West Bengal News Live Updates : বছর তিনেক স্বাস্থ্যকেন্দ্রে কোনও চিকিত্সক নেই, বন্ধ হতে বসেছে বাঁকুড়ার স্বাস্থ্যকেন্দ্র
West Bengal Live News : চোখ রাখুন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে...
পথ কুকুরদের খাবার দেওয়ায় উত্তর ২৪ পরগনার দুটি জায়গায় পশুপ্রেমীদের ওপর হামলার অভিযোগ উঠল। কাঁকিনাড়া ও অশোকনগরের ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা।
চিকিৎসকের অভাবে বন্ধ হতে বসেছে বাঁকুড়ার শালতোড়া ব্লকের কাশতোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। গ্রামবাসীদের অভিযোগ, বছর তিনেক ধরে স্বাস্থ্যকেন্দ্রে কোনও চিকিত্সক নেই। যদিও ওই স্বাস্থ্যকেন্দ্রে চিকিত্সক রয়েছেন বলে দাবি করেছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
কোভিড বাড়ছে। এই পরিস্থিতিতে কোনও ফেস্ট হবে না। পরে হলে হবে পুলিশের বিধি মেনে। জানিয়ে দিলেন, আরজিকর ও কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। সঙ্গীতশিল্পী কেকে’র মৃত্যু ঘিরে বিতর্কের আবহে ফেস্ট নিয়ে ধাক্কা খেলেন দুই কলেজের উদ্যোক্তারা।
বোমা তৈরির সময় ঘটনাস্থলেই ছিলেন ধৃত তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামীও। হিঙ্গলগঞ্জে বিস্ফোরণে একজনের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্তের পর এমনই দাবি পুলিশ সূত্রে! এদিকে আজ হালিশহরে কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে ফের বিস্ফোরণ হয়! এই ধরনের একের পর এক ঘটনা নিয়ে রাজ্যের শাসকদলকে ফের আক্রমণ করেছে বিরোধীরা। উত্তর দিয়েছে তৃণমূলও।
নির্ধারিত সময়ের চারদিন আগেই বঙ্গে পা রাখল বর্ষা। উত্তরবঙ্গে ঢুকে পড়ল দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। ফলে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার ও কোচবিহারে। তবে দক্ষিণবঙ্গে বর্ষার পূর্বাভাস এখনই নেই। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।
সরকারি হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে রোগীর রক্ত অদল-বদল! এক ব্লাড গ্রুপের রোগীকে দেওয়া হল আরেক গ্রুপের রক্ত! মারাত্মক অভিযোগ বীরভূমের রামপুরহাট মেডিক্যালে। লিখিত অভিযোগ দায়ের করেছে দুই রোগীর পরিবার। ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হাসপাতাল সুপার।
রূপান্তরকামী শিক্ষিকার সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগ। প্রধানশিক্ষকের বিরুদ্ধে জেলাশাসকের কাছে অভিযোগ জানালেন শিক্ষিকা। যদিও প্রধান শিক্ষকের দাবি, বৈষম্যের কোনও প্রশ্ন নেই। পরিচালন সমিতির সভাপতি জানিয়েছেন ঘটনা সত্যি হলে ব্যবস্থা নেওয়া হবে।
আগামিকাল জামাই ষষ্ঠী৷ ঘরে ঘরে জামাই আদরের প্রস্তুতি৷ মাছ-মাংসের বিভিন্ন পদে রসনাতৃপ্তির আয়োজনের ব্যস্ততা ঘরে ঘরে। কিন্তু বাধ সাধছে জিনিসের দাম। কপালে চিন্তার ভাঁজ শ্বশুরদের।
মাধ্যমিকের ফল প্রকাশের পরের দিনই প্রকাশিত হল একাদশে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি। ৩৫ শতাংশ নম্বর পেলেই করা যাবে বিজ্ঞান বিভাগে ভর্তির আবেদন। স্কুলে স্কুলে ২৭৫ থেকে আসন সংখ্যা বেড়ে হচ্ছে ৪০০।
জনসংযোগ কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক। ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক বিতর্ক। গতকাল ওন্দার কল্যাণী অঞ্চলে এলাকার উন্নয়ন নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে যান বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ। দেওয়া হয় চোর হঠাও স্লোগান।
চাকরি নিয়ে এবার প্রশ্ন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। ১২ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক দিয়েছে, পাস করেছে ৮৬ শতাংশ। সব শিক্ষিত বেকার তৈরি হয়ে গেল। গ্র্যাজুয়েশন, এমএ পাস করেও চাকরি নেই, ‘যাঁরা বাড়িতে আসেন, তাঁদের অর্ধেকই চাকরি চাইতে আসেন। কোন জায়গায় গিয়ে কী পাস করলে চাকরি পাওয়া যাবে? প্রশ্ন খোদ কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের গলায়।
দীর্ঘদিনের আন্দোলন শেষে স্কুলের চাকরিতে যোগ দিলেন ক্যান্সার আক্রান্ত সোমা দাস। হাইকোর্টের নির্দেশে নিয়োগপত্র পেয়ে এদিন নলহাটির মধুরা হাইস্কুলে বাংলার শিক্ষিকা হিসেবে যোগ দেন সোমা। চারবছর ধরে SSC-তে নিয়োগ দুর্নীতির অভিযোগ নিয়ে আন্দোলন করছিলাম। স্কুলে যোগ দিলেও সোশাল মিডিয়ায় আন্দোলনকারীদের সমর্থন জানাবেন।সময় পেলে যাবেন ধর্মতলায় গান্ধী মূর্তির সামনে SSC আন্দোলনকারীদের ধর্না মঞ্চে। জানিয়েছেন সোমা। সবরকম সহযোগিতার আশ্বাস স্কুল কর্তৃপক্ষের।
ডেপুটেশনে এসে সরকারি আধিকারিককে হুমকি আসানসোলে পুরসভার বিরোধী দলনেত্রীর! জল দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে আঙুল উঁচিয়ে হুমকি চৈতালি তিওয়ারির। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অভিজিত্ অধিকারীকে হুমকি। ‘মেয়রের চামচাগিরি করলে, ১৫ দিনের মধ্যে তুলে দেওয়ার ক্ষমতা আছে’। হুঁশিয়ারি আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রীর>>
মোদি সরকারের ৮ বছর পূর্তি উপলক্ষে মালদায় বিজেপির মিছিল। পুরাতন মালদার সাহাপুর থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় মঙ্গলবাড়ি এলাকায়। পদযাত্রায় যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কসবায় দুষ্কৃতী তাণ্ডব, বাড়িতে ভাঙচুরের অভিযোগ । এক ব্যক্তির বাড়ির জানালা, স্কুটার ভাঙচুর। কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের বাড়ি মালিকের। পুলিশকে ব্যবস্থা নেওয়ার আবেদন ১০৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের। অভিযোগকারীকে সক্রিয় তৃণমূল কর্মী বলে দাবি কাউন্সিলর লিপিকা মান্নার। ‘তোলাবাজি করত বলে অভিযোগকারীকে দল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে’ । ‘একটি শ্লীলতাহানির অভিযোগ ঘিরে এই ঘটনা ঘটতে পারে’। দাবি ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের । সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করা হয়েছে, জানাল পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
মোদি সরকারের ৮ বছর পূর্তি উপলক্ষে মালদায় বিজেপির মিছিল। পুরাতন মালদার সাহাপুর থেকে শুরু হয়ে মিছিল শেষ হবে মঙ্গলবাড়ি এলাকায়। পদযাত্রায় যোগ দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মাধ্যমিকের ফল প্রকাশের পরেই একাদশে ভর্তির বিজ্ঞপ্তি জারি। সর্বাধিক ৪০০ আসনে ভর্তি করতে পারবে স্কুলগুলি। ২৭৫ থেকে আসন সংখ্যা বাড়িয়ে করা হল ৪০০। বিজ্ঞপ্তি জারি করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ভারপ্রাপ্ত সচিব। পাশাপাশি, এবার থেকে ৩৫ শতাংশ নম্বর পেলেই নেওয়া যাবে বিজ্ঞান বিষয়। ৪৫ শতাংশ নম্বর থেকে কমিয়ে করা হয়েছে ৩৫ শতাংশ। এ নিয়েও বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
উত্তর ২৪ পরগনার হালিশহরে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে বিস্ফোরণ। বোমা ফেটেছে বলে অনুমান পুলিশের। কল্যাণী এক্সপ্রেসওয়ে সম্প্রসারণের কাজ চলছে। বিভিন্ন এলাকা থেকে মাটি এনে ফেলা হচ্ছে। আজ সকালে মাটি ফেলার কাজ চলাকালীন বিস্ফোরণ হয়। তবে কেউ হতাহত হয়নি। ঘটনাস্থল ঘিরে রেখেছে জেটিয়া থানার পুলিশ।
কোচবিহারের দিনহাটায় তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। প্রতিবাদে পথ অবরোধ তৃণমূল কর্মীদের। অভিযোগ, ভোররাতে দিনহাটার ভেটাগুড়ির তৃণমূল বুথ সভাপতি মনোরঞ্জন বর্মনের বাড়ি লক্ষ্য করে ৩টি বোমা ছোড়া হয়। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই বোমা ছুড়েছে বলে দাবি তৃণমূলের। পাল্টা শাসকদলের গোষ্ঠী কোন্দলকে দায়ী করেছে গেরুয়া শিবির।
কামারহাটিতে বামশিবিরে ধাক্কা। সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফজল খান। তিনি ৩৫টি ওয়ার্ডের কামারহাটি পুরসভার একমাত্র সিপিএম কাউন্সিলর। গতকাল মদন মিত্রর হাত ধরে অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগ দেন আফজল খান। দলত্যাগী কাউন্সিলরকে পাশে নিয়ে সিপিএমকে হুঁশিয়ারি দেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। সিপিএমের দাবি, শাসকদলের সঙ্গে যোগাযোগ রেখে চলায় আগেই ওই কাউন্সিলরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় ২ তৃণমূল বিধায়ককে সিবিআই তলব। লাভপুর ও কেতুগ্রামের তৃণমূল বিধায়ককে সিবিআই তলব। দুর্গাপুরে অস্থায়ী সিবিআই ক্যাম্পে হাজিরা অনুব্রত ঘনিষ্ঠ অভিজিৎ সিংহের। দুর্গাপুরে অস্থায়ী সিবিআই ক্যাম্পে হাজিরা কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজও। ইলামবাজারে বিজেপি কর্মী খুনের মামলায় তলব দুই তৃণমূল বিধায়ককে।
পারিবারিক বিবাদ চলাকালীন আত্মীয়ার কোল থেকে পড়ে গিয়ে ৭ মাসের শিশুকন্যার মৃত্যু। এই অভিযোগ ঘিরে উত্তর ২৪ পরগনার রাজারহাটের রাইগাছিতে ধুন্ধুমার। ঘটনায় আত্মীয়া-সহ ৪ জনকে আটক করে পুলিশ। অভিযুক্তদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে উত্তেজিত জনতা। তা নিয়ে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, গতকাল রাতে পারিবারিক বিবাদ চলাকালীন আত্মীয়ার কোল থেকে পড়ে যায় ৭ মাসের শিশুটি। পরে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর হাড়ভাঙ্গি গ্রাম থেকে উদ্ধার মহিলার মুণ্ডহীন দেহ। খুনের অভিযোগ উঠল স্বামীর প্রথম পক্ষের স্ত্রী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে। আজ সকালে হাড়ভাঙ্গি গ্রামে একটি মাঠে মহিলার ধড় ও পাশে মুণ্ডটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মৃতের নাম তামিনা সর্দার। পরিবারের অভিযোগ, স্বামী ভিনরাজ্যে কর্মরত। সেই সুযোগে স্বামীর প্রথম পক্ষের স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যরা ওই গৃহবধূকে খুন করিয়েছে। ঘটনাস্থলে যান ক্যানিংয়ের SDPO। কী কারণে খুন, খতিয়ে দেখছে পুলিশ।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরে নজরদারি চালাতে বিদেশ মন্ত্রকের মাধ্যমে দুবাই সরকারের কাছে আবেদন ইডি-র। খবর সূত্রের। ইডি সূত্রে খবর, ওই চিঠিতে অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায়ের দুবাই সফর সম্পর্কিত যাবতীয় তথ্য জানানো হয়েছে। পাশাপাশি, জানানো হয়েছে কয়লা পাচারকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিত্সার জন্য দুবাই গিয়েছেন, এই তথ্যও ইডি-র চিঠিতে জানানো হয়েছে বলে সূত্রের খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরে নজরদারি চালানোর জন্য বিদেশ মন্ত্রকের মাধ্যমে দুবাই সরকারের কাছে আবেদন জানিয়েছে ইডি, খবর সূত্রের।
মালদার চাঁচলের দেবীগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি। লক্ষাধিক টাকা ও সোনার গয়না লুঠ, ব্যবসায়ীকে মারধরের অভিযোগ। আহত ব্যবসায়ী হাসপাতালে ভর্তি। অভিযোগ, গতকাল রাত ২টো নাগাদ চাল ব্যবসায়ী মণি সাহার বাড়িতে হানা দেয় ৬-৭ জনের সশস্ত্র ডাকাতদল। বন্দুকের বাঁট দিয়ে ব্যবসায়ীকে মারধর করে চলে লুঠপাট। লক্ষাধিক টাকা ও সোনার গয়না লুঠ করে ডাকাতরা চম্পট দেয় বলে অভিযোগ। চাঁচল থানায় অভিযোগ দায়ের হয়েছে। দুষ্কৃতীরা অধরা।
বকেয়া কাজের জন্য প্রায় একমাস ব্যান্ডেল শাখায় বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ইন্টারলকিংয়ের কাজ শেষ হলেও কিছু কাজ বাকি রয়েছে। তাই আজ থেকে ৩ জুলাই পর্যন্ত ব্যান্ডেল শাখায় ১০টি EMU লোকাল বাতিল করা হয়েছে। এর মধ্যে হাওড়া থেকে ৩টি, ব্যান্ডেল থেকে ৪টি, কাটোয়া, বর্ধমান ও মেমারি থেকে একটি করে EMU বাতিল করার কথা জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।
জামাইষষ্ঠীর আগের দিন অগ্নিমূল্য বাজার। বাঙালির বারো মাসে তেরো পার্বণে এই দিনটা রসনা তৃপ্তির। আর জামাইষষ্ঠী মানেই ভুরিভোজ, পাতে রকমারি পদ। জামাইষষ্ঠীর আগের দিন মাছ থেকে ফল-মিষ্টি, যাতেই হাত, তাতেই দামের ছ্যাঁকা। চড়া দাম মাছের। গড়িয়াহাট বাজারে ২ কেজির ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার টাকায়। এক থেকে দেড় কেজি ইলিশের দাম দেড় হাজার টাকা। ৮০০ থেকে দেড় হাজারের মধ্যে ঘোরাফেরা করছে বাগদা চিংড়ির দাম। গলদা চিংড়ি বিক্রি হচ্ছে
৬০০ থেকে ৮০০ টাকায়। ছোট ভেটকি ৪০০ থেকে সাড়ে ৪০০, বড় ভেটকি ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের মতোই আগুন ফলের বাজারও। হিমসাগর আম ১০০, ল্যাংড়া আর গোলাপখাস বিক্রি হচ্ছে ১২০ টাকায়। লিচু বিকোচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। গোটা কাঁঠালের দাম ১০০ থেকে দেড়শো টাকা। কাটা মুরগি বিক্রি হচ্ছে ২৪০ থেকে আড়াইশো টাকায়। তবে সবজিতে স্বস্তি।
জনসংযোগ কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক। ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক বিতর্ক। গতকাল ওন্দার কল্যাণী অঞ্চলে এলাকার উন্নয়ন নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে যান বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ। দেওয়া হয় চোর হঠাও স্লোগান। বিজেপি বিধায়কের দাবি, তৃণমূলের মদতেই এই ঘটনা। শাসকদলের পাল্টা দাবি, এলাকার উন্নয়ন নিয়ে ক্ষোভ থাকায় জনরোষ তৈরি হয়েছে।
ঠিকাদারি করলে তৃণমূল করা যাবে না। হলদিয়ায় কড়া বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে, দলীয় পদ ছাড়লেন বেলপাহাড়ির সিমলার তৃণমূলের বুথ সভাপতি। তাঁর দাবি, ঠিকাদারি ছাড়া তাঁর পক্ষে সংসার চালানো কঠিন। দল আগে না ঠিকাদারি আগে ? তা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা।
বনগাঁ সীমান্তে পার্কিংয়ে দুর্নীতির অভিযোগ। সোশাল মিডিয়ায় একটি পোস্ট ঘিরে সামনে চলে এল তৃণমূলের দুই নেতার বিবাদ। নাম না করে তৃণমূল পরিচালিত বনগাঁ পুরসভার বর্তমান চেয়ারম্যানের দিকে আঙুল তুলেছেন প্রাক্তন চেয়ারম্যান। আর এই নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি।
ন্যায্য ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে নিখোঁজ ব্যক্তির স্ত্রী দাবি করে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন এক মহিলা। তাঁর দাবি, মাওবাদীরা স্বামীকে অপহরণ করার পর ১২ বছর পেরিয়ে যাওয়ায়, সরকারি নিয়মে মৃত ঘোষণা করা হয়েছে। কিন্তু আর্থিক সাহায্য পরিবার নিয়েছে, বঞ্চিত করা হয়েছে তাঁকে।
চোখের চিকিৎসার জন্য দুবাই গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কখনও শুনেছেন যে কেউ দুবাই যাচ্ছেন চোখ দেখাতে? ট্যুইটারে অভিষেকের দুবাই সফরকে কটাক্ষ তথাগত রায়ের। উনি কবে থেকে ডাক্তার হয়ে গেলেন? পাল্টা শান্তনু সেন।
প্রেক্ষাপট
কলকাতা :
- অনলাইন (Online) নয়, অফলাইনেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে (Calcutta University) পরীক্ষা। অফলাইনেই কলেজে পরীক্ষা (College Examination) নেওয়ার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের (University)। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের (Syndicate) বৈঠকে সিদ্ধান্ত। ‘সিলেবাস শেষ না হলে কলেজে নিতে হবে স্পেশাল ক্লাস’, কলেজের অধ্যক্ষদের উদ্দেশে নির্দেশ কলকাতা বিশ্ববিদ্যালয়ের।
- কেকে-র অনুষ্ঠানে নজরুল মঞ্চে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, তার প্রেক্ষিতে এবার কলেজ ফেস্ট নিয়ে কড়া নির্দেশিকা জারি করল লালবাজার। ওই নির্দেশিকায় বলা হয়েছে, কলেজ ফেস্ট করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুষ্ঠানের বিষয়ে আগাম বিস্তারিত জানাতে হবে কলকাতা পুলিশকে।
- নির্দেশিকায় বলা হয়েছে, কলেজ ফেস্ট করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুষ্ঠানের বিষয়ে আগাম বিস্তারিত জানাতে হবে কলকাতা পুলিশকে। নিশ্চিত করতে হবে যাতে, কোনওভাবেই অডিটোরিয়ামের আসন সংখ্যার থেকে পাসের সংখ্যা বেশি না হয়। একটি পাসে একজনই ঢুকতে পারবেন। অনুষ্ঠানস্থলে রাখতে হবে অ্যাম্বুল্যান্স। সেইসঙ্গে রাখতে হবে পর্যাপ্ত সংখ্যায় নিরাপত্তারক্ষী।
- রবীন্দ্র সরোবরে রোয়িং দুর্ঘটনার জের, তৈরি এসওপির খসড়া। ঝড়ের মধ্যে রোয়িং, ২ ছাত্রের মৃত্যুর জেরে তৈরি এসওপির খসড়া। ‘বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে রোয়ার, কক্সদের, রোয়ার, কক্সদের জানতেই হবে সাঁতার, সাঁতার জানার সার্টিফিকেট থাকলেই হবে না, সাঁতার জানে কিনা, জানতে নিতে হবে পরীক্ষা।’
- ‘কে কে-র প্রতি আমার কোনও বিদ্বেষ নেই, আমি একার কথা বলতে চাইনি, বেশ কয়েকজন ট্যালেন্টের কথা বলতে চেয়েছিলাম, তবে, তাঁদের কারও অনুমতি না নিয়ে বলেছিলাম বলে দুঃখিত, গায়ক হিসেবে আমার কোনও হতাশা নেই, কে জানত কে কে-র জন্য চরম পরিণতি ওৎ পেতে রয়েছে’, বললেন রূপঙ্কর।
- ‘আমার যে ভিডিও গত ক’দিন ধরে ভাইরাল হয়েছে, তা মুছে দিলাম, আমার মন্তব্য ফেসবুক থেকে মুছে দিলাম, কে কে যেখানেই থাকুন, ভাল থাকুন’, কে কে-র মৃত্যুর পর প্রথম মুখ খুললেন রূপঙ্কর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -