West Bengal News Live : পঞ্চায়েত নির্বাচনে সিপিএম-কে চাঙ্গা করতে রাজ্যে আসছেন পিনারাই

West Bengal News Live : এক ক্লিকে জেলা জেলা থেকে খবর

ABP Ananda Last Updated: 08 Feb 2023 11:05 PM
Panchayat Elections 2023: পঞ্চায়েত নির্বাচনে সিপিএম-কে চাঙ্গা করতে রাজ্যে আসছেন পিনারাই

পঞ্চায়েত নির্বাচনের আগে বাম শাসিত কেরলের উন্নয়নকেও তুলে ধরতে চাইছেন বঙ্গ সিপিএম নেতৃত্ব। সারাভারত খেতমজুর ইউনিয়নের সম্মেলন উপলক্ষে ১৭  ফেব্রুয়ারি হাওড়া ময়দানে প্রকাশ্য সমাবেশ রয়েছে তাঁদের। সেখানে প্রধান বক্তা কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। 

WB News Live : জনসংযোগে এবার বিজেপির নতুন হাতিয়ার কুইক রেসপন্স টিম

জনসংযোগে এবার বিজেপির নতুন হাতিয়ার কুইক রেসপন্স টিম। জেলায় জেলায় দল গড়ার নির্দেশ দিয়েছে রাজ্য় বিজেপি। ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার, কটাক্ষ করেছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির। 

Bengal News Live : বাংলায় পিএম পোষণ প্রকল্পের টাকা অনিয়মের অভিযোগ, ক্যাগকে তদন্তের নির্দেশ

মিড ডে মিল নিয়ে কেন্দ্রীয় দলের পরিদর্শনের পরেই ক্যাগকে অডিটের নির্দেশ। গত তিন বছরে বাংলায় পিএম পোষণ প্রকল্পের টাকা অনিয়মের অভিযোগ। ক্যাগকে তদন্তের নির্দেশ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের। ক্যাগের রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ, জানাল কেন্দ্র। 

WB News Live :১৪ ঘণ্টার জন্য বর্ধমান স্টেশনের একাংশ বন্ধ, বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন

স্টেশন সংলগ্ন পুরনো ওভারব্রিজ ভেঙে ফেলা হবে। তার জন্য ১৪ ঘণ্টার জন্য বর্ধমান স্টেশনের একাংশ বন্ধ থাকবে। বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার সন্ধে ৬টা পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল। তার জেরে হাওড়া-বর্ধমান, হাওড়া-ব্য়ান্ডেল, বর্ধমান-ব্যান্ডেল রুটের একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে (Bardhaman Station)। বাতিল করা হয়েছে হাওড়া, কলকাতা, শিয়ালদা রুটের একাধিক দূরপাল্লার ট্রেনও।

Bengal News Live : তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে ক্ষমা চাইতে হবে, সুর চড়াচ্ছে বিজেপি

সংসদে কুমন্তব্য। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে ক্ষমা চাইতে হবে, এই দাবিতে সুর চড়াচ্ছে বিজেপি। পাল্টা, নিজের মন্তব্যে অনড় থেকে ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই বলে জানিয়েছেন মহুয়া মৈত্র।

WB News Live :৩ দিনে পড়ল, বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান

আজ ১৩ দিনে পড়ল, বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান। রাজ্য সরকারের ওপর চাপ বাড়াতে এবার ত্রিপুরার সরকারি কর্মীদের চিঠি পাঠাচ্ছেন তাঁরা। ভাঁওতাবাজিতে বিশ্বাস করবেন না, এখানে এসে দেখে যান কী পরিস্থিতি। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ত্রিপুরা সফরের পরই, এই মর্মে চিঠি পাঠানো হচ্ছে বলে দাবি আন্দোলনরত কর্মীদের।

Bengal News Live : আহমেদ ডেন্টাল কলেজের সামনে যুবকের রহস্যমৃত্যুর কিনারা

শিয়ালদার কাছে আর আহমেদ ডেন্টাল কলেজের সামনে যুবকের রহস্যমৃত্যুর কিনারা। ৩ জনকে গ্রেফতার করল মুচিপাড়া থানার পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, কথা কাটাকাটির জেরে পিটিয়ে খুন করা হয় বছর ছাব্বিশের যুবককে। পুরনো আক্রোশ কাজ করেছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। 

WB News Live : কয়লাকাণ্ডে ইডির অভিযান, বান্ডিল বান্ডিল নোটের হদিশ

কয়লাকাণ্ডে ইডির অভিযান, বান্ডিল বান্ডিল নোটের হদিশ। গজরাজ গ্রুপের অফিসে হানা, ১ কোটিরও বেশি টাকা বাজেয়াপ্ত। বালিগঞ্জে নির্মাণকারী সংস্থার অফিসে ইডির ম্যারাথন অভিযান । 

Bengal News Live : বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে বন্ধ কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের সাপ্তাহিক আউটডোর

বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে বন্ধ কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের সাপ্তাহিক আউটডোর। সমস্যায় পড়েন রোগীরা। মেডিসিন বিভাগের ৪ জন চিকিৎসককে পাঠিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়। জরুরি ভিত্তিতে ২ জন বিশেষজ্ঞ চিকিৎসককে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। 

SSC Case: পার্থ-মানিক যুগলবন্দিতেই বিপুল টাকার দুর্নীতি, আদালতে দাবি ইডির

পার্থ-মানিক যুগলবন্দিতেই বিপুল টাকার দুর্নীতি। বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজকে অনুমোদন দিতে পার্থ নিতেন ৬ থেকে ৮ লক্ষ, মানিক নিতেন ২ থেকে ৫ লক্ষ, আদালতে দাবি ইডির।

WB News Live : বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে বিশৃঙ্খলা, সিপির রিপোর্টে সন্তুষ্ট নয় বৃহত্তর বেঞ্চ

বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে বিশৃঙ্খলা, সিপির রিপোর্টে সন্তুষ্ট নয় বৃহত্তর বেঞ্চ। 'এজলাসে আইনজীবীরা যাবেন না বলে যিনি সিদ্ধান্ত নিয়েছিলেন। শীর্ষ স্থানীয় সেই ব্যক্তিকে বলুন, এটা ঠিক হচ্ছে না। প্রয়োজনে ১৩ নম্বর এজলাসের জন্য প্যানেল তৈরি করে দেব। ফুটেজ দেখে গন্ডগোলে যুক্ত আইনজীবীদের চিহ্নিত করতে হবে। শনাক্তকরণে রাজ্য বার কাউন্সিলকে সহযোগিতা করবে ৩টি সংগঠন', এজলাসে বিশৃঙ্খলা মামলায় ৩ বিচারপতির বৃহত্তর বেঞ্চের নির্দেশ । 

Bengal News Live :খারিজ জামিনের আর্জি, ১৪ মার্চ পর্যন্ত জেল হেফাজতেই প্রাক্তন পর্ষদ সভাপতি

খারিজ জামিনের আর্জি, ১৪ মার্চ পর্যন্ত জেল হেফাজতেই প্রাক্তন পর্ষদ সভাপতি। পার্থ-মানিক যুগলবন্দিতেই দুর্নীতির বিপুল টাকা আত্মসাৎ, আদালতে বিস্ফোরক দাবি ইডির। 'বেসরকারি বিএড কলেজ, ডিএলএড কলেজকে অনুমোদনের নামে লক্ষ লক্ষ টাকা নিতেন পার্থ। অনুমোদন ও NOC পাইয়ে দিতে ৬ থেকে ৮ লক্ষ টাকা নিতেন পার্থ। প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য নিতেন ২-৫ লক্ষ টাকা। পার্থর ক্ষেত্রে তাঁর ঠিক করা লোকের হাতে নগদ টাকা তুলে দেওয়া হত', নগর দায়রা আদালতে মানিক ভট্টাচার্যর জামিনের বিরোধিতায় বিস্ফোরক দাবি ইডির। 

WB News Live : অন্ডালে ইসিএলের কয়লা খনি অঞ্চলে ফিরল ধসের আতঙ্ক

অন্ডালে ইসিএলের কয়লা খনি অঞ্চলে ফিরল ধসের আতঙ্ক। গতকাল অন্ডালের মুকুন্দপুর ৪ নম্বর কোড়াপাড়ায় পরিত্যক্ত খনির কাছেই ধস নামে। গতকাল খনি থেকে জল বের করার জন্য পাম্প চালাতেই বিপত্তি, এই অভিযোগ তুলে আজ সকালে অস্থায়ী পাম্প হাউসে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েকবছর আগে বন্ধ হয়ে যায় ওই কয়লা খনি। ইসিএল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

WB News Live : টুকলিতে বাধা দেওয়ায় বারাসাত কলেজে ভাঙচুরের অভিযোগ

টুকলিতে বাধা দেওয়ায় বারাসাত কলেজে ভাঙচুরের অভিযোগ। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজির পরীক্ষায় 'টুকলিতে বাধা'। 
টুকলিতে বাধা দেওয়ায় বারাসাত কলেজে ভাঙচুরের অভিযোগ, আটক ৩ পরীক্ষার্থী। ছাত্র সংসদের পড়ুয়ারা কয়েকজন পরীক্ষার্থীকে মারধর করে, পাল্টা দাবি পরীক্ষার্থীদের। 

Justice Abhijit Ganguly: শাহরুখের 'পাঠানে'র জন্য বকা খেয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়!

শাহরুখের 'পাঠানে'র জন্য বকা খেয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়! 'পাঠান' দেখার ইচ্ছেপ্রকাশ করায় বন্ধুর বকা খেয়েছেন, নিজেই জানালেন বিচারপতি। 'বন্ধুরা বলেছেন এই কাজ যেন ভুলেও না করেন', তাই তিনি আর 'পাঠান' দেখতে যাননি, জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 
নিয়োগ-দুর্নীতির একটি মামলা চলাকালীন এক আইনজীবীর সঙ্গে কথোপকথনে জানালেন বিচারপতি। 

WB News Live : আদানিকে প্রচুর টাকা দিয়ে ক্ষতি, তাই মানুষের উপর বাড়ানো হচ্ছে চাপ, বললেন ফিরহাদ

আদানিকে প্রচুর টাকা দিয়ে ক্ষতি হয়ে গেছে। তাই এখন সাধারণ মানুষের ওপর চাপ বাড়িয়ে ব্যাঙ্কগুলোকে বাঁচাতে হবে। রেপো রেট বৃদ্ধি প্রসঙ্গে প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের। 

WB News Live : লাগাতার বিক্ষোভের পর বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপি বিধায়কদের

চোর ধরো, জেল ভরো স্লোগান বিজেপি বিধায়কদের। ছিঁড়ে ওড়ানো হল রাজ্যপালের ভাষণের কপি। লাগাতার বিক্ষোভের পর বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপি বিধায়কদের। বিধানসভা কক্ষের বাইরেও স্লোগান বিজেপি বিধায়কদের। রাজ্যপাল বেরোনোর সময়ও গো-ব্যাক স্লোগান বিজেপির

WB News Live : রাজ্যপালের ভাষণের মধ্যেই, 'চোর ধরো জেল ভরো', স্লোগান বিজেপির

রাজ্যপালের ভাষণের মধ্যেই বিধানসভায় তুমুল হট্টগোল। ভাষণ চলাকালীন স্লোগান বিজেপি বিধায়কদের। 'চোর ধরো জেল ভরো', স্লোগান বিজেপি বিধায়কদের। রাজ্যপালের সামনে কাগজ ছুড়ে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। 

WB News Live : রাজ্যপালের ভাষণের মধ্যেই, 'চোর ধরো জেল ভরো', স্লোগান বিজেপির

রাজ্যপালের ভাষণের মধ্যেই বিধানসভায় তুমুল হট্টগোল। ভাষণ চলাকালীন স্লোগান বিজেপি বিধায়কদের। 'চোর ধরো জেল ভরো', স্লোগান বিজেপি বিধায়কদের। রাজ্যপালের সামনে কাগজ ছুড়ে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। 

WB News Live : আজ বাংলায় শিক্ষকের চাকরি বিক্রি করা হচ্ছে : সুকান্ত

শিক্ষক-নিয়োগ দুর্নীতি ইস্যুতে এবার সংসদে সরব সুকান্ত মজুমদার। 'বাংলার শিক্ষকরা একসময় গোটা বিশ্বে শিক্ষা প্রদান করতেন, আজ বাংলায় শিক্ষকের চাকরি বিক্রি করা হচ্ছে। 'শিক্ষামন্ত্রী জেলে, উপাচার্য জেলে, আরও অনেককে যেতে হবে'। 

Parliament budget session : রেপো রেট বৃদ্ধি প্রসঙ্গে আদানি-ইস্যু তুলে আনেন ফিরহাদ হাকিম

আদানিকে প্রচুর টাকা দিয়ে ক্ষতি হয়ে গেছে। তাই এখন সাধারণ মানুষের ওপর চাপ বাড়িয়ে ব্যাঙ্কগুলোকে বাঁচাতে হবে। রেপো রেট বৃদ্ধি প্রসঙ্গে প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের। 

WB News Live :  'তদন্তে গতি আনুন', গ্রুপ ডি মামলায় সিবিআইকে নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর

হাইকোর্টে ফের প্রশ্নের মুখে সিবিআই। 'যারা ওএমআর শিট বিকৃত করেছে, যারা এর ফলে উপকৃত হয়েছে দুজনেই কি সমানভাবে দায়ী নয় ? 'ওএমআর শিট বিকৃতির ফলে প্যানেলে থাকা ১৬৯৮ জনের বিরুদ্ধে কেন মামলা করছেন না?'
 'তদন্তে গতি আনুন', গ্রুপ ডি মামলায় সিবিআইকে নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর

WB News Live : নিয়োগ দুর্নীতি মামলায় নগর দায়রা আদালতে বিস্ফোরক দাবি ইডির

নিয়োগ দুর্নীতি মামলায় নগর দায়রা আদালতে বিস্ফোরক দাবি ইডির। 'মানিক-কুন্তল গভীর ষড়যন্ত্রে যুক্ত ছিলেন, ওএমআর শিটেও সাঙ্কেতিক প্রশ্ন ব্যবহার করা হয়েছিল' আদালতে বিস্ফোরক দাবি ইডির। 'কোন দুটি প্রশ্নের উত্তর দিতে হবে, তা আগেই জানিয়ে দেওয়া হত চাকরিপ্রার্থীদের। বাকি প্রশ্নের উত্তর দিতে নিষেধ করা হয়েছিল। কোন প্রার্থী টাকা দিয়েছেন, এর মাধ্যমেই চিহ্নিত করা হত', দাবি ইডির। 

Bengal News Live : আজ শুরু বিধানসভার বাজেট অধিবেশন, ভাষণ দেবেন রাজ্যপাল

আজ শুরু বিধানসভার বাজেট অধিবেশন, ভাষণ দেবেন রাজ্যপাল। ধনকড় পর্ব অতীত করে হবে সরাসরি সম্প্রচার। অবস্থান চূড়ান্ত করতে বৈঠকে বসবে বিজেপি।

WB News Update : পার্থ-মানিক যুগলবন্দিতেই দুর্নীতির বিপুল টাকা আত্মসাৎ, আদালতে বিস্ফোরক দাবি ইডির

পার্থ-মানিক যুগলবন্দিতেই দুর্নীতির বিপুল টাকা আত্মসাৎ, আদালতে বিস্ফোরক দাবি ইডির। 'বেসরকারি বিএড কলেজ, ডিএলএড কলেজকে অনুমোদনের নামে লক্ষ লক্ষ টাকা নিতেন পার্থ', 'অনুমোদন ও NOC পাইয়ে দিতে ৬ থেকে ৮ লক্ষ টাকা নিতেন পার্থ' দাবি ইডি-র। 

West Bengal News Update : পতাকা বিড়ির হেড অফিস-সহ একাধিক কেন্দ্রে হানা দিল আয়কর দফতর

মুর্শিদাবাদের সুতির ঔরঙ্গাবাদে পতাকা বিড়ির হেড অফিস-সহ একাধিক কেন্দ্রে হানা দিল আয়কর দফতর। সকাল থেকে শুরু হয়েছে অভিযান। প্রতিটি অফিসের বাইরে মোতায়েন রয়েছে CISF। পতাকা বিড়ির হেড অফিস-সহ ৮টি শাখায় চলছে আয়কর দফতরের তল্লাশি অভিযান।
মির্জা গালিব স্ট্রিটেও পতাকা বিড়ির অফিসে তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর

WB News Live Update : ২ বিজেপি কর্মীর চোখে-মুখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে 'বেধড়ক মারধর'

বারুইপুরের নবগ্রাম এলাকায় ২ বিজেপি কর্মীর চোখে-মুখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত দুই বিজেপি কর্মী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিজেপির দাবি, বিধানসভা ভোটের পর থেকেই এলাকাছাড়া ছিলেন দুই বিজেপি কর্মী। 

WB News Live : প্রশিক্ষণ সংস্থাকে অনুমোদন পাইয়ে দিতে লক্ষ লক্ষ টাকা নিতেন পার্থ -মানিক, দাবি ইডির

নগর দায়রা আদালতে মানিক ভট্টাচার্যর জামিনের বিরোধিতায় বিস্ফোরক দাবি করল ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, বেসরকারি বিএড কলেজ, ডিএলএড কলেজ ও শিক্ষক প্রশিক্ষণ সংস্থাকে অনুমোদন ও NOC পাইয়ে দিতে লক্ষ লক্ষ টাকা নিতেন পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্য। তৎকালীন শিক্ষামন্ত্রীর ক্ষেত্রে টাকার অঙ্কটা ছিল ৬-৮ লক্ষ টাকা। প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য ২-৫ লক্ষ টাকা নিতেন। 

WB News Live : 'ভাঁওতাবাজিতে বিশ্বাস করবেন না' ত্রিপুরার সরকারি কর্মীদের চিঠি DA আন্দোলনকারীদের?

ত্রিপুরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরেই, রাজ্যে বকেয়া DA নিয়ে আন্দোলনে সরকারের ওপর চাপ বাড়াতে চাইছেন শহিদ মিনারে অবস্থানরত রাজ্য সরকারি কর্মীরা। ভাঁওতাবাজিতে বিশ্বাস করবেন না, এখানে এসে দেখে যান কী পরিস্থিতি, এই মর্মে ত্রিপুরার সরকারি কর্মীদের চিঠি পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

West Bengal News Live : রাজ্যপালের ভাষণ দিয়ে আজ শুরু হবে বিধানসভার বাজেট অধিবেশন

রাজ্যপালের ভাষণ দিয়ে আজ শুরু হবে বিধানসভার বাজেট অধিবেশন। বিধানসভায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। বিধানসভা সূত্রে খবর, দুপুর ২টো থেকে রাজ্যপালের ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে। দায়িত্ব নেওয়ার পর, এই নিয়ে তৃতীয়বার বিধানসভায় আসবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

West Bengal News Live : সংসদের ভিতরে 'কুমন্তব্য', ট্যুইট করে আক্রমণ সুকান্তর

সংসদের ভিতরে কুমন্তব্যের অভিযোগ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে, ভিডিও ট্যুইট করে আক্রমণ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের

West Bengal News Live : সংসদের ভিতরে 'কুমন্তব্য', ট্যুইট করে আক্রমণ সুকান্তর

সংসদের ভিতরে কুমন্তব্যের অভিযোগ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে, ভিডিও ট্যুইট করে আক্রমণ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের

West Bengal Weather Update : ঘন কুয়াশার সতর্কতা, শীতের বিদায় হয়নি এখনও

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় আরও ২ দিন সকালের দিকে কুয়াশা থাকবে। কোচবিহার ও আলিপুরদুয়ারে ঘন কুয়াশার সতর্কতা। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও কুয়াশা থাকবে। 

Kolkata Weather Update : আজ ফের বাড়ল তাপমাত্রা

ভালবাসার মরশুমে খামখেয়ালি আবহাওয়া। ভ্যালেন্টাইন্স ডে পর্যন্ত চলবে পারদের ওঠানামা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

প্রেক্ষাপট


১ । পরপর ২দিন বিরোধীদের বৈঠকে নেই তৃণমূল। দিল্লিতে এলআইসি অফিসে  বিক্ষোভ। দ্বিচারিতার অভিযোগ কংগ্রেস। শুধু বৈঠকে লাভ নেই, পাল্টা তৃণমূল। 


২। ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় ভোট। আগরতলায় মমতার রোড শো, পাল্টা সভা শুভেন্দুর। 


৩ । আমি জানি, আমি নির্দোষ। এজেন্সি দিয়ে রাজনৈতিকভাবে মানসিক নির্যাতনের অভিযোগ পার্থর। ভার্চুয়ালি হাজিরা। ১৪ ফেব্রুয়ারি জামিনের মামলার শুনানি।


৪। নিয়োগ মামলায় জেলবন্দি পার্থ। রাজনৈতিক চক্রান্তের অভিযোগ, দূরত্ব বাড়িয়ে দল থেকেই পাল্টা কটাক্ষ।


৫। রাজনৈতিক চক্রান্তের শিকার হচ্ছি, আমি রাজনীতিবিদ নই। ভার্চুয়াল শুনানিতে কান্নায় ভেঙে পড়ে দাবি পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার। নির্যাতনের অভিযোগ। 


৬। লন্ডনে বাড়ি থেকে জোড়া পাসপোর্ট। অভিযোগ ওড়ালেন জেলবন্দি মানিক। ' লন্ডনে বাড়ি থাকলে ফাঁসিতে ঝুলিয়ে দিন....' 

৭। স্কুলে নিয়োগে দুর্নীতি মামলায় ফের ইডির কাছে তাপস-ঘনিষ্ঠ গোপাল দলপতি। কুন্তলের অভিযোগ খারিজ। 

৮। বকেয়া ডিএর দাবিতে শহিদ মিনারে সরকারি কর্মীদের ধর্নামঞ্চে চাকরির দাবিতে আন্দোলনকারীরা।


৯। জয়েন্ট এন্ট্রাস মেইনসের ইঞ্জিনিয়ারিংয়ে ২০জনই একশোয় একশো! জানাল এনটিএ। বাংলা থেকে একশোয় একশো ডিপিএস রুবি পার্কের সোহম দাস। 


৯। ২৩ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা। ১৫ ফেব্রুয়ারি স্কুল থেকে অ্যাডমিট কার্ড। ভুল থাকলে ২০ ফেব্রুয়ারির মধ্যে সংশোধনের সুযোগ। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.