West Bengal News Live: বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার আরও উন্নতি

West Bengal News Live Updates : রাজ্যের সব খবর সবার আগে জানতে, নজর রাখুন এখানে।

ABP Ananda Last Updated: 07 Aug 2023 12:02 AM
WB News Live: মুর্শিদাবাদে খুনের মামলা দায়ের মৃতের পরিবার

মুর্শিদাবাদের নবগ্রামে পুলিশ লকআপে পিটিয়ে মারার অভিযোগে খুনের মামলা দায়ের করল মৃতের পরিবার। সাসপেন্ডেড ওসি অমিতকুমার ভকত এবং সাব ইন্সপেক্টর শ্যামল মণ্ডলের বিরুদ্ধে মানসিক অত্যাচার, জোর খাটিয়ে মিথ্যা স্বীকারোক্তি দেওয়ানোর চেষ্টার মতো একাধিক গুরুতর অভিযোগ তোলা হয়েছে। আজ মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন নবগ্রামের তৃণমূল বিধায়ক। ঘটনায় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে চিঠি দিয়েছেন অধীর চৌধুরী। 

WB News Live Update: বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার আরও উন্নতি

যে সমস্যা নিয়ে গিয়েছিলেন, তা থেকে মুক্ত হয়েছেন। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। সংক্রমণ-মুক্ত হওয়ায় বন্ধ করা হয়েছে অ্যান্টিবায়োটিক। আপাতত দু'দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। হাসপাতাল থেকে কবে ছাড়া হবে তাঁকে, সোমবার তা নিয়ে হতে পারে সিদ্ধান্ত। 

WB News Live: মুখ্যমন্ত্রীকে চিঠি অধীর চৌধুরীর

রক্তস্নাত পঞ্চায়েত ভোট, বোর্ড গঠনের আগেও সন্ত্রাস, মুখ্যমন্ত্রীকে চিঠি অধীর চৌধুরীর। বোর্ড গঠনের আগে জয়ী বিরোধী প্রার্থীদের অপহরণ রুখতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি অধীরের। পশ্চিমবঙ্গে এটা কি নির্বাচনে জেতার কোনও সভ্য উপায়? মুখ্যমন্ত্রীকে চিঠি অধীর চৌধুরীর। 'সন্ত্রাসের পরও যে সমস্ত কংগ্রেস প্রার্থী জিতেছেন ভোটে, তাঁদের তৃণমূলে টানতে হুমকি দেওয়া হচ্ছে। জয়ী কংগ্রেস প্রার্থীদের তৃণমূলে টানতে মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছে', চিঠিতে অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির। 

WB News Live Update: বিজেপি সাংসদের গাড়ির ধাক্কায় আহত মহিলা

বিজেপি সাংসদ এস এস অহলুওয়ালিয়ার গাড়ির ধাক্কায় আহত মহিলা। দুর্গাপুরের বিজেপি সাংসদের গাড়ির ধাক্কায় আহত মহিলা। বর্ধমান রেল স্টেশনে অমৃত ভারত স্টেশন স্কিমের অনুষ্ঠান থেকে ফেরার পথে বীরহাটার দুর্ঘটনা। আহত মহিলার নাম ঊষা হাটি, ভর্তি বর্ধমান মেডিক্যাল কলেজে।
 

WB News Live: রাজ্যপালকে নিশানা কুণালের

রাজ্যপাল বিজেপির হয়ে কথা বলছেন, পাল্টা আক্রমণে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

WB News Live Update: কল্যাণীতে বিজেপি নেতার রহস্যমৃত্যুতে নতুন মোড়

কল্যাণীতে বিজেপি নেতার রহস্যমৃত্যুতে নতুন মোড়। ধনেখালির বিজেপি নেতার মৃত্যুকাণ্ডে উঠে এল মহিলা প্রসঙ্গ। হোটেলে বিজেপি নেতার পাশের রুমেই ছিলেন মহিলা-সহ ৫জন। ৩ তারিখ হোটেলে বিজেপি নেতা, পরদিন পাশের রুমে মহিলা-সহ ৫জন, দাবি হোটেল কর্তৃপক্ষের। ৪ অগাস্ট। বিকেলেই হোটেল থেকে বেরিয়ে যান মহিলা-সহ ৫ জন, দাবি হোটেল কর্তৃপক্ষের। গভীর রাতে হোটেলের কর্মীকে ফোন করে মহিলা বলেন, ২০৯ নম্বর রুমে কিছু একটা হয়েছে, দাবি ম্যানেজারের। হোটেলের কর্মীরা দরজা খুলতেই বিজেপি নেতার ঝুলন্ত দেহ দেখতে পান, দাবি ম্যানেজারের।

WB News Live: অ্যান্টি করাপশন সেলের পর পিস ট্রেন

বাংলার দুই শত্রু, দুর্নীতি আর হিংসা। অ্যান্টি করাপশন সেলের পর পিস ট্রেন। কলকাতা থেকে দার্জিলিং, রেলমন্ত্রীকে পিস ট্রেন চালানোর অনুরোধ রাজ্যপালের। বিজেপির দালালি। পাল্টা কুণাল। 

WB News Live Update: পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ভাইস চেয়ারম্যানের

বীরভূমের মহম্মদবাজারে ভোট সন্ত্রাসে নিহত বিজেপি কর্মীর বাড়িতে জাতীয় এসসি কমিশন। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ভাইস চেয়ারম্যানের। বিজেপি শাসিত রাজ্যে কেন যায় না ? প্রশ্ন শশী পাঁজার।

WB News Live: ব্লকে ব্লকে তৃণমূলের ধর্না

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, ব্লকে ব্লকে তৃণমূলের ধর্না। বেহালার চণ্ডীতলায় তৃণমূলের ধর্নামঞ্চে সামিল মেয়র পারিষদ তারক সিংহ।

WB News Live Update: ৯টি থানা করার প্রস্তাব

ভাঙড়-কাশীপুর-কলকাতা লেদার কমপ্লেক্স থানা ভেঙে ৯টি থানা করার প্রস্তাব। একটি বা দুটি ট্রাফিক গার্ড করারও প্রস্তাব। ২টি গ্রাম পঞ্চায়েত অন্তর একটি করে থানার প্রস্তাব।

WB News Live: তৃণমূলের ধর্নামঞ্চে বিজেপি বিধায়ক

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তৃণমূলের ধর্নামঞ্চে বিজেপি বিধায়ক। তৃণমূলের ধর্নামঞ্চে গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। বঞ্চনার অভিযোগে তৃণমূলের সঙ্গে একমত বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ। কেন্দ্রের সঙ্গে আলোচনা করে বকেয়া আদায় করুক রাজ্য, পরামর্শ বিজেপি বিধায়কের। 

WB News Live Update: বীরভূমে ফের বিস্ফোরক উদ্ধার

এনআইএ তদন্তের মধ্যেই বীরভূমে ফের বিস্ফোরক উদ্ধার। খয়রাশোলে উদ্ধার ড্রাম ভর্তি তাজা বোমা, রামপুরহাটে মিলল বিস্ফোরক। পঞ্চায়েত ভোটের জন্যই বোমা মজুত করা হয়েছিল বলে অনুমান স্থানীয়দের। রামপুরহাটের রদিপুর গ্রামে পরিত্যক্ত বাড়ি থেকে প্রায় ১২ হাজার জিলেটিন স্টিক উদ্ধার। ৬০টি পিচবোর্ডের বাক্সে রাখা ছিল বিস্ফোরক। কী কারণে বিপুল বিস্ফোরক মজুত করা হয়েছিল, খতিয়ে দেখছে পুলিশ। 

WB News Live: সোনারপুরে মিছিল সিপিএমের

নারী নির্যাতনের প্রতিবাদে সোনারপুরে মিছিল সিপিএমের।

WB News Live Update: রাজ্যপালের মুখে 'পিস ট্রেন'

'পিস রুম'-এর পর এবার রাজ্যপালের মুখে 'পিস ট্রেন', রেলের অনুষ্ঠানে গিয়ে মন্তব্য রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। রেলমন্ত্রীকে পিস ট্রেন চালাতে অনুরোধ রাজ্যপালের। কলকাতা থেকে জলপাইগুড়ি হয়ে দার্জিলিং পর্যন্ত 'পিস ট্রেন' চালানোর প্রস্তাব।

WB News Live: শুভেন্দুকে পাল্টা কটাক্ষ ফিরহাদের

ডালা কারা বসায় জানি না, চোর চোরকে চেনে, শুভেন্দু অধিকারীকে পাল্টা কটাক্ষ ফিরহাদ হাকিমের।

WB News Live Update: বঙ্গ বিজেপির সাংগঠনিক রদবদল

বঙ্গ বিজেপির সাংগঠনিক রদবদল, বদল জেলা সংগঠনেও। পাল্টে দেওয়া হল বিজেপির ১১ জন জেলা সভাপতিকে। আরও ৫ জন বিজেপি বিধায়ককে আনা হল জেলা সভাপতির দায়িত্বে। আলিপুরদুয়ার সাংগঠনিক জেলার সভাপতি হলেন মনোজ টিগ্গা। তাপসী মণ্ডল, অমরনাথ শাখা, অরূপ কুমার দাস ও বিমান ঘোষকে দেওয়া হল জেলা সভাপতির দায়িত্ব। বঙ্গ বিজেপির সাংগঠনিক জেলার সংখ্যা বেড়ে হল ৪৩। বিজেপির নতুন ২টি সাংগঠনিক জেলা যাদবপুর ও জঙ্গিপুর। বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি হলেন কুন্তল চৌধুরী। বিজেপির জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি হলেন ধনঞ্জয় ঘোষ। 

WB News Live: ট্রাফিক সিগন্যাল নিয়েই মাকে শেষ প্রশ্ন সৌরনীলের

পথ দুর্ঘটনা কেড়েছে ছেলের প্রাণ। শোকে পাথর মা। ট্রাফিক সিগন্যাল নিয়েই মাকে শেষ প্রশ্ন সৌরনীলের। সেই ট্রাফিক সিগন্যালই কাড়ল প্রাণ। শুক্রবারের স্মৃতি তাড়া করে বেড়াচ্ছে বেহালার দীপিকা সরকারকে।
 

WB News Live Update: রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক

রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক। গত সপ্তাহেও বেড়েছে রাজ্যে ডেঙ্গি আক্রান্তর সংখ্যা। গত সপ্তাহে রাজ্যে ডেঙ্গি আক্রান্তর সংখ্যা ছিল ১ হাজার ৩৫০। ডেঙ্গি আক্রান্তর সংখ্যায় এগিয়ে উত্তর ২৪ পরগনা, গত সপ্তাহে আক্রান্ত ৪০০। নদিয়ায় গত সপ্তাহে ডেঙ্গি আক্রান্তর সংখ্যা ৩৫০। হুগলিতে এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন ৯৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তর সংখ্যা ৫ হাজার ৭৫১। রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে, দাবি স্বাস্থ্য সচিবের।

WB News Live: আজ বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের

হাইকোর্টে অভিষেকের ডাকা বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি বাতিলের পর আজ বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের। দিন বদল করে ৫ অগাস্টের পরিবর্তে আজ ব্লকে ব্লকে কর্মসূচি শাসকদলের। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ব্লকে ব্লকে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি জোড়াফুল শিবিরের। বেলা ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত অবস্থান-বিক্ষোভ। কলকাতা থেকে জেলা, অবস্থান-বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের।

WB News Live Update:পুলিশ লকআপে বন্দি মৃত্যু, নবগ্রাম থানায় খুনের অভিযোগ পরিবারের

পুলিশ লকআপে বন্দি মৃত্যু, নবগ্রাম থানায় খুনের অভিযোগ পরিবারের। চুরির অভিযোগে লকআপে পিটিয়ে খুনের অভিযোগ, যুবকের মৃত্যুর দু’দিন পর, মৃতের বাড়ি গেলেন তৃণমূল বিধায়ক 

WB News Live: শুক্রবারের স্মৃতি তাড়া করে বেড়াচ্ছে বেহালার দীপিকা সরকারকে

পথ দুর্ঘটনা কেড়েছে ছেলের প্রাণ। শোকে পাথর মা। ট্রাফিক সিগন্যাল নিয়েই মাকে শেষ প্রশ্ন সৌরনীলের। সেই ট্রাফিক সিগন্যালই কাড়ল প্রাণ। শুক্রবারের স্মৃতি তাড়া করে বেড়াচ্ছে বেহালার দীপিকা সরকারকে। 

WB News Live Update:মোদির অমৃত ভারত স্টেশন প্রকল্প উদ্বোধনের দিনেই বীরভূমের মুরারই স্টেশনে রেল অবরোধ

মোদির অমৃত ভারত স্টেশন প্রকল্প উদ্বোধনের দিনেই বীরভূমের মুরারই স্টেশনে রেল অবরোধ।  ৪ ঘণ্টা পর ওঠে অবরোধ। স্টেশন মাস্টারের ঘরে ঢুকে হম্বিতম্বি তৃণমূল নেত্রীর। ঘরে স্লোগান ঢুকে দিতে শুরু করেন বিক্ষোভকারীরা। প্যানেলে বসা কর্মীদের ঘর থেকে বের করে দেন মুরারই ১ নম্বর পঞ্চায়েত সমিতির জয়ী তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ। স্টপেজ বাড়ানো-সহ একাধিক দাবিতে এদিন সকাল সাড়ে ৭টা থেকে অবরোধ শুরু করে নিত্যযাত্রীদের সংগঠন মুরারই নাগরিক কমিটি। অবরোধের জেরে মুরারই স্টেশনে সাহেবগঞ্জ-রামপুরহাট প্যাসেঞ্জার, নলহাটিতে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেস, এছাড়াও আগরতলা-ব্যাঙ্গালোর এক্সপ্রেস আটকে পড়ে। বিক্ষোভকারীদের দাবি, করোনাকালে মুরারই স্টেশনে বেশ কিছু ট্রেনের স্টপেজ তুলে দেয় রেল কর্তৃপক্ষ। করোনার পরেও বহু ট্রেন এই স্টেশনে দাঁড়াচ্ছে না বলে নিত্যযাত্রীদের অভিযোগ। অবরোধের জেরে ভোগান্তির শিকার অন্য যাত্রীরা। ৪ ঘণ্টা পর ওঠে অবরোধ। 

WB News Live:হাইকোর্টে অভিষেকের ডাকা বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি বাতিলের পর আজ বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের

হাইকোর্টে অভিষেকের ডাকা বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি বাতিলের পর আজ বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের। 

WB News Live Update:'পিস রুম'-এর পর এবার রাজ্যপালের মুখে 'পিস ট্রেন'

'পিস রুম'-এর পর এবার রাজ্যপালের মুখে 'পিস ট্রেন'। 'বাংলার দুই শত্রু, দুর্নীতি আর হিংসা', রেলের অনুষ্ঠানে গিয়ে মন্তব্য রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। রেলমন্ত্রীকে পিস ট্রেন চালাতে অনুরোধ রাজ্যপালের। কলকাতা থেকে জলপাইগুড়ি হয়ে দার্জিলিং পর্যন্ত 'পিস ট্রেন' চালানোর প্রস্তাব

WB News Live:ফের বিস্ফোরক তৃণমূল বিধায়ক মদন মিত্র

ফের বিস্ফোরক তৃণমূল বিধায়ক মদন মিত্র। ফেসবুক লাইভে বললেন, 'কিছু দালাল চিটিংবাজ দলে ঢুকে নোংরামি করছে, দলকে নোংরা করার চেষ্টা করছে। সিপিএম-বিজেপিকে তেল দিয়ে রাতের অন্ধকারে তৃণমূলকে ছোবল মারার চেষ্টা করছে। নেতা-মন্ত্রীরা নন, দলকে বাঁচালে কর্মীরাই বাঁচাবেন।' কামারহাটির বিধায়কের আরও অভিযোগ, 'সঙ্কটের সময় নেতা-মন্ত্রীরা ছাদের ওপর উঠে যান।' একই সঙ্গে বললেন, 'আমার আর ক'দিন, ২৬-এ আর ভোটে দাঁড়ানোর জায়গায় থাকব না। সৌগত রায় মনে হয়ে চব্বিশের ভোটে লড়বেন,' মন্তব্য মদন মিত্রের। 

WB News Live Update:নদিয়ার পর বীরভূম, মহম্মদবাজারে গেলেন জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান

নদিয়ার পর বীরভূম। মহম্মদবাজারে গেলেন জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান। পঞ্চায়েত ভোটের দু’দিন আগে খুন হন বিজেপির বুথ সভাপতি। এদিন সারেন্ডায় নিহত বিজেপি নেতার বাড়িতে গেলেন তফশিলি জাতি-উপজাতি কমিশনের ভাইস চেয়ারপার্সন অরুণ হালদার। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তিনি। এসসি-এসটি কমিশনের ভাইস চেয়ারপার্সনের অভিযোগ, পুলিশ পুলিশের কাজ করছে না। নজরদারি ঠিকঠাক থাকলে খুনের ঘটনা ঘটত না। গত ৬ জুলাই, পঞ্চায়েত ভোটের ২ দিন আগে খুন হন বিজেপির বুথ সভাপতি দিলীপ মাহারা। তাঁর স্ত্রী ছবি মাহারা বিজেপির সমর্থনে নির্দল হিসেবে দাঁড়িয়ে ভোটে হেরে যান। 

WB News Live:পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে নদিয়ার হাঁসখালিতে জয়ী তৃণমূল প্রার্থীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে

পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে নদিয়ার হাঁসখালিতে জয়ী তৃণমূল প্রার্থীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। জখম হন দক্ষিণ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের জয়ী তৃণমূল প্রার্থী কাজল মণ্ডল ও যুব তৃণমূলের অঞ্চল সহ সভাপতি সমর মণ্ডল। শুক্রবার রাতে পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন তৃণমূলের জয়ী প্রার্থী-সহ কয়েকজন নেতা, কর্মী। অভিযোগ, সেখানে ধারাল অস্ত্র নিয়ে চড়াও হন বিজেপি কর্মী বিশ্বজিৎ পুণ্ডরী। এলোপাথাড়ি কোপে জখম হন তৃণমূল প্রার্থী ও যুব তৃণমূল নেতা। হাঁসখালি থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। সপরিবারে ফেরার অভিযুক্ত বিজেপি কর্মী। পঞ্চায়েত ভোটের ৫ দিন আগে তৃণমূলে যোগ দেয়, আমাদের সঙ্গে সম্পর্ক নেই, অভিযুক্তের দলীয়-যোগ উড়িয়ে দাবি বিজেপির। 

WB News Live Update:ভাল আছেন বুদ্ধদেব ভট্টাচার্য, গতকালই খুলে ফেলা হয়েছে শরীরে লাগানো সেন্ট্রাল লাইন চ্যানেল

ভাল আছেন বুদ্ধদেব ভট্টাচার্য। গতকালই খুলে ফেলা হয়েছে শরীরে লাগানো সেন্ট্রাল লাইন চ্যানেল। আজ শরীরে ও হাতের সবকটি চ্যানেল খুলে ফেলা হবে। তবে এখনও রাইলস টিউবের মাধ্যমেই খাবার দেওয়া হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। সংক্রমণ-মুক্ত অবস্থায় আজও বুদ্ধবাবুকে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা। আগামীকাল ফের বসবে মেডিক্যাল বোর্ড। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাসপাতাল থেকে ছাড়া নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। 

WB News Live:দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে গঙ্গাসাগরগামী যাত্রীদের ভোগান্তি, মুড়িগঙ্গা নদীতে ভাঁটার জেরে সকাল থেকে দীর্ঘক্ষণ বন্ধ রইল ভেসেল পরিষেবা

দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে গঙ্গাসাগরগামী যাত্রীদের ভোগান্তি। মুড়িগঙ্গা নদীতে ভাঁটার জেরে সকাল থেকে দীর্ঘক্ষণ বন্ধ রইল ভেসেল পরিষেবা। শ্রাবণ মাসে গঙ্গাসাগরে ভিড় জমে। ভিনরাজ্য থেকে কপিল মুনির আশ্রমে আসেন পুণ্যার্থীরা। কাকদ্বীপের লট এইটে ভেসেল পরিষেবা বন্ধ থাকায় লম্বা লাইন পড়ে। চরম বিশৃঙ্খলা তৈরি হলেও পুলিশের দেখা মেলেনি। ভিড়ের চাপে বন্ধ করে দিতে হয় টিকিট কাউন্টার। নিত্যযাত্রীদের অভিযোগ, পলি জমে থাকায় নাব্যতা হারিয়েছে মুড়িগঙ্গা নদী।গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে নিয়মিত ড্রেজিং হলেও, সারা বছর প্রশাসনিক তৎপরতা চোখে পড়ে না। ফলে মাঝেমধ্যেই ভেসেল পরিষেবা বন্ধ রাখতে হয়। প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

WB News Live Update:পুলিশকর্মীর বাড়িতে চুরির অভিযোগ, দিনমজুরকে লকআপে পিটিয়ে খুন?

পুলিশকর্মীর বাড়িতে চুরির অভিযোগ, দিনমজুরকে লকআপে পিটিয়ে খুন? পুলিশের লকআপে যুবকের রহস্যমৃত্যু, কারণ ঘিরে এখনও ধোঁয়াশা। 

WB News Live:বেহালায় পথ দুর্ঘটনায় ৭ বছরের শিশুর মৃত্যুর পর, সতর্ক পুলিশ। রবিবার ছুটির দিনেও বেহালা চৌরাস্তায় কড়া পুলিশি প্রহরা

বেহালায় পথ দুর্ঘটনায় ৭ বছরের শিশুর মৃত্যুর পর, সতর্ক পুলিশ। রবিবার ছুটির দিনেও বেহালা চৌরাস্তায় কড়া পুলিশি প্রহরা। গতকালের মতোই রাস্তায় বসানো রয়েছে ব্যারিকেড। রাস্তা পারাপার ও যানবাহন নিয়ন্ত্রণে নজরদারি চালাচ্ছে পুলিশ। তবে এই ছবিটা কতদিন থাকে, তা নিয়ে সংশয়ে স্থানীয় বাসিন্দারা।

WB News Live Update:স্টপেজ বাড়ানো-সহ একাধিক দাবিতে মুরারই স্টেশনে রেললাইনে বসে বিক্ষোভ নিত্যযাত্রীদের সংগঠন মুরারই নাগরিক কমিটির

স্টপেজ বাড়ানো-সহ একাধিক দাবিতে মুরারই স্টেশনে রেললাইনে বসে বিক্ষোভ নিত্যযাত্রীদের সংগঠন মুরারই নাগরিক কমিটির। অবরোধের জেরে আটকে পড়েছে মুরারই স্টেশনে আটকে সাহেবগঞ্জ-রামপুরহাট প্যাসেঞ্জার এবং নলহাটি স্টেশনে আটকে পড়েছে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেস। বিক্ষোভকারীদের দাবি, করোনাকালে মুরারই স্টেশনে বেশ কিছু ট্রেনের স্টপেজ তুলে দেয় রেল কর্তৃপক্ষ। করোনার পরেও বহু ট্রেন দাঁড়াচ্ছে না বলে নিত্যযাত্রীদের অভিযোগ। রেল পুলিশের বিশাল পুলিশ বাহিনী বিক্ষোভস্থলে পৌঁছেছে। সুরাহা না হলে অবরোধ তোলা হবে না বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। অবরোধের জেরে ভোগান্তির শিকার অন্য যাত্রীরা

WB News Live:ভোট মিটলেও বারুদের স্তূপে বীরভূম। খয়রাশোলে উদ্ধার হল ড্রাম ভর্তি তাজা বোমা। রামপুরহাটে মিলল বিস্ফোরক

ভোট মিটলেও বারুদের স্তূপে বীরভূম। খয়রাশোলে উদ্ধার হল ড্রাম ভর্তি তাজা বোমা। রামপুরহাটে মিলল বিস্ফোরক। গতকাল বিকেলে খয়রাশোলের কৃষ্ণপুর গ্রামে ঝোপের মধ্যে  প্লাস্টিকের ড্রাম দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের। পরে পুলিশ গিয়ে ১৫টি তাজা বোমা উদ্ধার করে। পঞ্চায়েত ভোটের জন্যই বোমা মজুত করা হয়েছিল বলে স্থানীয়দের অনুমান। এর কয়েকঘণ্টা পরেই রামপুরহাটের রদিপুর গ্রামে একটি পরিত্যক্ত বাড়ি থেকে প্রায় ১২ হাজার জিলেটিন স্টিক উদ্ধার করে পুলিশ। ৬০টি পিচবোর্ডের বাক্সে বিস্ফোরক রাখা ছিল। কী কারণে এই বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করা হয়েছিল, খতিয়ে দেখছে রামপুরহাট থানার পুলিশ। 

WB News Live Update:৩৫ বছর পর ব্রিগেডে সমাবেশ, সিপিএমকে নিশানা প্রভাস ঘোষের

৩৫ বছর পর ব্রিগেডে সমাবেশ, সিপিএমকে নিশানা প্রভাস ঘোষের। 'অনেক বাম দল বক্রোক্তি করেছে, আজ তাদের অস্তিত্ব নেই। আরএসপি, ফরওয়ার্ড ব্লক ক্রমেই দুর্বল হচ্ছে, তাদের নেতারা জানেন', ব্রিগেডের সমাবেশ থেকে মন্তব্য এসইউসিআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রভাস ঘোষের

WB News Live:পুলিশকর্মীর বাড়িতে চুরির অভিযোগ, দিনমজুরকে লকআপে পিটিয়ে খুন?

পুলিশকর্মীর বাড়িতে চুরির অভিযোগ, দিনমজুরকে লকআপে পিটিয়ে খুন? পুলিশের লকআপে যুবকের রহস্যমৃত্যু, কারণ ঘিরে এখনও ধোঁয়াশা। মুর্শিদাবাদের নবগ্রামে লকআপেই পিটিয়ে 'খুন', অভিযুক্ত ওসি!

WB News Live Update:৪৮ ঘণ্টায় ৬ দুর্ঘটনা, ৮ প্রাণহানি। শুক্রবার সকালে বেহালায় লরির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

৪৮ ঘণ্টায় ৬ দুর্ঘটনা, ৮ প্রাণহানি। শুক্রবার সকালে বেহালায় লরির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু। ওইদিন রাতেই দ্বিতীয় হুগলি ব্রিজে ট্রেলারের ধাক্কায় হোটে কর্মী তরুণীর মৃত্যু। খড়গপুরে বেপরোয়া অডির ধাক্কা, পুলিশ আধিকারিক সহ প্রাণ গেল ৩ জনের। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে লরির ধাক্কায় পথচারীর মৃত্যু। পুরুলিয়ার সাঁতুড়িতে লরির ধাক্কায় প্রাণ গেল আরও এক পথচারীর। নদিয়ার পলাশিপাড়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় ফের প্রাণ গেল পড়ুয়ার। কোথায় যান শাসন?

WB News Live:সল্টলেকে বিজেপি দফতরে বিক্ষোভ দলেরই নেতা-কর্মীদের

সল্টলেকে বিজেপি দফতরে বিক্ষোভ দলেরই নেতা-কর্মীদের। ডায়মন্ড হারবারের জেলা বিজেপি সহ-সভানেত্রী সবিতা চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ। বিজেপি জেলা সভাপতি অভিজিৎ সর্দারের বিরুদ্ধে বিক্ষোভ। দলে আলোচনা না করে বিজেপির ২০ জন মণ্ডল সভাপতি বদলের অভিযোগ। প্রতিবাদে সল্টলেকে বিজেপি দফতরে বিক্ষোভ। এটা অনভিপ্রেত ঘটনা, দল খোঁজ নেবে, মন্তব্য শমীক ভট্টাচার্যের

WB News Live Update:পঞ্চায়েত ভোটের মাসখানেক পরেও চলছে ব্যালট উদ্ধার

পঞ্চায়েত ভোটের মাসখানেক পরেও চলছে ব্যালট উদ্ধার। জয়নগরের বকুলতলায় পুকুর থেকে উদ্ধার হল ৪টি ব্যালট বাক্স ও গোছা গোছা ব্যালট পেপার। ভাঙচুর ও ব্যালট লুঠের অভিযোগে ওই বুথে পুনর্নির্বাচন হয়। এই ঘটনায় তৃণমূলকে নিশানা করেছে বিরোধীরা। পাল্টা আক্রমণ শানিয়েছে শাসকদল।

WB News Live:লোকসভা ভোটে এরাজ্য়ে বিজেপির টার্গেট সংখ্য়ালঘু ভোটব্য়াঙ্ক? জল্পনা উস্কে সংখ্য়ালঘু অধ্য়ুষিত এলাকায় সংগঠন বাড়ানোর দাওয়াই দিলেন শুভেনদু অধিকারী

লোকসভা ভোটে এরাজ্য়ে বিজেপির টার্গেট সংখ্য়ালঘু ভোটব্য়াঙ্ক? জল্পনা উস্কে সংখ্য়ালঘু অধ্য়ুষিত এলাকায় সংগঠন বাড়ানোর দাওয়াই দিলেন শুভেনদু অধিকারী। পাশাপাশি ভোটে কারচুপির অভিযোগ নিয়েও সরব হয়েছেন তিনি। যদিও এসবে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল।

WB News Live Update:দুর্গাপুর বারেজের ডাউনস্ট্রিমের ৩৩ ও ৩৪ নম্বর গেটের স্টপ লক চেঞ্জ হওয়ার কারণে নিয়ন্ত্রণ করা হবে যানবাহন

দুর্গাপুর বারেজের ডাউনস্ট্রিমের ৩৩ ও ৩৪ নম্বর গেটের স্টপ লক চেঞ্জ হওয়ার কারণে নিয়ন্ত্রণ করা হবে যানবাহন

WB News Live:পালসিট টোলপ্লাজায় গাড়ি দাঁড় করিয়ে কর্মীদের কাছে ক্ষমা চাইলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী

তাঁর গাড়ি আটকানোয় টোলপ্লাজার কর্মীকে গলাধাক্কা দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল! শনিবার সেই পালসিট টোলপ্লাজায় গাড়ি দাঁড় করিয়ে কর্মীদের কাছে ক্ষমা চাইলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। যদিও বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। 

WB News Live Update:বেহালার পর খড়গপুর। বেপরোয়া অডির ধাক্কায় পুলিশ অফিসার সহ ৩ জনের মৃত্যু

বেহালার পর খড়গপুর। বেপরোয়া অডির ধাক্কায় পুলিশ অফিসার সহ ৩ জনের মৃত্যু। আহত হয়েছেন আরও ৪ জন। গাড়ির চালক মত্ত অবস্থায় থাকায় দুর্ঘটনা বলে অনুমান

প্রেক্ষাপট

 কলকাতা:

খুদে পড়ুয়ার মৃত্যুর বিনিময়ে হুঁশ ফিরল প্রশাসনের! বেহালায় (Behala Child Death) জায়গায় জায়গায় ব্যারিকেড, ড্রপগেট! সব স্কুলের সামনে যান নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত। 

দুর্ঘটনার ডায়মন্ড হারবার রোডে (Diamond Harbour Road) ফুটপাতই বেদখল। গাছের নার্সারি, দোকানের ভিড়ে প্রাণ হাতে করেই রাস্তায় পথচারীরা। 


গ্রেফতার না করেই ২দিন লকআপে রেখে অত্যাচার। পুলিশ কর্মীর বাড়িতে চুরির অভিযোগে অতিসক্রিয়তার অভিযোগ পরিবারের (custodial death)। চাপের মুখে ওসি, আইও সাসপেন্ড। 

কল্যাণীর হোটেলে ধনেখালির বিজেপি নেতার ঝুলন্ত দেহ (BJP Leader Death)। পরিকল্পিত খুন। অভিযোগ পরিবারের। তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। 

২০ দিনের মাথায় মুর্শিদাবাদের সালারে ফের বোমাবিদ্ধ শৈশব। গুরুতর জখম ষষ্ঠ শ্রেণির পড়ুয়া। ভোটে হেরে বোমাবাজি তৃণমূলের, অভিযোগ সিপিএমের।

তৃণমূলে কার্যত নরম, বিগ্রেড সমাবেশে সিপিএমকেই আক্রমণে এসইউসি। কংগ্রেসের সঙ্গে জোটে সামিল হওয়ায় কটাক্ষ। তৃণমূলের এজেন্ট, পাল্টা সিপিএম। 

৩৫ বছর পরে ব্রিগেডে এসইউসির সমাবেশ। ২৫টি রাজ্য থেকে প্রতিনিধিরা হাজির। ২লক্ষ জমায়েতের দাবি। আয়োজনে তৃণমূলের সৌজন্য, খোঁজা বিজেপির। 

ডালখোলা, নাকাশিপাড়া এবার জয়নগর। পঞ্চায়েত ভোটের মাস ঘোরার মুখে পুকুরে জাল ফেলতেই মিলল বান্ডিল বান্ডিল ব্যালট, জোড়া ব্যালট বাক্স। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.