West Bengal News Live: 'কাজে ফিরলেও, খাবার খাব না', ডেডলাইন শেষ, আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা
Get the latest West Bengal News and Live Updates: শহর থেকে জেলা, সমস্ত টাটকা খবরের চটজলদি আপডেট পান এক ক্লিকেই...
ফের রাজ্যে ধর্ষণ-খুনের অভিযোগ, 'এনকাউন্টার' দাওয়াই দেবের। 'এধরনের নিন্দনীয়, জঘন্য ঘটনায় শ্যুট অ্যাট সাইট করে দাও। এধরনের ঘটনা যেই করুক, ধরা পড়লে বাঁচিয়ে রেখে সরকারি টাকা খরচ করে লাভ নেই। আমি জানি, একজন জনপ্রতিনিধি হয়ে আমার একথা বলা উচিত নয়। কিন্তু, আইন কঠোর হলেও আমরা আমাদের মা-বোনেদের বাঁচাতে পারছি না। এটা সত্যিই আমাদের ভাবার বিষয়, আমাদের জেগে উঠতে হবে। মানুষের মধ্যে ভয় না থাকলে এধরনের ঘটনা আটকানো যাবে না। এমন কিছু করতে হবে যাতে কুকর্ম তো দূরের কথা, ভাবতেও যেন ভয় পায়', ধর্ষণ-খুন রুখতে এবার এনকাউন্টারের দাওয়াই তৃণমূল সাংসদ দেবের।
আমরণ অনশনে কলকাতা মেডিক্যাল কলেজের স্নিগ্ধা হাজরা। আমরণ অনশনে এনআরএস মেডিক্যালের পুলস্ত আচার্য। আমরণ অনশনে কেপিসি মেডিক্যালের সায়ন্তনী ঘোষ হাজরা। আমরণ অনশনে কলকাতা মেডিক্যালের তনয়া পাঁজা। আমরণ অনশনে এসএসকেএমের অর্ণব মুখোপাধ্যায়। আমরণ অনশনে কলকাতা মেডিক্যালের অনুষ্টুপ মুখোপাধ্যায়
ডেডলাইন শেষ, পুজোর মধ্যেই আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা। কাজে ফিরলেও, খাবার খাব না, হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের। 'স্বচ্ছতা বজায় রাখতে অনশন মঞ্চে সিসি ক্যামেরা', প্রথম দফায় আমরণ অনশনে ৬জন জুনিয়র ডাক্তাররা
ধর্মতলায় অবস্থান মঞ্চে ফের ডেকরেটর্স কর্মীদের আসতে বাধার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, পুলিশকে ঘিরে বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের।
কর্মবিরতি তুলে পুজোর মধ্যে এবার আমরণ অনশন। পুলিশের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ জুনিয়র ডাক্তারদের। অনশনে কারও কিছু হলে দায় সরকারের, মন্তব্য জুনিয়র ডাক্তারদের। কাজে ফিরেও এবার আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা।
ডেডলাইন শেষ, আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা। কাজে ফিরলেও, খাবার খাব না, হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের। 'স্বচ্ছতা বজায় রাখতে অনশন মঞ্চে সিসি ক্যামেরা', প্রথম দফায় আমরণ অনশনে ৬জন জুনিয়র ডাক্তাররা। 'ধর্মতলায় ধর্নামঞ্চ ভাঙতে বারবার পুলিশের বাধা', কর্মবিরতি তুলে পুজোর মধ্যে এবার আমরণ অনশন। পুলিশের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ জুনিয়র ডাক্তারদের
অপহরণ করে স্কুল ছাত্রীকে ধর্ষণ খুনের অভিযোগ। আর, তাকে ঘিরে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে শনিবার সকালে এভাবেই কার্যত রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ ২৪ পরগনার কুলতলি। ফাঁড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। লাঠি নিয়ে তাড়া করা হয় বারুইপুরের SDPO-কে ।
নিহত বালিকার দেহ সংরক্ষণের দাবিতে হাসপাতালে অগ্নিমিত্রা। তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল পৌঁছলে তুমুল বচসা। ঢুকতে বাধা, গো ব্যাক স্লোগান।
বালিকা ধর্ষণ-খুনের বিচার চেয়ে দিনভর দফায় দফায় বিক্ষোভ। জয়নগর থেকে কলকাতা, বিচার চেয়ে উঠল নতুন স্লোগান- জাস্টিস ফর মহিষমারি
আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই এবার কুলতলির মহিষমারিতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ-খুনের অভিযোগ। প্রতিবাদে কলকাতা থেকে জেলা, দিকে দিকে বিক্ষোভ বিজেপির।
জয়নগরকাণ্ডে মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি বিরোধী দলনেতার। 'আর জি করের দুর্ভাগ্যজনক ঘটনা থেকে কোনও শিক্ষা নেয়নি রাজ্য সরকার। পুলিশের কর্তব্যে গাফিলতির কারণেই শিশুটিকে প্রাণ দিতে হল। রাজ্যে মহিলারা কতটা সুরক্ষিত প্রশাসন ও পুলিশকর্তারা সবসময় ব্যাখ্যা দিতে ব্যস্ত থাকেন। মহিলাদের সুরক্ষার কথা উঠলেই সিসিটিভি বসানোর কথা বলেন। কিন্তু বাস্তবে প্রয়োজনের সময় সিসিটিভি-তে কোনও নজরদারি হয় না। কোনও ঘটনা ঘটলে সর্বশক্তি প্রয়োগ করে সেটাকে চাপা দিতে তৎপর হয় পুলিশ', সোশাল মিডিয়ায় পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
আর জি কর-কাণ্ডের মধ্যেই ছাত্রীকে ধর্ষণ-খুনের অভিযোগে রণক্ষেত্র জয়নগর। বিচারের দাবিতে মহিষমারিতে ফের পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। দফায় দফায় বিক্ষোভ, পুলিশকে তাড়া করে ফাঁড়িতে আগুন, বাইক ভাঙচুর। গতকাল দুপুর থেকে নিখোঁজ, মহিষমারি ফাঁড়ি থেকে ফেরানোর অভিযোগ। রাতে মহিষমারি ফাঁড়ি থেকে ফিরিয়ে কুলতলি থানায় যেতে বলার অভিযোগ। নিষ্ক্রিয়তার অভিযোগে বারুইপুরের এসডিপিএকে লাঠি হাতে গ্রামবাসীদের তাড়া। গ্রামবাসীদের তাড়ায় এলাকায় ঢুকতেই পারলেন না তৃণমূল বিধায়ক। হাসপাতালে গিয়েও ফিরতে হল তৃণমূল সাংসদকে, গো ব্যাক স্লোগান। রাতে বাড়ির কাছে জলাজমি থেকে বালিকার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার।ছাত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার ১, ৭দিনের পুলিশ হেফাজত।
৯ বছরের বালিকাকে খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে জয়নগর। এলাকায় গিয়ে গ্রামবাসীদের তাড়া খেলেন কুলতলির তৃণমূল বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল। ভাইরাল ভিডিও। অভিযোগ, গতকাল এলাকায় এসে তৃণমূল বিধায়ক গ্রামবাসীদের মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন। তিনি ফিরে যেতেই পুলিশ তাঁদের মারধর করে বলে গ্রামবাসীদের অভিযোগ। এদিন ফের জয়নগরে যান কুলতলির বিধায়ক। ভাইরাল ভিডিয়োয় দেখা যায়, বিধায়ক যেতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। রীতিমতো তাড়া করেন বিধায়ক গণেশচন্দ্র মণ্ডলকে।
কাঁটাপুকুর মর্গের সামনে বিজেপির বিক্ষোভ, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি
উৎসবে আছেন আবার প্রতিবাদেও। এবার পুজোর সঙ্গে মিশে গেল বিচারের দাবি। নিউটাউনের একটি ক্লাবের সদস্যরা প্রতিমা আনতে গিয়ে স্লোগান দিলেন জাস্টিস ফর আর জি কর। অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের একটি ক্লাবের আমন্ত্রণপত্রে লেখা হল ‘উই ডিমান্ড জাস্টিস’।
বালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে জয়নগরে দফায় দফায় উত্তেজনা। ফাঁড়িতে আগুন। এসডিপিও-কে তাড়া। ধাওয়া পুলিশকে। গলিতে গা-ঢাকা।
বালিকার 'ধর্ষণ-খুনে' এবার উত্তপ্ত জয়নগরের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতাল। হাসপাতালে পৌঁছে দেহ সংরক্ষণের দাবি বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের। পরিবারের সঙ্গে কথা না বলে কিছু চূড়ান্ত করা যাবে না, হাসপাতালে গিয়ে জানালেন সাংসদ প্রতিমা মণ্ডল। হাসপাতালে তুমুল উত্তেজনা, প্রতিমাকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান। হাসপাতালে এলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, কনীনিকা ঘোষ। হাসপাতালে পরিবারের সঙ্গে দেখা করতে গেলে, বাধা পুলিশের
তুমুল ধস্তাধস্তির পর হাসপাতালে ঢুকলেন মীনাক্ষী, কনীনিকারা। সিপিএম কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি।, বিচার চেয়ে স্লোগান বিজেপির।
কেউ ফুটিয়ে তুলেছে অজন্তা ইলোরার গুহা চিত্র, কেউ আবার জন নায়কদের মূর্তি দিয়ে সাজিয়ে তুলেছে মণ্ডপ। অভিনব থিম ভাবনায় এবার নজর কাড়বে তাদের পুজো মণ্ডপ, ভিড় টানবে দর্শকদের। আশাবাদী পূর্বাচল শক্তি সঙ্ঘ, দম দম পার্ক যুবক বৃন্দ ও সন্তোষপুর লেকপল্লির উদ্যোক্তারা।
জয়নগরে ৯ বছরের বালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। নিহত নির্যাতিতা বালিকার দেহ সংরক্ষণের দাবিতে হাসপাতালে ধর্নায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। পুলিশের বিরুদ্ধে স্লোগান। হাসপাতালে পৌঁছলেন সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ও।
অভিযোগ, গতকাল এলাকায় এসে তৃণমূল বিধায়ক গ্রামবাসীদের মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন। তিনি ফিরে যেতেই পুলিশ তাঁদের মারধর করে বলে গ্রামবাসীদের অভিযোগ। এদিন ফের জয়নগরে যান কুলতলির বিধায়ক। ভাইরাল ভিডিয়োয় দেখা যায়, বিধায়ক যেতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। রীতিমতো তাড়া করেন বিধায়ক গণেশচন্দ্র মণ্ডলকে।
৯ বছরের বালিকাকে খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে জয়নগর। এলাকায় গিয়ে গ্রামবাসীদের তাড়া খেলেন কুলতলির তৃণমূল বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল। ভাইরাল ভিডিও।
হাওড়ার আন্দুল পূর্বপাড়ায় রাজবাড়ি এলাকায় নিজের ঘরে খুন এক বৃদ্ধ। বিছানার উপর হাত-পা বাঁধা অবস্থায় পড়ে ছিলেন ওই বৃদ্ধ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সাঁকরাইল থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সম্পত্তি সম্পর্কিত কোন পারিবারিক গন্ডগোলের জেরে এই খুন হতে পারে।
বারুইপুরের SDPO অতীশ বিশ্বাসকে লাঠি হাতে তাড়া করেন স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে জয়নগর থানা থেকে বিশাল পুলিশ পাঠানো হয়। কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি হয়। পুলিশকেও ইট ছুড়তে দেখা যায়।
ধর্মতলা থেকে ধর্না তুলতে জুনিয়র ডাক্তারদের ইমেল লালবাজারের। পুজোর সময় অবস্থান তুলে নিতে অনুরোধ। জুনিয়র ডাক্তারদের অনুরোধ করে ইমেল কলকাতা পুলিশের।
লাগাতার কর্মবিরতি প্রত্যাহার করলেও রাজ্য সরকারকে ২৪ ঘণ্টার ডেডলাইন বেঁধে দিলেন জুনিয়র ডাক্তাররা। ধর্মতলার ধর্নামঞ্চে ঘড়ি টাঙিয়ে বার্তা দিলেন তাঁরা। কর্মবিরতি প্রত্যাহার করেও লাগাতার অবস্থানের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্যসচিবের অপসারণ, নিরাপত্তা সুনিশ্চিত করা, এই সব দাবি আজ রাত সাড়ে ৮টার মধ্যে রাজ্য সরকারকে মানতে হবে বলে বার্তা। ২৪ ঘণ্টার অপেক্ষা, রাজ্য সরকার দাবি না মানলে আজ রাত থেকেই আমরণ অনশনের হুঁশিয়ারি, ভয় পেয়ে নয়, জনগণের জন্য কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত, রাজ্য সরকারকে ২৪ ঘণ্টার ডেডলাইন বেঁধে দিয়ে বার্তা জুনিয়র ডাক্তারদের।
১৬ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গতকাল নিউটাউনের যাত্রাগাছিতে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। অভিযুক্ত প্রতিবেশীর বাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। অভিযোগ, বেশ কিছুদিন ধরে ভয় দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ করে তার প্রতিবেশী। জানাজানি হলে অভিযুক্ত নাবালিকাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় বলে অভিযোগ।
তদন্তে গাফিলতির অভিযোগ অস্বীকার পুলিশের। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালির দাবি, গতকাল রাত ৯টা নাগাদ খবর পায় পুলিশ। তারপরেই তদন্তে নামে।
'মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ বাংলার মুখ্যমন্ত্রী। দেবীপক্ষের সূচনাতেও নিস্তার নেই বাংলার মেয়েদের', প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের।
প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে ইটবৃষ্টি, বোমাবাজি, 'গুলি'। ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করল জগদ্দল থানার পুলিশ। পুজোর মুখে গতকাল জগদ্দলের মেঘনা মোড়ে অর্জুন সিংয়ের বাড়ির সামনে প্রথমে ইটবৃষ্টি, বোমাবাজি হয়। পরে গুলিও চালানো হয় বলে প্রাক্তন সাংসদের অভিযোগ।
বারুইপুরের SDPO-র দিকে লাঠি উঁচিয়ে তেড়ে যান স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে জয়নগর থানা থেকে বিশাল পুলিশ পাঠানো হয়। পরিবারের দাবি, কুলতলির বাসিন্দা ওই বালিকা গতকাল জয়নগরে টিউশন পড়তে গিয়েছিল। রাতেও সে বাড়ি না ফেরায় জয়নগর থানার দ্বারস্থ হয় পরিবার। অভিযোগ নিতে চায়নি পুলিশ, দাবি পরিবারের।
১০ বছরের বালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে জয়নগরের মহিষমারি এলাকায় ধুন্ধুমার। রাস্তা অবরোধ, পুলিশকে ধাওয়া করলেন স্থানীয় মহিলারা। মহিষমারি পুলিশ ফাঁড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। প্রাণভয়ে লুকিয়ে পড়েন পুলিশ কর্মীরা, ফিরতে হয় র্যাফকে।
১০ বছরের বালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে উত্তপ্ত জয়নগরের মহিষমারি। রাস্তায় অবরোধ, পুলিশকে ঘিরে বিক্ষোভ, তাড়া করলেন স্থানীয়রা। মহিষমারি পুলিশ ফাঁড়ি ভাঙচুর স্থানীয়দের।
টিউশন পড়তে গিয়ে নিখোঁজ চতুর্থ শ্রেণির ছাত্রী। রাতে বাড়ি থেকে ৫০০ মিটার দূরে জলাজমি থেকে মিলল দেহ। অভিযুক্তকে গ্রেফতার করেছে জয়নগর থানার পুলিশ।
লাগাতার কর্মবিরতি প্রত্য়াহার করলেন জুনিয়র চিকিৎসকরা। তবে আন্দোলন থেকে পিছু হটলেন না। বরং রাজ্য় সরকারকে বেঁধে দিলেন ২৪ ঘণ্টার ডেডলাইন। তার মধ্য়ে দাবি পূরণ না হলে, দিলেন আমরণ অনশনের হুঁশিয়ারি। গতকাল রাত থেকে বৃষ্টি মাথায় করেই ধর্মতলায় শুরু হয়েছে তাঁদের অবস্থান।
মা দুর্গার আরাধনার মধ্য়ে দিয়েই পুজো করা হয় নারী শক্তির। কলকাতার একাধিক ক্লাব এবার তাঁদের থিমের মাধ্য়মে তুলে ধরল নারী সংগ্রামের কথা। নারী ক্ষমতায়নের বার্তা দিতেই এই উদ্য়োগ বলছেন পুজো কমিটির সদস্য়রা।
গঙ্গার জলস্তর বৃদ্ধি পেয়ে নদীর তীরে ভাঙনের ফলে কার্যত ভ্য়ানিশ হয়ে গেছে তীরবর্তী একাধিক বাড়ি, চাষের জমি। মাথায় হাত পড়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের শিকদারপুর গ্রামের বাসিন্দারাদের একাংশের। আর এই ঘটনায় ফের একবার প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকায়। যদিও পাল্টা কেন্দ্রের কোর্টে দায় ঠেলেছে স্থানীয় তৃণমূল বিধায়ক।
অবশেষে লাগাতার কর্মবিরতি প্রত্যাহার করলেন জুনিয়র ডাক্তাররা। রাজ্য সরকারকে ২৪ ঘণ্টার ডেডলাইন দিয়ে কর্মবিরতি প্রত্যাহার। কর্মবিরতি প্রত্যাহার করে লাগাতার অবস্থানের ডাক। ডোরিনা ক্রসিংয়ে লাগাতার অবস্থানের ডাক জুনিয়র ডাক্তারদের। ২৪ ঘণ্টার অপেক্ষা, সরকার দাবি না মানলে আমরণ অনশনের হুঁশিয়ারি। 'ভয় পেয়ে নয়, জনগণের জন্য কর্মবিরতি প্রত্যাহার', রাজ্য সরকারকে ২৪ ঘণ্টার ডেডলাইন দিয়ে কর্মবিরতি প্রত্যাহার।
ধর্মতলায় এবার জুনিয়র ডাক্তারদের মঞ্চ বাঁধতে 'বাধা'! সন্ধেয় মারধর, মাঝরাতে হুমকির অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধে হুমকির অভিযোগ, ফিরে গেলেন ডেকরেটর্সের কর্মীরা। স্টেথো পকেটে নিয়ে মঞ্চ বাঁধলেন জুনিয়র ডাক্তাররাই।
প্রেক্ষাপট
কর্মবিরতি (Cease Work) তুলে অবস্থান নিয়েও সংঘাত। অনুমতি দিয়েও ডোরিনা ক্রসিংয়ে (Dorina Crossing) পুলিশের বিরুদ্ধে মঞ্চ বাঁধতে বাধা দেওয়ার অভিযোগ। ফিরল ডেকোরেটর।
বৃষ্টির মধ্যেই মঞ্চ খুলতে পুলিশের হুমকির অভিযোগ। ডেকোরেটর ফিরতেই পকেটে স্টেথো নিয়ে নিজেরাই ত্রিপল বাঁধতে হাত লাগালেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctors)।
অবশেষে জুনিয়র ডাক্তারদের লাগাতার কর্মবিরতি প্রত্যাহার। ডোরিনা ক্রসিংয়ে অবস্থান, দাবি পূরণে সরকারকে ২৪ ঘণ্টার ডেডলাইন। রাত সাড়ে ৮টা পর্যন্ত সরকারকে ডেডলাইন দিয়ে কাজে ফিরলেন জুনিয়র ডাক্তাররা। আর জি কর (RG Kar News) থেকে ন্যাশনাল মেডিকাল (National Medical College)। চেনা ছবিতে চিকিৎসকরা।
জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল ঘিরে ধুন্ধুমার। ওয়াই চ্যানেলে অবস্থানে বাধা, লাথি মারার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদে মেট্রো চ্যানেলে বিক্ষোভ।
এসএসকেএম (SSKM) থেকে মিছিল মেট্রো চ্যানেল পৌঁছতেই ধুন্ধুমার। অফিস ফেরত টাইমে ধর্মতলার একাংশ কার্যত অবরুদ্ধ।
অযোগ্যদের হাউস স্টাফ নিয়োগ, সন্দীপের (Sandip Ghosh) হয়ে কাটমানি! আর জি-করে থ্রেট কালচারের মূল পাণ্ডা আশিসই। টিএমসিপি (TMCP) নেতার বিরুদ্ধে বিস্ফোরক সিবিআই।
চিকিৎসক ধর্ষণ-খুন, প্রমাণ লোপাটে আত্মহত্যার তত্ত্ব? কেউ কি কাজে লাগিয়েছিল সঞ্জয়কে? দুর্নীতির যোগের তদন্তে কলকাতা পুলিশও সিবিআই স্ক্যানারে।
আর জি করে চিকিৎসক ধর্ষণ-খুনের সঙ্গে দুর্নীতির যোগ? নাকি বিচ্ছিন্ন ঘটনা? চেষ্টা হয়েছিল আত্মহত্যায় বদলে দেওয়ার? পুরোদমে চলছে তদন্ত, আদালতে জানাল সিবিআই।
পরীক্ষায় নম্বর বাড়িয়ে টাকা তোলায় অভিযুক্ত খোদ উত্তরবঙ্গ মেডিক্যালের অধ্যক্ষ। অপসারণ চেয়ে স্বাস্থ্যভবনে ২০ বিভাগীয় প্রধানের চিঠি।
উত্তরবঙ্গ থেকে রামপুরহাট মেডিক্যালে পরীক্ষা দুর্নীতির অভিযোগ। তদন্ত কমিটিতে কলকাতা মেডিক্যাল, আরআইও-র অধিকর্তা, থাকবেন চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার।
দুর্ঘটনা কেউ এড়াতে পারে না, বাংলাকে অসম্মান করলে মেনে নেব না। আর জি কর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই পুজোর উদ্বোধনে আক্রমণে মুখ্যমন্ত্রী।
আশা করি পুজোয় শান্তি থাকবে। মণ্ডপে আর জি কর কাণ্ডের প্রতিবাদ হলে তৈরি পুলিশ। পুজোর গাইড ম্যাপ প্রকাশ করে বার্তা সিপি-র।
'আর জি কর করে দেব'। কমিটি বেদখল হতেই হাওড়ার রেড ক্রস সোসাইটির হাসপাতালে তৃণমূল নেতার হুমকির অভিযোগ। পাল্টা ধাক্কা মারার অভিযোগ নেতার।
কলকাতা থেকে জেলা। বিচারের দাবিতে ফের রাজ্য সরকারি অনুদানে না। সরকারি টাকা ফেরানোর দাবিতে টাকা ফেরাতে চায় বিরাটির রামকৃষ্ণ পল্লির পুজো কমিটি।
পুজোর মুখে ফের উত্তপ্ত জগদ্দল। অর্জুনের বাড়ির সামনে বোমাবাজি, গুলিও চলার অভিযোগ।
শ্যাম বনাম অর্জুন সংঘাতে অশান্ত জগদ্দল। পুলিশের সামনেই গুলি করে দেওয়ার হুমকি!
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি, ইন্টারভিউ প্রক্রিয়া নিয়ে জেলে পার্থ-অয়নের জেরা চায় সিবিআই। আড়াই বছর ধরে কী করছিলেন? পাল্টা প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী।
বাঁশদ্রোণীতে ছাত্রের মৃত্যু, গ্রেফতার পে-লোডারের চালক, মালিক। পুলিশকে হেনস্থার অভিযোগে গ্রেফতার ৫।
কার দখলে গ্রাম পঞ্চায়েত? তৃণমূলে গিয়েও এক সদস্য বিজেপিতে ফেরার পরেই উত্তপ্ত কোচবিহারের মাথাভাঙা। প্রধানের চেয়ার বাইরে এনে ভাঙচুর।
জলপাইগুড়িতে জবরদখল উচ্ছেদ অভিযান ঘিরে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বিক্ষোভকারীদের হঠাতে পুলিশের লাঠিচার্জ।
বাংলা ধ্রুপদী ভাষার মর্যাদা মেলার পরেই মুখ্যমন্ত্রীকে চিঠি সুকান্তর। দাড়িভিটের গুলিতে নিহত ২ ছাত্রকে ভাষা শহিদের মর্যাদা দেওয়ার দাবি।
মাওবাদী দমনে ছত্তিসগঢ়ে বড় সাফল্য। নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমানায় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে ৩০ মাওবাদীর মৃত্যু। একে ৪৭-সহ প্রচুর অস্ত্র উদ্ধার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -