West Bengal News Live Updates: সকাল ১১টায় উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, বেলা ১২টা থেকে এবিপি আনন্দের ওয়েবসাইটে ফল

West Bengal Live News: চোখ রাখুন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে...

abp ananda Last Updated: 09 Jun 2022 11:43 PM
West Bengal News Live: তোলা দিতে অস্বীকার করায়, উত্তর 24 পরগনার খড়দায়, রেশন ডিলারের পরিবারে হামলার অভিযোগ

তোলা দিতে অস্বীকার করায়, উত্তর 24 পরগনার খড়দায়, রেশন ডিলারের পরিবারে হামলার অভিযোগ। হামলাকারী নিজেকে তৃণমূল নেতা পরিচয় দেন বলে দাবি। মারধরে আহত পরিবারের একাধিক সদস্য। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রেশন ডিলার।

WB News Live Updates: সরাসরি দফতরে গেলে মেলে না পরিষেবা, দালাল ধরলেই কাজ হয় সঙ্গে সঙ্গে

সরাসরি দফতরে গেলে মেলে না পরিষেবা। দালাল ধরলেই কাজ হয় সঙ্গে সঙ্গে। বাঁকুড়া ১ নম্বর ব্লকে BLLRO অফিসের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বিএলআরও-র দাবি, তিনি দিন তিনেক হল দায়িত্ব নিয়েছেন। সমস্যার বিষয়ে অবহিত নন।

West Bengal News Live: বর্ষার শুরুতেই বেহাল কোচবিহারের বাবুরহাট এলাকার রাস্তার একাংশ

বর্ষার শুরুতেই বেহাল কোচবিহারের বাবুরহাট এলাকার রাস্তার একাংশ। যে কোনও সময় দুর্ঘটনার আশঙ্কা। রাস্তা মেরামতি নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা। অন্যদিকে, রাস্তা মেরামতি ও নিকাশি ব্যবস্থার উন্নয়নের দাবিতে মালদার নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে ঘণ্টাদুয়েক চলে বিক্ষোভ।

WB News Live Updates: শিলিগুড়ি মহকুমা পরিষদের পঞ্চায়েত সমিতির ২টি আসন ও গ্রাম পঞ্চায়েতের ৬টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল

শিলিগুড়ি মহকুমা পরিষদের পঞ্চায়েত সমিতির ২টি আসন ও গ্রাম পঞ্চায়েতের ৬টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল। ঘাসফুল শিবিরে শুরু সেলিব্রেশন। ভয় দেখিয়ে মনোনয়ন দিতে বাধা দিয়েছে শাসকদল, অভিযোগ বিরোধীদের। পাল্টা জবাব তৃণমূলের।

West Bengal News Live: নার্সিংয়ের চাকরির স্বপ্নপূরণে রেণুর পাশে মুখ্যমন্ত্রী, নিজের জেলাতেই পেলেন চাকরি

নার্সিংয়ের চাকরির স্বপ্নপূরণে রেণুর পাশে মুখ্যমন্ত্রী। নিজের জেলাতেই পেলেন চাকরি। সরকারি চাকরি পাওয়ায়, রেণুর ডান হাতের কব্জি থেকে কেটে দেওয়ার অভিযোগ ওঠে তাঁর স্বামীর বিরুদ্ধে। ধৃতকে জেরা করে আরও ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

WB News Live Updates: আগামীকাল সকাল ১১টায় উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, বেলা ১২টা থেকে এবিপি আনন্দের ওয়েবসাইটে ফল দেখা যাবে

আগামীকাল সকাল ১১টায় উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ। বেলা ১২টা থেকে এবিপি আনন্দের ওয়েবসাইটে ফল দেখা যাবে। স্কুল থেকে মার্কশিট মিলবে ২০ জুন। শুক্রবারই এবিপি আনন্দর সাইট থেকে ডাউনলোড করা যাবে মার্কশিট।

West Bengal News Live: পূর্ব বর্ধমানের নাদনঘাটে শ্বশুরবাড়ি থেকে বধূর ঝুলন্ত দেহ উদ্ধার

পূর্ব বর্ধমানের নাদনঘাটে শ্বশুরবাড়ি থেকে বধূর ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতার বাপের বাড়ির অভিযোগ, পণ হিসেবে মোটরবাইক দিতে না পারায় শ্বশুরবাড়িতে চূড়ান্ত অপমান করা হয় বধূকে। তার জেরেই ওই ঘটনা। বধূর স্বামী, শ্বশুর, শাশুড়িকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

WB News Live Updates: ‘পৃথক রাজ্যের দাবি থাকলে বাইরে নয়, দলের ভিতরে বলুন’, সায়েন্স সিটিতে মণ্ডল সভাপতিদের বৈঠকে বার্তা জেপি নাড্ডার: সূত্র

‘পৃথক রাজ্যের দাবি থাকলে বাইরে নয়, দলের ভিতরে বলুন’, সায়েন্স সিটিতে মণ্ডল সভাপতিদের বৈঠকে বার্তা জেপি নাড্ডার: সূত্র

West Bengal News Live: ‘করোনা না এলে এবারই আমরা ক্ষমতায় চলে আসতাম’, বিধানসভা ভোটে হার নিয়ে এমনই দাবি জেপি নাড্ডার

‘করোনা না এলে এবারই আমরা ক্ষমতায় চলে আসতাম’, বিধানসভা ভোটে হার নিয়ে এমনই দাবি জেপি নাড্ডার

WB News Live Updates: ফ্যাটি লিভার ও অন্যান্য সমস্যা সম্পর্কে সচেতন করতে সাইকেল র‍্যালিতে অংশ নিলেন চিকিত্‍সকরা

ফ্যাটি লিভার ও অন্যান্য সমস্যা সম্পর্কে সচেতন করতে সাইকেল র‍্যালিতে অংশ নিলেন চিকিত্‍সকরা। সেই র‍্যালি থেকে বার্তা দেওয়া হল, পরিমিত আহার ও শারীরিক পরিশ্রম অনেক শারীরিক সমস্যা থেকেই দূরে রাখতে পারে। সাইকেল র‍্যালির উদ্যোক্তা সোনারপুরের লিভার ফাউন্ডেশন। 

West Bengal News Live: সল্টলেকে প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার, ব্যাপক ধড়পাকড় পুলিশের

সল্টলেকে প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার। ব্যাপক ধড়পাকড় পুলিশের। আটক করা হয় প্রায় ১৫০ জনকে। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন চাকরিপ্রার্থী।

WB News Live Updates: মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে রাজভবনের সামনে এসএলএসটি চাকরি প্রার্থীদের জমায়েত

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে রাজভবনের সামনে এসএলএসটি চাকরি প্রার্থীদের জমায়েত। রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনে গেছেন মুখ্যমন্ত্রী।

West Bengal News Live: ডোমজুড়ে দীর্ঘক্ষণ ধরে অবরোধ, তীব্র যানজট দ্বিতীয় হুগলি সেতুতে

ডোমজুড়ে দীর্ঘক্ষণ ধরে অবরোধ। তীব্র যানজট দ্বিতীয় হুগলি সেতুতে। চূড়ান্ত ভোগান্তি সাধারণ মানুষের।

‘WB News Live Updates: কোচবিহারের কাখরিবাড়িতে নির্মীয়মাণ বেসরকারি স্কুল ভেঙে বিপত্তি

কোচবিহারের কাখরিবাড়িতে নির্মীয়মাণ বেসরকারি স্কুল ভেঙে বিপত্তি। ধ্বংসস্তূপের নীচে একাধিক শ্রমিকের আটকে থাকার আশঙ্কা। একযোগে উদ্ধারকাজে দমকল, পুলিশ।

West Bengal News Live: মুখ্যমন্ত্রীর উদ্দেশে অশালীন আক্রমণ, ১৪ জুন পর্যন্ত ইউটিউবার রোদ্দুর রায়ের পুলিশি হেফাজত

মুখ্যমন্ত্রীর উদ্দেশে অশালীন আক্রমণ, ১৪ জুন পর্যন্ত ইউটিউবার রোদ্দুর রায়ের পুলিশি হেফাজত

WB News Live Updates: বিজেপির কিছু নেতা যে মন্তব্য করেছে তা জঘন্য চক্রান্ত, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের

বিজেপির কিছু নেতা যে মন্তব্য করেছে তা জঘন্য চক্রান্ত। ‘দেশের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করছে, এ এক জঘন্য অপরাধ, বিজেপির এই নেতাদের গ্রেফতার করা উচিত’, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।

‘WB News Live Updates: এয়ারপোর্ট-গড়িয়া মেট্রো রুটে কাজে বিলম্বের অভিযোগে সরব মেয়র ফিরহাদ

এয়ারপোর্ট-গড়িয়া মেট্রো রুটে কাজে বিলম্বের অভিযোগে সরব মেয়র ফিরহাদ হাকিম। ‘মেট্রোর কাজের জন্য জল জমলে, শহরবাসীকে জবাবদিহি করতে হয়, বারবার কাজ শেষের জন্য নতুন সময়সীমা দেওয়া হচ্ছে, এভাবে চলতে পারে না, ক্ষুব্ধ ফিরহাদ। ১৫ জুনের মধ্যে খাল পরিষ্কার করে দেওয়া হবে, আশ্বাস মেট্রো কর্তৃপক্ষের। নির্মাণ কাজের জন্যই অনিচ্ছাকৃত এই দেরি, সাফাই মেট্রো কর্তৃপক্ষের।

WB News Live Updates: জে পি নাড্ডার রাজ্য সফরের মধ্যেই বঙ্গ বিজেপিতে মাথাচাড়া দিচ্ছে বাংলা ভাগ বিতর্ক

জে পি নাড্ডার রাজ্য সফরের মধ্যেই বঙ্গ বিজেপিতে মাথাচাড়া দিচ্ছে বাংলা ভাগ বিতর্ক। আজ নিউটাউনের হোটেলে নাড্ডার সঙ্গে বৈঠক করেন দলের সাংসদ, বিধায়করা। বৈঠকের আগে কার্শিয়ঙের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা ফের একবার পৃথক রাজ্যের দাবিতে সরব হন। গতকাল বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ দাবি করেন, বিজেপি রাঢ়বঙ্গ না চাইলেও, তিনি চান। 

‘WB News Live Updates: যাঁর নামে বলেছেন, তিনি অভিযোগ করেননি’, রোদ্দুরের জামিন চেয়ে মন্তব্য তাঁর আইনজীবীর

ইউটিউবার রোদ্দুর রায়কে ব্যাঙ্কশাল আদালতে পেশ। মুখ্যমন্ত্রী, অভিষেক ও কলকাতা পুলিশ সম্পর্কে অশালীন মন্তব্যের অভিযোগে গ্রেফতার ।দু’পক্ষের আইনজীবীদের মধ্যে তীব্র বাদানুবাদ। ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রোদ্দুরের আইনজীবীর। ‘যাঁর নামে বলেছেন, তিনি অভিযোগ করেননি’, রোদ্দুরের জামিন চেয়ে মন্তব্য রোদ্দুরের আইনজীবীর। ‘বাক্‍স্বাধীনতার নামে কাউকে আঘাত করা যায় না, রোদ্দুর রায় আঘাত করার উদ্দেশ্যে মন্তব্য করেছেন’
পুলিশ হেফাজত চেয়ে আদালতে সওয়াল সরকার পক্ষের আইনজীবীর।

West Bengal News Live: ইউটিউবার রোদ্দুর রায়কে ব্যাঙ্কশাল আদালতে পেশ, দু’পক্ষের আইনজীবীদের মধ্যে তীব্র বাদানুবাদ

ইউটিউবার রোদ্দুর রায়কে ব্যাঙ্কশাল আদালতে পেশ। দু’পক্ষের আইনজীবীদের মধ্যে তীব্র বাদানুবাদ, ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রোদ্দুরের আইনজীবীর।

WB News Live Updates: আগামীকাল উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ

আগামীকাল উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ। সকাল ১১টায় প্রকাশিত হবে ফল। বেলা ১২টা থেকে এবিপি আনন্দের ওয়েবসাইটে ফল দেখা যাবে। স্কুল থেকে মার্কশিট মিলবে ২০ জুন। এবিপি আনন্দর ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে মার্কশিট।

West Bengal News Live: উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় ফের বিস্ফোরণ

উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় ফের বিস্ফোরণ। ক্ষতিগ্রস্ত এলাকার একটি বাড়ি লাগোয়া শৌচাগার। স্থানীয়দের অভিযোগ, কয়েকজন দুষ্কৃতী এলাকায় ঢুকে বোমাবাজি করে। যদিও পুলিশের দাবি, এলাকায় মজুত বোমা থেকে বিস্ফোরণের ঘটনা।

WB News Live Updates: বড়বাজারে সোনার দোকানের কর্মচারীর কাছ থেকে গয়না লুঠের অভিযোগে দুই পুলিশ কর্মী-সহ ৩ জনকে গ্রেফতার করা হল

বড়বাজারে সোনার দোকানের কর্মচারীর কাছ থেকে গয়না লুঠের অভিযোগে দুই পুলিশ কর্মী-সহ ৩ জনকে গ্রেফতার করা হল। এর আগে ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরও ২ জনকে। ধৃত সুরজিৎ সরকার ও সমীরণ পাত্র হাওড়া সিটি পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে দাবি, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর রুপোর গয়না। 

West Bengal News Live: শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলার মধ্যেই সল্টলেকে চাকরিপ্রার্থীদের ব্যাপক ধরপাকড় পুলিশের

শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলার মধ্যেই সল্টলেকে চাকরিপ্রার্থীদের ব্যাপক ধরপাকড় পুলিশের। ২০১৭-র প্রাথমিক টেট উত্তীর্ণদের আজ বিক্ষোভ কর্মসূচি ছিল সল্টলেকে। বিকাশ ভবনে ডেপুটেশন জমা দেওয়ার জন্য জমায়েতের ডাক দেওয়া হয়। বাসে করে এসে জড়ো হচ্ছিলেন প্রাথমিক টেট চাকরিপ্রার্থীরা। তখনই ধরপাকড় শুরু করে পুলিশ। প্রায় দেড়শো জনকে আটক করা হয়। 

WB News Live Updates: ধূপগুড়ি ব্লককে মহকুমা করার দাবিতে শহরে জুড়ে পোস্টার দিল মহকুমা নাগরিক মঞ্চ।

ধূপগুড়ি ব্লককে মহকুমা করার দাবিতে শহরে জুড়ে পোস্টার দিল মহকুমা নাগরিক মঞ্চ। 

West Bengal News Live: অতিরিক্ত ভাড়া চাওয়ার অভিযোগে পূর্ব বর্ধমানের কাটোয়া-বল্লভপাড়া ফেরিঘাটে ধুন্ধুমার

অতিরিক্ত ভাড়া চাওয়ার অভিযোগে পূর্ব বর্ধমানের কাটোয়া-বল্লভপাড়া ফেরিঘাটে ধুন্ধুমার। যাত্রীদের সঙ্গে মাঝিদের হাতাহাতি বেধে যায় বলে অভিযোগ। যার জেরে আজ সকাল থেকে বন্ধ কাটোয়া-বল্লভপাড়া ফেরি সার্ভিস। আশঙ্কজনক অবস্থায় হাসপাতালে ভর্তি এক মাঝি। প্রশাসনের তরফে নিরাপত্তার ব্যবস্থা না করা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত ফেরিঘাট কর্তৃপক্ষের। অন্যদিকে, ফেরি সার্ভিস বন্ধ থাকায় বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা। 

WB News Live Updates: টাকা দিয়ে পেট্রোল কিনে মিলছে জল

টাকা দিয়ে পেট্রোল কিনে মিলছে জল! ইথানল মিশ্রিত পেট্রোলের কারনে তা জলের সংস্পর্শে এসে পুরোটাই জলে পরিণত হচ্ছে, আর তাতে নষ্ট হচ্ছে বাইকের যন্ত্রাংশ। এমনই অভিযোগে চাঞ্চল্য রায়গঞ্জে। এতে পাম্প কর্তৃপক্ষ দায়ী নয় বলে নোটিশ। ক্ষুব্ধ সাধারণ মানুষ, পেট্রোলিয়াম মন্ত্রকে অভিযোগ জানাচ্ছেন সাংসদ দেবশ্রী

West Bengal News Live: ১১ বছর পর, বালির তৃণমূল নেতা তপন দত্ত খুনে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

১১ বছর পর, বালির তৃণমূল নেতা তপন দত্ত খুনে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এরপর থেকে তদন্ত চালিয়ে নিয়ে যাবে সিবিআই, নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার। যেখানে তদন্ত করা প্রয়োজন, সেখানে ফের তদন্ত করবে সিবিআই, জানিয়েছেন বিচারপতি। জলাভূমি ভরাটের প্রতিবাদ করায়, ২০১১ সালের ৬ মে খুন হন বালির তৃণমূল নেতা তপন দত্ত। প্রথমে বালি থানার পুলিশ তদন্ত করলেও পরে তদন্তভার দেওয়া হয় সিআইডি-কে। সিবিআইয়ের প্রতি আস্থা রয়েছে। ঘরে বন্দি থাকি, অপরাধীরা বাইরে ঘুরে বেড়ায়। এবার মনে হচ্ছে অপরাধীরা শাস্তি পাবে। প্রতিক্রিয়া নিহত তৃণমূল নেতার স্ত্রী প্রতিমা দত্তর। 

WB News Live Updates: বিচারপর্ব চালিয়ে নিয়ে যাবে সিবিআই

এরপর থেকে বিচারপর্ব চালিয়ে নিয়ে যাবে সিবিআই, নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার। যেখানে তদন্ত করা প্রয়োজন, সেখানে ফের তদন্ত করবে সিবিআই, জানিয়েছেন বিচারপতি মান্থা।

West Bengal News Live: বালির তৃণমূল নেতা তপন দত্ত খুনে সিবিআই তদন্তের নির্দেশ

১১ বছর পর, বালির তৃণমূল নেতা তপন দত্ত খুনে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এরপর থেকে তদন্ত চালিয়ে নিয়ে যাবে সিবিআই, নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার। জলাভূমি ভরাটের প্রতিবাদ করায়, ২০১১ সালের ৬ মে খুন হন বালির তৃণমূল নেতা তপন দত্ত। প্রথমে বালি থানার পুলিশ তদন্ত করলেও পরে তদন্তভার দেওয়া হয় সিআইডি-কে

WB News Live Updates: তমলুক-ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কে নিয়োগ দুর্নীতির অভিযোগে জনস্বার্থ মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট

SSC দুর্নীতির পর এবার পূর্ব মেদিনীপুরের তমলুক-ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কে নিয়োগ দুর্নীতির অভিযোগে জনস্বার্থ মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলার শুনানিও হয়। এই মামলায় রাজ্য কো-অপারেটিভ সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং সম্পাদককে যুক্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।  এমনকি, ১৩৪ জনের নিয়োগ বেআইনি বলে অভিযোগ তোলা হয়েছে, তাঁদের নামও যুক্ত করতে হবে, নির্দেশ ডিভিশন বেঞ্চের। সমবায় ব্যাঙ্কে নিয়োগ দুর্নীতির অভিযোগ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বাম ও বিজেপি একযোগে তৃণমূলকে নিশানা করেছে। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। 

West Bengal News Live: হাইকোর্টের নির্দেশের পরই রঞ্জন-রহস্যভেদে তৎপর সিবিআই

হাইকোর্টের নির্দেশের পরই রঞ্জন-রহস্যভেদে তৎপর সিবিআই। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চন্দন মণ্ডলের নামে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় চন্দনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এর আগে প্রাথমিকে চাকরি বিক্রি হয় বলে অভিযোগ করেন প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস। 


 

WB News Live Updates: তোলা দিতে অস্বীকার করায়, আগ্নেয়াস্ত্র, লাঠিসোটা নিয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা ও মারধর

উত্তর ২৪ পরগনার খড়দায় তোলা দিতে অস্বীকার করায়, আগ্নেয়াস্ত্র, লাঠিসোটা নিয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি ব্যবসায়ী। অভিযোগ, ব্যবসা করতে গেলে তোলা দিতে হবে বলে দাবি করেন স্থানীয় তৃণমূল নেতা সমীর বসু ও তাঁর অনুগামীরা। টাকা দিতে অস্বীকার করায়, রবিবার বাড়িতে হামলা চালানো হয়। গতকাল বাড়ির সামনে ব্যবসায়ীকে মারধর করার পাশাপাশি, বাধা দিলে তাঁর পরিবারের সদস্যরাও আক্রান্ত হন বলে অভিযোগ। স্থানীয় তৃণমূল কাউন্সিলর স্বীকার করেছেন, দলের নাম ভাঙিয়ে তোলাবাজি করছেন ওই নেতা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় দু’ পক্ষই অভিযোগ দায়ের করেছে। 

West Bengal News Live: পূর্ব বর্ধমানের কেতুগ্রামে স্ত্রীর হাত কেটে নেওয়ার ঘটনায় গ্রেফতার স্বামীর ২ সঙ্গী

পূর্ব বর্ধমানের কেতুগ্রামে স্ত্রীর হাত কেটে নেওয়ার ঘটনায় গ্রেফতার স্বামীর ২ সঙ্গী। মুর্শিদাবাদের তালগ্রাম থেকে ধৃত ২ আসরফ আলি ও হাবিব শেখ। পুলিশ সূত্রে খবর, স্ত্রীর হাত কাটার জন্য এই ২ জনকে সুপারি দিয়ে এনেছিল স্বামী শের মহম্মদ শেখ। আগেই রেণুর স্বামী শের মহম্মদ শেখকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জেরা করেই আসরফ ও হাবিবের হদিশ মেলে বলে সূত্রের খবর। 

WB News Live Updates: বড়বাজারে সোনার দোকানের কর্মচারীর কাছ থেকে গয়না লুঠের ঘটনায় দুই পুলিশ কর্মী-সহ গ্রেফতার আরও ৩

বড়বাজারে সোনার দোকানের কর্মচারীর কাছ থেকে গয়না লুঠের ঘটনায় দুই পুলিশ কর্মী-সহ গ্রেফতার আরও ৩। ধৃত সুরজিৎ সরকার ও সমীরণ পাত্র হাওড়া সিটি পুলিশে কনস্টেবল পদে কর্মরত। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর রুপোর গয়না। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫। অভিযোগ, মঙ্গলবার হাওড়া স্টেশনে বাস থেকে নামার পর, লালবাজারের পুলিশ পরিচয় দিয়ে সোনার দোকানের ওই কর্মচারীকে গাড়িতে করে নিউ টাউনে নিয়ে যায় ৪ জন। তাঁর কাছ থেকে প্রচুর রুপোর গয়না লুঠ করে নেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় আগেই ২ জনকে গ্রেফতার করে পুলিশ। 
আবির 

West Bengal News Live: বঙ্গ বিজেপিতে অসন্তোষের মধ্যেই ২ দিনের সফরে রাজ্যে জে পি নাড্ডা

বঙ্গ বিজেপিতে অসন্তোষের মধ্যেই ২ দিনের সফরে রাজ্যে জে পি নাড্ডা। সফরের শেষদিনে আজ সকালে বেলুড় মঠে যান তিনি। সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ। এরপর দুপুর ২টোয় সায়েন্স সিটিতে রাজ্যের সমস্ত মণ্ডল সভাপতিদের নিয়ে সম্মেলনে যোগ দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সেখান থেকে কলামন্দিরে যাবেন নাড্ডা।বিকেল সোয়া ৪টে নাগাদ কলকাতার বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আলাপচারিতা। এরপর সন্ধে ৬টার বিমানে দিল্লি ফিরবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। 


 

WB News Live Updates: ভবানীপুরে গুজরাতি দম্পতিকে খুনের নেপথ্যে আর্থিক লেনদেন, তদন্তে নিশ্চিত পুলিশ

ভবানীপুরে গুজরাতি দম্পতিকে খুনের নেপথ্যে আর্থিক লেনদেন, তদন্তে নিশ্চিত পুলিশ। সূত্রের খবর, মেজ জামাইয়ের দূর সম্পর্কের এক আত্মীয়ের কাছ থেকে টাকা ধার নেন ব্যবসায়ী অশোক শা। টাকা ফেরতের চাপ দেওয়া হচ্ছিল ব্যবসায়ীকে। কিছুটা টাকা ফেরতও দেন ব্যবসায়ী। তবে ব্যবসায় মন্দার কারণ দেখিয়ে বাকি টাকা ফেরত দেওয়া নিয়ে টালবাহানা করছিলেন অশোক। সেই টাকা আদায় করতেই  দুষ্কৃতীরা শাহ দম্পতির ভবানীপুরের বাড়িতে হানা দেয়। পুলিশ সূত্রে খবর, সিসি ক্যামেরায় ধরা পড়েছে শাহ দম্পতির মেজ জামাইয়ের দূর সম্পর্কের ওই আত্মীয়ের ছবি। টাকা উদ্ধার নিয়ে বিবাদের জেরেই খুন, নাকি অন্য কোনও কারণ রয়েছে খতিয়ে দেখছে পুলিশ। 

West Bengal News Live: উত্তরে বর্ষা এলেও, দক্ষিণবঙ্গে তার দেখা নেই

উত্তরে বর্ষা এলেও, দক্ষিণবঙ্গে তার দেখা নেই। এর মধ্যেই আশায় জল ঢেলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তীব্র অস্বস্তি আরও কয়েকদিন বজায় থাকবে। বিক্ষিপ্তভাবে দু’-এক জায়গায় হালকা বৃষ্টি হলেও তাতে স্বস্তি ফিরবে না। তবে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। 
আজ ভোর থেকে মালদায় শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। কয়েকদিন হাঁসফাঁস গরমের পর কিছুটা স্বস্তি মালদাবাসীর। 

WB News Live Updates: সাতসকালে কলকাতায় বেপরোয়া গতির বলি ২ স্কুটার আরোহী

সাতসকালে কলকাতায় বেপরোয়া গতির বলি ২ স্কুটার আরোহী। ভোর সোয়া ৫টা নাগাদ সার্ভে পার্ক থানা এলাকার ক্যানাল নর্থ রোডে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে স্কুটার। গুরুতর জখম অবস্থায় রাস্তায় পড়েছিলেন দুই স্কুটার আরোহী। বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ২ জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। মৃত দুই যুবকই সার্ভে পার্ক থানা এলাকার বাসিন্দা। দু’জনেরই হেলমেট ছিল না বলে পুলিশ জানিয়েছে।

West Bengal News Live: ভবানীপুরে গুজরাতি দম্পতিকে খুনের কিনারা

ভবানীপুরে গুজরাতি দম্পতিকে খুনের কিনারা, ২ জনকে গ্রেফতার করল পুলিশ। ভবানীপুরে গুজরাতি দম্পতিকে খুনের কিনারার পথে পুলিশ। ৩ জনকে আটক করে রাতভর জিজ্ঞাসাবাদ। জোড়া খুনের পিছনে পরিচিতরই হাত রয়েছে বলে একপ্রকার নিশ্চিত পুলিশ। এমনকি, খুনের কয়েকদিন আগে শাহ দম্পতির বাড়িতেও গিয়েছিল গোটা পরিকল্পনার মাস্টারমাইন্ড। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। লুঠের উদ্দেশ্য, নাকি পুরনো শত্রুতার জেরেই খুন দম্পতি? খতিয়ে দেখছে পুলিশ

WB News Live Updates: উত্তরবঙ্গের বঞ্চিত মানুষের কথা বলেছেন KLO প্রধান

উত্তরবঙ্গের বঞ্চিত মানুষের কথা বলেছেন KLO প্রধান। জীবন সিংহের পাশে দাঁড়িয়ে, এমনই মন্তব্য করলেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ। যদিও পৃথক রাজ্য নিয়ে দক্ষিণবঙ্গের বিজেপি নেতার গলায় শোনা গেল অন্য সুর! আর এই নিয়ে গেরুয়া শিবিরকে আক্রমণ করেছে তৃণমূল

West Bengal News Live: অভিযোগে উল্লিখিত রঞ্জন কে?

প্রাথমিকে চাকরি বিক্রি হয় বলে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন CBI আধিকারিক উপেন বিশ্বাস যে অভিযোগে করেছেন, সেই অভিযোগে উল্লিখিত রঞ্জন কে? রহস্য ভেদ করতে এবার CBI’কেই দায়িত্ব দিল কলকাতা হাইকোর্ট। বাগদার রঞ্জন বলে ব্যক্তিকে অবিলম্বে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই, নির্দেশ আদালতের।

প্রেক্ষাপট

কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগে (Primery Teacher Recruitment) ‘দুর্নীতি’, সিবিআই (CBI) নজরে উপেনের ‘রঞ্জন’। আসল নাম চন্দন বলে দাবি বিকাশের। জিজ্ঞাসাবাদের নির্দেশ হাইকোর্টের (Calcutta High court)। 


মেধা তালিকায় (Merit List) ২০০ নম্বরে থাকা প্রার্থীকে টপকে ২৭৫ নম্বরের চাকরি! নিয়োগে দুর্নীতির অভিযোগ ফের সিবিআই (CBI) অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের (Calcutta High court)। আরও সিবিআই অনুসন্ধান


এসএসসি (SSC)-কেলেঙ্কারির মধ্যেই শিক্ষক নিয়োগে নতুন পদ তৈরিতে এবার প্রশ্ন হাইকোর্টের (Calcutta High court)। এক অসুখ ঢাকতে আরেক অসুখ ডেকে আনা বলে মন্তব্য।


কলকাতায় এসেই দুর্নীতি নিয়ে তীব্র আক্রমণে নাড্ডা (JP Nadda)। এমসের (AIIMS) প্রসঙ্গ টেনে পাল্টা আক্রমণে তৃণমূল (TMC)। 


ভবানীপুরে (Bhawanipur) জোড়া খুনে এখনও অধরা আততায়ী। ২জনকে আটক করে লালবাজারে (Laalbazar) জিজ্ঞাসাবাদ। ডাকাতি নয়, খুনিরা পরিচিত, জানালেন সিপি। 


উত্তরবঙ্গ থেকে ফিরেই ভবানীপুরে গেলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। কান্নায় ভেঙে পড়লেন নিহতের মেয়েরা। 


বিজেপিতেই আছেন মুকুল (Mukul Roy)। দলত্যাগও করেননি। শুনানির পরে রায় দিলেন বিধানসভার (Assembly) অধ্যক্ষ। খারিজ বিধায়ক পদ খারিজের শুভেন্দুর (Suvendu Adhikari) আর্জি। 


মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে অশালীন আক্রমণ। গোয়ায় গ্রেফতার ইউটিউবার রোদ্দুর রায়কে (Roddur) কলকাতায় আনল পুলিশ। আজ কোর্টে পেশ। 


ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডির (ED) তলব। সোমবার হাজিরা দিতে চলেছেন রাহুল গাঁধী। প্রতিহিংসার অভিযোগে আন্দোলনের প্রস্তুতি কংগ্রেসের। 


নার্সিংয়ের চাকরির স্বপ্ন পূরণে হাত খোয়ানো রেণুর পাশে মুখ্যমন্ত্রী।


হোমওয়ার্ক না করায় দিল্লিতে অমানবিক শাস্তি। চড়া রোদের মধ্যে  ছাদে হাত-পা বেঁধে ফেলে রাখা হল ৫ বছরের শিশুকে। ভাইরাল ভিডিও তোলপাড়।


অফলাইন পরীক্ষার সিদ্ধান্ত হওয়ায় সোশাল মিডিয়ায় অশ্লীল ভাষায় প্রচারের অভিযোগ। তীব্র প্রতিবাদে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। 


যুবভারতী স্টেডিয়ামে সুনীল-ম্যাজিক। এএফসি এশিয়ান কাপে কোয়ালিফায়ারে ভারতের কাছে হারল কম্বোডিয়া। ক্যাপ্টেনের জোড়া গোলে জয় ভারতের।


ভবানীপুর হত্যাকাণ্ডের কিনারার পথে পুলিশ? নেপথ্যে পরিচিত? আনা হয়েছিল সুপারি কিলার? পিছনে একাধিক মোটিভ? ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮। 


দলের ১২০০ মণ্ডল সভাপতির উদ্দেশে আজ কী বার্তা নাড্ডার? বিজেপিতে ফের ভাঙনের জল্পনা উসকে আক্রমণে তৃণমূল। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.