WB News Live Updates: বাঁকুড়ার তালডাংরায় আইসিডিএস সেন্টার দখল করে রেশনের খাদ্য সামগ্রী মজুত রাখার অভিযোগ

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

abp ananda Last Updated: 09 Sep 2022 11:45 PM
West Bengal News Live: বাঁকুড়ার তালডাংরায় আইসিডিএস সেন্টার দখল করে রেশনের খাদ্য সামগ্রী মজুত রাখার অভিযোগ

বাঁকুড়ার তালডাংরায় আইসিডিএস সেন্টার দখল করে রেশনের খাদ্য সামগ্রী মজুত রাখার অভিযোগ। বাধ্য হয়ে খোলা আকাশের নীচে ত্রিপল টাঙিয়ে চলছে রান্নাবান্না। খবর জানাজানি হতেই তড়িঘড়ি আইসিডিএস সেন্টারের ঘর খালি করে দেন রেশন ডিলার। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা।

WB News Live Updates: গরুপাচারকাণ্ডে সিবিআইয়ের পাশাপাশি তদন্ত সিআইডির

গরুপাচারকাণ্ডে সিবিআইয়ের পাশাপাশি তদন্ত সিআইডির। মুর্শিদাবাদে ধৃত এনামুল হকের ভাগ্নের দুটি রাইস মিলে হানা। সিল চালকল।

West Bengal News Live: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সেপ্টেম্বরের মধ্যে টেট নিতে পারছে না রাজ্য, জানালেন পর্ষদ সভাপতি

"সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সেপ্টেম্বরের মধ্যে টেট নিতে পারছে না রাজ্য। অ্যাডহক কমিটির প্রথম বৈঠকের পর জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এ ব্যাপারে আইনি পরামর্শ নেবে পর্ষদ। পুজোর পরে হতে পারে বিজ্ঞপ্তি।'' জানালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি

WB News Live Updates: অভিযোগ না নিয়ে নির্যাতিতাকে ফেরানোর অভিযোগ, এবিপি আনন্দের মাধ্যমে খবর পেয়ে তৎপর পুলিশ

ধর্ষণের অভিযোগ না নিয়ে নির্যাতিতাকে ফেরানোর অভিযোগ। এবিপি আনন্দের মাধ্যমে খবর পেয়ে তৎপর পুলিশ। বারাসাত মহিলা পুলিশ থানার এক আধিকারিককে ক্লোজ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে। গ্রেফতার মূল অভিযুক্ত ও তাঁর স্ত্রী-সহ ৭ জন। 

West Bengal News Live: বিস্ফোরক অভিযোগ টিটাগড়ের নির্যাতিতার, নাম জড়াল তৃণমূল কাউন্সিলরের

বিস্ফোরক অভিযোগ টিটাগড়ের নির্যাতিতার। নাম জড়াল টিটাগড় পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডলের। তৃণমূল কাউন্সিলরের ভাই পরিচয় দিয়ে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। 

WB News Live Updates: পূর্ব মেদিনীপুরের তমলুকে এবার দুর্গাপুজোর উদ্বোধনকে ঘিরে রাজনৈতিক তরজা

পূর্ব মেদিনীপুরের তমলুকে এবার দুর্গাপুজোর উদ্বোধনকে ঘিরে রাজনৈতিক তরজা। বিজেপি বিধায়ক না তৃণমূল বিধায়ক কে উদ্বোধন করবেন পুজোর? তাই নিয়ে ক্লাবে চলল ভোটাভুটি। 

West Bengal News Live: হার্নিয়া, হাইড্রোসিল, দাঁতের অস্ত্রোপচার শুধুমাত্র সরকারি হাসপাতালে করালেই মিলবে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা

হার্নিয়া, হাইড্রোসিল, দাঁতের অস্ত্রোপচার শুধুমাত্র সরকারি হাসপাতালে করালেই মিলবে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা। বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে ওই অস্ত্রোপচার করলে সরকারি সুবিধা মিলবে না। নির্দেশিকা জারি করল স্বাস্থ্যভবন। 

WB News Live Updates: সপ্তাহান্তে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

সপ্তাহান্তে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তিশালী হবে নিম্নচাপ। কাল থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। উপকূলবর্তী জেলা সহ বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা। 

West Bengal News Live: হিমাচল প্রদেশে অভিযানে গিয়ে নিখোঁজ বাংলার ৪ জন পর্বতারোহী

হিমাচল প্রদেশে অভিযানে গিয়ে নিখোঁজ বাংলার ৪ জন পর্বতারোহী। সূত্রের খবর, কলকাতা থেকে ৬ জন পর্বতারোহী কুলুর আলি রতনি টিব্বা পাহাড়ে অভিযানে গিয়েছিলেন অগাস্টে। ২ জন ফিরে আসতে পারলেও, খোঁজ মিলছে না চারজনের। শুরু হয়েছে উদ্ধারকাজ।

WB News Live Updates: সায়গল হোসেনকে ইডির দিল্লি নিয়ে গিয়ে জেরার আবেদন খারিজ

সায়গল হোসেনকে ইডির দিল্লি নিয়ে গিয়ে জেরার আবেদন খারিজ। ইডির আবেদন খারিজ করল দিল্লির রউস অ্যাভিনিউ ডিস্ট্রিক্ট কোর্ট। সায়গলকে আসানসোল জেলে গিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারবে না ইডি। ইডির আবেদন খারিজ করল দিল্লির রউস অ্যাভিনিউ ডিস্ট্রিক্ট কোর্ট। গরুপাচার মামলায় জেল হেফাজতে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন। ১৫ সেপ্টেম্বর ফের আদালতে পেশ করা হবে সায়গল হোসেনকে। 

West Bengal News Live: কলকাতায় আরও ১ ডেঙ্গি আক্রান্তর মৃত্যু

কলকাতায় আরও ১ ডেঙ্গি আক্রান্তর মৃত্যু। ১০৬ নম্বর ওয়ার্ডে ফের ডেঙ্গি আক্রান্তর মৃত্যু। কসবার পূর্বাঞ্চল রোডে মৃত্যু অনুরাগ মালাকারের। 

WB News Live Updates: ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযানের প্রস্তুতিতে জেলায় জেলায় মিছিল বিজেপির

১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযানের প্রস্তুতিতে জেলায় জেলায় মিছিল বিজেপির। আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়িতে মিছিল করলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। অন্যদিকে মালদায় বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।

West Bengal News Live: নিয়োগ-দুর্নীতি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিবাদ বামেদের

বামেদের ‘চোর ধরো, জেল ভরো’ কর্মসূচি। সিজিও কমপ্লেক্সে অভিযান বামেদের। নিয়োগ-দুর্নীতি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিবাদ বামেদের। 

WB News Live Updates: দলনেত্রীর বার্তার পরই ‘আত্মবিশ্বাসী’ অনুব্রত

দলনেত্রীর বার্তার পরই ‘আত্মবিশ্বাসী’ অনুব্রত। আমি কি চোর না ডাকাত যে আমাকে আটকে রাখবে? জেলে কেউ সারাজীবন থাকে না। জেল থেকে ছাড়া পায়। দিদি পাশে আছে, এটাই এনাফ। আসানসোল জেল থেকে বেরোনোর সময় মন্তব্য অনুব্রত মণ্ডলের। 

West Bengal News Live: তরুণীকে গণধর্ষণের অভিযোগে উত্তাল টিটাগড়, বিক্ষোভ বিজেপির

তরুণীকে গণধর্ষণের অভিযোগে উত্তাল টিটাগড়। বি টি রোডে রাস্তা অবরোধ, বিক্ষোভ বিজেপির। 

WB News Live Updates: তৃণমূলের নেতা-মন্ত্রীদের সম্পত্তি বৃদ্ধির মামলায় কলকাতা হাইকোর্টে শুনানির ওপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

তৃণমূলের ১৯ জন নেতা-মন্ত্রীর সম্পত্তি বৃদ্ধির মামলায় কলকাতা হাইকোর্টে শুনানির ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা এ নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন। আইনজীবী কপিল সিব্বল ও সুহান মুখোপাধ্যায় স্বর্ণকমল সাহা ও অন্যান্যদের হয়ে সওয়াল করেন।  শুনানির পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের ডিভিশন বেঞ্চ হাইকোর্টে মামলার শুনানির ওপর স্থগিতাদেশ দেয়।

West Bengal News Live: গরুপাচার মামলায় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের রাইস মিলে সিআইডির হানা

গরুপাচার মামলায় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের রাইস মিলে সিআইডির হানা। এনামূল হকের ভাগ্নের সঙ্গে যোগ রয়েছে রাইস মিলের, দাবি সিআইডির। 

WB News Live Updates: ১৮ দিন পর হাওড়া থেকে গ্রেফতার বাগুইআটি জোড়া খুনকাণ্ডে মূল অভিযুক্ত সত্যেন্দ্র

১৮ দিন পর হাওড়া থেকে গ্রেফতার বাগুইআটি জোড়া খুনকাণ্ডে মূল অভিযুক্ত সত্যেন্দ্র

West Bengal News Live: সত্যেন্দ্রকে ১৪ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিল আদালত

সত্যেন্দ্রকে ১৪ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিল আদালত

WB News Live Updates: বাগুইআটি জোড়া খুনের মূল অভিযুক্ত সত্যেন্দ্রকে জেরায় চাঞ্চল্যকর তথ্য

বাগুইআটি জোড়া খুনের মূল অভিযুক্ত সত্যেন্দ্রকে জেরায় চাঞ্চল্যকর তথ্য

West Bengal News Live: সিবিআইয়ের হাত থেকে স্কুল সার্ভিস কমিশনকে ডেটা রুম হস্তান্তের নির্দেশ

সিবিআইয়ের হাত থেকে স্কুল সার্ভিস কমিশনকে ডেটা রুম হস্তান্তের নির্দেশ। ডেটা রুম হস্তান্তরের নির্দেশ হাইকোর্টের। ডেটা রুমের বাইরে থেকে সিআরপিএফ প্রত্যাহারের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ‘আজ থেকেই স্কুল সার্ভিস কমিশনের নিয়ন্ত্রণে থাকবে ডেটা রুম’। নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের 

WB News Live Updates: গরুপাচার মামলায় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের রাইস মিলে সিআইডির হানা

গরুপাচার মামলায় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের রাইস মিলে সিআইডির হানা। এনামূল হকের ভাগ্নের সঙ্গে যোগ রয়েছে রাইস মিলের, দাবি সিআইডির

West Bengal News Live: বামেদের ‘চোর ধরো, জেল ভরো’ কর্মসূচি

বামেদের ‘চোর ধরো, জেল ভরো’ কর্মসূচি। সিজিও কমপ্লেক্সে অভিযান বামেদের। হাডকো মোড়, লেকটাউন ফুটব্রিজ ও বৈশাখী ফুটব্রিজ থেকে তিনটি মিছিল। নিয়োগ-দুর্নীতি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিবাদ বামেদের

WB News Live Updates: বিজেপির মিছিলে পুলিশের ‘বাধা’

১৩ তারিখ বিজেপির নবান্ন অভিযান। অভিযানের সমর্থনে বিজেপির মিছিল মালদা টাউনে। মিছিলে পুলিশের ‘বাধা’। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপির সমর্থকদের

West Bengal News Live: সভাস্থল শুদ্ধিকরণ তৃণমূলের

গত কাল তারকেশ্বর রেল স্টেশন সংলগ্ন এলাকায় সভা করেন শুভেন্দু অধিকারী। তারকেশ্বর মন্দিরের  দুধ পুকুরের জল কলসি করে নিয়ে আসেন মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা অন্যদিকে কলসি করে নিয়ে আসা হয় দুধ।  বাবার পুকুরের জল ও দুধ ঢেলে সভাস্থল শুদ্ধিকরণ করে তৃণমূল।শুদ্ধিকরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তারকেশ্বর বিষয়ক রামেন্দু সিংহরায়।

WB News Live Updates: প্রমাণের অভাবে খালাস অনুব্রত সহ ১৪ জন

মঙ্গলকোটে অশান্তির মামলায় অনুব্রত মণ্ডলকে বেকসুর খালাস ঘোষণা করল  বিধাননগরের MP-MLA আদালত। ২০১০ সালে মঙ্গলকোটে অশান্তি পাকানোর অভিযোগ সহ একাধিক ধারায় মামলা হয় অনুব্রত মণ্ডল, কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজ সহ ১৫ জনের বিরুদ্ধে। মামলা চলাকালীন একজনে মৃত্যু হয়।  আজ আদালতে পেশ করা হলে প্রমাণের অভাবে খালাস হয়ে যান অনুব্রত সহ ১৪ জন।   

West Bengal News Live: হার্নিয়া, হাইড্রোসিল ও দাঁতের অস্ত্রোপচারের ক্ষেত্রে নির্দেশিকা জারি করল স্বাস্থ্য ভবন

হার্নিয়া, হাইড্রোসিল ও দাঁতের অস্ত্রোপচারের ক্ষেত্রে নির্দেশিকা জারি করল স্বাস্থ্য ভবন। সেই নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে হার্নিয়া, হাইড্রোসিল ও দাঁতের অস্ত্রোপচার শুধুমাত্র সরকারি হাসপাতালে করালেই স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। এই সব অস্ত্রোপচার বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে করালে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা পাওয়া যাবে না। স্বাস্থ্যভবন সূত্রে খবর, সরকারি হাসপাতালের পরিকাঠামোর যথোপযুক্ত ব্যবহারের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, দ্বিতীয় একটি নির্দেশিকায় বলা হয়েছে, পেটে যে কোনও অস্ত্রোপচার করতে গিয়ে যদি চিকিত্‍সকরা অ্যাপেনডিক্স অস্ত্রোপচার করে দেন, তাহলে সেই টাকা পাওয়া যাবে না স্বাস্থ্য সাথী থেকে।

WB News Live Updates: ২ সপ্তাহের বেশি পলিয়ে বেড়ানোর পর কীভাবে ধরা পড়ল সত্যেন্দ্র?

২ সপ্তাহের বেশি পলিয়ে বেড়ানোর পর কীভাবে ধরা পড়ল সত্যেন্দ্র? পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকেই নিজের মোবাইল ফোন বন্ধ রেখেছিল অভিযুক্ত। জোগাড় করে রেখেছিল একাধিক সিম। এরমধ্যে একদিন এক আত্মীয়কে অন্য সিম ববহার করে ফোন করেছিল। পুলিশ সত্যেন্দ্রর আত্মীয়দের ফোনেও ট্যাপ করতে শুরু করে। ইতিমধ্যে টাকা ফুরিয়ে আসছিল সত্যেন্দ্র। এই অবস্থায় বিহারে পালিয়ে যাওয়ার ছক কষছিল সে। আজ টাকার জন্য এক আত্মীয়কে ফোন করা মাত্রই পুলিশ তার হদিশ পায়। সত্যেন্দ্রর মোবাইল ফোনের টাওয়ার লোকেশন দেখায় হাওড়া স্টেশন। বিধাননগর কমিশনারেটের টিম পৌঁছে যায় স্টেশন চত্বরে। সেখানে এক ট্র্যাভেল এজেন্সির অফিসের সামনে থেকে গ্রেফতার করা হয় নৃশংস খুনের ঘটনায় মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীকে।

West Bengal News Live: কেমন ছিল ৭৭ বছর আগে পুজোর সূচনার সেই দিনগুলি?

বর্তমানে পথ চলতে গিয়ে এ যেন অতীতকেকে ফিরে দেখা। কেমন ছিল ৭৭ বছর আগে পুজোর সূচনার সেই দিনগুলি? নানা রকমের শিল্পকলার মাধ্যমে এবার সেই ছবি তুলে ধরতে চলেছে সমাজসেবী সঙ্ঘ। 

WB News Live Updates: মঙ্গলকোট মামলায় বেকসুর খালাস পেলেন অনুব্রত

মঙ্গলকোট মামলায় বেকসুর খালাস পেলেন অনুব্রত

West Bengal News Live: প্রেমিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ

প্রেমিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ। অভিযোগ, ১০ লক্ষ টাকা প্রেমিকার থেকে হাতিয়ে নেয় অভিযুক্ত। টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ওই তরুণী। নরেন্দ্রপুর থানায় দায়ের হয় অভিযোগ। বাঁশদ্রোণী এলাকা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। ধৃতের নাম জিত্‍ সেনগুপ্ত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। 

WB News Live Updates: রাজ্যের বেশ কয়েকটি জেলায় ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি

রাজ্যের বেশ কয়েকটি জেলায় ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। স্বাস্থ দফতরের বৃহস্পতিবারের বুলেটিনে জানানো হয়েছে, আগের ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ৪০১ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ৩১৫ জন ডেঙ্গি আক্রান্তের চিকিত্‍সা চলছে সরকারি হাসপাতালে। যে সব জেলায় ডেঙ্গির প্রকোপ সবথেকে বেশি, তার মধ্যে রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ ও দার্জিলিং। স্বাস্থ্য কর্তারা ওই জেলাগুলিতে বাড়তি নজর দিচ্ছেন বলে সূত্রের খবর। 

West Bengal News Live: পুলিশ সূত্রে দাবি, ধৃতরা জেরায় জানিয়েছে, আগে থেকেই ২ কিশোরকে খুনের পরিকল্পনা করেছিল সত্যেন্দ্র

বাগুইআটিতে দুই ছাত্রের খুনের ঘটনায় মূল্য অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীর চার সঙ্গীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, ধৃতরা জেরায় জানিয়েছে, আগে থেকেই ২ কিশোরকে খুনের পরিকল্পনা করেছিল সত্যেন্দ্র। জগত্‍পুর বাজার এলাকা থেকে সে দড়িও কিনে এনেছিল। সঙ্গীদের বলেছিল, কাজ মিটে গেলেই মোটা অঙ্কের টাকা দেবে। পুলিশ সূত্রে দাবি, খুনের পর সঙ্গীদের নিয়ে সত্যেন্দ্র কেষ্টপুর এলাকায় চলে আসে। ফেরত দেয় ভাড়া নেওয়া গাড়িটি।  সঙ্গীরা টাকা চাইলে এক জায়গায় তাদের দাঁড় করিয়ে রেখে অন্ধকার গলি দিয়ে চম্পট দেয় সত্যেন্দ্র। এ সবই ধৃতরা জেরায় জানিয়েছে বলে পুলিশ সূত্রে দাবি।  


 

WB News Live Updates: ট্রেন ধরে ভিনরাজ্যে পালানোর পরিকল্পনা ছিল সত্যেন্দ্রর

ট্রেন ধরে ভিনরাজ্যে পালানোর পরিকল্পনা ছিল সত্যেন্দ্রর বাগুইআটি জোড়া খুনকাণ্ডে মূল অভিযুক্ত গ্রেফতার। হাওড়া স্টেশন চত্বর থেকে গ্রেফতার সত্যেন্দ্র চৌধুরী। বিধাননগর কমিশনারেটের হাতে গ্রেফতার সত্যেন্দ্র। । গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া স্টেশনে পৌঁছয় পুলিশের স্পেশাল টিম। স্টেশনে পা দেওয়ামাত্র সত্যেন্দ্রকে পাকড়াও করে পুলিশ। 

West Bengal News Live: বাগুইআটি জোড়া খুনকাণ্ডে মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী গ্রেফতার

বাগুইআটি জোড়া খুনকাণ্ডে মূল অভিযুক্ত গ্রেফতার। হাওড়া স্টেশন চত্বর থেকে গ্রেফতার সত্যেন্দ্র চৌধুরী

WB News Live Updates: যতদিন কেষ্ট না ফিরছে, লড়াই আরও ৩ গুণ বাড়বে

যতদিন কেষ্ট না ফিরছে, লড়াই আরও ৩ গুণ বাড়বে। বীরের সম্মানে কেষ্টকে ফিরিয়ে আনতে হবে। গতকাল কর্মিসভা থেকে এই বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

West Bengal News Live: দিদি পাশে আছে, এটাই এনাফ,’ মন্তব্য অনুব্রত মণ্ডলের

‘জেলে কেউ সারাজীবন থাকে না। জেল থেকে ছাড়া পায়। দিদি পাশে আছে, এটাই এনাফ’। আসানসোল জেল থেকে বেরোনোর সময় মন্তব্য অনুব্রত মণ্ডলের। মঙ্গলকোট হিংসা মামলায় অনুব্রত মণ্ডলকে আজ বিধাননগর আদালতে পেশ। আসানসোল জেল থেকে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে নিয়ে আসা হচ্ছে বিধাননগরে। ‘অনুব্রতকে বীরের সম্মান দিয়ে, জেল থেকে বার করে আনতে হবে’। গতকাল নেতাজি ইন্ডোরের সভায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তৃণমূলনেত্রী। 


 

WB News Live Updates: CID’র বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলে সিবিআইকে চিঠি দিলেন দেবযানী মুখোপাধ্যায়ের মা

রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা CID’র বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলে সিবিআইকে চিঠি দিলেন দেবযানী মুখোপাধ্যায়ের মা। দাবি করলেন, শুভেন্দু অধিকারী ও সুজন চক্রবর্তী সারদাকর্তার থেকে টাকা নিয়েছেন এই বয়ান দেওয়ার জন্য তাঁর জেলবন্দী মেয়েকে চাপ দেওয়া হচ্ছে। এ’নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।

West Bengal News Live: সুরশুনায় ঘর থেকে উদ্ধার হল যুবকের ঝুলন্ত দেহ

সুরশুনায় ঘর থেকে উদ্ধার হল যুবকের ঝুলন্ত দেহ। বেহালা থানা এলাকার ঘোলসাহাপুর রেল কলোনির মাঠ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। জোড়া অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

WB News Live Updates: ফের পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ

ফের পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। বিধাননগর কমিশনারেটের পর এবার বারাসাত পুলিশ জেলা। সোশাল মিডিয়ায় পরিচয় হওয়া যুবকের বিরুদ্ধে নৃত্যশিল্পীকে ব্ল্যাকমেল করে একাধিকবার ধর্ষণের অভিযোগ। থানা অভিযোগ নিতে চায়নি, দাবি অভিযোগকারিণীর। মামলা রুজুর আশ্বাস পুলিশের।

West Bengal News Live: পুজোর আগেই কলকাতা থেকে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্রে যাওয়ার বাস চালু করছে পরিবহণ দফতর

কলকাতাবাসীর জন্য সুখবর। পুজোর আগেই কলকাতা থেকে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্রে যাওয়ার বাস চালু করছে পরিবহণ দফতর। ১৬ সেপ্টেম্বর থেকেই এই বাস চলবে বলে পরিবহণ দফতর সূত্রে খবর। জলপথে চালু হচ্ছে বেলুড় ও বোটানিক্যাল গার্ডেন যাওয়ার ভেসেল পরিষেবা।

প্রেক্ষাপট

শুভেন্দু (Suvendu Adhikari)-সুজনের (Sujan Chakraborty) বিরুদ্ধে ৬ কোটি নেওয়ার বয়ান দিতে মেয়েকে চাপ CID’র। সিবিআইকে (CBI) বিস্ফোরক চিঠি সারদাকাণ্ডে জেলবন্দি দেবযানীর মায়ের। 


বয়ান-বিতর্কে অভিযোগ খারিজ সিআইডির (CID)। দেবযানীর সই করা চেক খতিয়ে দেখতে গিয়েছিলেন তদন্তকারীরা, অসহযোগিতার পাল্টা দাবি এডিজির। 


সিআইডিকে (CID) ব্যবহারের ছক ফাঁস। দেবযানীর মায়ের চিঠিকে হাতিয়ার করে তোপ শুভেন্দু-সুজনের। মিডল্যান্ড পার্কে কেন গিয়েছিলেন? পাল্টা কুণাল।


নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই নেতাদের বার্তা মমতার (CM Mamata Banerjee)। প্যাডে কোনও চিঠি দেবেন না। ফোনেও সব নয়। চুরি করে যাতে ধরা না পড়ে তার মরিয়া চেষ্টা, পাল্টা আক্রমণে দিলীপ। 


এনামুলের সঙ্গে গরুপাচারকাণ্ডে ধৃত অনুব্রতর যোগ? বোলপুরের সুরুলে কীভাবে দেড় কোটি টাকার মালিকানা এনামুলের? তদন্তে সিবিআই। 


রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পরিবারের কেষ্ট পরিবারের সদস্যদের নামে কয়েক কোটি, দাবি সিবিআইয়ের। সোনার হদিশ পেতে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। 


ফের অনুব্রতর পাশে থাকার বার্তা মমতার। নিলেন না পার্থর নাম। 


ফের অমিত শাহকে পাপ্পু বলে আক্রমণে অভিষেক।


করিমপুর আবু তাহের দেখবে, নিজের লোকসভা নিয়ে থাকো। কৃষ্ণনগরের সাংসদ মহুয়াকে বার্তা মমতার। করিমপুরের বাসিন্দা, করিমপুরেই থাকবেন, ফেসবুক পোস্ট মহুয়ার।


খারিজ জামিনের আর্জি, জেল হেফাজতে রাজু। হংকং, ব্যাঙ্কক-সহ তাইল্যান্ডে ৩টি কোম্পানি! চিটফান্ড মামলায় কোর্টে অভিযোগ সিবিআইয়ের।


বাগুইআটিকাণ্ডে মূল অভিযুক্ত এখনও অধরা। পরিবারের সঙ্গে কথা বললেন ফিরহাদ-সৌগত। 


অতনুর বান্ধবীর কাছে আসে প্রথম হুমকি মেসেজ। বারবার অবস্থান-সিম বদল সত্যেন্দ্রর, দাবি পুলিশের। মুখ্যমন্ত্রীর ক্ষোভের পরেই সমন্বয় বৈঠকে ডিজি। 


অপহরণ-খুনের জন্য ভাড়া করা হয়েছিল ২টি গাড়ি। একটি খারাপ হয়ে যাওয়ায় আরেকটিতে তোলা হয় সবাইকে। জেরায় তথ্য পাওয়ার দাবি সিআইডির। 


কলকাতা এয়ারপোর্ট থেকে উদ্ধার প্রায় সাড়ে নকোটি টাকা। কলকাতা থেকে দুবাই যাওয়ার পথে ব্যক্তিকে আটক করল শুল্ক দফতর। লাগেজের মধ্যে লুকনো ছিল মার্কিন ডলার।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.