West Bengal News Live: অনুব্রতর কাছ থেকে প্রায় ১৭ কোটি বাজেয়াপ্ত করল সিবিআই

West Bengal Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 17 Aug 2022 11:37 PM
West Bengal Live Update: সালিশি সভায় গ্রামের মোড়লদের মাতব্বরি!

ফের সালিশি সভায় গ্রামের মোড়লদের মাতব্বরি! ডেকোরেটর সংস্থার গুদাম পুড়ে যাওয়ার ঘটনায় এক ব্যবসায়ীকে এক কোটি দশ লক্ষ টাকা জরিমানা করার অভিযোগ।  চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার চাঁইপাটে।

West Bengal News Update: ৪ জেএবি জঙ্গিতে কারাদণ্ডের নির্দেশ

৪ বছরের বেশি সময় আগে ধৃত ৪ জেএমবি জঙ্গির সাজা ঘোষণা করল কলকাতা নগর দায়রা আদালত। চারজনকেই কারাদণ্ড দেওয়া হয়েছে। 

West Bengal Live Update: নব মহাকরণের পাশে অবস্থান-বিক্ষোভে বিজেপির সরকারি কর্মচারীদের সংগঠন

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA মেটানো, শূন্যপদ পূরণের দাবি-সহ একাধিক ইস্যুতে আজ নব মহাকরণের পাশে অবস্থান-বিক্ষোভ বসে বিজেপির সরকারি কর্মচারীদের সংগঠন। সরকারি কর্মচারী পরিষদের অবস্থান-বিক্ষোভে অংশ নেন, রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেন, সরকার যদি নিজের কর্মীদের জন্য টাকা জোগাড় করতে না পারে, তাহলে এই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। চক্রান্তের অভিযোগ তুলেছেন তিনি।

West Bengal News Update: টেট উত্তীর্ণদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করলেন শিক্ষামন্ত্রী

নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই ২০১৪ ও ২০১৭ সালের টেট উত্তীর্ণদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করলেন শিক্ষামন্ত্রী। বৈঠক ইতিবাচক দাবি করেও, সকলের নিয়োগের নিশ্চয়তা দিতে পারেননি ব্রাত্য বসু। অন্যদিকে নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত আন্দোলনে অনড় চাকরিপ্রার্থীরা। 

West Bengal Live Update: জামিন মঞ্জুর

ঝাড়খণ্ডের ৩ বিধায়ক সহ ৫ জনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। 

West Bengal News Update: অনুব্রত-র টাকা বাজেয়াপ্তকাণ্ডে বিস্ফোরক সুজন

অনুব্রত-র টাকা বাজেয়াপ্তকাণ্ডে এদিন সুজন বলেন, 'এটাই তো তৃণমূল। অনুব্রত মণ্ডলের ফিক্স ডিপোজিটে পাওয়া গিয়েছে প্রায় ১৭ কোটি টাকা। পার্থ-অর্পিতা এবং অনুব্রত-র কাছে পাওয়া টাকা বাড়তে বাড়তে কোথায় গিয়ে পৌছয় দেখুন। শুধু লুঠ হয়েছে তো। কোথায় ইনকাম করেছে, কী চাকরি করত ? গরুপাচারের লুঠ, সোনাপাচারের লুঠ, কয়লাপাচারের লুঠ, যাবতীয় লুঠের টাকা। সিবিআই আজকে না হয় এতদিন পরে বাজেয়াপ্ত করল। রাজ্যের গোয়েন্দা তদন্ত সব উঠে গেল কি ? সব কি ফেল ? গায়ে তো লাগছেই, রাজ্য সরকারের। এক তৃণমূলের অনুব্রতকে প্রশয় দেওয়া, দুই সমস্ত তদন্তগুলিকে ধামাচাপা দিয়ে রাখা। তৃণমূলের  নেতারা চোর, দুর্নীতিগ্রস্থ।'

West Bengal Live Update: রেড পান্ডার চামড়া উদ্ধার

এই প্রথম রেড পান্ডার চামড়া উদ্ধার। নেপাল থেকে ভুটান পাচারের আগেই বেলাকবা রেঞ্জের হাতে দুটি রেড পান্ডারের চামড়া ও একটি চিতা বাঘের চামড়া উদ্ধার। 

West Bengal News Update: ব্যারাকপুরে ফের বোমাতঙ্ক

ফের বোমাতঙ্ক। এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর (Barrackpore)। সেখানকার পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে তালপুকুর এলাকায় একটি বিদ্যালয়ের পরিত্যক্ত বাথরুম থেকে তাজা বোমা উদ্ধার হয় এদিনl

West Bengal Live Update: নথি যাচাই করবে সিবিআই

পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষীর ঘনিষ্ঠদের নিয়োগ সংক্রান্ত নথি যাচাই করবে সিবিআই।

West Bengal News Update: সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ

পার্থর দেহরক্ষীর ১০ ঘনিষ্ঠ প্রাথমিক শিক্ষককে সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ। ১ সেপ্টেম্বর সিবিআইয়ের দফতরে যাওয়ার নির্দেশ হাইকোর্টের।

West Bengal Live Update: অনুব্রতর কোটি কোটি টাকা বাজেয়াপ্ত

গরুপাচারকাণ্ডে অনুব্রতর সম্পত্তির খোঁজে সিবিআইয়ের ম্যারাথন তল্লাশি। গরুপাচারকাণ্ডে তদন্তে নেমে অনুব্রতর কোটি কোটি টাকা বাজেয়াপ্ত।

West Bengal News Update: অনুব্রতর কাছ থেকে প্রায় ১৭ কোটি বাজেয়াপ্ত করল সিবিআই

পার্থ-অর্পিতার পর এবার অনুব্রতর অ্যাকাউন্টেও কোটি কোটি টাকা! অনুব্রতর কাছ থেকে প্রায় ১৭ কোটি বাজেয়াপ্ত করল সিবিআই। অনুব্রত-সহ ঘনিষ্ঠদের প্রায় ১৬ কোটি ৯৭ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত।

West Bengal Live Update: সিবিআইয়ের একাধিক প্রশ্ন

স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা হয়েও কীভাবে চাকরির সুপারিশ করেছিলেন শান্তিপ্রসাদ সিন্হা? কার নির্দেশে, কোন এক্তিয়ারে এই কাজ করেছিলেন তিনি? কে তাঁকে এই ক্ষমতা কে দিয়েছিল? বুধবার আদালতে এমনই সব প্রশ্ন তুলে, ধৃত SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা ও প্রাক্তন সচিব অশোক সাহাকে হেফাজতে চায় সিবিআই। 

West Bengal News Update: বেলদায় বিজেপির ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে উত্তেজনা

১০০ দিনের কাজে দুর্নীতি ও স্বচ্ছ প্রশাসন সহ একাধিক দাবিতে বেলদাতে নারায়ণগড় ব্লক অফিসে বিজেপির ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে উত্তেজনা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি 

West Bengal Live Update: ভাগীরথীতে ভেসে উঠল লাশ

সাতসকালে ভাগীরথী তে ভেসে উঠল লাশ। গত তিনদিন ধরে নিখোঁজ কিশোরের মৃতদেহ বলে অনুমান স্থানীয়দের। ১৫ই আগস্ট থেকে ওই কিশোর নিখোঁজ ছিল।

West Bengal News Update: ময়ূখ ভবনের সামনে থালা বাজিয়ে মাদ্রাসা চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

সল্টলেকে ময়ূখ ভবনের সামনে থালা বাজিয়ে মাদ্রাসা চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। এদিন মিছিল করে বিকাশ ভবনে গিয়ে ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল। পুলিশ মিছিল আটকানোয় ময়ূখ ভবনের সামনে বসে পড়ে থালা বাজিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন মাদ্রাসা চাকরিপ্রার্থীরা। 

West Bengal Live Update: এসএসসি মামলায় এসপি সিনহা ও অশোক সাহার ফের ৫ দিনের সিবিআই হেফাজত

এসএসসি মামলায় এসপি সিনহা ও অশোক সাহার ফের সিবিআই হেফাজত। আরও ৫ দিনের সিবিআই হেফাজত এসপি সিনহা ও অশোক সাহার। ‘উপদেষ্টা কমিটির চেয়ারম্যান শান্তিপ্রসাদ কোন এক্তিয়ারে চাকরির সুপারিশ করতেন?’ ‘তাঁকে এই ক্ষমতা কে দিয়েছিল?’ আলিপুর কোর্টে বিশেষ আদালতে শুনানি চলাকালীন সওয়াল সিবিআই-এর। শান্তিপ্রসাদ সিন্হা ও অশোক সাহার ৫ দিনের হেফাজতের আবেদন সিবিআই-এর। নিয়োগ দুর্নীতি তদন্তে গত ৭ দিনে বেশ কিছু নতুন তথ্য মিলেছে, দাবি সিবিআই-এর। তদন্তে উঠে এসেছে বেশ কয়েকজনের নাম, খবর সিবিআই সূত্রে। 

Partha Chatterjee Update: চাকরির দাবিতে এবার পথে নামলেন পার্শ্ব শিক্ষকরা, শিয়ালদা থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল

চাকরির দাবিতে এবার পথে নামলেন পার্শ্ব শিক্ষকরা। শিয়ালদা থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল। এর জেরে কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলা চত্বর।

West Bengal News Update: হেয়ার স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার, শিক্ষারত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন

হেয়ার স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার। বর্ধমানের মেমারিতে নিজের বাড়িতে মিলল ঝুলন্ত দেহ। অবসরের পর ৩ বছরেও পেনশন না পেয়ে অবসাদে ভুগছিলেন, অভিযোগ পরিবারের। ২০১৯-এ শিক্ষারত্ন সম্মানে ভূষিত হন শিক্ষক সুনীলকুমার দাস। পেনশনের জন্য অনেক বার বিকাশ ভবনে গিয়েছিলেন, দাবি মৃত শিক্ষকের স্ত্রী-র। 

Partha Chatterjee Update: জেলে দেড়ঘণ্টা জিজ্ঞাসাবাদ পার্থকে, যৌথ সম্পত্তির কথা স্বীকার অর্পিতার

পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করতে প্রেসিডেন্সি জেলে ইডি। তৃণমূলের প্রাক্তন মহাসচিবকে প্রায় দেড়ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ । গতকাল অর্পিতাকে জেরার পর আজ জেলে পার্থকে জিজ্ঞাসাবাদ। পার্থ-অর্পিতার যৌথ ব্যবসা নিয়ে নথির সত্যতা স্বীকার করেছেন অর্পিতা, খবর সূত্রের। অর্পিতার স্বীকারোক্তিকে সামনে রেখেই পার্থকে জেরা করা হবে। 

SSC Scam: যৌথ ব্যবসা নিয়ে নথির সত্যতা স্বীকার অর্পিতার! খবর সূত্রের

যৌথ ব্যবসা নিয়ে নথির সত্যতা স্বীকার করেছেন অর্পিতা। খবর ইডি সূত্রে।

Cattle Smuggling Case: দলের অস্বস্তি বাড়ালেন শেখ সুফিয়ানও, জেলা চেয়ারম্যানকে নিয়ে বিদ্রোহের সুর তাঁর গলায়

মাত্র ২৪ ঘণ্টা আগেই দলের ব্লক সভাপতিকে সন্ত্রাসবাদী বলে অস্বস্তি বাড়িয়েছেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী। এবার তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য শোনা গেল, নন্দীগ্রামের তৃণমূল নেতা ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি শেখ সুফিয়ানের গলায়। দলের রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তের উল্টোপথে হেঁটে জানিয়ে দিলেন, পীযূষ ভুঁইয়াকে জেলা চেয়ারম্যান মানার কোনও প্রশ্নই নেই! শেখ সুফিয়ানের আরও দাবি, গত বিধানসভা নির্বাচনের সময় বিজেপি করতেন তৃণমূলের বর্তমান জেলা চেয়ারম্যান।

Anubrata Mandal Arrested: অনুব্রতর বাড়ি থেকে ফিরে এলাকার রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কে সিবিআই, লেনদেনে নজর!

অনুব্রতর বাড়ির কাছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শাখায় সিবিআই। ব্যাঙ্কের আধিকারিকদের সঙ্গে কথা গোয়েন্দাদের। ওই ব্যাঙ্ক থেকেই কি লেনদেন অনুব্রতর! জল্পনা শুরু হয়েছে।

Cattle Smuggling Case: আসানসোল আদালতের পথে সিবিআই, সুকন্যাকে জেরা করতে আইনি প্রক্রিয়া!

আবারও গাড়ি নিয়ে বেরোলেন সিবিআই-এর গাড়ি। গোয়েন্দারা আসানসোল আদালতের পথে যাচ্ছেন বলে খবর। সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করতে আইনি প্রক্রিয়া সারতেই তাঁরা বেরিয়েছেন বলে খবর। সার্চ ওয়ার্টেন্ট আনতে যাচ্ছেন বলে সূত্রের দাবি।

Partha Chatterjee Updates: পার্থকে জেরা করতে প্রেসিডেন্সি জেলে ইডি

পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে ফের প্রেসিডেন্সি সংশোধনাগারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তিন ইডি আধিকারিক পৌঁছেছেন।

West Bengal News Update: তদন্তে অসহযোগিতা সুকন্যার! ১০ মিনিটে বাড়ি ছাড়ল সিবিআই

মা বেঁচে নেই। বাবা জেলে। একা বাড়ি আটকে তিনি। এই অবস্থায় কথা বলতে চান না তিনি। গোয়েন্দাদের নাকি এমনই জানান অনুব্রত-কন্যা সুকন্যা। তাতেই ১০ মিনিটে বেরিয়ে যায় সিবিআই। খবর সূত্রের।

WB News Live Updates: বোলপুরে অনুব্রতর বাড়িতে ফের সিবিআই, আজও জিজ্ঞাসাবাদ মেয়ে সুকন্যাকে

বোলপুরে অনুব্রতর বাড়িতে ফের সিবিআই। জেরা করা হতে পারে তাঁর মেয়েকে সিবিআই। বাড়িতে রয়েছেন অনুব্রতর আইনজীবী।

West Bengal News Update: সরাসরি জিজ্ঞাসাবাদ অনুব্রত-কন্যাকে! ফের বোলপুরে সিবিআই

স্কুল শিক্ষিকা হয়েও কীভাবে কোটি কোটি টাকার সম্পত্তি? এবার অনুব্রতর মেয়েকে সরাসরি জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। আজই কি অনুব্রতর মেয়ে সুকন্যাকে জিজ্ঞাসাবাদ? বোলপুরের নিচুপট্টিতে অনুব্রতর বাড়িতে ফের যাচ্ছে সিবিআই!

WB News Live Updates: নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডলকে জেরা শুরু করেছে সিবিআই

আজ ফের নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডলকে জেরা শুরু করেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, গরুপাচারের টাকা শুধু অনুব্রত নয়, টাকার ভাগ পেয়েছেন বীরভূম জেলার একাধিক প্রভাবশালী। প্রত্যেকেই টাকা নিয়েছেন প্রোটেকশন মানি হিসেবে। সিবিআই সূত্রে দাবি, এমন ১০-১২ জনকে চিহ্নিত করতে পেরেছে তারা। ওই প্রভাবশালীদের বিলাসবহুল বাড়ি, একাধিক জায়গায় সম্পত্তি, সবই খতিয়ে দেখা হচ্ছে। এই নিয়েই অনুব্রত মণ্ডলকে জেরা করা হচ্ছে। খবর সূত্রের। 

West Bengal News Update:তারাপীঠের খামেড্ডা গ্রাম থেকে উদ্ধার হল চার বালতি তাজা বোমা

সাতসকালে বীরভূমের তারাপীঠের খামেড্ডা গ্রাম থেকে উদ্ধার হল চার বালতি তাজা বোমা। আজ সকালে গ্রামের পুকুর পড়ে বালতি ভর্তি বোমা পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। পরে তারাপীঠ থানার পুলিশ গিয়ে ১৫-২০টি তাজা বোমা উদ্ধার করে। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে।কে বা কারা বোমা মজুত করেছিল, খতিয়ে দেখা হচ্ছে।

WB News Live Updates: গরুপাচার মামলায় এবার সিবিআইয়ের মুখোমুখি অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারি

গরুপাচার মামলায় এবার সিবিআইয়ের মুখোমুখি অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারি। শান্তিনিকেতনের পূর্ব পল্লীর গেস্ট হাউসে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অনুব্রতর অ্যাকাউন্ট্যান্টের সঙ্গে রয়েছেন তাঁর আইনজীবী। সিবিআই সূত্রে খবর, মণ্ডল পরিবারের নামে থাকা একাধিক কোম্পানির ব্যালান্স শিট এবং বিনিয়োগ নিয়ে তাঁর কাছে জানতে চাওয়া হবে। 

West Bengal Live Update: শিলিগুড়ির ববিতা সরকারের পর মালদার মিরাজ শেখ, কোর্টের নির্দেশে চাকরি ফেরত পেলেন এক শিক্ষক

শিলিগুড়ির ববিতা সরকারের পর মালদার মিরাজ শেখ। ফের হাইকোর্টের নির্দেশে চাকরি ফেরত পেলেন এক শিক্ষক। ইংরেজবাজারের মিরাজ শেখের দাবি, ২০১৪-য় প্রাথমিক শিক্ষক পদে আবেদন জানিয়ে, ২০২১-এর ডিসেম্বরে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের একটি প্রাইমারি স্কুলে শিক্ষক পদে যোগ দেন। অভিযোগ, ২০২২-এর জানুয়ারিতে বেতন পাননি। ফেব্রুয়ারি মাসে কলকাতায় এসে প্রাথমিক শিক্ষা পর্ষদের তত্কালীন সভাপতি মানিক ভট্টাচার্যর সঙ্গে দেখা করেও মেলেনি সমাধান। এরপরই নিয়োগের মাত্র সাড়ে ৩ মাসের মাথায় ওই শিক্ষকের চাকরি চলে যায়। মে মাসে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মিরাজ। সেই মামলার প্রেক্ষিতেই গতকাল ওই শিক্ষককে দ্রুত পুনর্বহালের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।  

WB News Live Updates: ভাগীরথীতে ভেসে উঠল ৩ দিন ধরে নিখোঁজ ১৬ বছরের কিশোরের মৃতদেহ, খুনের অভিযোগে আটক প্রতিবেশী

সাতসকালে ভাগীরথীতে ভেসে উঠল ৩ দিন ধরে নিখোঁজ ১৬ বছরের কিশোরের মৃতদেহ। শ্বাসরোধ করে খুনের অভিযোগে আটক প্রতিবেশী। মুর্শিদাবাদের বহরমপুরের কৃষ্ণমাটি এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, মা-বাবার মৃত্যুর পর ঠাকুমার সঙ্গে থাকত রনি হালদার নামে ওই কিশোর। অভিযোগ, ১৪ অগাস্ট রাত থেকে তার খোঁজ মিলছিল না। স্থানীয়দের কথার সূত্র ধরে সন্দেহভাজন প্রতিবেশীকে আটক করে বহরমপুর থানার পুলিশ। এরপর আজ সকালে ভাগীরথী থেকে উদ্ধার হয় কিশোরের মৃতদেহ। 

SSC TET: টেট উত্তীর্ণ প্রশিক্ষিতদের প্রতিনিধিদলের সঙ্গে আজ বৈঠক করবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

নিয়োগের দাবিতে টেট, আপার প্রাইমারি, SSC চাকরিপ্রার্থীদের আন্দোলন অব্যাহত। এই আবহেই আজ ২০১৪-র প্রাথমিক টেট উত্তীর্ণ প্রশিক্ষিতদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দুপুরে বিকাশ ভবনে বৈঠক। শিক্ষামন্ত্রীর সঙ্গে মিলতে পারে সমাধান সূত্র বলে আশাবাদী ২০১৪-র প্রাথমিক টেট উত্তীর্ণরা। এই চাকরিপ্রার্থীরাই কয়েক সপ্তাহ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের সামনে বিক্ষোভ দেখান। এরপর কুণাল ঘোষের সঙ্গেও তাঁদের বৈঠক হয়। 

Anubrata Mandal Arrested: শুক্রবার বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা, ভারী বৃষ্টির পূর্বাভাস

শুক্রবার বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। এর প্রভাবে শনিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে আজ তাপমাত্রা সামান্য বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বিক্ষিপ্তভাবে দু’-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বৃহস্পতিবার। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। 

Dilip Ghosh: মানুষকে বোকা বানানোর নতুন ফান্ডা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার নিয়ে দিলীপ

দুর্নীতির হাত মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত পৌঁছে গেছে। ইঞ্চি সাইজ থেকে ফুট সাইজ তৃণমূলের সব নেতাই দুর্নীতিগ্রস্ত। তাই মানুষকে বোকা বানানোর একটি নতুন ফান্ডা তৈরি করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া নতুন তৃণমূল পোস্টার প্রসঙ্গে মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।

Anubrata Mandal Arrested: গরুপাচার মামলায় এবার অনুব্রত-কন্যার নামে দ্বিতীয় কোম্পানির হদিশ

গরুপাচার মামলায় এবার অনুব্রত-কন্যার নামে দ্বিতীয় কোম্পানির হদিশ। নীড় ডেভলপার প্রাইভেট লিমিটেড নামে ওই কোম্পানি তৈরি হয়েছিল ২০০৬ সালে। 

WB News Live Updates: আজ থেকে লিটারে ২ টাকা বাড়ল মাদার ডেয়ারি ও আমূল দুধের দাম

আজ থেকে লিটারে ২ টাকা বাড়ল মাদার ডেয়ারি ও আমূল দুধের দাম। এর প্রভাব পড়তে পারে শিশুখাদ্য থেকে মিষ্টির দোকান, সর্বত্র। মূল্যবৃদ্ধির মধ্যেই দুধের দাম বাড়ায় মধ্যবিত্তের পকেটে আরও টান পড়তে চলেছে। 

WB News Live Updates: স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্দেহে ঠাকুরপুকুরে ভাইপোকে খুনের অভিযোগ কাকার বিরুদ্ধে

স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্দেহে ঠাকুরপুকুরে ভাইপোকে খুনের অভিযোগ উঠল কাকার বিরুদ্ধে। মৃতের নাম দেবজিৎ দাস। অভিযোগ, কাকিমার সঙ্গে ভাইপো দেবজিতের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন কাকা অর্ণব। দিনকয়েক আগে পুরীতে বেড়াতে গিয়ে ফেরার পথে ট্রেনের মধ্যেও কাকা-ভাইপোর মধ্যে বচসা বাধে। তার জেরে গতকাল রাতে ফের ভাইপোকে বাঁশ-লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন কাকা। এরপর বুকে ব্যথা শুরু হওয়ায় বছর ছাব্বিশের ভাইপোকে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। রাতেই অভিযুক্ত কাকাকে গ্রেফতার করে ঠাকুরপুকুর থানার পুলিশ। ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয়েছে।  

WB News Live Updates: স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্দেহে ঠাকুরপুকুরে ভাইপোকে খুনের অভিযোগ কাকার বিরুদ্ধে

স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্দেহে ঠাকুরপুকুরে ভাইপোকে খুনের অভিযোগ উঠল কাকার বিরুদ্ধে। মৃতের নাম দেবজিৎ দাস। অভিযোগ, কাকিমার সঙ্গে ভাইপো দেবজিতের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন কাকা অর্ণব। দিনকয়েক আগে পুরীতে বেড়াতে গিয়ে ফেরার পথে ট্রেনের মধ্যেও কাকা-ভাইপোর মধ্যে বচসা বাধে। তার জেরে গতকাল রাতে ফের ভাইপোকে বাঁশ-লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন কাকা। এরপর বুকে ব্যথা শুরু হওয়ায় বছর ছাব্বিশের ভাইপোকে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। রাতেই অভিযুক্ত কাকাকে গ্রেফতার করে ঠাকুরপুকুর থানার পুলিশ। ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয়েছে।  

Fuel Price in Kolkata: কলকাতায় অপরিবর্তিত জ্বালানির দাম, পেট্রোল ১০৬.০৩, ডিজেল ৯২.৭৬ টাকা

কলকাতায় জ্বালানির দাম অপরিবর্তিত। বুধবার শহরে লিটার প্রতি পেট্রোলের দাম রয়েছে ১০৬.০৩ টাকা। ৯২.৭৬ টাকা দাম লিটার প্রতি ডিজেলের।

Anubrata Mandal Arrested: সিবিআইয়ের নজরে অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল

গরুপাচার মামলায় এবার সিবিআইয়ের নজরে অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল। সিবিআই সূত্রে দাবি, সুকন্যার নামে বোলপুরে কেনা হয়েছে জমি, চালকল-সহ একাধিক সম্পত্তি। বেনামে কোম্পানিও খোলা হয়েছে। যার শেয়ার ভ্যালু কোটি টাকা। অথচ অনুব্রত-কন্যা সুকন্যা পেশায় স্কুল শিক্ষিকা। তাঁর নামে এত সম্পত্তি কীভাবে হল, সেটাই জানতে চান সিবিআই আধিকারিকরা।

SSC Scam: তৃণমূল নেত্রীকে নিশানা করলেন উত্তর দিনাজপুরের ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী

দলের ব্লক সভাপতিকে নিয়ে তৃণমূল বিধায়কের চরম অসন্তোষ! সরাসরি তৃণমূল নেত্রীকে নিশানা করলেন উত্তর দিনাজপুরের ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। দলের ব্লক সভাপতিকে সন্ত্রাসবাদী বলেও আক্রমণ শানিয়েছেন প্রাক্তন গ্রন্থাগার মন্ত্রী। বিষয়টিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

WB News Live Updates: কাজ না করেই তুলে নেওয়া হয়েছে ১ কোটি ১৮ লক্ষ টাকা! অভিযোগ মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে

হস্টেল তৈরির কাজই শেষ হয়নি। অথচ সেই হস্টেলে ওয়াই-ফাই পরিষেবা চালুর কারণ দেখিয়ে, কাজ না করেই তুলে নেওয়া হয়েছে ১ কোটি ১৮ লক্ষ টাকা! চাঞ্চল্যকর অভিযোগ মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে।

SSC Scam: আরও বেনামি সম্পত্তি রয়েছে কি! জেলে গিয়ে ফের জেরা করল ইডি

নিয়োগ দুর্নীতি তদন্তে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গতকাল জেলে গিয়ে জেরা করলেন ইডি’র আধিকারিকরা। আরও বেনামি সম্পত্তি রয়েছে কিনা, থাকলেও তা কোথায় ছড়িয়ে আছে, আর কোনও সংস্থায় পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যৌথ অংশীদারিত্ব আছে কিনা, সূত্রের খবর, এই সব প্রশ্নই করা হয়েছে অর্পিতাকে।

WB News Live Updates: দলের নেতার বিরুদ্ধেই বিস্ফোরক তৃণমূল বিধায়ক, ইসলামপুরে তরজা

ইসলামপুরে সন্ত্রাসবাদীকে দায়িত্ব দেবেন না। দলের নেতার বিরুদ্ধেই বিস্ফোরক তৃণমূল বিধায়ক। কী বলেছেন, দল দেখবে, পাল্টা ব্লক সভাপতি। 

West Bengal News Update: ৬ মাসে নতুন তৃণমূল, পার্থ-অনুব্রতর গ্রেফতারির মধ্যেই কালীঘাট, হাজরা-সহ শহরজুড়ে হোর্ডিং

নেই মমতা, অভিষেকের ছবি দিয়ে ৬ মাসে নতুন তৃণমূলের বার্তা। পার্থ-অনুব্রতর গ্রেফতারির মধ্যেই কালীঘাট, হাজরা-সহ শহরজুড়ে হোর্ডিং।

প্রেক্ষাপট

কলকাতা: ইসলামপুরে সন্ত্রাসবাদীকে দায়িত্ব দেবেন না। দলের নেতার বিরুদ্ধেই বিস্ফোরক তৃণমূল (TMC) বিধায়ক। কী বলেছেন, দল দেখবে, পাল্টা ব্লক সভাপতি। 


মানিককে টাকা দেয়নি, তাই হয়তো চাকরি বাতিল। এমন একটা রাজ্য হয়েছে বাংলা, টাকা না দিলে চাকরি হয় না। নিয়োগ-মামলায় কড়া মন্তব্য হাইকোর্টের (Calcutta High Court)। 


যোগ দেওয়ার ৪ মাসের মধ্যেই কীভাবে চাকরি বাতিল? নিয়ম না থাকলে কীভাবে নিয়োগ? মুর্শিদাবাদের শিক্ষককে পুনর্বহালের নির্দেশ দিয়ে মন্তব্য হাইকোর্টের। 


কোথায় কোথায় ছড়িয়ে সম্পত্তির শিকড়? জানি না বলে বেশিরভাগ প্রশ্নেরই জবাব এড়াচ্ছেন অনুব্রত (Anubrata Mandal)। এবার নাম ধরে ধরে জেরা করবে সিবিআই। 


হাটের আড়ালে গরু পাচারের কারবার! বীরভূমকে কেন্দ্র করে মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুরেও পাচার চক্রের জাল। পশু হাটের এক ব্যবসায়ী বলেন, "টাকার খেল, বস্তা বস্তা টাকা ছিল, এই হাটে ছিল এককালে। বুঝতে পারলেন।"
গরু পাচার মামলায় সিবিআইয়ে চার্জশিটে আব্দুল লতিফ। ইলামবাজার হাটের কাছেই অট্টালিকা, গ্যারাজে দামি দামি গাড়ি। কিন্তু কোথায় লতিফ? এখনও রহস্য। 


দুর্নীতির প্রতিবাদে ৭ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান। বাধা দিলে জবাবের হুঁশিয়ারি সুকান্তের। 


এসএসসির পরে আজ ২০১৪-র টেট উত্তীর্ণ-প্রশিক্ষিতদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক। দ্রুত নিয়োগের দাবিতে ধর্মতলায় ৪টি সংগঠনের অবস্থান। 


নেই মমতা, অভিষেকের ছবি দিয়ে ৬ মাসে নতুন তৃণমূলের বার্তা। পার্থ-অনুব্রতর গ্রেফতারির মধ্যেই কালীঘাট, হাজরা-সহ শহরজুড়ে হোর্ডিং। 


আজ থেকে ফের দাম বাড়ছে দুধের। লিটারে ২ টাকা করে বাড়ছে মাদার ডেয়ারি, আমূলের দুধের দাম। অপরিবর্তিত থাকছে বাংলার ডেয়ারির দাম। 


 আধার নম্বর না থাকলে মিলবে না কোনও ধরনের সরকারি ভর্তুকি। সমস্ত কেন্দ্র-রাজ্য দফতরে নির্দেশ ইউআইডিএআইয়ের। 


ফুটবলে শট মেরে যুবভারতীতে ১৩১তম ডুরান্ড কাপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। পিছিয়ে থেকেও এফসি গোয়াকে ৩-১ গোলে হারাল মহমেডান। আজই জেলে গিয়ে পার্থকে (Partha Chatterjee) জেরা করবে ED। ধৃত প্রাক্তন ২ SSC কর্তাকে আজই আদালতে পেশ। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.