West Bengal News Live : আবাস তালিকায় দুর্নীতির অভিযোগে আজও জেলায় জেলায় বিক্ষোভ অব্যাহত
West Bengal News Live : এক ক্লিকেই আজকের বড় খবর ।
আবাস-যোজনায় দুর্নীতির অভিযোগে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে বামেদের বিডিও অফিস অভিযানে ধুন্ধুমার।
পুলিশ বাধা দিলে গেট ঠেলে বিডিও অফিসে ঢুকে পড়েন বাম নেতা-কর্মীরা। বামেদের বিক্ষোভকে কটাক্ষ করেছে তৃণমূল।
স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসায় বেসরকারি হাসপাতালকে টাকা মেটানো নিয়ে আরও কড়া অবস্থান নিল রাজ্য সরকার। চিকিৎসা শুরুর আগে রোগী রেফার হলে বা মারা গেলে প্যাকেজের পুরো টাকা পাবে না হাসপাতাল। নতুন নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর।
বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। তার আগে দিকে দিকে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠছে। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে বিডিওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ দেখাল তৃণমূল। জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড়ে বিডিও অফিসে তালা ঝোলাল ক্ষুব্ধ গ্রামবাসীরা।
আবাস তালিকায় দুর্নীতির অভিযোগে আজও জেলায় জেলায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। মুর্শিদাবাদের রানিনগর ও পূর্ব বর্ধমানের কালনায় পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। এদিকে, আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে দিনহাটার নাজিরহাট ১ নম্বর পঞ্চায়েতের সদস্যকে দল থেক বহিষ্কার করল তৃণমূল।
উলুবেড়িয়ায় মহকুমা শাসকের অফিসের কাছে বিধ্বংসী আগুন। আগুনে পুড়ে ছাই প্রায় ৩০ টি দোকান। চক্রান্ত করে আগুন লাগানোর অভিযোগ তুলেছেন ক্ষতিগ্রস্তরা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের নির্দেশ উড়িয়ে আজ ধর্মতলায় মাতঙ্গিনী মূর্তির পাদদেশে প্রতীকী ধর্নায় বসল এসএসসি-র গ্রুপ সি ও গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীদের একাংশ। পুলিশির উপস্থিতিতেই এক ঘণ্টা প্রতীকী অবস্থান বিক্ষোভ করলেন তাঁরা।
ক্যানিংয়ে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অনুমতি দিল না পুলিশ
ইকো পার্কে অরিজিৎ সিংয়ের কনসার্টের অনুমতি-বিতর্কে এবার তৃণমূলের অন্দরেই কার্যত ভিন্নসুর
ঘরের মধ্যেই ট্রাঙ্কের ভিতর থেকে উদ্ধার হল গৃহবধূর মৃতদেহ। দুর্গাপুরে স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত।
ববিতার নম্বর-বিতর্ক প্রকাশ্যে আসতেই চাকরির দাবি অনামিকা রায়ের
নতুন বছরে স্বল্পমেয়াদি সঞ্চয় প্রকল্পে বাড়ছে সুদের হার। ১ জানুয়ারি থেকে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে সুদের হার ৭ শতাংশ
কমিশনের ভুলে ২ নম্বর বেশি পেয়ে চাকরি পেয়েছেন ববিতা? তুঙ্গে বিতর্ক
'টক টু মেয়রে' নালিশ জানিয়ে, তৃণমূল নেতা-কর্মীদের 'হুমকির মুখে' অভিযোগকারী!
আগুন জ্বালিয়ে বিক্ষোভ, পঞ্চায়েত অফিসে তালা ঝোলানোর চেষ্টা
স্বাস্থ্য সাথী কার্ডে নতুন নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের
প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণে গভীর শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর। সমবেদনা জানিয়ে ট্যুইট মমতার। শোকবার্তা রাহুলের। প্রধানমন্ত্রীর পাশে গোটা দেশ, ট্যুইট অমিত শাহর।
বক্তৃতা না দিয়ে পোডিয়াম থেকে নেমে যান মুখ্যমন্ত্রী
ফের গ্রেফতার তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে। একমাসে তৃতীয়বার গুজরাত পুলিশের হাতে পাকড়াও। প্রতিহিংসার অভিযোগ তৃণমূলের।
পূর্ব বর্ধমানের কালনার হাট কালনা পঞ্চায়েতের মণ্ডললপাড়া এলাকায় আবাস-বিক্ষোভ।
ঘর না পাওয়া এবং কাটমানি নেওয়ার অভিযোগে হাট কালনা পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। প্রধানের সঙ্গেও বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন গ্রামবাসীরা। ঘটনাস্থলে হাজির হন কালনা এক নম্বর ব্লকের বিডিও সেবান্তি বিশ্বাস। ঘটনাস্থলে কালনা থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। গ্রামবাসীদের দাবি এই সমস্যার সমাধান না হলে তালা খোলা হবে না। পঞ্চায়েত প্রধানও স্থানীয়দের অভিযোগ মেনে নিয়েছেন।
নিয়োগের দাবিতে এসএলএসটি চাকরিপ্রার্থীদের ধর্নার ৬৫৬ দিন। নিয়োগের দাবিতে সল্টলেকে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ। সাক্ষাৎ এসএলএসটির আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের। আন্দোলনকারীদের ২ জনের প্রতিনিধি দল দেখা করে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে। মন্ত্রীর উপস্থিতিতে বৈঠক হবে, আশ্বাস এসএসসি চেয়ারম্যানের। দাবি আন্দোলনকারী এসএলএসটি চাকরিপ্রার্থীদের।
ভিক্টোরিয়ার পুনরাবৃত্তি হাওড়া স্টেশনে। বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সামনে জয় 'শ্রীরাম স্লোগান'। বিজেপির কর্মী-সমর্থকদের থামানোর চেষ্টা রেলমন্ত্রী ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর। মাইকেও বিজেপি কর্মীদের থামতে আবেদন শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী উঠলেন না অনুষ্ঠান মঞ্চে। মঞ্চে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ অধিকারী।
সাড়ে ৭ ঘণ্টায় সমতল থেকে পাহাড়। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশে রওনা বন্দে ভারত এক্সপ্রেসের। শুরু জোকা-তারাতলা মেট্রো পরিষেবাও।
অবশেষে চালু হল জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবা। ভার্চুয়ালি মেট্রো পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জোকা থেকে এসপ্লানেড পর্যন্ত এই রুটে প্রথম পর্যায়ে চালু হল সাড়ে ৬ কিলোমিটার। এই রুটে রয়েছে ৬টি স্টেশন। জোকা, ঠাকুরপুকুর, সখেরবাজার,বেহালা চৌরাস্তা, বেহালা বাজার, তারাতলা। এই রুটে সর্বনিম্ন ভাড়া ৫টাকা ও সর্বোচ্চ ভাড়া ২০টাকা।
ভিক্টোরিয়ার ঘটনার পুনরাবৃত্তি হাওড়া স্টেশনে। বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে দেখে জয় শ্রীরাম স্লোগান।
রাজ্যপাল, রেলমন্ত্রীর সামনেই জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপি কর্মী সমর্থকরা। বারবার রাজ্যপাল ও রেলমন্ত্রীর অনুরোধ সত্ত্বেও থামেনি বিজেপি কর্মীরা। এমনকি শিক্ষা প্রতিমন্ত্রীও তাদের থামতে মাইকে আবেদন জানান।
স্লোগান শুনে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চেই উঠলেন না তিনি। মুখ্যমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন রেলমন্ত্রী।
ঝাড়খণ্ডের অভিনেত্রী খুনে দ্বিতীয় গ্রেফতার।
গ্রেফতার রিয়া কুমারীর দেওর সন্দীপ কুমার।
কী হয়েছে জানতে থানায় এলে গ্রেফতার, অভিযোগ ধৃত সন্দীপের।
দফায় দফায় জেরার পরেও এখনও নিজের বক্তব্যে অনড় প্রকাশ।
খুন করেনি বলে এখনও দাবি জানিয়ে যাচ্ছে প্রকাশ।
সাড়ে ৭ ঘণ্টায় সমতল থেকে পাহাড়। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশে রওনা বন্দে ভারত এক্সপ্রেসের। শুরু জোকা-তারাতলা মেট্রো পরিষেবাও।
বন্দে ভারতের উদ্বোধনী মঞ্চে রাজ্যপাল, রেলমন্ত্রী। উপস্থিত শুভেন্দু, নিশীথও। মঞ্চে উঠলেন না মুখ্যমন্ত্রী। প্ল্যাটফর্মে থেকেই উদ্বোধন অনুষ্ঠানে যোগ।
সাড়ে ৭ ঘণ্টায় সমতল থেকে পাহাড়। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশে রওনা বন্দে ভারত এক্সপ্রেসের। শুরু জোকা-তারাতলা মেট্রো পরিষেবাও।
মায়ের শেষকৃত্য সম্পন্ন করে ভার্চুয়ালি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। মোদিকে ধন্যবাদ জানিয়ে বিশ্রাম নেওয়ার পরামর্শ মুখ্যমন্ত্রীর।
বন্দে ভারতের উদ্বোধনী মঞ্চে রাজ্যপাল, রেলমন্ত্রী। উপস্থিত শুভেন্দু, নিশীথও। মঞ্চে উঠলেন না মুখ্যমন্ত্রী। প্ল্যাটফর্মে থেকেই উদ্বোধন অনুষ্ঠানে যোগ।
স্বাস্থ্যসাথী নিয়ে নতুন নির্দেশিকা রাজ্য সরকারের।
বেসরকারি হাসপাতালকে টাকা মেটানো নিয়ে আরো কড়া অবস্থান রাজ্যের।
চিকিৎসা শুরুর আগে রোগী রেফার হলে বা মারা গেলে প্যাকেজের পুরো টাকা পাবে না হাসপাতাল।
অস্ত্রোপচার করতে গিয়ে যদি দেখা যায় অস্ত্রোপচার সম্ভব নয়, তাহলে মিলবে প্যাকেজের ৩৫% টাকা।
অস্ত্রোপচার আংশিক হলে মিলবে ৫০% টাকা।
অস্ত্রোপচার ব্যর্থ হলে মিলবে ইমপ্ল্যান্টের খরচ এবং মোট প্যাকেজের মাত্র ৩০%।
১ জানুয়ারি থেকে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত সপ্তাহে ৬ দিন চলবে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া ও নিউ জলপাইগুড়ির মাঝে ট্রেনটি থামবে বোলপুর, মালদা টাউন, বরসোই স্টেশনে।
ভার্চুয়ালি বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্ম নিউ জলপাইগুড়ির উদ্দেশে ছাড়ল বন্দে ভারত এক্সপ্রেস। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আজ হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে ডানকুনি, কামারকুণ্ডু, বর্ধমান, খানা, বোলপুর, রামপুরহাট, নিউ ফরাক্কা, মালদা, কিষাণগঞ্জ সহ ১৬টি স্টেশনে থামবে বন্দে ভারত এক্সপ্রেস।
ভিক্টোরিয়ার ঘটনার পুনরাবৃত্তি হাওড়া স্টেশনে। বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে দেখে জয় শ্রীরাম স্লোগান। রাজ্যপাল, রেলমন্ত্রীর সামনেই জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপি কর্মী সমর্থকরা। বারবার রাজ্যপাল ও রেলমন্ত্রীর অনুরোধ সত্ত্বেও থামেনি বিজেপি কর্মীরা। এমনকি শিক্ষা প্রতিমন্ত্রীও তাদের থামতে মাইকে আবেদন জানান।
স্লোগান শুনে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চেই উঠলেন না তিনি। মুখ্যমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন রেলমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
উলুবেড়িয়ায় মহকুমা শাসকের অফিসের কাছে বিধ্বংসী আগুন। পুড়ে ছাই প্রায় ৩০ টি দোকান।দমকলের ৪টি ইঞ্জিন এসে দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।আগুন লাগার কারণ নিয়ে এখনও ধোঁয়াশা।
উলুবেড়িয়ায় মহকুমা শাসকের অফিসের কাছে বিধ্বংসী আগুন। পুড়ে ছাই প্রায় ৩০ টি দোকান।দমকলের ৪টি ইঞ্জিন এসে দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।আগুন লাগার কারণ নিয়ে এখনও ধোঁয়াশা।
ভার্চুয়ালি বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই ২২ নম্বর প্ল্যাটফর্ম চলে এসেছে বন্দে ভারত এক্সপ্রেস। উদ্বোধনী অনুষ্ঠানে থাকার কথা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। অনুষ্ঠানে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।নিরাপত্তার ঘেরাটোপে হাওড়া স্টেশন চত্বর। বন্দে ভারতের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সকাল থেকে নিয়ন্ত্রিত হচ্ছে একাধিক ট্রেনের যাত্রাপথ। বন্ধ রয়েছে ২১, ২২, ২৩ নম্বর প্ল্যাটফর্ম।
রবীন্দ্রনাথ ঘোষের পর এবার তৃণমূল নেতা পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে লিফলেট ছড়ানো হল কোচবিহার শহরের বিভিন্ন এলায়কায়। লিফলেটে চাকরির নাম করে প্রতারণার অভিযোগ তোলা হয়েছে কোচবিহারের প্রাক্তন জেলা সভাপতির বিরুদ্ধে।
মালদার কালিয়াচকে ব্যবসায়ীকে গুলি করে খুন। কাল রাত ৮টা নাগাদ কালিয়াচকের দিকে আসার সময় তাঁর বাইক আটকে গুলি চালায় দুষকৃতীরা। আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদ, নাকি অন্য কোনও কারণে খুন? খতিয়ে দেখছে কালিয়াচক থানার পুলিশ।
আজ ফের নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। ভোরের দিকে কুয়াশা থাকলেও, বেলা বাড়তেই পরিষ্কার আকাশ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত কয়েকদিন এরকমই থাকবে তাপমাত্রা।
প্রধানমন্ত্রীর মায়ের মৃত্যু শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা শ্রদ্ধেয়া হীরাবেন মোদির প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ ভোরে আমেদাবাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ১০০ বছর।
ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারীর খুনের ঘটনায় তাঁর স্বামীর ১২ দিনের পুলিশ হেফাজত। পুলিশ সূত্রে দাবি, ধৃতের বয়ানে একাধিক অসংগতি রয়েছে। মৃতার স্বামী দাবি করেছিলেন, রিয়া গাড়িতে বসে থাকা অবস্থায়, পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে তাঁকে গুলি করে দুষকৃতীরা। কিন্তু, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, রিয়াকে গুলি করা হয়েছিল শোওয়া অবস্থায়।
অরিজিৎ সিংহর অনুষ্ঠানের জন্য অ্যাকোয়াটিকায় জায়গা দেখা শুরু। ঘটনায় বিজেপিকে নিশানা কুণালের। চলচ্চিত্র উৎসবে অরিজিৎ গেরুয়া গাওয়ার আগেই ইকো পার্কে শো বাতিলের টাকা ফেরতের দাবি।
জামা কাপড়,খাবার, জুতো, ফলের দোকান সহ অন্যান্য সামগ্রীর দোকান পুড়ে যায়। দমকলের ৪টি ইঞ্জিন এসে দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।আগুন লাগার কারণ নিয়ে
উলুবেড়িয়ায় মহকুমা শাসকের অফিসের কাছে বিধ্বংসী আগুন। গভীর রাতে আগুনে পুড়ে ছাই প্রায় ৩০ টি দোকান। ৮০০ মিটারের মধ্যে ৩টি বাজার সংলগ্ন ফুটপাথের দোকানে আগুন লাগে।
প্রেক্ষাপট
- এক নজরে শিরোনাম
- প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন । ট্যুইট করে জানালেন প্রধানমন্ত্রী নিজেই। প্রধানমন্ত্রী বাংলায় বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করতে পারেন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে, খবর সূত্রের
- প্রধানমন্ত্রীর সফরের জন্য ধর্নায় নিষেধাজ্ঞা ? আইনশৃঙ্খলার কারণ দেখিয়ে ধর্মতলা চত্বরে চাকরিপ্রার্থীদের আন্দোলন বন্ধের নির্দেশ পুলিশের।
- দেশের যে কোনও জায়গা থেকে করা যাবে ভোটাধিকার প্রয়োগ। রিমোট ইলেকট্রনিক ভোটিং মেশিন চালুর ভাবনা নির্বাচন কমিশনের। ১৬ জানুয়ারি বৈঠক।
দূরে বসে ভোটের সুযোগ - ইকো পার্কে অরিজিতের কনসার্ট বাতিলে বিতর্ক। অ্যাকোয়াটিকায় জায়গা দেখতে গেল গায়কের টিম। বাড়তি নিরাপত্তা দেওয়া সম্ভব ছিল না, দাবি কুণালের।
- চলচ্চিত্র উৎসবে গেরুয়া গাওয়ায় অনুষ্ঠান বাতিল, অভিযোগ দিলীপের। বাতিলের জন্য আগাম জমার ৮ লক্ষ ফেরত ৮ ডিসেম্বর। কোথায় গেরুয়া যুক্তি ? পাল্টা সৌগত।
- ইকো পার্কে একই দিনে সলমন খানের অনুষ্ঠান বাতিলের পর টাকা ফেরত। হবে মিলন মেলায়। অ্যাকোয়াটিকা পছন্দ অরিজিতের। দাবি তৃণমূলের।
- তৃণমূল না করায় অনুষ্ঠান বাতিল, অভিযোগ বিজেপির। বিজেপি-তৃণমূলের রাজনীতির কারণে শিল্প ধ্বংস, কটাক্ষ সেলিমের। সংকীর্ণ রাজনীতি, পাল্টা তৃণমূলের।
- রবীন্দ্র সদনে আমার পরের অভিনয় ১৫ জানুয়ারি, এসে মেরে যান। বেলেঘাটায় নাট্যব্যক্তিত্বকে হেনস্থায় সরব অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। সরব সুমন মুখোপাধ্যায়ও।
- আরেকটা উৎসব জুড়ে দেওয়া হোক, গণধোলাইয়ের উৎসব। এই গায়ে হাত তোলা আমাদের সকলের গায়ে হাত তোলা। ফেসবুকে পোস্ট অভিনেতা ঋদ্ধি সেনের।
- নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে হলফনামা জমা প্রাথমিকের বিতর্কিত ৮৮ জন শিক্ষকের। ৩০ জুন
- বাগনানে ঝাড়খণ্ডের অভিনেত্রী খুন। রাতভর জেরার পর গ্রেফতার স্বামী। ছিনতাইয়ের গল্প ফেঁদে স্ত্রীকে গুলি, দাবি পুলিশের। অস্বীকার প্রকাশের।
- বাগনানে ঝাড়খণ্ডের অভিনেত্রী খুন। স্বামীকে রাতভর জেরায় একাধিক অসঙ্গতি। ছিনতাইয়ে বাধা দিলে গুলি, দাবি ধৃতের। রিয়াকে ঘুমন্ত অবস্থায় শ্যুটআউট, অনুমান পুলিশের।
- ৩০-৪০ লক্ষ টাকার দেনা ছিল প্রকাশের। রিয়ার নামে ছিল মোটা অঙ্কের জীবন বিমা। বিমার টাকা হাতাতেই কি খুন? জানতে চাইছে পুলিশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -