West Bengal News Live Updates :ডোমজুড়ের সভা থেকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

WB News Live: সব জেলার, সব খবর জেনে নিন এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 04 Jun 2023 11:38 PM
West Bengal Live : বালেশ্বর ট্রেন দুর্ঘটনার ৫১ ঘণ্টা পর চলল মালগাড়ি। ২টি লাইনে পরিষেবা স্বাভাবিক, দাবি রেলমন্ত্রীর

বালেশ্বর ট্রেন দুর্ঘটনার ৫১ ঘণ্টা পর চলল মালগাড়ি। ২টি লাইনে পরিষেবা স্বাভাবিক, দাবি রেলমন্ত্রীর

WB LIVE News Updates:'তিনটে ট্রেন এমন ভাবে ধাক্কা মেরেছে পুরোটা ধ্বংসস্তূপ', ডোমজুড়ের সভা থেকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

'তিনটে ট্রেন এমন ভাবে ধাক্কা মেরেছে পুরোটা ধ্বংসস্তূপ। গত তিন দশকে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেনি। ৩০০ জন মানুষের প্রাণ গেল', ডোমজুড়ের সভা থেকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

West Bengal Live : সিগনালের সমস্যার কারণেই বালেশ্বরে ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনা হয়েছে। এমনটাই জানিয়েছে রেল মন্ত্রক

সিগনালের সমস্যার কারণেই বালেশ্বরে ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনা হয়েছে। এমনটাই জানিয়েছে রেল মন্ত্রক। গতকাল থেকেই এই সম্ভাবনার কথা তুলে ধরেছি আমরা। আজ তাতেই কার্যত সিলমোহর দিল রেলমন্ত্রক। 

WB LIVE News Updates:বুধবার সকালের মধ্য়েই দুর্ঘটনাগ্রস্ত রেলপথে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে, জানালেন রেলমন্ত্রী।

বুধবার সকালের মধ্য়েই দুর্ঘটনাগ্রস্ত রেলপথে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে, জানালেন রেলমন্ত্রী।

West Bengal Live : কেন্দ্রের ব্যর্থতা ঢাকতেই সিবিআইকে তদন্তভার, আক্রমণে তৃণমূল

কেন্দ্রের ব্যর্থতা ঢাকতেই সিবিআইকে তদন্তভার, আক্রমণে তৃণমূল। অন্তর্ঘাত বলেই মনে হচ্ছে, প্রকৃত অপরাধীদের শাস্তি হওয়া দরকার, পাল্টা সুকান্ত

WB LIVE News Updates:বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কবচ তত্ত্ব খারিজ করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কবচ তত্ত্ব খারিজ করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর দাবি, ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম বদলানোর ফলেই দুর্ঘটনা ঘটেছে। যাঁরা এর জন্য দায়ী তাঁদের চিহ্নিত করা হয়েছে। তদন্ত শেষ হওয়ার আগে কীভাবে খারিজ করা হচ্ছে 'কবচ'-তত্ত্ব? প্রশ্ন তৃণমূলের।

West Bengal Live : ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় CBI তদন্তের সুপারিশ করেছে রেল বোর্ড

ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় CBI তদন্তের সুপারিশ করেছে রেল বোর্ড। এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী। বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার নেপথ্যে অন্তর্ঘাতের অভিযোগ তুলেছেন সুকান্ত মজুমদার। পাল্টা, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নাশকতা হলে তো তার চিহ্ন থাকতো।

WB LIVE News Updates:ছবি নিয়ে বালেশ্বরে প্রিয়জনকে খুঁজে বে়ড়াচ্ছেন মালদার বামনগোলার ভোমরাইল গ্রামের বাসিন্দা নিত্যম রায়ের পরিজনেরা

ছবি নিয়ে বালেশ্বরে প্রিয়জনকে খুঁজে বে়ড়াচ্ছেন মালদার বামনগোলার ভোমরাইল গ্রামের বাসিন্দা নিত্যম রায়ের পরিজনেরা। আত্মীয় চন্দন রায়কে নিয়ে রাজমিস্ত্রির কাজের জন্য চেন্নাই যাচ্ছিলেন নিত্যম। চন্দনের বাড়ি দক্ষিণ দিনাজপুরের তপনে। দুই পরিযায়ী শ্রমিক ছিলেন করমণ্ডল এক্সপ্রেসের অসংরক্ষিত কামরায়। খবর দেখে দুর্ঘটনার কথা জানতে পারেন পরিবারের সদস্যরা। নিজেরাই উদ্যোগ নিয়ে পৌঁছে যান দুর্ঘটনাস্থলে। চলছে প্রিয়জনের খোঁজ। 

West Bengal Live : বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার পর স্কুল হয়ে উঠেছিল মর্গ। আর এবার বিসনেস পার্ক হয়ে উঠেছে দেহ শনাক্তকরণ কেন্দ্র

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার পর স্কুল হয়ে উঠেছিল মর্গ। আর এবার বিসনেস পার্ক হয়ে উঠেছে দেহ শনাক্তকরণ কেন্দ্র। যাদের দেহ এখনও শনাক্ত করা যায়নি, তাঁদের দেহর ছবি তুলে রাখা হয়েছে টেবিলে। স্বজনহারারা সেখানেই খোঁজার চেষ্টা করছেন তাঁদের আপনজনদের।

WB LIVE News Updates:বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় আহতদের বাংলায় নিয়ে আসা নিয়েও আক্রমণে শুভেন্দু

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় আহতদের বাংলায় নিয়ে আসা নিয়েও আক্রমণে শুভেন্দু। 

West Bengal Live : কার ভুলে ঘটল বালেশ্বরের ট্রেন দুর্ঘটনা? সেই প্রশ্ন ঘিরে তোলপাড়ের মধ্য়েই, গতকাল ফোনে কথোপকথনের একটি অডিও ক্লিপ ট্য়ুইট করেছেন কুণাল ঘোষ।

কার ভুলে ঘটল বালেশ্বরের ট্রেন দুর্ঘটনা? সেই প্রশ্ন ঘিরে তোলপাড়ের মধ্য়েই, গতকাল ফোনে কথোপকথনের একটি অডিও ক্লিপ ট্য়ুইট করেছেন কুণাল ঘোষ। সেই সঙ্গে তিনি লিখেছেন, বড়সড় গোলমাল আছে রেল দুর্ঘটনার পেছনে। এনিয়ে তাঁকে পাল্টা জবাব দিয়েছে বিজেপি।

WB LIVE News Updates:'তদন্তের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে জানলেন অ্যান্টি কলিশন ডিভাইস ছিল না?', বালেশ্বর থেকে মমতা-অভিষেককে নিশানা শুভেন্দুর

'দুর্ঘটনার পর রাজনীতি বা দোষারোপ প্রথমেই করতে নেই। তদন্তের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে জানলেন অ্যান্টি কলিশন ডিভাইস ছিল না? এটা আপনার কাজ নয়, তদন্তকারীদের ওপর ছেড়ে দিন', বালেশ্বর থেকে মমতা-অভিষেককে নিশানা শুভেন্দুর

West Bengal Live : করমণ্ডল দুর্ঘটনায় মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা সাহায্য ঘোষণা রাজ্যের। গুরুতর আহতদের ১ লক্ষ টাকা, আরও ৩ মাস সাহায্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর

করমণ্ডল দুর্ঘটনায় মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা সাহায্য ঘোষণা রাজ্যের। গুরুতর আহতদের ১ লক্ষ টাকা, আরও ৩ মাস সাহায্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর।

WB LIVE News Updates: 'অ্যান্টি কলিশন ডিভাইসের কোনও কৃতিত্ব নেই কেন্দ্রের বর্তমান সরকারের', বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

'অ্যান্টি কলিশন ডিভাইসের কোনও কৃতিত্ব নেই কেন্দ্রের বর্তমান সরকারের। রেলের সুরক্ষার জন্য কিছুই করেনি কেন্দ্রের বর্তমান সরকারের', বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

West Bengal Live : কার ভুলে ঘটল বালেশ্বরের ট্রেন দুর্ঘটনা? সেই প্রশ্ন ঘিরে তোলপাড়ের মধ্য়েই, গতকাল ফোনে কথোপকথনের একটি অডিও ক্লিপ ট্য়ুইট করেছেন কুণাল ঘোষ

কার ভুলে ঘটল বালেশ্বরের ট্রেন দুর্ঘটনা? সেই প্রশ্ন ঘিরে তোলপাড়ের মধ্য়েই, গতকাল ফোনে কথোপকথনের একটি অডিও ক্লিপ ট্য়ুইট করেছেন কুণাল ঘোষ। সেই সঙ্গে তিনি লিখেছেন, বড়সড় গোলমাল আছে রেল দুর্ঘটনার পেছনে। এনিয়ে তাঁকে পাল্টা জবাব দিয়েছে বিজেপি।

WB LIVE News Updates: 'তদন্তের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় কী করে জানলেন অ্যান্টি কলিশন ডিভাইস ছিল না?' প্রশ্ন শুভেন্দু অধিকারীর। 

'তদন্তের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় কী করে জানলেন অ্যান্টি কলিশন ডিভাইস ছিল না?' প্রশ্ন শুভেন্দু অধিকারীর। 

West Bengal Live : বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার পর স্কুল হয়ে উঠেছিল মর্গ। আর এবার বিসনেস পার্ক হয়ে উঠেছে দেহ শনাক্তকরণ কেন্দ্র

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার পর স্কুল হয়ে উঠেছিল মর্গ। আর এবার বিসনেস পার্ক হয়ে উঠেছে দেহ শনাক্তকরণ কেন্দ্র। যাদের দেহ এখনও শনাক্ত করা যায়নি, তাঁদের দেহর ছবি তুলে রাখা হয়েছে টেবিলে। স্বজনহারারা সেখানেই খোঁজার চেষ্টা করছেন তাঁদের আপনজনদের।

WB LIVE News Updates: রেলমন্ত্রীকে পাল্টা আক্রমণ ফিরহাদ হাকিমের

রেলমন্ত্রীকে পাল্টা আক্রমণ ফিরহাদ হাকিমের। 'কীসের জন্য কবচ? রেলমন্ত্রীর গায়ে পরানোর জন্য'। ‘মেক ইন ইন্ডিয়া এখন ডিজাস্টার ইন্ডিয়া’। কটাক্ষ ফিরহাদ হাকিমের 

West Bengal Live : ট্রেন দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে, কাকদ্বীপে অগ্নিমিত্রা পালকে বাধা ও বিক্ষোভ

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে, কাকদ্বীপে অগ্নিমিত্রা পালকে বাধা ও বিক্ষোভ। কাঠগড়ায় তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। কাকদ্বীপের হারউড পয়েন্ট কোস্টাল থানা এলাকার মধুসূদনপুরে করমণ্ডল বিপর্যয়ে মৃত ও আহতদের বাড়িতে যাচ্ছিলেন অগ্নিমিত্রা পাল। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিজেপি বিধায়ককে আটকানোর চেষ্টা হয়। শেষপর্যন্ত এক কিলোমিটার হেঁটে গ্রামে যান অগ্নিমিত্রা। কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার অনুগামীরাই বিক্ষোভ দেখায় বলে দাবি বিজেপি বিধায়কের। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।


 

WB LIVE News Updates: বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার পর স্কুল হয়ে উঠেছিল মর্গ

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার পর স্কুল হয়ে উঠেছিল মর্গ। আর এবার বিসনেস পার্ক হয়ে উঠেছে দেহ শনাক্তকরণ কেন্দ্র। যাদের দেহ এখনও শনাক্ত করা যায়নি, তাঁদের দেহর ছবি তুলে রাখা হয়েছে টেবিলে। স্বজনহারারা সেখানেই খোঁজার চেষ্টা করছেন তাঁদের আপনজনদের। 

West Bengal Live : ট্রেন দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে, কাকদ্বীপে অগ্নিমিত্রা পালকে বাধা ও বিক্ষোভ

ট্রেন দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে, কাকদ্বীপে অগ্নিমিত্রা পালকে বাধা ও বিক্ষোভ। কাঠগড়ায় তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। কাকদ্বীপের হারউড পয়েন্ট কোস্টাল থানা এলাকার মধুসূদনপুরে করমণ্ডল বিপর্যয়ে মৃত ও আহতদের বাড়িতে যাচ্ছিলেন অগ্নিমিত্রা পাল। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিজেপি বিধায়ককে আটকানোর চেষ্টা হয়। শেষপর্যন্ত এক কিলোমিটার হেঁটে গ্রামে যান অগ্নিমিত্রা। কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার অনুগামীরাই বিক্ষোভ দেখায় বলে দাবি বিজেপি বিধায়কের। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

WB LIVE News Updates: বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছিলেন বিহারের দুই বাসিন্দা

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছিলেন বিহারের দুই বাসিন্দা। ভর্তি ছিলেন কটকের হাসপাতালে। গতকাল বাস ধরে এসেছেন হাওড়ায়। তাঁদের অভিযোগ, বাড়ি ফেরার জন্য ওড়িশা সরকারের তরফে কোনও ব্যবস্থা করা হয়নি। সেই কারণেই বাংলায় আসা। বিহারের দুই বাসিন্দার বাড়ি ফেরার ব্যবস্থা করেছে হাওড়া জিআরপি। 

West Bengal Live : বালেশ্বরে ট্রেন দুর্ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের

বালেশ্বরে বিপর্যয়, অন্তর্ঘাতের ইঙ্গিত সুকান্তর? 'যত বড় ঘটনা ঘটেছে কিছু একটা সন্দেহজনক ব্যাপার আছে। 'আপনা আপনি কিছু ঘটেনি, কেউ কিছু করেছে বলেই এটা হয়েছে। আগামী দিনে সব তথ্য সামনে আসবে'।
বালেশ্বরে ট্রেন দুর্ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের

WB LIVE News Updates: রেলের সিগনাল ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে মৃতের পরিবার

কটকের বেসরকারি হাসপাতালে মাকে দেখিয়ে ফিরছিলেন হীরা নায়েক। খড়গপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের আম্বেদকর কলোনির বাসিন্দা মা-মেয়ে প্রতি মাসেই কটকে যেতেন। ব্যাঙ্গালোর-হাওড়া যশবন্তপুর এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ায়, ঘটনাস্থলেই মৃত্যু হয় মেয়ে হীরার। মাথায় আঘাত নিয়ে বালেশ্বরের হাসপাতালে ভর্তি মা যশোদা দাস। পরিবারের দাবি, ট্রেনের কামরায় ভারী ব্যাটারি পড়ে যায় হীরার বুকের ওপর। সেই কারণেই মৃত্যু। রেলের সিগনাল ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে মৃতের পরিবার। 
 

West Bengal Live : বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় মৃত ১৫ জনের দেহ গতকাল রাতে আনা হয় খড়গপুর মহকুমা হাসপাতালে

বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় মৃত ১৫ জনের দেহ গতকাল রাতে আনা হয় খড়গপুর মহকুমা হাসপাতালে। এঁদের মধ্যে ১৪ জনই বাংলার।কারও বাড়ি দক্ষিণ ২৪ পরগনায়। কেউ বর্ধমানের বাসিন্দা। মৃতদের মধ্যে একজন বিহারের। তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে দেহ তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন খড়গপুরের মহকুমা শাসক।


 

WB LIVE News Updates: কাটোয়ার কইথন গ্রামের সাদ্দাম শেখের মৃত্যু হয়েছে ট্রেন দুর্ঘটনায়

কাটোয়ার কইথন গ্রামের সাদ্দাম শেখের মৃত্যু হয়েছে ট্রেন দুর্ঘটনায়। কেরলে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। ছেলে হওয়ার খবর পেয়ে মাসখানেক আগে বাড়ি ফিরেছিলেন। বালেশ্বর থেকে ভাইয়ের দেহ খুঁজে পাওয়ার অভিজ্ঞতা ভয়াবহ বলে জানিয়েছেন সাদ্দামের দাদা। তাঁর দাবি, বাহানাগার স্কুলবাড়িতে লাশের পাহাড়। মামাকে নিয়ে ৩টি ঘরে ঘুরে ঘুরে ভাইয়ের খোঁজ চালান ফিরোজ শেখ। শেষপর্যন্ত পোশাক ও গালের কাটা দাগ দেখে ভাইকে শনাক্ত করেন। প্রশাসনের সহযোগিতা মেলেনি বলে অভিযোগ। ভোগান্তির এখানেই শেষ নয়, বালেশ্বর থেকে দেহ আনার জন্য অ্যাম্বুল্যান্স চালক অতিরিক্ত ভাড়া দাবি করেন বলে অভিযোগ। শেষপর্যন্ত প্রতিবেশীদের কাছ থেকে ২০ হাজার টাকা ধার করে অ্যাম্বুল্যান্সের ভাড়া মেটান। 


 

West Bengal Live : বালেশ্বর থেকে মায়ের দেহ ফেরার অপেক্ষায় দুই ছেলে

ব্যাঙ্গালোরে মালির কাজ করতেন স্বাধীন বাগদী ও তাঁর স্ত্রী রীতা। দুই ছেলেকে নিয়ে সেখানেই থাকতেন দুবরাজপুরের পলাশবন গ্রামের এই দম্পতি। ব্যাঙ্গালোর-হাওড়া যশবন্তপুর এক্সপ্রেসে বাড়ি ফেরার পথে, ট্রেন দুর্ঘটনায় রীতার মৃত্যু হয়েছে। স্বাধীন সিউড়ি সদর হাসপাতালে ভর্তি। বালেশ্বর থেকে মায়ের দেহ ফেরার অপেক্ষায় দুই ছেলে। 

WB LIVE News Updates: বাসন্তীর ছড়ানেখালি গ্রামে এসে পৌঁছল ৫ জনের মৃতদেহ

বাসন্তীর ছড়ানেখালি গ্রামে এসে পৌঁছল ৫ জনের মৃতদেহ। এঁদের মধ্যে তিন ভাই হারান গায়েন, নিশিকান্ত গায়েন ও দিবাকর গায়েনের দেহ রয়েছে। রয়েছে বিকাশ হালদার ও সঞ্জয় হালদারের মৃতদেহও। বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস বিপর্যয়ে একই গ্রামের এই ৫ জনের মৃত্যু হয়। ধান রোয়ার কাজে অন্ধ্রপ্রদেশে যাচ্ছিলেন এই পরিযায়ী শ্রমিকরা। ছড়ানেখালি গ্রামে স্বজনহারাদের হাহাকার।

West Bengal Live : ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেস বিপর্যয়ে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে!

ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেস বিপর্যয়ে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে! শেষ পাওয়া খবর অনুযায়ী, সংখ্যাটা ২৯৫। যা ছাপিয়ে গিয়েছে ২৪ বছর আগের গাইসাল ট্রেন দুর্ঘটনার ভয়াবহতাকেও। এবিপি আনন্দে করমণ্ডল বিপর্যয়ের খবর দেখে তাই শিউরে উঠেছেন উত্তর দিনাজপুরের গাইসালের নরেন দাস, মহম্মদ বাদালুরা। 

WB LIVE News Updates: বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় দক্ষিণ ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবথেকে বেশি

বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় দক্ষিণ ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবথেকে বেশি। জেলায় ১৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ৪১ জন।১০৬ জন জখম হয়েছেন। ৩০ জন নিরাপদে বাড়ি পৌঁছেছেন। মৃত ও আহতরা অধিকাংশই সুন্দরবনের বাসিন্দা। দর্জি বা পরিযায়ী শ্রমিক হিসেবে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে কাজ করতেন। অন্যদিকে, জেলা প্রশাসনের তরফে আলিপুরে খোলা হয়েছে কন্ট্রোল রুম। এছাড়া, মহকুমা ও ব্লকস্তরেও কন্ট্রোলরুম খোলা হয়েছে। বালেশ্বরে পৌঁছেছেন অতিরিক্ত জেলাশাসক। দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের সুবিধার জন্য হাওড়া স্টেশন থেকে অ্যাম্বুল্যান্স, বাস বা ছোট গাড়ির ব্যবস্থা করছে জেলা 
প্রশাসন। 

West Bengal Live : খোঁজ নেই শান্তিনিকেতনের কোপাইয়ের একাধিক বাসিন্দাদের

শান্তিনিকেতনের কোপাইয়ের নোয়াডাঙার বাসিন্দা ধনঞ্জয় কোড়া, মৃত্যুঞ্জয় কোড়া ও তুফান কোড়া। তিনজনেই চেন্নাইয়ে যাচ্ছিলেন কাজের খোঁজে। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ধনঞ্জয় গুরুতর জখম হয়ে বালেশ্বরের হাসপাতালে ভর্তি রয়েছেন। খোঁজ নেই মৃত্যুঞ্জয় ও তুফানের। 

WB LIVE News Updates: পূর্ব বর্ধমান থেকে নিখোঁজ করমণ্ডল এক্সপ্রেসের ৬ জন যাত্রী

পূর্ব বর্ধমান থেকে নিখোঁজ করমণ্ডল এক্সপ্রেসের ৬ জন যাত্রী। এদের কেউ কাটোয়া বা মন্তেশ্বর। কেউ মঙ্গলকোট বা ভাতারের বাসিন্দা। ট্রেন দুর্ঘটনায় এই জেলার ৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ও মৃতরা সকলেই পরিযায়ী শ্রমিক। বালেশ্বর থেকে আজ কাটোয়া মহকুমা হাসপাতালে ৫ জনের মৃতদেহ নিয়ে আসার কথা।কালনা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হচ্ছে আরও ২ জনের দেহ।

West Bengal Live : বেঁচে ফিরলেও অনেকেই ভুলতে পারছেন না বিভীষিকার রাত

জীবন-মৃত্যুর মাঝামাঝি আটকে পড়ে বালেশ্বরে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি। বেঁচে ফিরলেও অনেকেই ভুলতে পারছেন না বিভীষিকার রাত।

WB LIVE News Updates: : কার ভুলে ঘটল বালেশ্বরের ট্রেন দুর্ঘটনা?

কার ভুলে ঘটল বালেশ্বরের ট্রেন দুর্ঘটনা? সেই প্রশ্ন ঘিরে তোলপাড়ের মধ্য়েই, ফোনে কথোপকথনের একটি অডিও ক্লিপ ট্য়ুইট করেছেন কুণাল ঘোষ। সেই সঙ্গে তিনি লিখেছেন, বড়সড় গোলমাল আছে রেল দুর্ঘটনার পেছনে। এনিয়ে তাঁকে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। সিগন্যাল বিভ্রাটে দুর্ঘটনা, দাবি রেলের। 

প্রেক্ষাপট

কলকাতা: বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় (Balerswar Train Accident) মৃতের সংখ্যা বেড়ে ২৯৫। দুর্ঘটনার ২৪ ঘণ্টা পরেও রাতেও উদ্ধার মৃতদেহ। হাহাকার স্বজন হারানোর। 


করমণ্ডল বিপর্যয়ে (Coromandel Train Accident) মৃত্যুমিছিল, কান্নার রোল বাংলায়। ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতদের মধ্যে পশ্চিমবঙ্গের ৩১জন। আহত ৫৪৪। রিপোর্ট রাজ্য সরকারের। 


মেন লাইনে সিগন্যাল, পয়েন্ট লুপ লাইনে। তারপরেই দুর্ঘটনা। ২ রেলকর্তার কথোপকথন দাবি করে অডিও ক্লিপ ট্যুইট কুণালের। শুরু রাজনৈতিক তরজা।


তিনটি ট্রেনের ২৫টি বগি লাইনচ্যুত। সিগন্যাল বিভ্রাটে দুর্ঘটনা, দাবি রেলের। দোষীদের রেয়াত করা হবে না, কড়া বার্তা মোদির। গভীর রাতে ঘটনাস্থলে থেকে উদ্ধারকাজ তদারকি রেলমন্ত্রীর।


তিন দশকের সব থেকে ভয়াবহ রেল দুর্ঘটনা। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা প্রধানমন্ত্রী-রেলমন্ত্রীর। কার গাফিলতিতে বিপর্যয়? পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ।


করমণ্ডল যেন ডেথ এক্সপ্রেস! দুর্ঘটনাস্থলে মমতা। রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রাক্তন রেলমন্ত্রীর। 


মালগাড়ির ওপর করমণ্ডলের ইঞ্জিন। ট্রেনের মাথায় ট্রেন! দুর্ঘটনা নিয়ে মোদি সরকারের কড়া সমালোচনায় অভিষেক।


উদ্বোধন করেন, দুর্ঘটনারও দায় নিন। অভিষেকের নিশানায় মোদি। রেলমন্ত্রীর পদত্যাগ দাবি। জ্ঞানেশ্বরীকাণ্ডের পর পদ ছেড়েছিলেন মমতা? পাল্টা শুভেনদু। সেই সময় তুমি কোন দলে ছিলে? খোঁচা কুণালের। 


ঘরের কাছে জোটেনি কাজ। ভিনরাজ্যে কাজে যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার ট্রেনযাত্রী পরিযায়ী শ্রমিকরা। পথেই শেষ অনেকের প্রাণ। 


করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার জের। বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন। দুর্ভোগ যাত্রীদের। যত দ্রুত সম্ভব, পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা, জানাল রেল। 


বাড়ছে মৃত্যু। বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার পর এখনও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। দুর্ভোগে যাত্রীরা। রেলের দাবি, সিগন্যাল বিভ্রাটে দুর্ঘটনা। স্বজন হারানোর হাহাকার হাসপাতাল চত্বরে। স্বর্ণালির সঙ্গে দেখুন আনন্দ সকাল, সকাল ৮। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.