West Bengal News Live : কামারহাটিতে তৃণমূলের পার্টি অফিসে এবার থেকে থাকবে লক্ষ্মীর ভাণ্ডার, ঘোষণা মদনের

Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন আপনার জেলার সমস্ত খবরের আপডেট

ABP Ananda Last Updated: 09 Oct 2022 11:15 PM
WB News Live Updates: কামারহাটিতে তৃণমূলের পার্টি অফিসে এবার থেকে থাকবে লক্ষ্মীর ভাণ্ডার, ঘোষণা মদনের

কামারহাটিতে তৃণমূলের পার্টি অফিসে এবার থেকে থাকবে লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মী পুজোর দিনে ঘোষণা করলেন এলাকার তৃণমূল বিধায়ক মদন মিত্র। সেখানে উদ্বৃত্ত টাকা জমা রাখবেন দলের কর্মীরা। সেই টাকা দেওয়া হবে গরিবদের। প্রচার পেতে এসব করা হচ্ছে। কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ।

West Bengal News Live: এবারও ধনদেবীর আরাধনায় অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়, সামিল মেয়ে-জামাই

সদ্য মুম্বই থেকে ফিরেছেন। শরীরটাও ভাল ছিল না। তাই বলে কি লক্ষ্মীপুজোয় ঢিলে দেওয়া যায়? তাই সব দিক বজায় রেখে এবারও ধনদেবীর আরাধনায় সামিল হলেন অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়। এবার মেয়ে-জামাই আসায় পুজোর আনন্দও বেড়েছে কয়েকগুণ। 

WB News Live Updates: ব্যস্ততা সামলে ধনদেবীর আরাধনায় সোহম চক্রবর্তী

একদিকে অভিনেতা, অন্যদিকে রাজনীতিবিদ। দু’দিকের ব্যস্ততা সামলে ধনদেবীর আরাধনায় সোহম চক্রবর্তী। আর পুজো উপলক্ষ্যে বেহালার বাড়ির ছাদে এক্কেবারে চাঁদের হাট। অঙ্কুশ-ঐন্দ্রিলা-সায়নী ঘোষ থেকে শুরু করে বিশিষ্ট মানুষজন সামিল হলেন লক্ষ্মীপুজোয়।

West Bengal News Live: সুলেখা মোড়ে নিজের বাড়িতে ধনদেবীর আরাধনায় বিজেপি নেতা রাহুল সিনহা

সুলেখা মোড়ে নিজের বাড়িতে ধনদেবীর আরাধনায় বিজেপি নেতা রাহুল সিনহা। নেতাদের বাড়িতে নয়, সাধারণ মানুষের বাড়িতে টাকার পাহাড় তৈরি হোক, বললেন রাহুল সিনহা।

WB News Live Updates: চাঁচলে বাড়ির কাছেই উদ্ধার গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ, গ্রেফতার স্বামী

মালদার চাঁচলে বাড়ির কাছেই উদ্ধার হল গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ। গৃহবধূকে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেফতার করা হল স্বামীকে। অন্যদিকে সোনারপুরে দাম্পত্য অশান্তির জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামী-সহ শ্বশুরবাড়ির ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

West Bengal News Live: লক্ষ্মীপুজোর মাঝেই কাঁথির শান্তিকুঞ্জে গিয়ে শিশির অধিকারীর সঙ্গে সাক্ষাৎ সুকান্তর

লক্ষ্মীপুজোর মাঝেই কাঁথির শান্তিকুঞ্জে গিয়ে শিশির অধিকারীর সঙ্গে সাক্ষাৎ বিজেপির রাজ্য সভাপতির। বেরনোর সময় সুকান্ত মজুমদার বলেন, কুশল বিনিময়, বিজয়ার প্রণাম করতে গিয়েছিলেন তিনি। আর এর মাঝেই ভোট পরবর্তী হিংসা নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি। 

WB News Live Updates: পুলিশের তদন্তে এখনও সন্তুষ্ট নন হরিদেবপুরের নিহত যুবকের পরিজনরা

পুলিশের তদন্তে এখনও সন্তুষ্ট নন হরিদেবপুরের নিহত যুবকের পরিজনরা। সাতজনকে গ্রেফতার করা হলেও, তদন্ত কি সঠিক পথে এগোচ্ছে? তুঙ্গে রাজনৈতিক তরজাও।

West Bengal News Live: প্রেমের প্রস্তাব ফেরানোয় পিংলায় কলেজ ছাত্রীকে চলন্ত গাড়ি থেকে ঠেলে ফেলার অভিযোগ

প্রেমের প্রস্তাব ফেরানোয় পশ্চিম মেদিনীপুরের পিংলায় কলেজ ছাত্রীকে চলন্ত গাড়ি থেকে ঠেলে ফেলার অভিযোগ। গুরুতর জখম অবস্থায় ভর্তি এনআরএসে ভর্তি তরুণী। খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার অভিযুক্ত।

WB News Live Updates: ঘরে ঘরে দেবী লক্ষ্মীর আরাধনা, শঙ্খধ্বনি, আলপনায় আন্তরিকতা

ঘরে ঘরে দেবী লক্ষ্মীর আরাধনা। শঙ্খধ্বনি, আলপনায় আন্তরিকতা। ধনদেবীর আরাধনায় রাজনীতিকরাও।

West Bengal News Live: শিশির অধিকারীর সঙ্গে দেখা করতে কাঁথির শান্তিকুঞ্জে গেলেন বিজেপির রাজ্য সভাপতি

শিশির অধিকারীর সঙ্গে দেখা করতে কাঁথির শান্তিকুঞ্জে গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যাঁদের হাত ধরে বাংলায় বাম শাসনকে উত্‍খাত করতে পেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁদের মধ্যে অন্যতম একজন শিশির অধিকারী। তাঁর মতো রাজনৈতিক ব্যক্তির সঙ্গে দেখা করা, বিজয়ার প্রণাম করা আমার কাছে সৌভাগ্যের, প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের।

WB News Live Updates: মেয়ো রোডে গাঁধী মূর্তির নিচে অবস্থানরত এসএসএসি চাকরিপ্রার্থীদের ধর্নামঞ্চে সপরিবারে কৌশিক সেন

মেয়ো রোডে গান্ধী মূর্তির নিচে অবস্থানরত এসএসএসি চাকরিপ্রার্থীদের ধর্নামঞ্চে কৌশিক সেন, রেশমি সেন, ঋদ্ধি সেনরা। শিক্ষামন্ত্রী সময় দিলে চাকরিপ্রার্থীদের দাবি তুলে ধরব। বললেন কৌশিক সেন। চাকরি হোক, দাবি রেশমি ও ঋদ্ধি সেনের।

West Bengal News Live: সারাবছর রাজনীতি নিয়ে ব্যস্ততা, মা লক্ষ্মীর আরাধনায় ব্যস্ত রাজনীতিকরা

সারাবছর রাজনীতি নিয়ে ব্যস্ততা। আজ সেসব দূরে সরিয়ে, মা লক্ষ্মীর আরাধনায় ব্যস্ত রাজনীতিকরা। তালতলায় নিজের বাড়িতে ধনদেবীর আরাধনায় সুদীপ বন্দ্যোপাধ্যায় ও নয়না বন্দ্যোপাধ্যায়।

WB News Live Updates: ফের বিস্ফোরক ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর

বিজয়া সম্মিলনীতে নাম না করে দলেরই একাংশকে নিশানা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের। ভরতপুর বিধানসভা কেন্দ্রে দলের খোলনলচে পাল্টে ফেলার হুঁশিয়ারি। গতকাল সালারে ওই অনুষ্ঠানে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেন, ২০১১-য় জিতে আসা ৭৫ শতাংশ পুরনো নেতৃত্বকে সরিয়ে দেব। পুরনো ২৫ শতাংশকে রেখে ৭৫ শতাংশ নতুন মুখ আনব। সেই পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে ফল ভুগতে হবে। হুঁশিয়ারি ভরতপুরের তৃণমূল বিধায়কের। বিধায়কের নিশানায় কারা? তা স্পষ্ট করেননি তিনি। রাজ্য নেতৃত্বের ঘাড়েই দায় ঠেলেছে তৃণমূলের জেলা নেতৃত্ব। 

West Bengal News Live: দাম্পত্য বিবাদের জের, রাজ্যের দুই প্রান্তে দুই বধূকে খুনের অভিযোগ

দাম্পত্য বিবাদের জের। রাজ্যের দুই প্রান্তে দুই বধূকে খুনের অভিযোগ। সোনারপুরে স্বামী-সহ গ্রেফতার ৩। মালদার চাঁচলে আটক অভিযুক্ত স্বামী।

WB News Live Updates: টিউশনের ফি জমা দিতে বেরিয়ে নিখোঁজ, তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য

দশমীর দিন পাকা দেখা, কালীপুজোর পর বিয়ে হওয়ার কথা। বিয়ে হওয়ার আগেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার তরুণী। 

West Bengal News Live: হরিদেবপুরে অয়ন মণ্ডল খুনের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হরিদেবপুরে অয়ন মণ্ডল খুনের তদন্তে চাঞ্চল্যকর তথ্য। 
পুলিশ সূত্রে খবর, পুলিশ সূত্রে খবর, টার্গেট ছিল অয়নের মোবাইল ফোন। ওই ফোনে ছিল একাধিক ঘনিষ্ঠ ছবি ও ভিডিও। এই ভিডিও ও ছবি তোলাকে কেন্দ্র করেই বান্ধবী ও তাঁর মায়ের সঙ্গে গণ্ডগোলের সূত্রপাত অয়নের। তাই পরিকল্পনা করেই খুন করা হয় ওই তরুণকে, অনুমান পুলিশের।পুলিশ সূত্রে খবর, বান্ধবীর বাড়ির দোতলার ঘরে খুন হন অয়ন। অথচ ফরেন্সিক পরীক্ষায় এক ফোঁটা রক্তের নমুনা মেলেনি। খুনের পর শুধু দেহ লোপাট নয়, মুছে ফেলা হয় রক্তের দাগ। পুলিশ সূত্রে খবর, দশমীর রাতে অয়ন যখন বান্ধবীর বাড়িতে যান, তখন বাড়িতে একাই ছিলেন বান্ধবীর মা। তাঁর সঙ্গে অয়নের হাতাহাতি হয়। এরপরেই বাড়িতে আসেন অয়নের বান্ধবী, তাঁর বাবা, ভাই ও বন্ধুরা। এরপরই অয়নকে মারধর করা হয় বলে পুলিশের অনুমান। 

WB News Live Updates: ঘরে ঘরে ধনদেবীর আরাধনা, হকের দাবিতে পথে চাকরিপ্রার্থীরা

ঘরে ঘরে ধনদেবীর আরাধনা। হকের দাবিতে পথে চাকরিপ্রার্থীরা। মেয়ো রোডে ধর্নামঞ্চে গিয়ে পাশে থাকার বার্তা সরকারি কর্মীদের। 

West Bengal News Live:গরুপাচার মামলায় হাওয়ালা-যোগ

গরুপাচার মামলায় হাওয়ালা-যোগ। বাংলাদেশের পাচারকারীদের টাকা পৌঁছত রাজ্যে। ভাগ যেত বিএসএফ, পুলিশ, নেতাদের কাছে। অনুব্রতর বিরুদ্ধে চার্জশিটে দাবি সিবিআইয়ের।

WB News Live Updates: ৫৭৪ দিনে এসএসসি চাকরি প্রার্থীদের অবস্থান আন্দোলন

৫৭৪ দিনে এসএসসি চাকরি প্রার্থীদের অবস্থান আন্দোলন। গতকাল কার্নিভালের কারণে অবস্থান না করলেও আজ ফের ধর্না মঞ্চে চাকরি প্রার্থীরা। লক্ষ্মীপুজোর দিন লক্ষ্মী প্রতিমা হাতে নিয়ে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের।

West Bengal News Live: নদিয়ার কৃষ্ণগঞ্জে বিএসএফ-গরুপাচারকারীদের সংঘর্ষ

নদিয়ার কৃষ্ণগঞ্জে বিএসএফ-গরুপাচারকারীদের সংঘর্ষ। গরুপাচারে রুখতে গিয়ে রক্তাক্ত বিএসএফ জওয়ান। জওয়ানকে ধারাল অস্ত্রের কোপ, পাল্টা গুলি বিএসএফের। বিএসএফের গুলিতে মৃত্যু গরুপাচারকারীর। 

WB News Live Updates: সায়গল মামলায় ইডির জরুরি শুনানির আবেদন, সাড়া দিল না হাইকোর্ট

সায়গল মামলায় ইডির জরুরি শুনানির আবেদন, সাড়া দিল না হাইকোর্ট

West Bengal News Live: গরুপাচার মামলায় সায়গলকে হেফাজতে পেতে হাইকোর্টে জরুরি শুনানির আর্জি ইডির

গরুপাচার মামলায় সায়গলকে হেফাজতে পেতে হাইকোর্টে জরুরি শুনানির আর্জি ইডির। প্রয়োজনে আজ ছুটির দিনে রাতেই হোক শুনানি। কপি পাঠানো হল জেলবন্দি সায়গলের হাতে।

WB News Live Updates: কোজাগরী পূর্ণিমায় মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে ধনদেবীর মূর্তি নিয়ে ধর্নায় চাকরিপ্রার্থীরা

চাকরিতে লক্ষ্মীলাভ এখনও হয়নি। কোজাগরী পূর্ণিমায় মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে ধনদেবীর মূর্তি নিয়ে ধর্নায় উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। পাশেই চাকরি-দুর্নীতির প্রতিবাদে গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মঞ্চে আয়োজন করা হয় কবিগানের। অন্যদিকে, লক্ষ্মীপুজোর দিনও মেয়ো রোডে গান্ধী মূর্তির নীচে অবস্থানরত SSC চাকরিপ্রার্থীরা। আজ ৫৭৪ দিনে তাঁদের অবস্থান। এদিন কয়েকজন রাজ্য সরকারি কর্মী চাকরিপ্রার্থীদের ধর্নামঞ্চে যান। চাকরিপ্রার্থীদের পাশে থাকার বার্তা দেন তাঁরা।

West Bengal News Live: কংগ্রেসকে জাঙ্গিপাড়ায় মৃত নাবালিকার বাড়ি যেতে বাধা

কংগ্রেসকে জাঙ্গিপাড়ায় মৃত নাবালিকার বাড়ি যেতে বাধা। বাধার মুখে ফিরল কংগ্রেসের প্রতিনিধি দল। জাঙ্গিপাড়া থানায় বিজেপি নেতারা। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। মৃত নাবালিকার বাড়িতে যেতে বাধা দিচ্ছে পুলিশ, দাবি প্রিয়ঙ্কা টিবরেওয়ালের। কুত্‍সার রাজনীতি চায় না মানুষ, আক্রমণে স্নেহাশিস চক্রবর্তী। 

WB News Live Updates: বাংলার ঘরে ঘরে ধনদেবীর আরাধনা, সামিল তারকা থেকে রাজনীতিকরাও

বাংলার ঘরে ঘরে ধনদেবীর আরাধনা, সামিল তারকা থেকে রাজনীতিকরাও

West Bengal News and Live Updates: টার্গেট ছিল অয়ন মণ্ডলের ফোন

হরিদেবপুরে অয়ন মণ্ডল খুনের তদন্তে চাঞ্চল্যকর তথ্য। টার্গেট ছিল অয়ন মণ্ডলের মোবাইল ফোন।

West Bengal News and Live Updates: জাঙ্গিপাড়ায় নিখোঁজ নাবালিকার মৃতদেহ উদ্ধারের পর, এবার তার সাইকেলের খোঁজে তল্লাশি

হুগলির জাঙ্গিপাড়ায় নিখোঁজ নাবালিকার মৃতদেহ উদ্ধারের পর, এবার তার সাইকেলের খোঁজে তল্লাশি। আশপাশের জলাশয়ে ডুবুরি নামিয়ে খোঁজ চালাচ্ছে হুগলি জেলা গ্রামীণ পুলিশ। ড্রোন উড়িয়ে চলছে তল্লাশি। পরিবারের দাবি, দশমীর দিন সাইকেল নিয়ে বেরিয়েছিল ১২ বছরের বালিকা। দেহ উদ্ধার হলেও তার সাইকেলের খোঁজ মেলেনি। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে নাবালিকার মৃত্যুর কারণ।

West Bengal News and Live Updates: স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

দাম্পত্য অশান্তির জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামী-সহ শ্বশুরবাড়ির ৩ জনকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ

West Bengal News and Live Updates: হরিদেবপুরে অয়ন মণ্ডল খুনের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হরিদেবপুরে অয়ন মণ্ডল খুনের তদন্তে চাঞ্চল্যকর তথ্য।  পুলিশ সূত্রে খবর, ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ও ছবি তোলাকে কেন্দ্র করেই বান্ধবী ও তাঁর মায়ের সঙ্গে গণ্ডগোলের সূত্রপাত অয়নের। তাই পরিকল্পনা করেই খুন করা হয় ওই তরুণকে, অনুমান পুলিশের। পুলিশ সূত্রে খবর, বান্ধবীর বাড়ির দোতলার ঘরে খুন হন অয়ন। অথচ ফরেন্সিক পরীক্ষায় এক ফোঁটা রক্তের নমুনা মেলেনি। খুনের পর শুধু দেহ লোপাট নয়, মুছে ফেলা হয় রক্তের দাগ। পুলিশ সূত্রে খবর, দশমীর রাতে অয়ন যখন বান্ধবীর বাড়িতে যান, তখন বাড়িতে একাই ছিলেন বান্ধবীর মা। তাঁর সঙ্গে অয়নের হাতাহাতি হয়। এরপরেই বাড়িতে আসেন অয়নের বান্ধবী, তাঁর বাবা, ভাই ও বন্ধুরা। এরপরই অয়নকে মারধর করা হয় বলে পুলিশের অনুমান। 

West Bengal News and Live Updates: সায়গল হোসেনকে হেফাজতে পেতে শুনানির আবেদন জানাল ইডি

গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে হেফাজতে পেতে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানাল ইডি।

West Bengal News and Live Updates: আজ বাংলার ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীপুজো

দুর্গাপুজোয় উত্‍সবের ব্যস্ততায় পরিশ্রান্ত বাঙালি৷ তবু, উদ্‍যাপনে ভাঁটা পড়েনি৷ আজ বাংলার ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীপুজো। ধন-সম্পদের দেবীকে তুষ্ট করতে জোরকদমে তোড়জোড়৷ দুর্দশার মেঘ কাটিয়ে মা লক্ষ্মী কি মুখ তুলে চাইবেন? আগুন বাজার৷ সাধারণের মুখ ভার৷ তারই মাঝে শঙ্খধ্বনি, আলপনায় আন্তরিকতা৷ রীতি মেনে আরাধনা৷ 

West Bengal News and Live Updates: বাঁকুড়ার রামকানালি গ্রামে গজলক্ষ্মীর আরাধনা

কোজাগরী লক্ষ্মীপুজোর দিন বাঁকুড়ার বেলিয়াতোড়ের রামকানালি গ্রামের মানুষ মেতে ওঠেন গজলক্ষ্মীর আরাধনায়। হাতির তাণ্ডব থেকে ফসল বাঁচাতে বছরের পর বছর ধরে চলে আসছে এই পুজো। পুজোর আনন্দে সামিল হন আশপাশের গ্রামের বাসিন্দারা।

West Bengal News and Live Updates: হরিদেবপুরে তরুণ খুনে চাঞ্চল্যকর তথ্য

হরিদেবপুর হত্যাকাণ্ডে গ্রেফতার মোট ৭। বান্ধবীর বাড়িতে ফরেন্সিক নমুনা সংগ্রহ। 

West Bengal News and Live Updates: চাকরির টোপ দিয়ে 'প্রতারণা', পুলিশের জালে ৩

নিয়োগে দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই ফের 'প্রতারণা'। চাকরির টোপ দিয়ে 'প্রতারণা', পুলিশের জালে ৩। 

প্রেক্ষাপট

জেনে নিন আজকের শিরোনাম



  • চোখের সামনে প্রায় ১০০টি সেরার সেরা প্রতিমা, শিল্পীদের চমকপ্রদ পারফরমেন্স, বর্ণাঢ্য শোভাযাত্রা--দুর্গা কার্নিভালে অভূতপূর্ব সাড়া। পুজো ঘিরে চাঙ্গা বাংলার অর্থনীতিও, দাবি ফিরহাদের।

  • কার্নিভালে কাঁসর-ঢাক বাজালেন মুখ্যমন্ত্রী, পা মেলালেন আদিবাসীদের সঙ্গে। নাচলেন ডান্ডিয়াও। 

  • শোক নিয়ে রাজনীতি, পাল্টা কুণাল। কার্নিভাল বন্ধের আবেদন করে ফেসবুকে পোস্ট কবীর সুমনের। কার্নিভালের বিরোধিতা পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের।

  • কার্নিভাল প্রস্তুতির পাশেই নিয়োগের দাবিতে রাজ্য সরকারের গ্রুপ D ওয়েটিং একতা মঞ্চের স্লোগান মাতঙ্গিনী হাজরার মূর্তির কাছে। পুলিশ বাধা দেওয়ায় বচসা।

  • হরিদেবপুরে যুবক খুনে মোট গ্রেফতার ৭। অভিযুক্ত ৫ জনের ৪ দিনের পুলিশ হেফাজত। ঘটনাস্থলে অভিযুক্তদের নিয়ে এসে করা হল পুনর্নির্মাণ। নমুনা সংগ্রহ ফরেন্সিকের। থানায় বিক্ষোভ বিজেপির। 

  • হরিদেবপুরকাণ্ডে পুলিশ-প্রশাসনকে নিশানা বিরোধীদের। নিশানায় পুলিশ। 

  • দশমীতে ঠাকুর দেখতে বেরিয়ে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার হুগলির জাঙ্গিপাড়ায়। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। দেহ তুলতে বাধা স্থানীয়দের। তদন্তের আশ্বাস সুপারের।

  • মোবাইল অ্যাপ প্রতারণাকাণ্ডে মূল অভিযুক্ত, গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খানের আরেক শাগরেদ গ্রেফতার। শতাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরির কাজে ভুয়ো কেওয়াইসি সরবরাহের অভিযোগ।

  • স্বাধীনতার আগে ইংরেজদের সাহায্য করেছে আরএসএস, বিস্ফোরক দাবি রাহুল গাঁধীর। 

  • মহারাষ্ট্রে জোর ধাক্কা খেলেন উদ্ধব। আন্ধেরি পূর্ব বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনের আগে শিবসেনার নির্বাচনী প্রতীক তির-ধনুক ফ্রিজ করল কমিশন। প্রতীক ব্যবহার করতে পারবে না শিণ্ডে গোষ্ঠীও। 

  • ছুটির রবিবারে কোজাগরী লক্ষ্মীপুজো। চড়া বাজার। বাংলার ঘরে ঘরে ধন-সম্পত্তির দেবীর পুজো। আরাধনায় সেলিব্রিটিরা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.