West Bengal News Live: প্রিয় নেতাকে দেখতে ট্রাইসাইকেল চালিয়ে হাসপাতালে হাজির সিপিএম কর্মী

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন প্রান্তের গুরুত্বপূর্ণ খবর এক নজরে...

ABP Ananda Last Updated: 31 Jul 2023 11:49 PM
WB News Live Updates:বিষণুপুরের বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি ও মণ্ডল সভাপতির বিরুদ্ধে পোস্টার পড়ল

বিষণুপুরের বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি ও মণ্ডল সভাপতির বিরুদ্ধে পোস্টার পড়ল। পঞ্চায়েত ভোটের পর দলের সাংগঠনিক রদবদলের বিরোধিতা করে দেওয়া হয়েছে পোস্টার। বিভ্রান্তি ছড়াতে পোস্টার দিয়েছে তৃণমূল, দাবি বিজেপির। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই পোস্টার, পাল্টা দাবি তৃণমূলের। 

West Bengal News Live:রামনবমীর মামলায় রাজ্য সরকারের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত

রামনবমীর মামলায় রাজ্য সরকারের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। কাল দুপুর বারোটার মধ্যে রামনবমীতে অশান্তি সংক্রান্ত মামলার সব নথি, সিসিটিভি ফুটেজ NIA-কে হস্তান্তর করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। উত্তর এসেছে শাসকদলের তরফেও। 

WB News Live Updates:'দলবদলের খেলা' শুরু পুরুলিয়ার ৩৩ পঞ্চায়েতে

পুরুলিয়ায় ১৭০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৩৩টি এখনও ত্রিশঙ্কু অবস্থায় রয়েছে। ইতিমধ্যেই সেসব পঞ্চায়তে শুরু হয়েছে দলবদলের খেলা। পুলিশ দিয়ে জোর করে পঞ্চায়েত দখলের চেষ্টা করছে তৃণমূল। আক্রমণ শানিয়েছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। 

West Bengal News Live:আগের চেয়ে কিছুটা স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য

আগের চেয়ে কিছুটা স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য। এই মুহূর্তে ভেন্টিলেশন সাপোর্ট ছাড়াই রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

WB News Live Updates: প্রিয় নেতাকে দেখতে ট্রাইসাইকেল চালিয়ে হাসপাতালে হাজির সিপিএম কর্মী

প্রিয় নেতা অসুস্থ! তাই তাঁকে দেখতে ৭২ কিলোমিটার দূর থেকে আলিপুরের উডল্যান্ডস হাসপাতালে চলে এসেছেন এক সিপিএম কর্মী। না! ট্রেনে, বাসে অথবা গাড়ি ভাড়া করে নয়! তিনি এসেছেন ট্রাইসাইকেলে! প্রিয় নেতার প্রতি অগাধ ভরসায় তিনি জয় করেছেন সমস্ত প্রতিবন্ধকতাকে।

West Bengal News Live:রামনবমীতে অশান্তি নিয়ে এনআইএ তদন্তের মামলা, ফের হাইকোর্টে ধাক্কা রাজ্যের

রামনবমীতে অশান্তি নিয়ে এনআইএ তদন্তের মামলা, ফের হাইকোর্টে ধাক্কা রাজ্যের। ফের হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে ধাক্কা খেল রাজ্য সরকার। 'আগে এনআইএ-কে নথি হস্তান্তর করুন, তারপর দেখব', মন্তব্য ক্ষুব্ধ বিচারপতির।

WB News Live Updates:বাংলায় ভোট-হিংসা নিয়ে তৃণমূলকে আক্রমণ যোগী আদিত্যনাথের

বাংলায় ভোট-হিংসা নিয়ে তৃণমূলকে আক্রমণ যোগী আদিত্যনাথের। 'যাঁরা বড় বড় কথা বলেন, তাঁরা দেখুন উত্তরপ্রদেশ আর বাংলায় কীভাবে ভোট হয়। ওঁরা গোটা দেশকে পশ্চিমবঙ্গ বানাতে চায়?' প্রশ্ন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। 

West Bengal News Live: হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের, ঘেরাও কর্মসূচিই খারিজ

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের, ঘেরাও কর্মসূচিই খারিজ। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক অভিষেকের। জনস্বার্থ বিরোধী বলে অভিষেকের কর্মসূচি বাতিল করে দিল হাইকোর্ট 

WB News Live Updates:পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাস, এবার বোর্ড দখলে মিশন-অপহরণ?

পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাস, এবার বোর্ড দখলে মিশন-অপহরণ? পঞ্চসায়রের ছায়া জলপাইগুড়িতে, বিজেপির জয়ী প্রার্থীকে অপহরণ?

West Bengal News Live: অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য, ফের বেলাগাম আক্রমণে কুণাল ঘোষ

অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য, ফের বেলাগাম আক্রমণে কুণাল ঘোষ। 'বুদ্ধদেববাবু সুস্থ হোন, কিন্তু সন্ত্রাসের কথা মনে করিয়ে দিতে হবে', 'জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের জমানায় বাংলায় সন্ত্রাসের রাজত্ব', 'মরিচঝাঁপি, সাঁইবাড়ি, নানুর, নন্দীগ্রাম, সিঙ্গুর, নেতাই, বানতলা', 'জ্যোতি বসু, বুদ্ধদেবের জমানায় বাংলাকে বধ্যভূমিতে পরিণত করেছিল সিপিএম', 'বুদ্ধদেববাবু সুস্থ হোন, কিন্তু প্রতি পদক্ষেপে সন্ত্রাসের কথা মনে করিয়ে দিতে হবে', মণিপুরের হিংসা নিয়ে টিএমসিপির সভা থেকে বেগালাম আক্রমণে কুণাল। 

WB News Live Updates:ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বের করা হল বুদ্ধদেব ভট্টাচার্যকে

ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বের করা হল বুদ্ধদেব ভট্টাচার্যকে। 

West Bengal News Live:বেআইনি নির্মাণ ভাঙতে বিচারপতির বুলডোজার মন্তব্য, পথে নামল বিজেপি

বেআইনি নির্মাণ ভাঙতে বিচারপতির বুলডোজার মন্তব্য, পথে নামল বিজেপি। বুলডোজার দিয়ে শহরজুড়ে বেআইনি নির্মাণ ভাঙার দাবিতে মানিকতলায় বিক্ষোভ মিছিল বিজেপির।

WB News Live Updates:কুণালের কটাক্ষের মধ্যেই ভিন্ন সুরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রশংসায় মদন মিত্র 

'বুদ্ধদেব ভট্টাচার্যের শিরদাঁড়া সোজা, এটা আমি জানি। অসৎ হলে ভগবান বুদ্ধের সততা নিয়ে আলোচনা করতে হবে', কুণালের কটাক্ষের মধ্যেই ভিন্ন সুরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রশংসায় মদন মিত্র 

West Bengal News Live:বিজেপির পঞ্চায়েত সদস্যকে অপহরণের অভিযোগে পথ অবরোধ

বিজেপির পঞ্চায়েত সদস্যকে অপহরণের অভিযোগে পথ অবরোধ। বোর্ড গঠনের আগে বিজেপির জয়ী প্রার্থীকে অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। জলপাইগুড়ির বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের ঘটনা

WB News Live Updates:এলাকায় ফিরলেও এখনও বাড়িতেই ঢুকতে পারলেন না মথুরাপুরের জয়ী বিজেপি প্রার্থীরা

এলাকায় ফিরলেও এখনও বাড়িতেই ঢুকতে পারলেন না মথুরাপুরের জয়ী বিজেপি প্রার্থীরা। জয়ী বিজেপি প্রার্থী পূজা ছাটুইয়ে বাড়িতে আশ্রয় ১১ জন জয়ী বিরোধী প্রার্থীর। এদের মধ্যে রয়েছেন পঞ্চসায়রে অপহৃত হওয়া বিজেপি প্রার্থীরাও

West Bengal News Live:বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়

বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়

WB News Live Updates:মণিপুর নিয়ে বিধানসভায় তৃণমূলের নিন্দাপ্রস্তাব, মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় বিজেপি বিধায়কদের তুমুল হট্টগোল

মণিপুর নিয়ে বিধানসভায় তৃণমূলের নিন্দাপ্রস্তাব। মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় বিজেপি বিধায়কদের তুমুল হট্টগোল

West Bengal News Live: 'আমরা আদালতের নির্দেশ মেনে চলব'

'বাড়ি ঘেরাও করার কথা মাননীয় মুখ্য়মন্ত্রী বলেননি। আমরা আদালতের নির্দেশ মেনে চলব', প্রতিক্রিয়া ব্রাত্য বসুর। 

WB News Live Updates: 'হাইকোর্ট বাতিল না করলে অভিষেককেই বাতিল করতে হত'

'হাইকোর্ট বাতিল না করলে অভিষেককেই বাতিল করতে হত। বাড়ি ঘেরাও কর্মসূচি করতে গেলে অভিষেককে থাকতে হত। ৩ হাজার নিরাপত্তা রক্ষী নিয়ে ঘোরা লোক ভোররাতে কেন চলে গেলেন?' কটাক্ষ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। 

West Bengal News Live: মণিপুর ইস্যুতে বিধানসভায় আলোচনা শুরু

মণিপুর ইস্যুতে বিধানসভায় আলোচনা শুরু। 'আর কতদিন অপমানিত হবেন বাংলার মহিলারা? বাংলার মাটিতে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটছে। সে দিকে না তাকিয়ে আপনি দূরের রাজ্য মণিপুরের দিকে তাকাচ্ছেন। ভাঙড়ে ১৪৪ ধারা জারি করে মহিলাদের উপর নির্যাতন চলেছে।' বিধানসভায় মন্তব্য বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।

WB News Live Updates: কাঠগড়ায় নারায়ণগড়ের বিডিও

পঞ্চায়েত সমিতির টাকা তছরুপের অভিযোগ, কাঠগড়ায় পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের বিডিও। বিডিও-র থেকে যাবতীয় তথ্য ও নথি খতিয়ে দেখে জেলা শাসককে রিপোর্ট পেশের নির্দেশ। নির্দেশ দিল হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 

West Bengal News Live: ডেঙ্গি নিয়ে মুলতুবি প্রস্তাব বিজেপির

ডেঙ্গি নিয়ে মুলতুবি প্রস্তাব বিজেপির। স্পিকার নাকচ করায় ওয়াকআউট স্লোগান বিজেপির। 'রাজ্যে এখনও পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত ৪ হাজার ৪০১ জন', নদিয়া ও উত্তর ২৪ পরগনায় বেশি, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী।

WB News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকা বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি বাতিল করল হাইকোর্ট

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকা বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি বাতিল। অভিষেকের ডাকা ঘেরাও কর্মসূচি বাতিল করল হাইকোর্ট। ৫ অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি বাতিলের নির্দেশ প্রধান বিচারপতির। 

West Bengal News Live: নদিয়ার ভীমপুরের গোবিন্দপুরে জয়ী বিজেপি প্রার্থীর বাড়ির পিছন থেকে উদ্ধার হল তাজা বোমা

নদিয়ার ভীমপুরের গোবিন্দপুরে জয়ী বিজেপি প্রার্থীর বাড়ির পিছন থেকে উদ্ধার হল তাজা বোমা। পঞ্চায়েত ভোটের প্রায় তিন সপ্তাহ পর বোমা উদ্ধারে চাঞ্চল্য। ভীমপুর গ্রাম পঞ্চায়েতের ১৭৪ নম্বর আসনে তৃণমূলকে হারিয়ে জয়ী হন বিজেপি প্রার্থী ভক্ত বিশ্বাস। আজ সকালে তাঁর বাড়ির পিছনে কলাবাগানে দুটি সকেট বোমা পড়ে থাকতে দেখা যায়।

WB News Live Updates: মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপার জামিন মামলাতেও নাম না করে অভিষেক প্রসঙ্গ

মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপার জামিন মামলাতেও নাম না করে অভিষেক প্রসঙ্গ। নাম না করে উঠল অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের মামলার প্রসঙ্গ। 'নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ বদলের আবেদন নিয়ে মামলা। এই মামলায় তো আগেও অন্য একজন  মামলাকারী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন।'

West Bengal News Live: বুদ্ধদেব ভট্টচার্যর শারীরিক পরিস্থিতির উন্নতি, খবর হাসপাতাল সূত্রে

হাসপাতালে ভর্তি বুদ্ধদেব ভট্টচার্যর শারীরিক পরিস্থিতির উন্নতি, খবর হাসপাতাল সূত্রে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর রক্তের সি রিয়্যাকটিভ প্রোটিন রিপোর্ট সন্তোষজনক, খবর হাসপাতাল সূত্রে। 

WB News Live Updates: সাত সকালেই চাঞ্চল্য, পাট জমির মধ্যে পড়ে মৃতদেহ

সঞ্জয় গত পঞ্চায়েত ভোটে বাম প্রার্থী সুব্রত করণের এজেন্ট ছিলেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

West Bengal News Live: সাত সকালেই চাঞ্চল্য, পাট জমির মধ্যে পড়ে মৃতদেহ

সাত সকালেই চাঞ্চল্য, পাট জমির মধ্যে পড়ে মৃতদেহ। ঘাটালে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, খুনের অভিযোগ স্থানীয়দের। মৃত ব্যক্তির নাম সঞ্জয় করণ।

WB News Live Updates: সাপের কামড়ে রোগীর মৃ্ত্যু ঘিরে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভাঙচুর

জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, সিনিয়র চিকিৎসকরা সঙ্গে থাকেন না, দেখা মেলে না নিরাপত্তা রক্ষীদের। ফলে রোগীর আত্মীয়দের যাবতীয় ক্ষোভ তাঁদের ওপরেই এসে পড়ে। প্রতিক্রিয়া মেলেনি হাসপাতাল কর্তৃপক্ষের। 

West Bengal News Live: সাপের কামড়ে রোগীর মৃ্ত্যু ঘিরে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভাঙচুর

নিরাপত্তার দাবিতে রাতে হাসপাতালের প্রশাসনিক ভবনে বিক্ষোভ-অবস্থানে বসেন জুনিয়র চিকিৎসকরা। ঘটনায় ২ জনকে আটক করেছে ইংরেজবাজার থানার পুলিশ। 

WB News Live Updates: সাপের কামড়ে রোগীর মৃ্ত্যু ঘিরে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভাঙচুর

সাপের কামড়ে রোগীর মৃ্ত্যু ঘিরে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভাঙচুর। তিন জুনিয়র চিকিৎসককে মারধরেরও অভিযোগ উঠেছে মৃতের আত্মীয়দের বিরুদ্ধে। 

West Bengal News Live: বাংলার সাংগঠনিক জেলাগুলির পুনর্বিন্যাসের কথা ভাবছে গেরুয়া ব্রিগেড!

পঞ্চায়েত ভোটে আশাপ্রদ ফল হয়নি। বছর ঘুরলে লোকসভা নির্বাচন। ইতিমধ্যে বঙ্গ বিজেপিকে ৩৫ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন অমিত শাহ! সেই কৌশলেরই অঙ্গ হিসাবে,  বাংলার সাংগঠনিক জেলাগুলির পুনর্বিন্যাসের কথা ভাবছে গেরুয়া ব্রিগেড। সূত্রের খবর, রাজ্যের ৪২টি লোকসভা আসনের সঙ্গে সামঞ্জস্য রেখে, সাংগঠনিক জেলা গঠনে উদ্যোগী হয়েছে তারা। 

WB News Live Updates: বিধানসভায় আজ মণিপুর-উত্তাপ, নিন্দা প্রস্তাব আনছে তৃণমূল

বিধানসভায় আজ মণিপুর-উত্তাপ, নিন্দা প্রস্তাব আনছে তৃণমূল। নিন্দা প্রস্তাব নিয়ে আলোচনার আগেই 'শর্ত' দিল বিজেপি। বাংলা নিয়ে আলোচনা হলে অংশগ্রহণ, জানানো হল বিজেপির তরফে। বিধানসভায় জমা দেওয়া হয়েছে বিজেপির বক্তাদের তালিকা। 

West Bengal News Live: বুদ্ধদেব ভট্টাচার্যর ফুসফুসের সিটি স্ক্যান করা হল সকালে

বুদ্ধদেব ভট্টাচার্যর ফুসফুসের সিটি স্ক্যান করা হল সকালে। সিটি স্ক্যানের রিপোর্ট দেখে চিকিৎসার পদ্ধতি নিয়ে হবে পরবর্তী সিদ্ধান্ত, জানালেন চিকিৎসকরা। 

WB News Live Updates: সুকান্ত মজুমদারকে হোয়াটসঅ্যাপে হুমকি দেওয়ার অভিযোগ

সুকান্ত মজুমদারকে হোয়াটসঅ্যাপে হুমকি দেওয়ার অভিযোগ উঠল হরিরামপুরের প্রাক্তন বিডিওর বিরুদ্ধে। এনিয়ে মুখ্যসচিবের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। যদিও, মেসেজ বিকৃত করা হয়েছে বলে পাল্টা দাবি করেছেন ওই সরকারি আধিকারিক। 

West Bengal News Live: জ্ঞান ফিরলেও, সঙ্কট কাটেনি বুদ্ধদেব ভট্টাচার্যের

জ্ঞান ফিরলেও, সঙ্কট কাটেনি বুদ্ধদেব ভট্টাচার্যের। এখনও সঙ্কটজনক প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ১০০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য।

WB News Live Updates: গোপন আস্তানা থেকে ফিরে বিস্ফোরক অভিযোগ মথুরাপুরের চার বিরোধী জয়ী প্রার্থীর

পঞ্চসায়র অপহরণকাণ্ডে নতুন মোড়! তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে গাড়িতে তুলেছিল। সাদা কাগজে সই করিয়েছে পুলিশ। গোপন আস্তানা থেকে ফিরে বিস্ফোরক অভিযোগ তুললেন মথুরাপুরের চার বিরোধী জয়ী প্রার্থী। নাটক চলছে। পাল্টা কটাক্ষ করলেন কুণাল ঘোষ।

West Bengal News Live: কংগ্রেসের মহিলা কর্মীকে মারধর করে খুনের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে

রাজনীতির রোষের হাত থেকে রেহাই পেলেন না বৃদ্ধাও। এবার কংগ্রেসের মহিলা কর্মীকে মারধর করে খুনের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। মারধরের পর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি থাকার পর, মৃত্যু হল ডোমকলের মহিলা কংগ্রেস কর্মীর। 

প্রেক্ষাপট

নিউমোনিয়ায় (pneumonia) আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। জ্ঞান ফিরলেও, কাটেনি সঙ্কট, রয়েছেন মেকানিক্যাল ভেন্টিলেশনে (Mechanical Ventilation)। শুনতে পারছেন, সাড়া দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, জানালেন চিকিৎসকেরা।


বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে বিমান বসু (Biman Basu), সূর্যকান্ত মিশ্র, শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), নৌশাদ।


খাস কলকাতায় প্রকাশ্যে খুন! ঢাকুরিয়ায় (Dhakuria) মদের দোকানে বচসার জেরে চুলের মুঠি ধরে কিল-চড়-ঘুষি, ঘটনাস্থলেই মৃত্যু। প্রতিবাদে অবরোধ-বিক্ষোভ। গ্রেফতার ৪।


পঞ্চসায়র অপহরণকাণ্ডে নাটকীয় মোড়, পাল্টাল বিরোধী প্রার্থীদের বয়ান। ২ দিনে বারবার ডেরা বদল। বাড়ি ফিরে বিস্ফোরক মথুরাপুরের ৪ জয়ী বিরোধী প্রার্থী। 


পঞ্চসায়র অপহরণকাণ্ডে বিস্ফোরক দাবি বিরোধী প্রার্থীদের। 


বাড়ি ফিরেও আতঙ্কে ৩ বিজেপি (BJP) ও ১ সিপিএম (CPM) সমর্থিত নির্দল প্রার্থীরা। কে প্রধান হবে, তাই নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা, পাল্টা তৃণমূল।


পুলিশ-বিডিও-তৃণমূলের গুণ্ডা এক হয়ে গেছে। আক্রমণ সেলিমের। যাহা তৃণমূল তাহাই পুলিশ, কটাক্ষ সুকান্তর। সস্তা নাটকের জন্য সস্তা স্ক্রিপ্ট, পাল্টা কুণাল।


কলকাতা থেকে জেলা, বর্ষা আসতেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। চলতি সপ্তাহে আক্রান্ত ৬৭৫ জন, জুলাইয়েই মৃত্যু ৮ জনের। হাসপাতালে ভিড় রোগীদের।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.