West Bengal News Live: ৮১ বছর বয়সে সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্রের মৃত্যু

Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...

abp ananda Last Updated: 31 Jul 2022 02:09 AM
WB News Live Updates: প্রয়াত সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র

প্রয়াত সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র। ‘রাত ১২.০৫: চেতলার বাড়িতেই হৃদরোগে নির্মলা মিশ্রের মৃত্যু’, এমনই জানিয়েছেন প্রয়াত সঙ্গীতশিল্পীর চিকিৎসক। ৮১ বছর বয়সে সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্রের মৃত্যু। প্রয়াত ‘এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না’ গানের স্রষ্টা। রাতে নার্সিংহোমেই রাখা থাকবে সঙ্গীতশিল্পীর। মরদেহ

West Bengal News Live:'ঝাড়খণ্ডে সরকার ফেলতেই কি আনা হচ্ছিল বিপুল টাকা?’ ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কের গাড়িতে টাকা উদ্ধারে কটাক্ষ তৃণমূলের

'ঝাড়খণ্ডে সরকার ফেলতেই কি আনা হচ্ছিল বিপুল টাকা?, ‘হাওড়ায় উদ্ধার প্রচুর টাকার উৎস কি? তদন্ত করবে কেন্দ্রীয় এজেন্সি?’, ‘নাকি শুধু হাতে গোনা কয়েকজনের ক্ষেত্রে আইন কার্যকর হবে?, ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কের গাড়িতে টাকা উদ্ধারে কটাক্ষ তৃণমূলের।

WB News Live Updates: ‘খুব ভুল না হলে টাকার বিনিময়ে বিজেপির কাছে বিক্রি হতে এসেছিলেন’, ঝাড়খণ্ডে সরকার ফেলতে বিধায়ক কেনাবেচার ইঙ্গিত তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যের

‘খুব ভুল না হলে টাকার বিনিময়ে বিজেপির কাছে বিক্রি হতে এসেছিলেন’, ‘বিজেপির নেতারা বলেছিলেন, মহারাষ্ট্রের পরেই টার্গেট রাজস্থান-ঝাড়খণ্ড’
‘কে বলতে পারে কলকাতায় বসে ডিলিং হচ্ছিল না?’,‘প্রতিবেশী রাজ্যের সরকার ফেলার ডিলিং হচ্ছিল না, কে বলতে পারে?’, ঝাড়খণ্ডে সরকার ফেলতে বিধায়ক কেনাবেচার ইঙ্গিত তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যের।

West Bengal News Live: ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়কের গাড়িতে বান্ডিল বান্ডিল ৫০০ টাকার নোট!

ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়কের গাড়িতে বান্ডিল বান্ডিল ৫০০ টাকার নোট! ‘কংগ্রেস বিধায়ক রাজেশ কচ্ছপ, নমন বিক্সল কোঙারি এবং ইরফান আনসারিকে জিজ্ঞাসাবাদ’। রাজেশ কচ্ছপ ঝাড়খণ্ডের খিজরি, নমন বিক্সল কোঙারি কোলেবিড়ার বিধায়ক । গাড়িতে লাগানো জামতাড়ার কংগ্রেস বিধায়ক ইরফান আনসারির নামে বোর্ড। কোথা থেকে কোথায় টাকা নিয়ে যাওয়া হচ্ছিল? জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বিপুল পরিমাণ টাকার কোনও নথি দেখাতে পারেননি অভিযুক্তরা, দাবি পুলিশের ।

WB News Live Updates: বৃষ্টির আকাল, পর্যাপ্ত জলের অভাবে পূর্ব বর্ধমান জেলা জুড়ে আমন ধান-চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা

বৃষ্টির আকাল। পর্যাপ্ত জলের অভাবে পূর্ব বর্ধমান জেলা জুড়ে আমন ধান-চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা। এই পরিস্থিতিতে, বিদ্যুত্‍ দফতরের সাহায্য নিয়ে সাব মার্সিবল পাম্প চালানোর চিন্তাভাবনা করছে জেলা প্রশাসন।

West Bengal News Live: সোমবার নবান্নে বৈঠকের পরে ব্যাপক রদবদল হতে পারে রাজ্য মন্ত্রিসভায়

সোমবার নবান্নে বৈঠকের পরে ব্যাপক রদবদল হতে পারে রাজ্য মন্ত্রিসভায়। জল্পনা চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি কামরাজ-মডেলের মতো সবাইকে ইস্তফা দিতে বলবেন? না কি দফতর বদলের মধ্যেই তা সম্পন্ন হবে? এদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানোর পরে পরেশ অধিকারীকে শিক্ষা প্রতিমন্ত্রীর পদ থেকে সরানোর সম্ভাবনাও আছে।

WB News Live Updates: টালিগঞ্জের পর এবার ফের বেলঘরিয়ায় অর্পিতার ফ্ল্যাটে ইডি

টালিগঞ্জের পর এবার ফের বেলঘরিয়ায় অর্পিতার ফ্ল্যাটে ইডি। টাকার ভাণ্ডার পাওয়ার অর্পিতার ফ্ল্যাটে ছিল কাদের আনাগোনা? কীভাবে, কার মাধ্যমে অর্পিতার ফ্ল্যাটে জমেছিল টাকার পাহাড়? কোথায় গেল উধাও হওয়া একের পর এক বিলাসবহুল গাড়ি? আবাসনের সিসি ফুটেজ, রেজিস্ট্রারের সূত্র ধরে ফের অভিযানে ইডি

West Bengal News Live: কলকাতার পর এবার হাওড়ায় ঝাড়খণ্ডগামী গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা! আটক ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ক

কলকাতার পর এবার হাওড়ায় গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা! ঝাড়খণ্ডগামী গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার কয়েক লক্ষ টাকা: পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পাঁচলা-রানিহাটি মোড়ে গাড়িটি আটকানো হয়: পুলিশ। আটক ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ক, টাকা গোনার জন্য আনা হচ্ছে মেশিন: পুলিশ।

WB News Live Updates: মূল ব্যক্তি সম্ভবত খুব তাড়াতাড়িই আমন্ত্রণ পাবেন’, ট্যুইট করে কটাক্ষ বিজেপি নেতা অনুপম হাজরার

‘বীরভূমে, শান্তিনিকেতনে পার্থর বেশ কিছু জমি-জায়গা বাড়ি আছে, সেরকম আভাস আগেই ছিল’। ‘এবার এই জমি-জায়গা-বাড়ি-ফ্ল্যাট কিনতে সাহায্য করার মূল ব্যক্তি আমন্ত্রণ পাবেন, মূল ব্যক্তি সম্ভবত খুব তাড়াতাড়িই আমন্ত্রণ পাবেন’, ট্যুইট করে কটাক্ষ বিজেপি নেতা অনুপম হাজরার।

West Bengal News Live: কালিকাপুর বাজার খালে অজ্ঞাতপরিচয়ের মৃতদেহ উদ্ধার

কালিকাপুর বাজার খালে অজ্ঞাতপরিচয়ের মৃতদেহ উদ্ধার। আসে সার্ভে পার্ক-গড়ফা থানার পুলিশ। নিহতের পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

WB News Live Updates: ভাঙড়ের চালতাবেড়িয়ায় অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগ

ভাঙড়ের চালতাবেড়িয়ায় অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগ উঠল কাকা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। পরে গর্ভস্থ ভ্রূণের মৃত্যু হয়। ঘটনায় মহিলার কাকা, কাকিমা ও খুড়তুতো ভাইকে গ্রেফতার করেছে কাশীপুর থানার পুলিশ।

West Bengal News Live: অর্পিতা মুখোপাধ্যায়ের কসবার ইচ্ছে বাড়ি নিয়ে তদন্তের নির্দেশ দিলেন KMDA-এর চেয়ারম্যান ফিরহাদ হাকিম

অর্পিতা মুখোপাধ্যায়ের কসবার ইচ্ছে বাড়ি নিয়ে তদন্তের নির্দেশ দিলেন KMDA-এর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। পুরসভার নথি অনুযায়ী, KMDA-র এই জমিতে ৯৫ নম্বর রাজডাঙা মেন রোডের ঠিকানায় ১০, ১১ ও ১২, এই ৩টি প্লট রয়েছে। এর মধ্যে ১১ নম্বর প্লটে তৈরি হয়েছে ইচ্ছে বাড়ি। অভিযোগ, এই বাড়ির দু’দিকে ১০ ও ১২ নম্বর প্লট পুরসভার রেকর্ডে ফাঁকা জমি হিসেবে নথিভুক্ত থাকলেও ওই দুটি প্লটে বাড়ি তৈরি করা হয়েছে। 

WB News Live Updates: শিক্ষক-নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে পথে নেমে নিজেরাই হাতাহাতিতে জড়িয়ে পড়লেন বিজেপি কর্মীরা!

শিক্ষক-নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে পথে নেমে নিজেরাই হাতাহাতিতে জড়িয়ে পড়লেন বিজেপি কর্মীরা! মুর্শিবাদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের অনুগামীদের সঙ্গে জেলা সভাপতি শাখারভ সরকারে ঘনিষ্ঠদের বচসা। স্লোগান-পাল্টা স্লোগান। বচসা থেকে হাতাহাতিতে জড়ালেন ২ গোষ্ঠীর অনুগামীরা। লোক ঢুকিয়ে তৃণমূলের চক্রান্ত, দাবি জেলা সভাপতির। নিজেদের দ্বন্দ্ব প্রকাশ্যে, পাল্টা তৃণমূল। 

West Bengal News Live: হাওড়ার বালির নিশ্চিন্দা এলাকায় নেশামুক্তি কেন্দ্রের আড়ালে অসামাজিক কাজকর্মের অভিযোগ

নেশামুক্তি কেন্দ্রের আড়ালে অসামাজিক কাজকর্মের অভিযোগ। হাওড়ার বালির নিশ্চিন্দা এলাকায় রিহ্যাব সেন্টারের সামনে স্থানীয়দের বিক্ষোভ। মালিককে না পেয়ে সংস্থার কর্মীকে মারধর। পলাতক রিহ্যাব সেন্টারের মালিক ও অন্য কর্মীরা।

WB News Live Updates: ‘কোচবিহারে চাকরির নামে টাকা তোলায় এক নম্বরে কেন্দ্রীয় মন্ত্রী’, নিশীথ প্রামাণিক নিশানা উদয়ন গুহর

কোচবিহারে বিজেপির ‘চোর ধরো, জেল ভরো কর্মসূচি’-কে কটাক্ষ তৃণমূলের। পার্থকাণ্ডের মধ্যেই এবার কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে টাকা তোলার পাল্টা অভিযোগ, নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক নিশানা উদয়ন গুহর। ‘কোচবিহারে চাকরির নামে টাকা তোলায় এক নম্বরে কেন্দ্রীয় মন্ত্রী’, ‘ডাকাতির মামলায় হাজতবাস করেছেন কেন্দ্রীয় মন্ত্রী’, ‘ইডি-র ক্ষমতা থাকলে ওই কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করুক’, দাবি দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহর। নাম থাকা সত্ত্বেও বিজেপির মিছিলে হাজির না থাকায় নিশীথকে কটাক্ষ উদয়নের। পরের মিছিলে থাকবেন নিশীথ, আন্দোলন তীব্রতর হবে, পাল্টা বিজেপি।

West Bengal News Live: ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে থেকে টেট উত্তীর্ণদের হঠাল পুলিশ

রাতভর অবস্থানের পর, ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে থেকে টেট উত্তীর্ণদের হঠাল পুলিশ। ডিসি সাউথ আকাশ মাঘারিয়ার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী যায়। ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের সামনে থেকে বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে তোলা হয় পুলিশের গাড়িতে। গতকাল SSC-র আন্দোলনকারীদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের সময়, তাঁর অফিসের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ২০১৪-র প্রাথমিকের টেট উত্তীর্ণরা। বিক্ষোভকারীরা দাবি করেন, SSC-র চাকরিপ্রার্থীদের মতো তাঁদেরও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার জন্য সময় দিতে হবে।  

WB News Live Updates: ‘হরিদাস ভাইপো চাকরি প্রার্থীদের ডেকে পিছনে পুলিশ লেলিয়ে দিয়েছে’, আক্রমণ বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর

ক্যামাক স্ট্রিট থেকে টেট চাকরিপ্রার্থীদের পুলিশ সরিয়ে দেওয়ায় নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর। ‘হরিদাস ভাইপো চাকরি প্রার্থীদের ডেকে পিছনে পুলিশ লেলিয়ে দিয়েছে’, ‘এটাই ভাইপো’, ট্যুইট করে মন্তব্য বিজেপি নেতা সৌমিত্র খাঁর।

West Bengal News Live: SSC দুর্নীতিকাণ্ডের প্রতিবাদে হাজরা মোড়ে বিজেপির বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার, বিজেপির দাবি, সুকান্ত মজুমদার-সহ ৩০ জন নেতা, কর্মীকে আটক

SSC দুর্নীতিকাণ্ডের প্রতিবাদে হাজরা মোড়ে বিজেপির বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। কর্মসূচি শুরুর আগেই সুকান্ত মজুমদারকে রীতিমতো হাইজ্যাক করে পুলিশ তুলে নিয়ে যায় বলে গেরুয়া শিবিরের অভিযোগ। বিজেপির রাজ্য সভাপতিকে নিয়ে যাওয়া হয় লালবাজারে। বিজেপির দাবি, সুকান্ত মজুমদার-সহ ৩০ জন নেতা, কর্মীকে আটক করা হয়েছে। অন্যদিকে, হাজরা মোড়ে বিক্ষোভস্থলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় কলকাতা পুলিশের কর্মীদের। 

WB News Live Updates: SSC কাণ্ডের প্রতিবাদে কংগ্রেসের মিছিল

SSC কাণ্ডের প্রতিবাদে কংগ্রেসের মিছিল। অধীর চৌধুরীর নেতৃত্বে প্রদেশ কংগ্রেস দফতর থেকে মিছিল শুরু হয়েছে। ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল কংগ্রেস কর্মীদের।

West Bengal News Live: গতবছরের খরার পর এবছর ধীরে ধীরে জোগান বাড়ছে ইলিশের

গতবছরের খরার পর এবছর ধীরে ধীরে জোগান বাড়ছে ইলিশের। বাজারের নিয়মেই দামও তাই কমছে। এক কেজির ইলিশ পাওয়া যাচ্ছে বারোশো টাকা কেজি দরে। তার থেকে ওজন বেশি হলে দামও একটু বেশি। তবে যোগান বাড়লে দাম কমবে বলে আশাবাদী বিক্রেতারা। 

WB News Live Updates: খড়দার ডোমপাড়া এলাকায় শ্যুটআউট, এক যুবকের হাতে লাগল গুলি

খড়দার ডোমপাড়া এলাকায় শ্যুটআউট। স্থানীয়দের অভিযোগ, গতকাল রাতে দু’পক্ষের সংঘর্ষ বাধে। তার জেরে আজ সকাল সাড়ে ১১টা নাগাদ গুলি চলে। এক যুবকের হাতে গুলি লাগে। তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ। হামলার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

West Bengal News Live: বিশ্বভারতীর বিনয়ভবনে মার্কশিট-বিতর্কের জের! সরানো হল এডুকেশনের বিভাগীয় প্রধানকে

বিশ্বভারতীর বিনয়ভবনে মার্কশিট-বিতর্ক। যার জেরে পদ থেকে সরিয়ে দেওয়া হল এডুকেশনের বিভাগীয় প্রধানকে। বিএড ও এমএডের তৃতীয় সিমেস্টারের পড়ুয়াদের অভিযোগ, ২ মাস ধরে নানা অজুহাতে তাঁদের মার্কশিট দেওয়া হচ্ছে না। তাই মার্কশিট খোওয়া গিয়েছে বলে সন্দেহ দানা বাধছে। এই মর্মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিযোগও জানিয়েছেন তাঁরা।

WB News Live Updates: চাপে পড়ে ১১ বছর আগে নেওয়া জরিমানার টাকা ফেরাচ্ছে তৃণমূল, দাবি সিপিএমের

চাপে পড়ে ১১ বছর আগে নেওয়া জরিমানার টাকা ফেরাচ্ছে তৃণমূল। পশ্চিম মেদিনীপুরের ডেবরার নরহরিপুরে এমনই ঘটেছে বলে দাবি সিপিএমের। অভিযোগ, ২০১১ সালে ক্ষমতা বদলের পর, ডেবরার নরহরিপুরে সিপিএম কর্মীদের কাছ থেকে মোটা অঙ্কের জরিমানা আদায় করে তৃণমূল। সম্প্রতি পার্টি অফিসে ডেকে সিপিএম কর্মীদের টাকা ফেরানো হয় বলে বামেদের দাবি। আগের নেতৃত্ব ভুল করেছিল, তাই শুধরোনোর চেষ্টা, দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। চাপের মুখেই এই উদ্যোগ, একযোগে দাবি বাম-বিজেপির। চাপে থাকার অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্বের দাবি, টাকা আগেই ফেরত দেওয়া হয়।

West Bengal News Live: অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগ উঠল কাকা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে

ভাঙড়ের চালতাবেড়িয়ায় অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগ উঠল কাকা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। পরে গর্ভস্থ ভ্রূণের মৃত্যু হয়। ঘটনায় মহিলার কাকা, কাকিমা ও খুড়তুতো ভাইকে গ্রেফতার করেছে কাশীপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের বিবাদ চলছিল। অভিযোগ, গতকাল বড় ভাইয়ের বাড়িতে চড়াও হয়ে তাঁর ৮ মাসের অন্তঃসত্ত্বা মেয়েকে পেটে লাথি মারেন কাকা ও তাঁর পরিবারের সদস্যরা। পরে হাসপাতালে মৃত শিশু প্রসব করেন ওই মহিলা। ভ্রূণহত্যা, খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

WB News Live Updates: আবেদন না করা সত্ত্বেও, বাড়িতে প্রধানমন্ত্রী আবাস যোজনার ফলক লাগানোর অভিযোগ!

আবেদন না করা সত্ত্বেও, বাড়িতে প্রধানমন্ত্রী আবাস যোজনার ফলক লাগানোর অভিযোগ উঠল বীরভূমের রামপুরহাটে। বিডিও-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন বাড়ি মালিক। অভিযোগ, দিনদুয়েক আগে বাড়ির গায়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম ফলক লাগায় তৃণমূল পরিচালিত খরুন গ্রাম পঞ্চায়েত। ভুল করে ফলক লাগানো হয়েছে বলে স্বীকার করেছেন তৃণমূল প্রধান। কেন্দ্রীয় সরকারের তদন্ত চলাকালীন দুর্নীতি ধামাচাপা দেওয়ার চেষ্টা, কটাক্ষ বিজেপির। বিরোধীদের কাজ কুত্সা রটানো, পাল্টা আক্রমণ তৃণমূলের।

West Bengal News Live: শান্তিনিকেতনের প্রান্তিকের ফুলডাঙায় মিলল অপা নামাঙ্কিত বাড়ির দলিল

শান্তিনিকেতনের প্রান্তিকের ফুলডাঙায় মিলল অপা নামাঙ্কিত বাড়ির দলিল। নথিতে উল্লেখ, ২০১২ সালে কলকাতার বাসিন্দা শ্যামলী বন্দ্যোপাধ্যায় ও সুষেণ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জমিটি কেনেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়।প্রায় ৭ কাঠা মতো জমির ওপর তৈরি হয় অপা। জমির দাগ ও খতিয়ান নম্বর দেখে বোলপুর ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক জানিয়েছেন, ২০২০ সালে জমির মিউটেশন করানো হয়। রেকর্ডে মালিক হিসেবে নাম রয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের। এবিপি আনন্দর হাতে সেই জমির দলিল। 

WB News Live Updates: চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলার বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অধিকার নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের

গতকাল SSC-র চাকরিপ্রার্থী আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন শিক্ষামন্ত্রীও। চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলার কিংবা তাঁদের আশ্বস্ত করার বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অধিকার নিয়ে আজ প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। 

West Bengal News Live: নেশামুক্তি কেন্দ্রের আড়ালে অসামাজিক কাজকর্মের অভিযোগ হাওড়ায়

নেশামুক্তি কেন্দ্রের আড়ালে অসামাজিক কাজকর্মের অভিযোগ। হাওড়ার বালির নিশ্চিন্দা এলাকায় রিহ্যাব সেন্টারের সামনে স্থানীয়দের বিক্ষোভ। কেয়ারটেকারকে পুলিশের সামনেই মারধর।অসামাজিক কাজকর্মের অভিযোগ সামনে আনেন নেশামুক্তি কেন্দ্রের মালিকের স্ত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। রিহ্যাব সেন্টারের মালিক ও অন্য কর্মীরা পলাতক। 

WB News Live Updates: পার্থ-অর্পিতাকে গ্রেফতারির ঘটনায় ইডি-কে ধন্যবাদ জানাতে সিজিও কমপ্লেক্সের বাইরে কংগ্রেসের জমায়েত

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতারির ঘটনায় ইডি-কে ধন্যবাদ জানাতে সিজিও কমপ্লেক্সের বাইরে কংগ্রেসের জমায়েত। এদিন মিষ্টি, ফুল নিয়ে হাজির হন কংগ্রেস কর্মীরা। ভিতরে ঢুকতে না দেওয়ায় সিজিও কমপ্লেক্সের বাইরে জড়ো হয়ে ইডি-কে শুভেচ্ছা জানান তাঁরা। 

West Bengal News Live: সকাল ১০টা নাগাদ একটি কাঠের গুদামে আগুন লাগে বলে স্থানীয় সূত্রে খবর

স্থানীয় সূত্রে খবর, সকাল ১০টা নাগাদ একটি কাঠের গুদামে আগুন লাগে। দ্রুত আগুনের গ্রাসে চলে যায় আশপাশের আরও কয়েকটি গুদাম কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। ঘটনাস্থলে যান স্থানীয় তৃণমূল বিধায়ক শশী পাঁজা। এলাকায় বহু শ্রমিক থাকেন। রান্না করার সময় আগুন লাগতে পারে বলে বিধায়কের আশঙ্কা। তবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান দমকলের। 

WB News Live Updates: নিমতলায় মহর্ষি দেবেন্দ্র রোডে কাঠের গুদামে বিধ্বংসী আগুন

নিমতলায় মহর্ষি দেবেন্দ্র রোডে কাঠের গুদামে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা এবং আশপাশে প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় আতঙ্ক ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যেতে বলে মাইকে সতর্ক করে জোড়াবাগান থানার পুলিশ। 

West Bengal News Live: ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে টেট উত্তীর্ণদের বিক্ষোভ অব্যাহত

ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে টেট উত্তীর্ণদের বিক্ষোভ অব্যাহত। বিক্ষোভকারীদের দাবি, SSC-র চাকরিপ্রার্থীদের মতো তাঁদেরও কথা বলার জন্য সময় দিতে হবে। গতকাল SSC-র আন্দোলনকারীদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের সময়, তাঁর অফিসের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ২০১৪-র প্রাথমিকের টেট উত্তীর্ণরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অভিষেকের অফিসের সামনে ধর্না অবস্থান চলবে তাঁরা জানিয়েছেন। 

WB News Live Updates: ধীরে ধীরে জোগান বাড়ছে ইলিশের

গত মরসুমে ইলিশের দেখা সেভাবে না মিললেও, এবার ধীরে ধীরে জোগান বাড়ছে। জোগান বাড়ায় তাই কমছে দাম। এককেজি ওজনের ইলিশ মিলছে ১২০০ টাকা কেজি দরে। এর থেকে ওজন বেশি হলে দামও আরও একটু চড়া। জোগান আরও বাড়লে এই মরসুমে ইলিশের দাম মধ্যবিত্তের নাগালে চলে আসবে বলে আশা বিক্রেতাদের।

West Bengal News Live: বৃষ্টির সময় জমিতে আল বাঁধতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল অষ্টম শ্রেণির ছাত্রের

বৃষ্টির সময় জমিতে আল বাঁধতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল অষ্টম শ্রেণির ছাত্রের। গতকাল ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুরের বাঁকুইল গ্রামে। স্থানীয় সূত্রে খবর, বছর ১৪-র রুদ্র রায় কাকার সঙ্গে জমিতে কাজ করার সময় বাজ পড়ে। হাসপাতালে নিয়ে গেলে ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।

WB News Live Updates: পার্থর ষড়যন্ত্র-তত্ত্বর অভিযোগে কী প্রতিক্রিয়া কুণাল ঘোষের?

‘অতীতে অনেকের বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছিলেন। সেগুলো সময়ের সঙ্গে ঠিক ছিল কি না। পার্থ চট্টোপাধ্যায়ের এখন অখণ্ড অবসর। এখন জেরার ফাঁকে ফাঁকে একটু ভেবে দেখতে পারেন। কালের যাত্রাপথে অনেক উত্তর পেয়ে যাবেন।' পার্থর ষড়যন্ত্র-তত্ত্বর অভিযোগে প্রতিক্রিয়া কুণাল ঘোষের। 

West Bengal News Live: তদন্তকারীদের নজরে অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া সোনার বার

তদন্তকারীদের নজরে অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া সোনার বার। ইডি সূত্রে দাবি, কালো টাকা সাদা করতেই সোনার বারগুলি নগদে কেনা হয়েছিল। কে বা কারা সেগুলি কিনেছিলেন, তা জানার চেষ্টা চলছে। বেশ কিছু সোনার বার পাচারও হয়েছে বলে মনে করছেন তদন্তকারী। পাশাপাশি, খতিয়ে দেখা হচ্ছে অর্পিতার মোবাইল ফোনের কল ডিটেলস। খবর ইডি সূত্রে। 

WB News Live Updates: অর্পিতা মুখোপাধ্যায়ের একাধিক ফ্ল্যাটের পাশাপাশি, এবার ইডি-র নজরে একাধিক জমি

পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের একাধিক ফ্ল্যাটের পাশাপাশি, এবার ইডি-র নজরে একাধিক জমি। ইডি সূত্রে দাবি, পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা-পর্বে কলকাতা ও শহরতলিতে একাধিক ফ্ল্যাট ও বাড়ির পাশাপাশি মিলেছে বেশ কিছু জমির প্লট সংক্রান্ত তথ্য। এর মধ্যে বেশ কিছু নামে ও বেনামে কেনা হয়েছিল বলে মনে করছেন ইডি-র তদন্তকারীরা।  

West Bengal News Live: আর্থিক দুর্নীতিতে গ্রেফতারির পর, এবার পার্থ চট্টোপাধ্যায়ের পিএইচডি নিয়েও শুরু হয়েছে বিতর্ক!

নিয়োগে আর্থিক দুর্নীতি নিয়ে গ্রেফতার হওয়ার পর, এবার পার্থ চট্টোপাধ্যায়ের পিএইচডি নিয়েও শুরু হয়েছে বিতর্ক! যদিও প্রাক্তন শিক্ষামন্ত্রীর পিএইচডি-তে কোনও বেনিয়ম হয়নি বলেই জানালেন তাঁর পিএইচডি গাইড ও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। কিন্তু তারপরও এ নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত। 

WB News Live Updates: আলিপুরদুয়ারেও প্রাথমিক স্কুলে চাকরি দেওয়ার নামে প্রতারণা অভিযোগ

আলিপুরদুয়ারেও প্রাথমিক স্কুলে চাকরি দেওয়ার নামে প্রতারণা অভিযোগ। কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাবার বিরুদ্ধে। চাকরি না মেলায় অভিযুক্তের বাড়িতে বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থী ও তাঁদের পরিজনরা। কলকাতার এক ব্যক্তি তাঁর মাধ্যমে অনেকের থেকে টাকা নিয়েছেন। স্বীকারোক্তি অভিযুক্ত তৃণমূল কর্মীর।

West Bengal News Live: অভিষেকের সঙ্গে এসএসসি চাকরিপ্রার্থীদের দু'ঘণ্টার বৈঠকের পর খুশি আন্দোলনকারীরা

অভিষেকের সঙ্গে এসএসসি চাকরিপ্রার্থীদের দু ঘণ্টার বৈঠক। সমস্যার সমাধানে ৮ অগাস্ট বসবেন শিক্ষামন্ত্রী। বৈঠকের পর খুশি আন্দোলনকারীরা।

প্রেক্ষাপট

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে এসএসসি (SSC) চাকরিপ্রার্থীদের দু ঘণ্টার বৈঠক। সমস্যার সমাধানে ৮ অগাস্ট বসবেন শিক্ষামন্ত্রী (Education Minister)। বৈঠকের পর খুশি আন্দোলনকারীরা।


চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক করছেন অভিষেক, দেখা করতে হবে তাদের সঙ্গেও। অভিষেকের অফিসের নিচে লাগাতার বিক্ষোভ প্রাথমিক টেট উত্তীর্ণদের (TET)।


শিক্ষাক্ষেত্রে ১৮ হাজার শূন্যপদে নিয়োগ করা যেতে পারে। আইনি বাধা নেই। আদালতকে রাজনীতির আঙিনায় টানার চেষ্টা হলে উপযুক্ত পদক্ষেপ। টেট মামলায় মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।


'ষড়যন্ত্রের শিকার', মন্ত্রিত্ব ও দলীয় পদ হারিয়ে বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। মমতার সিদ্ধান্তে আস্থা, দলীয় সিদ্ধান্ত নিয়ে কী প্রশ্ন তুললেন পার্থ? পার্থর ষড়যন্ত্র তত্ত্বকে নস্যাৎ তৃণমূলের। 


স্বচ্ছ ভাবমূর্তি বজায়ে সিদ্ধান্ত দলের, দাবি শান্তনু সেনের। মন্ত্রিসভা থেকে সরানো মানলেও দল থেকে হঠানো মানতে পারছেন না, প্রতিক্রিয়া রাহুল সিনহার। এখনও অনেক বাকি, কটাক্ষ অধীরের। 


গরিবদের শোষণ করে জোগাড় ৫০ কোটি। মন্ত্রিসভা থেকে পার্থকে সরিয়ে মুখরক্ষা হবে না তৃণমূলের। ট্যুইট অপর্ণা সেনের। কেন সরব নন বিদ্বজ্জনেরা? প্রশ্ন রুদ্রনীলের।


মেডিক্যাল পরীক্ষার জন্য জোকা ইএসআই-তে পার্থ-অর্পিতাকে নিয়ে গেলে নাটকীয় পরিস্থিতি। কান্নায় ভাঙলেন অর্পিতা। টেনেহিঁচড়ে তোলা হল হুইল চেয়ারে।


প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলায় এবার নদিয়ায় নতুন রঞ্জনের খোঁজ। চাকরি দেওয়ার নামে টাকা-সোনা নেওয়ার অভিযোগ। প্রধান বিচারপতির কাছে মামলা ফেরত পাঠালেন বিচারপতি।


পরেশ অধিকারীকে শিক্ষা প্রতিমন্ত্রীর পদ থেকে সরানোর দাবি বিজেপির। সিদ্ধান্ত নেবে দল। প্রতিক্রিয়া পরেশের। দুর্নীতিতে ডুবে বিজেপি নেতারাই, পাল্টা তৃণমূল কংগ্রেস।


রথতলায় অর্পিতার ফ্ল্যাট থেকে দুটি রিয়েল এস্টেস্ট কোম্পানির নথি উদ্ধার। টালিগঞ্জের অভিজাত আবাসন থেকে উধাও অর্পিতার চারটি বিলাসবহুল গাড়ি। ইডির ভরসা সিসিটিভি।


কয়লা পাচারের অভিযোগে গ্রেফতার বসিরহাটের কুখ্যাত পাচারকারী। কলকাতা থেকে আব্দুল বারিক বিশ্বাসকে গ্রেফতার করল সিআইডি।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.