West Bengal News Live Updates: কলেজ ফেস্ট নিয়ে কড়া নির্দেশিকা জারি করল লালবাজার

West Bengal Live News : চোখ রাখুন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 04 Jun 2022 12:16 AM
WB News Live: মমতাকে কটাক্ষ ছুড়ে দিয়েছে সিপিএম এবং বিজেপি

জমি আন্দোলনের অন্যতম আঁতুড় ঘর সিঙ্গুরে দাঁড়িয়ে, কৃষি এবং শিল্পকে সঙ্গে নিয়ে চলার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে সিপিএম এবং বিজেপি। শুক্রবার সিঙ্গুরের একটি মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী। 

WB News Live Updates: ঝড়ের মধ্যে রবীন্দ্র সরোবরে রোয়িংয়ে মৃত্যু, পুলিশের এফআইআর

ঝড়ের মধ্যে রবীন্দ্র সরোবরে রোয়িংয়ে মৃত্যু, পুলিশের এফআইআর, অজ্ঞাতপরিচয় ক্লাব কর্তাদের বিরুদ্ধে গাফিলতিতে মৃত্যুর অভিযোগ।

WB News Live: কে কে-র মৃত্যুর পর সতর্ক কলকাতা পুরসভা, কেএমডিএ

কে কে-র মৃত্যুর পর সতর্ক কলকাতা পুরসভা, কেএমডিএ। কলকাতার সমস্ত সরকারি প্রেক্ষাগৃহ নিয়ে এসওপি তৈরির ভাবনা।

WB News Live: গতকাল রাত থেকেই শুরু হয় অনশন আন্দোলন

গতকাল রাত থেকেই শুরু হয় অনশন আন্দোলন। পরীক্ষা অফলাইন না অনলাইনে হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ বৈঠক রয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের। তার আগেই শুরু হল পড়ুয়াদের অনলাইনের দাবিতে বিক্ষোভ। এর আগে গত ২৭ মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয় কলেজগুলির অধ্যক্ষদের। সূত্রের খবর, অধ্যক্ষরাও অফলাইন পরীক্ষার পক্ষেই মত দিয়েছেন। 

WB News Live: ফের কলকাতা বিশ্ববিদ্যালেয়র কলেজ স্ট্রিট ক্যাম্পাসের গেটের সামনে পড়ুয়াদের বিক্ষোভ

অনলাইন পরীক্ষার দাবিতে ফের কলকাতা বিশ্ববিদ্যালেয়র কলেজ স্ট্রিট ক্যাম্পাসের গেটের সামনে পড়ুয়াদের বিক্ষোভ।

WB News Live : অনলাইন নয়, অফলাইনেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা

অনলাইন নয়, অফলাইনেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা। অফলাইনেই কলেজে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বৈঠকে সিদ্ধান্ত। ‘সিলেবাস শেষ না হলে কলেজে নিতে হবে স্পেশাল ক্লাস’, কলেজের অধ্যক্ষদের উদ্দেশে নির্দেশ কলকাতা বিশ্ববিদ্যালয়ের।

WB News Live: কলেজ ফেস্ট করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুষ্ঠানের বিষয়ে আগাম বিস্তারিত জানাতে হবে কলকাতা পুলিশকে

নির্দেশিকায় বলা হয়েছে, কলেজ ফেস্ট করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুষ্ঠানের বিষয়ে আগাম বিস্তারিত জানাতে হবে কলকাতা পুলিশকে। নিশ্চিত করতে হবে যাতে, কোনওভাবেই অডিটোরিয়ামের আসন সংখ্যার থেকে পাসের সংখ্যা বেশি না হয়। একটি পাসে একজনই ঢুকতে পারবেন। অনুষ্ঠানস্থলে রাখতে হবে অ্যাম্বুল্যান্স। সেইসঙ্গে রাখতে হবে পর্যাপ্ত সংখ্যায় নিরাপত্তারক্ষী। 

WB News Live: কলেজ ফেস্ট নিয়ে কড়া নির্দেশিকা জারি করল লালবাজার

কেকে-র অনুষ্ঠানে নজরুল মঞ্চে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, তার প্রেক্ষিতে এবার কলেজ ফেস্ট নিয়ে কড়া নির্দেশিকা জারি করল লালবাজার। ওই নির্দেশিকায় বলা হয়েছে, কলেজ ফেস্ট করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুষ্ঠানের বিষয়ে আগাম বিস্তারিত জানাতে হবে কলকাতা পুলিশকে।

WB News Live Updates: সরোবরকাণ্ডের পরে এসওপির খসড়া তৈরি করে সব ক্লাবকে পাঠাল কেএমডিএ-পুলিশ

‘প্রতি ক্লাবকে একজন করে সেফটি অফিসার রাখতে হবে’, ‘রবীন্দ্র সরোবরে রাখতে হবে ওয়াটার অ্যাম্বুল্যান্স’, রবীন্দ্র সরোবরকাণ্ডের পরে এসওপির খসড়া তৈরি করে সব ক্লাবকে পাঠাল কেএমডিএ-পুলিশ।

West Bengal News Live: রবীন্দ্র সরোবরে রাখতে হবে রেসকিউ বোট

‘ট্রেনি রোয়ারদের ডুব-সাঁতার জানতে হবে’, ‘রবীন্দ্র সরোবরে রাখতে হবে রেসকিউ বোট’, রেসকিউ বোটে রাখতে হবে বিপদে ব্যবহারের সরঞ্জাম’, তৈরি এসওপি-র খসড়া।

WB News Live: রবীন্দ্র সরোবরে রোয়িং দুর্ঘটনার জের, তৈরি এসওপির খসড়া

রবীন্দ্র সরোবরে রোয়িং দুর্ঘটনার জের, তৈরি এসওপির খসড়া। ঝড়ের মধ্যে রোয়িং, ২ ছাত্রের মৃত্যুর জেরে তৈরি এসওপির খসড়া। ‘বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে রোয়ার, কক্সদের, রোয়ার, কক্সদের জানতেই হবে সাঁতার, সাঁতার জানার সার্টিফিকেট থাকলেই হবে না, সাঁতার জানে কিনা, জানতে নিতে হবে পরীক্ষা।’

WB News Live Updates: কে কে-র মৃত্যুর পর দুঃখপ্রকাশ রূপঙ্করের

‘কে কে-র প্রতি আমার কোনও বিদ্বেষ নেই, আমি একার কথা বলতে চাইনি, বেশ কয়েকজন ট্যালেন্টের কথা বলতে চেয়েছিলাম, তবে, তাঁদের কারও অনুমতি না নিয়ে বলেছিলাম বলে দুঃখিত, গায়ক হিসেবে আমার কোনও হতাশা নেই, কে জানত কে কে-র জন্য চরম পরিণতি ওৎ পেতে রয়েছে’, বললেন রূপঙ্কর।

WB News Live Updates: কে কে-র মৃত্যুর পর প্রথম মুখ খুললেন রূপঙ্কর

‘আমার যে ভিডিও গত ক’দিন ধরে ভাইরাল হয়েছে, তা মুছে দিলাম, আমার মন্তব্য ফেসবুক থেকে মুছে দিলাম, কে কে যেখানেই থাকুন, ভাল থাকুন’, কে কে-র মৃত্যুর পর প্রথম মুখ খুললেন রূপঙ্কর।

WB News Live: সিঙ্গুর আন্দোলনের কথা মমতার মুখে

‘সিঙ্গুর আন্দোলনের সময় আমাদের মারতে মারতে বের করে দেওয়া হয়, আমাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়েছিল, সবাই দুর্গাপুজোর আনন্দে মেতেছিলেন, কিন্তু আমার তখন রক্তক্ষরণ হচ্ছিল’, সিঙ্গুরে দাঁড়িয়ে বললেন মমতা।

WB News Live Updates: পুরীর আদলে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে দিঘায়

‘পুরীর আদলে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে দিঘায়’, সিঙ্গুরে ঘোষণা মুখ্যমন্ত্রীর।

WB News Live Updates: কামারকুণ্ডুতে রেল ওভারব্রিজের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

কামারকুণ্ডুতে রেল ওভারব্রিজের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। সিঙ্গুর থেকে ভার্চুয়ালি রেল ওভারব্রিজের উদ্বোধন মুখ্যমন্ত্রীর।

WB News Live Updates: সরকারি জমিতে কারখানা ভাঙা ঘিরে অগ্নিগর্ভ নদিয়ার গয়েশপুর

সরকারি জমিতে কারখানা ভাঙা ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠল নদিয়ার গয়েশপুর। উচ্ছেদে গেলে কারখানার কর্মীদের বাধার মুখে পড়ে পুলিশ ও পুরকর্মীরা। পুরসভার চেয়ারম্যানকে ঘিরে চলে বিক্ষোভ।

West Bengal Live News Update: বালুরঘাট শহর তৃণমূল সভাপতিকে পদ থেকে বহিষ্কৃত

দলবিরোধী কাজের অভিযোগে এবার বালুরঘাট শহর তৃণমূল সভাপতিকে পদ থেকে বহিষ্কার। সাংবাদিক বৈঠক করে বহিষ্কারের কথা ঘোষণা করলেন দক্ষিণ দিনাজপুরের জেলা তৃণমূল সভাপতি। সুবিচারের দাবিতে পাল্টা তৃণমূল রাজ্য নেতৃত্বের দ্বারস্থ হচ্ছেন বহিষ্কৃত নেতা। কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।

WB News Live Updates: ন্যায্য ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন জঙ্গলমহলে নিখোঁজ ব্যক্তির স্ত্রী

ন্যায্য ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন জঙ্গলমহলে নিখোঁজ ব্যক্তির স্ত্রী। স্বামী নিখোঁজ হয়ে যাওয়ায় তাঁর ক্ষতিপূরণ পাওয়ার কথা থাকলেও পেয়েছেন ওই ব্যক্তির খুড়তুতো ভাই, দাবি অভিযোগকারিণীর। ক্ষতিপূরণ বিতর্কে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা।

West Bengal Live News Update: হুগলির সিঙ্গুরে একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর

আজ হুগলির সিঙ্গুরে একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। সিঙ্গুরে সন্তোষীমায়ের মন্দিরে পুজো দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ভার্চুয়াল মাধ্যমে তাঁর কামারকুণ্ডুর রেল ওভারব্রিজের উদ্বোধন করার কথা। যদিও যৌথ উদ্যোগের ওই প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রী কেন একা করবেন, তা নিয়ে আপত্তি জানিয়ে জেলাশাসককে চিঠি দিয়েছে রেল।এ নিয়ে বিতর্কও দানা বেঁধেছে।

WB News Live Updates: বাগবাজার মায়ের বাড়িতে আজ শ্রীমা সারদা দেবীর পদার্পণ উত্‍সব

বাগবাজার মায়ের বাড়িতে আজ শ্রীমা সারদা দেবীর পদার্পণ উত্‍সব।  ১৯০৯ সালে সারদাদেবী আজকের তিথিতে বাগবাজারের এই বাড়িতে আসেন। তারপর দীর্ঘ ১১ বছর এই বাড়িতেই ছিলেন।  এই বাড়িতেই তিনি প্রয়াত হন।  সেই তিথির স্মরণে আজও প্রতিবছর বাগবাজারে মায়ের বাড়িতে পদার্পণ উত্‍সব হয়ে আসছে।  
এদিন সকালে মঙ্গলারতি দিয়ে দিনের শুরু। সারাদিন রয়েছে বিশেষ পুজো, ভোগ, হোম ও আরতি। শ্রীশ্রী মায়ের জীবন ও বাণী নিয়ে আলোচনা। সঙ্গে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। 

West Bengal Live News Update: ভোট পরবর্তী হিংসা মামলায় এ বার লাভপুরের বিধায়ক অভিজিত্‍ সিংহকে তলব

ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলের পর এবার লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিত্‍ সিংহকে তলব করল সিবিআই। এই মামলাতেই অনুব্রত মণ্ডলকে প্রায় সাড়ে ৫ ঘণ্টা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গতকাল জিজ্ঞাসাবাদ করেছে। সিবিআই সূত্রে খবর, গতকালই বিজেপি কর্মী গৌরব সরকারের খুনের মামলায় বাজিরা দিতে বলে তৃণমূল বিধায়ককে নোটিস পাঠানো হয়েছে। জেলার রাজনীতিতে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অভিজিত্‍ সিংহ জানিয়েছেন, তিনি নোটিস পেয়েছেন। তদন্তে সবরকম সহযোগিতা করবেন। 

WB News Live Updates: CBI দফতরে হাজিরা দেওয়ার পরদিনই আন্দোলন মঞ্চে ববিতা

CBI দফতরে হাজিরা দেওয়ার পরদিনই ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে SSC-র আন্দোলনকারীদের মঞ্চে যোগ দিলেন মামলাকারী ববিতা সরকার। তাঁর দায়ের করা মামলার জেরেই চাকরি গেছে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। ববিতা জানান, তাঁর কাছে যে সব তথ্য ছিল, তা গতকাল সিবিআই-কে দিয়ে এসেছেন।   

West Bengal Live News Update: অনলাইন পরীক্ষার দাবিতে ফের কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ

অনলাইন পরীক্ষার দাবিতে ফের কলকাতা বিশ্ববিদ্যালেয়র কলেজ স্ট্রিট ক্যাম্পাসের গেটের সামনে বিক্ষোভ শুরু করেছেন পড়ুয়ারা। গতকাল রাত থেকেই শুরু হয় অনশন আন্দোলন। পরীক্ষা অফলাইন না অনলাইনে হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ বৈঠক রয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের। তার আগেই শুরু হল পড়ুয়াদের অনলাইনের দাবিতে বিক্ষোভ। এর আগে গত ২৭ মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয় কলেজগুলির অধ্যক্ষদের। সূত্রের খবর, অধ্যক্ষরাও অফলাইন পরীক্ষার পক্ষেই মত দিয়েছেন। 

WB News Live Updates: আগামী ১০ জুন ফল প্রকাশ উচ্চ মাধ্যমিকের

আগামী ১০ জুন উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। মাধ্যমিকের ফল ঘোষণা হতেই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের দিন ক্ষণ জানা গেল।

West Bengal Live News Update: কাটারি দিয়ে স্ত্রীকে এলোপাথাড়ি কোপ, চুঁচুড়ায় গ্রেফতার স্বামী

কাটারি দিয়ে স্ত্রীকে এলোপাথাড়ি কোপ। গ্রেফতার স্বামী।  আশঙ্কাজন অবস্থায় জখম মহিলা ভর্তি  চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে।

WB News Live Updates: কে কে-র মৃত্য়ুর জের! কলেজ ফেস্ট নিয়ে কড়া নির্দেশিকা জারি করল লালবাজার

কেকে-র অনুষ্ঠানে নজরুল মঞ্চে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, তার প্রেক্ষিতে এবার কলেজ ফেস্ট নিয়ে কড়া নির্দেশিকা জারি করল লালবাজার। ওই নির্দেশিকায় বলা হয়েছে, কলেজ ফেস্ট করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুষ্ঠানের বিষয়ে আগাম বিস্তারিত জানাতে হবে কলকাতা পুলিশকে। নিশ্চিত করতে হবে যাতে, কোনওভাবেই অডিটোরিয়ামের আসন সংখ্যার থেকে পাসের সংখ্যা বেশি না হয়। একটি পাসে একজনই ঢুকতে পারবেন। অনুষ্ঠানস্থলে রাখতে হবে অ্যাম্বুল্যান্স। সেইসঙ্গে রাখতে হবে পর্যাপ্ত সংখ্যায় নিরাপত্তারক্ষী। লালবাজারের তরফে  জানানো হয়েছে, এই সব বিধি মানলে তবেই মিলবে কলেজ ফেস্ট করার ছাড়পত্র।

West Bengal Live News Update: উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে বোমা বিস্ফোরণে মৃত ১

উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে একজনের। আর একজন গুরুতর জখম হয়েছেন। অভিযোগ, গতকাল রাতে হিঙ্গলগঞ্জের দক্ষিণ বাঁকড়া গ্রামে বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণ ঘটে। ঘটনায় জড়িত অভিযোগে সান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। পঞ্চায়েত সদস্যার স্বামীর বাড়ির কাছেই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

WB News Live Updates: মাধ্যমিকে প্রথম দশে ১১৪ জনের মধ্যে রয়েছে কলকাতার মাত্র একজন

এবারের মাধ্যমিকে জেলার জয়জয়কার।  মাধ্যমিকের প্রথম দশে ১১৪ জনের মধ্যে রয়েছে কলকাতার মাত্র একজন পরীক্ষার্থী। আরও তিনজনের সঙ্গে চতুর্থ স্থানে রয়েছে পাঠভবন স্কুলের ছাত্র শ্রুতর্ষি ত্রিপাঠি।  তার প্রাপ্ত নম্বর ৬৯০। ৬৯৩ নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছে বাঁকুড়া ও পূর্ব বর্ধমানের ২ ছাত্র।    

West Bengal Live News Update: ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা ছিল ১১ শতাংশ বেশি

এবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১১ লক্ষ। ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা ছিল ১১ শতাংশ বেশি। পাশের হার ৮৬ দশমিক ৬০ শতাংশ। পাশ করেছে  ৯ লক্ষ ৯৪ হাজার ৯২৭ জন। 

WB News Live Updates: অসহ্য গরম থেকে ফের কিছুটা স্বস্তি, পারদ নামল বেশ কিছুটা

অসহ্য গরম থেকে ফের কিছুটা স্বস্তি। রাতের কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। এক ধাক্কায় পারদ নামল বেশ কিছুটা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির পাশাপাশি রাত ১০টা নাগাদ কলকাতার ওপর দিয়ে ৩৬ কিমি বেগে বয়ে যায় ঝোড়ো হাওয়া। বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার মধ্যে পার্ক সার্কাস ময়দানে ভেঙে পড়ে একটি অনুষ্ঠান মঞ্চের ছাউনি। কলকাতার পাশাপাশি, বৃষ্টি হয়েছে জেলাতেও। প্রবল বৃষ্টিতে জল জমে যায় হাওড়া স্টেশনে ঢোকার মুখে ও সাবওয়ের মধ্যে ভেতরে। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টি হতে পারে আগামী কালও। স্বস্তি মিলবে সাময়িক। তাপমাত্রা থাকবে স্বাভাবিকের ওপরে।

West Bengal Live News Update: আগামী বছর ২৩ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিকস পরীক্ষা শেষ ৪ মার্চ

২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি। শেষ হবে ৪ মার্চ। জানালেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।

WB News Live Updates: মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম কৌশিকী সরকার

মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম কৌশিকী সরকার। সার্বিক মেধা মিলিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সে।

West Bengal Live News Update: মাধ্যমিকে জেলার জয়জয়কার, ১১৪ জন পড়ুয়াই এক থেকে দশে

প্রকাশিত হল এবছরের মাধ্যমিকের ফলাফল এবারের মাধ্যমিকে প্রথম হয়েছেন ২ জন ‘বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব ঘড়াই’ ‘বর্ধমান সিএমএস স্কুলের রৌনক মণ্ডল প্রথম’ ‘অর্ণব ও রৌনক পেয়েছেন ৬৯৩’ ‘দ্বিতীয় হয়েছেন কৌশিকী সরকার ও রৌনক মণ্ডল’ মালদা গাজোলের আদর্শবাণী হাইস্কুলের মৌশিকী পেয়েছেন ৬৯২’ ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের রৌনক পেয়েছেন ৬৯২’ ‘অনন্যা দাশগুপ্ত হয়েছেন তৃতীয়’ ‘৬৯০ পেয়ে চতুর্থ অভিষেক গুপ্ত’ ‘শ্রুতর্ষি ত্রিপাঠি কলকাতার পাঠভবন স্কুলে ৬৯০ পেয়ে চতুর্থ হয়েছেন’ এবছর পরীক্ষার্থী ছিল প্রায় ১১ লক্ষ ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা ছিল ১১ শতাংশ বেশি পাশের হার ৮৬ দশমিক ৬০ শতাংশ পাশ করেছে ৯ লক্ষ ৯৪ হাজার ৯২৭ জন

WB News Live Updates: সকাল ১০টা থেকে অলাইন রেজাল্ট, চোখ রাখুন wb10.abplive.com-এ

সকাল ১০টা থেকে অনলাইন রেজাল্ট দেখা যাবে। পড়ুয়ারা রেজাল্ট সরাসরি দেখতে পাবে এবিপি আনন্দর ওয়েবসাইট wb10.abplive.com-এ।

West Bengal Live News Update: মাধ্যমিকে ১ থেকে দশে রয়েছে ১১৪ জন পড়ুয়া

এ বারে অষ্টম স্থানাধিকারীর সংখ্যা ২২ জন। নবম স্থানে রয়েছে ১৫ জন পড়ুয়া। ৪০ জন রয়েছে দশম স্থানে। ১ থেকে দশে রয়েছেন ১১৪ জন পড়ুয়া। 

WB News Live Updates: অষ্টম স্থানে ২২ জন, নবম ১৫ পড়ুয়া, দশম ৪০, মাধ্যমিকের ফলে এগিয়ে পূর্ব মেদিনীপুর

এ বারে পরীক্ষায় চতুর্থ হয়েছে অভিষেক দত্ত। ৬৯০ পেয়েছে সে। শ্রুতর্ষি ত্রিপাঠি, কলকাতার পাঠভবন স্কুলের ছাত্রও ৬৯০ পেয়ে চতুর্থ হয়েছে। পঞ্চম স্থান অধিকার করেছে ১১ জন। বর্ধমান বিদ্যার্থী ভবনের সাবিনা ইয়াসমিন পঞ্চম স্থানে রয়েছে। আবার ঝাড়গ্রামে পৌলমী বেরাও পঞ্চম স্থানে। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৯। 

West Bengal Live News Update: মাধ্যমিক পরীক্ষায় যুগ্ম ভাবে প্রথম ২, প্রাপ্ত নম্বর ৬৯৩

মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থানে দুই পড়ুয়া। যুগ্ম ভাবে প্রথম হয়েছে বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব ঘড়াই এবং বর্ধমান সিএমএস স্কুলের রৌনক মণ্ডল। অর্ণব এবং রৌনক, দু'জনেরই প্রাপ্ত নম্বর ৬৯৩। 

WB News Live Updates: প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর

পরীক্ষা শেষ হওয়ার ৭৯ দিনের মাথায় মাধ্যমিকের ফল প্রকাশ। পরীক্ষা দিয়েছেন প্রায় ১১ লক্ষ পড়ুয়া। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ১১ শতাংশ বেশি। ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা ১ লক্ষ ২০ হাজার ৯৬১ জন বেশি। এবছরও পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৭.৬৩ শতাংশ। কালিম্পং, পশ্চিম মেদিনীপুর, কলকাতায় পাশের হার ৯৪ শতাংশর বেশি। উত্তর ২৪ পরগনায় পাশের হার ৯১.৯৮ শতাংশ।

West Bengal Live News Update:মাধ্যমিক পরীক্ষার ফলঘোষণা হতে চলেছে

মাধ্যমিক পরীক্ষার ফলঘোষণা হতে চলেছে। সাংবাদিক বৈঠকে মধ্যশিক্ষা পর্ষদ।

WB News Live Updates: বগটুইকাণ্ডের বিচার, SSCর নিয়োগ-দুর্নীতিতে রামপুরহাটে সিপিএমের মিছিল

বগটুইকাণ্ডের বিচার, SSCর নিয়োগ-দুর্নীতিতে অভিযুক্ত মন্ত্রী, আমলাদের শাস্তি ও রাজ্যজুড়ে তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে বীরভূমের রামপুরহাটে সিপিএমের মিছিল। বগটুই মোড় থেকে বগটুই গ্রাম ঘুরে রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প পর্যন্ত যাবে মিছিল। মিছিলে যোগ দেন সুজন চক্রবর্তী, রামচন্দ্র ডোম-সহ সিপিএম নেতারা। 

West Bengal Live News Update: অ্যাম্বুল্যান্স পরিষেবা থেকে বঞ্চিত গ্রামবাসী, শ্রীরামপুরে কাঠগড়ায় পঞ্চায়েত

পঞ্চায়েতের নিজস্ব অ্যাম্বুল্যান্স থাকলেও, পরিষেবা থেকে বঞ্চিত গ্রামবাসীরা। এমনই অভিযোগ উঠল হুগলির শ্রীরামপুরের তৃণমূল পরিচালিত পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। 

WB News Live Updates: দুবাই যাওয়ার আগে সফর সংক্রান্ত নথি জমা করলেন অভিষেক

দুবাই যাওয়ার আগে হাইকোর্টের নির্দেশ মেনে সফর সংক্রান্ত নথি এলফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর দফতরে জমা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

West Bengal Live News Update: আজ মাধ্যমিকের ফলপ্রকাশ, সকাল ১০টা থেকে আনলাইন জানা যাবে

জীবনের প্রথম বড় পরীক্ষায় পরীক্ষার্থীদের পাশে এবিপি আনন্দ। ডব্লু ডব্লু ডব্লু ডট এবিপি আনন্দ ডট এবিপি লাইভ ডট ইনে সার্চ করলেই সকাল ১০টা থেকে মাধ্যমিকের ফল। পরীক্ষার্থীদের জন্য রইল এবিপি আনন্দর শুভেচ্ছা।

WB News Live Updates: কে কে-র অনুষ্ঠানে কালোবাজারি হয়েছিল টিকিটের!

নজরুল মঞ্চে কেকের অনুষ্ঠানে এত ভিড় কেন? স্যর গুরুদাস মহাবিদ্যালয়ের টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের ফেস্টের টিকিটের কি কালোবাজারি হয়েছিল? চারদিকে তোলপাড় ফেলেছে এই প্রশ্ন। অনিয়ম যে হয়েছিল, সে কথা মানছেন কেকে’র অনুষ্ঠানের উদ্যোক্তারাও।

West Bengal Live News Update: আজ সিঙ্গুর যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়,পুজো দেবেন বাজেমেলিয়ায়

পুজো দিতে আজ সিঙ্গুরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নিজেই জানালেন সেই কথা। বাজেমেলিয়ায় সন্তোষীমাতার মন্দিরে পুজো দেবেন তিনি। মুখ্যমন্ত্রীর সফরের আগে দেবীমূর্তির অঙ্গরাগ করলেন মন্ত্রী বেচারাম মান্না।

WB News Live Updates: অভিষেককে চোখের চিকিৎসার জন্য দুবাই যাওয়ার অনুমতি

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোখের চিকিৎসার জন্য দুবাই যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে, বিমানের টিকিট, দুবাইয়ের হাসপাতালের ঠিকানা, ফোন নম্বর এবং দুবাইয়ে যেখানে থাকবেন সেখানকার ঠিকানা, ফোন নম্বর ED’কে জানাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

West Bengal Live News Update: কলেজে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তিতে সিলমোহর

৭ বছর পর বৃত্ত সম্পূর্ণ হল। কলেজে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তিতে পড়ল সিলমোহর। উপাচার্যদের সঙ্গে বৈঠকের পর শিক্ষামন্ত্রী জানালেন, অনুমোদন মিলেছে মুখ্যমন্ত্রীর। এ বছরই চালু হচ্ছে নতুন ভর্তি পদ্ধতি।

প্রেক্ষাপট

কলকাতা: জীবনের প্রথম বড় পরীক্ষায় পডুয়াদের পাশে পাশে এবিপি আনন্দ। সকাল ১০টা থেকে এবিপি আনন্দ ডট এবিপি লাইভ ডট ইনে সার্চ করলেই জানা যাবে রেজাল্ট (Madhyamik Result)। চোখ রাখুন wb10.abplive.com-এ।


কেকে-র (Singer KK Death) মৃত্যু থেকে শিক্ষা, কলেজ-ফেস্টে সতর্কতা। পরিকাঠামোয় নজর রাখবে সরকার। নেতাজি ইন্ডোরে স্থগিত সুরেন্দ্রনাথ কলেজের ৮ তারিখের ফেস্ট। 


কনসার্টের পর গাড়িতে বসেই ছটফট করছিলেন কেকে। কখনও শুয়ে পড়ছিলেন, কখনও বসছিলেন, দাবি চালকের। 


কেকে-র মৃত্যুতে এবার কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত চায় বিজেপি। অমিত শাহকে (Amit Shah) সৌমিত্রর চিঠি। ভেসে থাকার মরিয়া চেষ্টা, পাল্টা তৃণমূল। 


কেকের মৃত্যুর ২দিন আগে প্রায় একই ঘটনার সাক্ষী কেরল। আলাপুঝায় গাইতে গাইতেই মঞ্চে লুটিয়ে পড়লেন শিল্পী। 


৭ বছর পরে সম্পূর্ণ হল বৃত্ত। চলতি বছরেই স্নাতকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি। সমস্ত কলেজের জন্য তৈরি হচ্ছে একটাই পোর্টাল। 


বাড়িতে বসেই ভর্তির আবেদন করা যাবে যে কোনও কলেজে। মিলেছে মুখ্যমন্ত্রীর অনুমোদন। উপাচার্যদের সঙ্গে বৈঠকের পরে জানালেন শিক্ষামন্ত্রী।


অনলাইনে পরীক্ষার দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে অনশন-অবস্থান। হিন্দু হস্টেলে অব্যবস্থার অভিযোগে প্রেসিডেন্সিতে ঘেরাও ডিন। 


কল্যাণী এইমসে নিয়োগে দুর্নীতির অভিযোগে এবার তদন্তে সিআইডি। প্রতারণার ধারায় বিজেপির সাংসদ-বিধায়ক-সহ ৮জনের বিরুদ্ধে এফআইআর। 


এসএসসি-র ধাঁচে এইমসে দুর্নীতির অভিযোগ। তৃণমূলের চাপে এফআইআর, দাবি বিজেপির। কিছু না করলে ভয় কীসের? পাল্টা কুণাল। 


ভোট পরবর্তী হিংসার মামলায় সিবিআইয়ের কাছে অনুব্রতর হাজিরা। বেরোলেন সাড়ে ৫ ঘণ্টা পরে। দুর্গাপুরে বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ। 


মুখ্যমন্ত্রীর ভর্ত্‍‍সনার ২দিনের মাথাতেই পুরুলিয়ার জেলা শাসক বদলি। আসানসোল পুরসভার সিইও-র সঙ্গে উন্নয়ন পর্ষদের বাড়তি দায়িত্ব। 


ইডির আপত্তি খারিজ, চিকিৎসার জন্য অভিষেকের বিদেশ-যাত্রায় হাইকোর্টের সম্মতি। সঙ্গে যেতে পারবেন রুজিরাও। দিতে হবে টিকিট, দুবাইয়ের ফোন নম্বর। 


হুগলিতে আজ মুখ্যমন্ত্রীর রেলব্রিজ উদ্বোধনের আগেই বিতর্ক। টাকা দেওয়ার পরেও কেন আমন্ত্রণ নয়? প্রশ্ন তুলে ডিএমকে চিঠি ডিআরএমের। 


ব্যাঙ্কের ম্যানেজারের পর কাশ্মীরে ফের জঙ্গি নিশানায় পরিযায়ী শ্রমিক।একজনের মৃত্য, আহত আরও ১। জরুরি বৈঠকে বসলেন শাহ-ডোভাল। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.