West Bengal News Live Updates: '২০ জুনকে পশ্চিমবঙ্গ দিবস পালনের জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দেব', বলছেন মমতা, পাল্টা শুভেন্দু

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 07 Sep 2023 11:24 PM
West Bengal News Live Update : বাগানের হাতবদল হলেও, পালাবদল ঘটেনি, ধুঁকতে থাকা চা বাগানকে কোনওমতে টিকিয়ে রাখার চেষ্টা করছেন শ্রমিকরা

ভোটের বাদ্যি বেজে উঠলে রাজনৈতিক নেতাদের আনাগোনা বাড়ে। তাতে অবশ্য পাল্টায় না দিন-আনা-দিন-খাওয়া মানুষগুলোর জীবন। জলপাইগুড়ির বানারহাটের এই চা বাগানের গল্পটাও আলাদা কিছু নয়। বাগানের হাতবদল হলেও, পালাবদল ঘটেনি। ধুঁকতে থাকা চা বাগানকে কোনওমতে টিকিয়ে রাখার চেষ্টা করছেন শ্রমিকরা। 

WB News Live Update : ঝালদা পুরসভায় জিততে না পেরে, তৃণমূল আর্থিকভাবে ওই পুরসভাকে বঞ্চিত রাখছে বলে অভিযোগ করেছিল তৃণমূল

ঝালদা পুরসভায় জিততে না পেরে, তৃণমূল আর্থিকভাবে ওই পুরসভাকে বঞ্চিত রাখছে বলে অভিযোগ করেছিল তৃণমূল। কংগ্রেস এবং নির্দল কাউন্সিলর ভাঙিয়ে সেই পুরসভা দখলের পর এনিয়ে চাঞ্চল্য়কর মন্তব্য় করলেন ঝালদার টাউন তৃণমূল সভাপতি। কার্যত কংগ্রেসের অভিযোগেই সিলমোহর দিয়েছেন তিনি। 

West Bengal News Live Update : দূরের স্কুলে রোজ যাতায়াত করতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে প্রাথমিক স্কুলের শিক্ষিকাকে, সুরাহা করল হাইকোর্ট

ছোট সন্তানের দেখভালের জন্য বদলি চেয়েও মেলেনি। দূরের স্কুলে রোজ যাতায়াত করতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে প্রাথমিক স্কুলের শিক্ষিকাকে। শেষমেশ হাইকোর্টের দ্বারস্থ হয়ে মিলল সুরাহা। ২১ দিনের মধ্যে শিক্ষিকাকে কাছের স্কুলে বদলির নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 

WB News Live Update : প্রোমোটারের দৌরাত্ম্যের প্রতিবাদে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন উত্তর ২৪ পরগনার খড়দার মহিলা চিত্রশিল্পী ও তাঁর মা

খুন হয়ে যাওয়ার আশঙ্কায় দিন কাটছে আতঙ্কে। প্রোমোটারের দৌরাত্ম্যের প্রতিবাদে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন উত্তর ২৪ পরগনার খড়দার মহিলা চিত্রশিল্পী ও তাঁর মা। তুললেন পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। জানালেন লিখিতভাবে। আগেই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রোমোটার। নিষ্ক্রিয়তার অভিযোগ উড়িয়ে দিয়েছে পুলিশও।

West Bengal News Live Update : আনন্দবাজারের খড়্গপুরের সাংবাদিক দেবমাল্য বাগচীকে গ্রেফতারের ঘটনায় প্রতিবাদ সভার ডাক

আনন্দবাজারের খড়্গপুরের সাংবাদিক দেবমাল্য বাগচীকে গ্রেফতারের ঘটনায় পুলিশের সমালোচনা করে টুইট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে কয়েকটি জেলা শহরে প্রতিবাদ সভারও ডাক দিয়েছে সাংবাদিক সংগঠনগুলি। 

WB News Live Update : কলকাতায় মহাবীরের নামে রাস্তার নামকরণের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আজ ধনধান্যে অডিটোরিয়ামে মহাবীর জৈনের নির্বাণ দিবস উপলক্ষে, আয়োজিত অনুষ্ঠানে সামিল হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশ্বাস দিলেন কলকাতায় মহাবীরের নামে রাস্তার নামকরণের। বর্ধমানে জমি দেওয়া হবে বলেও জানালেন উদ্যোক্তাদের। 

West Bengal News Live Update : উনি যে কোনওভাবে রাজভবনে প্রতিবাদ জানাতে পারেন, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ রাজ্যপালের

উনি যে কোনওভাবে রাজভবনে প্রতিবাদ জানাতে পারেন। মুখ্যমন্ত্রী রাজভবনে ধর্না দেওয়ার হুঁশিয়ারি দেওয়ার পর, এভাবেই তাঁকে স্বাগত জানিয়ে কটাক্ষ করলেন রাজ্যপাল। এরপরই আগামীকাল রাজভবনের বাইরে প্রতিবাদ কর্মসূচির ডাক দিল তৃণমূল আমলে নিযুক্ত উপাচার্যদের সংগঠন।

WB News Live Update : বিধানসভার অধিবেশনের লাইভ সম্প্রচারে একের পর এক বিরোধী বিধায়কের বক্তব্য চলাকালীন স্ক্রিনে দেখা গেল না কাউকেই, অভিযোগ শুভেন্দুর

বিধানসভার অধিবেশনের লাইভ সম্প্রচারে একের পর এক বিরোধী বিধায়কের বক্তব্য চলাকালীন স্ক্রিনে দেখা গেল না কাউকেই। তার জায়গায় দেখা গেল স্পিকারকে। বিধানসভায় এর তীব্র প্রতিবাদ জানালেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে পাল্টা বললেন স্পিকারও। 

West Bengal News Live Update : হরিদেবপুরের হোমে ২ নাবালিকাকে দীর্ঘদিন ধরে নির্যাতনের অভিযোগ

হরিদেবপুরের হোমে ২ নাবালিকাকে দীর্ঘদিন ধরে নির্যাতনের অভিযোগ। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে অভিযোগ আসে। নাবালিকাদের নিয়ে হরিদেবপুর থানার দ্বারস্থ চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। হোমের তিনজন কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। 

WB News Live Update : ভারত জোড়ো যাত্রার বর্ষপূর্তি, প্রতিটি জেলায় কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে কংগ্রেস

আজ রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার বর্ষপূর্তি। এই উপলক্ষ্যে দেশের প্রতিটি জেলায় কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে কংগ্রেস। বহরমপুরে প্রদেশ কংগ্রেস সভাপতি  অধীর চৌধুরীর নেতৃত্বে মিছিল। পা মেলালেন জেলার কংগ্রেস কর্মীরা।  সোশাল মিডিয়ায় রাহুল গান্ধীর পোস্ট, দেশ থেকে ঘৃণা নির্মূল করে ইন্ডিয়াকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এই যাত্রা চলবে।

West Bengal News Live Update : দিল্লিতে ধর্নার জন্য ফের দিল্লি পুলিশের অনুমতি চেয়ে চিঠি দিল তৃণমূল

১০০ দিনের কাজের টাকার দাবিতে দিল্লিতে ধর্নার জন্য ফের দিল্লি পুলিশের অনুমতি চেয়ে চিঠি দিল তৃণমূল। এবার ২ ও ৩ অক্টোবর, যন্তর-মন্তর, কেন্দ্রীয় কৃষি ভবনের বাইরে ও কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংয়ের বাসভবনের সামনে ধর্নায় বসার অনুমতি চাওয়া হয়েছে। ধর্নায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে ধর্মতলায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ১০০ দিনের কাজের টাকা আদায়ের দাবিতে দিল্লি চলোর ডাক দেন অভিষেক। ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত রামলীলা ময়দানে ধর্নার অনুমতি চাওয়া হয়। অমিত শা-র অধীনস্থ দিল্লি পুলিশ অনুমতি না দেওয়ায় তৈরি হয় রাজনৈতিক বিতর্ক। এই পরিস্থিতিতে এবার দিল্লির তিনটি জায়গায় ধর্নার অনুমতি চাইল তৃণমূল। 

WB News Live Update : রাজনৈতিক নেতাদের গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি কুড়মি নেতার

রাজনৈতিক নেতাদের গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি কুড়মি নেতার। বাঁকুড়ার সভায় নেতাদের গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি কুড়মি নেতার। 'কুড়মিদের কোনও উন্নয়ন না হলে নেতাদের গ্রামে ঢুকতে দেবেন না', রাজনৈতিক নেতারা গ্রামে ঢুকলে গাছে বেঁধে রাখুন, বাঁকুড়ার সভায় হুঁশিয়ারি কুড়মি নেতা সুরজিৎ মাহাতোর । 

West Bengal News Live Update : 'একসঙ্গে লোকসভা-বিধানসভার ভোট হলে সরকার উল্টে যাবে' খোঁচা শুভেন্দুর

'একসঙ্গে লোকসভা-বিধানসভার ভোট হলে সরকার উল্টে যাবে, ২০২৬ সাল অবধি অপেক্ষা করতে হবে না', ফের এক দেশ এক ভোটের পক্ষে সওয়াল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 

WB News Live Update : পয়লা বৈশাখ বাংলা দিবস পালনের প্রস্তাব পাসের প্রতিবাদে রাজভবনে বিজেপি

২০ জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণার দাবি ও বিধানসভায় পয়লা বৈশাখ বাংলা দিবস পালনের প্রস্তাব পাসের প্রতিবাদে রাজভবনে বিজেপি। শুভেন্দুর নেতৃত্বে রাজভবনে গেলেন বিজেপি বিধায়করা।

West Bengal News Live Update : অন্য মুডে মুখ্যমন্ত্রী, জৈন সমাজের অনুষ্ঠানে ডান্ডিয়া নাচলেন মুখ্যমন্ত্রী

ধনধান্য অডিটোরিয়ামের অনুষ্ঠানে অন্য মুডে মুখ্যমন্ত্রী। জৈন সমাজের অনুষ্ঠানে ডান্ডিয়া নাচলেন মুখ্যমন্ত্রী। 

WB News Live Update : মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের

মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের।

West Bengal News Live Update : জওয়ান জ্বর ভারত জুড়ে, পাঠানের রেকর্ড ছাপিয়ে গেল জওয়ানকে ঘিরে দেশ জোড়া উন্মাদনায়

জওয়ান জ্বর ভারত জুড়ে। পাঠানের রেকর্ড ছাপিয়ে গেল জওয়ানকে ঘিরে দেশ জোড়া উন্মাদনায়। ভোর পাঁচটা থেকে কলকাতায় জওয়ানের সাফল্যের যাত্রা শুরু। কোথাও বাজছে ঢাক, কোথাও জওয়ানের সুরেই নাচছেন শাহরুখ অনুরাগীরা। জওয়ানের লুকেও শাহরুখের বহু অনুরাগী হাজির হয়েছেন সিনেমা হলে। 

WB News Live Update : 'এতদিন ২০ জুন পালন করা হয়নি বলে ১ বৈশাখ বাংলা দিবস পালনের ভাবনা আসেনি', মন্তব্য মমতার

'এতদিন ২০ জুন পালন করা হয়নি বলে ১ বৈশাখ বাংলা দিবস পালনের ভাবনা আসেনি। কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি পালনের সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছি। রাজভবনকেও অনুরোধ করেছিলাম ২০ জুন পালন না করতে। বাংলা ভাগ অত্যন্ত বেদনাদায়ক, লক্ষ লক্ষ বাঙালি ছিন্নমূল হয়ে গিয়েছিল।সেই কারণেই দেশভাগের স্মৃতিকে বয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন মনে হয়নি' মন্তব্য মমতার।

একধাক্কায় মন্ত্রী-বিধায়কদের বেতন বাড়ল ৪০ হাজার টাকা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর

একধাক্কায় মন্ত্রী-বিধায়কদের বেতন বাড়ল ৪০ হাজার টাকা। বিধায়কদের বেতন ছিল ২১ হাজার টাকা, ভাতা ৬০ হাজার টাকা। বিধায়করা পেতেন মোট ৮১ হাজার টাকা। ৪০ হাজার টাকা বেতন বৃদ্ধির পর বিধায়করা পাবেন ১ লক্ষ ২১ হাজার টাকা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর।

WB News Live Update : '২০ জুন পশ্চিমবঙ্গ দিবস, প্রমাণিত সত্য', মন্তব্য মমতার, পাল্টা শুভেন্দু

'পয়লা বৈশাখের দিনটি বাংলা দিবস হিসেবে পালিত হোক। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জল গানটিকে রাজ্য সঙ্গীত করা হোক'। দুটি বিষয় নিয়ে আজ বিধানসভায় প্রস্তাব আনা হল রাজ্য সরকারের তরফে। '২০ জুন পশ্চিমবঙ্গ দিবস, প্রমাণিত সত্য, অস্বীকার করতে পারবেন না', মন্তব্য মমতার। ১ বৈশাখ নয়, পশ্চিমবঙ্গ দিবস পালিত হোক ২০ জুন, পাল্টা দাবি বিজেপির।

WB News Live Update : উপাচার্য নিয়োগ নিয়ে শিক্ষা দফতরের সঙ্গে সংঘাত চরমে তুললেন রাজ্যপাল

উপাচার্য নিয়োগ নিয়ে শিক্ষা দফতরের সঙ্গে সংঘাত চরমে তুললেন রাজ্যপাল। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতি ও হিংসামুক্ত করতে শপথ নিলেন সি ভি আনন্দ বোস।

WB News Live Update : 'রবীন্দ্রসঙ্গীত বাংলার মাটি বাংলার জল গানটিকে রাজ্য সঙ্গীত করা হোক', বিধানসভায় প্রস্তাব আনা হচ্ছে সরকারের তরফে

'পয়লা বৈশাখের দিনটি বাংলা দিবস হিসেবে পালিত হোক। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জল গানটিকে রাজ্য সঙ্গীত করা হোক',দুটি বিষয় নিয়ে আজ বিধানসভায় প্রস্তাব আনা হচ্ছে সরকারের তরফে আলোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও
আলোচনায় অংশ নেওয়ার কথা। যেহেতু সরকারপক্ষের পর্যাপ্ত সংখ্যা রয়েছে, তাই দুটি বিষয়ই বিধানসভায় পাস হয়ে যাওয়ার কথা।

WB News Live Update : 'যা কিছু প্রতিবাদ করার রাজভবনের ভিতরে এসে করতে পারেন', মুখ্যমন্ত্রীর ধর্নার হুঁশিয়ারি প্রসঙ্গে বার্তা রাজ্যপালের

যা কিছু প্রতিবাদ করার রাজভবনের ভিতরে এসে করতে পারেন। মুখ্যমন্ত্রীর ধর্নার হুঁশিয়ারি প্রসঙ্গে বার্তা রাজ্যপালের। ক্যাম্পাসের নরখাদকদের তদন্তের আওতায় আনতে হবে। বিশ্ববিদ্যালয়কে ঘিরে গড়ে ওঠা মাফিয়া রাজ শিক্ষা পাবে। দিল্লি থেকে শহরে ফিরে ফের কড়া বার্তা বোসের

WB News Live Update : পঞ্চায়েতের উপসমিতি গঠন নিয়ে উত্তেজনা কুলতলির গুড়গুড়িয়া ভুবনেশ্বরী পঞ্চায়েতে

পঞ্চায়েতের উপসমিতি গঠন নিয়ে উত্তেজনা কুলতলির গুড়গুড়িয়া ভুবনেশ্বরী পঞ্চায়েতে। বোর্ড গঠনের জন্য বৈঠক ডাকা হয়েছিল বেলা ১২টায়। বিজেপির দাবি, বেলা ১২টা ৫-এ গিয়ে দেখা যায় হয়ে গিয়েছে বোর্ড গঠন। প্রতিবাদ করায় হামলার অভিযোগ, সাদা পোশাকের পুলিশ ও তৃণমূলের বিরুদ্ধে। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

WB News Live Update : কাজের দিনের সকালে মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, ব্যহত পরিষেবা

গিরিশ পার্ক মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা। টালিগঞ্জগামী মেট্রো চলাচল আপাতত বন্ধ।

WB News Live Update : উত্তর ২৪ পরগনার কামারহাটির বটতলা ঘাটে ফের শুরু হয়েছে অবৈধভাবে বালি তোলা

মাঝে ব্য়বধান ৮ মাসের। উত্তর ২৪ পরগনার কামারহাটির বটতলা ঘাটে ফের শুরু হয়েছে। অবৈধভাবে বালি তোলা। গঙ্গাবক্ষে নৌকা লাগিয়ে প্রকাশ্য দিবালোকে রমরমিয়ে চলছে বেআইনি কারবার। পুলিশকে ব্য়বস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কামারহাটির পুরপ্রধান। ঘটনায় শাসক দলকে নিশানা করেছে বিজেপি।  

WB News Live Update : ইন্ডিয়া নাম পরিবর্তন প্রসঙ্গে বিরোধী জোটকে আক্রমণ দিলীপ ঘোষের

বিরোধীদের প্রশ্ন, বিজেপির যদি ইন্ডিয়া নামে এতই আপত্তি থাকে, আর ভারত নামের প্রতিই এতই আবেগ, তাহলে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকে, তার একের পর এক প্রকল্পের নামের সঙ্গে কেন ইন্ডিয়া শব্দটা জুড়েছিলেন, সে  Make in india...হোক বা Start up India, Stand up India, Khelo India, Fame India Scheme, Skill India কিংবা Digital India Mission। ইন্ডিয়া নাম পরিবর্তন প্রসঙ্গে বিরোধী জোটকে আক্রমণ দিলীপ ঘোষের। বললেন, বিরোধীদের চালাকি ধরা পড়ে গেছে। ভারত ছিল, ভারত থাকবে।

WB News Live Update : হাওড়া ময়দান থেকে গঙ্গার নীচ দিয়ে ধর্মতলা পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হতে পারে চলতি বছরেই

WB News Live Update : হাওড়া ময়দান থেকে গঙ্গার নীচ দিয়ে ধর্মতলা পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হবে কবে? সূত্রের খবর, চলতি বছরে এই রুট চালু করার ভাবনা রয়েছে মেট্রো কর্তৃপক্ষের। অবশ্য, সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা চালু করতে অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত। এমনটাই সূত্রের খবর।

Road Accident: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে জাতীয় সড়কে দুর্ঘটনা, মৃত ২

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে জাতীয় সড়কে দুর্ঘটনা। বেপরোয়া কন্টেনারের ধাক্কায় মৃত্যু হল এক পুলিশ কর্মী-সহ ২ জনের। মৃতদের মধ্যে রয়েছেন একজন সিভিক ভলান্টিয়ারও। আহত হয়েছেন আরও ৪ জন, এদের মধ্যে রয়েছেন ২ জন এসআই। আহতদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কন্টেনার ফেলেই পালিয়ে যান চালক, তাঁর খোঁজ চালাচ্ছে নারায়ণগড় থানার পুলিশ।

WB News Live Update : চূড়ান্ত রিপোর্ট দেওয়ার আগে বুধবার সিলভার পয়েন্ট স্কুলের ঘটনাস্থল ঘুরে দেখলেন ময়নাতদন্তকারী চিকিৎসক

চূড়ান্ত রিপোর্ট দেওয়ার আগে বুধবার সিলভার পয়েন্ট সকুলের ঘটনাস্থল ঘুরে দেখলেন ময়নাতদন্তকারী চিকিৎসক। কী করে ওই ছাত্র পড়ে গেল? কোথা থেকে পড়ে গেল? এই সব দিক খতিয়ে দেখেন ময়নাতদন্তকারী চিকিৎসক।

West Bengal News LIVE Updates: ২০১৪ ও ২০১৭ সালের টেটের পাস নম্বর নিয়ে আপাতত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ই বহাল থাকল

২০১৪ ও ২০১৭ সালের টেটের পাস নম্বর নিয়ে আপাতত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ই বহাল থাকল। ২০১৪ ও ২০১৭ সালের টেটে সংরক্ষিত বিভাগের যে প্রার্থীরা ৮২ পেয়েছেন তাঁদের টেট উত্তীর্ণ হিসাবে গণ্য করতে হবে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই রায়ই বহাল রাখলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

WB News Live Update : গরুপাচার মামলায় আরও বিপাকে অনুব্রত মণ্ডল

গরুপাচার মামলায় আরও বিপাকে অনুব্রত মণ্ডল! এই সংক্রান্ত সমস্ত মামলাই দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে স্থানান্তরিত করার নির্দেশ দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। মামলা হস্তান্তরের আবেদন করে আগেই মামলা করেছিল ইডি। সেই মামলাতেই এদিন ১১ সেপ্টেম্বরের মধ্যে  মামলার সমস্ত রেকর্ড দিল্লিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

West Bengal News LIVE Updates: বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে; আবহাওয়ার বদল

উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে উপরের দিকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। উপরের দিকের জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে সামান্য দু-এক পসলা হালকা বৃষ্টি। এর মধ্যে কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি। আগামী কয়েক দিন বৃষ্টির পরিমাণ কম হবে। স্বাভাবিক বা তার নিচে থাকবে বর্ষার বৃষ্টির পরিমাণ। 

প্রেক্ষাপট

কলকাতা: বৃহস্পতিবার বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। দক্ষিণবঙ্গে সকাল থেকেই মুষলধারে বৃষ্টি।  বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবারও। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।  আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুয়ায়ী দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি বাড়বে। উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপ ও নিম্নচাপ অক্ষরেখার পরোক্ষ প্রভাবে মূলত মেঘলা আকাশ, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর এ জেলায়। এছাড়াও বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া ও পুরুলিয়া জেলাতে।  কাল বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে। শুক্রবারের পর বৃষ্টির পরিমাণ আরো কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.