West Bengal News Live Updates:রণক্ষেত্র রানিনগর, থানায় তাণ্ডব, তৃণমূল কার্যালয়ে আগুন!

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 08 Sep 2023 10:22 PM
WB News Update: তৃণমূলের সঙ্গে কুস্তিতে হার

তৃণমূলের সঙ্গে কুস্তিতে হার। ধূপগুড়িতে ভরাডুবি রাজ্য বাম-কংগ্রেসের। ঘাসফুলকে রুখতে পারলেন না অধীর-সেলিম। ৬ শতাংশেই আটকে বামপ্রার্থীর ভোট। 

WB News Live: ফের পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আর্জি খারিজ

ফের পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আর্জি খারিজ। অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আর্জি জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রীর । 'অধ্যাপকদের অবসরের বয়স ৬০ থেকে ৬৫ করার সিদ্ধান্ত সরকারের। অবসরের বয়স বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের, আমার নয়, অনুমতি দিয়েছিলেন রাজ্যপাল'। এসএসসি কর্তাদের মেয়াদ বৃদ্ধির প্রসঙ্গে দাবি পার্থ চট্টোপাধ্য়ায়ের । যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরি দেওয়ার অভিযোগ সিবিআইয়ের। 

WB News Update: তৃণমূলের 'রায়েই' মানুষের রায়, বিজেপির হাতছাড়া ধূপগুড়ি

তৃণমূলের 'রায়েই' মানুষের রায়, বিজেপির হাতছাড়া ধূপগুড়ি। পঞ্চায়েত ভোটের পর ফের ধাক্কা বিজেপির, তৃণমূলেরই ধূপগুড়ি। বিজেপিকে হারিয়ে ধূপগুড়ি দখল নিল তৃণমূল কংগ্রেস

WB News Live: অন্ডালে সিপিএমের পার্টি অফিস খোলালেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক

অন্ডালে সিপিএমের পার্টি অফিস খোলালেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক। পঞ্চায়েত ভোটে গন্ডগোলের পর থেকই বন্ধ ছিল সিপিএমের দলীয় অফিস। নিজে দাঁড়িয়ে থেকে সিপিএমের প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরীকে নিয়ে অফিস খোলালেন তৃণমলের জেলা সভাপতি। অন্ডালের কাজোয়া মোড়ে সিপিএমের পার্টি অফিস খোলালেন তৃণমূল বিধায়ক। 'দীর্ঘদিন ধরে অফিসে তালা দিয়ে রেখেছিল তৃণমূল কংগ্রেস', অভিযোগ সিপিএমের। পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের কাছে অভিযোগ জানান সিপিএম কর্মীরা। নিজে উপস্থিত থেকে সিপিএমের দলীয় কার্যালয় ফেরালেন তৃণমূল নেতা

WB News Update: রণক্ষেত্র রানিনগর, থানায় তাণ্ডব, তৃণমূল কার্যালয়ে আগুন

রণক্ষেত্র রানিনগর, থানায় তাণ্ডব, তৃণমূল কার্যালয়ে আগুন! কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে থানা, তৃণমূলের পার্টি অফিসে হামলার অভিযোগ। সমাবেশে আসতে কংগ্রেস কর্মীদের বাধা, পাল্টা তৃণমূলের পার্টি অফিসে আগুন। রানিনগর থানায় হামলা, তৃণমূলের পার্টি অফিসেও আগুন।অধীরের সভায় আসার পথে কংগ্রেস কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেস কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ। পঞ্চায়েত সমিতি জয়ের পর রানিগরে বাম-কংগ্রেসের বিজয় সমাবেশ। রানিনগরে আসার সময় পুলিশের সঙ্গে তৃণমূল বাধা দেওয়ার অভিযোগ। সম্মেলন থেকে ফেরার সময় রানিনগর থানায় তাণ্ডব, ইটবৃষ্টি-ভাঙচুর। হামলায় প্ররোচনা দিয়েছে পুলিশ, রানিনগরকাণ্ডে পাল্টা দাবি কংগ্রেসের 

WB News Live: জি২০ সম্মেলনের সাফল্য কামনা করে গোয়ালিয়র ঘাটে গঙ্গাপুজো করলেন রাজ্যপাল

জি২০ সম্মেলনের সাফল্য কামনা করে গোয়ালিয়র ঘাটে গঙ্গাপুজো করলেন রাজ্যপাল। সঙ্গে ছিলেন রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যরা। ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ সহ একাধিক বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যরা। আগামিকাল দিল্লিতে শুরু হচ্ছে জি-২০ সম্মেলন। তার আগে জি-২০ সম্মেলনের সাফল্য কামনা করলেন সিভি আনন্দ বোস। এরই পাশাপাশি, বাংলার মঙ্গল কামনায় গোয়ালিয়র ঘাটে দাঁড়িয়ে গঙ্গা বন্দনা করলেন রাজ্যপাল। 

WB News Update: বোস-ব্রাত্য সংঘাত চরমে

বোস-ব্রাত্য সংঘাত চরমে। শিক্ষামন্ত্রীর ডাকা বৈঠকে গরহাজির ১৯ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। ব্রাত্যর ডাকা বৈঠকে এলেন মাত্র ১২ জন রেজিস্ট্রার। 'রাজভবন থেকে মেসেজ করে নিষেধ করা হয়েছে রেজিস্ট্রারদের'। বিস্ফোরক অভিযোগ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। হাড়হিম করা ঠান্ডা সন্ত্রাস কে তৈরি করছে? রাজ্যপালকে নিশানা করে প্রশ্ন শিক্ষামন্ত্রীর

WB News Live: নদিয়ার স্কুলে র‍্যাগিংয়ের অভিযোগ, ৫ ছাত্রকে বহিষ্কার

নদিয়ার স্কুলে র‍্যাগিংয়ের অভিযোগ, ৫ ছাত্রকে বহিষ্কার। শিক্ষক দিবসে স্কুলেই নীচু ক্লাসের ছাত্রকে হুমকির অভিযোগ। স্কুলের শৌচাগারে নিয়ে গিয়ে বুকে বন্দুক ঠেকিয়ে হুমকির অভিযোগ
ক্লাসেই ধূমপান করতে চাপ, বিবস্ত্র করে হেনস্থারও অভিযোগ। প্রতিবাদে অভিভাবকদের বিক্ষোভ, ৫ ছাত্রকে বহিষ্কারের সিদ্ধান্ত স্কুল কর্তৃপক্ষের। 

WB News Update: যাদবপুরে ছাত্রমৃত্যুকাণ্ডে অবশেষে পকসো আইনে মামলা পুলিশের

যাদবপুরে ছাত্রমৃত্যুকাণ্ডে অবশেষে পকসো আইনে মামলা পুলিশের। তদন্তভার নিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। র‍্যাগিং কাণ্ডে ধৃত ১২ জনের বিরুদ্ধেই পকসো আইনে মামলা পুলিশের। বিবস্ত্র করে যৌন কটাক্ষ করা হয়েছিল নদিয়ার ছাত্রকে, পুলিশ সূত্রে খবর। যাদবপুর থানার হাত থেকে তদন্তভার নিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ছাত্রমৃত্যুর ঘটনার তদন্ত করবে লালবাজারের হোমিসাইড শাখা। যাদবপুর ছাত্রমৃত্যু কাণ্ডের তদন্তে সিট গঠন করা হচ্ছে

WB News Live: খেজুরিতে পঞ্চায়েতের বোর্ড গঠনে বোমাবাজির অভিযোগ

খেজুরিতে পঞ্চায়েতের বোর্ড গঠনে বোমাবাজির অভিযোগ। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ। 'রাজ্য পুলিশের সঙ্গে সিআরপিএফ-এর নিরাপত্তায় হবে বোর্ড গঠন'
'রাজ্য সিআরপিএফ-এর জন্য কেন্দ্রের কাছে সাহায্য চাইবে, জেলার পুলিশ সুপার নিরাপত্তার দায়িত্বে থাকবেন। আগের দিনের চাইতে বেশি পরিমাণে রাজ্য পুলিশের কর্মী মোতায়েন করতে হবে', নির্দেশ আদালতের। 

WB News Update:'ইন্ডিয়া জোটের প্রকাশ্য বিরোধিতার শাস্তি পেলেন বাম-কংগ্রেসের রাজ্য নেতারা', সোশাল মিডিয়ায় কটাক্ষ তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যর

ধূপগুড়ি উপনির্বাচনে এগিয়ে তৃণমূল, বাম-কংগ্রেসকে খোঁচা দেবাংশুর। 'ইন্ডিয়া জোটের প্রকাশ্য বিরোধিতার শাস্তি পেলেন বাম-কংগ্রেসের রাজ্য নেতারা। পঞ্চায়েতে সাময়িক উত্থানে ইতি পড়ল উপনির্বাচনে', সোশাল মিডিয়ায় কটাক্ষ তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যর

WB News Live:জয়ের পর ধূপগুড়ির মানুষকে ধন্যবাদ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

জয়ের পর ধূপগুড়ির মানুষকে ধন্যবাদ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

WB News Update:উপনির্বাচনে ধূপগুড়ি পুনরুদ্ধার তৃণমূলের, তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায় জিতলেন ৪ হাজারের বেশি ভোটে

উপনির্বাচনে ধূপগুড়ি পুনরুদ্ধার তৃণমূলের। বিজেপিকে হারিয়ে ধূপগুড়ি দখল শাসকদলের। তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায় জিতলেন ৪ হাজারের বেশি ভোটে। গণনায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজেপির থেকে ধূপগুড়ি ছিনিয়ে নিল তৃণমূল

WB News Live:অষ্টম রাউন্ড শেষে বিজেপির তাপসী রায়ের থেকে আরও ব্য়বধান বাড়ালেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়

অষ্টম রাউন্ড শেষে বিজেপির তাপসী রায়ের থেকে ৩ হাজার ৮৬৬ ভোটে এগিয়ে গেলেন তৃণমূলের নির্মলচন্দ্র রায়।  

WB News Update:ধূপগুড়িতে গণনাকেন্দ্রের বাইরে বিজেপি চোর হ্যায় বলে তৃণমূলকর্মীদের স্লোগান

ধূপগুড়িতে গণনাকেন্দ্রের বাইরে বিজেপি চোর হ্যায় বলে তৃণমূলকর্মীদের স্লোগান।

WB News Live:ধূপগুড়ি উপনির্বাচনে এগিয়ে তৃণমূল, বাম-কংগ্রেসকে খোঁচা দেবাংশুর

ধূপগুড়ি উপনির্বাচনে এগিয়ে তৃণমূল, বাম-কংগ্রেসকে খোঁচা দেবাংশুর

WB News Update:সপ্তম রাউন্ডের শেষে বদলে গেল ছবি, তৃণমূল প্রার্থী এগিয়ে থাকলেও বিজেপির থেকে কমল ব্যবধান

সপ্তম রাউন্ডের শেষে বদলে গেল ছবি, তৃণমূল প্রার্থী এগিয়ে থাকলেও বিজেপির থেকে কমল ব্যবধান।

WB News Live:ষষ্ঠ রাউন্ড শেষে অনেকটা এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী, ষষ্ঠ রাউন্ড শেষে বিজেপি প্রার্থীর থেকে ৩ হাজার ৭৭৩ ভোটে এগিয়ে নির্মলচন্দ্র রায়

ষষ্ঠ রাউন্ড শেষে অনেকটা এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী, ষষ্ঠ রাউন্ড শেষে বিজেপি প্রার্থীর থেকে ৩ হাজার ৭৭৩ ভোটে এগিয়ে নির্মলচন্দ্র রায়

WB News Update:রাজভবনের বিবৃতি নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত এবার রাস্তায়

রাজভবনের বিবৃতি নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত এবার রাস্তায়। রাজভবনের সামনে প্রতিবাদ কর্মসূচি প্রাক্তন উপাচার্যদের। তৃণমূল আমলে নিযুক্ত উপাচার্যদের সংগঠন দ্য এডুকেশনিস্ট ফোরামের বিক্ষোভ। 

WB News Live:'সাগরদিঘি নিয়ে বলেছিলাম জেতার সম্ভাবনা প্রবল, ধূপগুড়ি নিয়ে বলিনি', জোটপ্রার্থীর 'পারফরম্যান্স' দেখে প্রতিক্রিয়া অধীর চৌধুরীর

'সাগরদিঘি নিয়ে বলেছিলাম জেতার সম্ভাবনা প্রবল, ধূপগুড়ি নিয়ে বলিনি', জোটপ্রার্থীর 'পারফরম্যান্স' দেখে প্রতিক্রিয়া অধীর চৌধুরীর।

WB News Update:বিএসএফ জওয়ানের রহস্যমৃত্যু কোচবিহারের শীতলকুচিতে

বিএসএফ জওয়ানের রহস্যমৃত্যু কোচবিহারের শীতলকুচিতে

WB News Live:ধূপগুড়ি উপনির্বাচনে বিজেপি-তৃণমূল হাড্ডাহাড্ডি লড়াই, চতুর্থ রাউন্ড শেষে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী

ধূপগুড়ি উপনির্বাচনে বিজেপি-তৃণমূল হাড্ডাহাড্ডি লড়াই। চতুর্থ রাউন্ড শেষে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী। চতুর্থ রাউন্ড শেষে বিজেপি প্রার্থীর থেকে ৩৬০ ভোটে এগিয়ে নির্মলচন্দ্র রায়। চতুর্থ রাউন্ড শেষে তৃণমূলের প্রাপ্ত ভোট ৩৯ হাজার ৯৬, বিজেপির প্রাপ্ত ভোট ৩৮ হাজার ৭৩৬।  

WB News Update:দ্বিতীয় রাউন্ডের শেষে বিজেপির সঙ্গে কমল ব্যবধান

দ্বিতীয় রাউন্ডের শেষে বিজেপির সঙ্গে কমল ব্যবধান। এখন ১০১৮ ভোটে তৃণমূলের থেকে এগিয়ে বিজেপি প্রার্থী তাপসী রায়

WB News Live:ধূপগুড়ির উপনির্বাচনে তৃণমূল-বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই

ধূপগুড়ির উপনির্বাচনে তৃণমূল-বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই। 

WB News Update:ধূপগুড়ি উপনির্বাচনে ভোটগণনায় এগিয়ে বিজেপি। প্রথম রাউন্ডের শেষে এগিয়ে বিজেপি প্রার্থী তাপসী রায়

ধূপগুড়ি উপনির্বাচনে ভোটগণনায় এগিয়ে বিজেপি। প্রথম রাউন্ডের শেষে এগিয়ে বিজেপি প্রার্থী তাপসী রায়। তৃণমূলের নির্মলচন্দ্র রায়ের থেকে বিজেপি এগিয়ে ১৫৬৪ ভোটে। প্রথম রাউন্ডের শেষে বিজেপি পেয়েছে ৮ হাজার ৮৯২ ভোট। প্রথম রাউন্ডে তৃণমূল প্রার্থীর প্রাপ্ত ভোট ৭ হাজার ৩২৮। কংগ্রেস সমর্থিত বাম প্রার্থীর প্রাপ্ত ভোট ১ হাজার ৩১০

WB News Live:শুরুতে পিছিয়ে থেকেও এগিয়ে গেল বিজেপি

ধূপগুড়ি উপনির্বাচনে ভোটগণনা শুরু। পোস্টাল ব্যালট গণনাতেই বিজেপি-তৃণমূল হাড্ডাহাড্ডি লড়াই। শুরুতে পিছিয়ে থেকেও এগিয়ে গেল বিজেপি। পোস্টাল ব্যালট গণনায় এগিয়ে বিজেপি প্রার্থী তাপসী রায়। পোস্টাল ব্যালটে বিজেপি পেয়েছে ৪১৮টি ভোট। তৃণমূল পেয়েছে ১৬০ ভোট, বামপ্রার্থী পেয়েছেন ১২৭টি ভোট। 

WB News Update:পোস্টাল ব্যালটের গণনায় এগিয়ে তৃণমূল প্রার্থী, ধূপগুড়ি বিধানসভা কার ঝুলিতে? স্পষ্ট হতে লাগবে সময়

পোস্টাল ব্যালটের গণনায় এগিয়ে তৃণমূল প্রার্থী, ধূপগুড়ি বিধানসভা কার ঝুলিতে? স্পষ্ট হতে লাগবে সময়

WB News Live:আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা ও লাগোয়া এলাকায় মাঝারি মাত্রার বৃষ্টি চলবে।

 আকাশের মুখভার রয়েছে সকাল থেকে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা ও লাগোয়া এলাকায় মাঝারি মাত্রার বৃষ্টি চলবে। সকাল সওয়া আটটা থেকে থেকে শুরু করে আগামী ২-৩ ঘণ্টা বর্ষণ চলতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

WB News Update:এবার ধূপগুড়ির ভোটে মূল ফ্যাক্টর হিসাবে যে যে বিষয়গুলি উঠে এসেছে, তা হল ধূপগুড়িকে মহকুমায় উন্নীত করার প্রতিশ্রুতির ফল কি পাবে তৃণমূল?

এবার ধূপগুড়ির ভোটে মূল ফ্যাক্টর হিসাবে যে যে বিষয়গুলি উঠে এসেছে, তা হল ধূপগুড়িকে মহকুমায় উন্নীত করার প্রতিশ্রুতির ফল কি পাবে তৃণমূল?

WB News Live:হাইকোর্টের দ্বারস্থ হয়ে মিলল সুরাহা

ছোট সন্তানের দেখভালের জন্য বদলি চেয়েও মেলেনি। দূরের স্কুলে রোজ যাতায়াত করতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে প্রাথমিক স্কুলের শিক্ষিকাকে। শেষমেশ হাইকোর্টের দ্বারস্থ হয়ে মিলল সুরাহা। ২১ দিনের মধ্যে শিক্ষিকাকে কাছের স্কুলে বদলির নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 

WB News Update:আজ ৬ রাজ্যের ৭ বিধানসভায় উপনির্বাচনের ফল ঘোষণা, অন্য়তম উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র

আজ ৬ রাজ্যের ৭ বিধানসভায় উপনির্বাচনের ফল ঘোষণা। তার মধ্য়ে অন্য়তম উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র। ২০২১-এর নির্বাচনে, এই কেন্দ্রটি দখল করেছিল বিজেপি। ১৯৭৭-এ যেবার বামফ্রন্ট প্রথম রাজ্যের ক্ষমতায় এল, সেই তখন থেকেই ধূপগুড়ি বিধানসভা ছিল বামেদের দখলে। ২০১৬-তে প্রথমবার বামেদের হারিয়ে এই কেন্দ্রে জয়ী হন তৃণমূলের মিতালি রায়।তবে ২০১৯-এ উত্তরবঙ্গের নির্বাচনী সমীকরণ বদলে দেয় বিজেপি। 

WB News Live:নদিয়ার কল্যাণীতে পুলিশকর্মীর রহস্যমৃত্যু

নদিয়ার কল্যাণীতে পুলিশকর্মীর রহস্যমৃত্যু। মদনপুর ও কল্যাণী স্টেশনের মাঝখানে রেললাইন থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ। কীভাবে মৃত্যু হল পুলিশকর্মীর? দানা বাঁধছে রহস্য। রানাঘাট জিআরপি সূত্রে খবর, ঘটনার তদন্ত চলছে। মৃত্যুর নেপথ্যে কী কারণ আছে তা খতিয়ে দেখা হচ্ছে।

WB News Update:জি২০ সম্মেলনের সাফল্য কামনায় গোয়ালিয়র ঘাটে গঙ্গাপুজো রাজ্যপালের

জি২০ সম্মেলনের সাফল্য কামনায় গোয়ালিয়র ঘাটে গঙ্গাপুজো রাজ্যপালের


 

WB News Live:অন্তর্বর্তী উপাচার্য নিয়োগকে, শিক্ষা দফতর ভুল বলেছিল। হাইকোর্ট বলেছে আমি ঠিক, দাবি রাজ্যপালের

অন্তর্বর্তী উপাচার্য নিয়োগকে, শিক্ষা দফতর ভুল বলেছিল। হাইকোর্ট বলেছে আমি ঠিক। সুপ্রিম কোর্টও রায়ে বলেছে রাজ্য সরকারের পদক্ষেপ ভুল। আদালতের বিভিন্ন রায়কে হাতিয়ার করে এবার এভাবেই, রাজ্য সরকারকে নিশানা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পাল্টা তাঁকে বিজেপির এজেন্ট বলে কটাক্ষ করলেন কুণাল ঘোষ। 

WB News Update:শুক্রবার সকাল হতেই শহর কলকাতার মুখ ভার, কোথাও ছিটেফোঁটা, কোথাও মাঝারি, বৃষ্টি চলছে বৃহস্পতিবার থেকেই। কেমন থাকবে শহরের আবহাওয়া? কেমন থাকবে গোটা রাজ্যের হাওয়া-বাতাস?

শুক্রবার সকাল হতেই শহর কলকাতার মুখ ভার, কোথাও ছিটেফোঁটা, কোথাও মাঝারি, বৃষ্টি চলছে বৃহস্পতিবার থেকেই। কেমন থাকবে শহরের আবহাওয়া? কেমন থাকবে গোটা রাজ্যের হাওয়া-বাতাস?

WB News Live:ক্যাম্পাসের নরখাদকদের ধরা হবে, মেধাবীদের মধ্যে সন্ত্রাস বন্ধ করতে হবে, সরব হলেন রাজ্যপাল ও আচার্য সিভি আনন্দ বোস

ক্যাম্পাসের নরখাদকদের ধরা হবে, মেধাবীদের মধ্যে সন্ত্রাস বন্ধ করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলি হিংসামুক্ত, দুর্নীতিমুক্ত হওয়া অত্যন্ত প্রয়োজন। রাজ্যের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলির হাল ফেরাতে এভাবেই সরব হলেন রাজ্যপাল ও আচার্য সিভি আনন্দ বোস। একেবারে বাংলা ভাষায় বক্তব্য রেখে, পাশে চাইলেন বাংলার মানুষকে। ভুল বাংলা বললে মানহানির মামলা হবে, হুঁশিয়ারি দিলেন মদন মিত্র।

প্রেক্ষাপট

আজ ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের (Dhupguri By Election Result) ফল। আসন ধরে রাখবে বিজেপি (BJP)? নাকি থাবা বসাবে তৃণমূল (TMC)? কী প্রভাব ফেলতে পারে সিপিএম-কংগ্রেস জোট (CPM Congress Alliance)? উত্তর কিছুক্ষণ পরেই।


একধাক্কায় মন্ত্রী-বিধায়কদের মাসিক বেতন (Pay Hike Of MLA & Ministers) বাড়ল ৪০ হাজার টাকা। বেতন নিই না বলে নিজের বেতন বৃদ্ধি করছি না, অধ্যক্ষকে জানালেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। 


মন্ত্রীদের ৩৬ শতাংশ মাসিক বেতন বেড়ে হল ১ লক্ষ ৫০ হাজার টাকা। বিধায়কদের মাসিক ৪৯ শতাংশ বেতন বেড়ে হল ১ লক্ষ ২১ হাজার টাকা।


রাজ্যের আর্থিক সঙ্কটেও বেতন বৃদ্ধি। সমর্থন করি না, প্রতিক্রিয়া শুভেনদুর। ডিএ দেওয়ার সময় টাকা নেই, তেলা মাথায় তেল দিতে টাকা থাকে, কটাক্ষ সংগ্রামী যৌথ মঞ্চের।


পয়লা বৈশাখের দিনই সরকারিভাবে পালন হবে পশ্চিমবঙ্গ দিবস। রাজ্য সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল। প্রস্তাব পাস বিধাসভায়। পক্ষে ভোট ১৬৭ বিধায়কের।


পশ্চিমবঙ্গ দিবস প্রস্তাব পাসের পাল্টা মিছিল করে বিধানসভা থেকে রাজভবনে বিজেপি। রাজ্যপাল সই না করলে কিছু আসে যায় না। দেখব কার শক্তি বেশি ? আক্রমণ মুখ্যমন্ত্রীর।

অন্তর্বর্তী উপাচার্য নিয়োগকে শিক্ষা দফতর ভুল বললেও হাইকোর্ট বলেছে রাজ্যপাল সঠিক। সুপ্রিম কোর্ট বলেছে রাজ্যের পদক্ষেপ ভুল। রাজ্যকে নিশানা রাজ্যপালের। বিজেপির এজেন্ট, পাল্টা তৃণমূল।


মুখ্যমন্ত্রীকে স্বাগত, রাজভবনে প্রতিবাদ জানাতে পারেন। মুখ্যমন্ত্রীর ধর্না হুঁশিয়ারির কটাক্ষ সিভি আনন্দ বোসের। আজ রাজভবনের সামনে প্রতিবাদ কর্মসূচি তৃণমূল আমলে নিযুক্ত উপাচার্যদের।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.