West Bengal News Live: মহম্মদ আলি পার্কে পুজোর প্যান্ডেল তৈরির কাজ বন্ধ রাখতে নোটিস পুরসভার

West Bengal Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 20 Aug 2022 10:57 PM
West Bengal News Live: মহম্মদ আলি পার্কে পুজোর প্যান্ডেল তৈরির কাজ বন্ধ রাখতে নোটিস পুরসভার

মহম্মদ আলি পার্কে পুজোর প্যান্ডেল তৈরির কাজ বন্ধ রাখতে নোটিস পুরসভার। ‘পার্কের ভূগর্ভস্থ জলাধার বহু পুরনো, জরাজীর্ণ। দুর্ঘটনার আশঙ্কা থেকে প্যান্ডেল তৈরির কাজ বন্ধ রাখতে বলা হচ্ছে’, মহম্মদ আলি পার্ক পুজো কমিটিকে নোটিস পুরসভার ডিজি ওয়াটার সাপ্লাইয়ের। 

WB Live Updates: বিজেপির নবান্ন চলো অভিযান কর্মসূচির দিনক্ষণ পরিবর্তন হতে পারে

৭ সেপ্টেম্বর বিজেপির নবান্ন চলো অভিযানের ডাক দিয়েছিল, সেই কর্মসূচির দিনক্ষণ পরিবর্তন হতে পারে। সূত্রের খবর, আগামী ৭ তারিখ আদিবাসীদের করম উত্‍সবের প্রেক্ষিতে দিন পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। দলীয় নেতৃত্বের একাংশের বক্তব্য করম উত্‍সবের জন্য ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ার মতো জেলাগুলিতে ৬, ৭ ও ৮ সেপ্টেম্বর তিন দিন ধরে চলবে করম পুজো। 

West Bengal News Live: জলপাইগুড়ির রাজগঞ্জে বিহারের নম্বর লেখা গাড়ি থেকে উদ্ধার লক্ষাধিক টাকা

জলপাইগুড়ির রাজগঞ্জে বিহারের নম্বর লেখা গাড়ি থেকে উদ্ধার লক্ষাধিক টাকা। আর্মি স্টিকার লাগানো ২টি গাড়িই বাজেয়াপ্ত করেছে পুলিশ। ৭ জনকে আটক করা হয়েছে। কোথা থেকে এল এত টাকা, তা নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ।

WB Live Updates: পঞ্চায়েত ভোটের আগে প্রশাসনকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

পঞ্চায়েত ভোটের আগে প্রশাসনকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। ‘পঞ্চায়েতে দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। গ্রামোন্নয়ন প্রকল্পে টাকার গরমিল ধরা পড়লেই এফআইআর করতে হবে।' জেলাশাসকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর।

West Bengal News Live: বাড়ছে ডেঙ্গি, শহরবাসীকে সচেতনতার বার্তা দিলেন কলকাতা পুরসভার মেয়র

শহরে ডেঙ্গি নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে শহরবাসীকে সচেতনতার বার্তা দিলেন কলকাতা পুরসভার মেয়র। ডেঙ্গি প্রতিরোধে যে পুরকর্মীরা কাজ করেন, তাঁদের নিয়ে ওয়ার্কশপের আয়োজন করেছিলেন ৩ নম্বর বরোর চেয়ারম্যান।

WB Live Updates: তদন্তে একশো শতাংশ সহযোগিতা করছেন বলে দাবি করেছেন অনুব্রত মণ্ডল

খারিজ হল জামিনের আবেদন। ফের সিবিআই হেফাজতে অনুব্রত মণ্ডল। তদন্তে একশো শতাংশ সহযোগিতা করছেন বলে দাবি করেছেন অনুব্রত মণ্ডল। যদিও, আদালতে তাঁর বিরুদ্ধে সম্পূর্ণ অসহযোগিতা করার অভিযোগ করেছে সিবিআই।

West Bengal News Live: আজ থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি

আজ থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি। পশ্চিমাঞ্চলের জেলাগুলি ছাড়া অন্যত্র বৃষ্টি কমবে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

WB Live Updates: আসানসোল আদালতে ঢোকা-বেরোনোর সময় অনুব্রতকে উদ্দেশ্য করে উঠল 'গরুচোর' স্লোগান

আসানসোল আদালতে ঢোকা-বেরোনোর সময় অনুব্রতকে উদ্দেশ্য করে উঠল 'গরুচোর' স্লোগান। ঘড়ির মোড়ে রাস্তায় মাগুর মাছ ছেড়ে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। পাল্টা স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা। এরপরই বচসা-হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু’পক্ষ।

West Bengal News Live: তৃণমূলের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহারের অভিযোগ

তৃণমূলের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহারের অভিযোগ। ধর্মতলার পর বিজেপির রাজ্য দফতরের সামনে তৃণমূলের বিক্ষোভ। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একদিকে তৃণমূল, উল্টোদিক থেকে স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা। 

WB Live Updates: 'CBI-এর ভয় দেখিয়ে মমতাকে রোখা যাবে না', নিউ মার্কেট চত্বরে দেখা গেল নতুন হোর্ডিং

অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে পথে নেমেছে তৃণমূল। একের পর এক নেতার মুখে শোনা গেছে হুঁশিয়ারির সুর। আর এবার CBI-এর ভয় দেখিয়ে মমতাকে রোখা যাবে না বলে কলকাতার নিউ মার্কেট চত্বরে দেখা গেল নতুন হোর্ডিং। সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি।

West Bengal News Live: দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ভরতগড়ে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ভরতগড়ে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন। গুলিও চলে বলে দাবি স্থানীয়দের। মৃতের নাম জানে আলম গাজি। স্থানীয় সূত্রে খবর, আজ সকালে বাজার থেকে বাড়ি ফেরার পথে, কয়েকজন দুষ্কৃতী ওই তৃণমূল কর্মীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে, গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কুপিয়ে খুন করে। 

WB Live Updates: ‘দলের সঙ্গে আছি, দলের সঙ্গেই ছিলাম,' এসএসকেএমে থেকে বেরনোর সময় বললেন পার্থ চট্টোপাধ্যায়

‘দলের সঙ্গে আছি, দলের সঙ্গেই ছিলাম।' এসএসকেএমে থেকে বেরনোর সময় বললেন পার্থ চট্টোপাধ্যায়। ‘ভাল নেই, ভাল থাকার চেষ্টা করছি,’ এর আগে বলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। 

West Bengal News Live: নিম্নচাপ ঝাড়খণ্ড ও ছত্তীসগঢ়ের দিকে সরে গেলেও তার প্রভাব আজও থাকবে

নিম্নচাপ ঝাড়খণ্ড ও ছত্তীসগঢ়ের দিকে সরে গেলেও তার প্রভাব আজও থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজ কলকাতায় আবহাওয়ার উন্নতি হবে। কমবে বৃষ্টি। 

WB Live Updates: 'চোর'-দের ধরে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বর্ধমানে বিজেপির বিক্ষোভ মিছিল

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়। গরু পাচার মামলায় গ্রেফতার তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। চোরেদের ধরে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বর্ধমানে বিজেপির বিক্ষোভ মিছিল। নেতৃত্বে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

West Bengal News Live: ফের সিবিআই হেফাজত অনুব্রতর, ৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ আদালতের

ফের সিবিআই হেফাজত অনুব্রতর। ৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ আদালতের। ২৪ অগাস্ট পর্যন্ত সিবিআই হেফাজত অনুব্রতর। অনুব্রতর শারীরিক অসুস্থতার যুক্তি খারিজ আদালতের। সিবিআইয়ের প্রভাবশালীতত্ত্বে সিলমোহর। 

WB Live Updates: প্রেসিডেন্সি জেলে অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়

প্রেসিডেন্সি জেলে অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়। নিয়ে যাওয়া হচ্ছে এসএসকেএম হাসপাতালে।

West Bengal News Live: আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়ার রাস্তায় কংগ্রেসের বিক্ষোভ

আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়ার রাস্তায় কংগ্রেসের বিক্ষোভ। আসানসোল ঘড়ির মোড়ে রাস্তায় মাগুর মাছ ছেড়ে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। ঘটনাস্থলে তৃণমূল কর্মীরা পৌঁছলে উত্তেজনা। দু’পক্ষের বচসা, হাতাহাতি।

Anubrata Mandal Arrested: ‘গরু ও কয়লাপাচারের টাকা ট্রাস্ট বা এনজিও-র মাধ্যমে সাদা করা হয়েছে’, অবিজেপি নেতা তরুণজ্যোতির

‘গরু ও কয়লাপাচারের টাকা ট্রাস্ট বা এনজিও-র মাধ্যমে সাদা করা হয়েছে’, সিবিআই তদন্ত চলাকালীন বিস্ফোরক দাবি বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির। ‘৪টি ট্রাস্টের মাধ্যমে কালো টাকা সাদা করেছেন অনুব্রত। গোবিন্দপুর-শেফালি সেবা সমিতি, স্বাধীন চ্যারিটেবল ট্রাস্টের নামে কালো টাকা সাদা। একই কাজ হয় সতীর্থ চ্যারিটেবল ট্রাস্ট, এসবিজে আইটিআই প্রাইভেট লিমিটেডের আড়ালে। মলয় পিটকে সামনে রেখে কালো টাকা সাদা করেন অনুব্রত’, বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির। শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের কর্ণধার মলয় পিট একাধিক ট্রাস্টের সঙ্গে জড়িত। ট্রাস্টের মাধ্যমে কোনও কালো টাকা সাদা করা হয়নি। সমস্ত আইনি নথি আছে, আদালতে জমা দেব’,তরুণজ্যোতির অভিযোগ খারিজ করে পাল্টা দাবি মলয় পিটের।

WB Live Updates: তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের ‘খেলা হবে’ দিবসের ফুটবল ম্যাচের জার্সিতে নেই মমতা-অভিষেকের ছবি!

তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের ‘খেলা হবে’ দিবসের ফুটবল ম্যাচের জার্সিতে নেই মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি! বদলে ছবি দেওয়া হয়েছে স্থানীয় ব্লক সভাপতির। যা নিয়ে বিতর্ক তুঙ্গে উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়। এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

Anubrata Mandal Arrested: অনুব্রত মণ্ডলের জামিনের আর্জি খারিজ, হেফাজত বাড়ল আরও

জামিনের আর্জি খারিজ হয়ে গেল অনুব্রত মণ্ডলের। আসানসোল সিবিআই আদালত তাঁর জামিন মঞ্জুর করল না। বরং ২৪ অগাস্ট পর্যন্ত হেফাজত বাড়ল তাঁর। 

West Bengal News Live: মালদার ইংরেজবাজারে মদের আসরে শ্যুটআউট

এবার মালদার ইংরেজবাজারে মদের আসরে শ্যুটআউট। গতকাল রাত ১০টা নাগাদ নঘরিয়া গ্রামে দুই বন্ধুর মধ্যে বচসার জেরে গুলি চলে। অভিযোগ, মণিরুল খানকে লক্ষ্য করে গুলি চালায় রকি শেখ। নাকে গুলি লাগে মণিরুলের। গুলিবিদ্ধ যুবক নার্সিংহোমে চিকিত্সাধীন। ইংরেজবাজার থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পর থেকেই ফেরার অভিযুক্ত রকি শেখ। 

WB Live Updates: কলকাতার পর মালদার চাঁচল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে ফ্লেক্স

কলকাতার পর মালদার চাঁচল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে রহস্যময় ফ্লেক্স। চাঁচলের দু’ জায়গায় এই ফ্লেক্স দেখা যায়। ফ্লেক্সে লেখা, আগামী ৬ মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল। নীচে লেখা, যেমনটা সাধারণ মানুষ চায়।সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। তবে নতুন তৃণমূলের এই ফ্লেক্সে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। এ নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। এর আগে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এবং দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি জায়গায় নতুন তৃণমূল ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ফ্লেক্স দেখা যায়। 

Anubrata Mandal Arrested: জামিন পেলে তদন্তকে প্রভাবিত করতে পারেন অনুব্রত, আদালতে জানাল সিবিআই

সাধারণ অভিযুক্ত নন অনুব্রত মণ্ডল। তিনি প্রভাবশালী। জামিন পেলে তদন্তকে প্রভাবিত করতে পারেন, আদালতে জানাল সিবিআই।

West Bengal News Live: বৈদ্যবাটি পুরসভা এলাকায় গঙ্গায় ভাঙন, ২০০টি বাড়ি নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

হুগলির বৈদ্যবাটি পুরসভা এলাকায় গঙ্গায় ভাঙন। যে কোনও মুহূর্তে দেড়শো থেকে ২০০টি বাড়ি নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা। স্থানীয়দের অভিযোগ, বৈদ্যবাটির চক্রবর্তী ঘাট, নিমাই চিত্ত ঘাট-সহ একাধিক জায়গায় গঙ্গার ভাঙন চলছে কয়েকবছর ধরে। ভাঙন ঠেকাতে সরকারিভাবে কোনও ব্যবস্থাই নেওয়া হচ্ছে না বলে স্থানীয়দের অভিযোগ। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কেন্দ্র টাকা দিচ্ছে না বলেই ভাঙন-রোধে স্থায়ী সমাধান মিলছে না, দাবি তৃণমূলের। কেন্দ্রের দেওয়া গঙ্গা অ্যাকশন প্ল্যানের টাকা জলে যাচ্ছে, রাজ্য সরকারকে পাল্টা তোপ বিজেপির। 

Cattle Smuggling Case: গরুর বেআইনি নিলামের টাকা যেত অনুব্রতর কাছে, দাবি সিবিআই-এর

বার বার তলব করা হত্ত্বেও হাজিরা এড়িয়েছেন অনুব্রত। সীমান্তে আটক করা গরুর বেআইনি নিলামের টাকা যেত অনুব্রতর কাছে। পাচারে সাহায্য করার জন্যও টাকা নিতেন অনুব্রত। নিলামের সময় গরুর দামে হেরফের ঘটনো হত। তার সুবিধা নিতেন অনেকেই।

Anubrata Mandal Arrested: আরও চার দিন হেফাজতে থাকুন অনুব্রত, আদালতে আর্জি সিবিআই-এর

সীমান্তে গরুপাচারের টাকার সুবিধা নিয়েছেন অনুব্রত, দাবি সিবিআই-এর. আরও চারদিন তাঁকে হেফাজতে রাখতে তচেয়ে আর্জি আদালতে।

Cattle Smuggling Case: আসানসোল আদালতে পৌঁছলেন অনুব্রত, তাঁকে লক্ষ্য করে 'চোর' স্লোগান

গরুচোরের সেবা কেন, আমাদের জীবন শেষ করে দিল, আসানসোল বিশেষ সিবিআই আদালতে অনুব্রত মণ্ডলকে লক্ষ্য করে স্লোগান।

Anubrata Mandal Arrested: নিজাম প্যালেস থেকে আসানসোল, অনুব্রতর যাত্রাপথে কড়া নিরাপত্তা

নিজাম প্যালেস থেকে আসানসোলের সিবিআই আদালত। অনুব্রত মণ্ডলের যাত্রাপথে কড়া নিরাপত্তা। নিজাম প্যালেস থেকে অনুব্রতকে নিয়ে রওনা দেয় সিবিআইয়ের ৮টি গাড়ির কনভয়। নিরাপত্তার দায়িত্বে ছিলেন প্রায় ৫০ জন সিআরপিএফ জওয়ান। আসানসোলের সিবিআই আদালতেও নিরাপত্তার কড়াকড়ি। দায়িত্বে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ও ডিসি পদমর্যাদার একাধিক অফিসার।কোর্ট চত্বরে লোহার ব্যারিকেড তৈরি করা হয়েছে। সিবিআই আদালতে সাধারণের প্রবেশ নিষেধ।

WB Live Updates: অনুব্রতর রাইস মিলের সঙ্গে রাজ্যে গণবণ্টন দফতর বা রেশন দফতরের যোগ!

অনুব্রত মণ্ডলের রাইস মিলের সঙ্গে রাজ্যে গণবণ্টন দফতর বা রেশন দফতরের যোগ। দাবি সূত্রের। গতকাল ভোলে ব্যোম চাল কলে সিবিআইয়ের তল্লাশি অভিযানে অংশ নেন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার দুই আধিকারিক। সিবিআই সূত্রে দাবি, অনুব্রতর বোলপুরের ভোলে ব্যোম ও সিউড়ির একটি রাইস মিল থেকে রেশন দফতরে চাল যেত। এই সংক্রান্ত তথ্য মেলায় গতকাল অভিযানে যান এফসিআই আধিকারিকরা। সেক্ষেত্রে সব নিয়ম মেনে খাদ্য দফতরে চাল পাঠানো হত কি না, খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, অনুব্রতর চাল কলের নামে একাধিক ডাম্পারের হদিশ মিলেছে। সিবিআই সূত্রে দাবি, ভোলে ব্যোম রাইস মিলের নামে কেনা হয়েছিল বেশ কয়েকটি ডাম্পার। দুর্গাপুরের একটি শো রুম থেকে মোট ১ কোটি ৫৭ লক্ষ টাকার গাড়ি কেনা হয়েছিল। এর জন্য গত দুটি অর্থ বর্ষে মোটা অঙ্কের জিএসটি দিয়েছিলেন অনুব্রত। 

Anubrata Mandal Arrested: সিবিআই আদালতেের পথে অনুব্রত মণ্ডল, জামিনের আবেদন আইনজীবীর

আসানসোলের বিশেষ সিবিআই আদালতের পথে অনুব্রত মণ্ডল। জামিনের আবেদন জানালেন তাঁর আইনজীবী। আদালতে পেশের আগে এদিন মেডিক্যাল টেস্টের জন্য নিজাম প্যালেস থেকে আলিপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনুব্রতকে। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি দাবি করেন, ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিট নিয়ে যাই দাবি করুক, তাঁর কোনও বেনামি সম্পত্তি নেই। পাশাপাশি, তদন্তে সিবিআইকে সম্পূর্ণ সহযোগিতা করছেন বলেও দাবি করেন অনুব্রত। 

WB Live Updates: বাসন্তীর ভরতগড়ে তৃণমূল কর্মীকে গুলি করে খুন, গ্রেফতার ৪

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ভরতগড়ে তৃণমূল কর্মীকে গুলি করে খুন। মৃতের নাম জানে আলম গাজি। স্থানীয় সূত্রে খবর, আজ সকালে বাজার থেকে বাড়ি ফেরার পথে, কয়েকজন দুষ্কৃতী ওই তৃণমূল কর্মীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে।পুলিশ সূত্রে খবর, ৪-৫ রাউন্ড গুলি চলে। তৃণমূল কর্মীর বুকে গুলি লাগে। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে বাসন্তী থানার পুলিশ। ব্যক্তিগত আক্রোশ নাকি, রাজনৈতিক কারণে হামলা, খতিয়ে দেখা হচ্ছে।  

West Bengal News Live: পার্থ-মামলায় এবার ভিনরাজ্যে হানা আয়কর দফতরের, প্রচুর টাকা নিয়ে হাজারিবাগের হোটেলে পার্থ-ঘনিষ্ঠ!

পার্থ-মামলায় এবার ভিনরাজ্যে হানা আয়কর দফতরের। ঝাড়খণ্ডের হাজারিবাগে হোটেলে হানা আয়কর দফতরের।প্রচুর টাকা নিয়ে হাজারিবাগের হোটেলে পার্থ-ঘনিষ্ঠ।ইডির থেকে তথ্য পেয়ে হোটেলে হানা আয়কর দফতরের।যদিও হোটেলে পৌঁছনোর আগেই বেরিয়ে যান সেই ব্যক্তি: পিটিআই।

WB Live Updates: কাকদ্বীপে এখনও নিখোঁজ ৫ মৎস্যজীবী, সকাল থেকে ফের উদ্ধারকার্য

কাকদ্বীপে ট্রলার ডুবে এখনও নিখোঁজ পাঁচ মৎস্যজীবী। সকাল থেকে শুরু ফের উদ্ধারকার্য। মৎস্যজীবীদের ট্রলারও উদ্ধারকাজে যোগ দিয়েছে।

Anubrata Mandal Arrested: গয়েশপুরেই অনুব্রতর ২৮টি জমি, স্ত্রীর নামে ১৫টি, দাবি সিবিআই সূত্রে

অনুব্রত মণ্ডলের চালকলে হানা দিয়ে আরও সম্পত্তির হদিশ। একাধিক জমির মালিকানা অনুব্রতর স্ত্রী-মেয়ের নামে।শুধুমাত্র গয়েশপুর মৌজাতেই রয়েছে ২৮টি জমি, ১৫টি জমির মালিকানা অনুব্রতর স্ত্রীর নামে।এই বিপুল সম্পত্তি কেনা হয়েছিল ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে: সূত্র।

WB Live Updates:প্রয়াত প্রাক্তন ফুটবলার বদ্রু বন্দ্যোপাধ্যায়, বয়স হয়েছিল ৯৪ বছর

প্রয়াত প্রাক্তন ফুটবলার, অলিম্পিয়ান সমর ওরফে বদ্রু বন্দ্যোপাধ্যায়। বয়স হয়েছিল ৯৪ বছর। পরিবার সূত্রে খবর, বহুদিন ধরে হাইপার টেনশন ও ডিমেনশিয়ায় ভুগছিলেন প্রাক্তন ফুটবলার। মাসখানেক ধরে ভর্তি ছিলেন এসএসকেএমে।পরে করোনায় আক্রান্ত হন। এরপর মাল্টি অর্গ্যান ফেলিওর হয়ে গতকাল রাত ২টো ১০ মিনিটে মৃত্যু হয় বদ্রু বন্দ্যোপাধ্যায়ের। আজ সকাল ১১টা নাগাদ শেষ শ্রদ্ধা জানানোর জন্য মোহনবাগান ক্লাবে নিয়ে যাওয়া হবে মরদেহ। এরপর কেওড়াতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে। 


বালি প্রতিভা থেকে বদ্রু বন্দ্যোপাধ্যায় যোগ দিয়েছিলেন মোহনবাগানে। বড় ক্লাব হিসেবে আজীবন সবুজ-মেরুন জার্সি পরেই খেলেছেন। ১০৫২-১৯৫৯ পর্যন্ত মোহনবাগানে খেলে অবসর নেন। ১৯৫৬ সালে মেলবোর্ন অলিম্পিকে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন বদ্রু বন্দ্যোপাধ্যায়। তাঁর নেতৃত্বেই ভারতীয় ফুটবল দল সেবার অলিম্পিকে চতুর্থ স্থান পেয়েছিল। 

Anubrata Mandal Updates: অনুব্রতকে নিয়ে আসানসোলের দিকে রওনা সিবিআই, আদালতে হেফাজত বাড়ানোর আর্জি জানানো হবে

অনুব্রতকে নিয়ে কলকাতা ছআড়ল সিবিআই। আসানসোলের বিশেষ সিবিআই আদালতে নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে। হেফাজতের মেয়াদ বাড়ানোর আর্জি জানাবে সিবিআই।

Cattle Smuggling Case: অনুব্রত মণ্ডলের চালকল থেকে আরও সম্পত্তির হদিশ! গয়েশপুর মৌজায় ২৮টি জমি! দাবি সিবিআইয়ের

গরুপাচার মামলার তদন্তে অনুব্রত মণ্ডলের চালকল থেকে আরও সম্পত্তির হদিশ মিলেছে বলে দাবি সিবিআইয়ের। সিবিআই সূত্রে দাবি, গতকাল ঘণ্টা ছয়েকের অভিযানে মিলেছে কালিকাপুর ও গয়েশপুর মৌজায় একাধিক সম্পত্তির নথি। যেগুলির মালিকানা অনুব্রতর স্ত্রী ছবি ও মেয়ে সুকন্যা মণ্ডলের নামে। এর মধ্যে গয়েশপুর মৌজায় রয়েছে ২৮টি জমি। যার ১৫টির মালিকানা অনুব্রতর স্ত্রীর। এই বিপুল সম্পত্তি কেনা হয়েছিল ২০১৪-২০১৭, এই চারবছরে। সিবিআই সূত্রে দাবি, এছাড়াও, বীরভূম ও পুরুলিয়া জেলায় একাধিক চালকল রয়েছে মণ্ডল পরিবারের। যেগুলির অংশীদারি রয়েছে অনুব্রত-কন্যা সুকন্যার নামে। সিবিআইয়ের নজরে এখন এই সমস্ত সম্পত্তিও। গরুপাচারের টাকায় এইসব সম্পত্তি কেনা হয়েছিল, তাও খতিয়ে দেখা হয়েছে। খবর সূত্রের।

WB Weather Update: অতি গভীর নিম্নচাপের প্রভাব পড়েছে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে

অতি গভীর নিম্নচাপের প্রভাব পড়েছে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি, পাথরপ্রতিমা, সাগর-সহ দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে কখনও ভারী, কখনও মাঝারি বৃষ্টি হচ্ছে। উপকূলবর্তী এলাকায় সমস্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে, বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ ৫ মত্স্যজীবীর সন্ধানে আজ সকাল থেকে ফের শুরু হয়েছে তল্লাশি। উপকূলরক্ষী বাহিনীর পাশাপাশি, মত্স্যজীবী সংগঠনের কয়েকটি ট্রলারও উদ্ধারকাজে নেমেছে। 

West Bengal Weather Update: আজ কলকাতায় আবহাওয়ার উন্নতি, জেলায় চলবে বৃষ্টি

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজ কলকাতায় আবহাওয়ার উন্নতি হবে। কমবে বৃষ্টি। অতি গভীর নিম্নচাপ গতকালই স্থলভাগে প্রবেশ করে দুর্বল হয়ে ওড়িশা থেকে ঝাড়খণ্ডের দিকে সরছে। এর প্রভাবে আজও রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। বেশি বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

Anubrata Mandal Updates: ৫০ জন সিআরপিএফ জওয়ানের কনভয়, অনুব্রতর জন্য কড়া নিরাপত্তা

অনুব্রত মণ্ডলের জন্য কড়া নিরাপত্তার ব্য়বস্থা। প্রায় ৫০ জন সিআরপিএফ জওয়ানের কনভয়ে নিয়ে যাওয়া হল স্বাস্থ্য পরীক্ষার জন্য। আজই তোলা হবে আদালতে।

Cattle Smuggling Case: ‘যা বলছে বলুক’, বেনামি সম্পত্তির অভিযোগ অনুব্রতর

বেনামি সম্পত্তি, ১৭ কোটির ফিক্সড ডিপোজিট অনুব্রতর নামে! অভিযোগ খারিজ করলেন বীরভূমের তৃণমূল সভাপতি। তদন্তে ১০০ শতাংশ সহযোগিতা করছেন বলেও জানান তিনি।

Anubrata Mandal Updates: নিজাম প্যালেস থেকে বার করা হল অনুব্রতকে, নিয়ে যাওয়া হচ্ছে স্বাস্থ্যপরীক্ষার জন্য

নিজাম প্যালেস থেকে বার করা হল অনুব্রত মণ্ডলকে। কমান্ড হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তার পর তোলা হবে আসানসোলে সিবিআই বিশেষ আদালতে।

West Bengal News Live: ঢাকে কাঠি পড়ে গেল বেলুড়মঠের দুর্গাপুজোয়, জন্মাষ্টমীতে প্রথা মেনে হল কাঠামো পুজো

ঢাকে কাঠি পড়ে গেল বেলুড়মঠের দুর্গাপুজোয়। জন্মাষ্টমীতে প্রথা মেনে দুর্গাপ্রতিমার কাঠামো পুজো হল। দুর্গাপ্রতিমার বিসর্জনের পর প্রতি বছর তুলে রাখা হয় কাঠামো। পুজো হয় জন্মাষ্টমীতে।

Anubrata Mandal Updates: আজ আসানসোল আদালতে তোলা হবে অনুব্রতকে, কেস ডায়েরি জমা দেবে সিবিআই

আজ ফের স্বাস্থ্য পরীক্ষা অনুব্রত মণ্ডলের। নিজাম প্যালেসে কলকাতা পুলিশের দল। শনিবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে তোলা হবে অনুব্রতকে। আদালতে কেস ডায়েরি পেশ করতে পারে সিবিআই। গত দশদিনে তদন্তে যে যে তথ্য উঠে এসেছে, সেই সংক্রান্ত তথ্য থাকবে তাতে।

WB Live Updates: কোনও হুইপ চলে না, দল ব্যবস্থা নিলে নিতে পারে, রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান নিয়ে দিব্যেন্দু

দলের নির্দেশ অমান্য করে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী। যা নিয়ে ইতিমধ্যেই দুই সাংসদকেই চিঠি দিয়েছেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। যদিও, দিব্যেন্দু অধিকারীর বক্তব্য, কোনও হুইপ চলে না, দল ব্যবস্থা নিলে নিতে পারে। দলের তরফ থেকে কোনও চিঠি পাননি বলেও দাবি করেছেন তমলুকের সাংসদ।

West Bengal News Live: বোলপুরে মণ্ডল পরিবারের রাইস মিলে অভিযান চালাতে গিয়ে বাধার মুখে CBI

বোলপুরে মণ্ডল পরিবারের ভোলে ব্যোম রাইস মিলে অভিযান চালাতে গিয়ে গতকাল বাধার মুখে পড়ে CBI। ৪০ মিনিট ধরে বাইরেই বসে রইলেন অফিসাররা। পরে ভিতরে ঢুকে প্রায় ছ’ঘণ্টা তল্লাশি চালাল কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। সূত্রের খবর, দুটি আলমারি ভেঙে উদ্ধার করা হয়েছে বেশকিছু গুরুত্বপূর্ণ নথি। 

প্রেক্ষাপট

কলকাতা: ফের দুর্যোগের ভ্রুকুটি। বঙ্গোপাসগরে (Bay of Bengal) তৈরি গভীর নিম্নচাপ পরিণত অতি গভীর নিম্নচাপে। কলকাতা, হাওড়া সহ সাত জেলায় ভারী থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস (Weather Update)। 


গরুপাচার (Cattle Smuggling Case) তদন্তে বোলপুরের ভোলে ব্যোম রাইস মিলে হানা সিবিআইয়ের (CBI)। ডিরেক্টর পদে অনুব্রতর (Anubrata Mandal) বাড়ির পরিচারকের নাম। সিবিআই সূত্রে খবর।


গরুপাচারের সঙ্গে রাইস মিলের কী যোগ? মণ্ডল পরিবারের নামে চালকল কেনার টাকা এল কোথা থেকে ? জানতে চায় সিবিআই। আজ অনুব্রতকে ফের আদালতে পেশ।


রাইস মিলে অভিযান চালাতে গিয়ে বাধার মুখে সিবিআই। ৪০ মিনিট বাইরেই বসে রইলেন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। পরে তল্লাশি। আলমারি ভেঙে উদ্ধার নথি, সিবিআই সূত্রে খবর।


রাইস মিলে মিলল ৫টি বিলাসবহুল গাড়ি। রাজ্য সরকারের স্টিকার লাগানো এসইউভিতেই চিনার পার্কে এসেছিলেন অনুব্রত মণ্ডল।৩টি গাড়ি অনুব্রতর নামে নয়।সিবিআই সূত্রে খবর।


ঠিকাদারির টেন্ডার পেতে ৪৬ লক্ষ টাকার গাড়ি দেওয়া হয়েছিল অনুব্রতকে। বিস্ফোরক অভিযোগ গাড়ির মালিকের। 


তিলপাড়া ব্যারেজ সংস্কারের কাজ পাইয়ে দিতে ১০ কোটি টাকা চেয়েছিলেন অনুব্রত মণ্ডল। অনুব্রতর ঘরেই দিয়েছি ৫ কোটি ৬৩ লক্ষ টাকা। বিস্ফোরক সিউড়ির ব্যবসায়ী।
অনুব্রতর ঘরেই অনুব্রতর হাতে দেওয়া হয় দেড় কোটি, বাকি টাকা নেয় দেহরক্ষী সায়গল। বিস্ফোরক বোলপুরের রাইস মিলে থাকা গাড়ির মালিক। 


কাজ না পেয়ে টাকা ফেরত চাইতেই হুমকি দিয়েছিলেন বীরভূমের তৃণমূল সভাপতি। দাবি সিউড়ির গাড়ি ব্যবসায়ীর। (বাইটঃ গাঁজা কেস দিয়ে দেব। ভয়ে অভিযোগ করিনি)


কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা নিয়ে সন্দিহান শান্তনু সেন। হুমকি দিয়ে বীরভূমে লুঠের রাজত্ব অনুব্রতর, আক্রমণ দিলীপের। আরও গাড়ির খোঁজ মিলবে, দাবি সুজনের।


আবগারি নীতিতে বেনিয়মের অভিযোগে দিল্লির উপ মুখ্যমন্ত্রীর বাড়িতে ১৪ ঘণ্টা ধরে তল্লাশি সিবিআইয়ের। হেনস্থা, আক্রমণ শিসোদিয়ার। অভিযোগের ভিত্তিতেই তদন্ত, পাল্টা বিজেপি।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.