পটনা : সাসারামে পরীক্ষার্থীদের উপর চলল গুলি, মৃত্যু হল এক ছাত্রের। বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা দিয়ে বেরোতেই গুলিবিদ্ধ হয় ২ ছাত্র। পরীক্ষা দিয়ে ফেরার সময়ই গুলিতে ঝাঁঝরা হয়ে যায় পড়ুয়ারা।
স্থানীয় লোকজনই তড়িঘড়ি হাসপাতালে যান। সেখানেই এক ছাত্রের মৃত্যু হয়। অপর ছাত্রের চিকিৎসা চলছে । সূত্রের খবর, বিহারের রোহতাস জেলার সাসারামে ম্যাট্রিকুলেশন পরীক্ষার সময় খাতা নকল করার ঘটনাকে কেন্দ্র করে বচসা শুরু হয় দুই ছাত্রগোষ্ঠীর মধ্যে। পরীক্ষার পরও ঘটনার রেশ স্থায়ী হয়। তার জেরেই গুলিচালনা। পরীক্ষা হল থেকে বেরোতেই গুলিবিদ্ধ হয়ে একজন ছাত্রের মৃত্যু হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায়, ছাত্রদের মধ্যে তর্ক শুরু হয় যা দ্রুত হিংসাত্মক রূপ নেয় । গুলি চালানো হয়। দেহরি মুফাসিল থানা এলাকার মঞ্জু যাদবের ছেলে অমিত কুমার এবং কমলেশ সিংয়ের ছেলে সঞ্জিত কুমার গুলিবিদ্ধ হন। চিকিৎসার সময় মারা যান অমিত কুমার ।
শুক্রবার সকালে ছাত্রের পরিবারের সদস্যরা জাতীয় সড়ক-২ অবরোধ করে। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান পরিবারের লোকজন। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সরব মৃত ও আহত ছাত্রের পরিচিতরাও। পুলিশ সূত্রের খবর, এখনও পর্যন্ত একজনকেই গ্রেফতার করা হয়েছে। অস্ত্রটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
অবরোধের জেরে তৈরি হয়েছে যানজট। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এসপি রোশন কুমার জানিয়েছেন, একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং অস্ত্রটিও বাজেয়াপ্ত করা হয়েছে। এই গ্যাংয়ে আর কারা কারা ছিল, খতিয়ে দেখছে পুলিশ।
বিহারে বিএসইবি বোর্ডের দশমে পরীক্ষা শুরু হয়েছে ১৭ ফেব্রুয়ারি থেকে। চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। পরীক্ষায় বসছেন ১৫ লক্ষেরও বেশি শিক্ষার্থী । এই ঘটনা পরীক্ষার সময় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে।