West Bengal News Live Updates: লোকসভা উপনির্বাচনের মুখে স্লোগান যুদ্ধে সরগরম আসানসোল

West Bengal News Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর এক ক্লিকেই।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 05 Apr 2022 10:51 PM
West Bengal News Live: লোকসভা উপনির্বাচনের মুখে স্লোগান যুদ্ধে সরগরম আসানসোল

লোকসভা উপনির্বাচনের মুখে স্লোগান যুদ্ধে সরগরম আসানসোল। বিজেপি প্রার্থীকে কটাক্ষ করে চন্দ্রিমা ভট্টাচার্যর মন্তব্য, মুখে শুধু ঘরের মেয়েকেই চায় বললে হবে না। চন্দ্রিমার কোনও কথার জবাব দেব না বলে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন অগ্নিমিত্রা পাল। আমি হিন্দুস্তানের সন্তান, মন্তব্য তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হার।

West Bengal News Updates: ত্রিশঙ্কু ঝালদা পুরসভায়, মঙ্গলবার নির্দলদের সমর্থনে বোর্ড গঠন করল তৃণমূল

ত্রিশঙ্কু ঝালদা পুরসভায়, মঙ্গলবার নির্দলদের সমর্থনে বোর্ড গঠন করল তৃণমূল। অন্যদিকে, তৃণমূলের বিরুদ্ধে ঝালদা পুরসভা দখলের অভিযোগ তুলে, মঙ্গলবার কালা দিবস পালন করে কংগ্রেস। তাদের বিক্ষোভ ঘিরে এদিন ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।

West Bengal News Live: ১৬দিনে ১৪ বার দাম বাড়ল পেট্রোল-ডিজেলের

১৬দিনে ১৪ বার! কাল ফের দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের ৮৪ পয়সা মূল্যবৃদ্ধি। কলকাতায় লিটার প্রতি ডিজেল বাড়ছে ৮১ পয়সা। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে হচ্ছে ১১৫.১২ টাকা। কলকাতায় লিটার প্রতি ডিজেলের দাম বেড়ে হচ্ছে ৯৯.৮৩ টাকা। 

West Bengal News Updates: কাঁথি মহকুমা হাসপাতালে বাংলাদেশ সরকারের ওষুধ!

কাঁথি মহকুমা হাসপাতালে বাংলাদেশ সরকারের ওষুধ! কীভাবে কাঁথি হাসপাতালে বাংলাদেশ সরকারের ওষুধ? কাঁথি হাসপাতালের আউটডোরে ওষুধ ঘিরে বিতর্ক। আউটডোরে বাংলাদেশ সরকারের অ্যান্টিবায়োটিক ওষুধ! কীভাবে কাঁথি হাসপাতালে এল বাংলাদেশ সরকারের ওষুধ? 

West Bengal News Live: মালদার চাঁচলে ই-কমার্স সংস্থায় ডাকাতির ঘটনার কিনারা করল পুলিশ

মালদার চাঁচলে ই-কমার্স সংস্থায় ডাকাতির ঘটনার কিনারা করল পুলিশ। গ্রেফতার ওই সংস্থার কর্মী সহ ৫ দুষ্কৃতী। প্রসঙ্গত মার্চ মাসের ২০ তারিখ ওই সংস্থায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে ১১ লক্ষ টাকা লুঠের ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তদন্তে নামে পুলিশ। ধৃতদের মধ্যে ২ জন উত্তর দিনাজপুর ইটাহারের বাসিন্দা। ৩ জনের বাড়ি মালদার চাঁচল থানার বিভিন্ন এলাকায়। আরও দুই দুষ্কৃতীর খোঁজ পেতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

West Bengal News Updates: পার্ক স্ট্রিটে জীবন সুধা ভবনে রহস্যমৃত্যু

পার্ক স্ট্রিটে জীবন সুধা ভবনে রহস্যমৃত্যু। ১৯ তলা ভবনের ৪ তলায় মৃতদেহ উদ্ধার। ঋণের দায়ে ডিপ্রেশনে আত্মহত্যার অনুমান পুলিশের। মৃত উৎপল রায়ের বাড়ি পূর্ব পুটিয়ারিতে। 

West Bengal News Live: আলিয়া বিশ্ববিদ্যালয়কাণ্ডের মধ্যেই এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হুমকি

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও যাদবপুর থানায় অভিযোগ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরের সামনে বিক্ষোভ। খতিয়ে দেখে পদক্ষেপ, জানাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আলিয়াকাণ্ড থেকে নজর ঘোরানোর চেষ্টা, পাল্টা এসএফআই। এব্যাপারে কোনও প্রতিক্রিয়া মেলেনি অভিযুক্ত এসএফআই নেতার। 

West Bengal News Updates: আলিয়া বিশ্ববিদ্যালয়কাণ্ডের মধ্যেই এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হুমকি

‘খাঁচায় বন্দি করে রাখব, দরকার হলে ছুটিয়ে মারব। সামাজিক কীটদের দেখতে পেলেই ঘিরে ধরে ছুটিয়ে মারব। ঘৃণার আগুনে তৃণমূল কংগ্রেসকে আমরা পুড়িয়ে মারব, যদি পুড়িয়ে মারতে না পারি, ইতিহাস ক্ষমা করবে না’। আলিয়াকাণ্ডের মধ্যেই এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হুমকি। টিএমসিপি নেতাকে হুমকি দিয়ে বিতর্কে এসএফআই নেতা। 
ভিডিও প্রকাশ্যে এনে এসএফআইয়ের বিরুদ্ধে অভিযোগ। 

West Bengal News Live: পুরনো একটি মামলায় শুভেন্দুকে হলদিয়ার দুর্গাচক থানায় তলব

পুরনো একটি মামলায় শুভেন্দুকে হলদিয়ার দুর্গাচক থানায় তলব। ১৬ মার্চ দুর্গাচকে অনুমতি ছাড়াই সভা করার অভিযোগ। কাঁথি থানার মাধ্যমে ৭দিনে হাজিরার নোটিস দুর্গাচক থানার। ‘হাইকোর্টের নির্দেশ অমান্য করে ৭দিনের মধ্যে হাজিরার নোটিস’, আদালত অবমাননার পাল্টা অভিযোগ শুভেন্দুর আইনজীবীর।

West Bengal News Updates: ১২ এপ্রিল উপনির্বাচনের আগে ভোটের প্রচারে জমজমাট বালিগঞ্জ

১২ এপ্রিল উপনির্বাচন। তার আগে ভোটের প্রচারে জমজমাট বালিগঞ্জ। পার্ক সার্কাস, তিলজলায় প্রচারে বাম প্রার্থী। বাড়ি বাড়ি গিয়ে প্রচার। রাজ্য সভাপতিকে সঙ্গে নিয়ে হাজরা রোড, দেওধর স্ট্রিট, বালিগঞ্জ সার্কুলার রোডে প্রচারে বিজেপি প্রার্থী।

West Bengal News Live: বীরভূম থেকে কলকাতায় এলেন অনুব্রত মণ্ডল

গরুপাচারকাণ্ডে কাল সিবিআইয়ের কাছে হাজিরা দিতে পারেন অনুব্রত মণ্ডল। বীরভূম থেকে কলকাতায় এলেন তিনি। কাল সকাল ১১টায় নিজাম প্যালেসে আসতে পারেন। 
এর আগে অসুস্থতার কারণ দেখিয়ে ৪বার হাজিরা দেননি অনুব্রত। হাইকোর্ট থেকে রক্ষাকবচ না পাওয়ার পরেই ফের সিবিআই নোটিস।

West Bengal News Updates: আলিয়া বিশ্ববিদালয়ে উপাচার্যকে হেনস্থা, ৩ দিন পর রিপোর্ট চাইল রাজ্য!

আলিয়া বিশ্ববিদালয়ে উপাচার্যকে হেনস্থা, ৩ দিন পর রিপোর্ট চাইল রাজ্য! উপাচার্যের কাছ থেকে থেকে ৩দিন পরে রিপোর্ট চাইল সরকার। সংখ্যালঘু ও মাদ্রাসা উন্নয়ন দফতরের চিঠি গেল উপাচার্যের কাছে। কী ঘটেছিল শুক্রবার? ৩দিন পরে রিপোর্ট চাইল রাজ্য সরকার। চিঠি পাঠাচ্ছি মুখ্যমন্ত্রীকেও, জানালেন উপাচার্য। 

West Bengal News Live: নিজাম প্যালেসে হাজিরা দিলেন শান্তিপ্রসাদ সিন্‍‍হা

নিজাম প্যালেসে হাজিরা দিলেন  শান্তিপ্রসাদ সিন্‍‍হা। জিজ্ঞাসাবাদ করলেও আপাতত হেফাজতে নিতে পারবে না সিবিআই। হাজিরা দিতে হবে অলক সরকারকেও। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ আপাতত স্থগিত রাখল আদালত। ‘তদন্তে সহযোগিতা করতে হবে শান্তিপ্রসাদ সিন্‍‍হা, অলক সরকারকে’, এসএসসির গ্রুপ-ডি নিয়োগ মামলায় নির্দেশ ডিভিশন বেঞ্চের। 

West Bengal News Updates: ঘরের মেয়ে কে? আসানসোলের ভোটের প্রচারে জোর তরজা

ঘরের মেয়ে কে? আসানসোলের ভোটের প্রচারে জোর তরজা। 'মুখে বললেই ঘরের মেয়ে হওয়া যায় না,' বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে কটাক্ষ তৃণমূলের। 'জবাব দেবে আসানসোলের মানুষ,' পাল্টা বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। 'আমি ভারত মায়ের সন্তান', বহিরাগত বিতর্কে পাল্টা আক্রমণে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্‍‍হা। 

West Bengal News Live: অভিষেক-রুজিরার মামলার দ্রুত শুনানিতে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ

অভিষেক-রুজিরার মামলার দ্রুত শুনানিতে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ। কয়লাপাচারকাণ্ডে ইডির তলব, সুপ্রিম কোর্টে অভিষেক-রুজিরা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে ইডির তলবের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিষেক-রুজিরার মামলা। দ্রুত শুনানির জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। ‘আগামী সপ্তাহে মামলা তালিকাভুক্ত করা হবে’,
আগামী সপ্তাহেই মামলার শুনানির নির্দেশ সুপ্রিম কোর্টের। 

West Bengal News Updates: আজই হাজিরা দিতে হবে শান্তিপ্রসাদ সিন্‍‍হা, অলক সরকারকে

আজই হাজিরা দিতে হবে শান্তিপ্রসাদ সিন্‍‍হা, অলক সরকারকে। জিজ্ঞাসাবাদ করলেও আপাতত হেফাজতে নিতে পারবে না সিবিআই। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ আপাতত স্থগিত রাখল আদালত। ‘তদন্তে সহযোগিতা করতে হবে শান্তিপ্রসাদ সিন্‍‍হা, অলক সরকারকে’, এসএসসির গ্রুপ-ডি নিয়োগ মামলায় নির্দেশ ডিভিশন বেঞ্চের। 

West Bengal News Live: পেট্রোলের পর এবার রাজ্যের ৬ জেলায় ১০০ পার করল ডিজেল

পেট্রোলের পর এবার রাজ্যের ৬ জেলায় ১০০ পার করল ডিজেল। এই জেলাগুলি হল, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, মুর্শিদাবাদ, নদিয়া ও পুরুলিয়া। কলকাতাতেও সেঞ্চুরির পথে ডিজেল। ইতিমধ্যেই দেশে সর্বকালীন রেকর্ড ছুঁয়েছে পেট্রোলের দাম। এই নিয়ে ১৫ দিনে ১৩ বার দাম বাড়ল জ্বালানির।

West Bengal News Updates: গরুপাচারকাণ্ডে কাল সিবিআইয়ের কাছে হাজিরা দিতে পারেন অনুব্রত

বীরভূম থেকে কলকাতার পথে অনুব্রত মণ্ডল। গরুপাচারকাণ্ডে কাল সিবিআইয়ের কাছে হাজিরা দিতে পারেন অনুব্রত। সকাল ১১টার সময়ে নিজাম প্যালেসে আসতে পারেন অনুব্রত। এর আগে অসুস্থতার কারণ দেখিয়ে ৪বার হাজিরা দেননি অনুব্রত। হাইকোর্ট থেকে রক্ষাকবচ না পাওয়ার পরেই ফের সিবিআই নোটিস। 

West Bengal News Live: ইছাপুরে তৃণমূল নেতার বাড়ির কাছে বোমা

ইছাপুরে তৃণমূল নেতার বাড়ির কাছে বোমা। তৃণমূলের উত্তর ব্যারাকপুর ওয়ার্ড সম্পাদক চন্দন মিত্র। চন্দন মিত্রের বাড়ির কাছে বোমাবাজি, গ্রেফতার ২। অমিত কুমার আহির, গোবিন্দ হেলা নামে ২ দুষ্কৃতী গ্রেফতার। 

West Bengal News Updates: দ্বিতীয় বর্ষের সঙ্গে চতুর্থ বর্ষের ছাত্র-সংঘর্ষে রণক্ষেত্র ক্যাম্পাস

দ্বিতীয় বর্ষের সঙ্গে চতুর্থ বর্ষের ছাত্র-সংঘর্ষে রণক্ষেত্র ক্যাম্পাস। ছাত্র সংঘর্ষে উত্তাল টেকনো ইন্ডিয়া কলেজের ক্যাম্পাস। কলেজের ভিতরে বহু ছাত্র-ছাত্রীকে আটকে রাখার অভিযোগ। ভয় দেখিয়ে ছাত্র-ছাত্রীদের আটকে রাখার অভিযোগ। চতুর্থ বর্ষের পড়ুয়াদের ডাকা ধর্মঘটকে ঘিরে অশান্তি। ঘটনাস্থলে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। এব্যাপারে এখনও কলেজ কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

West Bengal News Live: বিয়ের জন্যে ছোটবেলার বন্ধুর সঙ্গে বিচ্ছেদ মানতে না পেরে আত্মঘাতী দুই তরুণী

বিয়ের জন্যে ছোটবেলার বন্ধুর সঙ্গে বিচ্ছেদ। মানতে না পেরে শিলিগুড়ির ভূপেন্দ্রনগরে আত্মঘাতী দুই তরুণী। স্থানীয় সূত্রে খবর, ছোট থেকেই বন্ধুত্ব প্রিয়ঙ্কা বর্মন ও দীপ্তি রায়ের। সময়ের সঙ্গে তা আরও গাঢ় হয়। দীপ্তির বিয়ে ঠিক হওয়ার পর থেকে দুই বন্ধুই মনমরা ছিলেন। গতকাল প্রিয়ঙ্কার ফাঁকা বাড়ি থেকে দুই তরুণীর একই শাড়ির ফাঁসে জড়ানো দেহ উদ্ধার করে ভক্তিনগর থানার পুলিশ। সূত্রের খবর, সুইসাইড নোটে লেখা, আমাদের সব কাজ একসঙ্গে করবেন। আমাদের আলাদা করবেন না। দুই বন্ধুর এ হেন পরিণতিতে এলাকায় শোকের ছায়া।

West Bengal News Updates: আজ সিবিআইয়ে শান্তিপ্রসাদ সিনহাকে হাজিরার নির্দেশ

শান্তিপ্রসাদ সিন্হাকে চাইলে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। তাঁকে দুপুর ৩টের মধ্যে সিবিআই-এর কাছে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়।

West Bengal News Live: বালিগঞ্জে উপ নির্বাচনের প্রচার জোরকদমে

১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। তার আগে জোরকদমে চলছে প্রচার। এদিন পার্ক সার্কাস, বেনিয়াপুকুর, তিলজলা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম।

West Bengal News Updates: বিজেপি করায় চাষ করতে না দেওয়ার অভিযোগ ফের তৃণমূলের বিরুদ্ধে

নারায়ণগড়ের সানদেউলি গ্রামের অ্যাকশন রিপ্লে ৭ নম্বর কাশিপুরে। বিজেপি করায় ফের চাষ করতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে! 

West Bengal News Live: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি নিয়ে টানাপোড়েন অব্যাহত মঙ্গলবারও

SSC’র নিয়োগ দুর্নীতি মামলার শুনানি হবে কোন ডিভিশন বেঞ্চে? সোমবার থেকে শুরু হওয়া সেই টানাপোড়েন মঙ্গলবারও অব্যাহত থাকল। 

West Bengal News Updates: জেলা পুলিশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ দিব্যেন্দু অধিকারীর

ট্রাফিক সামলানো নয়, টাকা তুলতে ব্যস্ত পুলিশ। জেলা পুলিশের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। অভিযোগ মানতে নারাজ জেলা প্রশাসন। অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি ট্রাফিক ব্যবস্থা আরও ভাল হয়েছে।

West Bengal News Live: সোশাল মিডিয়ায় আগ্নেয়াস্ত্র নিয়ে রিল প্রকাশ, আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার যুবক

সোশাল মিডিয়ায় আগ্নেয়াস্ত্র নিয়ে রিল প্রকাশ। অভিযুক্তকে গ্রেফতারের পর দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের একটি দোকান থেকে উদ্ধার ৮টি আগ্নেয়াস্ত্র ও ১২ রাউন্ড গুলি।

West Bengal News Updates: ঝালদায় পুরবোর্ড গঠনের আগে তুলকালাম

আজ ঝালদা পুরসভার বোর্ড গঠন। ত্রিশঙ্কু পুরসভা দখলের প্রতিবাদে কালা দিবস পালনের ডাক দিয়েছে কংগ্রেস। কালো ব্যাজ পরে প্রতিবাদ মিছিল শুরু। ঝালদা পুরসভার সামনে বিক্ষোভ দেখাবে কংগ্রেস।

West Bengal News Live: পঞ্চায়েত সদস্যকে বহিষ্কার করল তৃণমূল

দলীয় নির্দেশ অমান্য করে প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনায় ৮ জন পঞ্চায়েত সদস্যকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল। কোচবিহারের দিনহাটার বড় শৌলমারী গ্রাম পঞ্চায়েতের ঘটনা। ২২ মার্চ অনাস্থা এনে তৃণমূল প্রধানকে অপসারণ করেন দলেরই ৮ সদস্য। 

West Bengal News Updates: কয়লা ও গরু পাচারকাণ্ডে সিবিআইকে নিয়ে প্রশ্ন মমতার

কয়লা ও গরু পাচারকাণ্ডে সিবিআই ও ইডির সক্রিয়তা নিয়ে ফের প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করেছেন তিনি। পাল্টা সুর চড়িয়েছে বিজেপিও। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে লাগাতার প্রশ্ন তুলেছে বিরোধীরা। তারও জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী।

West Bengal News Live: তৃণমূলের বিরুদ্ধে পার্টি অফিস দখলের অভিযোগ

লোকসভা উপ নির্বাচনের আগে, পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে সিপিএমের পার্টি অফিস দখলের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

West Bengal News Updates: শিলিগুড়ির ভূপেন্দ্রনগরে আত্মঘাতী দুই তরুণী

বিয়ের জন্যে ছোটবেলার বন্ধুর সঙ্গে বিচ্ছেদ। মানতে না পেরে শিলিগুড়ির ভূপেন্দ্রনগরে আত্মঘাতী দুই তরুণী। স্থানীয় সূত্রে খবর, ছোট থেকেই বন্ধুত্ব প্রিয়ঙ্কা বর্মন ও দীপ্তি রায়ের। সময়ের সঙ্গে তা আরও গাঢ় হয়। দীপ্তির বিয়ে ঠিক হওয়ার পর থেকে দুই বন্ধুই মনমরা ছিলেন। গতকাল প্রিয়ঙ্কার ফাঁকা বাড়ি থেকে দুই তরুণীর একই শাড়ির ফাঁসে জড়ানো দেহ উদ্ধার করে ভক্তিনগর থানার পুলিশ। 

West Bengal News Live: সোনারপুরে যুবককে খুনের চেষ্টা

সোনারপুর স্টেশন থেকে তুলে নিয়ে গিয়ে যুবককে খুনের চেষ্টার অভিযোগ। পুলিশ সূত্রে খবর, আলি হোসেন লস্কর নামে ওই যুবকের বাড়ি ডায়মন্ড হারবারের ধামুয়ায়। কলকাতা লেদার কমপ্লেক্সের কর্মী ওই যুবক গতকাল বাড়ি ফেরার ট্রেন ধরতে সোনারপুর স্টেশনে যান। অভিযোগ, সঙ্গীদের মধ্যে থেকে আলি হোসেনকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। রেললাইনের ওপর দিয়ে মারধর করতে করতে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। পরে সোনারপুরের রাধাগোবিন্দ পল্লি থেকে ওই যুবককে উদ্ধার করে রেল পুলিশ। দিনকয়েক আগে ট্রেনের মধ্যে ঝামেলার জেরেই হামলা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। 

West Bengal News Updates: ঝালদাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশের পর সামনে নতুন অডিও ক্লিপ

ঝালদাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশের পর এবার সামনে নতুন অডিও ক্লিপ। তৃণমূল কর্মীর বিরুদ্ধে কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে হুমকি দেওয়ার অভিযোগ
নিহতের পরিবার দিল নতুন অডিও ক্লিপ।

West Bengal News Live: ট্রেনযাত্রীকে মারধরের অভিযোগ উঠল শিয়ালদা দক্ষিণ শাখায়

বৃহন্নলাদের দাবি মতো টাকা না দেওয়ার দুই ট্রেনযাত্রীকে মারধরের অভিযোগ উঠল শিয়ালদা দক্ষিণ শাখায়। গতকাল রাতে এই ঘটনা ঘটেছে সুভাষ গ্রাম ও সোনারপুর স্টেশনের মাঝে।

West Bengal News Updates: নিশানায় পঞ্চায়েত প্রধান

বাগদার হেলেঞ্চাতে ব্যক্তিগত মালিকানার ৮ টি গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠল প্রধান ও গ্রামবাসীদের বিরুদ্ধে।

West Bengal News Live: রাজ্য সরকার এবং রাজ্যপালের বাগযুদ্ধ অব্যাহত

রাজ্যের লোকায়ুক্ত, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং তথ্য কমিশনার নিয়োগ নিয়ে, রাজ্য সরকার এবং রাজ্যপালের বাগযুদ্ধ অব্যাহত।

West Bengal News Updates: বাড়ল কেরোসিনের দাম

মার্চ-এপ্রিলে লিটারে ২২ টাকা বেড়েছে কেরোসিনের দাম!

প্রেক্ষাপট

কলকাতা: ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের (diesel) দাম। এই নিয়ে ১৫ দিনে ১৩ বার দাম বাড়ল জ্বালানির। সেইসঙ্গে দেশে সর্বকালীন রেকর্ড ছুঁল পেট্রোলের (petrol) দাম। লিটারপ্রতি ৮৩ পয়সা বেড়ে কলকাতায় (kolkata) পেট্রোলের দাম হয়েছে ১১৪ টাকা ২৮ পয়সা। লিটারে ৮০ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের দাম হয়েছে ৯৯ টাকা ২ পয়সা। এই ১৫ দিনে পেট্রোলের দাম বেড়েছে লিটারপ্রতি ৯ টাকা ৬১ পয়সা। ডিজেলের দাম বেড়েছে ৯ টাকা ২৩ পয়সা।  


মধ্যমগ্রামে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এটিএমে ১১ লক্ষ টাকা লুঠের অভিযোগ। সিসি ক্যামেরা ঢেকে গ্যাসকাটার দিয়ে এটিএম কেটে টাকা লুঠ। এটিএমের আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।


সিনেমা হল ভাঙা নিয়ে তোলাবাজির অভিযোগ উঠল লেকটাউনে। এক ঠিকাদারের অভিযোগ, মন্ত্রী সুজিত বসুর আপ্ত সহায়ক বিপুল অঙ্কের টাকা চান। বিহিত চেয়ে মুখ্যমন্ত্রী ও কলকতার মেয়রকে চিঠি দিয়েছেন ওই ঠিকাদার। সুজিত বসুর পাল্টা অভিযোগ, নেপথ্যে ষড়যন্ত্র আছে।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.