West Bengal News Live Updates: মুখ্যমন্ত্রীকেই কাল নজরবন্দি করার দাবি শুভেন্দু অধিকারীর
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
মুখ্যমন্ত্রীকেই কাল নজরবন্দি করার দাবি শুভেন্দু অধিকারীর। কেন্দ্রীয় বাহিনী দিয়ে কাল মুখ্যমন্ত্রীকে নজরবন্দি করার দাবি। রামনবমীর পরে হনুমান জয়ন্তী, মুখ্যমন্ত্রীর মন্তব্যে উস্কানির অভিযোগ। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নজরবন্দি করার দাবি।
আজও থমথমে হুগলির রিষড়া! কিছু খুললেও বন্ধ রইল অধিকাংশ দোকানপাট। এদিকে আজ চন্দননগর কমিশনারেটে লকেট চট্টোপাধ্যায়ের ডেপুটেশন দেওয়া ঘিরে উত্তেজনা ছড়াল! ভোটব্যাঙ্কের স্বার্থে পরিকল্পনা করে অশান্তি করা হয়েছে। অভিযোগ তুললেন বিজেপি সাংসদ। পাল্টা উত্তর দিতে দেরি করেনি তৃণমূল।
আবাস যোজনার বাড়ির বিনিময়ে, ঘুষ চাওয়া হয়েছে এক মাছ বিক্রেতার কাছ থেকে! আসানসোল পুরসভার এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে উঠেছে এমনই মারাত্মক অভিযোগ। এনিয়ে তৃণমূলের অন্দরেই দ্বিমত। কেউ বলছেন ফাঁসানো হয়েছে। কেউ আবার বলছেন, দোষ প্রমাণ হলে ব্য়বস্থা নেবে দল। এনিয়ে আক্রমণ শানাতে ছাড়েনি বিজেপি।
হাওড়ায় আগ্নেয়াস্ত্র হাতে রামনবমীর মিছিল, গ্রেফতার আরও ২। বিহারের মুঙ্গের থেকে আগেই গ্রেফতার সুমিত সাউ। এবার সালকিয়া থেকে গ্রেফতার সুমিতের ২ সঙ্গী। পালানোর আগে অবিনাশ যাদবের কাছে আগ্নেয়াস্ত্র রেখে যায় সুমিত, দাবি পুলিশের। পরে আগ্নেয়াস্ত্রটি আরিয়ান গুপ্ত নামে আর একজনকে দেন অবিনাশ, দাবি পুলিশের। ধৃত ৩ জনকেই ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। শিবপুরে অশান্তির ঘটনায়, এখনও পর্যন্ত গ্রেফতার ৪১।
হাইকোর্টের নির্দেশ, হনুমান জয়ন্তীতে রাজ্য়ে ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কলকাতা, হুগলি, ব্য়ারাকপুরে ৩ কোম্পানি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত।
মিছিলে থাকতে পারবেন না ১০০ জনের বেশি, সিদ্ধান্ত রাজ্য় সরকারের। স্পর্শকাতর এলাকায় ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত রাজ্য় সরকারের। মুখ্য়সচিবের নেতৃত্বে নবান্নে বৈঠকে বাহিনী নিয়ে সিদ্ধান্ত।
হাঁসখালিকাণ্ডের এক বছর, কালা দিবস পালন বিজেপির। হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ করে খুন, কালা দিবস পালন বিজেপির। 'তৃণমূলের গুন্ডারা নাবালিকাকে নৃশংস খুন করেছে, কঠোর শাস্তি চাই', নিহতের পরিবারের সঙ্গে দেখা করার পর দাবি শুভেন্দু অধিকারীর। মৃতের পরিবারকে আর্থিক সাহায্য বিজেপির।
কাঁকসা, গলসির পর এবার কোচবিহারে 'দুয়ারে সরকার' ক্যাম্পে বিক্ষোভ। আবেদনের পরেও কোনও কাজ না হওয়ার অভিযোগে কাগজ ছুড়ে বিক্ষোভ। তুফানগঞ্জে দুয়ারে সরকারের ক্যাম্পে বিক্ষোভ, পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে।
দিল্লি থেকে চুরি যাওয়া গাড়ি ব্যবহার করে খুন শক্তিগড়ে। পাটুলির বাসিন্দার বিক্রি করা গাড়ির নম্বর ব্যবহার করা হয় দিল্লি থেকে চুরি যাওয়া গাড়িতে। শক্তিগড়ে কয়লা মাফিয়া রাজু ঝা খুনে আরও ঘনীভূত রহস্য। দ্বিতীয়বার ফরেন্সিক পরীক্ষার পর উদ্ধার হয় আততায়ীদের ব্যালেনো গাড়ির আসল ইঞ্জিন ও চেসিস নম্বর। সেই সূত্র ধরে পুলিশ জানতে পেরেছে, গাড়ির আসল মালিক হরিয়ানা গুরগাঁওয়ের বাসিন্দা। গত জানুয়ারি মাসে, ওই ব্যক্তি, থানায় অভিযোগ করেন দিল্লি জনকপুরী থেকে তাঁর গাড়িটি চুরি হয়ে যায়। সেই তদন্তে নামে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।
'টাকা নিয়ে কেউ ঘোরাঘুরি করলে মন ডগমগ করবে না?', নিয়োগ দুর্নীতিতে একের পর এক নেতা-মন্ত্রী গ্রেফতার, আজব সাফাই বিধায়কের।
'কেউ হয়তো ঘুষ নিয়েছে, ঘুষ দিয়েছে কারা? ঘুষ নেওয়া অন্যায় হলে, ঘুষ দেওয়াও অন্যায়', নিয়োগ দুর্নীতি নিয়ে আজব সাফাই পিএসির চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণীর।
হনুমান জয়ন্তীতে বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের, রাজ্যকে কটাক্ষ শুভেন্দুর। 'কোর্টের রায়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে 'ফেল' রাজ্য সরকার',
হাইকোর্টের নির্দেশকে হাতিয়ার করে রাজ্য সরকারকে কটাক্ষ শুভেন্দুর।
মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। দুপুর ৩.১৬ থেকে দুপুর ৩.৪৫ পর্যন্ত মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ বিচারপতির। ২০১৬-র প্রাথমিক টেট উত্তীর্ণদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ বিচারপতির। কোন সংস্থার মাধ্যমে পরীক্ষার ফলপ্রকাশ? উত্তর দেওয়া প্রস্তুতির জন্য সময় চাইলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য।
কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রীকে না পেয়ে কৃষি সচিবের সঙ্গে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়দের। হিসেবে গরমিল রয়েছে, সেই কারণেই আটকে আছে টাকা, দাবি কৃষি সচিবের। 'দরকারে সিবিআই তদন্ত করুন, দোষীকে শাস্তি দিন, আদালতে যান, কিন্তু টাকা আটকাবেন না', কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর অফিসের বাইরে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
হনুমানজয়ন্তীর আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অ্যাডভাইসরি। সমস্ত রাজ্যের উদ্দেশ্যে অ্যাডভাইসরি জারি স্বরাষ্ট্রমন্ত্রকের। সমস্ত রাজ্যকে আইন-শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশ। কোনওভাবে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত না হয় সেদিকে নজর রাখতে হবে। নির্দেশিকা জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের।
গরুপাচার মামলায় আব্দুল লতিফকে এবার ফেরার ঘোষণা করতে পারে সিবিআই। সিবিআইয়ের চার্জশিটে নাম ওঠার পর, গরুপাচার মামলায় লতিফের বিরুদ্ধে জামিনঅযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়। কিন্তু, আদালতে হাজিরা বা আত্মসমর্পণ কোনওটাই করেননি লতিফ। সূত্রের খবর, তাঁকে ফেরার ঘোষণা করতে আইনি পরামর্শ নিচ্ছে সিবিআই। ফেরার ঘোষণা করার পরও যদি লতিফ হাজিরা না দেন, তবে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করতে পারে সিবিআই।
'হনুমানজয়ন্তী নিয়ে কোন রাজনৈতিক নেতা কোথাও কোন বক্তব্য পেশ করবেন না। হনুমানজয়ন্তীর জন্য কেন্দ্রের কাছে আধা সামরিক বাহিনী চাইবে রাজ্য', অবিলম্বে কেন্দ্রকে সাহায্য করতে হবে, নির্দেশ হাইকোর্টের। মিছিল বা শোভাযাত্রা প্রশাসনের শর্ত উল্লঙ্ঘন করলে,দায়় সেই প্রতিষ্ঠান ও তার আধিকারিকদের , প্রস্তাব রাজ্যের।
কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রীকে না পেয়ে কৃষি সচিবের সঙ্গে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়দের। হিসেবে গরমিল রয়েছে, সেই কারণেই আটকে আছে টাকা, দাবি কৃষি সচিবের। 'দরকারে সিবিআই তদন্ত করুন, দোষীকে শাস্তি দিন, আদালতে যান, কিন্তু টাকা আটকাবেন না', কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর অফিসের বাইরে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
সিকিমের নাথুলার কাছে তুষারধস। মৃত্য়ু হয়েছে অন্তত ৭ জনের। এখনও নিখোঁজ বেশ কয়েকজন পর্যটক। সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী সকাল থেকে উদ্ধারকাজে নেমেছে। মৃতদেহগুলির ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। মৃত ৭ জনের মধ্য়ে ২ জন বাঙালি। উত্তর ও পূর্ব সিকিমে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে বেলা বাড়ার পর উত্তর সিকিমের লাচেন পর্যন্ত যাওয়ার অনুমতি দিয়েছে প্রশাসন।
দ্রুত নিয়োগের দাবিতে রাজ্য সরকারি গ্রুপ ডি চাকরি প্রার্থীদের লং মার্চ। গত ৩ এপ্রিল তমলুক থেকে শুরু হয় মিছিল। আজ শেষ হচ্ছে শহিদ মিনারে। এদিন, রামরাজাতলা থেকে মিছিল করতে চাইলেও রামনবমীর মিছিল ঘিরে শিবপুরে অশান্তির জন্য চাকরিপ্রার্থীদের মিছিলে অনুমতি দেয়নি পুলিশ। তাই হাওড়ার পরিবর্তে বড়বাজার থেকে শুরু হয় মিছিল।
বকেয়া আদায়ে এবার অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে তৃণমূলের দিল্লি দরবার। রাজ্যের বকেয়া মেটানোর দাবিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ণ মন্ত্রী গিরিরাজ সিংহের সঙ্গে দেখা করতে কৃষিভবনে ঢুকল তৃণমূলের প্রতিনিধি দল। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন সৌগত রায়, কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়, সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়, শান্তনু সেন, দোলা সেন, অর্জুন সিংহরা। বাংলা বাদে বাকি সব রাজ্য টাকা পাচ্ছে, কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে কথা বলতে চান তাঁরা।
আসানসোল জেল সুপার কৃপাময় নন্দী পৌঁছলেন দিল্লিতে ইডি-র সদর দফতরে। গরু পাচার মামলায় হাজিরার জন্য তাঁকে তলব করেছিল ইডি। গত বছরের আয়ের নথি, ব্যাঙ্ক স্টেটমেন্ট, বিনিয়োগের তথ্য আনতে বলা হয়েছে তাঁকে।
প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, মন্তব্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। সামনে হনুমান জয়ন্তী আসছে, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে হবে, মন্তব্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। রাজ্য পুলিশ না পারলে প্যারা মিলিটারির সাহায্য নিন, মন্তব্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির
হনুমান জয়ন্তীতেও অশান্তি করতে পারে বিজেপি, আশঙ্কাপ্রকাশ নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজার। পরিকল্পিত আক্রমণ শাসক দলের, পাল্টা দাবি রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যর।
রাজ্যপালের পরিদর্শনের পর কেটে গেছে একদিন। এখনও থমথমে রিষড়া। বন্ধ অধিকাংশ দোকান। গলির মোড়ে মোড়ে পুলিশ পিকেট। অবৈধ জমায়েত দেখলেই সরিয়ে দিচ্ছে পুলিশ। পাশাপাশি রেল লাইনের পাথর তুলে যাতে আর কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটানো যায়, রিষড়া ৪ নম্বর রেল গেট এলাকায় ক্যাম্প করেছে RPF। বিভিন্ন এলাকায় চন্দননগর কমিশনারেটের তরফে বসানো হয়েছে পুলিশ পিকেট।
কয়লা মাফিয়া রাজু ঝার খুনের নেপথ্য়ে কয়লাই, এমনটাই মনে করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, টেন্ডার জমা দিয়ে বরাত পাওয়ার পরও কয়লা তুলতে লেভি দিতে হত। এই লেভিই কয়লা মাফিয়ার কাছে পরিচিত ছিল গুন্ডা ট্য়াক্স নামে। সম্প্রতি এই লেভির সর্বময়কর্তা হয়ে উঠেছিলেন রাজু ঝা, খবর পুলিশ সূত্রে। রাজুর আমলে টন পিছু কয়লা তোলায় লেভির রেট ১৫০ টাকা থেকে বেড়ে হয়েছিল ৬০০ টাকা। পুলিশের অনুমান, রাজুর বিরুদ্ধে গোষ্ঠী তৈরি হয়েছিল। খুনের নেপথ্য়ে সেটাই অন্যতম কারণ, দাবি পুলিশের।
কুড়মিদের আন্দোলনের জেরে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। একাধিক ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে। বেশ কিছু ট্রেনের পথ সংক্ষিপ্ত করা হয়েছে। বাতিল হয়েছে হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, বাতিল হাওড়া তিতলাগড় এক্সপ্রেস , হাওড়া কাটানগর স্টিল এক্সপ্রেস, চলছে না হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস, ঝাড়গ্রাম-ঘাটশিলা-ধানবাদগামী একাধিক মেমু স্পেশালের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে, হাওড়া আদ্রা চক্রধরপুর এক্সপ্রেস, পুরুলিয়া হাওড়া এক্সপ্রেসের।
একাধিক দাবি নিয়ে ফের পথে আদিবাসী কুড়মি সমাজ। পুরুলিয়ার কুস্তাউর, পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে রেল অবরোধ। রেললাইনে বসে স্লোগান, ধামসা-মাদল নিয়ে গান আদিবাসী কুড়মি সমাজের। চরম দুর্ভোগে ট্রেনযাত্রীরা।
২৯ মার্চ গরুপাচার মামলায় আবদুল লতিফকে দিল্লিতে তলব করে ইডি। কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছিলেন তিনি। সেই লতিফকেই তলবের দু’দিন পর দেখা যায় রাজুর সঙ্গে। এই লতিফ গরুপাচার মামলায় অভিযুক্ত এনামুল হকের ডান হাত বলে পরিচিত, যিনি গরুপাচার মামলার কিংপিন। যাঁকে না কি সিবিআই খুঁজেই পাচ্ছে না।
হাওড়ার শিবপুরে অশান্তির ঘটনায় বিহারের মুঙ্গের থেকে গ্রেফতার তরুণের রাজনৈতিক পরিচয় নিয়ে এবার আসরে নামল তৃণমূল। একাধিক ছবি পোস্ট করে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ট্যুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, ধৃত সুমিত সাউ বিজেপি নেতাদের ঘনিষ্ঠ ছিলেন। সাংবাদিক বৈঠক করেও সুর চড়িয়েছেন কুণাল ঘোষ। পাল্টা জবাব দিয়েছেন সুকান্ত মজুমদার।
পঞ্চায়েত ভোটের আগে তিন জেলায় বোমা উদ্ধার। মুর্শিদাবাদের লালগোলায় উপ স্বাস্থ্য কেন্দ্রের কাছেই বোমা উদ্ধারে আতঙ্ক ছড়ায়। মালদার বৈষ্ণবনগরে ভুট্টা খেতে এবং বীরভূমের নানুরে রাস্তার ধারে মেলে প্লাস্টিকের জারভর্তি বোমা। একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
'জিও ওউর জিনে দো'। রিষড়ায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার পর এই বার্তাই দিলেন রাজ্য়পাল। তাঁর সামনে অশান্তির ঘটনার কথা তুলে ধরে এলাকাবাসীরা। দ্রুত শান্তি ফিরুক। চাইছে রিষড়াবাসী।
'জিও ওউর জিনে দো'। রিষড়ায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার পর এই বার্তাই দিলেন রাজ্য়পাল। তাঁর সামনে অশান্তির ঘটনার কথা তুলে ধরে এলাকাবাসীরা। দ্রুত শান্তি ফিরুক। চাইছে রিষড়াবাসী।
শনি থেকে মঙ্গল, কয়লা মাফিয়া রাজু ঝা খুনের পর চারদিন কেটে গেলেও এখনও আততায়ীরা অধরা। খুনের মোটিভও এখনও স্পষ্ট নয় তদন্তকারীদের কাছে। এরইমধ্যে শক্তিগড়ে হত্যাস্থল ঘুরে দেখলেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। আততায়ীদের ব্যালেনো গাড়িটিকেও এদিন পরীক্ষা করেন তাঁরা।
বাংলায় দীর্ঘদিন ধরে রাজনীতির দুর্বৃত্তায়ন চলছে, এবার তার শেষ হওয়া প্রয়োজন। দুষ্কৃতীদের জেলে পাঠাতে হবে। রিষ়ড়ায় গিয়ে এভাবেই কড়াবার্তা দিলেন রাজ্য়পাল। অন্যদিকে এদিন ফের বর্তমান রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী।
প্রেক্ষাপট
রামনবমীর (Ram Navami) মিছিল ঘিরে অশান্তি। বঙ্গ বিজেপির অভিযোগ পেয়েই সক্রিয় কেন্দ্র। ৩দিনে মুখ্য সচিবের রিপোর্ট তলব। বিজেপি কী করছে, তাও জানানো হবে, পাল্টা তৃণমূল।
রামনবমীর মিছিল ঘিরে অশান্তি। শিবপুর-রিষড়া (Rishra) থানার নিয়ন্ত্রণ ১ মাসের জন্য কেন্দ্রীয় বাহিনীর হাতে ছাড়ার দাবি শুভেন্দুর।
শিবপুর-রিষড়া থানাকে উপদ্রুত ঘোষণার দাবি শুভেন্দুর (Suvendu Adhikari। হিংসা ছড়ালে রেয়াত নয়, ফের কড়া বার্তা মমতার (Mamat Banerjee। পরিস্থিতি নিয়ন্ত্রণে, দাবি মুখ্যসচিবের।
রাতভর অশান্ত রিষড়া। দার্জিলিং (Darjeeling) সফর কাটছাঁট করেই ঘটনাস্থলে রাজ্যপাল। কথা বললেন স্থানীয়দের সঙ্গে। রিপোর্ট নিলেন সিপির কাছ থেকে।
পূর্বসুরীদের তুলনা টেনে ফের রাজ্যপালকে আক্রমণে শুভেন্দু। নিয়ন্ত্রণের চেষ্টা, পাল্টা কটাক্ষ তৃণমূলের।
রিষড়াকাণ্ডকে হাতিয়ার করে সক্রিয় বিজেপি (BJP)। ডানকুনিতে বাধা পেয়ে রাজভবনে সুকান্ত। রিষড়া স্টেশনে বসে পড়লেন লকেট।
ডানকুনিতে সুকান্তকে বাধা, পুলিশের নজর এড়িয়ে ট্রেনে রিষড়ায় ঢোকার চেষ্টা লকেটের। স্টেশনে আটকাল পুলিশ।
বিজেপির বিরুদ্ধে বহিরাগত নিয়ে হামলার অভিযোগে চড়া সুর মমতার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -