West Bengal News Live Updates: চেতলায় বন্দরের জায়গায় ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 04 Jan 2024 03:07 PM
West Bengal News LIVE Updates: কামারহাটির ষষ্ঠীতলায় শ্যুটআউট

কামারহাটির ষষ্ঠীতলায় শ্যুটআউট। আসিফ ওরফে কাল্লু নামে এক তৃণমূলকর্মী গুলিবিদ্ধ। গুলি লেগেছে হাতে ও পায়ে। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ তৃণমূলকর্মীকে নিয়ে আসা হল এসএসকেএম হাসপাতালে।  জনবহুল এলাকায় গুলি, স্থানীয়দের মধ্যে আতঙ্ক। 

WB News LIVE Updates: 'কোন কোন প্রভাবশালী বা হাই প্রোফাইল অভিযুক্ত ভর্তি আছেন এসএসকেএমে?'

'কোন কোন প্রভাবশালী বা হাই প্রোফাইল অভিযুক্ত ভর্তি আছেন এসএসকেএমে?' জানতে চেয়ে রাজ্যের কাছে হলফনামা চাইল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এসএসকেএম হাসপাতালকেও সেইসব অভিযুক্তর স্বাস্থ্য নিয়ে রিপোর্ট পেশের নির্দেশ। 'তাঁদের কতদিন থাকতে হবে? কী ধরনের চিকিৎসা চলছে?' এসএসকেএম-কে জানাতে হবে হলফনামায়, নির্দেশ হাইকোর্টের।শিশুদের জন্য বরাদ্দ বেডে কেন সুজয়কৃষ্ণ? জানতে চাইল হাইকোর্ট। 'দীর্ঘদিন ধরে হাসপাতালের বেড দখল করে আছেন অভিযুক্তরা', অভিযোগ তুলে হাইকোর্টে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয়।মামলার পরবর্তী শুনানি ২৪ জানুয়ারি। 

West Bengal News LIVE Updates: চেতলায় বন্দরের জায়গায় ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড

চেতলায় বন্দরের জায়গায় ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। চেতলা লক গেটের কাছে পুড়ে ছাই নন্দীগ্রাম বস্তি। ভস্মীভূত শতাধিক ঝুপড়ি। অন্তর্ঘাতের আশঙ্কা মেয়র ফিরহাদ হাকিমের

WB News LIVE Updates: বিধান নগরে আইসিডিএস সুপারভাইজার চাকরি প্রার্থীদের বিক্ষোভ

বিধান নগরে আইসিডিএস সুপারভাইজার চাকরি প্রার্থীদের বিক্ষোভ। নিয়োগের দাবিতে রাস্তায় বসে বিক্ষোভ, ঘটনাস্থলে পুলিশ। নিয়োগ সুপারিশ প্রাপ্ত ২,৯৩১ জনের মধ্যে একই প্যানেল থেকে ১৩৬ জনকে নিয়োগ করা হয়েছে, দাবি চাকরিপ্রার্থীদের। অভিযোগ, বাকিরা এখনও নিয়োগ পায়নি

West Bengal News LIVE Updates: হাইকোর্টের ভর্ৎসনার পরে সক্রিয় পুলিশ

হাইকোর্টের ভর্ৎসনার পরে সক্রিয় পুলিশ। টিটাগড়ে অস্বাভাবিক  মৃত্যুর মামলায় তড়িঘড়ি যুক্ত হল খুনের ধারা। গ্রেফতার করা হল সব অভিযুক্তকেই। রিপোর্টে জানাল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। গত বছরের জুন মাসের বাড়ি ভাড়া চাওয়াকে কেন্দ্র করে খুন হন টিটাগড়ের বাসিন্দা গোবিন্দ যাদব। ভাড়াটে-সহ অন্যদের বিরুদ্ধে ছাদ থেকে ফেলে পিটিয়ে মারার অভিযোগ ওঠে।
পুলিশ সরাসরি খুনের ধারা যুক্ত না করে অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু করে বলে অভিযোগ। 

WB News LIVE Updates: বালিগঞ্জে ব্যাংক কর্মীর স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

বালিগঞ্জে ব্যাংক কর্মীর স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। কোয়াটারের তিন তলা থেকে পাওয়া গেছে। বছর ৩২ এর ঐ মহিলার নাম রেশমি ব্রহ্ম। দুই সন্তান ছিলো ঐ ঘরেই। ৬ বছরের সন্তান ঘুম থেকে উঠে মাকে ঝুলন্ত অবস্থায় দেখে এরপর বাবাকে জানায়। ঘটনার তদন্তে বালিগঞ্জ থানা। 

West Bengal News LIVE Updates: সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহকাণ্ডকে চিত্রনাট্য বলে খোঁচা

সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহকাণ্ডকে চিত্রনাট্য বলে খোঁচা দিতে ছাড়েননি সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

WB News LIVE Updates: প্রাথমিক টেট পাস চাকরিপ্রার্থীদের পর এবার উচ্চ প্রাথমিক উত্তীর্ণরা মিছিল করবেন শহরে

নতুন বছরে নিয়োগ চেয়ে ফের পথে নামছেন চাকরিপ্রার্থীরা। প্রাথমিক টেট পাস চাকরিপ্রার্থীদের পর এবার উচ্চ প্রাথমিক উত্তীর্ণরা মিছিল করবেন শহরে । কলেজ স্ট্রিট থেকে উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের মিছিল শুরু হওয়ার কথা। ওয়েলিংটন স্কোয়ার, এসএন ব্যানার্জি রোড, ডোরিনা ক্রসিং হয়ে মিছিল শেষ হবে রানি রাসমণি অ্যাভিনিউয়ে। ২০১৬-র উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন। 

West Bengal News LIVE Updates: বর্ধমানের সভায় তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান দিতে গিয়ে বিতর্কে সায়নী ঘোষ

বর্ধমানের সভায় তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান দিতে গিয়ে বিতর্কে সায়নী ঘোষ। '১২ বছর আগে ছিল এই গেট?' শতবর্ষ অতিক্রান্ত বর্ধমানের কার্জন গেটের সামনের সভা থেকে প্রশ্ন যুব তৃণমূল সভানেত্রীর। 'ছিল এই আলো, এই রোশনাই, ঝকঝকে রাস্তা, এত হাসপাতাল? মানুষের বাড়ি বাড়ি গিয়ে বোঝান', কার্জন গেটের সামনের সভা থেকে দলীয় কর্মীদের নির্দেশ সায়নী ঘোষের। 

WB News LIVE Updates: বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চের দ্বারস্থ সুজয়কৃষ্ণ

বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ সুজয়কৃষ্ণ ভদ্র। গতকাল মামলায় তাঁকে যুক্ত না করেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন বিচারপতি, অভিযোগ সুজয়কৃষ্ণর। এখনও পর্যন্ত কোনও নির্দেশনামা দেওয়া হয়নি, অভিযোগ সুজয়কৃষ্ণর। নির্দেশনামা না পেলে নির্দেশ চ্যালেঞ্জ করব কীভাবে ? প্রশ্ন সুজয়কৃষ্ণর। 'কণ্ঠস্বরের নমুনা নিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ রয়েছে', সওয়াল সুজয়কৃষ্ণ ভদ্রর আইনজীবীর। 'বিচারপতি অমৃতা সিনহার এজলাসে গিয়ে নির্দেশনামার কপির জন্য আবেদন করুন', সুজয়কৃষ্ণ ভদ্রর আইনজীবীকে পরামর্শ বিচারপতি সৌমেন সেনের। 

West Bengal News LIVE Updates: সিঙ্গুরের জমি ফেরত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চায় হাইকোর্ট

সিঙ্গুরের জমি ফেরত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চায় হাইকোর্ট। ৪ সপ্তাহের মধ্যে জানাতে হবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, জমিদাতা কৃষকদের ক্ষতিপূরণ সহ জমি ফেরতের বিষয় বিবেচনা করবে রাজ্য। রাজ্যের কাছে বহুবার আবেদন করেও কোনও সাড়া পাওয়া যায়নি, তাই হাইকোর্টের দ্বারস্থ, দাবি আবেদনকারীদের

WB News LIVE Updates: বিজেপির নামে বলাগড় বিধানসভায় উপনির্বাচন চেয়ে পোস্টার

বলাগড়ে তৃণমূলের কোন্দলের মধ্যেই বিজেপির নামে বলাগড় বিধানসভায় উপনির্বাচন চেয়ে পোস্টার পড়েছে। পোস্টারের দাবি সঠিক বলে মানলেও, পোস্টারকাণ্ডের দায় নিতে নারাজ গেরুয়া শিবির। এই নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

West Bengal News LIVE Updates: নতুন বছরে নিয়োগ চেয়ে ফের পথে নামছেন চাকরিপ্রার্থীরা

নতুন বছরে নিয়োগ চেয়ে ফের পথে নামছেন চাকরিপ্রার্থীরা। প্রাথমিক টেট পাস চাকরিপ্রার্থীদের পর এবার উচ্চ প্রাথমিক উত্তীর্ণরা মিছিল করবেন শহরে। বেলা সাড়ে ১২টায় কলেজ স্ট্রিট থেকে শুরু হবে উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের মিছিল। ওয়েলিংটন স্কোয়ার, S N ব্যানার্জি রোড, ডোরিনা ক্রসিং হয়ে মিছিল শেষ হবে রানি রাসমণি অ্যাভিনিউয়ে। ২০১৬-র উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন। 

WB News LIVE Updates: ডানলপের মহামিলন মঠ থেকে শুরু হল ওঙ্কারনাথ মিশনের নাম রথযাত্রা

২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। তার আগে ডানলপের মহামিলন মঠ থেকে শুরু হল ওঙ্কারনাথ মিশনের নাম রথযাত্রা। পশ্চিমবঙ্গ থেকে এরকম তিনটি রথ বেরোবে। রাজ্যের বিভিন্ন প্রান্ত ঘুরে অযোধ্যার উদ্দেশে রওনা দেবে এই নাম রথ।  

West Bengal News LIVE Updates: বক্সী-'বাক্য়ে' সরব কুণাল

অভিষেক ভোটে লড়লে, পিছিয়ে যাবেন না, মমতাকে সামনে রেখেই লড়বেন। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে, সুব্রত বক্সীর মন্তব্য ঘিরে তোলপাড়। পিছোবেন কেন অভিষেক, বাক্য গঠন পুনর্বিবেচনা করুন, রাজ্য সভাপতির উদ্দেশে পাল্টা বললেন কুণাল ঘোষ।

WB News LIVE Updates: ভয়েস স্যাম্পল দিতেই হল সুজয়কৃষ্ণ ভদ্রকে

ধোপে টিকল না সওয়াল। সাড়ে চারমাস পর, SSKM-এর ঘেরাটোপ থেকে ED-র হাতে কালীঘাটের কাকু। ভয়েস স্যাম্পল দিতেই হল সুজয়কৃষ্ণ ভদ্রকে। গতকাল রাত পৌনে ৮টায় SSKM-এ কালীঘাটের কাকুর কেবিনে হাজির হন ED-র তদন্তকারী অফিসাররা। তার আগেই চলে আসে 5G অ্যাম্বুল্য়ান্স। একঘণ্টা পর SSKM-এর কার্ডিওলজি বিভাগ থেকে বের করা হয় সুজয়কৃষ্ণকে। হুইল চেয়ারে করে বের করার পর তোলা জোকা ESI-এর অ্যাম্বুল্যান্সে। রাত ৯টা ৫৫-য় জোকার ESI হাসপাতালে পৌঁছয় অ্যাম্বুল্যান্স। শারীরিক পরীক্ষায় ফিট সার্টিফিকেট মেলার পর, সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার প্রক্রিয়া শুরু হয়। ESI সূত্রে খবর, সাউন্ড প্রুফ ঘরে তিনটি বাক্য একাধিকবার বলতে বলা হয় কালীঘাটের কাকুকে। প্রথমে অসহযোগিতা করলেও পরে ভয়েস স্যাম্পল টেস্ট দেন সুজয়কৃষ্ণ। রাত ১২টা ১০-এ শেষ হয় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রক্রিয়া। রাত পৌনে ৩টে নাগাদ জোকার ESI হাসপাতাল থেকে কাকুকে নিয়ে ফের রওনা হয় অ্যাম্বুল্যান্স। রাত ৩টে ২০-তে SSKM-এ ফেরেন  সুজয়কৃষ্ণ। কার্ডিওলজি বিভাগের AC-1 কেবিনেই ফের রাখা হয়েছে কালীঘাটের কাকুকে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। 

West Bengal News LIVE Updates: দলের প্রভাবশালী দম্পতির বিরুদ্ধে মুখ খোলার পরেই বলাগড়ে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর অফিসে ভাঙচুর

দলের প্রভাবশালী দম্পতির বিরুদ্ধে মুখ খোলার পরেই বলাগড়ে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর অফিসে ভাঙচুর। এর জন্য ফেসবুক পোস্টে ফের যুব তৃণমূলের রাজ্য় সম্পাদক ও হুগলি জেলা পরিষদের সদস্যা রুনা খাতুনকেই দায়ী করেছেন বিধায়ক। ভাঙচুরের পর এবার আমার পাল্টা দেওয়ার সময়। বলাগড়ে ফিরছি। এবার খেলা জমে যাবে। ফেসবুক পোস্টে দলীয় নেতৃত্বকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন মনোরঞ্জন ব্যাপারী। আমি এলাকায় থাকলে হয়তো আমাকেই খুন করে দিত। ফের একবার দলেরই হাতে খুন হওয়ার আশঙ্কা প্রকাশ করলেন বলাগড়ের বিধায়ক। তাঁর দাবি, সুব্রত বক্সীর অফিসে আমাদের দু’জনকে ডেকে বসিয়ে কথা বলালেই তো হয়। ঘুরিয়ে রাজ্য নেতৃত্বের কোর্টেই বল ঠেললেন তৃণমূল বিধায়ক। অন্যদিকে, তৃণমূলের এই কোন্দলের মধ্যেই বিজেপির নামে বলাগড় বিধানসভায় উপনির্বাচন চেয়ে পড়ল পোস্টার। পোস্টারের দাবি সঠিক বলে মানলেও, পোস্টারকাণ্ডের দায় নিতে নারাজ গেরুয়া শিবির। 

WB News LIVE Updates: হাওড়ার বাগনানে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল কর্তব্যরত SI ও হোম গার্ডের

হাওড়ার বাগনানে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল কর্তব্যরত SI ও হোম গার্ডের। পুলিশের গাড়ির চালক-সহ আরও ৩ পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁদের একজন উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি, ২ জনকে SSKM-এ স্থানান্তরিত করা হয়েছে। গতকাল রাত ৩টে নাগাদ বাগনানের বরুন্দায় ১৬ নম্বর জাতীয় সড়কে কলকাতামুখী লেনে দাঁড়িয়েছিল পুলিশের পেট্রোলিং ভ্যান।চালক-সহ ৫ জন ছিলেন। সেই সময় কোলাঘাটের দিক থেকে বাগনানের দিকে যাওয়ার পথে, বেপরোয়া লরি পুলিশের গাড়িতে ধাক্কা মারে। লরির ধাক্কায় মৃত্যু হয় বাগনান থানার সাব ইন্সপেক্টর সুজয় দাস ও হোম গার্ড পলাশ সামন্তর। লরি সমেত চালক পলাতক। এর আগে বর্ষবরণের রাতে, পুরুলিয়া-বাঁকুড়া ৬০ (A) জাতীয় সড়কে বেপরোয়া সরকারি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ট্রাফিক পুলিশের এক কনস্টেবলের। 


 

West Bengal News LIVE Updates: ধোপে টিকল না সওয়াল, ভয়েস স্যাম্পল দিতেই হল কালীঘাটের কাকুকে

ধোপে টিকল না সওয়াল, ভয়েস স্যাম্পল দিতেই হল কালীঘাটের কাকুকে। জোকা ইএসআইয়ে সংগ্রহ করা হল কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা। শারীরিক পরীক্ষায় ফিট সার্টিফিকেটের পর সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ। ৩টি বাক্যে কথা বলতে বলা হয় কালীঘাটের কাকুকে: ইএসআই সূত্র । 'সাউন্ড প্রুফ ঘরে ৩টি বাক্য একাধিকবার বলতে বলা হয় সুজয়কৃষ্ণ ভদ্রকে', প্রথমে অসহযোগিতা করলেও পরে ভয়েস স্যাম্পল টেস্ট দেন কাকু: সূত্র

WB News LIVE Updates: লোকসভা ভোটের আগে নতুন স্লোগান নিয়ে ময়দানে নেমেছে বিজেপি

লোকসভা ভোটের আগে নতুন স্লোগান নিয়ে ময়দানে নেমেছে বিজেপি। তিসরি বার মোদি সরকার, অব কি বার ৪০০ পার! যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা। তৃণমূলের দাবি, ৪০০ পার পরের কথা, লোকসভা ভোটে ভারত থেকে বিজেপি পগারপার হবে। কংগ্রেসের দাবি, বিজেপি ভাবছে, ED-CBI দিয়ে চারশো আসন এসে যাবে।

West Bengal News LIVE Updates: সাড়ে ৪ মাস পরে এসএসকেএম থেকে জোকা ইএসআইয়ে নিয়ে যাওয়া হল কালীঘাটের কাকুকে

অবশেষে সাফল্য পেল ইডি। সাড়ে ৪ মাস পরে এসএসকেএম থেকে জোকা ইএসআইয়ে নিয়ে যাওয়া হল কালীঘাটের কাকুকে। রাতেই তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। ইএসআই সূত্রের খবর, সাউন্ড প্রুফ ঘরে ৩টি বাক্য বলতে বলা হয় কালীঘাটের কাকুকে। প্রথমে অসহযোগিতা করলেও পরে ভয়েস স্যাম্পল টেস্ট দেন তিনি।

প্রেক্ষাপট

কলকাতা: ধোপে টিকল না সওয়াল, ভয়েস স্যাম্পল দিতেই হল কালীঘাটের কাকুকে (Kalighater Kaku)। মেডিক্যাল টেস্টে (Medical Test) ফিট সার্টিফিকেটের (Fit Certificate) পর জোকা ইএসআইয়ে (ESI) কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ। সাড়ে ৪ মাস পরে এসএসকেএমের ঘেরাটোপ থেকে ইডির হাতে সুজয়কৃষ্ণ। ফোন করে তথ্য লোপাটের নির্দেশ কাকে? কাকুর কণ্ঠেই লুকিয়ে দুর্নীতির রহস্যের চাবিকাঠি? জানতে চায় ইডি।  ৩টি বাক্য বারবার বলিয়ে কাকুর ভয়েস রেকর্ড। এবার কল রেকর্ডের সঙ্গে মিলিয়ে দেখার পালা। জোকা ইএসআই গিয়েও ভয়েস স্যাম্পল দিতে অসহযোগিতার অভিযোগ।                                                  


রাজ্যের অন্যান্য খবর-  


পার্থ চট্টোপাধ্যায়ই নিয়োগ দুর্নীতির কিংপিন। আদালতে বিস্ফোরক দাবি সিবিআইয়ের। ফের খারিজ জামিনের কাতর আর্জি। ১৭ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজত। 


প্রাথমিকে ২০১৬-র নিয়োগ প্রক্রিয়া, ১০দিনে পর্ষদকে প্যানেল প্রকাশের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। প্রকাশিত হয়ে থাকলে কপি পেশ করতে নির্দেশ।


তৃণমূলে নবীন-প্রবীণ দ্বন্দ্বের মধ্যেই এবার বিস্ফোরক বলাগড়ের বিধায়ক। দলেরই নেতা-নেত্রীর হাতে খুন হয়ে যাওয়ার আশঙ্কা।


দুর্নীতির অভিযোগে বিস্ফোরক বিধায়ক, পাল্টা চ্যালেঞ্জ যুব নেত্রী ও তাঁর স্বামীর। পাল্টা অনৈতিক কাজে বাধা পেয়ে আক্রমণের অভিযোগ। বহিরাগত বলেও কটাক্ষ। 


দুর্নীতির বিরুদ্ধে সরব। হুগলি জেলা পরিষদের সদস্যা ও তাঁর স্বামীর হাতেই খুনের আশঙ্কা খোদ বিধায়কের। নেতারা ধৃতরাষ্ট্রের মতো চুপ বলে আক্রমণ। 


 খুনের আশঙ্কায় এলাকায় যেতে ভয়। ফুলন দেবী বলে আক্রমণ ব্যাপারীর। পাল্টা দুর্নীতির অভিযোগ হুগলি জেলা পরিষদের সদস্য ও তাঁর স্বামী। আইনি ব্য়বস্থার হুঁশিয়ারি। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.