West Bengal News Live : কাউন্সিলরের মদতে শোভাযাত্রার জন্য দোকান ভাঙার অভিযোগ
'কালীঘাটের কাকু' গ্রেফতার বায়রনে বিস্ফোরক চিরঞ্জিৎ ১ লক্ষেরও বেশি চাকরি-ঘোষণা রাজ্য সরকারের আরও খবর ...
অ্যামবুুল্যান্সে কফিনে মাদক পাচারের চেষ্টা! সেই ঘটনাতেও এবার লাগল রাজনীতির রং! মাদককাণ্ডে ধৃত একজনের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের ছবি পোস্ট করে বিজেপিকে আক্রমণ শানিয়েছেন উদয়ন গুহ। পাল্টা আক্রমণের পথে হেঁটেছে বিজেপি। এনিয়ে নিশীথ প্রামাণিককে ফোন করা হলেও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
কাউন্সিলরের মদতে শোভাযাত্রার জন্য দোকান ভাঙার অভিযোগ। নালিশ জানাতে গিয়ে তৃণমূল কাউন্সিলরের কাছেই হেনস্থা হতে হয়েছে বাজার কমিটির সম্পাদককে। কাউন্সিলরের বিরুদ্ধে এই অভিযোগে বুধবার সকাল থেকে বাজার ও দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানান ব্যবসায়ীরা। পাল্টা অভিযোগ কাউন্সিলরের। বাঁকুড়া পুরসভার রাজগ্রামের ঘটনা।
পূর্ব মেদিনীপুরের রামনগরে বাইকের চাকায় দড়ি জড়িয়ে দুর্ঘটনা। বাইকআরোহী এক মহিলার মৃত্যু। স্থানীয় সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রার নিরাপত্তায়, রাস্তার দু'পাশে ব্যারিকেডের জন্য দড়ি ফেলা ছিল। স্থানীয়দের একাংশের দাবি, রাস্তায় পড়ে থাকা দড়িতে বাইকের চাকা জড়িয়ে দুর্ঘটনা ঘটে। বাইক থেকে পড়ে যান মহিলা। সেসময় উল্টো দিক থেকে আসা একটি ম্যাটাডোর ধাক্কা মারে ওই মহিলাকে। কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। রামনগর থানার পুলিশ সূ্ত্রে দাবি, ব্যারিকেডের দড়ির কারণে কোনও দুর্ঘটনা ঘটেনি। বাইকচালক ভারসাম্য হারিয়ে ফেলায় মহিলা মাটিতে পড়ে যান। সেই সময় দ্রুত গতিতে ছুটে আসা একটি ম্যাটাডোর ধাক্কা মেরে চলে যায় তাঁকে।
বীরভূমে ফের প্রকাশ্যে চলে এল তৃণমূলের দ্বন্দ্ব। এবার খয়রাশোলের ব্লক সভাপতিকে ফেসবুকে নিশানা করলেন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য। পাল্টা আক্রমণ শানিয়েছেন ব্লক সভাপতি। ভুল স্বীকার না করলে পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে জেলা তৃণমূল।
ফের বিস্ফোরণ, নদিয়ায় উড়ল তৃণমূলকর্মীর বাড়ি! দুবরাজপুর, ভাঙড়ের পর চাপড়া, তৃণমূলকর্মীর বাড়িতে বিস্ফোরণ। বাড়িতে মজুত বোমা থেকেই বিস্ফোরণ, অভিযোগ গ্রামবাসীদের।
"কাকু হল। জেঠু হল। এবার হয়তো পিসির সময় আসছে। ভাইপোও আছে। ক্লু খোঁজা হচ্ছিল। কান টানলে মাথা আসে। কান টানাটানি শেষ। এবার হয়তো মাথা আসবে", বললেন দিলীপ ঘোষ।
জুনের শুরুতেও তাপপ্রবাহের সতর্কবার্তা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি বাড়বে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। কলকাতায় আগামী কয়েক দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়বে। পূর্বাভাসে এমনই জানাল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে লু বইতে পারে। শনিবারও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান এবং নদিয়ায়। শনিবার ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরেও লু বইতে পারে। জুনের শুরুতেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরবঙ্গের দুই দিনাজপুর ও মালদায়।
নিয়োগ দুর্নীতি মামলায়, কালীঘাটের কাকু গ্রেফতার হতেই, ফের একবার লিপস অ্য়ান্ড বাউন্ডস কোম্পানির নাম ঘিরে চর্চা শুরু হয়েছে। মুখ্য়মন্ত্রীর পরিবারের কয়েকজন সদস্য়ের যুক্ত থাকার অভিযোগ তুলে, সরাসরি তৃণমূলকে আক্রমণ করছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে শাসক দলও।
ভবানীপুরের ভোটে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন কালীঘাটের কাকু। লড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে। পেয়েছিলেন আটশোরও বেশি ভোট। ভোট কাটতেই কি ডামি ক্যান্ডিডেট হিসাবে দাঁড় করানো হয়েছিল তাঁকে? বরাবরই এই নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।
কালীঘাটের কাকুই নিয়োগ দুর্নীতির ‘কি ম্যান’? আদালতে বিস্ফোরক দাবি ইডি-র। নিয়োগ দুর্নীতির কি ম্যান ইডির জালে 'কালীঘাটের কাকু'। গ্রেফতারির আগে 'কনফিডেন্ট', ধরা পড়তেই মুখে কুলুপ! টালির চালের মুদির দোকান থেকে রকেট গতিতে উত্থান! 'সাহেব' প্রশ্নে কালীঘাটের কাকুর মুখে কুলুপ!
অভিষেকের নবজোয়ারে তুমুল বিশৃঙ্খলা, মন্ত্রীকেই রক্ষীদের ধাক্কা! কাঁথির মুকুন্দপুরে অভিষেকের র্যালি, ধাক্কা মেরে অখিলকে সরিয়ে দিলেন রক্ষীরা!
অভিষেকের নবজোয়ারে রক্ষীদের ধাক্কায় কারামন্ত্রী অখিল গিরিই আহত। কোনও গন্ডগোল হয়নি, দাবি অখিলের।
পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার আগেই ফের রাজ্যে মোদি-শাহ-নাড্ডা। জুনে রাজ্যে আসছেন মোদি-শাহ-নাড্ডা। ‘উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে ৩ জায়গায় সভা করবেন মোদি-শাহ-নাড্ডা। কবে কোথায় কোথায় সভা এখনও চূড়ান্ত হয়নি’, জানালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
'কালীঘাটের কাকুর হাত দিয়েই যুব তৃণমূলের রেজিস্ট্রেশন। বেহালায় টাকা জমা হত, সেই টাকা কালীঘাটে পাঠাতেন সুজয়কৃষ্ণ। সময় এসে গিয়েছে, বিখ্যাত পিএ পর্যন্ত যেতে হবে, হুঙ্কার বিরোধী দলনেতা। নো ভোট টু মমতা, এটাই একমাত্র সমাধান,' হুঙ্কার শুভেন্দু অধিকারীর।
কীভাবে রকেট গতিতে উত্থান? কালীঘাটের কাকুর আরও কীর্তি পর্দাফাঁস। ২০১৪-র টেট দুর্নীতিতেও যুক্ত ছিলেন 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্র?
'২০১৪-র টেট সংক্রান্ত তথ্য ডিলিট করতে বলেছিলেন সুজয়কৃষ্ণ। অ্যাডমিট কার্ড-সহ চাকরি প্রার্থীদের তথ্য ডিলিট করতে বলেছিলেন সুজয়কৃষ্ণ'।
সিভিক ভলান্টিয়ার রাহুল বেরাকে জিজ্ঞাসাবাদ করে বিস্ফোরক দাবি ইডির।
'কোমরের উপরে উঠে গিয়েছে এজেন্সি, এর পরে কান ধরতে হবে। আর মাত্র একটা ধাপ, কান ধরলেই মাথা এমনিতেই চলে আসবে। লিপস অ্যান্ড বাউন্ডসে যুক্ত মুখ্যমন্ত্রীর পরিবারের একের পর আত্মীয়। এর মানে এই দুর্নীতিতে মুখ্যমন্ত্রীও যুক্ত', দাবি শুভেন্দু অধিকারীর।
'কালীঘাটের কাকুর হাত দিয়েই যুব তৃণমূলের রেজিস্ট্রেশন', বললেন বিরোধী দলনেতা।
যন্তরমন্তরে কুস্তিগিরদের হেনস্থার প্রতিবাদে এবার পথে মমতা। কুস্তি ফেডারেশনের কর্তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে টানা বিক্ষোভ। দিল্লিতে টানা বিক্ষোভ কুস্তিগিরদের, রেহাই মেলেনি পুলিশি হেনস্থার হাত থেকেও। প্রতিবাদে গতকাল হরিদ্বারে পদক বিসর্জন দিতে যান কুস্তিগিররা।
কুস্তিগিরদের হয়ে বিচার চেয়ে এবার পথে মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রীড়াবিদদের নিয়ে হাজরা মোড় থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিলে মমতা ।
খোলার কথা বলেও স্কুলে বাড়ল আরও গরমের ছুটি। ৫, ৭ জুনের বদলে ১৫ জুন পর্যন্ত বাড়ল গরমের ছুটি। ৫ জুন খোলার কথা ছিল মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্কুল। রাজ্যে ৭ জুন খোলার কথা ছিল প্রাথমিক স্কুল। তাপপ্রবাহের জন্য আরও বাড়ল গরমের ছুটি: মুখ্যমন্ত্রী।
যদি অন্যায় করে থাকে, তাহলে শাস্তি পেতেই হবে। আমার এর সঙ্গে কোনও যোগাযোগ নেই। আমি বিপিএল-এ বাজার করি। এবিপি আনন্দকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন সুজয়কৃষ্ণ ভদ্রর দাদা অজয়কৃষ্ণ ভদ্র। আরএসএস করতেন সুজয়কৃষ্ণ। টালির চালের মুদির দোকান থেকে উত্থান, অভিষেকের অফিসে চাকরি, বাড়িতে আসতেন অভিষেকও। দাবি সুজয়কৃষ্ণর দাদা অজয়কৃষ্ণ ভদ্রর।
নিয়োগ দুর্নীতিতে ইডির জালে 'কালীঘাটের কাকু'। গ্রেফতারির আগে 'কনফিডেন্ট', ধরা পড়তেই মুখে কুলুপ! টালির চালের মুদির দোকান থেকে রকেট গতিতে উত্থান! কোন ক্যারিশমায় 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণের উত্থান? 'কালীঘাটের কাকু'কে ধরে এবার কোন মাথার খোঁজে এজেন্সি? 'সাহেব' প্রশ্নে কালীঘাটের কাকুর মুখে কুলুপ!
সুজয়কৃষ্ণের নামে রেজিস্ট্রি করা একটি ফ্ল্যাটে থাকেন তাঁর দুই দিদি। ইডি আর সিবিআই এসে তল্লাশি চালিয়েছিল তাঁদের ফ্ল্যাটেও। তবে সেখানে কিছু মেলেনি। জানালেন সুজয়কৃষ্ণের দিদি।
জোকা ইএসআই-তে দেড়ঘণ্টার বেশি সময় ধরে স্বাস্থ্যপরীক্ষা সুজয়কৃষ্ণর। স্বাস্থ্যপরীক্ষার পর সুজয়কৃষ্ণ বেরোতেই চোর চোর স্লোগান। সুজয়কৃষ্ণকে নিয়ে যাওয়া হচ্ছে ব্যাঙ্কশাল আদালতে।
বিপুল বেআইনি সম্পত্তির মালিক সুজয়কৃষ্ণ। ৩টি সংস্থার মাধ্যমে সাদা করেছেন নিয়োগ দুর্নীতির কোটি কোটি কালো টাকা। অনুমান ইডির।
মোদি সরকারের শিক্ষানীতির একাংশ মানল রাজ্য। চলতি শিক্ষাবর্ষ থেকেই বাংলায় কার্যকর ৪ বছরের ডিগ্রি কোর্স। কেন্দ্রীয় অনলাইন ভর্তি এবারও না হওয়ার সম্ভাবনা।
সিজিও কমপ্লেক্স থেকে বের করার সময় মুখে কুলুপ সুজয়কৃষ্ণর। আদালতে পেশের আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হল জোকা ইএসআই-তে। ১৪ দিনের হেফাজতে চাইবে ইডি, খবর সূত্রের।
'পুর দুর্নীতি তদন্ত নিয়েও রাজ্যের লোকজন দিল্লি যাচ্ছেন। তদন্ত আটকাতে রাজ্যের কোষাগারের কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে। পুরো সিস্টেম এবং রাজ্যের প্রধান দুর্নীতিতে যুক্ত, এটা পরিষ্কার'এবিপি আনন্দকে দেওয়া প্রতিক্রিয়ায় দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর
কালীঘাটের কাকুর সঙ্গে কথা হত নিয়োগ-দুর্নীতিতে ধৃত তৃণমূল নেতার। ফোনে পাওয়া তথ্য দেখালেও অস্বীকার। তারপরই গ্রেফতার সুজয়কৃষ্ণ। দাবি ইডির।
'আমার সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছোঁয়ার সাহস নেই কারও। তাই আমি পর্যন্ত এসে সবাইকে থেমে যেতে হচ্ছে।' গত ২২ মার্চ এই মন্তব্য করেছিলেন কালীঘাটের কাকু।
জোকা ইএসআই হাসপাতালে পৌঁছে গেলেন সুজয়কৃষ্ণ ভদ্র, হবে স্বাস্থ্যপরীক্ষা
উচ্চশিক্ষায় মোদি সরকারের শিক্ষানীতির একাংশ মানল রাজ্য। চলতি শিক্ষাবর্ষ থেকেই বাংলায় কার্যকর ৪ বছরের অনার্স কোর্স। 'বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনেই সিদ্ধান্ত'। সর্বভারতীয় ক্ষেত্রে পড়ুয়াদের সুবিধার কথা ভেবেই সিদ্ধান্ত, জানালেন শিক্ষামন্ত্রী
অভিষেকে কনভয় হামলার ঘটনায় এবার গ্রেফতার বিজেপি কর্মী। এই প্রথম হামলার ঘটনায় কোনও বিজেপি কর্মী গ্রেফতার। বিজেপি কর্মী জয় মাহাতোকে গ্রেফতার করল ঝাড়গ্রাম জেলা পুলিশ। পুলিশ সূত্রে দাবি, জয় মাহাতো কুড়মি আন্দোলনের সঙ্গে যুক্ত, ধৃত জয় মাহাতো হামলার দিন ঘটনাস্থলেই ছিলেন।
কেবল্ ব্যবসায়ীকে আটক করা নিয়ে টিটাগড়ে তুলকালাম! থানার একেবারে ভিতরে ঢুকে কেবল ব্যবসায়ীদের বিক্ষোভ! পুলিশের সঙ্গে তুমুল বচসা! সংঘাত গড়াল ধাক্কাধাক্কিতে! অশান্তি এমন জায়গায় পৌঁছল, শেষ পর্যন্ত পুরসভার চেয়ারম্যান ও স্থানীয় তৃণমূল কাউন্সিলরের হস্তক্ষেপে আটক কেবল ব্যবসায়ীকে ছেড়ে দিতে বাধ্য হল পুলিশ!
নিয়োগ দুর্নীতি মামলায় 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্র ইডি-র হাতে গ্রেফতার হতেই চড়া সুর দিলীপ ঘোষের। কাকু হল। জেঠু হল। এবার হয়তো পিসির সময় আসছে। ভাইপোও আছে। কান টানাটানি শেষ। এবার হয়তো মাথা আসবে। মন্তব্য বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতির।
কাকু জেঠু হয়ে গিয়েছে, এবার পিসি-ভাইপোর সময় আসছে, কান টানাটানি হয়ে গিয়েছে, এবার মাথার সময় আসছে। সুজয়কৃষ্ণর গ্রেফতারির পর প্রতিক্রিয়া দিলীপ ঘোষের।
আরও এক কুড়মি আন্দোলনকারীকে গ্রেফতার করল ঝাড়গ্রাম জেলা পুলিশ।
আইনের লম্বা হাত শেষ পর্যন্ত মাথা এবং সবচেয়ে বড় সুবিধাভোগীদের দিকে এগোচ্ছে। নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু ইডি-র হাতে গ্রেফতার হওয়ার পর ট্যুইট শুভেন্দুর।
জুনের শুরুতেও তাপপ্রবাহের সতর্কবার্তা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি বাড়বে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।
কালীঘাটের কাকুর নিজের মোবাইলের তথ্য তাঁকে গ্রেফতারির জন্য যথেষ্ট ছিল না, খবর ইডি সূত্রে। অন্য এক তৃণমূল নেতার মোবাইলে পাওয়া তথ্য দেখিয়ে গতকাল ১২ ঘণ্টার জিজ্ঞাসাবাদ
করা হয় সুজয়কৃষ্ণকে, এমনই দাবি ইডি সূত্রে।
ডিজিটাল এভিডেন্স, আর তার জোরেই গ্রেফতার 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। এমনই দাবি কেন্দ্রীয় এজেন্সি সূত্রে। ইডি সূত্রে খবর, সুজয়কৃষ্ণ ভদ্রর গ্রেফতারির নেপথ্যে রয়েছে অন্য এক তৃণমূল নেতার মোবাইলে পাওয়া তথ্য!
প্রেক্ষাপট
'কালীঘাটের কাকু' গ্রেফতার: নিয়োগ দুর্নীতিতে আরও এক হাইপ্রোফাইল গ্রেফতারি। প্রায় ১২ ঘণ্টা ম্য়ারাথন জিজ্ঞাসাবাদের পর, এবার ED-র হাতে গ্রেফতার কালীঘাটের কাকু। তাঁকে গ্রেফতার করে কি বিশেষ কোনও মাথার কাছে পৌঁছতে চাইছে ED?
অবশেষে গ্রেফতার 'কাকু' : কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করল ইডি। সূত্রের দাবি, ম্য়ারাথন জিজ্ঞাসাবাদে বারবার উত্তর এড়িয়ে যাচ্ছিলেন। কিছু ক্ষেত্রে তিনি তথ্য় গোপনও করেন। এরপরই, গ্রেফতার করা হয় সুজয়কৃষ্ণ ভদ্রকে।
বায়রনে বিস্ফোরক চিরঞ্জিৎ : বায়রনে বিস্ফোরক চিরঞ্জিৎ। সাগরদিঘির বিধায়কের দলবদল নিয়ে বিস্ফোরক বারাসাতের তৃণমূল বিধায়ক।
তৃণমূলে চিরঞ্জিত 'অস্বস্তি' : দল ভাঙানোর নিন্দা তৃণমূলেরই অন্দরে। বিস্ফোরক বারাসাতের বিধায়ক। এতদিন কেন চুপ ছিলেন? কটাক্ষ শমীকের। তৃণমূল অভিধানে নীতি-নৈতিকতা নেই, আক্রমণে অধীর।
'বিশ্বাসঘাতক বায়রন' : ‘হাত’ ছেড়ে জোড়াফুলে বায়রন বিশ্বাস। এবার বায়রনকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ কংগ্রেস নেতা জয়রাম রমেশের। '৩ মাস আগে জয়ী কংগ্রেস বিধায়ককে লোভ দেখিয়ে ভাঙিয়েছে তৃণমূল।' 'সাগরদিঘির ভোটারদের রায়ের প্রতি বিশ্বাসঘাতকতা'। ট্যুইট এআইসিসি-র সাধারণ সম্পাদকের।
বাড়ল বায়রনের সুরক্ষা : ভোটে জেতার ৩ মাসের মধ্যেই দলবদল। কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসতেই সুরক্ষা বাড়ল বায়রনের। এবার বাড়িতেও সবসময়ের জন্য থাকবে নিরাপত্তারক্ষী।
১ লক্ষেরও বেশি চাকরি-ঘোষণা : পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার আগেই বড় ঘোষণা সরকারের। ১ বছরের মধ্যেই রাজ্যে ১ লক্ষেরও বেশি সরকারি চাকরির ঘোষণা। ১ লক্ষ ২৫ হাজার সরকারি কর্মী নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর।
৯৪৯৩ জনকে অঙ্গনওয়াড়ি পদে নিয়োগের ঘোষণা। বিভিন্ন পদে আরও ১৭ হাজার কর্মসংস্থান তৈরির ঘোষণা।
কাকু'কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ : 'কালীঘাটের কাকু'কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ ইডি-র। সকাল সাড়ে ১১টা থেকে সুজয়কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসাবাদ। ৩টি সংস্থার সঙ্গে সুজয়কৃষ্ণের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ মেলার দাবি ইডি সূত্রে। ৩টি কোম্পানির কোটি কোটি টাকা লেনদেনের হদিশ মিলেছে, দাবি ইডি সূত্রে। কোম্পানির কর্মীদের বয়ান নেওয়ার পরই সুজয়কৃষ্ণকে তলব।
কমিশনার সংঘাত : সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পরবর্তী রাজ্য নির্বাচন কমিশনারের নাম বাছাই নিয়ে মন্তব্য রাজ্যপালের। পছন্দ না হলে ফাইল ফেরত দিন। পাল্টা মুখ্যমন্ত্রী।
প্রতিবাদে বাইক র্যালি : কুড়মি নেতাদের গ্রেফতারের প্রতিবাদে ঝাড়গ্রামের লোধাশুলিতে বাইক র্যালি। ধৃত ৯ কুড়মি নেতাকে নিঃশর্ত মুক্তির দাবিতে মিছিল। অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার করা হয় ৯ কুড়মি নেতাকে।
'দমন পীড়ন নীতি ঠিক নয়' : কনভয় হামলায় গ্রেফতার ৯। কুড়মি নেতা, মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়। 'দমন পীড়ন নীতি অবলম্বন করা ঠিক হবে না' 'জঙ্গলমহলে সকলের সঙ্গে আলোচনা করুন', বললেন পার্থ।
৫ দিন সময় : গঙ্গায় পদক বিসর্জন দিতে হরিদ্বারে সাক্ষী, ভিনেশ, বজরং পুনিয়ারা। সেখানে হাজির কৃষকনেতা নরেশ টিকাইত। কুস্তিগিরদের কাছ থেকে পদকগুলি নিয়ে রাখলেন নিজের কাছে। যৌন নির্যাতনে অভিযুক্ত কুস্তি সংস্থার প্রধান ব্রিজভূষণ সিংহের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ৫ দিন সময় দিলেন সরকারকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -