WB News Live : বিজেপি ছাড়ার কারণ হিসেবে এবার সরাসরি জন বার্লাকে নিশানা সুমন কাঞ্জিলালের
West Bengal News Live : এক ক্লিকে জেলা জেলার গুরুত্বপূর্ণ খবর
নিয়োগ দুর্নীতির মামলায় ফের ইডি দফতরে তাপস-ঘনিষ্ঠ গোপাল। 'কোনও টাকা নিইনি, ষড়যন্ত্রকারী কিনা প্রমাণ করুক কুন্তল'। ধৃত যুব তৃণমূল নেতার অভিযোগ উড়িয়ে চ্যালেঞ্জ গোপাল দলপতির। 'কোনও টাকা নিইনি, পার্থ চট্টোপাধ্যায়কেও চিনি না, দেখাও হয়নি'। স্কুলে নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ উড়িয়ে দাবি তাপস-ঘনিষ্ঠের।
বিজেপি ছাড়ার কারণ হিসেবে এবার সরাসরি কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকে নিশানা সুমন কাঞ্জিলালের। আলিপুরদুয়ারের মানুষের কাছে উন্নয়নের কাজ পৌঁছে দিতে পারছিলাম না। এলাকার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীর কাছ থেকেও কোনও সাহায্য পাইনি। মানুষের জন্য কাজ করতে চাওয়ায় অভিষেক অনুু্প্রাণিত করেছেন। বিধানসভায় মুখ্যমন্ত্রীর সহযোগিতায় আপ্লুত হয়েই উন্নয়নের সঙ্গে থাকার সিদ্ধান্ত। কলকাতা থেকে আলিপুরদুয়ারে ফিরে দাবি আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালের।
পঞ্চায়েত ভোটের আগে ফের বিজেপিতে ভাঙন, কটাক্ষ তথাগতর। 'তৃণমূল-সিপিএম থেকে আসা ধান্দাবাজদের দায়িত্ব দিলে পার্টি মুছে যাবে'।
আলিপুরদুয়ারের বিধায়কের দলত্যাগের প্রসঙ্গ টেনে কটাক্ষ তথাগতর । 'আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল থেকে শিক্ষা নিক বিজেপি'।
'নীতি-আদর্শ জলাঞ্জলি দিয়ে অর্ধশিক্ষিতদের দায়িত্ব দিলে পার্টি মুছে যাবে'। বঙ্গ বিজেপি নেতৃত্বকে নিশানা করে ফের আক্রমণে তথাগত রায়।
কামিনী কাঞ্চনের ফলেই ২০২১-এ দলের এই ফল বলে ফের কটাক্ষ । 'উনিশে হাফ, একুশে সাফ বলা, পুঁতে দেওয়ার মাস্টার বলল, ৩ থেকে ৭৭ করেছি'। নাকের বদলে নরুণ পেলাম বলে নাম না করে দিলীপকে কটাক্ষ তথাগতর।
'লাইনে আছেন কোচবিহারের ৩ বিধায়ক, খাঁচা ফাঁকা হয়ে যাবে'। কোচবিহার বিজেপিতে ভাঙনের হুঙ্কার রবীন্দ্রনাথ ঘোষের। 'বিধায়ক ছাড়া অন্য কাউকে নিয়ে কী করব, ৩জন বিধায়ক আছে'। '২০২৪ আসতে আসতেই খাঁচা থেকে পাখি পালিয়ে যাবে'। আলিপুরদুয়ারের বিজেপি বিধায়কের তৃণমূলে যোগের পরে প্রাক্তন মন্ত্রীর হুঙ্কার ।
নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে শুনানির পর প্রেসিডেন্সি জেলের দিকে নিয়ে যাওয়ার সময় আহত মানিক ভট্টাচার্য। হঠাৎ একটি বেসরকারি বাস ব্রেক কষায় প্রিজন ভ্যানও ব্রেক কষে, পুলিশ সূত্রে খবর। মুখে চোট লাগে নিয়োগ দুর্নীতিতে ধৃত অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের, পুলিশ সূত্রে খবর।
চেতলাহাট রোডে বাড়িতে আগুন। গ্যাস সিলিন্ডার ফেটে আগুন। আগুন আতঙ্কে হুড়োহুড়ি। আহত ১, দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। অগ্নি নির্বাপক যন্ত্র কাজ করেনি, অভিযোগ দমকলের।
ত্রিপুরায় মমতা বন্দ্যোপাধ্যায় বললেন,
'১০০ দিনের টাকা দিতে দেয় না যারা, তাদের ভোট চাইবার অধিকার আছে?'
'আমাদের রাজ্যে হাজার হাজার ছেলেমেয়ে চাকরি পাচ্ছে'
'দু-একটা ভুল হলে, যারা করেছে, তাদের শাস্তি হবে'
'ডবল ইঞ্জিন ভয় দেখালে, চুপ করে যেখানে ভোট দেওয়ার দেবেন'
হেয়ার স্ট্রিট থানা এলাকায় রাসায়নিকের গন্ধে অসুস্থ ১৪, পেস্ট কন্ট্রোলের সময় রাসায়নিকের ঝাঁঝাল গন্ধে বিপত্তি। ৩ জনকে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে
সকাল থেকে রাজ্যজুড়ে ঘন কুয়াশা। উর্ধ্বমুখী পারদও। এক ধাক্কায় ৪ ডিগ্রি বাড়ল তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত পারদ ওঠানামা করবে।
ত্রিপুরায় আজ রোড শো-জনসভা মমতা-অভিষেকের। নোটার চেয়েও কম ভোট মিলবে, খোঁচা শুভেন্দুর। ধর্তব্যের মধ্যেই আনছি না। বললেন তিনি।
দুর্গাপুর শহরে সরকারি আবাসনের জমি দখল করে বেআইনি নির্মাণ, এমনকি প্লট তৈরি করে সেই জমি বিক্রি করে দেওয়ারও অভিযোগ উঠল তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। অভিযুক্ত অভিজিৎ চট্টোপাধ্যায় তৃণমূলের বিদায়ী বরো চেয়ারম্যান সুনীল চট্টোপাধ্যায়ের ছেলে।
পঞ্চায়েত নির্বাচনের আগে ফের বেলাগাম স্বপন মজুমদার। ভোট চাইতে আসা তৃণমূল নেতাদের জুতো মারার বিধান দিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক। গতকাল গাইঘাটায় বিজেপির একটি অনুষ্ঠানে স্বপন মজুমদার এই মন্তব্য করেন।
কেন্দ্রীয় নীতির প্রতিবাদ ও ১১ দফা দাবিতে আজ থেকে ৭২ ঘণ্টা দেশজুড়ে রেশন ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। বৃহস্পতিবার পর্যন্ত চলবে রেশন বন্ধ। সংগঠনের দাবি, রাজ্যের পাশাপাশি দেশের মোট ৫ লক্ষ ৩৮ হাজার রেশন ডিলার এই ধর্মঘটে সামিল হয়েছেন।
কেন্দ্রীয় নীতির প্রতিবাদ ও ১১ দফা দাবিতে আজ থেকে ৭২ ঘণ্টা দেশজুড়ে রেশন ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। বৃহস্পতিবার পর্যন্ত চলবে রেশন বন্ধ। সংগঠনের দাবি, রাজ্যের পাশাপাশি দেশের মোট ৫ লক্ষ ৩৮ হাজার রেশন ডিলার এই ধর্মঘটে সামিল হয়েছেন।
মানিক ভট্টাচার্যর সঙ্গে হাত মিলিয়েই টাকা তুলেছেন তাপস মণ্ডল। জেনেবুঝে দুর্নীতিতে যুক্ত থেকেছেন তাপস। টাকা জমা পড়েছে মানিকের স্ত্রী ও ছেলের অ্যাকাউন্টে। বিস্ফোরক অভিযোগ করেছে ইডি।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত পারদ ওঠানামা করবে। ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে-তে ফিরতে পারে শীতের আমেজ। এরপর তা ধীরে ধীরে উধাও হবে। এভাবেই কার্যত বিদায় নেবে শীত।
সকাল থেকে রাজ্যজুড়ে ঘন কুয়াশা। উর্ধ্বমুখী পারদও। এক ধাক্কায় ৪ ডিগ্রি বাড়ল তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
'চাকরি পেতে যাঁরা টাকা দিয়েছেন ও নিয়েছেন, তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? আদালত বারবার আপনাদের জিজ্ঞাসা করছে যে, ওই ব্যক্তিদের কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি? CBI কেমন করে তদন্ত করবে, সেই উপদেশ কেন আদালতকে বারবার দিতে হবে? যে বা যাঁরা টাকা পেয়েছেন, তাঁদের ক্ষেত্রে CBI-এর ঢিলেঢালা মনোভাব কেন?' নবম-দশমে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের অসন্তোষ প্রকাশ করে এই কথা বললেন বিচারপতি বিশ্বজিৎ বসু। যাঁরা OMR শিট বিকৃত করেছে, তাঁদের বিরুদ্ধেও পদক্ষেপের নির্দেশ দিয়েছেন বিচারপতি।
তৃণমূলের নজরে ত্রিপুরার ২৮টি বিধানসভা আসন। আজ মমতা-অভিষেকের রোড শো ও জনসভা।
প্রাথমিকে ২০১৬-র নিয়োগে দুর্নীতির অভিযোগে এবার ইন্টারভিউয়ারদেরই তলব হাইকোর্টের। ২১ ফেব্রুয়ারি ৫ জেলার কয়েকজনকে হাজিরার নির্দেষ। শুনানি হবে রুদ্ধদ্বার এজলাসে।
মুখ্যমন্ত্রীকে সেন্ট জেভিয়ার্সের ডি-লিট। রাধাকৃষ্ণণ, কালাম, বাজপেয়ী থেকে চার্চিল, মিলটনের সঙ্গে এক আসনে বসিয়ে ঢালাও প্রশংসায় রাজ্যপাল।
গেরুয়া গৃহে আরও হানার হুঙ্কার কুণালের। ১৩জন বিধায়ক যোগাযোগ রাখছেন বলে দাবি। এত দৈন্যদশা? নজর ঘোরানোর চেষ্টা, পাল্টা সুকান্ত।
ত্রিপুরায় আজ রোড শো-জনসভা মমতা-অভিষেকের। সোমবার জোড়া সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিশানায় শুধুই বাম-কংগ্রেস। সেটিংয়ের অভিযোগে সরব বামেরা। আমল দিচ্ছে না বিজেপি-তৃণমূল।
প্রেক্ষাপট
১। মুখ্যমন্ত্রীকে ( Mamata Banerjee ) সেন্ট জেভিয়ার্সের ( ) ডি-লিট ( DLitt )। রাধাকৃষ্ণণ, কালাম, বাজপেয়ী থেকে চার্চিল, মিলটনের সঙ্গে এক আসনে বসিয়ে ঢালাও প্রশংসায় রাজ্যপাল।
২। মুখ্যমন্ত্রীর প্রশংসায় রাজ্যপাল, সংঘাতে শুভেন্দু ( Suvendu Adhikari )। বাজেট অধিবেশনের বক্তৃতার মহড়া। চার্চিল জমানায় বাংলায় দুর্ভিক্ষের প্রসঙ্গ টেনে কটাক্ষ।পাগলের প্রলাপ, পাল্টা কুণাল।
৩ । কলকাতা বিশ্ববিদ্যালয়ের ( Calcutta University ) পSt Xavier's Universityর এবার সেন্ট জেভিয়ার্স। দ্বিতীয় সাম্মানিক ডি-লিট পেলেন মুখ্যমন্ত্রী। উচ্চশিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি। রাজ্যপালের হাত থেকে নিলেন মানপত্র।
৪। গেরুয়া গৃহে আরও হানার হুঙ্কার কুণালের ( Kunal Ghosh ) । ১৩জন বিধায়ক যোগাযোগ রাখছেন বলে দাবি।
৫। আলিপুরদুয়ারের পর আরও বিজেপি বিধায়ক ( BJP MLA ) দল ছাড়ার পথে বলে দাবি কুণালের। পাল্টা জবাব সুকান্তর।
৬। গঠনমূলক নয়, বিজেপিতে শুধুই টাকা আটকে দেওয়ার রাজনীতি। বিকল্প কিছু ছিল না, দলবদলের পরেই আক্রমণে আলিপুরদুয়ারের বিধায়ক। প্রতিবাদে এলাকায় বিক্ষোভ।
৭। নিয়োগ দুর্নীতি মামলায় এবিপি আনন্দে বিস্ফোরক গোপাল দলপতি।
৮। নিয়োগ দুর্নীতিতে এবিপি আনন্দে মুখ খুললেন গোপাল।
৯। চিটফান্ড মামলায় গ্রেফতারির পরে নাম বদল। এবিপি আনন্দে বিস্ফোরক স্বীকারোক্তি গোপালের।
১০। প্রাথমিকে ২০১৬-র নিয়োগে দুর্নীতির অভিযোগে এবার ইন্টারভিউয়ারদেরই তলব হাইকোর্টের। ২১ ফেব্রুয়ারি ৫ জেলার কয়েকজনকে হাজিরার নির্দেষ। শুনানি হবে রুদ্ধদ্বার এজলাসে।
১১। চক্রান্তকারীদের বিরুদ্ধে কী পদক্ষেপ? নবম-দশম মামলায় সিবিআইকে প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসুর। তদন্তকারীদের ঢিলেঢালা মনোভাবে প্রশ্ন। দ্রুত তদন্ত শেষ করতে নির্দেশ।
১২ । জেল থেকে ছাড়া পাওয়ার সময় ডালিম পাণ্ডেকে সিপিএমের সম্বর্ধনা, বিতর্কের মুখে জেল থেকে ছাড়া পেয়েই তড়িঘড়ি বেরোলেন অনুজ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -