West Bengal News Live : শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি কাকলি ঘোষ দস্তিদারের

West Bengal News Live : জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবর এক নজরে।

ABP Ananda Last Updated: 01 Nov 2023 12:03 AM
West Bengal News Live : 'রাজ্য়ের IAS-IPS-দের দুর্নীতি মুক্ত থাকা উচিত', মন্তব্য রাজ্যপালের

'রাজ্য়ের আইএএস-আইপিএস অফিসারদের দুর্নীতি মুক্ত থাকা উচিত', মন্তব্য রাজ্যপালের। সর্দার বল্লভভাই প্য়াটেলের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানে সর্দার প্য়াটেলের সম্পর্কে বলতে গিয়ে মন্তব্য় সিভি আনন্দ বোসের (Governor CV Ananda Bose)।

WB News Live : বুধবার প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা

বুধবার প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা। তার আগে মঙ্গলবার সর্বদলীয় বৈঠকে উঠে এল ভোটকর্মীদের নিয়োগ থেকে ভূতুড়ে ভোটারের প্রসঙ্গ। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে। আগামী বছরের ৫ জানুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। 

Kakali Ghosh Dastidar: শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি কাকলি ঘোষ দস্তিদারের

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি কাকলি ঘোষ দস্তিদারের। রাজ্যের বিরোধী দলনেতাকে আইনজীবী মারফত চিঠি পাঠালেন তৃণমূল সাংসদ। ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে মানহানির মামলার হুঁশিয়ারি কাকলি ঘোষ দস্তিদারের। বাকিবুরের সঙ্গে কাকলীর পিএ-র যোগাযোগ আছে, অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী, এবার সরব কাকলি ঘোষ দস্তিদার। ক্ষমা না চাইলে মানহানির মামলার হুঁশিয়ারি। 

Mahua Moitra: দিল্লি হাইকোর্টে মানহানির মামলা করে পালিয়েছেন, মহুয়াকে ফের নিশানা নিশিকান্তের

'ক্য়াশ ফর কোয়েশ্চন' বিতর্কে অব্যাহত নিশিকান্ত-মহুয়া তরজা। 'দুর্নীতির জন্য দেশের নিরাপত্তাকেও বন্ধক রাখা সাংসদ আজ আমার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। দিল্লি হাইকোর্টে মানহানির মামলা করে পালিয়েছেন', সোশাল সাইটে পোস্ট বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের। 

WB News Live : পুর নিয়োগ দুর্নীতি তদন্তেও তৎপর ED

রেশন বণ্টন দুর্নীতির পাশাপাশি, পুর নিয়োগ দুর্নীতি তদন্তেও তৎপর ED। গতকালের পর আজও সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন IAS জ্যোতিষ্মান চট্টোপাধ্য়ায়। গতকাল তাঁকে দুদফায় প্রায় সোয়া ন'ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি। এদিন সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাচু রায়ও।

WB News Live :টাটার ক্ষতিপূরণ নিয়ে প্রতিক্রিয়া দিলীপের

টাটাকে ক্ষতিপূরণের নির্দেশকে গতকাল স্বাগত জানিয়ে, মমতাকে তীব্র আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আজ আরও একধাপ এগিয়ে তোপ দাগলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি স্পষ্ট বলেছেন, 'এর দায়টা কে নেবে?..ক্ষমা চাইতে হবে মানুষের কাছে।'

WB News Live : অ্যাসিড হামলার শিকার বাংলার গৃহবধূ

সন্দেহের বশে প্রকাশ্যে স্ত্রীয়ের উপর অ্যাসিড হামলার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আজ বেলা দুটো নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার থানা এলাকায় হুগলি নদীর তীরে। অ্যাসিড হামলার জেরে গুরুতর জখম হয়েছেন বছর চল্লিশের এক গৃহবধূ। স্থানীয়রাই তড়িঘড়ি তাঁকে উদ্ধার করেন। এরপর ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ডায়মন্ড হারবার থানার পুলিশ। ঘটনা তদন্ত নামতেই, জখম মহিলার স্বামী শেখ শাহরুখকে গ্রেফতার করেছে পুলিশ।

WB News Live : বরফ কারখানায় বিষাক্ত গ্যাস লিক করে বিপত্তি

সোনারপুর ব্লকের খেয়াদহ ২ পঞ্চায়েত ভগবানপুর এলাকায় একটি বরফ কারখানায় বিষাক্ত গ্যাস লিক করে বিপত্তি। ঘটনায় গুরুতর আহত এক কর্মী। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে নরেন্দ্রপুর থানার পুলিশ ও দমকল। পরিস্থিতি  নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেছে দমকল। তবে বিষাক্ত গ্যাস লিক করার ফলে এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

WB News Live : স্বরাষ্ট্রমন্ত্রকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন মহুয়া মৈত্র

এবার স্বরাষ্ট্রমন্ত্রকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মেসেজ ও ইমেলের স্ক্রিনশট সোশাল মিডিয়ায় পোস্ট তৃণমূল সাংসদের

WB News Live : ইডি দফতরে জ্যোতিপ্রিয়র বর্তমান ও প্রাক্তন আপ্ত সহায়ককে

রেশন বণ্টন দুর্নীতি মামলায় ফের ইডি দফতরে তলব করা হল জ্যোতিপ্রিয় মল্লিকের বর্তমান ও প্রাক্তন আপ্ত সহায়ককে। গতকালও অমিত দে ইডি আধিকারিকদের ম্য়ারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েন।

WB News Live : ইডি দফতরে জ্যোতিপ্রিয়র বর্তমান ও প্রাক্তন আপ্ত সহায়ককে

রেশন বণ্টন দুর্নীতি মামলায় ফের ইডি দফতরে তলব করা হল জ্যোতিপ্রিয় মল্লিকের বর্তমান ও প্রাক্তন আপ্ত সহায়ককে। গতকালও অমিত দে ইডি আধিকারিকদের ম্য়ারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েন

WB News Live : জ্যোতিপ্রিয়র গ্রেফতার হওয়া নিয়ে কী প্রতিক্রিয়া শোভনদেবের


জ্যোতিপ্রিয়র গ্রেফতার হওয়া তাঁর কাছে দুঃখজনক, বললেন শোভনদেব, যদি বালু দোষ করে থাকে, তাহলে তিনি পাশে দাঁড়াবেন না, বললেন শোভনদেব।

WB News Live : পুর নিয়োগ দুর্নীতি তদন্তেও তৎপর ED

রেশন বণ্টন দুর্নীতির পাশাপাশি, পুর নিয়োগ দুর্নীতি তদন্তেও তৎপর ED। গতকালের পর আজও সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন IAS জ্যোতিষ্মান চট্টোপাধ্য়ায়। গতকাল তাঁকে দুদফায় প্রায় সোয়া ন'ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি। এদিন সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাচু রায়ও। 

WB News Live : রেশন দুর্নীতির প্রতিবাদে বেহালায় পথে বিজেপি

রেশন দুর্নীতির প্রতিবাদে বেহালায় পথে বিজেপি। বিভিন্ন রেশন দোকানের সামনে বিক্ষোভ। কোলাঘাটে খারাপ রাস্তার প্রতিবাদ মিছিলেও রেশন দুর্নীতির বিরুদ্ধে স্লোগান শুভেন্দুর।  .

WB News Live : শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে এবার হাওড়ায় ইডি

শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে এবার হাওড়ায় ইডি। হাওড়ায় এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বাড়িতে হানা। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মনোজ মালহোটের বাড়িতে তল্লাশি। 

WB News Live : জ্যোতিপ্রিয়র গ্রেফতার হওয়া দুঃখজনক, বললেন শোভনদেব

জ্যোতিপ্রিয়র গ্রেফতার হওয়া তাঁর কাছে দুঃখজনক, বললেন শোভনদেব। যদি বালু দোষ করে থাকে, তাহলে তিনি পাশে দাঁড়াবেন না, বললেন শোভনদেব।দোষ প্রমাণিত হলে দলও পাশে থাকবে না, জানিয়ে দিলেন পরিষদীয় মন্ত্রী। 

WB News Live : ক্যানিংয়ে তিনটি টোটো সহ দুই যুবক গ্রেফতার

দক্ষিণ ২৪ পরগনা ক্যানিং থানার সন্ধিপুকুরিয়া এলাকা থেকে তিনটি টোটো সহ দুই যুবককে গ্রেফতার করল ক্যানিং থানা পুলিশ পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে সন্ধিপুকুরিয়া এলাকায় ক্যানিং থানা পুলিশ হানা দেয় সেখান থেকেই তিনটি টোটো ও দুই যুবককে গ্রেফতার করে তারা হলো রমজান আলী সরদার ও শাহরুখ লস্কর তাদের বাড়ি ক্যানিং থানার অন্তর্গত উত্তর অঙ্গদ বেরিয়া গ্রামে। পুলিশ আজ তাদের আলিপুরে আদালতে পাঠায় নিজেদের হেফাজতে নেওয়ার জন্য সাত দিনের আবেদন জানাবেন বলে জানায়।

Suvendu Adhikari : তৃণমূলের ফান্ডে এখন ৮০০ কোটি টাকা আছে, দাবি শুভেন্দুর

'করদাতারা দায়ী নয়, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। তাঁকে তৃণমূলের ফান্ড থেকে এটা দিতে হবে। এরা সুপ্রিমকোর্টে যাবে, আমরা জানি, DA'র মতো, লাভ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের পার্টি ফান্ড  থেকে মেটাতে হবে, তৃণমূলের ফান্ডে এখন ৮০০ কোটি টাকা আছে। ' টাটাকে ক্ষতিপূরণ দেওয়া প্রসঙ্গে বললেন শুভেন্দু। 

Kolkata Dengue Update : পাঁচ বছরের মধ্যে রাজ‍্যে সর্বোচ্চ ডেঙ্গি সংক্রমণ

উৎসবের মরশুমে রাজ‍্যে আরও ভয়াবহ চেহারা নিয়েছে ডেঙ্গি। পাঁচ বছরের মধ্যে রাজ‍্যে সর্বোচ্চ ডেঙ্গি সংক্রমণ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২৪ অক্টোবর পর্যন্ত গোটা রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৭৬হাজার ৪৭৫। ২০২২ সালে রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্ত হন ৬৭ হাজার ২৭১ জন। এবছর শুধু মহালয়া থেকে দশমী পর্যন্ত পুজোর ১১ দিনে রাজ‍্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৮হাজার ৯২৯জন। 

Suvendu Adhikari News : মমতা বন্দ্যোপাধ্যায় যেন তৃণমূলের ফান্ড থেকে টাটাকে তাড়ানোর ক্ষতিপূরণ দেন: শুভেন্দু

'সিঙ্গুরে টাটাকে তাড়ানোর ক্ষতিপূরণ, মমতা বন্দ্যোপাধ্যায় যেন তৃণমূলের ফান্ড থেকে দেন। 
রাজ্যের কোষাগার থেকে দিলে বিরোধ হবে, বিধানসভার ভিতরে বিরোধ হবে, বাইরে বিরোধ হবে।' মন্তব্য শুভেন্দুর। 

WB News Live : আজও সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন IAS জ্যোতিষ্মান চট্টোপাধ্য়ায়

রেশন বণ্টন দুর্নীতির পাশাপাশি, পুর নিয়োগ দুর্নীতি তদন্তেও তৎপর ED। গতকালের পর আজও সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন IAS জ্যোতিষ্মান চট্টোপাধ্য়ায়। গতকাল তাঁকে দুদফায় প্রায় সোয়া ন'ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি। এদিন সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাচু রায়ও। 

Ration Scam : ED দফতরে তলব করা হল জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক অমিত দে ও প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসকে

রেশন বণ্টন দুর্নীতি মামলায় ফের ED দফতরে তলব করা হল জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক অমিত দে ও প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসকে। গতকালও অমিত দে ED আধিকারিকদের ম্য়ারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েন।  বাকিবুরের মাধ্যমে তিনি টাকা তুলেছিলেন কি না?রেশন দুর্নীতির টাকায় তিনিও কি লাভবান হয়েছিলেন?   জ্য়োতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক অমিত দে'র কাছে জানতে চান আধিকারিকরা। খবর ইডি সূত্রে। 

WB News Live : বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে নিয়োগে দুর্নীতির অভিযোগ TMC র

এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে নিয়োগে দুর্নীতির অভিযোগ তুললেন নানুরের প্রার্তন তৃণমূল বিধায়ক। গদাধর হাজরার অভিযোগ, বিশ্বভারতীতে মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ও বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন আধিকারিক।

Ration Scam : অবশেষে বাকিবুরের দেগঙ্গার সংস্থাকে হোল্ড খাদ্য দফতরের পোর্টালে

রেশন বণ্টন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় ও বাকিবুর গ্রেফতারির জের। অবশেষে বাকিবুরের দেগঙ্গার সংস্থাকে হোল্ড খাদ্য দফতরের পোর্টালে। চালকলকে খাদ্যশস্য পাঠাবে না রাজ্য সরকার।

WB News Live : সিতাইয়ে আক্রান্ত ডিওয়াইএফআইয়ের ৩ নেতা

সিতাইয়ে আক্রান্ত ডিওয়াইএফআইয়ের ৩ নেতা। সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়ার ছেলের নেতৃত্বে হামলা চালানোর অভিযোগ। অভিযোগ অস্বীকার তৃণমূলের।

West Bengal News: আমডাঙাতেও বাকিবুর রহমানের বিপুল সম্পত্তির হদিশ

বাদুড়িয়ার পর আমডাঙাতেও বাকিবুর রহমানের বিপুল সম্পত্তির হদিশ। আমডাঙার দাদপুর গ্রামে ২০১৬ ও ২০১৮-য় দুটি জমি কিনেছিলেন বাকিবুর। মোট জমির পরিমাণ ১১ বিঘা ৬ কাঠা। স্থানীয়দের দাবি, বাকিবুরের পরিকল্পনা ছিল, কেন্দ্র-রাজ্য যৌথ প্রকল্পে এখানে FCI-এর গুদাম তৈরির। কিন্তু কেন্দ্র-রাজ্য সংঘাতের জেরে সেই পরিকল্পনা ভেস্তে যায়। 

Jyotipriya Mallik News : দিঘায় জ্যোতিপ্রিয় মল্লিকের ৩টি বেনামি হোটেল, ছবি দেখিয়ে দাবি শুভেন্দু অধিকারীর

দিঘায় জ্যোতিপ্রিয় মল্লিকের ৩টি বেনামি হোটেল, ছবি দেখিয়ে দাবি শুভেন্দু অধিকারীর। 

WB Dengue News : পাঁচ বছরের মধ্যে রাজ‍্যে সর্বোচ্চ ডেঙ্গি সংক্রমণ

উৎসবের মরশুমে রাজ‍্যে আরও ভয়াবহ চেহারা নিয়েছে ডেঙ্গি। পাঁচ বছরের মধ্যে রাজ‍্যে সর্বোচ্চ ডেঙ্গি সংক্রমণ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২৪ অক্টোবর পর্যন্ত গোটা রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৭৬হাজার ৪৭৫। 

Dilip Ghosh On Jyotipriya : 'অনেক কিছু তথ্য বেরোতে পারে', জ্যোতিপ্রিয়কে নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের

যে উদ্দেশ্যে তাঁকে গ্রেফতার করা হয়েছে সেই প্রক্রিয়া তাড়াতাড়ি শুরু করা উচিত। অনেক কিছু তথ্য বেরোতে পারে ওখান থেকে। অনেক ভেতরের লোক উনি, অনেক পুরনো লোক! তাই অনেক কিছু তথ্য বেরোতে পারে। জ্যোতিপ্রিয়কে নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের।

West Bengal News Live : বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়

আপাতত ঊর্ধ্বমুখী হবে পারদ, জেলায় জেলায় শীতের আমেজ কমবে। নভেম্বরের ৩ তারিখ পর্যন্ত তাপমাত্রা দু-তিন ডিগ্রি বাড়তে পারে। বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায়। 

WB News Live : সিতাইয়ে আক্রান্ত হলেন ডিওয়াইএফআইয়ের ৩ নেতা

সিতাইয়ে আক্রান্ত হলেন ডিওয়াইএফআইয়ের ৩ নেতা। অভিযোগ, ইনসাফ যাত্রার প্রচার সভা থেকে দিনহাটায় ফেরার পথে ডিওয়াইএফআইয়ের জেলা সহ সম্পাদক ইউসুফ আলি ও সম্পাদকমণ্ডলীর সদস্য শুভ্রালোক দাসকে বেধড়ক মারধর করা হয়।

West Bengal News : শান্তিপুরের ফুলিয়ায় মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা

শান্তিপুরের ফুলিয়ায় মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু হল একজনের। আহত আরও ১। কাল রাত ১২টা নাগাদ ফুলিয়ায় জাতীয় সড়কে কলকাতাগামী কলা বোঝাই ম্যাটাডোরকে ধাক্কা মারে উল্টদিক থেকে আসা একটি লরি। ঘটনাস্থলে মৃত্যু হয় ম্যাটাডোরের এক আরোহী। গুরুতম আহত হন ম্যাটাডোর চালক।

WB News Live : আজ থেকে টানা জেরা জ্যোতিপ্রিয়কে

সুস্থ জ্যোতিপ্রিয়, হেঁটেই বেরোলেন অ্যাপোলো হাসপাতাল থেকে। বনমন্ত্রীকে নিজেদের হেফাজতে পেল ইডি। আজ থেকে টানা জেরা। দেওয়া হল বাড়ির খাবার, পোশাক।

 TATA Nano Case News : ৭ বছরে ১১ শতাংশ হারে সুদ ধরলে ক্ষতিপূরণের অঙ্ক প্রায় ১৩০০ কোটি

 ৭ বছরে ১১ শতাংশ হারে সুদ ধরলে ক্ষতিপূরণের অঙ্ক প্রায় ১৩০০ কোটি। আদালতে যেতে পারে রাজ্য, মত বিশেষজ্ঞদের। রাজ্য দেউলিয়া হয়ে যাবে, কটাক্ষ সিপিএমের।

West Bengal News Live : টাটাকে ৭৬৫ কোটি ৭৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যকে

টাটাকে ৭৬৫ কোটি ৭৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যকে। ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে ক্ষতিপূরণ পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত দিতে হবে ১১ শতাংশ হারে সুদ।

প্রেক্ষাপট


  • এক নজরে শিরোনাম 

  • ন্যানো বিদায়ের ১৫ বছর পর সিঙ্গুরে ( Singur )  ধাক্কা রাজ্যের। কারখানা না হওয়ায় টাটাকে ( TATA ) সুদ-সহ ক্ষতিপূরণ দিতে হবে ডব্লুবিআইডিসি-কে, রায় ট্রাইবুনালের, বিবৃতি টাটা মোটরসের।

  • টাটাকে ৭৬৫ কোটি ৭৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যকে। ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে ক্ষতিপূরণ পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত দিতে হবে ১১ শতাংশ হারে সুদ।

  • ৭ বছরে ১১ শতাংশ হারে সুদ ধরলে ক্ষতিপূরণের অঙ্ক প্রায় ১৩০০ কোটি। আদালতে যেতে পারে রাজ্য, মত বিশেষজ্ঞদের। রাজ্য দেউলিয়া হয়ে যাবে, কটাক্ষ সিপিএমের ( CPM )।

  • সুস্থ জ্যোতিপ্রিয় ( Jyotipriya Mallik ) , হেঁটেই বেরোলেন অ্যাপোলো হাসপাতাল থেকে। বনমন্ত্রীকে নিজেদের হেফাজতে পেল ইডি। আজ থেকে টানা জেরা। দেওয়া হল বাড়ির খাবার, পোশাক।

  • দিঘায় ৩টি বেনামে হোটেল রয়েছে জ্যোতিপ্রিয়র। ছবি দেখিয়ে দাবি বিরোধী দলনেতার। শুভেন্দুর ( Suvendu Adhikari ) কতগুলি পেট্রোল পাম্প, ট্রলার ? তথ্য দিক, পাল্টা কুণাল।

  • 'আমি ২০২১-এ খাদ্যমন্ত্রী হয়েছি। দায়িত্ব নেওয়ার পর অনেক সংস্কার করেছি। তার আগে কী ঘটেছে আমার পক্ষে বলা সম্ভব নয়।' বললেন জ্যোতিপ্রিয়।

  • রেশন বণ্টন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় ও বাকিবুর গ্রেফতারির জের। অবশেষে বাকিবুরের দেগঙ্গার সংস্থাকে হোল্ড খাদ্য দফতরের পোর্টালে। চালকলকে খাদ্যশস্য পাঠাবে না রাজ্য সরকার

  • আমডাঙার সাধনপুর, বাদুড়িয়ার পর দাদপুর। ফের বাকিবুরের ১১ বিঘের জমির হদিশ। কেন্দ্র-রাজ্য যৌথ প্রকল্পে এফসিআই-এর গুদাম তৈরির পরিকল্পনা ছিল, দাবি স্থানীয়দের।

  • শান্তিনিকেতনে পরিবারের নামে বাড়ি আছে। ইডি ডাকলে যাব, তদন্তে সহযোগিতা করব। রেশন দুর্নীতিতে ওঠা অভিযোগ নিয়ে এবিপি আনন্দে মুখ খুললেন জ্যোতিপ্রিয়র মেয়ে প্রিয়দর্শিনী।

  • আবগারি দুর্নীতি মামলায় এবার দিল্লির মুখ্যমন্ত্রীকে সমন। ২ নভেম্বর অরবিন্দ কেজরিওয়ালকে হাজিরার নির্দেশ ইডির। আগেই সিবিআইয়ের হাতে গ্রেফতার হন দিল্লির উপ মুখ্যমন্ত্রী।

  • রাজনৈতিক দলগুলির টাকার উৎস কী, জানার অধিকার নেই দেশের নাগরিকের। ইলেক্টোরাল বন্ডে কারা টাকা দিচ্ছেন, গোপন থাকবে তাঁদের পরিচয়। সুপ্রিম কোর্টে সওয়াল কেন্দ্রের।

  • ৫ নভেম্বর ইডেন-ম্যাচের দিনই বিরাটের জন্মদিন। ইডেনে বিরাট আয়োজন। দর্শকদের জন্য বিরাটের মুখোশ। লেজার শো। সিএবি-র উপহার দেওয়া কেক কাটবেন কিং কোহলি।                                        

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.