West Bengal News Live Updates: রেললাইনে দাঁড়িয়ে হাতি, হর্ন বাজিয়েও কাজ হল না, শেষে তাড়াতে হল বাজি ফাটিয়ে
West Bengal Live News : চোখ রাখুন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে...
রেললাইনে দাঁড়িয়ে হাতি। ট্রেনের হর্নেও কাজ না হওয়ায়, পটকা ফাটিয়ে তাড়ানো হল হাতিটিকে। প্রায় ৪০ মিনিট আটকে থাকার পর গন্তব্যের দিকে রওনা দিল মালগাড়ি। আজ দুপুরে আলিপুরদুয়ার ডিভিশনের গুলমা ও সেবকের মধ্যে এই ঘটনা ঘটে। লাইনে হাতি দেখতে পেয়ে ব্রেক কষেন অসমগামী ট্রেনের ড্রাইভার। কিছুক্ষণের মধ্যে হাজির হন বনকর্মীরা। পটকা ফাটানোর পর রেললাইন ছেড়ে, জঙ্গলে চলে যায় হাতিটি। রেলসূত্রে জানা গেছে, এই নিয়ে গত ৩ সপ্তাহে জঙ্গলের মধ্যে তিনবার এই ঘটনা ঘটল।
রাজারহাটের নার্সিং হস্টেলে ছাত্রীর রহস্যমৃত্যু। হস্টেলের মধ্যেই নার্সিং পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। মৃত মহাশ্বেতা মণ্ডলের বাড়ি হাওড়ার বাগনানে। হস্টেলের ঘর থেকে মিলেছে সুইসাইড নোট: পুলিশ সূত্র। আত্মহত্যা করল কেন? কারণ নিয়ে এখনও ধোঁয়াশা।
সোমবার রাতে বাগদায় খুনের অভিযোগে উত্তপ্ত বাজিতপুর। দোষীদের গ্রেফতারের দাবিতে বাজিতমোড়-টালিখোলা রাজ্য সড়কে মৃতদেহ রেখে অবরোধ। অবরোধ তুলকে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। বেশ কয়েকজন পুলিশ আহত।
আগামী বছর বিশ্বকাপের আগেই ইডেনের মেকওভার। বদলে যাবে ক্লাব হাউস, প্রেস বক্স, থেকে ড্রেসিংরুমের চেহারা। মেকওভারের নকশা অনুমোদন করল এপেক্স কাউন্সিল।
ব্যারাকপুরে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সভার শেষে বিশৃঙ্খলা। তাল কাটল গেরুয়া শিবিরের কর্মসূচিতে।
আসানসোল স্টেশন ছাড়ার পরেই লাইনচ্যুত স্টিল সিটি প্যাসেঞ্জার। সন্ধে ৬.১০: বেলাইন আসানসোল-বোকারো স্টিল সিটি প্যাসেঞ্জার। বেলাইন ইঞ্জিনের পরের কামরা, কোনও হতাহতের খবর নেই। দেড় ঘণ্টা ধরে মেন লাইনে বন্ধ থাকে ট্রেন চলাচল। কীভাবে ট্রেন লাইনচ্যুত, তদন্ত হবে, জানালেন ডিআরএম।
বঙ্গ বিজেপিতে অসন্তোষের মধ্যেই ২দিনের সফরে কলকাতায় নাড্ডা। বুধবার সকাল ১১টায় চুঁচুড়ায় একটি অনুষ্ঠানে অংশ নেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। দুপুরে দলের একাধিক বৈঠকে যোগ দেবেন জেপি নাড্ডা। বৃহস্পতিবার দলের সাংসদ, বিধায়ক, ও রাজ্য বিজেপির পদাধিকারীদের নিয়ে বৈঠক করবেন তিনি। দুপুরে দলের কর্মী সম্মেলনে ভাষণ দেবেন। কলা মন্দিরে নাগরিক সম্মেলনও যোগ দেওয়ার কথা রয়েছে জেপি নাড্ডার। বৃহস্পতিবার দিল্লি ফিরে যাওয়ার কথা জে পি নাড্ডার।
কেতুগ্রামে স্ত্রীর উপরে হামলাতেও সুপারি! কেতুগ্রামে স্ত্রীর কব্জি কাটায় অভিযুক্ত স্বামী গ্রেফতার। সকালেই গ্রেফতার শ্বশুর-শাশুড়ি, পরে গ্রেফতার স্বামী। ‘স্ত্রীর উপর হামলার জন্য বন্ধু সাজিয়ে ২জনকে সুপারি’। কেতুগ্রামে রেণু খাতুনের উপর হামলায় সন্দেহ পুলিশের: সূত্র
ডিজে বাজিয়ে শোভাযাত্রা, প্রতিবাদ করায় ‘নিশানায়’ বিডিও! ‘কাঁথিতে বিডিও অফিসের সামনে উচ্চস্বরে ডিজে বাজিয়ে শোভাযাত্রা’, প্রতিবাদ করে পুলিশ ডাকায় বিডিও অফিসে তালা দিল গ্রামবাসীরা। ‘বিডিও অফিসে তালা দিয়ে বাজানো হয় উচ্চস্বরে ডিজে’। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় বিডিওকে সরিয়ে নিয়ে এল পুলিশ! ‘অনুমতি নিয়েই পুজো, কেন পুলিশ এসে মারধর করল জানি না। পুলিশের মারধরের জন্য পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে’, শোভাযাত্রায় উচ্চস্বরে ডিজে বাজানো নিয়ে পাল্টা দাবি উদ্যোক্তাদের।
২০১৪-র প্রাইমারি টেটেও দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হল আদালতে। মামলাকারীদের অভিযোগ, ২০১৪ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য যে টেট হয়েছিল, তাতে ৮৬ জন পরীক্ষার্থী ফেল করেও, প্রাথমিক শিক্ষকের চাকরি করছেন।
মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে মেরেকেটে সাড়ে চারশো থেকে পাঁচশো মিটার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে প্রায় সাড়ে তিনশো মিটার। আর সেখানেই নিজের ফ্ল্যাটের মধ্যেই খুন হয়ে গেলেন গুজরাতি দম্পতি। ভবানীপুরের জোড়া খুন নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোরও।
লুঠপাটে বাধা দেওয়ার জেরেই কি খুন হয়েছেন ভবানীপুরের শাহ দম্পতি? নাকি আততায়ীদের চিনে ফেলায় প্রাণ দিতে হয়েছে তাঁদের? বাড়ি থেকে নগদ টাকা ও গয়না লুঠ হলেও, পুলিশের প্রশ্ন, আততায়ীরা এই ঘটনাকে লুঠের উদ্দেশে খুনের চেহারা দিয়ে, তদন্তকে বিপথে চালিত করার চেষ্টা করছে না তো?
বিমা সংস্থার নাম করে গ্রাহকদের ফোন করে প্রিমিয়ামের টাকা হাতানোর অভিযোগ। ৪ কোটি টাকা প্রতারণার অভিযোগে পুলিশ কয়েকদিন আগেই ভিন রাজ্য থেকে ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছিল। গতকাল বাগুইআটি ও ইকোপার্ক থেকে আরও ২ জনকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
পুলিশে দায়ের করা লিখিত অভিযোগ তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে ধৃতদের পরিবার। এমনই অভিযোগে সরব হল উত্তর ২৪ পরগনার বাসুদেবপুরের আক্রান্ত নাবালিকার পরিবার। যদিও এই নিয়ে থানায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জানাননি তাঁরা। আজ নাবালিকার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। গ্রামীণ এলাকায় পুলিশি নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি। বাসুদেবপুরে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সরকারি চাকরি পাওয়ায়, ডানহাত কেটে দিয়েছে স্বামী! কব্জি হারিয়েও হাল ছাড়তে নারাজ রেণু। দাঁতে দাঁত চেপে হাসপাতাল থেকেই শুরু প্রস্তুতি। বাঁ হাতে কলম তুলে নিয়েছেন এই নার্স।
২ মাস আগে বিয়ে, নববধূর বিরুদ্ধেই স্বামীকে খুনের চেষ্টার অভিযোগ! মাদক খাইয়ে স্বামীর হাত-পা-মুখ বেঁধে খুনের চেষ্টার অভিযোগ! অত্যাচারের ভিডিও করে মাকে পাঠানোর অভিযোগ বধূর বিরুদ্ধে!
মাকে পাঠানো স্বামীর উপরে অত্যাচারের ভিডিও ভাইরাল! আর্তনাদ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা, দরজা ভেঙে উদ্ধার। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই স্বামীকে খুনের চেষ্টা, অনুমান পুলিশের। স্বামীর উপরে হামলার অভিযোগে নববধূ আটক।
আমায় কয়েকজন নেতা ভয় দেখাচ্ছে। উত্তরবঙ্গ ভাগ নিয়ে হুমকি দিচ্ছে। বন্দুক ভোঁতা করে দেব। কোনওমতেই বাংলা ভাগ হতে দেব না। দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের।
পশ্চিম মেদিনীপুরের কেশপুরে দুটি গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ। আহত হয়েছেন দু’পক্ষের ৭ জন। ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই সংঘর্ষ, অভিযোগ বিজেপির। দুই পাড়ার গন্ডগোল বলে গোষ্ঠীসংঘর্ষের অ ভিযোগ অস্বীকার তৃণমূলের।
‘মেহতা বিল্ডিংয়ে ১৮ লক্ষ টাকায় দোকান বিক্রি করতে চেয়েছিলেন অশোক শাহ’। ‘টর্চ লাইটের পাইকারি ব্যবসার জন্য দোকান ছিল অশোক শাহের’। ‘ব্যবসায় মন্দা চলায় দোকান বিক্রি করতে চেয়েছিলেন অশোক শাহ’।
‘শনিবার ওষুধ কিনতে মেহতা বিল্ডিংয়ে এসেছিলেন অশোক শাহ’। ভবানীপুরে নিহত অশোক শাহকে এমনই দাবি স্থানীয় ব্যবসায়ীদের। কিন্তু কেন এত কম দামে দোকান বিক্রি করতে চেয়েছিলেন নিহত ব্যবসায়ী? কেন বাড়ি-দোকান বিক্রি করতে চেয়েছিলেন অশোক শাহ? এখনও ধোঁয়াশা।
বগটুইকাণ্ড ও তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ হত্যা মামলায় হাইকোর্টে দ্বিতীয় রিপোর্ট পেশ করল সিবিআই। তদন্ত শেষ পর্যায়ে, আগামী ২ সপ্তাহের মধ্যে চার্জশিট পেশ,
আদালতে জানাল সিবিআই। বগটুইকাণ্ড ও তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ হত্যা মামলায় তদন্তের অগ্রগতি সংক্রান্ত দ্বিতীয় রিপোর্ট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আনিস খান হত্যাকাণ্ডে সিবিআই চেয়ে মামলা, শুনানি শেষ। শুনানি শেষ, রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। ‘অভিযোগ একমাত্র পুলিশের বিরুদ্ধে, এরপরেও মনে হয় মানুষ পুলিশি তদন্তে আস্থা রাখবে?রাজ্য সরকারের উদ্দেশে প্রশ্ন হাইকোর্টের।
বেআইনি প্রোমোটিং, অস্ত্র আইন, কী অভিযোগ নেই তাঁর নামে! এই গুণধর সোনা পাপ্পুকে সোমবার বালিগঞ্জ থেকে গ্রেফতার করল পুলিশ।
হেস্টিংস থানা এলাকার ডি এল খান রোড ও এজেসি বোস রোডের সংযোগস্থলে অ্যাম্বুল্যান্সে ধাক্কা বেপরোয়া বাসের। রোগীর আত্মীয়ের মৃত্যু। গতকাল রাতে দুর্ঘটনা ঘটে। কলকাতা-ডায়মন্ড হারবার রুটের বেসরকারি বাসটি এসএসকেএম থেকে বেরোনো অ্যাম্বুল্যান্সে ধাক্কা মারে। গুরুতর জখম রোগীর আত্মীয়কে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত ব্যক্তি দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার বাসিন্দা। বেসরকারি বাসের চালককে আটক করেছে পুলিশ।
দক্ষিণবঙ্গে এখনই বর্ষা আসার লক্ষ্মণ নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গরমের অস্বস্তি আপাতত বজায় থাকবে। যদিও উত্তরবঙ্গে বর্ষার হাত ধরে বৃষ্টি চলবে।
ভবানীপুরে নিহত রশ্মিতাকে পিছন দিক থেকে গুলি করা হয়। মৃতার মাথার পিছনে মিলেছে গুলির ক্ষত, খবর পুলিশসূত্রে।
গরু পাচার নিয়ে কেন্দ্রের ভূমিকায় প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা। মামলা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে।
৫০০ টাকার সব নোট ভেজাল, ২ হাজার টাকার নোটও ভেজাল। এই কেন্দ্র সরকারকে আগে বলতাম জুমলা সরকার, এখন বলি ভেজাল সরকার। আলিপুরদুয়ারের কর্মিসভা থেকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বাগুইআটিতে নির্মীয়মাণ বহুতলের পাঁচ তলা থেকে পড়ে আহত ৩ ঠিকা শ্রমিক। ভারা ভেঙে নীচে পড়ে যান তিন শ্রমিক। কারও পরনে ছিল না কোনও সুরক্ষা সরঞ্জাম, দাবি প্রত্যক্ষদর্শীদের। সুরক্ষাবিধি মেনে হচ্ছিল বহুতলের কাজ? তদন্তে পুলিশ।
দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী পালবাড়ি বাজার সংলগ্ন রাস্তায় দুর্ঘটনায় আহত আইসি। দুটি গাড়ির সংঘর্ষে আহত বাসন্তীর আইসি দুর্গাপ্রসাদ মজুমদার। আটক করা হয়েছে পুলিশের গাড়িকে উল্টোদিক থেকে এসে ধাক্কা মারা গাড়িটিকে। হাতে ও পায়ে চোট লেগেছে আইসি-র।
আলিপুরদুয়ারে মমতার সভা চলাকালীন অসুস্থ ছাত্রী। দেখতে পেয়েই তড়িঘড়ি মূল মঞ্চের পাশের মঞ্চে আনলেন মুখ্যমন্ত্রী। প্রাথমিক শুশ্রুষার পরে সরকারি হাসপাতালে নিয়ে গেলেন নিরাপত্তারক্ষীরা। অসুস্থ ছাত্রী মুসকান পারভিনের বাড়ি বীরপাড়ায়।
পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে কয়লাচুরি আটকাতে যাওয়ায় সিআইএসএফের গাড়ি ভাঙচুর, সিআইএসএফ জওয়ানের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। আহত জওয়ান হাসপাতালে ভর্তি। পুলিশের ওপরেও কয়লা চোরেরা হামলা চালায় বলে অভিযোগ। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বরের সোনপুর বাজারির কোল সাইডিং এলাকায়। অভিযোগ, কয়লা চুরির খবর পেয়ে সিআইএসএফ ওই এলাকায় যায়। বাধা দিলে সিআইএসএফ-কে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। খবর পেয়ে সেখানে গেলে পুলিশকে লক্ষ্য করেও ইট ছোড়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় ইসিএলের তরফে থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক করা হয়েছে ৮টি সাইকেল। তবে দুষ্কৃতীরা অধরা।
ইউটিউবার রোদ্দুর রায় গ্রেফতার। হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া মামলায় রোদ্দুর রায় গ্রেফতার। গোয়া থেকে রোদ্দুর রায়কে গ্রেফতার করা হয়েছে। রোদ্দুর রায়কে গ্রেফতার করল লালবাজারের সাইবার ক্রাইম, গুন্ডাদমন শাখা। একাধিক থানায় ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রোদ্দুর রায়ের অশালীন মন্তব্যের অভিযোগ রয়েছে।
বগটুইকাণ্ড ও তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ হত্যা মামলায় হাইকোর্টে দ্বিতীয় রিপোর্ট পেশ করল সিবিআই। তদন্ত শেষ পর্যায়ে, আগামী ২ সপ্তাহের মধ্যে চার্জশিট পেশ, আদালতে জানাল সিবিআই। বগটুইকাণ্ড ও তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ হত্যা মামলায় তদন্তের অগ্রগতি সংক্রান্ত দ্বিতীয় রিপোর্ট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
হুগলির আরামবাগ-তারকেশ্বর রেলগেটের কাছে কালীদনায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ল যাত্রী-সমেত বাস। আহত ২৫ জন যাত্রী। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। সকাল সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, বেসরকারি বাসটি আরামবাগ থেকে পূর্ব বর্ধমানের গোতানের দিকে যাচ্ছিল। বাসে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আরামবাগ-তারকেশ্বর রেলগেটের কাছে নয়ানজুলিতে পড়ে যায় বাস।
ভবানীপুরের মতো হাই সিকিউরিটি জোনে হাড়হিম করা জোড়া খুনের ঘটনায় সিসি ক্যামেরাই এখন মূল হাতিয়ার পুলিশের কাছে। কিন্তু ব্যবসায়ী অশোক শা-র বাড়ির সামনে তিনটি সিসি ক্যামেরাই বিকল হয়ে পড়ে আছে। তাই রাস্তায় লাগানো পুলিশের ক্যামেরার ফুটেজেই নজর তদন্তকারীদের।
হেস্টিংস থানা এলাকার ডি এল খান রোড ও এজেসি বোস রোডের সংযোগস্থলে অ্যাম্বুল্যান্সে ধাক্কা বেপরোয়া বাসের। রোগীর আত্মীয়ের মৃত্যু। গতকাল রাতে দুর্ঘটনা ঘটে। কলকাতা-ডায়মন্ড হারবার রুটের বেসরকারি বাসটি এসএসকেএম থেকে বেরোনো অ্যাম্বুল্যান্সে ধাক্কা মারে। গুরুতর জখম রোগীর আত্মীয়কে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। মৃত ব্যক্তি দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার বাসিন্দা। বেসরকারি বাসের চালককে আটক করেছে পুলিশ।
২০১৪-র প্রাথমিক টেটে ফেল করেও চাকরি করে যাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ। ৮৬ জন টেটে ফেল করেও চাকরি করছেন বলে অভিযোগ। সময় নষ্টে প্রাথমিক নথি নষ্ট হতে পারে বলে আশঙ্কাপ্রকাশ মামলাকারীর আইনজীবীর। তারপরই জরুরি ভিত্তিতে মামলার অনুমতি ও জরুরি শুনানির নির্দেশ। অনুমতি দিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের।
হুগলির আরামবাগ-তারকেশ্বর রেলগেটের কাছে কালীদনায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ল যাত্রী-সমেত বাস। আহত ২৫ জন যাত্রী। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। সকাল সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, বেসরকারি বাসটি আরামবাগ থেকে পূর্ব বর্ধমানের গোতানের দিকে যাচ্ছিল। বাসে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আরামবাগ-তারকেশ্বর রেলগেটের কাছে নয়ানজুলিতে পড়ে যায় বাস।
বিজেপি-সিপিএম যা বলছে, বিশ্বাস করবেন না। ঘর থেকে বেরোন, মেয়েদের সঙ্গে নিয়ে কাজটা করুন। আলিপুরদুয়ারের কর্মিসভা থেকে বার্তা মমতার।
‘উত্তরবঙ্গ ভাগ নিয়ে হুমকি দিচ্ছে, বন্দুক ভোঁতা করে দেব’--আলিপুরদুয়ার কর্মিসভায় তোপ মমতার।
'বিজেপি বলেছিল বাংলাকে ভাগ করব। আমি বাংলাকে ভাগ করতে দেব না।' বললেন মুখ্যমন্ত্রী।
আলিপুরদুয়ারে কর্মিসভায় বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
১০০ দিনের কাজের টাকা দেওয়া নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার ও মোদিকে হুঁশিয়ারি মালদার মালতিপুরের তৃণমূল বিধায়কের। অবিলম্বে টাকা না পেলে বিজেপি কর্মীদের রাস্তায় বের হতে না দেওয়ার হুমকি বিধায়ক আব্দুর রহিম বক্সীর। গতকাল ১০০ দিনের কাজে কেন্দ্রের বঞ্চনার অভিযোগ ও দ্রব্যমূল্যবৃদ্ধির প্রতিবাদে মালতিপুরে মিছিল ও সভা করে তৃণমূল। সেখানেই মোদি সরকারকে হুঁশিয়ারি দেন তৃণমূল বিধায়ক ও জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী। ১০০ দিনের কাজের টাকা লুঠ হয়েছে, তাই কেন্দ্র টাকা পাঠানো বন্ধ করেছে।সাধারণ মানুষ উল্টে তৃণমূল নেতাদেরই বাড়িতে আটকে রাখতে পারে বলে কটাক্ষ বিজেপির।
খতিয়ে দেখা হচ্ছে ব্যবসায়ী দম্পতির মোবাইল ফোনের কললিস্ট। খুনের আগে কার কার ফোন এসেছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ। পরিবারের দাবি, ব্যবসায়ী দম্পতির দুটি মোবাইল ফোনই গায়েব। একটি রাত পর্যন্ত চালু ছিল বলে পরিবারের দাবি। পুলিশ সূত্রে খবর, টাওয়ার লোকেশন ট্র্যাক করে একই জায়গায় দুটি মোবাইল ফোন রয়েছে বলে মনে করা হচ্ছে। আততায়ীরা খুন করে মোবাইল ফোন কোথাও ফেলে দিতে পারে, এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। টাকাপয়সা, সোনার গয়না খোয়া গিয়েছে বলে অভিযোগ। ফলে লুঠের উদ্দেশ্যে খুন কিনা, খতিয়ে দেখা হচ্ছে।
ভোট পরবর্তী হিংসার মামলায় অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ আরেক বিধায়ককে তলব করল সিবিআই। এদিন দুর্গাপুরে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে যান সিউড়ির তৃণমূল বিধায়ক ও বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। এর আগে ভোট পরবর্তী হিংসার মামলায় তৃণমূলের বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনওয়াজ ও ময়ূরেশ্বরের তৃণমূল বিধায়ক অভিজিৎ রায়কে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের বাশুলডাঙায় অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। আজ সকালে বাশুলডাঙা ও নেতড়া স্টেশনের মাঝে রেললাইনের ধারে মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বয়স আনুমানিক ৩২-৩৫ বছর। মহিলার দেহে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অন্যত্র খুন করে দেহ এখানে ফেলে রেখে যাওয়া হয়েছে কিনা খতিয়ে দেখছে ডায়মন্ড হারবার থানার পুলিশ।
আজ আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি দুই জেলায় কর্মিসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে তৃণমূল নেত্রীর সভা। পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে দলীয় সংগঠনকে কীভাবে শক্তিশালী করে তুলতে হবে, তা নিয়ে কর্মীদের বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২ দিনের সফরে আগামীকাল হাসিমারায় আদিবাসী সমাজে গণবিবাহ-সহ কয়েকটি কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রীর। কালই কলকাতায় ফিরবেন তিনি।
উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় তৃণমূল পার্টি অফিসে হামলা। আগ্নেয়াস্ত্র, লাঠিসোটা নিয়ে তৃণমূল প্রধানের সামনেই পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য-সহ কয়েকজনকে মারধরের অভিযোগ উঠল। সিসি ক্যামেরায় ধরা পড়েছে হামলার ছবি। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে দেগঙ্গার হামাদামা বাজার এলাকায়। ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দেগঙ্গায় তৃণমূল পার্টি অফিসে হামলার ঘটনায় অভিযোগ উঠেছে দেগঙ্গা ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি অরূপ বিশ্বাসের অনুগামীদের বিরুদ্ধে। ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন ব্লক সভাপতি। শাসকদলের গোষ্ঠীকোন্দলের জেরে এই ঘটনা, কটাক্ষ বিজেপির।
কোচবিহারের দিনহাটায় কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় তৃণমূলের দুটি মিছিল। গতকাল গীতালদহ এলাকায় শাসকদলের জোড়া মিছিল ঘিরে উত্তেজনা ছড়ায়। দিনহাটা থানার আইসি সুরজ থাপা গিয়ে দুটি মিছিল বন্ধ করেন। এরপর গীতালদহ ১ নম্বর অঞ্চলের তৃণমূল সভাপতি আবু আল আজাদকে সতর্ক করেন আইসি। একই দলের দুটি আলাদা মিছিল নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করেন তিনি। তৃণমূলের অঞ্চল সভাপতি পুলিশের ভূমিকার সমালোচনা করলেও, আইসি-র পাশে দাঁড়িয়েছে জেলা নেতৃত্ব।
৭৩-এ হরিশ মুখার্জি রোড। স্টক মার্কেট ব্যবসায়ী অশোক শা ও রস্মিতা শা-র বাড়ি। গতকাল এই বাড়িতেই খুন হন গুজরাতি দম্পতি। লন্ডভন্ড ঘর। অবিন্যস্ত বিছানা। ঘরের মেঝেয় চাপ চাপ রক্তের দাগ। প্রতিবেশী ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাস্তার ধারে ঘর বলে বাড়ির দরজা সবসময় বন্ধ রাখতেন ব্যবসায়ী দম্পতি। তবে কি পরিচিত কাউকে দেখেই দরজা খুলে দিয়েছিলেন? সেই সুযোগেই বিনা বাধায় ভিতরে ঢুকে পড়ে আততায়ী? সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ। ঘটনাস্থলে যাচ্ছে ফরেন্সিক দল।
শুভেন্দু অধিকারীর পর সুকান্ত মজুমদার। ব্যারাকপুরে বিজেপি রাজ্য সভাপতির কর্মিসভার আগে ফের দলের জেলা সভাপতির নামে পোস্টার। বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়কে অর্জুন সিংয়ের এজেন্ট বলে পোস্টারে দাবি করা হয়েছে। এর আগে শ্যামনগরে শুভেন্দু অধিকারীর সভার আগেও জেলা সভাপতির বিরুদ্ধে পোস্টার পড়ে। এবার মোদি সরকারের ৮ বছর পূর্তি উপলক্ষে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কর্মিসভার আগে পোস্টার পড়ল। এ নিয়ে বিজেপি জেলা সভাপতির প্রতিক্রিয়া এখনও মেলেনি।
কোচিং সেন্টার দখল করে তৃণমূলের পার্টি অফিস বানানোর অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার আগরপাড়ার উষুমপুরে। ২৭ নম্বর ওয়ার্ডের ওই কোচিং সেন্টারে তৃণমূলের পতাকা লাগিয়ে ঝোলানো হয় তালা। অভিযোগ, গতকাল দলবল নিয়ে কোচিং সেন্টার দখল করে তৃণমূলের পতাকা লাগিয়ে দেন ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হিমাংশু দেবের ঘনিষ্ঠ যুব তৃণমূল নেতা দেবাশিস লোধ। বাধা দিলে এক বয়স্ক ব্যক্তিকে মারধরও করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘোলা থানার পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে তালা খুলে দেন ২৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্যামলী দেব রায়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুব তৃণমূল নেতা।
৮ মাস পর ফের গ্রেফতার কসবার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পু। তার বিরুদ্ধে তোলাবাজি, অশান্তি-সহ একাধিক অভিযোগ রয়েছে। গতকাল বালিগঞ্জ এলাকা থেকে সোনা পাপ্পুকে গ্রেফতার করল লালবাজারের গুন্ডাদমন শাখা। পুলিশ সূত্রে খবর, এর আগে গতবছরের ৯ সেপ্টেম্বর কসবার আরেক দুষ্কৃতী মুন্না পাণ্ডে জেল থেকে ছাড়া পাওয়ার পর, তাকে খুনের ছক কষে সোনা পাপ্পু। প্রেসিডেন্সি জেলের বাইরেই ২৬ জনের গ্যাং নিয়ে প্রতিপক্ষকে খুনের ছক কষে ওই দুষ্কৃতী। যদিও সেই হামলার ছক বানচাল হয়। ওই ঘটনায় ২০২১-এর ২৩ সেপ্টেম্বর, কৈখালির এক আবাসন থেকে বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু গ্রেফতার হয়।
ভবানীপুরে গুজরাতি দম্পতি খুনের ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ব্যবসায়ীর বাড়ির পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
অনলাইন পরীক্ষার দাবিতে ১২ ঘণ্টার বেশি সময় ধরে ঘেরাও চলছে মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে। সকাল ১১টা থেকে ঘেরাও হয়ে রয়েছেন অধ্যক্ষা সহ একাধিক শিক্ষক। কলেজের চতুর্থ ও ষষ্ঠ সিমেস্টারের ছাত্রীদের একাংশের দাবি, পরীক্ষা নিতে হবে অনলাইনে। অন্যদিকে, অফলাইনে পরীক্ষার বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। জটিলতা কাটাতে গভীর রাতে কলেজে যান মেদিনীপুরের মহকুমা শাসক নীলাঞ্জন ভট্টাচার্য ও ডিএসপি অ্যাডমিনিস্ট্রেটিভ সব্যসাচী সেনগুপ্ত। পুলিশ একাধিকবার গেটের তালা খুলতে গেলে, ছাত্রীদের বিক্ষোভের মুখে তাঁদের পিছু হটতে হয়।
ভবানীপুরের মতো হাই সিকিউরিটি জোনে হাড়হিম করা জোড়া খুনের ঘটনায় সিসি ক্যামেরাই এখন মূল হাতিয়ার পুলিশের কাছে। কিন্তু শেয়ার মার্কেট ব্যবসায়ী অশোক শা-র বাড়ির সামনে তিনটি সিসি ক্যামেরাই বিকল হয়ে পড়ে আছে। তাই রাস্তায় লাগানো পুলিশের ক্যামেরার ফুটেজেই নজর তদন্তকারীদের। পাশাপাশি, খতিয়ে দেখা হচ্ছে ব্যবসায়ীর মোবাইল ফোনের কললিস্ট। খুনের আগে ব্যবসায়ীর কাছে কার কার ফোন এসেছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ।
বোট উল্টে দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যুর পর রোয়িং নিয়ে লালবাজারের এসওপি মেনে নিল ৩টি ক্লাব। পুলিশ সূত্রে খবর, কালকের মধ্যেই চূড়ান্ত এসওপি হাতে পেয়ে যেতে পারে রোয়িং ক্লাবগুলি।
শিক্ষা দফতরের অধীনস্থ সমস্ত বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে আচার্য করার প্রস্তাবে, আগেই ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। এবার অন্যান্য দফতরের অধীনস্থ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও, একই প্রস্তাব পাস হল মন্ত্রিসভায়। এনিয়ে তৃণমূল-বিজেপির বাগযুদ্ধের পারদ আরও চড়েছে।
প্রেক্ষাপট
মমতা-অভিষেকের বাড়ির কাছেই জোড়া খুন (Murder)! ফ্ল্যাটের (flat) মধ্যে গুজরাতি ব্যবসায়ী দম্পত্তির মৃতদেহ উদ্ধার। দেহে গুলির চিহ্ন, ধারাল অস্ত্রের আঘাত। আততায়ীর খোঁজে ৪০০ মিটার পর্যন্ত গিয়ে থামল স্নিফার ডগ। খুনের পর হেঁটে কিছুটা যাওয়ার পরে গাড়িতে পালায় আততায়ীরা, সন্দেহ পুলিশের। বসার ঘরে কুপিয়ে খুন অশোক শাহকে। বেড রুমে সম্ভবত গুলি করেই রশ্মিতাকে খুন, খাট থেকে ঝুলে থাকা অবস্থায় উদ্ধার। মোটিভ নিয়ে রহস্য। দরজা, আলমারি খোলা। ঘর লন্ডভন্ড, সোনার গয়নাও উধাও। চলছিল টিভি, পড়েছিল খাবার। দম্পতি খুনে লুঠের (Loot) উদ্দেশ্যও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।
বেসরকারি স্কুলেও (School) এবার সরকারি নজরদারি? শিক্ষা কমিশন তৈরি করছে রাজ্য সরকার। শীর্ষে অবসরপ্রাপ্ত বিচারপতি।
শিক্ষা কমিশনে (Commision) বাড়বে জটিলতা, আশঙ্কা বেসরকারি স্কুলের। রাজনৈতিক নিয়ন্ত্রণের চেষ্টা দেখছে বিজেপি। অভিযোগ এলেও চুপ থাকবে সরকার? পাল্টা তৃণমূল।
সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলিরও আচার্য হচ্ছেন মুখ্যমন্ত্রী। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের (University) ভিজিটর শিক্ষামন্ত্রী। আসছে বিল, মন্ত্রিসভায় পাস।
অনলাইন চেয়ে ছাত্রছাত্রীদের অবরোধ-বিক্ষোভের মধ্যেই অফলাইনেই (Offline) অনড় কলকাতা বিশ্ববিদ্যালয়। ২৭ জুন থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -