West Bengal News Live Updates: কালনায় বিজেপির বিজয়া সম্মিলনীতে গিয়ে বিজেপিরই নেতা-কর্মীদের আক্রমণে অনুপম হাজরা

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 06 Nov 2023 11:15 PM
WB News Live: কালনায় বিজেপির বিজয়া সম্মিলনীতে গিয়ে বিজেপিরই নেতা-কর্মীদের আক্রমণে অনুপম হাজরা

'বিজেপির পদাধিকারীরা পদ পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের সঙ্গে রফা করছে। মনোনয়ন দাখিলে ১ লক্ষ, প্রচারে না যেতে হাজার টাকা, বিভিন্ন ক্যাটাগরিতে রফা', বিস্ফোরক অভিযোগ অনুপম হাজরার। 'ত্রুটি বিচ্যুতি বরদাস্ত নয়', হুঁশিয়ারি বিজেপির কেন্দ্রীয় সম্পাদকের। 

West Bengal News Live: কালনায় বিজেপির বিজয়া সম্মিলনীতে গিয়ে বিজেপিরই নেতা-কর্মীদের আক্রমণে অনুপম হাজরা

কালনায় বিজেপির বিজয়া সম্মিলনীতে গিয়ে বিজেপিরই নেতা-কর্মীদের আক্রমণে অনুপম হাজরা। 'এখন বঙ্গ বিজেপির পদ পাওয়া মানে গোলাম হয়ে যাওয়া। সবাই চাকর হতে ভালবাসে না। ঘরেই শত্রু বিভীষণ যারা আছে, তাদের ঝাঁটা মেরে বের করতে হবে', বিস্ফোরক বিজেপির কেন্দ্রীয় সম্পাদক।

WB News Live: দলের অনুমোদন থাকলে তিনি অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে লড়বেন, বললেন নৌশাদ

লোকসভা ভোটে কি, ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে বিরোধীদের সর্বসম্মত প্রার্থী হিসেবে লড়তে পারেন, নৌশাদ সিদ্দিকি? শুরু হয়েছে এই জল্পনা। এনিয়ে আজ নৌশাদ বলেন, দলের অনুমোদন থাকলে তিনি অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে লড়বেন। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূল।

West Bengal News Live: একুশের বিধানসভা নির্বাচনে কোভিডের আতঙ্ক ছড়িয়ে ভোট লুঠের অভিযোগ

একুশের বিধানসভা নির্বাচনে কোভিডের আতঙ্ক ছড়িয়ে ভোট লুঠের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ শুভেন্দু অধিকারীর। 'কোভিডের তৃতীয় ঢেউয়ের সময় আতঙ্ক তৈরি করা হয়েছিল। অনেকেই তখন ভোট দিতে যাননি, তাঁদের ভোট লুঠ করা হয়', পুলিশকে দিয়ে ভোট লুঠ করানো হয়েছিল, অভিযোগ বিরোধী দলনেতার। 

WB News Live: রেশন দুর্নীতির প্রতিবাদে হাবড়ায় মিছিল সিপিএমের

রেশন দুর্নীতির প্রতিবাদে হাবড়ায় মিছিল সিপিএমের। রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডি হেফাজতে হাবড়ার তৃণমূল বিধায়ক ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

West Bengal News Live: 'আমি কিছু নিই নি, তাও আমরা চোর?'

'আমি একটা মুখ খুলি? আমি চাই না দেশের সম্মান নষ্ট হোক, তাই চুপ আছি। আমি কিছু নিই নি, তাও আমরা চোর?' বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে আক্রমণে মুখ্যমন্ত্রী। 

WB News Live: ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে ফের কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর

১০০ দিনের কাজের বকেয়া নিয়ে ফের কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর। '৭ হাজার কোটি টাকা এখনও পাইনি। আবাস যোজনা বন্ধ, গ্রামীণ রাস্তার টাকা দিচ্ছে না', মোদি সরকারের বিরুদ্ধে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। 

West Bengal News Live: বিহারের পশুখাদ্য দুর্নীতির সঙ্গে এবার বাংলার রেশন দুর্নীতি মামলার যোগ!

বিহারের পশুখাদ্য দুর্নীতির সঙ্গে এবার বাংলার রেশন দুর্নীতি মামলার যোগ! বিহারে পশুখাদ্যে অভিযুক্তরাও বাংলার রেশন দুর্নীতিতে জড়িত? রেশন দুর্নীতির তদন্তে অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডে ম্যারাথন তল্লাশি ইডির। 

WB News Live: ষষ্ঠবারের জন্য ইডির কাছে হাজিরা দেওয়ার আগে বিস্ফোরক বালুর প্রাক্তন পিএ

ষষ্ঠবারের জন্য ইডির কাছে হাজিরা দেওয়ার আগে বিস্ফোরক বালুর প্রাক্তন পিএ। 'আগে জানলে কি কপালে এই থাকত?' সিজিওতে ঢোকার সময় আক্ষেপ। 'মন্ত্রীর নির্দেশেই স্ত্রী ও মাকে ৩টি সংস্থার ডিরেক্টর পদে বসানো হয়', মুখ খুলেই বিস্ফোরক দাবি জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন পিএ অভিজিৎ দাস।

West Bengal News Live: রেশন দুর্নীতিতে প্রাক্তন খাদ্যমন্ত্রীর ফের ৭দিনের ইডি হেফাজত

রেশন দুর্নীতিতে প্রাক্তন খাদ্যমন্ত্রীর ফের ৭দিনের ইডি হেফাজত। নির্দোষ দাবি করেও জামিনের আবেদন করলেন না রেশন দুর্নীতিতে ধৃত জ্যোতিপ্রিয়। 

WB News Live: একুশের বিধানসভা নির্বাচনে কোভিডের আতঙ্ক ছড়িয়ে ভোট লুঠের অভিযোগ

একুশের বিধানসভা নির্বাচনে কোভিডের আতঙ্ক ছড়িয়ে ভোট লুঠের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ শুভেন্দু অধিকারীর। 

West Bengal News Live: সাড়ে ৬ ঘণ্টা পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন কামারহাটির পুরপ্রধান গোপাল সাহা

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ২ পুরপ্রধানকে ইডির জিজ্ঞাসাবাদ। সাড়ে ৬ ঘণ্টা পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন কামারহাটির পুরপ্রধান গোপাল সাহা। সাড়ে ৪ ঘণ্টা পার, এখনও বরানগরের পুরপ্রধান অপর্ণা মৌলিককে ইডির জিজ্ঞাসাবাদ। 

WB News Live: ফের টিটাগড়ে দুই তৃণমূলের কাউন্সিলরের অনুগামীদের মধ্যে সংঘর্ষ

ফের টিটাগড়ে দুই তৃণমূলের কাউন্সিলরের অনুগামীদের মধ্যে সংঘর্ষ। টিটাগড় পুরসভার ৫ এবং ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের অনুগামীদের মধ্যে সংঘর্ষ। সংঘর্ষে জখম ২ তৃণমূল কর্মী। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় টিটাগড় থানার পুলিশ।

West Bengal News Live: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ২ পুরপ্রধানকে ইডির জিজ্ঞাসাবাদ

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ২ পুরপ্রধানকে ইডির জিজ্ঞাসাবাদ। ৬ ঘণ্টা পার, এখনও সিজিও কমপ্লেক্সে কামারহাটির পুরপ্রধান গোপাল সাহা। ৪ ঘণ্টা পার, এখনও বরানগরের পুরপ্রধান অপর্ণা মৌলিককে ইডির জিজ্ঞাসাবাদ। 

WB News Live:'অধিকারী পরিবারের সম্পত্তি নিয়ে কেন তদন্ত হচ্ছে না?', প্রশ্ন শশী পাঁজার

'দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করে চলেছে। কিন্তু তার কোনও ফল সামনে আসছে না। পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী রামেশ্বর তেলির সম্পত্তি নিয়ে কেন তদন্ত হচ্ছে না? জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সৌমিত্র খাঁ, জগদম্বিকা পাল, হিমন্ত বিশ্বশর্মাদের সম্পত্তি নিয়ে তদন্ত কেন হয় না? কাঁথির অধিকারী পরিবারের সম্পত্তি নিয়ে কেন তদন্ত হচ্ছে না?', গণতান্ত্রিক কাঠামোগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে, অভিযোগ শশী পাঁজার। 

West Bengal News Live: এবার বিস্ফোরক জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন পিএ অভিজিৎ দাস

এবার বিস্ফোরক জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন পিএ অভিজিৎ দাস, অভিজিতের দাবি, মন্ত্রীর নির্দেশেই তাঁর স্ত্রী ও মাকে ৩টি সংস্থার ডিরেক্টর পদে বসানো হয়। ED-র দাবি, ৩টি কোম্পানির ডিরেক্টর পদে নাম ছিল অভিজিৎ দাসের স্ত্রী সুকন্যা ও মা মমতা দাসের 

WB News Live:ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ইডি হেফাজত শেষ

 


রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ইডি হেফাজত শেষ। কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর নিয়ে যাওয়া হল আদালতে। 

West Bengal News Live: রাজ্যের মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে সরব শুভেন্দু অধিকারী

রাজ্যের মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে সরব শুভেন্দু অধিকারী। মাননীয় রাজ্যপালের কাছে কারামন্ত্রী অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে বহিষ্কারের জন্য রাজ্য সরকারকে সুপারিশের আবেদন শুভেন্দুর। মাননীয় রাজ্যপাল সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন মন্ত্রী অখিল গিরি, অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতার। এই মন্তব্যের জন্য কড়া পদক্ষেপ নিতে মাননীয় রাজ্যপালকে আবেদন শুভেন্দুর. 

WB News Live:কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় এক্সিকিউটিভ ডিরেক্টরকে তলব সিআইডি-র

 


 



কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় এক্সিকিউটিভ ডিরেক্টরকে তলব সিআইডি-র। ভবানী ভবনে কল্যাণী এইমসের এক্সিকিউটিভ ডিরেক্টর রামজি সিংহকে জিজ্ঞাসাবাদ। 

West Bengal News Live: ছিনতাইয়ের ঘটনা ঘিরে তৃণমূলের দুই কাউন্সিলরের দলবলের মধ্যে সংঘর্ষ

ছিনতাইয়ের ঘটনা ঘিরে তৃণমূলের দুই কাউন্সিলরের দলবলের মধ্যে সংঘর্ষ। গাড়ি ভাঙচুর,ব্যাপক উত্তেজনা টিটাগড়ের উড়ানপাড়া এলাকায়। ঘটনাস্থলে টিটাগড় থানার পুলিশ। কাউন্সিলর বিষ্ণু সিংহ ও কাউন্সিলর মহম্দ জলিলের দলবলের মধ্যে সংঘর্ষ। ২ তৃণমূল কর্মী গুরুতর আহত, বারাকপুর বি এন বসু হাসপাতালে চিকিৎসাধীন। 

WB News Live: উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং শুরু

 


আদালতের নির্দেশে করুণাময়ীতে এসএসসি-র নতুন ভবনে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং শুরু। চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। প্রথম দিন ডাকা হয়েছে ৩০০ জনকে। আট বছর আগে নেওয়া হয়েছিল পরীক্ষা।



 

West Bengal News Live: ফের SSKM হাসপাতালকে চিঠি দিল ED


শিক্ষা নিয়োগ দুর্নীতির তদন্তে কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য ফের SSKM হাসপাতালকে চিঠি দিল ED। সূত্রের খবর, হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়েছে, প্রয়োজনে মেডিক্যাল বোর্ডের চিকিৎসকদের দিয়ে সুজয়কৃষ্ণর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে দ্রুত জানানো হোক, কবে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা যাবে। এর আগে সুজয়কৃষ্ণর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে ফরেন্সিক বিশেষজ্ঞকে নিয়ে SSKM হাসপাতালে যান ED-র অফিসাররা। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও মেলেনি নমুনা। তাই ফের হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। 

WB News Live: মর্মান্তিক পথ দুর্ঘটনা ঠাকুরপুকুরে

ঠাকুরপুকুর থ্রি এ বাসস্ট্যান্ডের কাছ পথ দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা আরেকটি বাসের। ধাক্কার অভিঘাতে সামনের বাস ধাক্কা মারে দুটি গাড়িকে। দুর্ঘটনায় মোট ২১ জন আহত, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। 

West Bengal News Live: বাংলায় রেশন দুর্নীতির সঙ্গে বিহারের পশু খাদ্য কেলেঙ্কারি মামলার যোগ


বাংলায় রেশন দুর্নীতির সঙ্গে এবার বিহারের পশু খাদ্য কেলেঙ্কারি মামলার যোগ। পশু খাদ্য দুর্নীতি মামলার মূল অভিযুক্তদের নাম জড়াল রেশন দুর্নীতিকাণ্ডেও। ED-র দাবি, রেশনকাণ্ডের তদন্তে যে সংস্থার নাম উঠে এসেছে, সেই অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের দুই ডিরেক্টর দীপেশ চন্দক ও হিতেশ চন্দক ১৯৯৬ সালে বিহারের পশু খাদ্য দুর্নীতি মামলার প্রধান অভিযুক্ত হিসেবে CBI-এর হাতে গ্রেফতার হন। পরে ওই মামলায় রাজসাক্ষী হয়ে তাঁরা ছাড়া পেয়ে যান। সূত্রের খবর, ওই মামলায় দীপেশ বয়ান দেন, তিনি ৬০ কোটি টাকা লালুপ্রসাদ যাদবকে দিয়েছিলেন। ED-র দাবি, দীপেশ ও হিতেশ চন্দক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ছিলেন। চন্দকদের রাইস মিল ও আটা কলে রেশনের চাল এনে, গম ভাঙিয়ে তা প্যাকেটবন্দি করে খোলা বাজারে বিক্রি করা হত বলে কেন্দ্রীয় এজেন্সির দাবি।

WB News Live: ডেঙ্গি পরিসংখ্যানের ভয়াবহ ছবি বাংলায়

ডেঙ্গি পরিসংখ্যানের ভয়াবহ ছবি বাংলায়। দেশে সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্ত পশ্চিমবঙ্গে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান, ১ নভেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৮০ হাজার। সংক্রমনে শীর্ষে উত্তর ২৪ পরগনা। দ্বিতীয় কলকাতা।

West Bengal News Live: দুর্নীতি ইস্যুতে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর

দুর্নীতি ইস্যুতে মমতাকে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু। প্রধানমন্ত্রীর প্রসঙ্গ টেনে নিশানা করলেন ভাইপোবাদ নিয়ে। পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূল। 

WB News Live: ভুয়ো নিয়োগপত্র নিয়ে স্কুলে শিক্ষক পদে যোগ দেওয়ার চেষ্টার অভিযোগ

শিক্ষায় নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যজুড়ে তোলপাড়ের মধ্যেও কি সক্রিয় রয়েছে দুর্নীতির চক্র? পাথরপ্রতিমায় ভুয়ো নিয়োগপত্র নিয়ে স্কুলে শিক্ষক পদে যোগ দেওয়ার চেষ্টার অভিযোগের ঘটনায় উঠছে প্রশ্ন। জেলা শিক্ষা দফতরের দাবি, এক মাসে এ নিয়ে চারবার এরকম ঘটনা ঘটেছে। গোটা বিষয়টি জানানো হয়েছে স্কুল শিক্ষা দফতরে। 

West Bengal News Live: হুঙ্কার শুভেন্দুর

পুরো মন্ত্রিসভা চোর। শিক্ষা দফতর জেলে, খাদ্য দফতর জেলে, স্বাস্থ্যও যাবে জেলে, হুঙ্কার শুভেন্দুর

WB News Live: বিজেপি নেতাদের ঘর ছাড়া করার হুঁশিয়ারি তৃণমূল ব্লক সভাপতির

বিজেপি নেতাদের ঘর ছাড়া করার হুঁশিয়ারি দিলেন বাঁকুড়ার জয়পুরের তৃণমূল ব্লক সভাপতি। সদ্য় বজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া কোতলপুরের বিধায়ক হরকালি প্রতিহারকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠকে এই হুঁশিয়ারি দেন তিনি। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিজেপি। 

West Bengal News Live: প্রায় ২ মাস ধরে চলবে সিপিএমের যুব সংগঠনের এই কর্মসূচি

দুর্নীতি বন্ধ থেকে নিয়োগের দাবি, শিক্ষার দাবি থেকে আইনশৃঙ্খলার উন্নতি, একাধিক দাবি নিয়ে তেসরা নভেম্বর থেকে শুরু হয়েছে DYFI-এর ইনসাফ যাত্রা। রবিবার তৃতীয় দিনে মিছিল পৌঁছেছে জলপাইগুড়িতে। প্রায় ২ মাস ধরে চলবে সিপিএমের যুব সংগঠনের এই কর্মসূচি। 

WB News Live: হুঁশিয়ারির সুর অশোকনগরের তৃণমূল বিধায়কের

শিক্ষা থেকে রেশন, দুর্নীতি মামলায় একের পর এক তৃণমূলের নেতা-মন্ত্রী-বিধায়ক গ্রেফতার। আর তার মধ্যেই হুঁশিয়ারির সুর অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর গলায়। 

West Bengal News Live: সোমবার আদালতে তথ্য পেশের সম্ভাবনা

 


 রেশন বণ্টন দুর্নীতি মামলায় কলকাতা থেকে জেলা, ১৬ জায়গায় ইডির অভিযান। ধৃত ও অভিযুক্তদের বয়ান ও মেরুন ডায়েরি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি। সোমবার আদালতে তথ্য পেশের সম্ভাবনা।

প্রেক্ষাপট

 



  •  রেশন বণ্টন দুর্নীতি মামলায় কলকাতা থেকে জেলা, ১৬ জায়গায় ইডির অভিযান। ধৃত ও অভিযুক্তদের বয়ান ও মেরুন ডায়েরি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি। সোমবার আদালতে তথ্য পেশের সম্ভাবনা।

  •  
     সরকারি নিয়মে রেশন বণ্টনের পাশাপাশি সমান্তরালভাবে বাজারে রেশনের সামগ্রী অবৈধভাবে বিক্রির অভিযোগ। কোটি কোটি টাকা লেনদেন বাকিবুরদের, ইডি সূত্রে দাবি।
     

  •  বাকিবুর মডেলেই এফসিআইয়ের রেশনের গম ভাঙানোর জন্য খাদ্য দফতরের বরাতপ্রাপ্ত অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডেও দুর্নীতি ? কলকাতা থেকে নদিয়ায় একযোগে তল্লাশি ইডির।
     

  •  বনগাঁর সাহা ব্রাদার্সের চালকল, আটাকল, অফিস, সল্টলেকের হোটেলে তল্লাশি। বাকিবুরকে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ তিন ভাইয়ের নাম, ইডি সূত্রে খবর।
     

  •  শিক্ষা-খাদ্য দফতর জেলে, স্বাস্থ্যও জেলে যাবে। দরজায় সময় কড়া নাড়ছে, সবাই নিমন্ত্রণ পত্র পেয়ে গেছে। হুঙ্কার শুভেন্দুর। বিরোধী দলনেতাই রেজিস্টার্ড চোর, পাল্টা কুণাল।
     

  •  জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে অবস্থান বদল শোভনদেবের।  

  •  ৫ রাজ্যে বিধানসভা ভোটের আগে বিনামূল্যে রেশন ঘোষণা মোদির। নির্বাচনী আচরণবিধিভঙ্গের অভিযোগে জাতীয় নির্বাচন কমিশনে তৃণমূল। নির্বাচনের সঙ্গে সম্পর্ক নেই, পাল্টা বিজেপি।
     

  •  দেশের আর্থিক দুর্দশার প্রমাণ দিলেন নরেন্দ্র মোদি,  আক্রমণ জয়রাম রমেশের। দারিদ্রসীমার ওপরে মানুষকে তুলতে ব্যর্থ মোদি সরকার, আক্রমণ সেলিমের।
     

  •  বাংলায় অসম্ভব ইন্ডিয়া জোট, তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা নয়। ইয়েচুরির পর অবস্থান স্পষ্ট করলেন মহম্মদ সেলিম। বিজেপির বিরুদ্ধে লড়াই করে না সিপিএম, খোঁচা জয়প্রকাশের।
     

  •  'ক্যাশ ফর কোয়েশ্চেন' কাণ্ডে ৭ নভেম্বর ফের বৈঠকে লোকসভার এথিক্স কমিটি। সংখ্যাগরিষ্ঠ সদস্যর সিলমোহর নিয়ে অধ্যক্ষের কাছে জমা দিতে তৈরি হবে খসড়া রিপোর্ট।
     

  •  এথিক্স কমিটির কথাবার্তার রেকর্ডের প্রতিলিপি আছে। চেয়ারম্যানের নিম্নরুচির প্রশ্ন, বিরোধী-প্রতিবাদ সব সাদা-কালোয় আছে। পাল্টা সোশাল মিডিয়ায় পোস্ট মহুয়া মৈত্রের।
     

  •  ফৌজদারি মামলার পরিকল্পনা বিজেপির। আদানির বিরুদ্ধেও এফআইআর হোক, আক্রমণ মহুয়া মৈত্রের। ভয় পেয়েছেন তৃণমূল সাংসদ, পাল্টা বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।
     

  •  ডেঙ্গি পরিসংখ্যানের ভয়াবহ ছবি বাংলায়। দেশে সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্ত পশ্চিমবঙ্গে। ১ নভেম্বর পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ৮০ হাজার। সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনা, দ্বিতীয় কলকাতা।
     

  •  রেশন দুর্নীতিতে কি বাংলাজুড়েই ছড়িয়ে বাকিবুর-মডেল! কলকাতা থেকে জেলা, একযোগে ১৬ জায়গায় ম্যারাথন তল্লাশি ED-র। 

  •  আজ ফের জ্যোতিপ্রিয়কে কোর্টে পেশ, খুলবেন মুখ? দুর্নীতির কলু মেরুন ডায়েরিতেই? জ্যোতিপ্রিয়র প্রাক্তন PA-কে ফের তলব। 

  •  আরও ৫ বছর ফ্রি, ভোটের আগে ‘রেশন তাস’ নরেন্দ্র মোদির। বিধিভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনে তৃণমূল, সরব কংগ্রেসও। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.