West Bengal News Live: রবিনসন স্ট্রিটের ছায়া জলপাইগুড়ির কোতোয়ালিতে, স্বামীর দেহ আগলে স্ত্রী

West Bengal News Live: বেলুড় মঠে আজ থেকেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গেল। মণ্ডল পরিবারের চালকলে সিবিআই হানা। ভাদ্রর শুরুতেই ফের দুর্যোগের ভ্রুকুটি।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 19 Aug 2022 11:26 PM
WB News Live: অনুব্রত মণ্ডলের মেয়ে ও প্রয়াত স্ত্রীর নামে থাকা রাইস মিলে হদিশ মিলল

পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার পর এবার অনুব্রত মণ্ডলের মেয়ে ও প্রয়াত স্ত্রীর নামে থাকা রাইস মিলে হদিশ মিলল একাধিক বিলাসবহূল গাড়ির! আর এ নিয়েই এখন শুরু হয়েছে রাজনৈতিক বাগযুদ্ধ।

WB News Live Update: ভগবানগোলার পরে এবার মুর্শিদাবাদের নওদা

ভগবানগোলার পরে এবার মুর্শিদাবাদের নওদা। নতুন ব্লক সভাপতিকে ঘিরে ফের প্রকাশ্যে  তৃণমূলের অন্দরের ক্ষোভ। নওদায় ব্লক তৃণমূলের নতুন সভাপতির কর্তৃত্ব মানতে নারাজ তৃণমূল বিধায়ক ও তাঁর অনুগামী জনপ্রতিনিধিরা। এই নিয়ে তেতে উঠেছে নওদার রাজনীতি। ব্লক তৃণমূলের নতুন সভাপতি শফিউজ্জামান শেখ অবশ্য বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ।

WB News Live: আমূলের জন্মাষ্টমীর বিজ্ঞাপনেও লাগল রাজনীতির রং

আমূলের জন্মাষ্টমীর বিজ্ঞাপনেও লাগল রাজনীতির রং। শুক্রবার এই বিজ্ঞাপন সামনে এসেছে, যেখানে বিজ্ঞাপনে লেখা হয়েছে - কেষ্টা ব্যাটাই চোর। অনুব্রত মণ্ডলের গ্রেফতারির আবহে, এই বিজ্ঞাপন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

WB News Live: রবিনসন স্ট্রিটের ছায়া জলপাইগুড়ির কোতোয়ালিতে

রবিনসন স্ট্রিটের ছায়া জলপাইগুড়ির কোতোয়ালিতে। স্বামীর মৃত্যুর পর ৩ দিন তাঁর দেহ আগলে রাখলেন স্ত্রী। মাকে সঙ্গ দিলেন মেয়ে। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম অজিত কর্মকার। বছর ৮০-র ওই অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর মৃত্যু হয় কয়েক দিন আগে। কিন্তু দেহ আগলে বসে ছিলেন স্ত্রী ও মেয়ে। এদিন এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে পুলিশে খবর দেন বাসিন্দারা। পুলিশ এসে পচাগলা দেহ উদ্ধার করে। প্রতিবেশীদের অভিযোগ, মা-মেয়ে মিলেই খুন করেছেন অজিতকে। দেহ উদ্ধারের পর মৃতের মেয়ে ও স্ত্রীকে মারধর করেন মৃতের বোন। মা ও মেয়েকে আটক করেছে পুলিশ।

WB News Live: দলের নির্দেশ অমান্য করে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী বলে অভিযোগ

দলের নির্দেশ অমান্য করে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী। যা নিয়ে ইতিমধ্যেই দুই সাংসদকেই চিঠি দিয়েছেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। যদিও, দিব্যেন্দু অধিকারীর বক্তব্য, কোনও হুইপ চলে না, দল ব্যবস্থা নিলে নিতে পারে। দলের তরফ থেকে কোনও চিঠি পাননি বলেও দাবি করেছেন তমলুকের সাংসদ।

West Bengal News Live: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ৪০০

রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত শেষ বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৪০০জন। মোট আক্রান্তের সংখ্যা এখন ২১ লক্ষ ৪ হাজার ১৬১। শেষ ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫ জনের। 

WB News Live: টর্নেডোয় লন্ডভন্ড সন্দেশখালি, ধূলিসাৎ কাঁচা বাড়ি

টর্নেডোয় লন্ডভন্ড সন্দেশখালি, ধূলিসাৎ কাঁচা বাড়ি। নবান্নে খোলা হল কন্ট্রোল রুম। সতর্ক করা হল জেলাগুলিকে। উপকূলবর্তী অঞ্চলে মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। 

West Bengal News Live: দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা, হাওড়া, হুগলিতে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা। দিঘায় শুরু বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া। 

WB News Live: উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ পরিণত অতি গভীর নিম্নচাপে

উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ পরিণত অতি গভীর নিম্নচাপে। দিঘা থেকে ১৪০ কিলোমিটার দূরে ও সাগর থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থান। 

West Bengal News Live: মানিকতলায় নবম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু

মানিকতলায় নবম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু। ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। ভাল মেয়ে হতে পারলাম না, উল্লেখ সুইসাইড নোটে।

WB News Live: 'তিলপাড়া ব্যারেজ সংস্কারের কাজ পাইয়ে দিতে ১০ কোটি টাকা চেয়েছিলেন অনুব্রত'

তিলপাড়া ব্যারেজ সংস্কারের কাজ পাইয়ে দিতে ১০ কোটি টাকা চেয়েছিলেন অনুব্রত মণ্ডল। 'অনুব্রতর ঘরেই দিয়েছি ৫ কোটি ৬৩ লক্ষ টাকা', বিস্ফোরক সিউড়ির ব্যবসায়ী।

West Bengal News Live: বোলপুরের ভোলে ব্যোম রাইস মিলে ৬ ঘণ্টার বেশি তল্লাশি সিবিআইয়ের

বোলপুরের ভোলে ব্যোম রাইস মিলে ৬ ঘণ্টার বেশি তল্লাশি সিবিআইয়ের। রাইস মিলের গ্যারাজে একাধিক বিলাসবহুল গাড়ির হদিশ। যদিও কোনও গাড়ি অনুব্রত মণ্ডলের নামে নয়। WB 54U 6666 নম্বরের ফোর্ড এন্ডেভার গাড়িটি প্রবীর মণ্ডলের নামে। WB 54Z 4176 নম্বরের এসইউভি সতীর্থ চ্যারিটেবল ট্রাস্টের নামে। গ্যারাজে পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার লাগানো এসইউভি। WB 54U 6666 নম্বরের গাড়িতেই ৭ অগাস্ট চিনার পার্কে এসেছিলেন অনুব্রত। WB 54U 6666 নম্বরের ‘ফোর্ড এন্ডেভার’ ভোলে ব্যোম রাইস মিলে। WB 54Z 4176 নম্বরের এসইউভি-ও ভোলে ব্যোম রাইস মিলে। এই গাড়িতেই এসএসকেএমে এসেছিলেন বীরভূম তৃণমূলের সভাপতি। WB54W 9555 গাড়িটিও অনুব্রত মণ্ডলের নামে নয়।

WB News Live: বোলপুরে ভোলে ব্যোম রাইস মিলে গাড়ি রহস্য

বোলপুরে ভোলে ব্যোম রাইস মিলে গাড়ি রহস্য। গ্যারাজে একাধিক বিলাসবহুল গাড়ির হদিশ মিলেলও, তার একটিও অনুব্রত মণ্ডলের নয় বলে সূত্রের খবর। তবে কার গাড়ি সেগুলি? ঘনীভূত রহস্য। আর এই ফোর্ড এন্ডেভার গাড়িটি যাঁর নামে, সেই ব্যবসায়ী প্রবীর মণ্ডল বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতির বিরুদ্ধে।

West Bengal News Live: 'অনুব্রতর বিরুদ্ধে যেটুকু অভিযোগ সেটা ওঁর মেয়েকে ঘিরে’

‘পার্থর বান্ধবীর বাড়ি থেকে ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে। অনুব্রতর থেকে সেরকম কোনও টাকা উদ্ধার হয়নি। সুতরাং দুটো কেস আলাদা। অনুব্রতর বিরুদ্ধে যেটুকু অভিযোগ সেটা ওঁর মেয়েকে ঘিরে’, প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ সৌগত রায়ের।

WB News Live: ভোলে ব্যোম রাইস মিলের ডিরেক্টর পদে ২ জনের নাম, সিবিআই সূত্রে খবর

বোলপুরে ভোলে ব্যোম রাইস মিলে ৬ ঘণ্টা তল্লাশি সিবিআইয়ের। ভোলে ব্যোম রাইস মিলের ডিরেক্টর পদে ২ জনের নাম, সিবিআই সূত্রে খবর। রাইস মিলের ডিরেক্টর অনুব্রত-কন্যা সুকন্যা ও এক পরিচারক, সিবিআই সূত্রে খবর। 

West Bengal News Live: বোলপুরের ভোলে ব্যোম রাইস মিলের গ্যারাজে অনুব্রত-ব্যবহৃত একাধিক গাড়ি

বোলপুরের ভোলে ব্যোম রাইস মিলের গ্যারাজে অনুব্রত-ব্যবহৃত একাধিক গাড়ি। যদিও কোনও গাড়ি অনুব্রত মণ্ডলের নামে নয়। WB 54U 6666 নম্বরের ফোর্ড এন্ডেভার গাড়িটি প্রবীর মণ্ডলের নামে। 

WB News Live : শুধু অনুব্রত নয়, আরও অনেক নেতার নাম সামনে আসবে : সুকান্ত

'এখনও অনেক বাকি, শুধু অনুব্রত নয়, আরও অনেক নেতার নাম সামনে আসবে। ' কটাক্ষ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের।

WB News Live : বিস্ফোরক অভিযোগ সিউড়ির গাড়ি ব্যবসায়ী অরূপ ভট্টাচার্য

বিস্ফোরক অভিযোগ সিউড়ির গাড়ি ব্যবসায়ী অরূপ ভট্টাচার্যর । বললেন, ‘ঠিকাদারির বরাত পেতে অনুব্রতকে দিতে হয়েছিল গাড়ি। অনুব্রতর ট্র্যাপে পড়ে গিয়েছিলাম। টেন্ডার পাইয়ে দিতে ১০ কোটি টাকা চেয়েছিলেন অনুব্রত’

WB News Live : বেলুড় মঠে আজ প্রথা মেনে হল দুর্গা প্রতিমার কাঠামো পুজো

বেলুড় মঠে আজ প্রথা মেনে হল দুর্গা প্রতিমার কাঠামো পুজো। প্রতি বছর দুর্গা প্রতিমার বিসর্জনের পর কাঠামো তুলে এনে রাখা হয়। তারপর জন্মাষ্টমীর দিনই পুজো করা হয় সেই কাঠামো। সেইমতো আজ মন্দিরে মঙ্গলারতির পর কাঠামো পুজো করা হয়।

WB News Live : ভাদ্রর শুরুতেই ফের দুর্যোগের ভ্রুকুটি

ভাদ্রর শুরুতেই ফের দুর্যোগের ভ্রুকুটি। বঙ্গোপাসগরে তৈরি হচ্ছে অতি গভীর নিম্নচাপ। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। 

WB News Live : মানিকতলায় নবম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু

মানিকতলায় নবম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু। ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। ভাল মেয়ে হতে পারলাম না, উল্লেখ সুইসাইড নোটে।

WB News Live : চালকল কেনার টাকা কোথায় পেল মণ্ডল পরিবার? জানতে চায় সিবিআই

 গরু পাচারের সঙ্গে রাইস মিলের কী যোগাযোগ? চালকল কেনার টাকা কোথায় পেল মণ্ডল পরিবার? জানতে চায় সিবিআই। কাল অনুব্রতকে ফের আদালতে পেশ।

WB News Live : 'পার্থ চট্টোপাধ্যায় ক্যান্সার!' দলের প্রাক্তন মহাসচিবকে বেনজির আক্রমণ তৃণমূলের পুরপ্রধানের

'পার্থ চট্টোপাধ্যায় ক্যান্সার! অন্যায় করেছিলেন! তাই কেটে বাদ দিয়েছে!' দলের প্রাক্তন মহাসচিবকে বেনজির আক্রমণ নিউ ব্যারাকপুর পুরসভার তৃণমূলের পুরপ্রধান প্রবীর সাহার। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। তবে বিষয়টিকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক বেধেছে!

Anubrata Mondal Case : ৩ ঘণ্টা পার, মণ্ডল পরিবারের চালকলে তল্লাশি চলছে

এবার মণ্ডল পরিবারের চালকলে সিবিআই হানা। ৩ ঘণ্টা পার। বোলপুরে ভোলে ব্যোম রাইস মিলে তল্লাশি চালাচ্ছে সিবিআই। 

WB News Live Update : বোলপুরের ভোলে ব্যোম রাইস মিলের গ্যারাজে অনুব্রতর একাধিক গাড়ি

বোলপুরের ভোলে ব্যোম রাইস মিলের গ্যারাজে অনুব্রতর একাধিক গাড়ি । পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার লাগানো গাড়িও রয়েছে গ্যারাজে । WB 54U 6666 নম্বরের গাড়িতেই ৭ অগাস্ট চিনার পার্কে এসেছিলেন অনুব্রত । WB 54U 6666 নম্বরের ‘ফোর্ড এন্ডেভার’ ভোলে ব্যোম রাইস মিলে । অনুব্রতর ব্যবহার করা আরও একটি গাড়ি রাইস মিলের গ্যারাজে। WB 54Z 4176 নম্বরের এসইউভি-ও ভোলে ব্যোম রাইস মিলে । এই গাড়িতেই এসএসকেএমে এসেছিলেন বীরভূম তৃণমূলের সভাপতি। 

West Bengal News Live : বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ ১৮ মৎস্যজীবী

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ ১৮ মৎস্যজীবী । দুর্যোগের পূর্বাভাস পেয়ে ফেরার সময় বিপত্তি । কেঁদো দ্বীপের কাছে চড়ায় ধাক্কা মেরে উল্টে যায় ট্রলার । মৎস্যজীবীদের খোঁজে সাহায্য নেওয়া হচ্ছে উপকূলরক্ষী বাহিনীর । 

Anubrata Mondal Case Live : ভোলে ব্যোম রাইস মিলে দামি দামি গাড়ির মালিক কে?

 ভোলে ব্যোম রাইস মিলে ভিতরে অন্তত ৬টি গ্যারাজ। দাঁড়িয়ে সার সার দামি গাড়ি। মালিক কে? মুখে কুলুপ কর্মীদের।

WB News Live : শুরুতে ভোলে ব্যোম রাইস মিলে সিবিআইকে ঢুকতে বাধা

 ফের সিবিআইকে অসহযোগিতার অভিযোগ। শুরুতে ভোলে ব্যোম রাইস মিলে সিবিআইকে ঢুকতে বাধা। প্রায় ৪০ মিনিট পর খুলল গেট।

WB News Live : ১৭ কোটি বাজেয়াপ্তর পর এবার সিবিআইয়ের নজরে অনুব্রত-ঘনিষ্ঠদের অ্যাকাউন্ট

বেনামি অ্যাকাউন্টেও থাকতে পারে গরু পাচারের টাকা। ১৭ কোটি বাজেয়াপ্তর পর এবার সিবিআইয়ের নজরে অনুব্রত-ঘনিষ্ঠদের অ্যাকাউন্ট। ৬টি ব্যাঙ্কে চিঠি সিবিআইয়ের।

WB News Live : TMC দলটাই ক্যান্সারে আক্রান্ত, খোঁচা বিজেপির

দলের প্রাক্তন মহাসচিবের উদ্দেশ্যে বিস্ফোরক নিউ ব্যারাকপুরের তৃণমূল পুরপ্রধান। গোটা দলটাই ক্যান্সারে আক্রান্ত, খোঁচা বিজেপির।

WB News Live : সময়ে সবকিছু প্রমাণ হবে, কেউ ছাড় পাবে না, বিস্ফোরক পার্থ

 সঠিক সময়ে সবকিছু প্রমাণ হবে, কেউ ছাড় পাবে না। আদালতে বিস্ফোরক পার্থ। নিশানায় কে? নাম বলুন, ঢোকানোর ব্যবস্থা করে দেব, হুঙ্কার সুকান্তর। 

Anubrata Mondal Case Update : গাড়িরমালিক কে? মুখে কুলুপ কর্মীদের

ভোলে ব্যোম রাইস মিলে ভিতরে অন্তত ৬টি গ্যারাজ। দাঁড়িয়ে সার সার দামি গাড়ি। মালিক কে? মুখে কুলুপ কর্মীদের।

Anubrata Mondal CBI Update : দীর্ঘক্ষণ অপেক্ষার পর গেট খুলল ভোলে ব্যোম রাইস মিলের গেট

বোলপুরে ভোলে ব্যোম রাইস মিলে সিবিআই হানা । দীর্ঘক্ষণ অপেক্ষার পর গেট খুলল ভোলে ব্যোম রাইস মিলের গেট । প্রায় ৪০ মিনিট পর রাইস মিলে ঢুকল সিবিআই টিম । রাইস মিলে ঢুকতেও সিবিআইকে বাধা দেওয়ার অভিযোগ । গেট না খোলায় প্রায় ৪০ মিনিট অপেক্ষা সিবিআই আধিকারিকদের । 

Anubrata Mondal News Update : বোলপুরে 'অনুব্রতর ভোলে ব্যোম রাইস মিলে' সিবিআইকে তল্লাশিতে বাধা

বোলপুরে ভোলে ব্যোম রাইস মিলে সিবিআইকে তল্লাশিতে বাধা । ভোলে ব্যোম রাইস মিলে ঢুকতে বাধা সিবিআইকে ।  ভোলে ব্যোম রাইস মিল অনুব্রত মণ্ডলের, দাবি স্থানীয়দের । ভোলে ব্যোম রাইস মিলের ডিরেক্টর পদে অনুব্রত-কন্যা সুকন্যা, খবর সূত্রের। 

Kolkata Weather Update : আগামী ২৪ ঘণ্টা গোটা দক্ষিণবঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টি

আজ ও আগামী ২৪ ঘণ্টা গোটা দক্ষিণবঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হবে উপকূলের জেলা, সংলগ্ন জেলা ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। 

Bengal Weather Update : আজ দুপুরেই অতি গভীর নিম্নচাপে পরিণত হবে, তারপর শুরু বৃষ্টি

ফের নিম্পচাপের বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। সেই গভীর নিম্নচাপ আজ দুপুরেই অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। 

Belur Durga Puja Live : আজ জন্মাষ্টমী, মন্দিরে মঙ্গলারতির পর কাঠামো পুজো

জন্মাষ্টমীর দিনই পুজো করা হয় সেই কাঠামো। সেইমতো আজ মন্দিরে মঙ্গলারতির পর কাঠামো পুজো করা হয়। সেইসঙ্গে শুরু হয় মণ্ডপ তৈরির কাজ। ফলে বেলুড় মঠে আজ থেকেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গেল। তবে তিথি অনুযায়ী, গতকাল সন্ধেয় বেলুড় মঠে জন্মাষ্টমীর পুজো হয়েছে।  

Durga Puja 2022 Update : বেলুড় মঠে আজ প্রথা মেনে হল দুর্গা প্রতিমার কাঠামো পুজো

বেলুড় মঠে আজ প্রথা মেনে হল দুর্গা প্রতিমার কাঠামো পুজো। প্রতি বছর দুর্গা প্রতিমার বিসর্জনের পর কাঠামো তুলে এনে রাখা হয়। তারপর জন্মাষ্টমীর দিনই পুজো করা হয় সেই কাঠামো। 

Partha Chatterjee Updaes : ' অনেকদিন ধরেই বলছেন, নামগুলি বলুন' , পার্থর মন্তব্য নিয়ে বললেন দিলীপ

 আদালতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের। গতকাল তৃণমূলের সদ্য প্রাক্তন মহাসচিব বলেন, সময় মতো সব প্রমাণ হবে, কেউ ছাড় পাবে না। কার উদ্দেশে এই মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়? এ’নিয়ে শুরু হয়েছে জল্পনা। অনেকদিন ধরেই বলছেন, নামগুলি বলুন, মন্তব্য দিলীপ ঘোষের।

Anubrata News Live : সুকন্যাকে দেখে আদালত চত্ত্বরে গরু চোর বিদ্রূপ

এবার অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যাকে দেখে আদালত চত্ত্বরে গরু চোর বিদ্রূপ করা হল। পাল্টা সামাজিক সম্মানহানির চেষ্টা ও রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলছে তৃণমূল।

WB News Update : 'দল অস্বস্তিতে', অকপট স্বীকারোক্তি সৌগত রায়ের

দল অস্বস্তিতে পড়েছে। দুর্নীতির অভিযোগে একের পর এক গ্রেফতারিতে, অকপট স্বীকারোক্তি তৃণমূল সাংসদ সৌগত রায়ের। তবে সেই সঙ্গে তাঁর দাবি, কিছু লোক দুর্নীতিগ্রস্ত হলেও, মানুষ তৃণমূলের পাশেই থাকবে।

WB News Update : ‘অপা’র জেল হেফাজতের মেয়াদ ফের বাড়ল

পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের জেল হেফাজতের মেয়াদ আরও বাড়ল। জামিনের আবেদন খারিজ করে, পার্থ চট্টোপাধ্যায়কে আরও ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত।

প্রেক্ষাপট

এক নজরে আজকের শিরোনাম ( Headlines )  ।  



  • সঠিক সময়ে সবকিছু প্রমাণ হবে, কেউ ছাড় পাবে না। আদালতে বিস্ফোরক পার্থ ( Partha Chatterjee  )। নিশানায় কে? নাম বলুন, ঢোকানোর ব্যবস্থা করে দেব, হুঙ্কার সুকান্তর। 

  • পাশে মমতা, আশ্বস্ত অনুব্রত ( Anubrata Mondal ) । প্রথমবার মুখ খুললেন এবিপি আনন্দে ( ABP Ananda ) । 

  • বিজেপির ট্র্যাপ, চাই ক্লিন ইমেজ। পার্থ-অনুব্রতর গ্রেফতারির মধ্যেই মন্ত্রিসভার বৈঠকে কড়া বার্তা মমতার। সব ফাইল দেখে ছাড়ার নির্দেশ।

  • হাইকোর্টে স্বস্তি অনুব্রত-কন্যার। হাজিরা দিতে হবে না সুকন্যা-সহ ৬ জনকে, জমা দিতে হবে না টেট-নথি। নির্দেশ প্রত্যাহার বিচারপতির। 

  • বাবার পর মেয়ে। এবার কোর্ট চত্বরেই উঠল স্লোগান।

  • নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করতেই স্কুল, অসংখ্য ভুয়ো কোম্পানি! পার্থর বিরুদ্ধে কোর্টে দাবি ইডির। ৬০টি অ্যাকাউন্ট থাকার দাবি। 

  • জেরার সময় নথি ছেঁড়ার চেষ্টা করেছিলেন পার্থ। কোর্টে দাবি ইডির। খারিজ জামিনের আর্জি। পার্থর সঙ্গে অর্পিতাকে জেলেই থাকতে হবে ১৪দিন।

  • অর্পিতার এলআইসি পলিসিতে পার্থর নম্বর। সেই নম্বরেই আসত প্রিমিয়াম জমার বার্তা। আদালতে দাবি ইডির। জামিন চাইলেন না অর্পিতা।

  • বীরভূমে বসেই কন্ট্রোল হত মুর্শিদাবাদের গরুপাচার। অনুব্রতর হয়ে কাজ করতেন দেহরক্ষী। এনামুলের তরফে চক্র সামলাত লতিফ, দাবি সিবিআই সূত্রে।

  • এনামুলের হয়ে জঙ্গিপুরে কাস্টমসের নিলামে ১৬ বার অংশ নিয়েছিল লতিফ। হাটে বিক্রি দেখাতে তৈরি করায় হয় জাল রসিদ, দাবি সিবিআই সূত্রে।

  • তৃণমূলের ১৯ নেতা-মন্ত্রীর পাল্টা বিরোধীদের ১৭! বিপুল সম্পত্তি বৃদ্ধির অভিযোগে বাম-বিজেপি-কংগ্রেসের ১৭ নেতার-সাংসদ-বিধায়কের বিরুদ্ধে মামলা। 

  • কীভাবে বিপুল সম্পত্তির অধিকারী? উৎসই বা কি? ১৭ বিরোধী নেতার বিরুদ্ধে জনস্বার্থ মামলা। পারলে প্রমাণ করুন, চ্যালেঞ্জ বাম-বিজেপির।

  • পাইলট কার, লাল বাতির গাড়ি ব্যবহার করতে পারবেন না মন্ত্রীরা। স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। কাজ নির্দিষ্ট করলেন প্রতিমন্ত্রীদের। 

  • পাঁচলার পর এবার হাওড়া স্টেশন। এবার বিহার-উত্তরপ্রদেশের ২ যুবকের কাছ থেকে প্রায় ৩৯ লক্ষ টাকার হদিশ। গয়না কিনতে টাকা আনার দাবি।

  • কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, হুগলি, জলপাইগুড়ি। উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। ৪ হাজারের বেশি আক্রান্ত। স্বাস্থ্য কর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.