্রা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -