West Bengal News Live Updates: গুরুদাস মহাবিদ্যালয়ের গানের অনুষ্ঠান চলাকালীন প্রয়াত কে কে
West Bengal Live News: প্রতি মুহূর্তের খবরে আপডেট জানতে চোখ রাখুন।
নজরুল মঞ্চে উল্টোডাঙার গুরুদাস মহাবিদ্যালয়ের গানের অনুষ্ঠান চলাকালীন মৃত্যু
এবার খানিকটা কমছে বাণিজ্যিক গ্যাসের দাম। সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম কমল ১৩২ টাকা। বাণিজ্যিক গ্যাসের নতুন দাম হল সিলিন্ডার প্রতি ২৩২২ টাকা
যে দফতরগুলি কাজ অসম্পূর্ণ রাখছে, তাদের কানমলা খাওয়া উচিত। থাপ্পড় দাওয়াইয়ের পর এবার বাঁকুড়ার প্রশাসনিক বৈঠকে কড়াবার্তা দিলেন মুখ্যমন্ত্রী। ক্ষোভ প্রকাশ করলেন ‘প্রজেক্ট আন্ডার প্রোগ্রেস’ নিয়েও। কানমলায় কোনও কাজ হবে না। কটাক্ষ সিপিএমের। দায়ভার মুখ্যমন্ত্রীকেই নিতে হবে। দাবি তুলল বিজেপি।
সেচ দফতরের সরকারি জমি দখলের অভিযোগ উঠল মগরাহাট পশ্চিমের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লার বিরুদ্ধে।
গাড়ি ছিনতাইয়ের অভিযোগ জানাতে এসে ফের গাড়ি চুরি। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আসানসোল দক্ষিণ থানা এলাকায় । পুলিশ সূত্রে জানা গেছে , নন্দকিশোর প্রসাদ নামে এক ব্যক্তি সোমবার দুপুরে নিজের সুইফট ডিসায়ার গাড়িতে এক ব্যক্তি কে ভাড়ায় নিয়ে যান ঝাড়খন্ডের ধানবাদে ।
জেলাশাসকদের বিরুদ্ধে কূটকচালি করা চলবে না। কেউ যদি ভেবে থাকেন কথায় কথায় ডিএম-এসপি বদলে যাবে, সেটা হচ্ছে না। বাঁকুড়ার প্রশাসনিক সভায় স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে কড়াবার্তা দিলেন জেলা পরিষদের সভাধিপতিকেও।
কলকাতা কাস্টমস এর উদ্যোগে বর্ণাঢ্য পদযাত্রা। উপলক্ষ, স্বাধীনতার অমৃত মহোত্সব। সেইসঙ্গে পদযাত্রায় দেওয়া হল তামাক বিরোধী বার্তাও।
মে মাসের বোর্ড মিটিংয়ে নাটকীয় মোড়। মেয়র সঠিক সময়ে উপস্থিত না হওয়ায় বিরোধী দলনেত্রী চৈতালি তেওয়ারি র নেতৃত্বে সভাকক্ষ ত্যাগ করলেন বিজেপি কাউন্সিলররা। এরপরেই এক সাংবাদিক সম্মেলনে বিজেপি ঘোষনা করলো আসানসোল পুরসভার তৃনমূলের ডেপুটি মেয়র ও মেয়র পারিষদের নাম ।
কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রগুলিতে মিলবে মনোরোগের চিকিত্সা। পুর কর্তৃপক্ষের আশা, এক মাসের মধ্যেই চালু করা যাবে ‘মনের আলো’ নামে এই প্রকল্প। কলকাতা পুরসভা সূত্রে খবর, পুরসভার চিকিত্সকরাই কাউন্সেলিং করবেন। প্রয়োজনে প্রেসক্রিপশনও দেবেন তাঁরা।
ভয়ঙ্কর বিপর্যয়ের পর, শুরু হয়েছে পোস্তা উড়ালপুল ভেঙে ফেলার কাজ। এই মুহূর্তে কাজ চলছে বড়বাজারের মালা পাড়া এলাকায়। তার জেরে, কে কে টেগোর স্ট্রিট, যদুলাল মল্লিক স্ট্রিট ও কালাকার স্ট্রিটে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।
এলাকায় জমা জলের সমস্যা নিয়ে উদ্বিগ্ন টালিগঞ্জের বিধায়ক ও মন্ত্রী অরূপ বিশ্বাস। সমাধানের জন্য চিঠি দিলেন কলকাতা পুরসভায়। পুরসভা জানিয়েছে, করোনা আবহে কাজ দেরি হয়। নিকাশির সমস্যার মেটাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গ্রুপ C-তে বেআইনি নিয়োগের সংখ্যা বাগ কমিটির দেওয়া রিপোর্টের চেয়েও বেশি! SSC নিয়োগ দুর্নীতির অভিযোগের তদন্তে নেমে, এমনই দাবি CBI’এর। চাকরির আবেদন না করেই সুপারিশ পত্র পাওয়ার অভিযোগ!
কলকাতা থেকে বীরভূম ফেরার পরে সিউড়ির মাজারে গেলেন অনুব্রত মণ্ডল। ইতিমধ্যেই একের পর এক মামলায় অনুব্রত মণ্ডলেক সিবিআই তলব করেছে।
বেলেঘাটায় বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগ। মোটরবাইকে বেপরোয়া গাড়ির ধাক্কা মারার অভিযোগ। বেলেঘাটা থানার সামনে পুলিশের সঙ্গে বচসা বাইক আরোহীর।
সিপিএম-বিজেপিকে গ্রামছাড়া করার নিদান তৃণমূল নেতার। 'সিপিএম-বিজেপিকে ভয় পাবেন না, ওদের কাছে কিছু নেই। নিশ্চিন্তে এলাকাছাড়া করুন সিপিএম-বিজেপিকে, পাশে আছে', দুবরাজপুরের কর্মিসভায় নিদান তৃণমূল নেতা রফিকুল খানের।
‘তোলা’ না দেওয়ায় বেলেঘাটায় ব্যবসায়ীকে মার, গ্রেফতার ২। দোকানের সামনে থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ।
দিলীপের একের পর এক মন্তব্যে অস্বস্তি বাড়ছে দলের। প্রকাশ্যে নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলতে নিষেধ কেন্দ্রীয় নেতৃত্বের।
হাওড়ার বিজয়কৃষ্ণ গার্লস কলেজে বিক্ষোভ-ধুন্ধুমার। ফি-বৃদ্ধির প্রতিবাদ ছাত্রীদের।
এভারেস্ট জয়ী পিয়ালীকে এক লক্ষ টাকা দিল হুগলি জেলা সিপিএম ছাত্র যুব মহিলা ও রেড ভলেন্টিয়াররা।
মানিকচক থানার এসআই সমীর সাহাকে ক্লোজ। পুলিশ লাইনে ক্লোজ করা হল সমীর সাহাকে। ক্লোজ করার নির্দেশ মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের
মানিকচকের গোপালপুরে সংঘর্ষের ঘটনায় বিতর্কিত মন্তব্য।
একের পর এক মন্তব্য-বিতর্কে দিলীপকে ‘সেন্সর’ করল বিজেপি। দিলীপের একের পর এক সাম্প্রতিক মন্তব্য ক্ষুব্ধ নেতৃত্ব।
ছবি দেখিয়ে বোমার অর্ডার নেওয়া হত। ফোনের মাধ্যমে চলত বোমা বিক্রির ব্যবসা। আধুনিক বোমা বিক্রি চক্রের হদিশে হতবাক পুলিশ। গ্রেপ্তার চক্রের পাণ্ডা মকবুল সেখ। কাটোয়ার মুলটি গ্রামের ঘটনা।
তোলা না দেওয়ায় ভরদুপুরে বেলেঘাটায় ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ। ঘটনায় ২ জনকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, তোলা না দেওয়ায় গতকাল দুপুরে প্লাইউড ব্যবসায়ী অনির্বাণ সাহাকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে। মাথা, বুক, পায়ে গুরুতর আঘাত নিয়ে নার্সিংহোমে ভর্তি ব্যবসায়ী।
দুই তৃণমূল নেতার মধ্যে অশান্তি থামাতে গিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব শেষ করার কথা বলেছিলেন। তার তিনদিনের মধ্যে ক্লোজ করা হল মালদার মানিকচক থানার সাব ইন্সপেক্টরকে।এনিয়ে তৃণমূল সরকারকে নিশানা করেছে বিরোধীরা।
চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম আগেই ঘোষণা হয়েছিল। কিন্তু পুরভোটের ফল ঘোষণার প্রায় ৩ মাস পর, পূর্ণাঙ্গ বোর্ড গঠন হল তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভায়। আর বোর্ড গঠন হতে না হতেই, সামনে চলে এল শাসকদলের কোন্দল! পোস্টার পড়ল পুরসভার গেটে!
ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ককে খুনের ষড়যন্ত্রের অভিযোগে একজনকে গ্রেফতার করল পুলিশ। নেপথ্যে বিজেপির ষড়যন্ত্র রয়েছে বলে দাবি তৃণমূল বিধায়কের। শাসকদলের অন্তর্কলহের জের, পাল্টা দাবি গেরুয়া শিবিরের।
সিবিআই-ইডি দিয়ে বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। কয়লা-গরু কেলেঙ্কারিতে ফাঁসাতে চাইছে। বিজেপির মন্ত্রীদের বিরুদ্ধেও তদন্ত হওয়া উচিত। পুরুলিয়ার কর্মীসভায় মোদি সরকারকে আক্রমণ করে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের।
সকালের ব্যস্ত সময়ে লেকটাউনের শ্রীভূমিতে দুটি বেসরকারি বাসের রেষারেষি। নিয়ন্ত্রণ হারিয়ে টালিগঞ্জ থেকে এয়ারপোর্টগামী বাসে ধাক্কা ৪৪ নম্বর রুটের বাসের। আহত বেশ কয়েকজন যাত্রী। সকাল সাড়ে ৯টা নাগাদ এই ঘটনা ঘটে।পুলিশ সূত্রে খবর, সিগনালে দাঁড়িয়ে থাকা টালিগঞ্জ থেকে এয়ারপোর্টগামী বাসে ধাক্কা মারে ৪৪ নম্বর রুটের বাস। ২টি বাসের চালককে আটক করেছে লেকটাউন ট্রাফিক গার্ড।
পুলিশি জুলুমের অভিযোগে টালিগঞ্জ-গড়িয়া রুটে অটো বন্ধ রাখলেন চালকরা। রানিকুঠি মোড়ে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা অটো চালকদের। অভিযোগ, অটো চালাতে গিয়ে পুলিশি হেনস্থার শিকার হচ্ছেন চালকরা। বিনা কারণে মামলা রুজু করা হচ্ছে। এর প্রতিবাদেই এদিন টালিগঞ্জ-গড়িয়া রুটে অটো বন্ধ রাখেন চালকরা। অটো বন্ধ থাকায় দুর্ভোগে যাত্রীরা।
তোলা না দেওয়ায় ভরদুপুরে বেলেঘাটায় ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ। ঘটনায় ২ জনকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, তোলা না দেওয়ায় গতকাল দুপুরে প্লাইউড ব্যবসায়ী অনির্বাণ সাহাকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে। মাথা, বুক, পায়ে গুরুতর আঘাত নিয়ে নার্সিংহোমে ভর্তি ব্যবসায়ী। এই ঘটনায় উত্তম দাস ও বিভাস দাস নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে বেলেঘাটা থানার পুলিশ। বাকি অভিযুক্তরা অধরা।
গৃহবধূকে খুনের অভিযোগ ঘিরে হাওড়ার জগৎবল্লভপুর থানায় ধুন্ধুমার। থানায় ঢুকে স্বামী-সহ ধৃত ৩ জনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বাধা দেওয়ায় পুলিশি নিগ্রহের অভিযোগ উঠল মৃত গৃহবধূর বাপের বাড়ির সদস্যদের বিরুদ্ধে। পাল্টা লাঠিচার্জ পুলিশের। থানায় হামলার ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। গৃহবধূর পরিবারের অভিযোগ, চারবছর আগে বিয়ের পর থেকেই টাকার দাবিতে গৃহবধূর ওপর অত্যাচার চলত। গতকাল শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তোলে মৃতের পরিবার। ঘটনায় স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
কোচবিহার পুরসভার বিভিন্ন সম্পত্তি, যা গত কয়েক বছরের লিজ দেওয়া ছিল, তা বাতিল করল বর্তমান বোর্ড। আর এ’নিয়েই দুর্নীতির অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। লিজ থেকে পুরসভার কত আয় হচ্ছে, সেই বিষয়ে খোঁজখবর শুরু করেন পুরপ্রধান। তাতেই একাধিক অনিয়মের হদিশ মেলে বলে অভিযোগ।
মহিলা কর্মীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফাঁসের ভয় দেখিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ। বাগুইআটি থেকে বেসরকারি সংস্থার মালিককে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। অভিযোগ, মহিলা কর্মীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে ব্ল্যাকমেল করতে শুরু করে বড়বাজারের বাসিন্দা ওই ব্যক্তি। ক্রেডিট কার্ডের মাধ্যমে ১৫ লক্ষ টাকা হাতিয়েও নেয় বলে অভিযোগ। গত এপ্রিল মাসে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। গতকাল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
সিউড়ি পোস্ট অফিসে প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ সম্মেলনের ভার্চুয়াল সম্প্রচারে উপস্থিত বিজেপি নেতারা। সরকারি অনুষ্ঠানের গৈরিকীকরণের অভিযোগ তুলে স্থানীয় তৃণমূল নেতারা আপত্তি জানানোয় পোস্ট অফিসের মধ্যে উত্তেজনা। বিজেপি ও তৃণমূল কর্মীদের স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিজেপির পাল্টা দাবি, তৃণমূল সরকারের ১১ বছর পূর্তি অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন শাসকদলের নেতা, কর্মীরা। পোস্ট অফিস কর্তৃপক্ষের দাবি, অনুষ্ঠানে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়নি। ঘটনার পরে পোস্ট অফিসের বাইরে গিয়ে একসঙ্গে চা খান বিজেপি ও তৃণমূল নেতারা। দুই দলই একে সৌহার্দ্যের নজির বলে দাবি করেছে।
রাজ্যে আইপিএল বেটিং চক্রের পর্দাফাঁস করল সিআইডি।গ্রেফতার ২১ জন বুকি। সিআইডি সূত্রে খবর, রবিবার আইপিএলের ফাইনাল চলাকালীন বেটিং চক্র চালানোর খবর মেলে। অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করে সিআইডি। ধৃতদের জেরা করে কলকাতার মানিকতলা ও বারাসাত থেকে দীপক হাজরা ও দিলীপ সাউ নামে দুই মাস্টারমাইন্ডকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর কম্পিউটার ও মোবাইল ফোন।
জঙ্গলমহলে প্রত্যন্ত গ্রামে লক্ষ লক্ষ টাকা বিদ্যুতের বিল। এমনই অভিযোগ মেদিনীপুর সদর ব্লকের বেনাশুলি গ্রামের বাসিন্দাদের। গ্রামবাসীদের বেশিরভাগই জঙ্গল থেকে কাঠ-পাতা কুড়িয়ে সংসার চালান। মাওবাদীদের হাত থেকে বাঁচতে কেউ কেউ দীর্ঘদিন ঘরছাড়া ছিলেন। এরপর করোনাকালে রোজগার হারিয়ে অনেকেই বেকার। এই পরিস্থিতিতে ৪০ হাজার থেকে দেড় লক্ষ টাকার বিদ্যুতের বিল পেয়ে তাঁদের মাথায় হাত। বিদ্যুৎ দফতরের গাফিলতিতেই গ্রামবাসীদের ওপর বকেয়া বিলের বোঝা চেপেছে, দাবি সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির। দীর্ঘদিন বিল না মেটানোয় টাকার অঙ্ক বেড়েছে। কথা বলে সমাধানের আশ্বাস দিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ।
‘বাংলায় কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে দেওয়া হচ্ছে’। ‘আয়ুষ্মান প্রকল্প চালু হতে দেয়নি রাজ্য সরকার’। ‘কেন্দ্রের প্রকল্প থেকে বঞ্চিত বাংলার কৃষকরাও’। ‘কেন্দ্রের কৃষক বিমা যোজনা থেকে বঞ্চিত বাংলার কৃষকরা’। মোদি সরকারের ৮ বছর পূর্তির অনুষ্ঠানে অভিযোগ শুভেন্দু অধিকারীর। রাজ্য সরকারকে রাজনীতির উর্ধ্বে উঠে প্রকল্প চালু করতে অনুরোধ।
‘মোদি সরকারের আমলে বাংলায় রেলে সবথেকে বেশি বিনিয়োগ’। ‘বাংলার জন্য রেলে ১০ কোটি টাকা বিনিয়োগ করেছে কেন্দ্র’। কলকাতায় এসে দাবি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। জমি পেলে দ্রুত প্রকল্প শেষ করার আশ্বাস রেলমন্ত্রীর।
সীতার পাতাল প্রবেশ বিতর্ক মামলায় কুণাল ঘোষকে ক্লিনচিট দিল বিজেপি-শাসিত ত্রিপুরার উদয়পুরের রাধাকিশোরপুর থানা। কুণাল ঘোষকে অভিযোগমুক্ত করা হোক, চার্জশিট না দিয়ে আদালতে লিখিত আবেদন পুলিশের।
সুভাষ সরকারের 'পশ্চিমবঙ্গ ফাইলস' প্রসঙ্গে পাল্টা ট্যুইট করে কটাক্ষ কুণাল ঘোষের। ‘বেঙ্গল ফাইলস করবেন সুভাষ সরকার ? আগে গুজরাত ফাইলস হোক।’
বাংলায় রেলের জন্য় ১০ হাজার কোটি টাকা বরাদ্দ, জানালেন রেলমন্ত্রী।
হিমাচলের সিমলায় গরিব কল্যাণ সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভার্চুয়াল মাধ্যমে বেহালা থেকে সম্মেলনে যোগ দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ইউপিএসসি পরীক্ষায় বাংলার সাফল্য, ২ নম্বরে অঙ্কিতা। ইউপিএসসির শীর্ষে শ্রুতি শর্মা, ২ নম্বরে কলকাতার অঙ্কিতা আগরওয়াল, ৩ নম্বরে গামিনী সিংলা। ইউপিএসসির ৪৩ নম্বরে নাগেরবাজারের শুভম শুক্লা, ৯৪ নম্বরে মেদিনীপুর শহরের ইন্দ্রাশিস দত্ত।
সোনারপুরের বৈকুণ্ঠপুরে কলেজছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। প্রেমে প্রত্যাখ্যানের জেরে আত্মহত্যা, দাবি পরিবারের। মৃতের নাম আকাশ চৌধুরী। গড়িয়ার দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের ইতিহাস অনার্সের তৃতীয় বর্ষের পড়ুয়া। সুইসাইড নোটে উল্লেখ, সহপাঠিনীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়। অভিযোগ, সম্প্রতি আরেক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হওয়ায় তিনবছরের প্রেমের সম্পর্কে ছেদ টানেন প্রেমিকা। এরপর গতকাল বাড়ি থেকে উদ্ধার হয় কলেজ পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ। প্রেমিকার বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছে মৃত ছাত্রের পরিবার।
পঞ্চায়েত ভোটের আগে তিনদিনের জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী। পুরুলিয়া শহরে আজ কর্মিসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে দলীয় কর্মীদের বার্তা দেবেন তৃণমূল নেত্রী। গতকাল পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক কর্তাদের দ্রুত কাজ করার নির্দেশ দেন। পুরুলিয়ায় কর্মিসভা শেষে আজই বাঁকুড়া রওনা হবেন মুখ্যমন্ত্রী। সেখানে রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠক করবেন। আগামীকাল বাঁকুড়ায় কর্মিসভায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রেমের টানে বাঘের ভয় উপেক্ষা করে, সুন্দরবনের জল-জঙ্গল পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন তরুণী। বিয়েও করেছিলেন কালীঘাটে। শেষপর্যন্ত অনুপ্রবেশের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের রানিয়া থেকে গ্রেফতার বাংলাদেশি তরুণী। পুলিশ সূত্রে খবর, মাসছয়েক আগে রানিয়ার এক যুবকের সঙ্গে ফেসবুকে আলাপ হয় বাংলাদেশি তরুণীর। আলাপ প্রেমে গড়ালে ভারতে চলে আসার সিদ্ধান্ত নেন তরুণী।
নদিয়ার তেহট্ট মহকুমা হাসপাতালে আগুন। অল্পের জন্য রক্ষা পেলেন রোগীরা। এদিন ভোর সাড়ে ৫টা নাগাদ তেহট্ট মহকুমা হাসপাতালের কোভিড ওয়ার্ডের স্টোর রুমে আগুন লাগে। গোটা হাসপাতাল চত্বর কালো ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত সমস্ত রোগীকে বাইরে বের করে আনা হয়। দমকলের একটি ইঞ্জিনের একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে হাসপাতালে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের।
আর্দ্রতাজনিত কারণে আজও কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে অস্বস্তি বজায় থাকবে। বিকেল-সন্ধেয় বৃষ্টির পূর্বাভাস। কেরলে বর্ষা ঢোকার পর উত্তর-পূর্ব ভারতে বৃষ্টির অপেক্ষায় দিন গোনা শুরু। মৌসম ভবন জানিয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যে উত্তর-পূর্ব ভারতে বর্ষা ঢুকবে। এখন বঙ্গে বর্ষা কবে পা রাখে তারই অপেক্ষা।
ডিউটি থেকে ফেরার পথে, ডায়মন্ড হারবারে পুলিশ কর্মীর রহস্যমৃত্যু। মৃতের নাম সমীর দাস। বাড়ি হাওড়ায়। ডায়মন্ড হারবার থানায় এএসআই পদে কর্মরত ছিলেন সমীর।
আজ সকালে ডায়মন্ড হারবারে একটি পেট্রোল পাম্পের সামনে রাস্তার ধারে ওই পুলিশ কর্মীর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।বাসের ধাক্কায় মৃত্যু বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। বেসরকারি বাসের চালককে আটক করেছে পুলিশ।
SSC, PSC, টেট, সারদা, নারদ, যাতে খুশি সিবিআই দাও, তাতে আমার কাঁচ কলা। আমার কোনও গায়ে জ্বালা নেই। শ্যামনগরে দলীয় সভায় এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে। পাশাপাশি CBI’এর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
অনলাইন-অফলাইন মিলিয়ে মিশিয়েই পরীক্ষা হবে সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে। জানিয়ে দিলেন উপাচার্য। গতকাল দুপুর থেকে নিজেদের দাবিতে উপাচার্যকে ঘেরাও করেন আন্দোলনরত পড়ুয়াদের দু’পক্ষ। তবে কর্তৃপক্ষের সিদ্ধান্তে খুশি সকলেই। সাড়ে ৮ ঘণ্টা পর, ঘেরাওমুক্ত হন উপাচার্য।
শারীরিক অসুস্থতাকে অগ্রাহ্য করেই ফের অবস্থান মঞ্চে এসএসসির অন্যতম আন্দোলনকর্মী নদিয়ার বেথুয়াডহরির বাসিন্দা অনুপকুমার ঘোষ। ব্রেন টিউমারের অস্ত্রোপচারের পর গতকাল মেয়ো রোডে ধর্নামঞ্চে স্ত্রীকে নিয়ে সামিল হন তিনি।
প্রেক্ষাপট
কলকাতা: • বিচারব্যবস্থা নিয়ে হলদিয়ার সভায় আক্রমণ, রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) তোপের মুখে শ্যামনগরে জবাব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। তিনি বলেন, "বিচারব্যবস্থার ১ শতাংশ নিয়ে বললে, কে জবাব দিচ্ছে? রাজ্যপাল। তার মানে ঠিক জায়গায় ঢিল পড়েছে।" তিনি আরও জানান, এসএসসি-টেট, যা ইচ্ছে নিয়ে সিবিআই (CBI) দিলেও কিছু যায় আসে না। তাঁর ববক্তব্য, "যা ইচ্ছে দিন, আমার কাঁচকলা হবে।" বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যের বিরুদ্ধে মামলা, খারিজ করল হাইকোর্ট। জন প্রতিনিধিদের এমন মন্তব্য থেকে বিরত থাকার পরামর্শ।
• মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) দলের এক নম্বর, ২ নম্বরে দলের কর্মীরা। দলের ১ নম্বর-২ নম্বর বিতর্কের মধ্যেই জানিয়ে দিলেন অভিষেক। তিনি বলেন, "যারা ভাবছেন এ ১ নম্বর, ও ২ নম্বর। মমতাই এক নম্বর।"
• সরকারি অফিসে দুর্নীতি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অভিযান। বলরামপুরে ভূমি রাজস্ব দফতরের কাছে দোকান সিল। প্রতারণার অভিযোগে গ্রেফতার ২।
হুঁশিয়ারির পরেই তৎপরতা
• আসানসোলে হার নিয়ে বিজেপি-তেই দ্বন্দ্ব। জিতেন্দ্র তিওয়ারিকে দায়ী করলেন অগ্নিমিত্রা পাল। 'দলে বলুন', পাল্টা জিতেন্দ্র। দল বিষয়টির উপর নজর রখছে বলে জানিয়েছেন রাজ্য় বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার।
• নরেন্দ্র মোদি সরকারের অষ্টম বর্ষপূর্তি। কলকাতায় রেলমন্ত্রী। রাজ্যে ২৫টি স্টেশন, অডিটোরিয়ামে শোনানো হবে মোদির ভার্চুয়াল-ভাষণ। ব্যর্থতার তালিকা নিয়ে নিশানা বিরোধীদের।
• ভরদুপুরে বেলেঘাটায় আক্রান্ত ব্যবসায়ী। তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ। আক্রান্তকে না চেনার দাবি অভিযুক্তের। বয়ান রেকর্ড করে তদন্তে পুলিশ।
তোলা না দেওয়ায় মার।
• খাস গড়িয়াহাটে ভর দুপুরে পেট্রোল পাম্পে তাণ্ডব, গ্রেফতার ৩। টায়ার পাংচারে দেরি হওয়ায় মারধর, অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ।
• হাওয়ালা মামলায় ইডির হাতে গ্রেফতার কেজরিওয়াল সরকারের স্বাস্থ্যমন্ত্রী। কলকাতার সংস্থার সঙ্গে বেআইনি লেনদেনের অভিযোগ।
• ৩ জুন মাধ্যমিকের রেজাল্ট। ১০টা থেকে দেখা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। প্রকাশিত হবে মেধা তালিকা। রেজাল্টের দিনই মিলবে মার্কশিট।
শুক্রবার মাধ্যমিকের ফল
• ইউপিএসসিতে বাজিমাত। শীর্ষে শ্রুতি শর্মা। দ্বিতীয় কলকাতার অঙ্কিতা আগরওয়াল, তৃতীয় গামিনি। ৯৪ নম্বরে মেদিনীপুরের ইন্দ্রাশিস।
• অনলাইন চেয়ে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে আন্দোলন। পাল্টা অফলাইন দাবি পড়ুয়াদের একাংশের। মিলিয়ে মিশিয়ে হবে পরীক্ষা, জানাল কর্তৃপক্ষ। সাড়ে ৮ ঘণ্টা পর ঘেরাওমুক্ত উপাচার্য।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -