West Bengal News Live:ইস্যু কাজে লাগাতে না পারার অভিযোগে বিস্ফোরক অনুপম

West Bengal Live Updates: অনুব্রতর মেয়ে-সহ ৬ জনের কোর্টে হাজিরার নির্দেশ প্রত্যাহার হাইকোর্টের

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 18 Aug 2022 11:54 PM
West Bengal Live News:ডেঙ্গি সংত্রমণের তথ্য তুলে ধরে জেলাগুলিকে সতর্ক করল নবান্ন

ডেঙ্গি সংত্রমণের তথ্য তুলে ধরে জেলাগুলিকে সতর্ক করল নবান্ন। আজ স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব। সেই বৈঠকেই জানানো হয়, ২ সপ্তাহের ডেঙ্গি সংক্রমণের তথ্য উদ্বেগের।

WB News Live: রাজ্যপালের নতুন প্রধান সচিব হচ্ছেন IAS অফিসার নন্দিনী চক্রবর্তী

পশ্চিমবঙ্গের রাজ্যপালের নতুন প্রধান সচিব হচ্ছেন IAS অফিসার নন্দিনী চক্রবর্তী। যিনি এর আগে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে সচিবের দায়িত্ব সামলেছেন। 

West Bengal Live News: হাওড়া স্টেশনে ৩৮ লক্ষ ৫০ হাজার টাকা বাজেয়াপ্ত

এবার হাওড়া স্টেশনে ৩৮ লক্ষ ৫০ হাজার টাকা বাজেয়াপ্ত! কালো ব্যাগ পিঠে ২ যুবকের গতিবিধি নিয়ে সন্দেহ আরপিএফের, হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের কাছে লক্ষ লক্ষ টাকা বাজেয়াপ্ত।

WB News Live: ইস্যু কাজে লাগাতে না পারার অভিযোগে বিস্ফোরক অনুপম হাজরা

গ্রেফতার অনুব্রত, ইস্যু কাজে লাগাতে না পারার অভিযোগে বিস্ফোরক অনুপম হাজরা। ‘বীরভূমে জমি তৈরি, তাও আমি থাকার সময় কোনও আন্দোলন নয় কেন?’, প্রশ্ন তাঁর।

West Bengal Live News: দ্বারকেশ্বর নদে স্নান করতে নেমে জলে তলিয়ে গিয়ে মৃত্যু স্কুল ছাত্রের

দ্বারকেশ্বর নদে স্নান করতে নেমে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক স্কুল ছাত্রের। বৃহস্পতিবার সকালে বাঁকুড়া সদর থানার নন্দীগ্রামের দ্বারকেশ্বর নদের ঘাটে এই ঘটনা ঘটে।

WB News Live: মন্ত্রিসভায় কী বার্তা মুখ্যমন্ত্রীর?

'ভাল করে দেখে ফাইলে সই করবেন', মন্ত্রিসভায় বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

West Bengal Live News: তুঙ্গে দিলীপ-সৌগত তরজা

'একজন অধ্যাপক হয়ে সৌগত রায় তৃণমূলের সমালোচকদের চামড়া দিয়ে জুতো বানানোর কথা বলছেন। ওঁকে জুতোপেটা করলে ভাল হবে?' আক্রমণ দিলীপ ঘোষের। 'ক্লাস এইট পাস দিলীপ ঘোষের কথার জবাব দিতে রুচিতে বাধে, উনি তো তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন এমন অভিযোগ আছে,' পাল্টা সৌগত রায়।

WB News Live: তৃণমূল নেতা-মন্ত্রীদের সম্পত্তি বৃদ্ধি, দ্রুত শুনানি চেয়ে আবেদন

তৃণমূল নেতা-মন্ত্রীদের সম্পত্তি বৃদ্ধি, দ্রুত শুনানি চেয়ে আবেদন।দ্রুত শুনানি চেয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ ৩ মন্ত্রীর আইনজীবীর

West Bengal Live News:অল্প সময়ে বিপুল সম্পত্তি কীভাবে? হাইকোর্টে জনস্বার্থ মামলা ১৭ বিরোধী নেতার বিরুদ্ধে

বিজেপি-সিপিএম-কংগ্রেস-সহ ১৭ নেতার সম্পত্তি বৃদ্ধির অভিযোগে মামলা। শিশির, শুভেন্দু, দিব্যেন্দু অধিকারীদের সম্পত্তি বৃদ্ধির অভিযোগে মামলা। দিলীপ, লকেট, সৌমিত্র খাঁ, অগ্নিমিত্রা, শমীক ভটাচার্য. মহম্মদ সেলিম, আব্দুল মান্নানদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা। আয়-বহির্ভূত সম্পত্তির অভিযোগে হাইকোর্টে মামলা। অল্প সময়ে বিপুল সম্পত্তি কীভাবে? হাইকোর্টে জনস্বার্থ মামলা

WB News Live: গ্রেফতারির পর এবিপি আনন্দে মুখ খুললেন অনুব্রত মণ্ডল

গ্রেফতারির পর এবিপি আনন্দে মুখ খুললেন অনুব্রত মণ্ডল। ‘মেয়ের পাস করা আছে, সার্টিফিকেট আছে’, দাবি তাঁর। 

West Bengal Live News:তৃণমূলের ১৯ নেতা-মন্ত্রীর পাল্টা বিরোধীদের ১৭!

তৃণমূলের ১৯ নেতা-মন্ত্রীর পাল্টা বিরোধীদের ১৭! বিজেপি-সিপিএম-কংগ্রেস-সহ ১৭ নেতার সম্পত্তি বৃদ্ধির অভিযোগে মামলা

WB News Live: সিপিএমের ডাকে চোর ধরো, জেল ভরো কর্মসূচি ঘিরে উত্তপ্ত বহরমপুর

সিপিএমের ডাকে চোর ধরো, জেল ভরো কর্মসূচি ঘিরে উত্তপ্ত বহরমপুর। বহরমপুরের FUC ময়দান থেকে শুরু হয়ে, টেক্সটাইল কলেজ মোড়ে গিয়ে শেষ হয় মিছিল।

West Bengal Live News:আজ রাত থেকে দক্ষিণবঙ্গের একাংশে ভারী বৃষ্টির সম্ভাবনা

নিম্নচাপে আজ রাত থেকে দক্ষিণবঙ্গের একাংশে ভারী বৃষ্টির সম্ভাবনা। কালও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাংশে ভারী বৃষ্টির পূর্বাভাস

WB News Live: ধুন্ধুমার রায়গঞ্জ ব্লকের শীতগ্রাম পঞ্চায়েতে

রাস্তা সংস্কারের দাবিতে ধুন্ধুমার রায়গঞ্জ ব্লকের শীতগ্রাম পঞ্চায়েতে। গ্রাম পঞ্চায়েতের আসবাবপত্রে ভাঙচুর 

West Bengal Live News:বোলপুরে বিজেপির মিছিল

বোলপুরের শিবতলা মোড় থেকে বিজেপির মিছিল। রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

WB News Live: অনুব্রতর পরে এবার মেয়েকে গরু চোর বলে বিদ্রূপ

অনুব্রতর পরে এবার মেয়েকে গরু চোর বলে কোর্ট চত্বরেই বিদ্রূপ।

West Bengal Live News: অনুব্রতর মেয়ে-সহ ৬ জনের কোর্টে হাজিরার নির্দেশ প্রত্যাহার হাইকোর্টের

অনুব্রতর মেয়ে-সহ ৬ জনের কোর্টে হাজিরার নির্দেশ প্রত্যাহার। টেট সার্টিফিকেট পেশ করার নির্দেশও প্রত্যাহার করলেন বিচারপতি। প্রত্যাহার করলেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। অতিরিক্ত হলফনামা গ্রহণযোগ্য নয়, জানিয়ে দিল হাইকোর্ট

WB News Live: বহরমপুরে সিপিএমের মিছিল

বহরমপুরে সিপিএমের চোর ধরো জেল ভরো কর্মসূচি। রয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং মুশিদাবাদ জেলার সিপিএম নেতৃত্ব।

West Bengal Live News: নিয়োগ দুর্নীতির টাকায় স্কুলে বিনিয়োগ?

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে বিস্ফোরক দাবি ইডি-র। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী দাবি করেন, পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রীর নামে তৈরি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে নিয়োগ দুর্নীতির মোটা অঙ্কের টাকা ঢুকেছে বলে তাদের সন্দেহ। কালো টাকা এভাবেই সাদা করা হয়েছে। ওই স্কুলের অ্যাকাউন্ট পরীক্ষা করা হচ্ছে।

WB News Live: নদীতে নেমে তলিয়ে মৃত্যু পড়ুয়ার

দ্বারকেশ্বর নদে স্নান করতে নেমে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক স্কুল ছাত্রের। বৃহস্পতিবার সকালে বাঁকুড়া সদর থানার নন্দীগ্রামের দ্বারকেশ্বর নদের ঘাটে এই ঘটনা ঘটে।

West Bengal Live News: বীরভূমে কড়া নজর, কেতুগ্রাম দিয়ে গরু পাচারের চেষ্টা

গরুপাচারের তদন্ত চলাকালীনই বীরভূম থেকে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম দিয়ে গরুপাচারের চেষ্টা। গ্রেফতার ৯ পাচারকারী। উদ্ধার ৫০টি গরু, আটক করা হয়েছে ২টি গাড়ি। 

WB News Live: ‘কেউ ছাড় পাবেন না’, বললেন পার্থ চট্টোপাধ্যায়

‘কেউ ছাড় পাবেন না’, আদালতে তোলার পর হাত জোড় করে জানালেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি শুনানিতে চাঞ্চল্যকর মন্তব্য প্রাক্তন মন্ত্রীর।আদালত কক্ষ ছাড়ার আগে জানিয়ে গেলেন পার্থ।

West Bengal Live News: স্বাস্থ্যপরীক্ষার পর নিজাম প্যালেসে ফিরলেন অনুব্রত

কমান্ড হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার পর নিজাম প্যালেসে ফিরলেন অনুব্রত। এবার তাঁকে জেরা করবে সিবিআই। গরুপাচারের তদন্তে প্রাপ্ত নতুন তথ্য নিয়ে তাঁকে করা হবে জেরা।

WB News Live: জামিনের আবেদন করলেন পার্থ চট্টোপাধ্যায়

১৪ দিনের জেল হেফাজত শেষ, পার্থ-অর্পিতাকে ফের আদালতে পেশ। জামিনের আবেদন করলেন পার্থ চট্টোপাধ্যায়। জামিনের আবেদন করলেন না অর্পিতা মুখোপাধ্যায়।

West Bengal Live News: তুঙ্গে সৌগত-দিলীপ তরজা

'একজন অধ্যাপক হয়ে সৌগত রায় তৃণমূলের সমালোচকদের চামড়া দিয়ে জুতো বানানোর কথা বলছেন। ওঁকে জুতোপেটা করলে ভাল হবে?' আক্রমণ দিলীপ ঘোষের। 'ক্লাস এইট পাস দিলীপ ঘোষের কথার জবাব দিতে রুচিতে বাধে, উনি তো তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন এমন অভিযোগ আছে,' পাল্টা সৌগত রায়।

WB News Live: মমতার পাশে দাঁড়ানো নিয়ে প্রতিক্রিয়া অনুব্রতর

'দিদি তো ঠিকই বলেছেন, পাশে দাঁড়াবেন না?’ মমতার বার্তার পর এক্সক্লুসিভ প্রতিক্রিয়া অনুব্রতর।

West Bengal Live News: সুকন্যার চাকরি পাওয়া বিতর্কে মুখ খুললেন অনুব্রত

‘মেয়ের পাস করা আছে, সার্টিফিকেট আছে’। সুকন্যার চাকরি পাওয়া বিতর্কে মুখ খুললেন অনুব্রত। ‘মেয়েকে হাইকোর্ট তলব করেনি, সার্টিফিকেট জমা দিতে বলা হয়েছে’।

WB News Live: চিনার পার্কের ফ্ল্যাটে পৌঁছলেন অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল

চিনার পার্কের ফ্ল্যাটে পৌঁছলেন অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল। আজই কি যাবেন আদালতে? 

WB News Live: চিনার পার্কের ফ্ল্যাটে পৌঁছলেন অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল

চিনার পার্কের ফ্ল্যাটে পৌঁছলেন অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল। আজই কি যাবেন আদালতে? 

West Bengal Live News: কলকাতার ৩০টি জায়গায় আয়কর দফতরের অভিযান

কলকাতার ৩০টি জায়গায় আয়কর দফতরের অভিযান। তল্লাশি চলছে ৩টি নির্মাণ সংস্থার অফিসে। অভিযোগ, ভুয়ো সংস্থা খুলে তার মাধ্যমে নির্মাণ সংস্থার অফিসে টাকা পৌঁছে দেওয়া হতো। সেই টাকায় একাধিক জায়গায় নির্মাণকাজ চলছে বলে অভিযোগ।

WB News Live: নতুন ব্লক সভাপতি ঘোষণার পর শাসক শিবিরে বিক্ষোভ

মুর্শিদাবাদের ভগবানগোলায় নতুন ব্লক সভাপতি ঘোষণার পর শাসক শিবিরে বিক্ষোভ। বিক্ষোভ তৃণমূল নেতা ও কর্মীদের একাংশের। ব্লক অফিস দখল করে তালা ঝুলিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা 

West Bengal Live News: সম্পত্তি বৃদ্ধি মামলায় দ্রুত শুনানি চেয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ ৩ মন্ত্রীর আইনজীবীর

তৃণমূল নেতা-মন্ত্রীদের সম্পত্তি বৃদ্ধি মামলায় দ্রুত শুনানি চেয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ ৩ মন্ত্রীর আইনজীবীর। দৃষ্টি আকর্ষণ করলেন ফিরহাদ, অরূপ রায়, জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী। মামলায় ইডি-কে পক্ষ করার নির্দেশ পুনর্বিবেচনার আর্জি। আবেদন খতিয়ে দেখার আশ্বাস প্রধান বিচারপতির। রাজ্যে লোকাযুক্ত আছে, মামলার বিচার সেখানেই হওয়া উচিত, দাবি মন্ত্রীর আইনজীবীর।

WB News Live: আজ ফের অনুব্রত মণ্ডলের মেডিক্যাল টেস্ট

আজ ফের মেডিক্যাল টেস্ট হবে অনুব্রত মণ্ডলের। সিবিআই সূত্রে খবর, জেরায় জানতে চাওয়া হবে তাঁর আয়ের উত্স। কীভাবে হল কোটি কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি? প্রায় ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিট, এই বিপুল অর্থ কোথা থেকে এসেছে, জানতে চাওয়া হবে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির কাছে। 

West Bengal Live News: নিয়োগ দুর্নীতি মামলায় আজ ফের নগরদায়রা আদালতে তোলা হবে পার্থ ও অর্পিতাকে

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ ও অর্পিতাকে আজ ফের নগরদায়রা আদালতে তোলা হবে। ফের দু’জনের জেল হেফাজতের আবেদন জানাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, খবর সূত্রের। ইডি-র তরফে জেলে গিয়ে পার্থ-অর্পিতাকে জেরা করার আবেদন জানানো হতে পারে।

WB News Live: আজ ফের আসানসোলের সিবিআই আদালতে তোলা হবে সায়গলকে

বীরভূমে বসেই মুর্শিদাবাদের কিছু জায়গায় গরুপাচার কন্ট্রোল করা হতো। অনুব্রতর হয়ে কাজ করতেন দেহরক্ষী সায়গল হোসেন। গরুপাচার মামলায় আজ ফের সায়গলকে আসানসোলের সিবিআই আদালতে তোলা হবে। সূত্রের খবর, জামিনের আবেদন করতে পারেন তাঁর আইনজীবী। হিসাব-বহির্ভূত সম্পত্তি ও তদন্তে পাওয়া নতুন তথ্য দেখিয়ে জামিনের বিরোধিতা করবে সিবিআই। খবর সূত্রের।

West Bengal Live News: সিবিআইয়ের নজরে অনুব্রত 'ঘনিষ্ঠ'দের ব্যাঙ্ক অ্যাকাউন্ট

অনুব্রত মণ্ডলের ১৭ কোটি টাকার এফডি ফ্রিজের পর এবার ‘নজরে’ ঘনিষ্ঠদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। অনুব্রত-ঘনিষ্ঠ ১০-১২ জনের নাম উল্লেখ করে ৬টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে পাঠানো হল চিঠি, খবর সূত্রের।

WB News Live: গাড়িতে আসছেন সুকন্যা, এখন কলকাতার পথে

হাইকোর্টের তলব পেয়ে বীরভূমের বাড়ি থেকে আজ সকালে বেরোলেন অনুব্রত-কন্যা সুকন্যা। অনুব্রত কন্যার বিরুদ্ধে অভিযোগ, টেট পাস না করেই প্রাইমারি স্কুলে চাকরি পান সুকন্যা। শুধু তাই নয়, চাকরি পাওয়ার পর একদিনও স্কুলে যাননি। বাড়িতেই পাঠিয়ে দেওয়া হত রেজিস্টার। তার প্রেক্ষিতেই অনুব্রত-কন্যাকে হাইকোর্টে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

West Bengal Live News: বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর ভাইরাল হওয়া মন্তব্য ঘিরে বিতর্ক

বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর ভাইরাল হওয়া মন্তব্য ঘিরে বিতর্ক। নাম না করে দুর্নীতি নিয়ে অনুব্রত মণ্ডলকে নিশানা। উনি বিজেপি সাজার চেষ্টা করছেন, আক্রমণে তৃণমূল। বাস্তব কথাই বলেছেন, উপাচার্যের পাশে দাঁড়িয়ে মন্তব্য বিজেপির। বিশ্বভারতীর উপাচার্যের মন্তব্যের সমালোচনায় সরব আশ্রমিকরা। ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।

WB News Live: হাইকোর্টের তলব পেয়ে হাজিরা দিতে বেরোলেন অনুব্রত-কন্যা

হাইকোর্টের তলব পেয়ে বীরভূমের বাড়ি থেকে আজ সকালে বেরোলেন অনুব্রত-কন্যা সুকন্যা। বোলপুরের বাড়ি থেকে বেরিয়েছেন অনুব্রতর ভাইপো ও এই মামলায় অপর অভিযুক্ত সাত্যকি মণ্ডল। গতকালই স্কুলে চাকরিতে বেনিয়মের অভিযোগে সুকন্যা মণ্ডল-সহ ৬ জনকে হাজিরার নির্দেশ দেয় হাইকোর্ট। 

West Bengal Live News: চাকরি নিয়েও সিবিআই স্ক্যানারে অনুব্রত-কন্যা

কোটি কোটি টাকার সম্পত্তি নিয়ে সিবিআইয়ের স্ক্যানারে থাকার পাশাপাশি, এবার স্কুলে চাকরি নিয়েও বিতর্কের মুখে অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল। চাকরিতে বেনিয়মের অভিযোগে, আজ, সুকন্যা-সহ অনুব্রতর আত্মীয়, ঘনিষ্ঠ মিলিয়ে ৬ জনকে হাজিরার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সূত্রের খবর, আজ আদালতে সুকন্যার হাজিরা দেওয়ার সম্ভাবনা রয়েছে। অনুব্রতর আত্মীয় ও ঘনিষ্ঠরাও আজ হাইকোর্টে হাজির হবেন বলে সূত্রের খবর। 

WB News Live: গরুপাচারের তদন্তে নতুন তথ্য, দাবি সিবিআইয়ের

বীরভূমে বসেই মুর্শিদাবাদের কিছু জায়গায় গরুপাচার কন্ট্রোল করা হতো। অনুব্রতর হয়ে কাজ করতেন দেহরক্ষী সায়গল হোসেন। অন্যদিকে, ব্যবসায়ী এনামুল হকের তরফে হয়ে পাচার সামলাতে হাজির থাকত ইলামবাজারের গরুর হাটের দালাল শেখ আব্দুল লতিফ। সিবিআই সূত্রে দাবি,গরুপাচারের তদন্তে তাদের হাতে এসেছে নতুন তথ্য। 


 

West Bengal Live News: ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়কের জামিন মঞ্জুর

হাওড়ায় গাড়ি থেকে ৫০ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ক সহ ৫ জনের জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। শর্তসাপেক্ষে তাঁদের ৩ মাসের অন্তর্বর্তী জামিন দিল ডিভিশন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি ১০ নভেম্বর।

WB News Live: চাকরির প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ

চাকরির প্রতিশ্রুতি দিয়ে মেটিয়াবুরুজে মহিলাকে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত স্থানীয় তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ বলে পরিচিত এক ব্যক্তি। নাদিয়াল থানায় অভিযোগ দায়ের। অভিযুক্তর খোঁজে চলছে তল্লাশি। অভিযুক্ত তাঁর ঘনিষ্ঠ নন, দাবি বিধায়কের।

West Bengal Live News: এবার বোমা-হুঁশিয়ারি বিজেপি বিধায়কের মুখে

একটি বোমা মারলে ১০টি বোমা মারার ক্ষমতা নিয়ে এগিয়ে যাওয়ার নিদান দিলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। বাগদায় বিজেপির উদ্বাস্তু সেলের একটি পথসভায় তিনি বলেন, 'বিজেপি কর্মীরা প্রস্তুত হয়ে আছে ১টি বোমা মারলে ১০টি বোমা মারার ক্ষমতা নিয়ে এগিয়ে যাবে। তবে বোমা মারতে বলছি না, কিন্তু তোমরা বোমা মারলে আমরা বসে থাকব না।' 

WB News Live: বিস্ফোরক বাগ কমিটির সদস্য

নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে, এই প্রথম বার মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন কমিটির অন্যতম সদস্য আইনজীবী অরুণাভ বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাতকারে, বেআইনি নিয়োগের তদন্তে উঠে আসা একাধিক বিস্ফোরক তথ্য তিনি তুলে ধরেছেন।

West Bengal Live News: ১৭ কোটি ফিক্সড ডিপোজিট! ফ্রিজ করল সিবিআই

গরু পাচার মামলার তদন্তে নেমে, অনুব্রত মণ্ডল ও তাঁর আত্মীয়দের প্রায় সতেরো কোটি টাকার ফিক্সড ডিপোজিট ফ্রিজ করল সিবিআই। কিন্তু কোথা থেকে এল এত টাকা? গরুপাচারকাণ্ডে লেনদেনেই কি এত টাকা? সব দিক খতিয়ে দেখছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

WB News Live: পোলবায় রেশন চুরির অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল প্রধান

হুগলির পোলবায় দুঃস্থ ও বিশেষভাবে সক্ষমদের বিনামূল্যের রেশন সামগ্রী চুরির অভিযোগ উঠল তৃণমূল প্রধানের বিরুদ্ধে। প্রায় ৪ বছর ধরে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ গ্রাহকদের। অভিযোগ অস্বীকার তৃণমূল প্রধানের।

প্রেক্ষাপট


গরুপাচারকাণ্ডের (Cow Smuggling Case) তদন্তে অনুব্রত (Anubrata Mondal)-সহ আত্মীয়দের কোটি কোটি টাকার হদিশ। ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে থাকা প্রায় ১৭ কোটি ফ্রিজ করল সিবিআই।

কীভাবে অনুব্রতর অ্যাকাউন্টে টাকার ভাণ্ডার? তদন্তে সিবিআই (CBI)। আরও বেরোবে, খোঁচা বিরোধীদের। ব্যাঙ্কে টাকা তো কালো নয়, পাল্টা তৃণমূল। 


টেট (TET) পাস না করেই অনুব্রত-কন্যার চাকরি! যেতেন না স্কুলে, বাড়িতেই আসত হাজিরার রেজিস্টার! বিস্ফোরক অভিযোগে হাইকোর্টে (High Court) মামলা। টেট পাস না করেই স্কুলে চাকরি! অভিযোগ পেয়েই অনুব্রত-কন্যা-সহ ৬ ঘনিষ্ঠকে হাইকোর্টে তলব। আজ হাজিরার নির্দেশ। টেট পাসের দাবি ঘনিষ্ঠের।


প্রভাবশালীদের সংস্থায় ঋণ হিসেবে লগ্নি করেই সাদা হত গরু পাচারের কালো টাকা! অনুব্রত-কন্যার কোম্পানিতেও ৪ কোটি টাকা ঋণ। তথ্য সিবিআইয়ের হাতে।


ফার্ম, রাইস মিল থেকে রিয়েল এস্টেট। অনুব্রতর সম্পত্তির খোঁজে সিবিআইয়ের নজরে পরপর কোম্পানি। লতিফ নিয়ে নিজাম প্যালেসে জেরা। 


মণ্ডল পরিবারের নামে একাধিক কোম্পানির ব্যালান্স শিট। কোথায় কত বিনিয়োগ? অনুব্রতর অ্যাকাউন্ট্যান্টকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। 


চাকরি চুরি বিতর্কে তৃণমূল-বিজেপিকে (BJP) একযোগে আক্রমণ সিপিএমের (CPIM)।অনুব্রতর আত্মীয় সুমিত মণ্ডল বিজেপি যুব মোর্চার সম্পাদক। ছবি পোস্ট করে দাবি সেলিমের। 


নিয়োগ দুর্নীতিতে কোর্টের নজরে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) দেহরক্ষীর ১০ ঘনিষ্ঠ। সিবিআইয়ের কাছে যাওয়ার নির্দেশ। কীভাবে চাকরি? প্রশ্ন হাইকোর্টের। অর্পিতার পরে এবার পার্থ। জেলে গিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ইডির (ED) ম্যারাথন জেরা। এসএসসির ২ প্রাক্তন কর্তার ফের সিবিআই হেফাজত। কীভাবে হয়েছিল নিয়োগ দুর্নীতি? কোন ম্যাজিকে মাত্র ৩ দিনেই শেষ বেশিরভাগ নিয়োগ? বিস্ফোরক বাগ কমিটির সদস্য।


 এসএসসির পরে এবার ২০১৪, ১৭-র টেট উত্তীর্ণদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী। আশ্বস্ত হলেও, মিলল না সবার চাকরির নিশ্চয়তা। 


'নেত্রীকে চোর বললে কর্মীরা জিভ টেনে ছিঁড়ে নেবে', অনুব্রতর সুরেই এবার ভগবানগোলার তৃণমূল বিধায়কের হুঙ্কার।


বিজেপি সংসদীয় বোর্ড থেকে বাদ নিতিন, শিবরাজ! এ বারও ঠাঁই হল না যোগীর। দলের সর্বোচ্চ নীতিনির্ধারক কমিটিতে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা। 


নোটকাণ্ডে ঝাড়খণ্ডের (Jharkhand) ৩ সাসপেন্ডেড বিধায়ক-সহ ৫জনের জামিন। থাকতে হবে কলকাতাতেই (Kolkata)। সপ্তাহে একদিন আইও-র কাছে হাজিরার নির্দেশ।


 শাসনে রাজ্য পুলিশের এসটিএফের (STF) জালে ২ সন্দেহভাজন আল-কায়দা জঙ্গি। ইউএপিএ (UAPA) ধারায় মামলা। ধৃতদের জেরা করে ১৭জনের নাম পাওয়ার দাবি। 


মোহনবাগানের পর ইস্টবেঙ্গল, মহমেডানের উন্নয়নেও ৫০ লক্ষ টাকা অনুদান। রাজ্যে তৈরি হবে ক্রীড়া বিশ্ববিদ্যালয়, ঘোষণা মুখ্যমন্ত্রীর।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.