নয়াদিল্লি: দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) আইপিএলের রিটেনশন তালিকায় তাঁর নাম না দেখেই অনেকে হতবাক হয়েছিলেন। নিলামের টেবিলে উঠেছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। রেকর্ড অর্থে তাঁকে কিনেছে লখনউ সুপার জায়ান্টস।


আইপিএলের মেগা নিলামের (IPL Mega Auction) পরেই বোমা ফাটালেন দিল্লি ক্যাপিটালসের অন্যতম মালিক পার্থ জিন্দল। জানালেন, ঋষভ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হতে চান।            


আইপিএলের মেগা নিলাম থেকে ঋষভ পন্থকে রেকর্ড ২৭ কোটি টাকায় কিনেছে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। মনে করা হচ্ছে পন্থ এলএসজি দলের অধিনায়কত্ব করবেন।          


পার্থ জিন্দল একটি সাক্ষাৎকারে বলেছেন, 'আমরা ঋষভ পন্থের স্বপ্নের কথা জানি। আমরা জানি ও কোথায় যেতে চায়। ও সেটা পুরোপুরি পরিষ্কার করে দিয়েছে যে, ওর স্বপ্ন এবং ইচ্ছা হল ভারতের অধিনায়কত্ব করা। আর তার প্রথম পদক্ষেপ হল একটি আইপিএল দলের অধিনায়কত্ব করা।'         


জিন্দল দিল্লির পরবর্তী অধিনায়ক কে হতে পারেন, সেই বিষয়েও মুখ খুলেছেন। বলেছেন, অক্ষর পটেল এবং কে এল রাহুল এই দায়িত্বের জন্য সমানভাবে ভাল প্রার্থী। জিন্দল জানিয়েছেন, অক্ষর ড্রেসিংরুমে খুব আনন্দ ও মজা করা একজন সতীর্থ হিসাবেই পরিচিত। অক্ষর দিল্লি দলের সংস্কৃতি জানেন এবং এই মুহূর্তে টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডারও।        


আরও পড়ুন: নিলাম থেকে কিনেছে চেন্নাই, এক ওভারে চার ছক্কায় সেই তরুণকেই দুঃস্বপ্ন উপহার দিলেন হার্দিক


পার্থ বলেছেন, 'অক্ষর দীর্ঘদিন ধরে দিল্লি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আছে। ফ্র্যাঞ্চাইজির জন্য ও একজন অসাধারণ খেলোয়াড়। বর্তমান টি-টোয়েন্টিতে হয়তো ও সেরা অলরাউন্ডার। স্পষ্টতই, জাড্ডুর (রবীন্দ্র জাডেজা) আদর্শ উত্তরসূরি অক্ষর। তাই আমাদের জন্য অসাধারণ বিকল্প। সহ-অধিনায়ক হিসেবে ও দুর্দান্ত কাজ করেছে। যখনই ঋষভকে পাওয়া যেত না, তখনই অক্ষর একটি বড় ভূমিকা পালন করেছে। ড্রেসিংরুমকে খুব হাল্কা ও চাপমুক্ত রাখে। ড্রেসিংরুমকে একত্রিত করে রাখে। যা একজন অধিনায়কের জন্য ভীষণ জরুরি।'             


আরও পড়ুন: বন্ধুর প্রেমের প্রস্তাবে রাজি, স্নেহাশিস-কন্যার নতুন ইনিংস, খুশির হাওয়া সৌরভের পরিবারে




আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।