West Bengal News Live: প্রাথমিক শিক্ষা পর্ষদের কেড়ে নেওয়া চাকরি ফিরিয়ে দিল হাইকোর্ট
West Bengal Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
দক্ষিণ কলকাতা জুড়ে রহস্যময় হোর্ডিং। লেখা ‘নতুন তৃণমূল’। সেখানে রয়েছে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। হোর্ডিং প্রসঙ্গে কুণাল ঘোষের প্রতিক্রিয়া, রবীন্দ্রনাথের উদ্ধৃতি ব্যবহার করলে কী নজরুলের ছবি দেওয়া যাবে?
বিজেপি করায় বীরভূমের নানুরে এক যুবককে প্রথমে হুমকি, তারপর বাড়িতে এসে মারধরের অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। রেহাই পেলেন না বিজেপি কর্মীর মা-বাবাও। এই প্রেক্ষিতে একটি অডিও ক্লিপ প্রকাশে এনেছেন অভিযোগকারী বিজেপি কর্মী। তবে তার সততা যাচাই করেনি এবিপি আনন্দ।
নেশাগ্রস্ত ছেলের অত্যাচার থেকে রেহাই পেতে তাঁকে খুনের অভিযোগ উঠেছে বাবা-মা এবং বড় ভাইয়ের বিরুদ্ধে! শুধু তাই নয়! ছেলের মৃতদেহ পুঁতে ফেলার পর, দুর্গন্ধ ধামাচাপা দিতে, নিজেদের পোলট্রি ফার্মের শয়ে শয়ে মুরগি মেরে তাঁরা মাটিতে পুঁতেছিলেন কিনা, সেই প্রশ্নও ভাবাচ্ছে পুলিশকে। সরগরম উত্তর দিনাজপুরের ভক্তিয়াডাঙ্গি।
পুলিশ ও প্রাথমিকে চাকরি হওয়ার লোভে, দিয়েছিলেন ২৪ লক্ষ ৩০ হাজার টাকা! অথচ হয়নি চাকরি! তৃণমূল কর্মীদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন বীরভূমের এক প্রাক্তন তৃণমূল কর্মী। প্রশাসনের দ্বারস্থ হয়েছেন অভিযোগকারী।
স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগে যখন রাজ্যজুড়ে তোলপাড় চলছে, তার মধ্যেই এবার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করল কলেজ সার্ভিস কমিশন। আজ থেকে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। পরীক্ষা হবে, আগামী বছরের ৮ই জানুয়ারি। কমিশনের তরফে জানানো হয়েছে, এবার বিজ্ঞান ছাড়া অন্যান্য বিষয়ে বাংলায় প্রশ্নপত্র হবে।
সরকারি চাকরির টোপ দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থেকে এক হোমিওপ্যাথি চিকিৎসককে আটক করল পুলিশ। প্রতারণার অভিযোগে তাঁর ছেলেকেও আটক করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, অভিযুক্ত চিকিৎসকের বাড়ি থেকে প্রচুর চাকরি সংক্রান্ত নথি, একাধিক সরকারি দফতরের নামাঙ্কিত কাগজ ও প্যাড উদ্ধার হয়েছে।
দুটি মামলায় দুই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরে দুই কন্যা। স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তে ইডি-র নজরে অর্পিতা মুখোপাধ্যায়ের বিপলু বেনামি সম্পত্তি ও তার সঙ্গে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্ক। আর গরুপাচার মামলার তদন্তে এবার সিবিআই স্ক্যানারে অনুব্রত মণ্ডলের মেয়ের সম্পত্তি।
প্রতিদিনের মতোই নির্দিষ্ট সময়ে বসেছিল স্কুল! পড়ুয়ারাও হাজির হয়েছিল যথা সময়ে। কিন্তু হঠাত্ই প্রথম পিরিয়ডের পরই বেজে গেল ছুটির ঘণ্টা। হুড় হুড়িয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল সক্কলে। কিন্তু হঠাত্ করে কেন ছুটি? কারণ, ‘খেলা হবে’ দিবসে তৃণমূলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট হবে স্কুলেরই মাঠে। কোচবিহারের তুফানগঞ্জের দেউচড়াই হাইস্কুলের এই ঘটনাতেই শুরু হয়েছে বিতর্ক।
‘চড়াম চড়াম বলা নেতা সিবিআইয়ের গাড়িতে বসে কাঁদছেন। দিদি খেলা হবে, আমরাও বলছি খেলা হবে। ফুটবল খেলতে নামলে কিন্তু একটু মারামারি হয়ে যায়’, ঝাড়গ্রামের সভা থেকে হুঙ্কার বিজেপির রাজ্য সভাপতির
ইসলামপুরের ব্লক সভাপতিকেই সন্ত্রাসবাদী বলে আক্রমণে তৃণমূল বিধায়ক! দলীয় নেতৃত্বের বিরুদ্ধে এবার বিস্ফোরক তৃণমূলেরই বিধায়ক
মহাকরণের ৫ নম্বর গেটের ভিতরে আগুন!
চাকরির ভুয়ো নিয়োগপত্র দিয়ে ২৪ লক্ষ ৩০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠল বোলপুরে তিনজন ব্যাক্তির বিরুদ্ধে। রামপুরহাট মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন বীরভূমের মুরারই হিয়াতনগরে বাসিন্দা আবু বাক্কার সেখ।
প্রাথমিক শিক্ষা পর্ষদের কেড়ে নেওয়া চাকরি ফিরিয়ে দিল হাইকোর্ট। ‘মানিক ভট্টাচার্যকে টাকা দেয়নি, তাই হয়তো মামলাকারীর চাকরি বাতিল। বাংলা এমন একটা রাজ্য হয়ে দাঁড়িয়েছে, যেখানে টাকা না দিলে চাকরি হয় না’, ৪ মাস পরে কীভাবে চাকরি বাতিল! নিয়োগ মামলায় প্রশ্ন হাইকোর্টের? ‘নিয়ম না থাকলে নিয়োগপত্র গ্রাহ্য হল কীভাবে?’ প্রশ্ন হাইকোর্টের
উত্তর ২৪ পরগনা গাইঘাটায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্বাধীনতা দিবসে বসল পিকনিকের আসর। এই ছবি সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। নিন্দায় সরব হয়েছে সবপক্ষ। থানায় অভিযোগ দায়ের করেছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পরেও মেটেনি সমস্যা। মেয়ো রোডে গান্ধী মূর্তির নীচে অবস্থান বিক্ষোভে অনড় SSC চাকরিপ্রার্থীরা। তাঁদের ধর্না অবস্থান ৫২০ দিনে পড়ল। ২০১৬-র নবম, দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক পদে চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত চলবে ধর্না অবস্থান।
অর্থ লগ্নি সংস্থা পৈলানে টাকা রেখে প্রতারিত হয়েছিলেন যে আমানতকারীরা, তাঁদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হল। যাঁদের ১০ হাজারের কম আমানত ছিল, প্রাথমিক স্তরের তাঁদের টাকা মেটানো হচ্ছে। ড্রাফটের মাধ্যমে প্রতিদিন ১০০ জনকে ফেরত দেওয়া হচ্ছে টাকা।
রাজ্যজুড়ে দুর্নীতির প্রতিবাদে খড়গপুরে মিছিল দিলীপ ঘোষের। রামমন্দির থেকে এসডিও অফিস পর্যন্ত মিছিল।
৭ বছর পার, এখনও নিয়োগ না হওয়ায় মৌলালিতে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের আন্দোলনে। প্রকাশ্যে রক্তদান শিবির করার অনুমতি না পাওয়ায় যুব কেন্দ্রের বাইরে স্লোগান।
হস্টেল তৈরির কাজই শেষ হয়নি। অথচ সেই হস্টেলে ওয়াই-ফাই পরিষেবা চালুর কারণ দেখিয়ে, কাজ না করেই তুলে নেওয়া হয়েছে ১ কোটি ১৮ লক্ষ টাকা! চাঞ্চল্যকর অভিযোগ মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। উপাচার্যের বক্তব্য, তদন্ত চলছে। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
কোথায় কোথায় ছড়িয়ে অনুব্রতর সম্পত্তির শিকড়? গ্রেফতারির ৪দিন পার, জেরার মুখে এখনও অনুব্রতর মুখে কুলুপ! নাম ধরে ধরে এবার অনুব্রতকে জেরা করবে সিবিআই । গরুপাচারকাণ্ডে সম্পত্তির খোঁজে সিবিআইয়ের স্ক্যানারে অনুব্রতর মেয়ে। সম্পত্তির খোঁজে মেয়েকে জিজ্ঞাসাবাদের আগে ফের অনুব্রতকে জেরা। চার্জশিটে গরুপাচারকাণ্ড অনুব্রতর সঙ্গে সায়গলের সরাসরি যোগের অভিযোগ ।
রাজ্যজুড়ে আজ খেলা হবে দিবস পালন করছে তৃণমূল। মানিকতলায় মিছিল। শুভেন্দু অধিকারীর মুখোশ পরে, কোমরে দড়ি বেঁধে প্রতীকী মিছিল। সারদা-নারদ মামলায় যুক্ত বিজেপি নেতাদের ছাড় দেওয়া হচ্ছে কেন, এই প্রশ্ন তুলে পথে তৃণমূল। মানিকতলা থেকে রাজাবাজার পর্যন্ত তৃণমূলের খেলা হবে মিছিল।
দ্রুত নিয়োগের দাবিতে সল্টলেকে স্বাস্থ্যভবনের সামলে নার্সিং স্টাফদের বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, ২০২১-এ বিজ্ঞপ্তি প্রকাশের পর চলতি বছরের মে মাসে মৌখিক পরীক্ষা হয়। ২ হাজার ৪৮৫ জন উত্তীর্ণ হন বলে দাবি বিক্ষোভকারী নার্সিং স্টাফদের। অভিযোগ, এরপরও নিয়োগ নিয়ে চলছে টালবাহানা।সেই কারণেই ডেপুটেশন কর্মসূচি বলে দাবি নার্সিং স্টাফদের।
কমান্ড হাসপাতালে হল অনুব্রত মণ্ডলের মেডিক্যাল টেস্ট। মেডিক্যাল টেস্টের পর নিজাম প্যালেসে পৌঁছলেন অনুব্রত।
এবার অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করতে আলিপুর মহিলা সংশোধনাগারে ইডি। ইডির ৩ মহিলা আধিকারিক পৌঁছেছেন মহিলা সংশোধনাগারে। বেলা ১২.৩০ নাগাদ মহিলা সংশোধনাগারে এসে পৌঁছন ইডি-র ৩ মহিলা আধিকারিক। আড়াই ঘণ্টা ধরে অর্পিতাকে জেরা করছেন ইডি-র ৩ মহিলা আধিকারিক।
কমান্ড হাসপাতালে হল অনুব্রত মণ্ডলের মেডিক্যাল টেস্ট। মেডিক্যাল টেস্টের পর নিজাম প্যালেসে পৌঁছলেন অনুব্রত। সাংবাদিকদের প্রশ্নের মুখে আজও মুখে কুলুপ অনুব্রতর। নিজাম প্যালেসে অনুব্রতকে ফের জেরা করছে সিবিআই।
অপরাধ রুখতে প্রযুক্তির সাহায্য নিল বাঁকুড়া পুলিশ। গোটা শহর মুড়ে ফেলা হল সিসি ক্যামেরায়। যানজট মোকাবিলাতেও নেওয়া হবে সিসি ক্যামেরার সাহায্য, জানালেন পুলিশ সুপার। এই উদ্যোগে খুশি বাঁকুড়াবাসী।
দ্রুত ও স্বচ্ছ নিয়োগের দাবিতে ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে ৪টি সংগঠনের অবস্থান বিক্ষোভ। আপার প্রাইমারির চাকরিপ্রার্থীদের ধর্না ৬১ দিনে পড়ল। এরই পাশে ধর্নায় বসেছেন SSC-এর গ্রুপ সি ও গ্রুপ ডি, প্রাথমিকে টেট উত্তীর্ণ প্রশিক্ষিত ও রাজ্য সরকারের গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা।
ফের দাম বাড়ছে মাদার ডেয়ারি দুধের। ১৭ অগাস্ট থেকে দাম বাড়ানো হচ্ছে লিটারে ২ টাকা করে।
নিয়োগ দুর্নীতি-সহ একাধিক অভিযোগে আগামী ৭ সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি। তার আগে বিজেপি-র রাজ্য সভাপতির গলায় শোনা গেল হুঁশিয়ারি। নবান্ন অভিযানে কর্মীদের ডান্ডা রাখার পরামর্শ দিলেন সুকান্ত মজুমদার। বললেন, "ঝান্ডার সঙ্গে ডান্ডাও রাখুন।"
২০২১ সালে নোটিফিকেশন বেরোলেও এখনও নিয়োগপত্র পাননি ২,৪৮৫ জন নার্সিং স্টাফ। নিয়োগ নিয়ে টালবাহানার অভিযোগ। দ্রুত নিয়োগের দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচিতে যোগ নার্সিং স্টাফদের। স্বাস্থ্য অধিকর্তার কাছে ডেপুটেশন জমা দেবেন নার্সিং স্টাফরা। দাবি না মানা হলে আগামীদিনেও আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
প্রশাসনের সহযোগিতা ছাড়া কোনও পাচারই সম্ভব নয়। আইনের ঊর্ধ্বে কেউ নন। সেক্ষেত্রে যদি মুখ্যমন্ত্রীর নামও জড়িয়ে যায়, তবে তাঁর বাড়িতেও ইডি-সিবিআই যাবে। মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসে আত্মবিশ্বাসী অনুব্রত মণ্ডলের জেরায় আরও বেশি অসহযোগিতা, দাবি সিবিআইয়ের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চাঞ্চল্যকর দাবি, দেহরক্ষী সায়গল হোসেনের যাবতীয় দুর্নীতির দায় ঝেড়ে ফেলতে চাইছেন অনুব্রত। সায়গলকে এনামুল হকের সঙ্গে যোগাযোগ রাখার কোনও নির্দেশ দেননি বলে জেরায় দাবি বীরভূমের তৃণমূল জেলা সভাপতির। পাশাপাশি, সায়গলের সম্পত্তি বৃদ্ধি নিয়েও কিছুই জানতেন না বলে দাবি অনুব্রতর। সায়গল যে তাঁর ডানহাত বলে পরিচিত ছিল, সে কথাও অস্বীকার করেন তিনি। সিবিআইয়ের জেরায় অনুব্রতর দাবি, এনামুল হক বা আবদুল লতিফ কাউকেই চিনতেন না। খবর সূত্রের। অন্যদিকে, আজ অনুব্রত মণ্ডলের ফের মেডিক্যাল টেস্ট করা হবে। নিজাম প্যালেসে এরপর ফের তাঁকে জেরা করবে সিবিআই।
নিজাম প্যালেস থেকে কমান্ড হাসপাতালের পথে অনুব্রত মণ্ডল। স্বাস্থ্য়পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ফিরে এনে ফের জিজ্ঞাসাবাদ।
মানিকতলায় তৃণমূলের 'খেলা হবে' দিবস পালন। শুভেন্দু অধিকারীর মুখোশ পরিয়ে নামানো হল একজনকে। কোমরে দড়ি পরিয়ে টান দিলেন অনেকে।
আজ রাজ্যজুড়ে খেলা হবে দিবস পালন করছে তৃণমূল। ১৪ অগাস্ট বেহালায় গিয়ে দলের তরফে খেলা দিবস পালনের কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তরফে এই দিনে সভা, মিছিল, কোথাও ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের তরফেও রাজ্যের ৩৪৫টি ব্লক, ১১৯টি পুরসভা, ৬টি মিউনিসিপ্যাল কর্পোরেশন, কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ড, ২৩টি জেলা সদর, জিটিএ এবং IFA অনুমোদিত সমস্ত ক্লাব ও সংস্থায় খেলাধুলোর মাধ্যমে আজ খেলা হবে দিবস পালন করা হবে।
মধ্যমগ্রাম থেকে শুরু বিজেপির বাইক র্যালি। নেতৃত্বে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মধ্যমগ্রাম থেকে শুরু হয়ে যশোর রোড ধরে বারাসাত চাঁপাডালি মোড় ধরে হেলাবটতলা পর্যন্ত যাবে বিজেপির বাইক র্যালি। সেখানে রক্তদান শিবিরে যোগ দেবেন বিজেপির রাজ্য সভাপতি।
সিবিআই হেফাজতে অনুব্রত মণ্ডল। কমান্ড হাসপাতালে আজ ফের স্বাস্থ্য পরীক্ষা। স্বাস্থ্য পরীক্ষার পর ফের নিজাম প্যালেসে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ। তবে অনুব্রতর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ।
বিজেপি করার অপরাধে নানুরে এক পরিবারকে মারধর করে গ্রামছাড়া করার হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গ্রামে এবিভিপির পোস্টার লাগানোর অভিযোগ তুলে বীরভূমে নানুরের বালিয়ারা গ্রামের বিজেপি কর্মী টুটুল মণ্ডলকে টেলিফোন করে অকথ্য ভাষায় গালাগালি ও গ্রামছাড়া করার হুমকি দেন বলে অভিযোগ গ্রামেরই তৃণমূল নেতা মিঠুন গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে।
এখন তো বিজেপি-র সব নেতাই ব্যোমকেশ বক্সী হয়ে উঠেছেন। রাজনৈতিক ভাবে মানুষের কাছে না গিয়ে ব্যোমকেশ বক্সীর কাজ করছেন: জয়প্রকাশ মজুমদার।
শিলিগুড়ি পুরনিগমের ৩৮ নং ওয়ার্ডের অন্তর্গত সুকান্তনগর এলাকায় প্রকাশ্যে চলল গুলি। ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। তাঁর নাম বিদ্যুৎ সাহা। ঘটনা ঘিরে এলাকার চাঞ্চল্য ছড়িয়েছে।
রাতের অন্ধকারে মাটি চুরি! অভিযোগ মালদা জেলা পরিষদের সভাধিপতি তথা চাঁচল-১ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি এটিএম রফিকুল হোসেনের বিরুদ্ধে। মাটি চুরির অভিযোগে সরব কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি।
রাজভবনে সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল এবং রাজ্য বিজেপি নেতৃত্ব। বাংলায় গণতন্ত্র নেই, বেরিয়ে বললেন সুকান্ত।
স্বাধীনতা দিবসের আগে ফালাকাটায় রাতভর তাণ্ডব চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ফালাকাটায় বিজেপি-র নগর মণ্ডল সভাপতির উপর আক্রমণ, বুথ সভাপতির বাড়িতে হামলা এবং বিজেপি বিধায়ককে আক্রমণের চেষ্টায় ব্যর্থ হয়ে ফালাকাটা মণ্ডল কার্যালয়ের সামনে তৃণমূলের দুষ্কৃতীরা তাণ্ডব চালায় বলে অভিযোগ বিজেপি-র।
অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট সিবিআই-এর। গরুপাচারে সরাসরি যোগ অনুব্রতর! দিলীপ ঘোষ বললেন, তৃণমূলের খেলা হবে দিবসে আসল খেলা হবে।
গরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলের সরাসরি যোগ রয়েছে বলে চার্জশিটে দাবি সিবিআইয়ের। খবর সূত্রের। চার্জশিটে সিবিআইয়ের দাবি, অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন গরুপাচারে সহযোগিতা করতেন। অনুব্রতর নাম করেই ব্যবসায়ী এনামুল হকের কাছ থেকে টাকা নিতেন সায়গল।
এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি করোনা সংক্রমণ। এরইমধ্যে রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, গতবছরের থেকে এবছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৭ গুণ বেড়েছে। এই পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। তার প্রভাবে শুক্র ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
ইডি সিবিআইকে দিয়ে আমাদের স্বাধীনতা তছনছ করে দিতে চাইছে। নতুন স্বাধীনতা সংগ্রামের জন্য তৈরি হোন। মেদিনীপুর শহরের গান্ধী মূর্তির সামনে মধ্যরাতে জাতীয় পতাকা উত্তোলন করে বিতর্কিত মন্তব্য পিংলার তৃণমূল বিধায়ক ও পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর অজিত মাইতির।
তাঁদের বিরুদ্ধে মিথ্যা কেসে মদত দিচ্ছে সিপিএম। তা লুফে নিচ্ছে বিজেপি। হেনস্থা করা হচ্ছে সবাইকে। ফেসবুকে ভিডিও পোস্ট করে অভিযোগ পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের। ঘাবড়াবেন না, মাথা ঠিক রাখুন। কটাক্ষ মহম্মদ সেলিমের।
অনৈতিক কাজের সঙ্গে যুক্ত বলে প্রমাণ হলে, নিজেকে মৃত্যুদণ্ড দেব। পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের গ্রেফতারি নিয়ে চাপানউতোরের আবহে, সোমবার এই মন্তব্য করলেন ফিরহাদ হাকিম। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি এবং সিপিএম।
প্রেক্ষাপট
কলকাতা: দেশকে কুড়ে কুড়ে খাচ্ছে দুর্নীতি। লুঠের টাকা লুকিয়ে রাখা হচ্ছে, ফেরত দিতে হবে। দুর্নীতিগ্রস্তদের ঘৃণার দৃষ্টিতে দেখতে হবে। লালকেল্লার মঞ্চ থেকে বার্তা মোদির। বাংলার কথা মনে রেখে বলেছেন মোদি, মন্তব্য সুকান্তর (Sukanta Majumdar)। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, কটাক্ষ তৃণমূলের। মোদির আমলেই বেশি দুর্নীতি, আক্রমণ বিমানের (Biman Bose)। আগের সরকারের জমানায় ব্যাঙ্ক লুঠ। যাঁরা দেশকে লুঠেছে, তাঁদের সম্পত্তি ফেরাতে বাধ্য করাই লক্ষ্য। বললেন প্রধানমন্ত্রী। নীরব মোদি, মেহুল চোকসি কথা কেন নেই মুখে ? পাল্টা অধীর (Adhir Ranjan Chowdhury)।
"মুখ্যমন্ত্রী জানেন আমি নির্দোষ। জানতাম পাশে থাকবেন," মমতার মন্তব্যের পর আইনজীবীর মাধ্যমে বার্তা গরুপাচারকাণ্ডে সিবিআই হেফাজতে থাকা অনুব্রতর (Anubrata Mandal)। অনুব্রতর পাশে মমতা। "দলের নেতারা কেউ খোঁজ নিচ্ছে ?" আইনজীবীর কাছে জানতে চাইলেন পার্থ (Partha Chatterjee)। বেহালার কর্মীরা খোঁজ নিচ্ছে, জানালেন আইনজীবী।
প্রেসিডেন্সি জেলের অনুষ্ঠানে গিয়েও পার্থর খোঁজ নিলেন না শশী পাঁজা। তিনি বলেন, "নির্দিষ্ট কর্মসূচিতে গিয়েছিলাম, এই বাইরে কিছু নেই।"
"ফার্স্ট স্ট্রোক পার্থ, সেকেন্ড স্ট্রোক কেষ্ট, থার্ড স্ট্রোক হলে তৃণমূল কোমায় চলে যাবে", কটাক্ষ দিলীপের। "রাজ্যের মুখ্যমন্ত্রী আশঙ্কিত কেন ? গলদ আছে নাকি ?" আক্রমণ বিমানের।
‘থার্ড স্ট্রোকে কোমায়’
অনুব্রতর মেয়ের নামে কোম্পানির হদিশ। ছিল ১ কোটি টাকার শেয়ার ক্যাপিটাল। ঠিকানা বোলপুরের কালিকাপুর। মেয়ের নামে রয়েছে আরও ১০টি সম্পত্তি, সিবিআই সূত্রে খবর। গরুপাচার মামলায় সিবিআই-স্ক্যানারে এবার অনুব্রতর কর্মচারীরা। নজরে ১২ থেকে ১৫ জন কর্মীর সম্পত্তি। তালিকায় সায়গল ছাড়া অনুব্রতর অন্য দেহরক্ষীরাও।
"তৃণমূলে সর্ষের মধ্যে ভূত। ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে সাক্ষাতের পর ইডি-সিবিআইকে তথ্য পৌঁছে দিয়েছেন কুণাল ঘোষ," বিস্ফোরক বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। "সার্কাসের জোকার," পাল্টা কুণাল। "ভুয়ো মামলা দিয়ে হেনস্থা। মামলা করছে সিপিএম, লুফে নিচ্ছে বিজেপি। অন্যায় প্রমাণে নিজেকে মৃত্যুদণ্ড দেব," মন্তব্য ফিরহাদের। "মামলা করেনি সিপিএম, ঘাবড়াবেন না," পাল্টা সেলিম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -