West Bengal News Live: পথশ্রী প্রকল্পে নির্মিত রাস্তার কাজের মান নিয়ে প্রশ্ন, বিষ্ণুপুরের গ্রামে ক্ষোভ

Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে

ABP Ananda Last Updated: 08 Dec 2023 10:32 PM
West Bengal Live: নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। 'বিচারপতি অমৃতা সিন্হার একক বেঞ্চ ও বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ নয়, তবে ইডিকে আইন মেনে কাজ করতে হবে, আইনের বাইরে কিছু করা যাবে না', জানাল বিচারপতি সঞ্জীব খন্নার ডিভিশন বেঞ্চ । 

West Bengal News Live: ভাঙড়ে ফের বোমাবাজি, গুলি চালানোর অভিযোগ

ভাঙড়ে ফের বোমাবাজি, গুলি চালানোর অভিযোগ। বেসরকারি সংস্থার জমি জরিপ ঘিরে অগ্নিগর্ভ ভাঙড়ের জিরানগাছা। জমি জরিপের সময় বোমাবাজি, গুলি চালানোর অভিযোগ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ভাঙড়ে গুলি-বোমাবাজি, দাবি বিজেপির। 

West Bengal Live: পথশ্রী প্রকল্পে নির্মিত রাস্তার কাজের মান নিয়ে প্রশ্ন, বিষ্ণুপুরের গ্রামে ক্ষোভ

রাস্তা তৈরির কাজ এখনও শেষ হয়নি। একদিক থেকে কাজ যেমন এগোচ্ছে, তেমনই অন্যদিকে নতুন তৈরি হওয়া রাস্তার পিচ উঠে যাচ্ছে। এই পরিস্থিতি রাস্তার কাজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি কার হচ্ছে রাস্তা। বাসিন্দারা প্রশ্ন তুলেছেন পথশ্রী প্রকল্পের (Pathasree Project) অধীনে নির্মিত রাস্তার কাজের মান নিয়ে। ঘটনাস্থল বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুর ব্লকের বেলশুলিয়া গ্রাম।

West Bengal News Live: পৌষ মেলা নিয়ে এবার আসরে নামল বীরভূমের জেলা প্রশাসন

এবার পৌষ মেলার আয়োজন করা হবে না। সম্প্রতি এমনটাই জানিয়ে দিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং শান্তিনিকেতন ট্রাস্ট। পৌষে শান্তিনিকেতনের (Shantiniketan) পৌষমেলা দেশ-বিদেশের পর্যটকদের আকর্ষণ। সেটা এবারও না হওয়ায় মন খারাপের আবহ তৈরি হয়েছিল। এবার আসরে নামল বীরভূমের (birbhum) জেলা প্রশাসনের। প্রথমে বিশ্বভারতীর কাছে পূর্বপল্লির মাঠ চাওয়া হবে। না দিলে বোলপুরের ডাকবাংলো মাঠে হবে বিকল্প পৌষ মেলা, এমনটাই জানিয়েছে জেলা প্রশাসন। 

West Bengal Live: 'সরাসরি ফাঁসি দিয়ে দেওয়া হল', মহুয়ার পাশে দাঁড়িয়ে সরব অধীর

সংসদ থেকে মহুয়া মৈত্রের বহিষ্কার ঘিরে সরগরম দেশের রাজনীতি। তৃণমূল সাংসদের বহিষ্কার ঘিরে কার্যত একজোট I.N.D.I.A-জোটের সব শরিক। এদিন মহুয়া মৈত্রের (Mahua Moitra) পাশে দাঁড়িয়ে সরব হয়েছেন লোকসভার কংগ্রেসের দলনেতা ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Ashir। তিনি বলেন, 'একটা বাংলার মেয়েকে তাঁর অপরাধ কী সেটা না জেনে এবং অপরাধের জন্য় কতটা বিচার হওয়া উচিত, কতটা সাজা হওয়া উচিত, তার কোনও পরিমাপ না করে, সরাসরি ফাঁসি দিয়ে দেওয়া হল। আর বিচারকও ফাঁসি দেওয়ার আগে আসামিকে জিজ্ঞেস করে, আপনার কিছু বলার আছে? এখানে সেটার পর্যন্ত সুযোগ দেওয়া হল না। একেবারে খতম করে দাও।'

West Bengal News Live: ঝাড়গ্রামে দাঁতাল হাতির তাণ্ডব অব্যাহত, চরম দুর্ভোগে এলাকার মানুষ

ঝাড়গ্রাম জেলা জুড়ে দাঁতাল হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। যেমন খাবারের সন্ধানে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ছে হাতির দল, তেমনি প্রকাশ্য দিবালোকে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে হাতির পাল। যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ,ঝাড়গ্রাম, জামবনি, সাঁকরাইল থানা এলাকার বাসিন্দারা।

West Bengal Live: মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজের পর সোশাল সাইটে পোস্ট শুভেন্দুর, কী লিখলেন ?

একসময় সাক্ষাৎকার দিতে গিয়ে স্পর্শকাতর বিষয় নিয়ে মন্তব্য করে নুপুর শর্মাকে নিয়ে উঠেছিল বিতর্কের ঝড়। পয়গম্বর বিতর্কে উত্তাল হয়েছিল গোটা দেশ। শেষমেষ নুপুর শর্মাকে সাসপেন্ডও করেছিল বিজেপি। আর এবার ক্যাশ ফর কোয়েশ্চেনকাণ্ডে সংসদ থেকে বহিষ্কৃত করা হল কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে (Mahua Moitra's MP Post Rejected)। প্রেক্ষাপট আলাদা হলেও মহুয়ার সঙ্গেও অতীতে জুড়ে রয়েছে কালী-মন্তব্য ইস্যুতে বিতর্ক। আর এহেন সময়ে ঠিক সেই জায়গাটাই মনে করালেন রাজ্যের বিরোধী দলনেতা। মহুয়া বহিষ্কৃত হতেই পুরোনো ইস্যু কালী-মন্তব্য বিতর্কে ট্যুইটে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 'ভগবানকে নিয়ে অপমানজনক শব্দ ব্যবহার করবেন না। তাঁর ক্রোধ আপনাকে পুরোপুরি ধ্বংস করতে পারে। জয় মা কালী। মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজের পর, সোশাল সাইটে পোস্ট রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

West Bengal News Live: 'ভোটে হারাতে না পেরে মহুয়াকে সংসদ থেকে খারিজ', বিজেপিকে তীব্র আক্রমণ মমতার

'ভোটে হারাতে না পেরে মহুয়াকে সংসদ থেকে খারিজ। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে ব্যবস্থা', মহুয়া মৈত্রর পাশে দাঁড়িয়ে বিজেপিকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। দল মহুয়া মৈত্রর পাশে রয়েছে বলে জানালেন মমতা। ধ্বনিভোটে এই সিদ্ধান্ত নেওয়ায় তুমুল সমালোচনা মমতার।    

West Bengal Live: পাহাড়ে উন্নয়নের জন্য জিটিএ-কে আরও ৭৫ কোটি টাকা, কার্শিয়ঙে ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাহাড়ে উন্নয়নের জন্য জিটিএ-কে আরও ৭৫ কোটি টাকা, কার্শিয়ঙে ঘোষণা মুখ্যমন্ত্রীর। পাহাড়ে লগ্নির জন্য ২৪ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব: মুখ্যমন্ত্রী। কার্শিয়ঙে ১ হাজার ২০০ জনকে পাট্টা: মুখ্যমন্ত্রী। বাড়বে জিটিএ কর্মীদের বেতন, সংশোধন করা হচ্ছে বেতন কাঠামো: মুখ্যমন্ত্রী। পাহাড়েও হবে আইটি হাব: মুখ্যমন্ত্রী। পাহাড়ে শিক্ষকদের ৫৯০টি শূন্যপদে শীঘ্রই নিয়োগ: মুখ্যমন্ত্রী। 'কেউ কেউ পাহাড়ে গন্ডগোল করে, এতে উন্নয়ন থমকে যায়'। শান্তি বজায় থাকুক, পাহাড়ে লগ্নি করুন শিল্পপতিরা, বার্তা মুখ্যমন্ত্রীর।


 

প্রেক্ষাপট

কলকাতা : কেন নিয়োগ দুর্নীতি (Recruitment Scam Case) মামলায় এত গুরুত্বপূর্ণ 'কালীঘাটের কাকু'র কণ্ঠস্বর? সুজয়কৃষ্ণ ভদ্রর (SujayKrishna Bhadra) মোবাইল ফোন ট্য়াপ করে মেলে চাঞ্চল্যকর তথ্য। ''চলতি বছরের ২০ ফেব্রুয়ারি বিকেল ৫.৪৬-এ নিজের মোবাইল থেকে ফোন করে তথ্য ডিলিটের নির্দেশ। কাউকে ফোন করে যাবতীয় তথ্য়, চাকরিপ্রার্থীদের মার্কশিট, অ্য়াডমিট কার্ড ডিলেটের নির্দেশ। তাই তদন্তের স্বার্থে কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা প্রয়োজন'' আদালতে দাবি করে ইডি।


কোচবিহার (Cooch Behar) শহর সংলগ্ন বাবুরহাটে গতকাল রাতে তিনটি সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। দোকানের শাটার ভেঙে ঢুকে দোকান থেকে লক্ষাধিক টাকার সোনা ও রুপোর গহনা চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। এদিন সকালে বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায়। ঘটনার পর থেকেই আতঙ্কে স্থানীয় ব্যবসায়ীরা। ঘটনা তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।


ঝাড়গ্রাম (Jhargram) জেলা জুড়ে দাঁতাল হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। যেমন খাবারের সন্ধানে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ছে হাতির দল, তেমনি প্রকাশ্য দিবালোকে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে হাতির পাল। যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ,ঝাড়গ্রাম, জামবনি, সাঁকরাইল থানা এলাকার বাসিন্দারা । 


সামশেরগঞ্জের পর এবার সুতি। মুর্শিদাবাদে ফের বোমাবাজি। দুই গোষ্ঠীর মধ্য়ে গন্ডগোলে বোমাবাজি করা হল সুতি থানা এলাকার কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের বালিয়াঘাটি অঞ্চলে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ৫ থেকে ৬টা বোমা মারা হয়। বোমার আঘাতে আহত হয়েছেন একজন। ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়।বোবামাজি করার অভিযোগে বেশ কয়েক জনকে আটক করেছে পুলিশ।


এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর (Madan Mitra) শারীরিক অবস্থার অবনতি। তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হল। বুকে ব্য়থা ও শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন মদন মিত্র। উডবার্ন ওয়ার্ডে রাখা হয়েছিল তাঁকে। হাসপাতাল সূ্ত্রে খবর, বৃহস্পতিবার রাতে অবস্থার অবনতি হয় তৃণমূল বিধায়কের। শ্বাসকষ্ট বাড়ে, সঙ্গে খিঁচুনি শুরু হয়, রাতেই আইসিইউতে স্থানান্তরিত করা হয় তাঁকে। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.