West Bengal News Live : গ্রেফতার 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্র
সাগরদিঘিতে জয়ের ৩ মাসের মধ্যে দলবদল। অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে তৃণমূলে যোগদান বায়রন বিশ্বাসের। আরও খবর।
গ্রেফতার 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্র। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হল তাঁকে। প্রায় ১২ ঘণ্টা জেরার পর ইডির হাতে গ্রেফতার সুজয়কৃষ্ণ ভদ্র। তথ্য গোপন, তদন্তে অসহযোগিতা করায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি ইডি সূত্রে।
সিআইডির আবেদনে সাড়া, জেলে গিয়ে কুড়মি নেতাদের জেরার অনুমতি। অভিষেকের কনভয়ে হামলা, জেলে গিয়ে কুড়মি নেতাদের জেরা করতে পারবে সিআইডি । গড় শালবনিতে অভিষেকের কনভয়ের পথে হামলা, ৯ কুড়মি নেতা গ্রেফতার । হেফাজতে না পেলেও জেলে গিয়ে সিআইডিকে জেরার অনুমতি ঝাড়গ্রাম কোর্টের।
শুভেন্দু অধিকারী ঘুষখোর। জাতীয় রাজনীতিতে সবথেকে বড় গদ্দার। জনসংযোগ যাত্রায় পূর্ব মেদিনীপুরে পা দিয়ে, এভাবেই বিরোধী দলনেতাকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিশির এবং দিব্যেন্দু অধিকারীর রাজনৈতিক পরিচয় নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। পাল্টা জবাব এসেছে বিজেপির তরফেও।
১০ ঘণ্টা পার, এখনও ইডির জিজ্ঞাসাবাদের মুখে 'কালীঘাটের কাকু'। সকাল সাড়ে ১১টা থেকে 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসাবাদ। এখনও সুজয়কৃষ্ণের বয়ানে সন্তুষ্ট নয় ইডি, তথ্য গোপনের সন্দেহ: ইডি সূত্র । কালীঘাটের কাকুর সামনেই অন করা হল বাজেয়াপ্ত করা মোবাইল ফোন। মোবাইল ফোনে থাকা তথ্য দেখিয়ে কালীঘাটের কাকুকে জিজ্ঞাসাবাদ: ইডি সূত্র। ৩ দফায় কালীঘাটের কাকুকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ ইডির গোয়েন্দাদের: ইডি সূত্র। নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা লেনদেনে জড়িত সুজয়কৃষ্ণ, সন্দেহ ইডির।
বাঁকুড়ার বড়জোড়ায় ঘুটগড়িয়া শিল্প তালুকে বিস্ফোরণ। বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় ফার্নেস ফেটে গুরুতর আহত ১৫ শ্রমিক। আহতদের বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। পরে ১০জনকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
রাজ্যে ফের তাপপ্রবাহের সতর্কতা। ২-৩ জুন পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের পূর্বাভাস। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে সতর্কতা। মুর্শিদাবাদ-নদিয়াতেও তাপপ্রবাহের সতর্কতা। মালদা-দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৪০ ডিগ্রির আশপাশে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সিবিআইয়ের ভূমিকায় ক্ষুব্ধ আদালত। 'যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন, তারাই কীভাবে সাক্ষী?'
কুন্তলের বিরুদ্ধে চার্জশিট নিয়েই প্রশ্ন আলিপুর বিশেষ আদালতের । সিবিআইয়ের তদন্তকারী অফিসারের কাছে ব্যাখ্যা চাইল ক্ষুব্ধ আদালত। ব্যাখ্যায় সন্তুষ্ট না হলে ব্যবস্থা, হাইকোর্টেও জানাব, বললেন বিচারক। নির্দেশনামা সিবিআইয়ের অধিকর্তা, ডিআইজিকে পাঠানোর নির্দেশ । কুন্তলের বিরুদ্ধে সিবিআইয়ের চার্জশিট নিয়ে ক্ষুব্ধ আদালত ।
কনভয় হামলায় গ্রেফতার ৯ কুড়মি নেতা, মুখ খুললেন পার্থ। 'দমন পীড়ন নীতি অবলম্বন করা ঠিক হবে না'। 'জঙ্গলমহলে সকলের সঙ্গে আলোচনা করুন'। 'মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের প্রতি আস্থাশীল'। 'দমন পীড়ন নীতির বদলে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত'। আদালত থেকে বেরনোর সময় মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের।
তৃণমূলের চিকিৎসক সংগঠনের নেতাদের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে । তৃণমূলের চিকিৎসক নেতার বিরুদ্ধে স্বাস্থ্যভবনে পোস্টার। দুর্নীতির অভিযোগে চিকিৎসক নেতা সুশান্ত রায়ের বিরুদ্ধে পড়ল পোস্টার। সুশান্ত রায় রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সহ সভাপতি। মমতা-অভিষেক পন্থীদের নামে পড়ল পোস্টার। 'পোস্টারের নেপথ্যে রাজ্যের শাসক দলের দুই প্রভাবশালী চিকিৎসক নেতা'। 'এই দুই নেতা মেডিক্যাল কাউন্সিলে রাজ্য সরকার মনোনীত সদস্য'। নাম না করে নির্মল মাঝি, শান্তনু সেনের দিকে অভিযোগের তির সুশান্ত রায়ের। প্রতিক্রিয়া দিতে নারাজ নির্মল মাঝি, শান্তনু সেন।
গরমের ছুটি কাটিয়ে অবশেষে রাজ্যে খুলছে স্কুল। ৫ জুন রাজ্যে খুলছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্কুল। ৭ জুন খুলছে প্রাথমিক স্কুল, বিজ্ঞপ্তি রাজ্য সরকারের। গরমের জন্য ২ মে থেকে ছুটিতে রাজ্য সরকারি স্কুল।
অভিষেকের কনভয়ে হামলার ৫ দিনের মধ্য়েই ডিআইজি বদলি। সরিয়ে দেওয়া হল মেদিনীপুর রেঞ্জের ডিআইজিকে। মেদিনীপুর রেঞ্জের নতুন ডিআইজি অনুপ জয়সওয়াল। সরিয়ে দেওয়া হল মেদিনীপুরের ডিআইজি প্রসূন বন্দ্য়োপাধ্য়ায়কে। অভিষেকের কনভয়ে হামলা, এগরা বিস্ফোরণে মৃত্য়ুমিছিলের জের ? গড় শালবনিতে অভিষেকের কনভয়ে হামলার জেরেই বদলি ?
৭ ঘণ্টা পার, এখনও ইডির জিজ্ঞাসাবাদের মুখে 'কালীঘাটের কাকু'। সকাল সাড়ে ১১টা থেকে 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসাবাদ। ইডি-সিবিআই নজরে তাপস-গোপাল বর্ণিত 'কালীঘাটের কাকু'। দফায় দফায় জিজ্ঞাসাবাদ, বাড়ি-অফিসে তল্লাশির পরে ফের তলব। ৩টি কোম্পানির সঙ্গে সুজয়কৃষ্ণের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ মেলার দাবি ইডি সূত্রে। ৩টি কোম্পানির কোটি কোটি টাকা লেনদেনের হদিশ মিলেছে, দাবি ইডি সূত্রে। কোম্পানির ডিরেক্টর, হিসাবরক্ষক, কর্মীদের জিজ্ঞাসাবাদ পরে সুজয়কৃষ্ণকে তলব।
সেইসব বয়ান সামনে রেখেই ‘কালীঘাটের কাকু’কে জিজ্ঞাসাবাদ, ইডি সূত্রে খবর।
দলবদলের পরেই বাড়ল বায়রন বিশ্বাসের সুরক্ষা। সাগরদিঘির বিধায়কের জন্য হাউস গার্ড মোতায়েনের সিদ্ধান্ত। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানের পরেই বাড়ল নিরাপত্তা। ব্যক্তিগত রক্ষী ছাড়াও বাড়িতেও সর্বক্ষণ থাকবে নিরাপত্তারক্ষী।
পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার আগেই বড় ঘোষণা সরকারের। ১ বছরের মধ্যেই রাজ্যে ১ লক্ষেরও বেশি সরকারি চাকরির ঘোষণা।
১ লক্ষ ২৫ হাজার সরকারি কর্মী নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর । ৯৪৯৩জনকে অঙ্গনওয়াড়ি পদে নিয়োগের ঘোষণা। বিভিন্ন পদে আরও ১৭হাজার কর্মসংস্থান তৈরির ঘোষণা । ২ হাজার চিকিৎসক, ৭ হাজার নার্স নিয়োগের ঘোষণা। গ্রুপ ডি-তে ১২ হাজার শূন্যপদে নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর । গ্রুপ সি-তে ৩ হাজার শূন্যপদে নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর । ১১ হাজার প্রাথমিক, ১৪ হাজার ৫০০ উচ্চপ্রাথমিকে নিয়োগের ঘোষণা। পুলিশের বিভিন্ন পদে ২০ হাজার নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর। আবগারি দফতরে কনস্টেবল পদে ৩ হাজার নিয়োগের ঘোষণা।
'৩০০ দিনের বেশি জেলে, মরে গেলে বিচার করবেন?' আলিপুর কোর্টে সওয়াল নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের। 'জেলার একটি হাসপাতালে লিখে দিয়েছেন, ১০দিন পরে রিপোর্ট ব্যাক করছে'। 'একজন আক্রান্ত হবে, আর তার ১০দিন পরে চিকিৎসক দেখবেন?' মরে গেলে কী বিচার হবে? ধরা গলায় বিচারককে বললেন পার্থ । ব্যাপারটা দেখছি, প্রথমে তো আবেদন করুন, পার্থকে বললেন বিচারক। সব টাকা পার্থর, মাস্টারমাইন্ডও পার্থ, অর্পিতার অভিযোগ নিয়ে মুখে কুলুপ। সবাই আসবে, বায়রনের দলবদল নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়। গ্রেফতারির পরেই দলে ব্রাত্য, তাও দলের পাশে প্রাক্তন শিক্ষামন্ত্রীর ।
কুড়মি নেতাদের গ্রেফতারের প্রতিবাদে ঝাড়গ্রামের লোধাশুলিতে বাইক র্যালি। ধৃত ৯ কুড়মি নেতাকে নিঃশর্ত মুক্তির দাবিতে মিছিল।
অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার ৯ কুড়মি নেতা। প্রতিবাদে ঝাড়গ্রামের লোধাশুলিতে কুড়মি সমাজের বাইক র্যালি।
পুর নিয়োগ দুর্নীতি তদন্তে এই প্রথম রাজ্যের ২ দফতরকে চিঠি ইডি-র। চিঠি পাঠানো হয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর ও মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনকে। গত ৮ বছরে রাজ্য জুড়ে সব পুরসভার নিয়োগ কী প্রক্রিয়ায় হয়েছে এবং ক'জনের চাকরি হয়েছে, তা জানতে চেয়ে চিঠি ।
সাগরদিঘির বিধায়কের দলবদল নিয়ে বিস্ফোরক বারাসাতের তৃণমূল বিধায়ক। ‘একজনের ভোটে জিতে কীভাবে অন্য দলে চলে গেলেন?, এটা উচিত নয়, আমি এসব পছন্দ করি না’, বায়রন নিয়ে বিস্ফোরক চিরঞ্জিৎ
বায়রন বিশ্বাসের দলবদল নিয়ে তৃণমূলকে নিশানা জয়রাম রমেশের। জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদকের ট্যুইট, কংগ্রেস বিধায়ক হিসেবে ঐতিহাসিক জয়ের ৩ মাস পর, বায়রন বিশ্বাসকে লোভ দেখিয়ে ভাঙিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। এটা সাগরদিঘি বিধানসভার ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা। এর আগে গোয়া, মেঘালয়, ত্রিপুরা এবং অন্যান্য রাজ্যেও এ ধরনের ঘটনা ঘটেছে। এই কাজ বিরোধী জোটকে শক্তিশালী তো করেই না, উল্টে বিজেপির স্বার্থসিদ্ধি হয়। বায়রনের দলবদল নিয়ে তৃণমূলকে কটাক্ষ জয়রাম রমেশের।
৬৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বাড়িতে চুরি। তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের বাড়িতে চুরি। চুরি হয়েছে নগদ টাকা এবং অলঙ্কার।
পুর নিয়োগ দুর্নীতি তদন্তে এই প্রথম রাজ্যের ২ দফতরকে চিঠি ইডি-র। চিঠি পুর ও নগরোন্নয়ন দফতর ও মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনকে। গত ৮ বছরে নিয়োগ
নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি-র তলবে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র পৌঁছলেন সিজিও কমপ্লেক্সে। ৩ সংস্থার সঙ্গে যোগের অভিযোগ নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ।
বেপরোয়া গাড়ির ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু, বীরভূমের মল্লারপুরে ধুন্ধুমার। গাড়ি ভাঙচুর উত্তেজিত জনতার। দেহ উদ্ধারে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। লাঠি উঁচিয়ে হুমকি।
গরু চোর সন্দেহে মারধরকে কেন্দ্র করে জনতা-পুলিশ খণ্ডযুদ্ধে রণক্ষেত্র নদিয়ার ধানতলার কুলগাছি এলাকা। পুলিশের গাড়ি ভাঙচুরের পাশাপাশি, ২ জন পুলিশ কর্মী আক্রান্ত হন। গ্রামবাসীদের পাল্টা অভিযোগ, এলাকা থেকে বেরোনোর সময়, পুলিশের গাড়ির চাকায় পিষ্ট হয়ে ১৫ বছরের কিশোরের মৃত্যু হয়।
সরকারি জমিতে তৃণমূলের পার্টি অফিস? সল্টলেকের এ-ই ব্লকে চাঞ্চল্যকর অভিযোগ। পুর ও নগরোন্নয়ন দফতরের জমিতে তৃণমূলের অস্থায়ী পার্টি অফিস তৈরির অভিযোগ। ‘পার্টি অফিস নয়, অস্থায়ী ঘরে দলীয় কাজে ব্যবহৃত জিনিস রাখা হয়’, দাবি স্থানীয় তৃণমূল কর্মীদের
১২ই জুন নীতীশ কুমারের আমন্ত্রণে পাটনায়, প্রথম সম্মিলিত বৈঠকে মিলিত হচ্ছে বিজেপি বিরোধী দলগুলো। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত থাকবে কংগ্রেস, সিপিএম, তৃণমূল সহ ২১টি রাজনৈতিক দল। আর তার আগে, রাজ্য়ের একমাত্র বাম সমর্থিত কংগ্রেস বিধায়ক বায়রনকে দলে টানল তৃণমূল। এতে কি শক্তিশালী হবে বিরোধী ঐক্য়? জোরাল হচ্ছে সেই প্রশ্নটা।
চাপের মুখে বর্ধিত পার্কিং ফি প্রত্যাহার করেও ফের সক্রিয় পুরসভা? দিল্লি, মুম্বই-সহ ৪ মেট্রো শহরের সঙ্গে তুলনা করে সরকারকে রিপোর্ট। 'দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরুর তুলনায় কলকাতায় পার্কিং ফি কম, বর্ধিত হলেও, তা কম থাকতো ৪ মেট্রো শহরের তুলনায়' রাজ্য সরকারের কাছে রিপোর্ট পাঠিয়ে জানিয়ে দিলেন মেয়র
নবজোয়ার যাত্রার ৩৪ তম দিনে আজ শুভেন্দু-গড়ে পা রাখছেন অভিষেক।সবংয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরে দুপুরে পটাশপুরে পৌঁছবেন অভিষেক
গরু চুরির অভিযোগে রণক্ষেত্র নদিয়ার ধানতলা। পুলিশের সঙ্গে গ্রামবাসীদের খণ্ডযুদ্ধ। ভাঙচুর পুলিশের গাড়ি। ২ পুলিশ কর্মী আক্রান্ত বলে অভিযোগ। পুলিশের গাড়ির চাকায় পিষ্ট ৩, পাল্টা অভিযোগ স্থানীয়দের।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ দিলীপ ঘোষের। ‘ওর যদি দম থাকে আমার সামনে এসে দাঁড়াক। যদি মাটিতে ঘষে না দিই তাহলে বলবেন। মেদিনীপুরের লোক ঘুষ, কাটমানি খায় না। মেদিনীপুরের লোকেরা ইংরেজ ও মুঘল-পাঠানদের বিরুদ্ধে লড়েছে। এবার তৃণমূলের পালা' , অভিষেককে চ্যালেঞ্জ দিলীপের
এবার কাটোয়ায় উদ্ধার হল বেআইনি আগ্নেয়াস্ত্র, গুলি। বেঙ্গল এসটিএফের জালে ৩ অস্ত্র কারবারি। এদের মধ্যে একজন বিহারের মুঙ্গেরের বাসিন্দা, বাকি ২ জন মুর্শিদাবাদের। বেআইনি অস্ত্র কেনাবেচার খবর পেয়ে কাটোয়া স্টেশনে হানা দেয় বেঙ্গল এসটিএফ ।
নবজোয়ার যাত্রার ৩৪ তম দিনে আজ শুভেন্দু-গড়ে পা রাখতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের সবংয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরে দুপুর ৩টে নাগাদ পটাশপুরে পৌঁছবেন। সেখানে জনসংযোগের পর যাবেন এগরায়। সেখানে রোড শো করবেন অভিষেক।
গভীর রাতে জ্বলা আগুন, ভোর পেরিয়ে ধিকিধিকি জ্বলল সকালেও। এন্টালির ক্রিস্টোফার রোডে মুদিখানার গুদামে আগুন ছড়াল আতঙ্ক। গুদামঘর পুড়ে ছাই। গতকাল রাত আড়াইটে নাগাদ ক্রিস্টোফার রোডে মুদিখানার গুদামে আগুন লাগে। দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুনের গ্রাসে চলে যায় গোটা গুদাম। স্থানীয় বাসিন্দাদের দাবি, আগুন লাগার পরেই গুদামের ভিতর থেকে বিকট আওয়াজ শোনা যায়।
গত এক সপ্তাহ ধরে ওই সমস্ত কোম্পানির ডিরেক্টর, হিসাবরক্ষক ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সূত্রের খবর, সেইসব বয়ান সামনে রেখেই আজ সুজয়কৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করা হবে। ইডি-র দাবি, তল্লাশিতে মিলেছে কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ। সূত্রের খবর, এই সমস্ত সম্পত্তি কার টাকায় কেনা হয়েছিল, সেই টাকা কোথা থেকে এসেছিল, তা জানতে চাওয়া হবে।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে আজ কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে সিজিও কমপ্লেক্সে তলব করেছে ইডি। এর আগে তাঁর বেহালার বাড়ি, ফ্ল্যাট ও অফিসে ম্যারাথন তল্লাশি চালানো হয়। ইডি সূত্রে দাবি, ৩টি কোম্পানির সঙ্গে সুজয়কৃষ্ণ ওরফে কালীঘাটের কাকুর প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ মিলেছে।
সাগরদিঘিতে ভোটে জেতার ৩ মাসেই বায়রনের ডিগবাজি! কংগ্রেস ছেড়ে অভিষেকের হাত ধরে যোগ দিলেন তৃণমূলে।
প্রেক্ষাপট
'হাত' ছাড়লেন বায়রন : ধাক্কা খেল সাগরদিঘি ( Sagardighi Model ) মডেল। তৃণমূলে ( TMC ) যোগ দিলেন বায়রন বিশ্বাস ( Bayron Biswas) । তৃণমূলে সাগরদিঘির কংগ্রেস বিধায়ক। সাগরদিঘিতে জয়ের ৩ মাসের মধ্যে দলবদল। অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে তৃণমূলে যোগদান বায়রন বিশ্বাসের। বিধানসভায় ফের শূন্য কংগ্রেস।
দলবদল-তরজা: পঞ্চায়েতের আগে ফের দলভাঙার খেলা? দরজা খুললে বিজেপিটাই উঠে যাবে, অভিষেকের মন্তব্যে জল্পনা। চিরদিন ব্ল্যাকমেল চলবে না, পাল্টা বিজেপি।
'সব টাকা পার্থর': তাঁর ফ্ল্যাটে পাওয়া কোটি কোটি টাকা কার? 'তাঁর ফ্ল্যাটে যে টাকা পাওয়া গেছে তা পার্থ চট্টোপাধ্যায়ের'। 'সেই টাকার ওপর তাঁর কোনও নিয়ন্ত্রণ ছিল না'। 'তিনি শুধু সেখানে থাকতেন', আদালতে দাবি পার্থ ঘনিষ্ঠ অর্পিতার। 'সব জেনে-বুঝেই বিলাস-বহুল জীবন উপভোগ করেছেন অর্পিতা', পাল্টা ইডি।
কনভয় হামলায় ধৃত ৯ : অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় রাজেশ, নিশিকান্ত মাহাতো সহ গ্রেফতার ৯। ধৃতদের মধ্যে ৭ জনকে হেফাজতে চায় সিআইডি। সিআইডির আবেদন খারিজ করে দেয় আদালত। ধৃতদের ১২ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ।
দ্রুত ক্লাস্টার তৈরির উদ্যোগ : বেআইনি বাজি কারখানা বন্ধে দ্রুত ক্লাস্টার তৈরিতে উদ্যোগ নবান্নের। নবান্ন থেকে এদিন সমস্ত ডিএমদের নির্দেশ, ক্লাস্টারের জমি সংক্রান্ত যাবতীয় তথ্য মঙ্গলবার জানাতে হবে।ক্লাস্টার তৈরির কাজ দ্রুত সম্পন্ন করতে চাইছে নবান্ন।
অ্যাপ ক্যাপ চালকদের বিক্ষোভ : অধিক হারে কমিশন কেটে নেওয়ার প্রতিবাদে অ্যাপ ক্যাব চালক ও মালিকদের বিক্ষোভ। সিটু নিয়ন্ত্রিত কলকাতা ওলা-উবের অ্য়াপ ক্যাব অপারেটার্স অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়নের নেতৃত্বে বিক্ষোভ। রাসবিহারী অ্যাভিনউতে রাস্তায় বসে পড়েন বিক্ষোভকারীরা। অবরোধ-বিক্ষোভে কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে রাসবিহারী মোড়।
স্থায়ী কর্মী নিয়োগের দাবি : হাওড়া শরৎ সদনে অনুষ্ঠিত হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কনট্রাকটুয়াল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের তৃতীয় বার্ষিক সাধারণ সভা। স্থায়ী কর্মী নিয়োগ, চুক্তিভিত্তিক প্রথা বাতিল ও অস্থায়ী কর্মীদের উপর অত্যাচার বন্ধের দাবি ওঠে সেখানে। বিভিন্ন জেলা থেকে অংশ নেন প্রায় ১৪০০ প্রতিনিধি।
'যন্তর-মন্তরে অবস্থান নয়' : আইন ভঙ্গ করেছেন। তাই যন্তর-মন্তরে আর ধর্না-অবস্থান করতে দেওয়া হবে না। ভবিষ্যতে ধর্না দিতে চাইলে আবেদন করতে হবে। আন্দোলনকারী কুস্তিগীরদের জানিয়ে দিল দিল্লি পুলিশ।
নতুন সংসদ ভবন উদ্বোধনের দিনেই কুস্তিগীরদের আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে দিল্লির যন্তর মন্তর চত্বর। ভিনেশ ফোগত, বজরং পুনিয়া, সাক্ষী মালিক-সহ ৩ কুস্তিগীর এবং ১০৯ জন আন্দোলনকারীদের আটক করে দিল্লি পুলিশ।
পথদুর্ঘটনায় মৃত্য়ু : রাতের শহরে বেপরোয়া গতির বলি। নিউটাউনে বাইক দুর্ঘটনায় প্রাণ হারাল নিউ-ব্যারাকপুরের বাসিন্দা এক যুবতী। অফিস থেকে ফেরার পথে গাড়ির ধাক্কা বাইকে। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিতসকরা। গাড়ির চালককে আটক করেছে ইকো পার্ক থানার পুলিশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -