West Bengal News Live Updates: কালকের ব্রিগেড সমাবেশ বড় হবে, ভাল হবে, মীনাক্ষীদের বার্তা বুদ্ধদেব ভট্টাচার্যর
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
সন্দেশখালিকাণ্ডের পর উধাও শেখ শাহজাহান, অবিলম্বে গ্রেফতারের নির্দেশ রাজ্যপালের। পিস রুমে আসা অভিযোগের ভিত্তিতে গ্রেফতারের নির্দেশ রাজ্যপালের। 'শেখ শাহজাহানের সঙ্গে কয়েকজন পুলিশ অফিসার, রাজনৈতিক নেতার যোগাযোগের অভিযোগ পেয়েছি। এমন অভিযোগও এসেছে যে, শেখ শাহজাহান সীমান্ত পেরিয়ে পালিয়েছে', জঙ্গিদের সঙ্গে শাহজাহানের যোগাযোগেরও অভিযোগ এসেছে, মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের।
সন্দেশখালির দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ঝুলছে তালা! ফোন সুইচড অফ! শুনশান ধামাখালির হোটেল রয়্যাল আইল্যান্ড সুন্দরবন, যা কিনা শাহজাহানের বলেই দাবি স্থানীয়দের একাংশের। আর এই প্রেক্ষাপটে শাহজাহান ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করল ইডি। গতকাল তাঁর বাড়িতে ইডির অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। রক্তাক্ত হন ইডির অফিসাররা।
এ ডর মুঝে আচ্ছা লাগা! তৃণমূলে ফেরার জল্পনার মধ্যে স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে এই ভাষাতেই জবাব দিলেন শোভন চট্টোপাধ্যায়। বললেন, মৃত্যুর পরেও ওই ঠিকানায় পৌঁছবে না দেহ। রত্না চট্টোপাধ্য়ায় আমার জীবনে অস্তিত্বহীন। শোভনের 'বিচ্যুতিতে' বৈশাখীকে কটাক্ষ করায়, রত্নাকে জবাব দিয়েছেন বৈশাখী বন্দ্য়োপাধ্য়ায়ও।
রাত পোহালেই ডিওয়াইএফআই-এর ব্রিগেড সমাবেশ। বাড়ি গিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যকে আমন্ত্রণ জানালেন মীনাক্ষী মুখোপাধ্যায়রা। কালকের ব্রিগেড সমাবেশ বড় হবে, ভাল হবে, মীনাক্ষীদের বার্তা বুদ্ধদেব ভট্টাচার্যর। ৫০ দিনের ২ হাজার ২০০ কিলোমিটার ইনসাফ যাত্রার পর কাল বাম যুবর ব্রিগেড সমাবেশ।
ইডির ওপর হামলাকে সমর্থন করে না দল। এতে দলেরই ক্ষতি হচ্ছে, বিরোধীরা প্রশ্ন তোলার সুযোগ পাচ্ছে। মন্তব্য তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের।
লোকসভা ভোটের আগে কাল ডিওয়াইএফআই-এর ডাকে ব্রিগেড সমাবেশ। মূল মঞ্চের দৈর্ঘ্যে ৩২ ফুট ও চওড়ায় ২৪ ফুট। মূল মঞ্চের ডান দিক ও বাঁ দিকে দৈর্ঘ্যে ৪০ ফুট ও চওড়ায় ৪০ ফুটের দুটি আলাদা মঞ্চ। ব্রিগেডজুড়ে এবং আশেপাশের রাস্তায় লাগানো হচ্ছে সাড়ে ৬০০ মাইক। বক্তার তালিকায় মহম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায়, কলতান দাশগুপ্ত, আভাস রায়চৌধুরী।
বাকিবুর, জ্য়োতিপ্রিয়র পর রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার শঙ্কর আঢ্য। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর ১৪ দিনের ইডি হেফাজত। ১৪ দিনের ইডি হেফাজতের নির্দেশ ব্যাঙ্কশাল কোর্টের
সন্দেশখালিকাণ্ডে ইডির বিরুদ্ধেই এফআইআর পুলিশের! তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ির কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতে এফআইআর
ইডির ওপর হামলাকে সমর্থন করে না দল। এতে দলেরই ক্ষতি হচ্ছে, বিরোধীরা প্রশ্ন তোলার সুযোগ পাচ্ছে। মন্তব্য তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের।
বাকিবুর, জ্য়োতিপ্রিয়র পর রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার শঙ্কর আঢ্য। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর ১৪ দিনের ইডি হেফাজত। ১৪ দিনের ইডি হেফাজতের নির্দেশ ব্যাঙ্কশাল কোর্টের
সন্দেশখালিতে ইডির ওপর হামলার পর, তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি (LOC)। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়াকে সার্কুলার ইডির। দেশের সবকটি বিমানবন্দরে পাঠানো হল সার্কুলার।
সন্দেশখালি, বনগাঁয় আক্রান্ত ইডি, প্রতিবাদে বিজেপির বিক্ষোভ। বাঁকুড়া, ওন্দা, রায়গঞ্জের পর হাওড়ায় বিজেপির বিক্ষোভ। বিকেল ৪ থেকে হাওড়া ব্রিজের বন্ধ যান চলাচল । ওন্দায় ৬০ নম্বর জাতীয় সড়কে বিজেপি যুব মোর্চার অবরোধ। বাঁকুড়াতেও বিজেপির অবরোধ-বিক্ষোভ।
ফের আক্রান্ত ইডি, সন্দেশখালির পর এবার বনগাঁ, রেশন দুর্নীতি মামলায় বনগাঁয় শঙ্কর আঢ্যর গ্রেফতারির সময় আক্রান্ত ইডি। ইডিকে ঘিরে বিক্ষোভ তৃণমূল নেতা শঙ্কর আঢ্যর অনুগামীদের। শঙ্কর আঢ্যকে সিজিওতে নিয়ে যাওয়ার সময় ইডির গাড়িতে হামলা। ইডির গাড়ি ভাঙচুর তৃণমূল নেতা শঙ্কর আঢ্যর অনুগামীদের ।
প্রেক্ষাপট
- হাজার কোটি নয় রেশনে ১০ হাজার কোটি টাকার দুর্নীতি। তার মধ্যে ২ হাজার কোটি গেছে দুবাইয়ে। শঙ্কর আঢ্যর সংস্থার মাধ্যমে বিদেশে টাকা পাচার। দাবি ইডির।
- শঙ্কর আঢ্যর বিদেশি মুদ্রা বিনিময় সংস্থার আড়ালে কালো টাকা সাদা! হাওয়ালার মাধ্যমে লেনদেন। ঘুরে পথে কেনা হয়েছে সোনা। ইডি সূত্রে চাঞ্চল্যকর দাবি।
- বাকিবুর-জ্যোতিপ্রিয়র পর এবার রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার শঙ্কর আঢ্য। ১৭ ঘণ্টা তল্লাশির পর ইডির জালে বালু-ঘনিষ্ঠ, বনগাঁর প্রাক্তন পুরপ্রধান।
বনগাঁয় গ্রেফতার তৃণমূল নেতা শঙ্কর আঢ্য। শ্বশুরবাড়ি থেকে উদ্ধার ৮ লক্ষ টাকা, বাজেয়াপ্ত বেশ কিছু নথি, ইডি সূত্রে খবর।
- সন্দেশখালির পুনরাবৃত্তি বনগাঁয়। তৃণমূল নেতার গ্রেফতারি ঘিরে বিক্ষোভের মুখে ইডি। গাড়ি ভাঙচুর। লাঠি উঁচিয়ে তাড়া কেন্দ্রীয় বাহিনীর।
সন্দেশখালিকাণ্ডে ইডির বিরুদ্ধেই এফআইআর পুলিশের! ওয়ারেন্ট ছাড়া শাহজাহানের ঠিকানায় হানা। তৃণমূল নেতার বাড়ির কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতে মামলা।
সন্দেশখালিকাণ্ডে এখনও গ্রেফতারির সংখ্যা শূন্য। কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ। প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা।
- তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি অভিযান ঘিরে সন্দেশখালিতে দুষকৃতী তাণ্ডব। রাজ্য পুলিশের ডিজি ও এসপি-কে ইমেলে অভিযোগ ইডির। আদালতে যেতে এজেন্সি।
শেখ শাহজাহানের অনুগামীদের তাণ্ডবের পর থমথমে সন্দেশখালি। খোঁজ নেই বাহুবলী তৃণমূল নেতার। বাড়িতে ঝুলছে তালা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -