West Bengal News Live: টিএমসিপি-এসএফআইয়ের সংঘাতে উত্তপ্ত প্রেসিডেন্সি

Get the latest West Bengal News and Live Updates: অর্পিতার ৩১টি এলআইসি পলিসিতে নমিনি পার্থ চট্টোপাধ্যায়! ঘনিষ্ঠতা স্পষ্ট, দাবি ইডি সূত্রে

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 04 Aug 2022 11:39 PM
West Bengal News Live: মন্ত্রিত্ব খুইয়েছেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর, তাতে সন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সবিতা লায়েক

মন্ত্রিত্ব খুইয়েছেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তাতে সন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সবিতা লায়েক। দাবি করলেন, সুবিচার পেয়েছেন তিনি। গত মে মাসে এই সবিতা লায়েকই হুমায়ুন কবীরের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে, পরিচারিকার কাজ করানোর অভিযোগ এনেছিলেন। তা নিয়ে ফের সরগরম রাজনীতি।

WB News Live Updates:মানুষের কাছে যাঁদের গ্রহণযোগ্যতা আছে, তাঁদেরকেই পঞ্চায়েত ভোটে টিকিট দেওয়া হবে, বার্তা, জলপাইগুড়ির তৃণমূল সভানেত্রীর

মানুষের কাছে যাঁদের গ্রহণযোগ্যতা আছে, তাঁদেরকেই পঞ্চায়েত ভোটে টিকিট দেওয়া হবে। নিজের লোককে পঞ্চায়েত প্রধান বানিয়ে দাদাগিরি করব, ওটা চলবে না। দলের নেতা-কর্মীদের সতর্ক করে দিলেন জলপাইগুড়ির তৃণমূল সভানেত্রী। একাধিক লবি আছে, জেলা সভানেত্রীর কথা দলের কেউ শোনে না। তৃণমূলকে কটাক্ষ বিজেপির।

West Bengal News Live: পর্যটন ও তথ্যপ্রযুক্তির দফতরের দায়িত্ব বুঝে নিলেন বাবুল সুপ্রিয়

আগে মন্ত্রিত্ব সামলেছেন কেন্দ্রে, এবার রাজ্যে সেই ভূমিকায় বাবুল সুপ্রিয়। পর্যটন এবং তথ্যপ্রযুক্তির মতো দু’টি গুরুত্বপূর্ণ দফতর সামলাবেন তিনি। এদিন সেক্টর ফাইভের দফতরে দায়িত্ব বুঝে নেন। 

WB News Live Updates: টিএমসিপি-এসএফআইয়ের সংঘাতে উত্তপ্ত প্রেসিডেন্সি

টিএমসিপি-এসএফআইয়ের সংঘাতে উত্তপ্ত প্রেসিডেন্সি। ক্যাম্পাসের ভিতরে এসএফআই, গেটের বাইরে টিএমসিপি। ইউনিট সেক্রেটারিকে ঘেরাও করে রাখার অভিযোগ টিএমসিপির। ব্যানার পুড়িয়ে দেওয়ার পাল্টা অভিযোগ এসএফআইয়ের। ২ সংগঠনের স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত প্রেসিডেন্সি ।

West Bengal News Live: মানুষের কাছে যাঁদের গ্রহণযোগ্যতা আছে, তাঁদেরকেই পঞ্চায়েত ভোটে টিকিট দেওয়া হবে, সতর্কবার্তা জলপাইগুড়ির তৃণমূল সভানেত্রীর

মানুষের কাছে যাঁদের গ্রহণযোগ্যতা আছে, তাঁদেরকেই পঞ্চায়েত ভোটে টিকিট দেওয়া হবে। নিজের লোককে পঞ্চায়েত প্রধান বানিয়ে দাদাগিরি করব, ওটা চলবে না। দলের নেতা-কর্মীদের সতর্ক করে দিলেন জলপাইগুড়ির তৃণমূল সভানেত্রী। একাধিক লবি আছে, জেলা সভানেত্রীর কথা দলের কেউ শোনে না। তৃণমূলকে কটাক্ষ বিজেপির।

WB News Live Updates: 'আমি মুক্ত!' ফেসবুকে লিখলেন কোচবিহারের সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া

আমি মুক্ত! ফেসবুকে লিখলেন কোচবিহারের সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া। কিন্তু কেন লিখলেন? তা নিয়ে জল্পনা তুঙ্গে! তাৎপর্যপূর্ণভাবে আজই দলের নেতা-কর্মীদের সোশাল মিডিয়ার ব্যবহার সম্পর্কে সংযত থাকার বার্তা দেন কোচবিহার জেলা তৃণমূলের নতুন সভাপতি। এই বিষয়ে প্রতিক্রিয়া মেলেনি তৃণমূল বিধায়কের।

West Bengal News Live: অবিলম্বে নিয়োগের দাবিতে শহরের ২ জায়গায় বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীরা

অবিলম্বে নিয়োগের দাবিতে শহরের ২ জায়গায় বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীরা। সল্টলেকে বিক্ষোভ দেখান SSC-র গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। শিয়ালদা স্টেশন চত্বর থেকে প্রতিবাদ মিছিল করেন আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা। ২ জায়গাতেই পুলিশ বেশ কয়েকজনকে আটক করে।

WB News Live Updates: শিক্ষক বদলি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ আদালতের

শিক্ষক বদলি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ আদালতের। নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট‍ বেঞ্চে নির্দেশ বিচারপতির। 

West Bengal News Live: '৯ বছর আগে থেকেই অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল পার্থ চট্টোপাধ্যায়ের'

৯ বছর আগে, সেই ২০১২ সাল থেকেই অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল পার্থ চট্টোপাধ্যায়ের। আর্থিক লেনদেনও ছিল। ২ জনের একটি পার্টনারশিপ সংস্থার তথ্য সামনে এনে এই দাবি করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, ২০১২ সালের ১ নভেম্বর খোলা হয়েছিল মেসার্স অপা ইউটিলিটি সার্ভিসেস। সম অংশীদার ছিলেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। দু’জনেরই ৫০ শতাংশ করে শেয়ার ছিল। ইডি সূত্রে খবর, ওই সংস্থার ২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়টি অর্পিতা জানান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসারদের। তারপর ইডি-র আধিকারিকরা সেই ২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখতে শুরু করেছেন। পার্থ-অর্পিতার ওই সংস্থা গত ৯ বছরে কী কী কাজ করেছে, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

WB News Live Updates: পণ্ডিতিয়া রোডের আবাসনে ফের হানা ইডির, ইস্পাতে তৈরি ফ্ল্যাটের দুটি দরজার তালা ভাঙল পুলিশ

পণ্ডিতিয়া রোডের আবাসনে ফের হানা ইডির। ইস্পাতে তৈরি ফ্ল্যাটের দুটি দরজার তালা ভাঙল পুলিশ। চাবিওয়ালা আনিয়ে ফ্ল্যাটের দরজার তালা ভাঙল পুলিশ। উদ্ধার বেশি কিছু নথি, ইডি সূত্রে খবর। অর্পিতা-পার্থর নামেই ছিল ফ্ল্যাট, অনুমান তদন্তকারীদের। দিনের আলোয় বন্ধ থাকত অর্পিতার ফ্ল্যাটের দরজা, দাবি আবাসন কর্মীর। এর আগে রবীন্দ্র সরোবর থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলে ইডি।

West Bengal News Live: 'বালির সঙ্গে আলাদা থেকেই হাওড়ায় ওয়ার্ড বাড়িয়ে ভোটের কৌশল'

বালির সঙ্গে আলাদা থেকেই হাওড়ায় ওয়ার্ড বাড়িয়ে ভোটের কৌশল। ৫০ থেকে বাড়িয়ে হাওড়াকে ফের ৬৬টি ওয়ার্ডে ভাঙতে ডিলিমিটেশন। পুরনো ওয়ার্ডের সংখ্যাতেই হাওড়াকে ফিরিয়ে ভোট করার চেষ্টা। বালির সঙ্গে বিভাজনের আগে হাওড়া পুরসভায় ছিল ৬৬টি ওয়ার্ড। আগের ওয়ার্ড সংখ্যাতেই হাওড়া পুরসভা রেখে পুরভোট করার ভাবনা। 

WB News Live Updates: অপেক্ষার অবসান, পুজোর আগেই খুলছে টালা ব্রিজ

৪ লেনের, ৮০০ মিটার লম্বা টালা ব্রিজ তৈরিতে খরচ ৪৬৮ কোটি টাকা। দায়িত্ব নেওয়ার পরেই টালা ব্রিজ নিয়ে ঘোষণা নতুন পূর্তমন্ত্রী পুলক রায়। 

West Bengal News Live: অপেক্ষার অবসান, পুজোর আগেই খুলছে টালা ব্রিজ

অপেক্ষার অবসান, পুজোর আগেই খুলছে টালা ব্রিজ। ৩১ জানুয়ারি, ২০২০ সালে টালা ব্রিজ বন্ধ করে ভাঙার কাজ শুরু। চার লেনের টালা ব্রিজ খুলে যাচ্ছে পুজোর আগেই, জানালেন পূর্ত মন্ত্রী। 

WB News Live Updates: ষড়যন্ত্র তত্ত্ব পার্থর, পাল্টা আক্রমণে বিস্ফোরক তাপস রায়

ষড়যন্ত্র তত্ত্ব পার্থর, পাল্টা আক্রমণে বিস্ফোরক তাপস রায়। ‘ষড়যন্ত্র, ষড়যন্ত্র না বলে, কী ষড়যন্ত্র সেটা কোর্টের কাছে বলুক। আসলে সারাজীবন বোধহয় কিছু মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। তাই ষড়যন্ত্র শব্দটার সঙ্গে হয়তো প্রত্যক্ষ সম্পর্ক আছে। সবকিছুর মধ্যে ষড়যন্ত্র দেখত বলে হয়ত এখানেও ষড়যন্ত্র দেখছে।' নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক তাপস রায়। মন্ত্রিত্ব, পদ হারানো পার্থর বিরুদ্ধে এবার সরব একের পর এক তৃণমূল নেতা। 

West Bengal News Live: ডেঙ্গি আক্রান্ত হয়ে কালীঘাটে বালকের মৃত্যু

ডেঙ্গি আক্রান্ত হয়ে কালীঘাটে বালকের মৃত্যু। জ্বর হওয়ায় ভর্তি করা হয়েছিল বেসরকারি হাসপাতালে। বেসরকারি হাসপাতালেই মৃত্যু হয় বিশাখ মুখোপাধ্যায়ের।

WB News Live Updates: হাইকোর্টে খারিজ নোট-মামলায় গ্রেফতার ঝাড়খণ্ডের বিধায়কদের আর্জি

হাইকোর্টে খারিজ নোট-মামলায় গ্রেফতার ঝাড়খণ্ডের বিধায়কদের আর্জি। সিবিআই কিংবা নিরপেক্ষ কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের আর্জি খারিজ। সিআইডি তদন্তের উপর স্থগিতাদেশের আর্জিও খারিজ করল হাইকোর্ট। 

West Bengal News Live: ‘ছাত্র-শিক্ষাকর্মীদের একাংশর বিক্ষোভের জন্য এই পরিস্থিতি', বিস্ফোরক রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

‘ছাত্র-শিক্ষাকর্মীদের একাংশর বিক্ষোভের জন্য এই পরিস্থিতি। বিক্ষোভের কারণ অনেক সময়েই সঙ্গত নয়। একবার ওঁরা আসছেন লাইব্রেরির বই নিয়ে অভিযোগ জানাতে। 
ফের ওঁরা আসছেন রেজিস্ট্রার না আসার কারণ জানতে। শিক্ষামন্ত্রীকে জানিয়েছি, উনি আশ্বস্ত করেন এমন আর হবে না।' বিস্ফোরক অভিযোগ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরীর। 

WB News Live Updates: অব্যাহতি চেয়ে বিস্ফোরক রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

অব্যাহতি চেয়ে বিস্ফোরক রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বিক্ষোভে জেরবার, অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রীকে জোড়া চিঠি উপাচার্যের। 

West Bengal News Live:বিকাশ ভবনে SSC-র গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ কর্মসূচি ঠেকাতে কড়া পদক্ষেপ পুলিশের

বিকাশ ভবনে SSC-র গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ কর্মসূচি ঠেকাতে কড়া পদক্ষেপ পুলিশের। আজ সকালে করুণাময়ী মোড়ে আস্তে আস্তে জমায়েত হতে শুরু করেন চাকরিপ্রার্থীরা

WB News Live Updates: অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ক্লাব টাউন হাইটস এর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে সোনার খনি, দাবি ইডি সূত্রে

পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ক্লাব টাউন হাইটস এর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে সোনার খনি!  ইডি সূত্রে দাবি, ফ্ল্যাট থেকে মিলেছে ৯টি সোনার নেকলেস, এ লেখা একটি সোনার লকেট। ১১টি সোনার কঙ্কন, ১৮ জোড়া কানের দুল, ৫টি আংটি, ৭টি সোনার হার,  সোনার পেন, সোনার বার সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী। যার আনুমানিক মূল্য ৪ কোটি ৩১ লক্ষ টাকা। 

West Bengal News Live: আজ সন্ধেয় সুখেন্দুশেখর রায়ের বাসভবনে বৈঠক

আজ সন্ধেয় সুখেন্দুশেখর রায়ের বাসভবনে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক তৃণমূলনেত্রীর

WB News Live Updates:শনিবার ৪ রাজ্যের অকংগ্রেসি মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মমতার

শনিবার ৪ রাজ্যের অকংগ্রেসি মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মমতার। রবিবারও নীতি আয়োগের বৈঠকে মোদির মুখোমুখি হবেন মমতা

West Bengal News Live:পণ্ডিতিয়া রোডের ওই আবাসনের ৫০৩ নম্বর ফ্ল্যাটটি সম্ভবত হস্তান্তর করা হয়েছিল: সূত্র

ইডি সূত্রে জানা গিয়েছে, পণ্ডিতিয়া রোডের ওই আবাসনের ৫০৩ নম্বর ফ্ল্যাটটি সম্ভবত হস্তান্তর করা হয়েছিল। এক নয়, একাধিকবার হস্তান্তরিত হয়েছিল সেটি। কিন্তু এই মুহূর্তে তালাবন্ধ ওই ফ্ল্যাটের ভিতর টাকা বা গয়না কিছু রয়েছে কিনা দেখতে চান ইডি আধিকারিকরা। 

WB News Live Updates:পার্থ-অর্পিতাকাণ্ডের তদন্তে রবীন্দ্র সরোবর থানায় ইডি

পার্থ-অর্পিতাকাণ্ডের তদন্তে রবীন্দ্র সরোবর থানায় ইডি। পণ্ডিতিয়া রোডে একটি বাড়িতে তল্লাশির সূত্রে থানায় ইডি আধিকারিকরা

West Bengal News Live:কাল বিকেল ৪.৩০: প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠকের সম্ভাবনা

কাল বিকেল ৪.৩০: প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠকের সম্ভাবনা। কাল সন্ধে ৬.৩০: রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর

WB News Live Updates:আজ ৪ দিনের সফরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

আজ ৪ দিনের সফরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সব ঠিক থাকলে কাল বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা

West Bengal News Live:শান্তিনিকেতনে একের পর এক জায়গায় ইডি’র অভিযান

শান্তিনিকেতনে একের পর এক জায়গায় ইডি’র অভিযান। ‘অপা’ নামে অর্পিতার যে বাড়ি রয়েছে, সেখানে মাটি খুঁড়ে তল্লাশি চালানো হয়। 

WB News Live Updates:টাকা নিয়ে ঝাড়খণ্ডে চলে যান বিধায়করা, তদন্তে দাবি সিআইডি-র

৭৫ লক্ষ টাকা নেন বিধায়করা। টাকা নিয়ে ঝাড়খণ্ডে চলে যান বিধায়করা, তদন্তে দাবি সিআইডি-র

West Bengal News Live: কলকাতায় এসে টাকা নেন জামতাড়ার বিধায়ক ও আর এক বিধায়ক: সূত্র

কলকাতায় এসে টাকা নেন জামতাড়ার বিধায়ক ইরফান ও আরেক বিধায়ক রাজেশ’, খবর সিআইডি সূত্রে

WB News Live Updates:ঝাড়খণ্ডকাণ্ডের তদন্তে নতুন মোড়

ঝাড়খণ্ডকাণ্ডের তদন্তে নতুন মোড়। ‘২৯ জুলাইয়ের আগেও কলকাতা থেকে গিয়েছিল টাকা’, সূত্রের খবর

West Bengal News Live: পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠতার অন্তত ৯ বছরের, দাবি ইডি সূত্রের

এক-দু'বছর নয়। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠতার অন্তত ৯ বছরের, দাবি ইডি সূত্রের।

WB News Live Updates:তৃণমূলের অন্দরেই পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে কটাক্ষের সুর

তৃণমূলের অন্দরেই পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে শোনা গেল কটাক্ষের সুর। ফুটবল টুর্নামেন্টের জন্য টাকা জোগাড় প্রসঙ্গে, জলপাইগুড়ির রাজগঞ্জের তৃণমূল বিধায়ককে বলতে শোনা গেল, টাকা চুরি করবে? পার্থ চ্যাটার্জির মতো। 

West Bengal News Live: অর্পিতার জীবন বিমার ৩১টি পলিসিতেই নমিনি হিসেবে পার্থ চট্টোপাধ্যায়ের নাম থাকার দাবি ইডির

বাড়িতে ‘অপা’। দলিলেও ‘অপা’। এবার অর্পিতার জীবন বিমার ৩১টি পলিসিতেই নমিনি হিসেবে পার্থ চট্টোপাধ্যায়ের নাম থাকার দাবি ইডির।

WB News Live Updates:পদ্মশ্রী প্রাপক সুশোভন বন্দ্যোপাধ্যায়ের স্মরণসভায় বিশ্বভারতীর পাঁচিল ঘিরে হাঙ্গামার প্রসঙ্গ

পদ্মশ্রী প্রাপক সুশোভন বন্দ্যোপাধ্যায়ের স্মরণসভায় উঠল বিশ্বভারতীর পাঁচিল ঘিরে হাঙ্গামার প্রসঙ্গ। 

West Bengal News Live: জেলার রাজনীতিতে ফের সক্রিয় হচ্ছেন রবীন্দ্রনাথ ঘোষ

কোচবিহারে তৃণমূলের সভাপতি বদলাতেই, জেলার রাজনীতিতে ফের সক্রিয় হচ্ছেন রবীন্দ্রনাথ ঘোষ

প্রেক্ষাপট

অর্পিতার (arpita mukherjee) ৩১টি এলআইসি পলিসিতে নমিনি পার্থ চট্টোপাধ্যায় (partha chatterjee)! ঘনিষ্ঠতা স্পষ্ট, বাড়িতে তল্লাশি চালিয়ে পাওয়া নথির সূত্র ধরে ইডি (ED) সূত্রে দাবি। 



শুক্রবার পর্যন্ত ইডি হেফাজতে পার্থ-অর্পিতা। মুখে কুলুপ দুজনেরই। বড় কেলেঙ্কারি। কোর্টে সওয়াল ইডির। বিরোধিতা অর্পিতার আইনজীবীর। 



ফ্ল্যাটে টাকার পাহাড়, শান্তিনিকেতনে অর্পিতার বাংলোয় মাটি খুঁড়ে তল্লাশি ইডির। লাবণ্য-তিতলি নামে আরও ২টি বাড়িতে অভিযান। 



পার্থ-অর্পিতার নামে আরও এক সংস্থার হদিশ। অপা ইউটিলিটিস সার্ভিসেস-এ ৫০ শতাংশ করে শেয়ার, ৪টি ফ্ল্যাট থাকার সন্দেহ ইডির। 


পার্থর হাতছাড়া ৩ দফতর গেল শশী-বাবুল-শোভনদেবের কাছে। শিল্পমন্ত্রী শশী, পরিষদীয় শোভনদেব, তথ্য-প্রযুক্তির সঙ্গে পর্যটন পেলেন বাবুল সুপ্রিয়।


পার্থর অপসারণের পর রাজ্য মন্ত্রিসভার (cabinet) রদবদল। বাবুল-উদয়ন-স্নেহাশিস-পার্থ ভৌমিক-সহ নতুন মুখ ৮। নতুন মন্ত্রীদের অভিনন্দন অভিষেকের।



মমতা-মন্ত্রিসভায় গুরুত্ব বাড়ল শশী, শোভনদেব, অরূপ, বীরবাহার। দফতর কমল ফিরহাদের। মন্ত্রিত্ব হাতছাড়া হুমায়ুন, রত্না, সৌমেন মহাপাত্রের।
দুর্নীতিতে মন্ত্রিত্ব গেল পরেশের। শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন। ফিরহাদের পরিবহণ দফতরে স্নেহাশিস। সেচে পার্থ। উত্তরবঙ্গ উন্নয়নে উদয়ন।


মোদি মন্ত্রিসভা থেকে অপসারণের ১ বছর পর মমতার মন্ত্রিসভায় বাবুল তথ্য-প্রযুক্তির সঙ্গে পেলেন পর্যটন। 


এবার পার্থ চট্টোপাধ্যায়কে চোরের সঙ্গে তুলনা রাজগঞ্জের তৃণমূল বিধায়কের।


ঝাড়খণ্ডকাণ্ডের তদন্তে দিল্লি গিয়ে বাধার অভিযোগ সিআইডির। আইও-র নামে বিভ্রান্তির পাল্টা দাবি দিল্লি পুলিশের। গুয়াহাটিও আটকের অভিযোগ। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.