West Bengal News Live: সন্দেশখালির ঘটনায় কেন অধরা দুষ্কৃতীরা? প্রশ্নে পুলিশের ভূমিকা

Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে

ABP Ananda Last Updated: 05 Jan 2024 03:04 PM
WB News Live Updates: সন্দেশখালির ঘটনায় কেন অধরা দুষ্কৃতীরা? প্রশ্নে পুলিশের ভূমিকা

এখনও সন্দেশখালির ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ। এখনও কেন অধরা দুষ্কৃতীরা, প্রশ্নে পুলিশের ভূমিকা। 

WB News Live Updates: সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে ইডি হানা ঘিরে দুষ্কৃতী তাণ্ডবে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবকে তলব রাজ্যপালের

সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে ইডি হানা ঘিরে দুষ্কৃতী তাণ্ডব
মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবকে তলব রাজ্যপালের
ডিজিকেও রাজভবনে ডেকে পাঠালেন সিভি আনন্দ বোস

WB News Live Updates: একাধিক অফিসারের এখনও খোঁজ পাচ্ছে না ইডি

একাধিক অফিসারের এখনও খোঁজ পাচ্ছে না ইডি। সন্দেশখালিতে নৈরাজ্য, ধ্বংসে ব্যবস্থা নিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যপাল। শাহকে ফোনে জানালেন শুভেন্দু। চিঠি
লিখলেন সুকান্ত। 

WB News Live Updates: প্রাথমিকের প্যানেল প্রকাশের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ

প্রাথমিকের প্যানেল প্রকাশের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং চাকরিপ্রাপকদের একাংশ। ৩ জানুয়ারি ১০ দিনের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় প্যানেল প্রকাশের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

WB News Live Updates: ৭ জানুয়ারি নেতাইয়ে যেতে পারবেন শুভেন্দু অধিকারী, জানিয়ে দিল হাইকোর্ট

৭ জানুয়ারি নেতাইয়ে যেতে পারবেন শুভেন্দু অধিকারী, জানিয়ে দিল হাইকোর্ট
বিকেল ৫-সন্ধে ৬টার মধ্যে শ্রদ্ধা জানাতে পারবেন বিরোধী দলনেতা
নিরাপত্তারক্ষী-সহ সীমিত লোক নিয়ে শুভেন্দুকে যাওয়ার অনুমতি হাইকোর্টের
বিকেল সাড়ে ৪টের মধ্যে শেষ করতে হবে নেতাই শহিদ স্মৃতি রক্ষা কমিটির অনুষ্ঠান, নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর
গোটা অনুষ্ঠানের ভিডিওগ্রাফির নির্দেশ কলকাতা হাইকোর্টের
'১২ বছর ধরে এই অনুষ্ঠান হচ্ছে, আগে শুভেন্দুকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হত'
'দলবদলের পর তাঁর ওপর আগ্রহ হারিয়েছে আয়োজক কমিটি' 
যদিও শুভেন্দু সেখানে যেতে আগ্রহী, মন্তব্য বিচারপতির 

WB News Live Updates:খবর করতে গিয়ে আক্রান্ত এবিপি আনন্দ, ভাঙা হল ক্যামেরা, গাড়ি, মোবাইল ছিনতাই

খবর করতে গিয়ে আক্রান্ত এবিপি আনন্দ, ভাঙা হল ক্যামেরা, গাড়ি, মোবাইল ছিনতাই
এবিপি আনন্দর চিত্র সাংবাদিককে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর দুষ্কৃতীদের

WB News Live Updates: সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে সংবাদমাধ্যমের উপর চড়াও দুষ্কৃতীরা

সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে সংবাদমাধ্যমের উপর চড়াও দুষ্কৃতীরা।
চুরমার গাড়ি, ক্যামেরা। আক্রান্ত এবিপি আনন্দ। আহত চিত্র সাংবাদিক সঞ্জয় চট্টোপাধ্যায়, গাড়িচালক পঙ্কজ।

WB News Live Updates: সন্দেশখালির ঘটনায় মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

সন্দেশখালির ঘটনায় মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

WB News Live Updates: তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডির অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল সন্দেশখালি

তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডির অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল সন্দেশখালি

WB News Live Updates: আক্রান্ত ২ ইডি আধিকারিককে আনা হল সিজিও কমপ্লেক্সে

আক্রান্ত ২ ইডি আধিকারিককে আনা হল সিজিও কমপ্লেক্সে

 West Bengal News Live: ইডির অভিযান ঘিরে সন্দেশখালির সরবেড়িয়ায় ধুন্ধুমার, আক্রান্ত এবিপি আনন্দ সহ অন্যান্য সংবাদমাধ্যম

তৃণমূল নেতা শেখ শাহজাহনের বাড়িতে ইডির অভিযান ঘিরে সন্দেশখালির সরবেড়িয়ায় ধুন্ধুমার। ইডি আধিকারিক, কেন্দ্রীয় বাহিনীদের ওপর হামলা তৃণমূল নেতার অনুগামীদের।  খবর করতে গেলে এবিপি আনন্দর চিত্র সাংবাদিক সঞ্জয় চট্টোপাধ্যায়কে বেধড়ক মারধর করা হয়, ভাঙচুর করা হয় ক্যামেরা। কেড়ে নেওয়া হয় লাইভ সম্প্রচারের সরঞ্জাম। ছিনতাই করা হয়েছে এবিপি আনন্দর প্রতিনিধি সন্দীপ সরকারের মোবাইল ফোন। গাড়ির চালককেও মারধর করা হয়। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এবিপি আনন্দর গাড়ি। আক্রান্ত হয় অন্যান্য সংবাদমাধ্যম।    

WB News Live Updates: অটোয় এলাকা ছাড়তে বাধ্য হলেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা

ইডি-কে বাধা, ধাক্কাধাক্কি, মারধর। চুরমার ইডি আধিকারিক ও জওয়ানদের গাড়ি। অটোয় এলাকা ছাড়তে বাধ্য হলেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা।

 West Bengal News Live: ইডি-কে বাধা, ধাক্কাধাক্কি, প্রাণভয়ে এলাকা ছাড়লেন আধিকারিকরা

ইডি-কে বাধা, ধাক্কাধাক্কি। প্রাণভয়ে এলাকা ছাড়লেন আধিকারিকরা। গোটা এলাকা দখল দুষ্কৃতীদের।

WB News Live Updates: কলকাতাতেও তল্লাশি অভিযানে নামল ইডি

কলকাতাতেও তল্লাশি অভিযানে নামল ইডি

 West Bengal News Live: শীতের রাতে জগৎবল্লভপুরে ফের চুরি

শীতের রাতে জগৎবল্লভপুরে ফের চুরি

WB News Live Updates: গাইঘাটায় শঙ্কর আঢ্যর ভাইয়ের আইসক্রিম কারখানাতেও হানা ইডি-র

গাইঘাটায় শঙ্কর আঢ্যর ভাইয়ের আইসক্রিম কারখানাতেও হানা ইডি-র

 West Bengal News Live: রেশন দুর্নীতির তদন্তে নতুন বছরের শুরুতেই উত্তর ২৪ পরগনায় ফের সাঁড়াশি অভিযানে নামল ইডি

রেশন দুর্নীতির তদন্তে নতুন বছরের শুরুতেই উত্তর ২৪ পরগনায় ফের সাঁড়াশি অভিযানে নামল ইডি। জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত ২ তৃণমূল নেতার বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে পৌঁছে গেল ইডি।  
সাতসকালে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের সরবেড়িয়ার বাড়িতে পৌঁছে যান ইডির আধিকারিকরা। শেখ শাহজাহানের বাড়ির সামনে তাঁর অনুগামীদের বিক্ষোভ। কেন না জানিয়ে ইডির হানা? প্রশ্ন তুলে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের।  
শেখ শাহজাহান উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষের পাশাপাশি সন্দেশখালি ১-এর ব্লক সভাপতি। 

WB News Live Updates: শেখ শাহজাহানের বাড়ির সামনে তাঁর অনুগামীদের বিক্ষোভ

শেখ শাহজাহানের বাড়ির সামনে তাঁর অনুগামীদের বিক্ষোভ। কেন না জানিয়ে ইডির হানা? প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা। 

 West Bengal News Live: রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে ইডি হানা

রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে ইডি হানা

WB News Live Updates: নতুন বছরের শুরুতেই অভিযানে ইডি

নতুন বছরের শুরুতেই অভিযানে ইডি
সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে ইডি হানা
শাহজাহান শেখের বাড়ির দরজা বন্ধ, বাইরে থেকে ডাকাডাকি ইডি আধিকারিকদের
বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর শ্বশুরবাড়িতে ইডি আধিকারিকরা
কয়েকদিন আগে শঙ্কর আঢ্যকে তলব করেছিল ইডি, হাজির হননি তৃণমূল নেতা

 West Bengal News Live: দীর্ঘ সাড়ে ৪ মাস পরে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পেরেছে ইডি

দীর্ঘ সাড়ে ৪ মাস পরে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পেরেছে ইডি। আর তার জন্য বুধবার সন্ধে থেকে কার্যত নাটকীয় পরিস্থিতি তৈরি হয়! এসএসকেএম থেকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল সংগ্রহ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

প্রেক্ষাপট

গ্রেফতারির পরেও দিনের পর দিন এসএসকেএমে প্রভাবশালীরা। এবার প্রশ্ন তুলল খোদ হাইকোর্ট (Calcutta High Court)। কারা কারা ভর্তি? ২৪ তারিখের মধ্যে রাজ্যের হলফনামা তলব। 


এসএসকেএমে (SSKM) শিশুদের বেডে কেন সুজয়কৃষ্ণ? জানতে চায় হাইকোর্ট (Calcutta High Court)। প্রভাবশালীদের জন্য তৈরি হতে পারে আলাদা ওয়ার্ড। কার্যত কটাক্ষ প্রধান বিচারপতির। 


লাইফ সাপোর্ট সিস্টেমে নেই, ঘুরে বেড়াচ্ছেন। সত্যি হলে মারাত্মক।কতদিন হাসপাতালে থাকা যায়? এসএসকেএম নিয়ে মামলায় জানতে চাইলেন বিচারপতি। 


কেউ আটকালে আদালত অবমাননার দায়ে পদক্ষেপ। কোর্টের কড়া নির্দেশের পরেই যাবতীয় জারিজুরি শেষ। কণ্ঠস্বরের নমুনা দিতেই হল কালীঘাটের কাকুকে। 


হাইকোর্টের ডেডলাইনের পরেই ভয়েস টেস্ট। কল রেকর্ড-সহ সব যাচ্ছে সিএফএলে। দয়া করে নির্দেশ দেবেন না, কাতর আবেদন কাকুর আইনজীবীর। 


মামলায় যুক্ত না করেই কণ্ঠের নমুনা নেওয়ার অভিযোগ। সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে সুজয়কৃষ্ণ। চাইলে আবেদনের পরামর্শ বিচারপতি সিন্হার।


মুখ খুলতেই কার্যালয় থেকে ঘনিষ্ঠের বাড়িতে তাণ্ডব। রুনাকে দায়ী করে ফের চড়া সুর মনোরঞ্জনের। কটূক্তির অভিযোগে পাল্টা থানায় যুব তৃণমূলনেত্রী। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.