West Bengal News Live: পুনর্নির্বাচনের আগে নাকাশিপাড়ায় তৃণমূলের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সিপিএম কর্মী !

Get the latest West Bengal News and Live Updates: ৩১দিনে ৩৫ জনের মৃত্যু! ভোটের বাংলায় ভয়াবহ সন্ত্রাস।

ABP Ananda Last Updated: 09 Jul 2023 11:27 PM
WB News Live Updates: তমলুকের স্কুলে স্ট্রংরুমে ব্যালট বাক্সে কারচুপির অভিযোগ ! মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল তৃণমূল নেতার

তমলুকে নাইকুড়ি হাইস্কুলে স্ট্রংরুমে ব্যালট বাক্সে কারচুপির অভিযোগ। তমলুক শহর তৃণমূল সভাপতির ওপর চড়াও বিক্ষোভকারীরা। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল চঞ্চল খাড়ার। তৃণমূল নেতার গাড়িতে আগুন। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি তমলুক মেডিক্যাল কলেজে। বিক্ষোভে হঠাতে লাঠিচার্জ পুলিশের।

West Bengal News Live Updates: পুনর্নির্বাচনের আগে নাকাশিপাড়ায় তৃণমূলের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সিপিএম কর্মী !

পুনর্নির্বাচনের আগে নাকাশিপাড়ায় গুলি। তৃণমূল-সিপিএম সংঘর্ষ, চলল গুলি। নাকাশিপাড়ায় গুলিবিদ্ধ সিপিএম কর্মী। গুরুতর জখম অবস্থায় ভর্তি শক্তিনগর জেলা হাসপাতালে।

WB News Live Updates: দাঁতনের মোহনপুরে তৃণমূল কর্মীকে গুলি করার অভিযোগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মোহনপুরে তৃণমূল কর্মীকে গুলি করার অভিযোগ। তৃণমূল কর্মীকে গুলি করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে, উদ্ধার গুলির খোল। গুরুতর আহত অবস্থায় তৃণমূল কর্মীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

West Bengal News Live Updates: সামশেরগঞ্জের পর মুর্শিদাবাদের সালারেও ব্যাপক বোমাবাজি

নির্দল প্রার্থীর বাড়ির সামনে বন্দুক হাতে দাপাদাপি। সামশেরগঞ্জের পর মুর্শিদাবাদের সালারেও ব্যাপক বোমাবাজি। নির্দল প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। মুড়ি-মুড়কির মতো বোমাবাজি মুর্শিদাবাদের সালারে। ভোট লুঠ করতে না পারায় বাধা, দাবি আইএসএফ প্রার্থীর। অভিযোগ মানতে নারাজ শাসক দল।

WB News Live Updates: ভোটের পরই রহস্যজনকভাবে উধাও দক্ষিণ ২৪ পরগনার ভোটকর্মী

ভোটের পরই রহস্যজনকভাবে উধাও দক্ষিণ ২৪ পরগনার ভোটকর্মী। খোঁজ নেই ভাঙড়ের দক্ষিণ গাজিপুরের ১০৭ নম্বর বুথের সেকেন্ড পোলিং অফিসারের । নিখোঁজ ভোটকর্মী সঞ্জয় সর্দার, দক্ষিণ ২৪ পরগনার কাশীপুর থানায় মিসিং ডায়েরি। 'ভোট শেষে কাঁঠালিয়া হাইস্কুলের ডিসিআরসি-তে পৌঁছনোর পর শেষ ফোন'। রাত ২টোয় স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার পর থেকেই নিখোঁজ, দাবি পরিবারের।

West Bengal News Live Updates: বোমার শব্দে কাঁপছে লালগোলা থানার দেওয়ানসরাই গ্রাম পঞ্চায়েত

বোমার শব্দে কাঁপছে লালগোলা থানার দেওয়ানসরাই গ্রাম পঞ্চায়েত। বোমা এবং একইসঙ্গে গুলি ছোড়া হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পঞ্চায়েত ভোটে মানুষ ভোট দিতে পারেনি বলে অভিযোগ। এই নিয়েই গ্রামবাসীর সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকদের বচসা হয়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ গ্রামবাসীর।

WB News Live Updates: কাল পঞ্চায়েতের বেশকিছু বুথে পুনর্নির্বাচন

কাল পঞ্চায়েতের বেশকিছু বুথে পুনর্নির্বাচন। প্রতি বুথে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনীর ৪জন করে জওয়ান। গতকাল ভোটদানের হার প্রায় ৮১ শতাংশ ।

West Bengal News Live Updates: সামশেরগঞ্জের পূর্ব দেবীদাসপুরে আক্রান্ত কংগ্রেস

ভোট শেষ, তাও শেষ নেই অশান্তিতে। সামশেরগঞ্জের পূর্ব দেবীদাসপুরে আক্রান্ত কংগ্রেস । কংগ্রেস কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। বোমার আঘাতে জখম ১ কংগ্রেস কর্মী। আরও ১ কংগ্রেস কর্মীকে বেধড়ক মার । তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ কংগ্রেসের।

WB News Live Updates: সংঘর্ষকবলিত ব্লক থেকে সিউড়ির বিজেপির জেলা পার্টি অফিসে আশ্রয় নিচ্ছেন বিজেপি কর্মীরা

পঞ্চায়েত ভোট মিটতেই সংঘর্ষকবলিত ব্লকগুলি থেকে বিজেপি কর্মীরা আশ্রয় নিচ্ছে সিউড়ির বিজেপির জেলা পার্টি অফিসে। শনিবার গভীর রাত থেকে একাধিক বিজেপি কর্মী রাতের অন্ধকারে আশ্রয় নিয়েছে পার্টি অফিসে। তাঁরা এতটাই আতঙ্কিত যে কবে ঘরে ফিরবেন জানেন না। এদিকে বিজেপি নেতৃত্ব জানিয়ে দিয়েছে, পঞ্চায়েত নির্বাচনে যে ভাবে সন্ত্রাস হয়েছে তাতে কর্মীরা আতঙ্কিত। তাই যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হবে তারা পার্টি অফিসে থাকবে।

West Bengal News Live Updates: নির্দল প্রার্থীর বাড়ির সামনে বন্দুক হাতে দাপাদাপি , সামশেরগঞ্জের পর সালারেও ব্যাপক বোমাবাজি

নির্দল প্রার্থীর বাড়ির সামনে বন্দুক হাতে দাপাদাপি । সামশেরগঞ্জের পর মুর্শিদাবাদের সালারেও ব্যাপক বোমাবাজি । নির্দল প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। মুড়ি-মুড়কির মতো বোমাবাজি মুর্শিদাবাদের সালারে। ভোট লুঠ করতে না পারায় বাধা, দাবি আইএসএফ প্রার্থীর। অভিযোগ মানতে নারাজ শাসক দল।

WB News Live Updates: বহরমপুর গার্লস কলেজের স্ট্রং রুমে কড়া নিরাপত্তা

বহরমপুর গার্লস কলেজের স্ট্রং রুমে কড়া নিরাপত্তা। গতকাল গভীর রাতে এসে পৌঁছয় একের পর এক ব্যালট বাক্স। নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। ১১ তারিখ এখান থেকেই ভোট গণনার কাজ শুরু হবে। গতকাল ভোটের দিন মুর্শিদাবাদ জুড়ে সন্ত্রাসের ছবি দেখেছে গোটা বাংলা। কোথাও ব্যালট বাক্সে জল ঢেলে দেওয়া হল। কোথাও আবার ব্যালট পেপার ছিঁড়ে ব্যালট বাক্স ফেলা হল পুকুরে। কোনও বুথে চলল দেদার ছাপ্পা। সেই সন্ত্রাসের আবহেই যে কটি ব্যালট অক্ষত অবস্থায় বহরমপুর গার্লস কলেজের স্ট্রংরুমে এসে পৌঁছয়, সেগুলিকে কড়া পাহারায় রাখা হয়েছে।  

West Bengal News Live Updates: মুর্শিদাবাদে এসইউসিআই প্রার্থীর ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা

মুর্শিদাবাদের হরিহরপাড়ায় তুলকালাম। এসইউসিআই প্রার্থীর ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা। দোকান থেকে বের করে বেধড়ক মারধর। তৃণমূল প্রার্থীর স্বামীর বিরুদ্ধে অভিযোগ।

WB News Live Updates: বিরোধীদের প্ররোচনাতেই পঞ্চায়েত ভোটে হিংসা!

বিরোধীদের প্ররোচনাতেই পঞ্চায়েত ভোটে হিংসা, দাবি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর। 'বিরোধীদের সঙ্গে রাজ্যপাল বিজেপির মুখপাত্র হয়ে প্ররোচনা দিয়েছেন'
'হিংসার বলি সবথেকে বেশি হয়েছে তৃণমূল কর্মীরা', দাবি রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর।

West Bengal News Live Updates: নির্বাচন কমিশনের দফতরের সামনে বিজেপির বিক্ষোভ

ভোটে অবাধ সন্ত্রাস। প্রতিবাদে রাজ্য নির্বাচন কমিশনের দফতরের সামনে বিজেপির বিক্ষোভ। রাস্তায় বসে প্রতিবাদ। রাজ্য পুলিশের ডিজির পদত্যাগের দাবি বিজেপির।

WB News Live Updates: বিস্ফোরক অভিযোগ বিএসএফের ডিআইজির

ভোটে মৃত্যুমিছিল, কোথায় ছিল কেন্দ্রীয় বাহিনী? কমিশনের ঘাড়ে দায় চাপালেন বিএসএফের ডিআইজি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বিস্ফোরক অভিযোগ বিএসএফের ডিআইজির। 'স্পর্শকাতর বুথের তালিকাই দেয়নি রাজ্য নির্বাচন কমিশন'। স্পর্শকাতর বুথের তালিকা চেয়েও মেলেনি, দাবি বিএসএফের ডিআইজি এস এস গুলেরিয়ার

WB News Live Updates: ভোটের পরদিনও উত্তপ্ত উত্তর দিনাজপুর

ভোটের পরদিনও উত্তপ্ত উত্তর দিনাজপুরের চাকুলিয়া। ভোট দিতে না পারার অভিযোগে গাড়িতে আগুন। একের পর এক গাড়িতে আগুন-ভাঙচুর।

WB News Live Updates: ব্যালট বাক্স লুঠের অভিযোগে বিজেপির বিক্ষোভ

ব্যালট বাক্স লুঠের অভিযোগে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে বিজেপির বিক্ষোভ। আগুন জ্বালিয়ে পথ অবরোধ।

WB News Live Updates: উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে থেকে উদ্ধার দেহ

উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে ফের দেহ উদ্ধার। নয়াহাট থেকে আরও একজনের দেহ উদ্ধার। গতকাল ওই এলাকা থেকেই উদ্ধার হয় কংগ্রেস কর্মী জামিরুদ্দিনের দেহ।

WB News Live Updates: মালদায় আক্রান্ত ডিএসপি ট্রাফিক

মালদার হরিশ্চন্দ্রপুরে ভোট-পরবর্তী হিংসা। আক্রান্ত ডিএসপি ট্রাফিক বিপুল বন্দ্যোপাধ্যায়। হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ইসলামপুর থেকে ভোটের ডিউটি সেরে ফেরার পথে বস্তা এলাকায় তাঁর গাড়িতে হামলা হয়। গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় বড় বড় পাথর। গাড়ির কাচ ভেঙে যায়। পাথরের আঘাতে মাথায় গুরুতর আঘাত পান DSP ট্রাফিক বিপুল বন্দ্যোপাধ্যায়। তাঁকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারা হামলা চালাল খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

WB News Live Updates: ভোটপর্বের পরেও অব্যাহত অশান্তি

ভোটপর্ব মেটার পরেও মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তি অব্যাহত। আজ সকাল থেকে হিরানন্দপুরে নির্দল ও তৃণমূল সমর্থকদের বচসাকে কেন্দ্র করে শুরু হয় বোমাবাজি। এলাকায় একের পর এক বোমা পড়ছে, চলছে ইটবৃষ্টি। আতঙ্কিত গ্রামবাসীরা। খবর পেয়েও গ্রামে ঢুকতে পারেনি সামশেরগঞ্জ থানার পুলিশ। 

WB News Live Updates: পঞ্চায়েত ভোট বাতিলের দাবি

অবাধ ভোট নয়, চলল অবাধ সন্ত্রাস। পঞ্চায়েত ভোট বাতিলের দাবিতে হাইকোর্টে কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের আর্জি।

WB News Live Updates: ভোটের শেষের আগেই ব্যালট বক্স জমা দিলেন প্রিসাইডিং অফিসার

আমডাঙা থেকে ইংরেজবাজার! বাদুড়িয়া থেকে বসিরহাট! দিনভর দিকে দিকে যেন ছাপ্পাভোটের প্রতিযোগিতা চলল। শুধু তৃণমূল নয়, সিপিএমের বিরুদ্ধেও ছাপ্পাভোটের অভিযোগ উঠেছে। হুগলির আরামবাগে আবার ভোটগ্রহণের সময় শেষের আগেই অতিষ্ঠ হয়ে DCRC-তে ব্যালট বক্স জমা দিয়ে আসেন প্রিসাইডিং অফিসার।

WB News Live Updates: ভোটের দিনের হিংসার বলি আরও ১

ভোটের দিনের হিংসার বলি আরও ১
দক্ষিণ ২৪ পরগনায় পঞ্চায়েত-হিংসায় জখম তৃণমূল কর্মীর মৃত্যু
গতকাল বাসন্তীতে ভোটের পর আরএসপি-তৃণমূল সংঘর্ষ
আরএসপি-র বিরুদ্ধে ভোট লুঠের চেষ্টার অভিযোগ
বাধা দিতে গিয়ে আক্রান্ত তৃণমূল কর্মী আজহার লস্কর
আজ ন্যাশনাল মেডিকেল কলেজে মৃত্যু

West Bengal News Live Updates: ভোটসন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা রাজ্য়পালের

সন্ত্রাসের সঙ্গে কোনও আপস নয়। অশান্তির বিরুদ্ধে লড়াই জারি থাকবে। ভোটের দিন গ্রাউন্ড জিরো থেকে এমনই বার্তা দিলেন রাজ্য়পাল। আজ সকাল থেকে উত্তর ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান সিভি আননদ বোস। শোনেন বিরোধীদের অভিযোগ। ভোট সন্ত্রাসে জখম, নির্দল প্রার্থীর সমর্থককে দেখতে যান হাসপাতালে।

WB News Live Updates: প্রিসাইডিং অফিসারকে হুমকি দিয়ে ব্যালট ছিনতাই!

ভোটের আগের রাতেই প্রিসাইডিং অফিসারকে হুমকি দিয়ে ব্যালট ছিনিয়ে নেওয়ার অভিযোগ। ব্যালট না থাকায় নিমতিতার বুথে দীর্ঘক্ষণ বন্ধ রইল ভোটগ্রহণ। ব্যালট সেক্টর অফিসারকে দিয়ে দেওয়ার কথা নিজে মুখেই স্বীকার করলেন প্রিসাইডিং অফিসার।

West Bengal News Live Updates: সুকান্তকে ফোন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

ভোটের বাংলায় বেলাগাম সন্ত্রাস, বোমা-গুলি-মৃত্যু। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে ফোন সুকান্তর কাছে। উদ্বেগপ্রকাশ নাড্ডারও। লিখিত রিপোর্ট দেব, জানালেন রাজ্য বিজেপি সভাপতি। সুকান্তকে ফোন নাড্ডার।

WB News Live Updates: ভোট সন্ত্রাসের প্রতিবাদে মিছিলের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের

সন্ত্রাসের শিকার ভোটকর্মীরা। কলকাতায় প্রতিবাদ মিছিলের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের। যাচ্ছে আদালতেও। রাজ্য নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ বাম-বিজেপির। সন্ত্রাসের শিকার ভোটকর্মীরাও।

প্রেক্ষাপট

কলকাতা: বোমা-গুলি-সংঘর্ষ। ভোটের (Panchayat Election 2023) বাংলায় (West Bengal News) ভয়াবহ সন্ত্রাস। ৩১দিনে ৩৫ জনের মৃত্যু! শুধু ভোটের দিনই নিহত ১৫। গণতন্ত্রের উৎ'শব'। রক্তস্নাত ভোটের বঙ্গ। একদিনে খুন প্রার্থী-সহ ১১ তৃণমূল নেতা-কর্মী। কোচবিহারে নিহত ভোটার ও ১ বিজেপি কর্মী। সন্ত্রাসের বলি সিপিএমের ২, নিহত ২ কংগ্রেস কর্মীও। ভোটের দিনই ১৫ মৃত্যু!


দিকে দিকে বোমা-গুলি-মৃত্যু। আজব যুক্তি রাজ্য নির্বাচন কমিশনারের! 'গুলির গ্যারান্টি নেই'। ভোটের বাংলায় মৃত্যুমিছিল। কমিশন গিয়ে দরজায় লাথি মেরে, তালা ঝুলিয়ে প্রতিবাদ শুভেন্দুর। গণনার দিন হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি।
কমিশনের দরজায় 'তালা' 


ভোটে লাগাতার সন্ত্রাস। রাষ্ট্রপতি শাসনের দাবি শুভেন্দুর। মণিপুরে কী হবে, পাল্টা কুণাল। শুভেন্দুর 'কালীঘাট চলো'। বহু বুথে দেখা গেল না কেন্দ্রীয় বাহিনী। বুথ খালি করে দেদারে চলল ছাপ্পা! কোথাও অভিযুক্ত তৃণমূল, কোথাও সিপিএম। ভাঙড়ে ভোট শেষে রাতে এল বাহিনী। অবাধে চলল ছাপ্পা। কোথাও ব্যালট জলে। কোথাও বাক্সেই ঢালা হল জল! কোথাও পড়ে মাঠে। ধরানো হল আগুন। সিউড়িতে লোফালুফি! আছড়ে ভাঙা হল বাক্স। 
ব্যালট নিয়ে 'বলখেলা'।


সন্ত্রাসের শিকার ভোটকর্মীরা। কলকাতায় প্রতিবাদ মিছিলের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের । যাচ্ছে আদালতেও। রাজ্য নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ বাম-বিজেপির। সন্ত্রাসের শিকার ভোটকর্মীও। ভোটের দিনও নেই কেন্দ্রীয় বাহিনী! খানাকুলে গুলিবিদ্ধ ৩ ভোটার। সন্ত্রাসের শিকার ভোটকর্মীরাও। কোথাও আক্রান্ত পুলিশ, কোথাও জওয়ান। 


এসেও বহু বুথে দেখাই গেল না কেন্দ্রীয় বাহিনীকে! চূড়ান্ত অব্যবস্থার জন্য কমিশনকেই দায়ী করে কড়া চিঠি বিএসএফের আইজির। বহু জায়গায় লজিস্টিক না থাকার অভিযোগ। 'অব্যবস্থায় দায়ী কমিশন'।


পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাস। রাস্তায় রাজ্যপাল। ব্যারাকপুর থেকে বারাসাত-বসিরহাট। কথা বললেন আক্রান্তদের সঙ্গে। ভোটে পথে রাজ্যপাল।ভোটের বাংলায় বেলাগাম সন্ত্রাস, বোমা-গুলি-মৃত্যু। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে ফোন সুকান্তর কাছে। উদ্বেগপ্রকাশ নাড্ডারও। লিখিত রিপোর্ট দেব, জানালেন রাজ্য বিজেপি সভাপতি। সুকান্তকে ফোন নাড্ডার।


অবাধ ভোট নয়, চলল অবাধ সন্ত্রাস। পঞ্চায়েত ভোট বাতিলের দাবিতে হাইকোর্টে কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের আর্জি। ভোট বাতিলের দাবি। আঠেরোকেও ছাপিয়ে গেল তেইশ। পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাসে মৃত্যুমিছিল। আজব যুক্তি কমিশনের। থেকেও নেই কেন্দ্রীয় বাহিনী। বুথে বুথে দেদার ছাপ্পা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.