West Bengal News Live Updates: জানবাজারে এন্টালির বিধায়ক স্বর্ণকমল সাহাকে ঘিরে বিক্ষোভ, বাড়ি ঘেরাও

West Bengal Live Updates: দেখে নিন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...

ABP Ananda Last Updated: 06 Dec 2022 11:45 PM
West Bengal Live Updates: চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকার প্রতারণা

চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকার প্রতারণা। ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে ৯জন মহিলা সহ ১৭জনকে গ্রেফতার করলো বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, সেক্টর ফাইভের ইকো স্টেশন বিল্ডিংয়ে একটি কল সেন্টার চালু করেছিল প্রতারকরা। সেখান থেকে বিভিন্ন চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিত তারা।

WB Live News Updates: মন্দির-দরগায় মমতা

রাজস্থানে গিয়ে দুই তীর্থক্ষেত্র পরিদর্শন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে প্রথমে তিনি পৌঁছন আজমেঢ় শরিফে। সঙ্গে ছিলেন সস্ত্রীক ফিরহাদ হাকিম এবং সাংসদ অপরূপা পোদ্দার। সেখান থেকে পুষ্করে ব্রহ্মা মন্দিরে যান মুখ্যমন্ত্রী।

West Bengal Live Updates: ভয়াবহ গঙ্গার ভাঙনে বিপন্ন হতে চলেছে শিবপুর বোটানিক্যাল গার্ডেন

ভয়াবহ গঙ্গার ভাঙনে বিপন্ন হতে চলেছে শিবপুর বোটানিক্যাল গার্ডেন। লঞ্চে করে গঙ্গাবক্ষ থেকে পরিস্থিতি খতিয়ে দেখলেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। জাতীয় উদ্যান রক্ষা করতে এবার আদালতের দ্বারস্থ হচ্ছেন তিনি।

WB Live News Updates: বীরভূমের মহম্মদবাজারে গুলিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ২

বীরভূমের মহম্মদবাজার শ্যুটাউটকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ২। বর্ধমান মেডিক্যাল কলেজে মৃত্যু গুলিবিদ্ধ প্রাথমিক শিক্ষকের। আগেই আততায়ীর গুলিতে খাদান শ্রমিকের মৃত্যু হয়। বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি ছিলেন প্রাথমিক শিক্ষক ধনা হাঁসদা। পুলিশের দাবি, সম্পর্কের টানাপোড়েনেই গুলি। আততায়ীর খোঁজে এলাকায় তল্লাশি পুলিশের। 

West Bengal Live Updates: এন্টালির বিধায়ক স্বর্ণকমল সাহাকে ঘিরে বিক্ষোভ

জানবাজারে এন্টালির বিধায়ক স্বর্ণকমল সাহাকে ঘিরে বিক্ষোভ, বাড়ি ঘেরাও। বিধায়কের বাড়ি ঘেরাও ৫৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের । বিধায়ক অনুগামীদের বিরুদ্ধে ওয়ার্ডের বাসিন্দাদের মারধরের অভিযোগ। বিক্ষোভকারীদের তরফে বলা হয়েছে, বিধায়ক ঘনিষ্ঠ প্রোমোটার বাসিন্দাদের মারধর করেন। অবৈধ নির্মাণের প্রতিবাদ করায় মারধর বলে অভিযোগ

WB Live News Updates: পরিষেবা-অভাবে বিক্ষোভ

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে কলকাতা মেডিক্যালে অচলাবস্থা অব্যাহত। ঘেরাও অধ্যক্ষ, উপাধ্যক্ষ। আটকে একাধিক বিভাগীয় প্রধান।

Medical College Updates: ৩০ ঘণ্টা পার, কলকাতা মেডিক্যালে অচলাবস্থা অব্যাহত

৩০ ঘণ্টা পার, কলকাতা মেডিক্যালে অচলাবস্থা অব্যাহত। পড়ুয়া-নার্স ও রোগীর পরিজনদের বিক্ষোভে উত্তাল কলকাতা মেডিক্যাল। আটকে রয়েছেন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সার্জারি সহ একাধিক বিভাগের প্রধানরা। ‘গাইডলাইন মেনে নির্বাচন না করে অস্থায়ী ছাত্র সংসদ গঠন করা হোক’, অচলাবস্থা কাটাতে প্রস্তাব মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের প্রস্তাব ফেরাল আন্দোলনকারী পড়ুয়ারা। কাল ফের দুপক্ষের আলোচলার সম্ভাবনা। পরিষেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তুলে বিক্ষোভ রোগীর পরিজনদের। পরিষেবায় কোনও প্রভাব পড়েনি, দাবি আন্দোলনকারী পড়ুয়াদের। 

WB Live News Updates: আদৌ হবে পৌষমেলা?

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মাঠে পৌষ মেলার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট।এবিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। নির্দেশ দিলেন প্রধান বিচারপতি। এবারও কি পৌষমেলা হবে? এখন সেটাই দেখার।

West Bengal Live Updates: কলকাতা কর্পোরেশনের দেখানো পথেই হাঁটতে চায় বিধান নগর কর্পোরেশন

কলকাতা কর্পোরেশনের দেখানো পথেই হাঁটতে চায় বিধাননগর কর্পোরেশন। বিধাননগরের অন্তর্গত আর করার পুলিশের কাছে আবেদন জানালেন বিধান নগর কর্পোরেশন এর চেয়ারপারসন সব্যসাচী দত্ত ব্যক্তিগতভাবে।   

WB Live News Updates: বিস্ফোরণের ৪ দিনের মাথায় ভূপতিনগরে ফরেন্সিক তদন্ত

বিস্ফোরণের ৪ দিনের মাথায় ভূপতিনগরে ফরেন্সিক তদন্ত, দুপুরে ফরেন্সিক দলের অফিসাররা যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে, তার চারপাশ ঘুরে দেখেন। সংগ্রহ করেন নমুনা।  গতকাল যে ধুন্ধুমার পরিস্তিতি তৈরি হয় তার জেরে আজ এলাকায় বসানো হয়েছে বিশাল পুলিশ পিকেট।

West Bengal Live Updates: ৪০ জনের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

১৮৩-র পর এবার ৪০। ওএমআর শিটে নম্বর বাড়িয়ে ভুয়ো সুপারিশ। ৪০ জনের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। হাইকোর্টের নির্দেশে তালিকা প্রকাশ, জানাল স্কুল সার্ভিস কমিশন

WB Live News Updates: ভাঙনে -উদ্বেগ

ভয়াবহ গঙ্গার ভাঙনে বিপন্ন হতে চলেছে শিবপুর বোটানিক্যাল গার্ডেন। লঞ্চে করে গঙ্গাবক্ষ থেকে পরিস্থিতি খতিয়ে দেখলেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। জাতীয় উদ্যান রক্ষা করতে এবার আদালতের দ্বারস্থ হচ্ছেন তিনি।

West Bengal Live Updates: গ্রুপ ডি নিয়োগে ভুয়ো সুপারিশ কত?

গ্রুপ ডি নিয়োগে ভুয়ো সুপারিশ কত? ১০০ ওএমআর শিট সিবিআইকে দিতে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ১০০ ওএমআর শিটে ভুয়ো সুপারিশ কিনা যাচাইয়ের নির্দেশ

WB Live News Updates: বীরভূমের মহম্মদবাজারে শ্যুটআউট

বীরভূমের মহম্মদবাজারে শ্যুটআউট। পাথর খাদানের কর্মীকে গুলি করে খুন।  গুলিবিদ্ধ প্রাথমিক স্কুলের এক শিক্ষক। গুরুতর জখম অবস্থায় ভর্তি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। দুষ্কৃতীদের খোঁজে পুলিশের তল্লাশি

West Bengal Live Updates: এসএসসিতে আরও বেআইনি চাকরির সুপারিশ!

এসএসসিতে আরও বেআইনি চাকরির সুপারিশ! নবম-দশমে আরও ৪০ জনের বেআইনি চাকরির সুপারিশ! আজই বেআইনি ভাবে নিয়োগ হওয়া ৪০ জনের নামের তালিকা প্রকাশের নির্দেশ

WB Live News Updates: গাঁজা কেসে গ্রেফতার ডোমজুড়ের বিজেপি নেতা

গাঁজা কেসে গ্রেফতার ডোমজুড়ের বিজেপি নেতা। বিজেপি নেতা অষ্ট নস্করকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়ায় গাঁজা পাচারে গাড়ি দিয়ে সাহায্যের অভিযোগ।

West Bengal Live Updates: ৯৫ লক্ষেরও বেশি মূল্যের সোনার বিস্কুট সহ এক মহিলা পাচারকারীকে আটক

বিএসএফ সীমান্তে ৯৫ লক্ষেরও বেশি মূল্যের সোনার বিস্কুট সহ এক মহিলা পাচারকারীকে আটক করেছে

WB Live News Updates: বিরোধীদের হুমকি দিয়ে ফের বিতর্কে মালদা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সী

বিরোধীদের হুমকি দিয়ে ফের বিতর্কে মালদা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সী। এবার গ্রামে ঢুকলে বিরোধীদের কোমরে দড়ি দিয়ে বেঁধে রাখার নির্দেশ। সিপিএমকে সমাজের বিষ, কংগ্রেসকে সমাজের শত্রু, বিজেপিকে বিভাজনকারী বলে আক্রমণ। 

West Bengal Live Updates: বিশ্বভারতীতে ফের উত্তেজনা

বিশ্বভারতীতে ফের উত্তেজনা, উপাচার্যর গাড়ির সামনে শুয়ে বিক্ষোভ পড়ুয়াদের

WB Live News Updates: পুষ্করে তৃণমূল নেত্রী, জয় শ্রীরাম স্লোগান

পুষ্করে তৃণমূল নেত্রী, জয় শ্রীরাম স্লোগান। পুষ্করের মন্দির থেকে বেরোনোর পর জয় শ্রীরাম স্লোগান। তৃণমূল নেত্রীর কনভয়ের কিছুটা দূরে জয় শ্রীরাম স্লোগান

West Bengal Live Updates: প্রাথমিক শিক্ষকের প্যানেল বাতিলের হুঁশিয়ারি বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের

সাড়ে ৪২ হাজার প্রাথমিক শিক্ষকের প্যানেল বাতিলের হুঁশিয়ারি বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের। ২০১৬-র নিয়োগপ্রক্রিয়ার পুরো প্যানেল বাতিলের হুঁশিয়ারি। ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব, মন্তব্য বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের

WB Live News Updates: ‘এটা কোনও ভূতের কাজ নয়’

আজই বেআইনি ভাবে নিয়োগ হওয়া ৪০ জনের নামের তালিকা প্রকাশের নির্দেশ। এর আগে ১৮৩ জনের বেআইনি চাকরির সুপারিশের কথা স্বীকার করে কমিশন। ‘এটা কোনও ভূতের কাজ নয়।কমিশনের অফিসে যাঁরা কাজ করেন, তাঁরাই এই দুর্নীতি করেছেন’, বেআইনি চাকরির সুপারিশের প্রমাণ দেখে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

West Bengal Live Updates: বসিরহাটে বিস্ফোরণ, জখম এক নাবালক সহ ২

সিরহাটে বিস্ফোরণ, জখম এক নাবালক সহ ২। বসিরহাটের রামনগরে রান্নাঘরে বিস্ফোরণ, গুরুতর আহত নাবালক। আহত হয়েছেন সনিয়া বিবি নামে এক গৃহবধূও। বোমা ফেটে জখম, দাবি স্থানীয়দের।বল ভেবে বোমা নিয়ে এসেছিল নাবালক, দাবি স্থানীয়দের। পুলিশ বোমা বিস্ফোরণের খবর স্বীকার করেনি। 

WB Live News :বাংলাকে আর্থিকভাবে অবরুদ্ধ ও অস্থির করার চেষ্টা হচ্ছে, সর্বদলীয় বৈঠকে তৃণমূল

আগামীকাল থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। তার আগে, আজ সরকারের আহ্বানে সর্বদলীয় বৈঠক হল। লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বৈঠকে কেন্দ্রীয় সরকারকে নিশানা করে অভিযোগ করেন, বাংলাকে আর্থিকভাবে অবরুদ্ধ করা ও অস্থির করার চেষ্টা হচ্ছে। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সিগুলিকে প্রতিহিংসার জন্য ব্যবহার করা হচ্ছে। সংসদের শীতকালীন অধিবেশনে তৃণমূলের অগ্রাধিকারও ঠিক করে দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, মূল্যবৃদ্ধি ও বেকারত্ব নিয়ে সংসদে আলোচনা চায় তৃণমূল। সেইসঙ্গে তিনি দাবি জানান, সংসদে যেন বিরোধীদের বলতে দেওয়া হয়।

WB Live Updates: এ বার বিরোধীদের হাত-পা কেটে নেওয়ার হুমকি তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সির

পঞ্চায়েত ভোটের মুখে শাসকের গলায় হুমকি-হুঁশিয়ারি অব্যাহত। বিরোধীদের হাত-পা কেটে নেওয়ার পর এ বার সিপিএম, কংগ্রেস, বিজেপি- একযোগে বিরোধীদের কোমরে দড়ি দিয়ে বেধে রাখার নির্দেশ দিলেন মালদার মালতিপুরের বিধায়ক ও জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি।

WB Live News: ৪ দিনের মাথায় ভূপতিনগরে গেল ফরেন্সিক দল

৪ দিনের মাথায় ভূপতিনগরে গেল ফরেন্সিক দল। আজ দুপুরে ফরেন্সিক দলের অফিসাররা যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে, তার চারপাশ ঘুরে দেখেন। সংগ্রহ করেন নমুনা।  গতকাল যে ধুন্ধুমার পরিস্তিতি তৈরি হয় তার জেরে আজ এলাকায় বসানো হয়েছে বিশাল পুলিশ পিকেট। শুক্রবার ওই বিস্ফোরণের পর বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে মেলে তিনজনের দেহ।   

WB Live Updates: ফের অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল, এ বার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে

ফের অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। এবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে অস্ত্র উদ্ধার হল। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে বেগমপুরে ২ যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাদের কাছে থেকে উদ্ধার হয়েছে ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলি। ধৃতদের নাম শান্তনু মল্লিক ও ঝন্টু মণ্ডল। পুলিশ সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে আগেও অপরাধমূলক কাজের রেকর্ড রয়েছে। 

WB Live News: রবীন্দ্রভারতীর জোড়াসাঁকো ক্যাম্পাসে তৃণমূলের অফিস, পরিদর্শন করলেন কলকাতা পুরসভার হেরিটেজ সংরক্ষণ কমিটি

রবীন্দ্রভারতীর জোড়াসাঁকো ক্যাম্পাসে হেরিটেজ ভবন ভেঙে তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির অফিস করার অভিযোগে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। যার প্রেক্ষিতে হেরিটেজ ভবন ভাঙার ওপর স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। আজ সেই হেরিটেজ ভবন পরিদর্শন করলেন কলকাতা পুরসভার হেরিটেজ সংরক্ষণ কমিটির সদস্যরা। সদস্যরা ঘুরে দেখেন, কোথাও ফ্লোর উঁচু করা হয়েছে, কোথাও পরিবর্তন করা হয়েছে কাঠামোয়। 

SSC Case: গ্রুপ ডি নিয়োগে ভুয়ো সুপারিশ কত? ১০০ ওএমআর শিট সিবিআইকে দিতে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

গ্রুপ ডি নিয়োগে ভুয়ো সুপারিশ কত? ১০০ ওএমআর শিট সিবিআইকে দিতে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ১০০ ওএমআর শিটে ভুয়ো সুপারিশ কিনা যাচাইয়ের নির্দেশ। ১৪ ডিসেম্বরের মধ্যে সিদ্ধান্ত নেবে এসএসসি, পর্ষদ ও মামলাকারীর আইনজীবী। ২১ ডিসেম্বর রিপোর্ট পেশের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। গ্রুপ ডি নিয়োগে প্যানেলের মেয়াদ শেষ হয় ৪ মে, ২০১৯-এ। 

WB Live Updates: বিধাননগরে হুক্কা বারগুলির লাইসেন্স পুনর্বীকরণ না করার প্রস্তাব

কলকাতা পৌরসভার দেখানো পথেই হাঁটতে চায় বিধাননগর পৌরসভা। বিধাননগরের অন্তর্গত হুক্কা বারগুলির লাইসেন্স পুনর্বীকরণ না করার প্রস্তাব।  পুলিশের কাছে আবেদন জানালেন বিধাননগর পৌরসভার চেয়ারপার্সন সব্যসাচী দত্ত ।

WB Live News: রিপন স্ট্রিটে একটি রেস্তোরাঁর রান্নাঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল

রিপন স্ট্রিটে একটি রেস্তোরাঁর রান্নাঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল। আজ সকালে যখন আগুন লাগে, তখন রেস্তোরাঁয় কোনও খদ্দের ছিলেন না, শুধু কর্মীরাই ছিলেন। দমকলের ২টি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। 

WB Live Updates: আজ তৃণমূলের সংহতি দিবস, মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে রয়েছে সভা

আজ বাবরি মসজিদ ধ্বংসের বর্ষপূর্তি। এই দিনটি তৃণমূল সংহতি দিবস হিসেবে পালন করে থাকে। আজও তৃণমূলের সংখ্যালঘু সেলের উদ্যোগে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে সভার আয়োজন করা হয়েছে।  

Mamata Banerjee: দিল্লি থেকে আজ যাবেন রাজস্থানের অজমের শরিফে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়

দিল্লিতে G20 সম্মেলনের প্রস্তুতি বৈঠকে গতকাল যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ তিনি দিল্লি থেকে যাবেন রাজস্থানের অজমের শরিফে। সেখানে খাজা মৈনুন্দিন চিস্তির দরগায় চাদর ও ফুল চড়াবেন। এরপর সেখান থেকে যাবেন পুস্করে। সেখানে রয়েছে ব্রহ্মার মন্দির। পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যয়ের রাজনৈতিক কর্মসূচিও রয়েছে। আগামীকালই শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। ওই অধিবেশনে দলের রণকৌশল কী হবে, তা নিয়ে তৃণমূলের সাংসদদের সঙ্গে তিনি বৈঠক করবেন। 

Medical College Ruckus: মেডিক্যাল কলেজ হাসপাতালে ঘেরাও এর জেরে সমস্যা, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে মামলা দায়ের

কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ঘেরাও এর জেরে সমস্যা। ঘেরাও তুলে রোগীর পরিজনদের হাসপাতালে প্রবেশ করতে দেওয়া হোক। পুলিশি নিরাপত্তা দেওয়া হোক, আবেদন এক রোগীর আত্মীয়ের।  পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে মামলা দায়ের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে। আগামীকাল শুনানির সম্ভাবনা।  

WB Live News: ‘দলের পুরনো কর্মীরা ভাল নেই’, পঞ্চায়েত ভোটের আগে পোস্ট তৃণমূলের রাজ্য সহ-সভাপতির

পঞ্চায়েত ভোটের আগে কোচবিহার তৃণমূলে কোন্দল? ফেসবুকে বিস্ফোরক কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।
‘দলের পুরনো কর্মীরা ভাল নেই’, পঞ্চায়েত ভোটের আগে ফেসবুক পোস্ট রাজ্য তৃণমূলের সহ-সভাপতির।

Bhupatinagar Blast: ভূপতিনগর এবং পাঁশকুড়ায় বোমা বিস্ফোরণে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ

পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর এবং পাঁশকুড়ায় বোমা বিস্ফোরণের ঘটনায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ। এনআইএ তদন্ত চেয়ে দ্রুত শুনানির আর্জি জানান আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। তাঁর দাবি, এখনও পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছয়নি ফরেন্সিক দল। সমস্ত তথ্য প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ মামলা করার অনুমতি দিয়েছে।  দুপুর ২টোয় শুনানির সম্ভাবনা। গত শুক্রবার ভূপতিনগরে বোমা বিস্ফোরণের ঘটনায় ৩ জনের মৃত্যু হয়। পাঁশকুড়ায় মৃত্যু হয় এক সিভিক ভলান্টিয়ারের। 

WB Live Updates: গ্রুপ C, গ্রুপ D পদে অযোগ্য ৫০ জনকে আজ জিজ্ঞাসাবাদ সিবিআই-এর

গ্রুপ C, গ্রুপ D পদে অযোগ্য ৫০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আজ তলব করেছে সিবিআই। এঁরা প্রত্যেকেই মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। সিবিআই সূত্রে খবর, এঁদের জিজ্ঞাসাবাদ করে কীভাবে তাঁরা চাকরি পেয়েছিলেন। কত টাকা কাকে দিয়েছিলেন? কোনও প্রভাবশালীর মদত ছিল কি না, তা জানার চেষ্টা করবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। গতকালই CBI-এর বিশেষ তদন্তকারী দলের প্রধান কলকাতা হাইকোর্টে চাঞ্চল্যকর দাবি করেছেন যে, গ্রুপ C, গ্রুপ D, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণি মিলিয়ে প্রায় ২১ হাজার পদে দুর্নীতির তথ্য সামনে এসেছে। বিকৃত করা হয়েছে ৯ হাজার OMR শিট। 

Medical College Ruckus: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অবস্থান বিক্ষোভ মেডিক্যাল কলেজে, পরিষেবা বিঘ্নের অভিযোগ

কলকাতা মেডিক্যাল কলেজ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অবস্থানে মেডিক্যালের পড়ুয়ারা। গতকাল বিকেল থেকে চলছে অবস্থান। 
হাসপাতাল সূত্রে খবর, অধ্যক্ষ, অধ্যাপকদের রাতে বেরোতে দেওয়া হয়নি। আজ সকালে নার্সিং স্টাফরা তাঁদের বিভাগীয় প্রধানদের ছাড়িয়ে নিয়ে যেতে এলে উত্তপ্ত পরিস্থিতি। পড়ুয়াদের সঙ্গে তাঁদের বাদানুবাদ শুরু হয়ে যায়। দু’দলের বিক্ষোভের মধ্যেই হাসপাতালে চিকিত্সা করাতে আসা রোগীর আত্মীয়স্বজনের বিক্ষোভ।

WB Live News: দিনহাটার আমবাড়িতে বিজেপির মণ্ডল সভাপতির বাড়িতে দফায় দফায় হামলার অভিযোগ

দিনহাটার আমবাড়িতে বিজেপির মণ্ডল সভাপতির বাড়িতে দফায় দফায় হামলা চালানোর অভিযোগ উঠল। ঘটনায় গ্রেফতার ১৩ জন তৃণমূল কর্মী। পুলিশের বিরুদ্ধেই চক্রান্তের অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা-কর্মীদের একাংশ। ধৃতদের ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

Medical College Ruckus: মেডিক্যাল পড়ুয়াদের অবস্থানে আটকে রয়েছেন অধ্যক্ষ, উপাধ্যক্ষরা

মেডিক্যাল পড়ুয়াদের অবস্থানে আটকে রয়েছেন অধ্যক্ষ, উপাধ্যক্ষরা। ভিতরে আটকে সার্জারি সহ একাধিক বিভাগের প্রধানরা। এঁরা ভিতরে আটকে থাকায় পরিষেবা পেতে অসুবিধা হচ্ছে, অভিযোগ রোগীর আত্মীয়দের।  

WB Live Updates: ভূপতিনগরে কী থেকে বিস্ফোরণ ঘটল, তিন দিন পরও কাটল না ধোঁয়াশা

৩ দিন পেরিয়ে গেলেও এখনও ধোঁয়াশা, পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে কী থেকে বিস্ফোরণ ঘটল? গতকাল যে ধুন্ধুমার পরিস্তিতি তৈরি হয় তার জেরে আজ এলাকায় বসানো হয়েছে বিশাল পুলিশ পিকেট। আজ সকাল পর্যন্ত ফরেন্সিক টিম আসেনি। পুলিশ সূত্রে খবর, আজ বম্ব ডিটেকশন স্কোয়াড আসবে। সম্ভাবনা রয়েছে ফরেন্সিক দল আসারও। শুক্রবার ওই বিস্ফোরণের পর বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে মেলে এক তৃণমূল নেতা সহ তিনজনের দেহ।  

WB Live News: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে কলকাতা মেডিক্যাল কলেজ অবস্থান বিক্ষোভ

কলকাতা মেডিক্যাল কলেজ সোমবার বিকেল থেকে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অবস্থানে বসেছেন মেডিক্যালের পড়ুয়ারা। হাসপাতাল সূত্রে খবর, অধ্যক্ষ, অধ্যাপকদের রাতে বেরোতে দেওয়া হয়নি। আজ সকালে নার্সিং স্টাফরা তাঁদের বিভাগীয় প্রধানদের ছাড়িয়ে নিয়ে যেতে এলে উত্তপ্ত হয় পরিস্থিতি। পড়ুয়াদের সঙ্গে তাঁদের বাদানুবাদ শুরু হয়ে যায়।  

Weather Update: কলকাতায় সামান্য বাড়ল তাপমাত্রা, সকাল-সন্ধে শীতের আমেজ থাকবে

কলকাতায় সামান্য বাড়ল তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। তবে সকাল-সন্ধে শীতের আমেজ থাকবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়। বৃহস্পতিবার তা আছড়ে পড়তে পারে তামিলনাড়ু-অন্ধ্র উপকূলে। তার পরোক্ষ প্রভাবে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ফলে জাঁকিয়ে শীতের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।   

WB Live Updates: তিন জায়গায় কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি যৌথমঞ্চের ডাকে ১২ ঘণ্টার রেল রোকোর জেরে বিপর্যস্ত পরিষেবা

উত্তরবঙ্গের তিন জায়গায় কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি যৌথমঞ্চের ডাকে ১২ ঘণ্টার রেল রোকোর জেরে বিপর্যস্ত পরিষেবা। জলপাইগুড়ির ময়নাগুড়ি স্টেশনে সকাল ৬টা থেকে দাঁড়িয়ে রয়েছে শিলচর থেকে শিয়ালদাগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি যৌথমঞ্চ আলাদা রাজ্যের দাবিতে আজ ১২ ঘণ্টার রেল রোকোর ডাক দিয়েছে। উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি ও মালদায় রেল রোকো কর্মসূচি নিয়েছে তারা।

WB Live News: বীরভূমের মহম্মদবাজারে শ্যুটআউট, পাথর খাদানের কর্মীকে গুলি করে খুন, গুলিবিদ্ধ এক শিক্ষক

বীরভূমের মহম্মদবাজারে শ্যুটআউট। পাথর খাদানের কর্মীকে গুলি করে খুন। গুলিবিদ্ধ প্রাথমিক স্কুলের এক শিক্ষক। গুরুতর জখম অবস্থায় ভর্তি সিউড়ি সদর হাসপাতালে। দুষ্কৃতীদের খোঁজে পুলিশের তল্লাশি। 

WB Live Updates: রাজ্য সরকারের দুর্নীতির অভিযোগ নথিবদ্ধ করে বাড়ি বাড়ি ডায়েরি বিলি বিজেপি বিধায়কের

সাইকেলে করে বাড়ি বাড়ি ঘুরে ডায়েরি বিলি করলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক। রাজ্য সরকারের দুর্নীতির অভিযোগ নথিবদ্ধ করে সেই ডায়েরি তার হাতে জমা দিতে বললেন। নাটক করছেন বিধায়ক। মানুষ ডায়েরিতে তৃণমূলের উন্নয়নের কথা লিখবে। পাল্টা জবাব দিয়েছে শাসকদল।

WB Live News: অস্থায়ী কর্মীদের আন্দোলনের জেরে ধুন্ধুমারকাণ্ড মেদিনীপুর পুরসভায়

অস্থায়ী কর্মীদের আন্দোলনের জেরে ধুন্ধুমারকাণ্ড মেদিনীপুর পুরসভায়। তিনটি গেট আটকে চলে বিক্ষোভ। আটকে পড়েন কয়েকজন কাউন্সিলর। বিক্ষোভকারীদের অভিযোগ, বেতন থেকে অন্যায়ভাবে টাকা কেটে নেওয়া হচ্ছে। যদিও সরকারি নিয়মেই টাকা কাটা হচ্ছে বলে দাবি করেছেন পুরপ্রধান।

Newtown Fire: নিউটাউন গৌরাঙ্গ নগর বাজারে ভয়াবহ আগুন, ভস্মীভূত ২০টির বেশি দোকান

নিউটাউন গৌরাঙ্গ নগর বাজারে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন। ভস্মীভূত ২০ টির বেশি দোকান। সকালের দিকে আগুন নিয়ন্ত্রণে।
আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

WB Live Updates: বিরোধীরা বুথে এজেন্ট দিতে পারবে না, হুশিঁয়ারি মদন মিত্রের

খেলা শুরু হয়ে গেল। বিরোধীরা বুথে এজেন্ট দিতে পারবে না। পঞ্চায়েত ভোটের এমনই হুশিঁয়ারি দিতে শোনা গেল মদন মিত্রকে। পাল্টা জবাব দিয়েছে বিরোধীরাও।

WB Live News: বানারহাটে গাড়ির স্টেপনি থেকে উদ্ধার হল ৯৩ লক্ষ ৮৩ হাজার টাকা

বানারহাটে গাড়ির স্টেপনি থেকে উদ্ধার হল ৯৩ লক্ষ ৮৩ হাজার টাকা। সোমবার ভোর পর্যন্ত চলল টাকা গোনার কাজ। পুলিশ সূত্রে দাবি, বিহার থেকে ওই টাকা অসম নিয়ে যাওয়া হচ্ছিল। গ্রেফতার করা হয়েছে ৫জনকে।

প্রেক্ষাপট

কলকাতা: মহম্মদবাজারে শ্যুটআউট (Shoot out)। পাথর খাদানের কর্মীকে গুলি করে খুন! গুলিবিদ্ধ এক শিক্ষকও। গুরুতর জখম অবস্থায় ভর্তি হাসপাতালে (Firing)। 


লেক গার্ডেন্সে চলন্ত ট্রেন থেকে পড়ল বোমা! বজবজ থেকে শিয়ালদা (Sealdah) গামী ট্রেন থেকে ৩টি বোমা ছোড়ার অভিযোগ। চাঞ্চল্য এলাকায়। 


পুলিশের সামনেই বিজেপি (BJP) কর্মীকে চড়! বম্ব স্কোয়াডের তল্লাশির সময় ভূপতিনগরে তুলকালাম! বিজেপি কর্মীরা এলাকায় ঢুকতেই তাড়া তৃণমূলের। 


বিস্ফোরণকাণ্ডের পর দফায় দফায় উত্তপ্ত ভূপতিনগর (Bhupatinagar Blast)। র‍্যাফের লাঠি কেড়ে মারার চেষ্টা! পুলিশের সঙ্গে তৃণমূল কর্মীদের ধস্তাধস্তি। গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ। 


বোমা না বাজি? কীভাবে বিস্ফোরণ ভূপতিনগরে? পরস্পরবিরোধী মন্তব্যে রহস্য। ৩ দিন পার, বিস্ফোরণস্থলে গেল না ফরেন্সিক। গেল বম্ব স্কোয়াড। এলাকা ঘিরল পুলিশ।


ঝুলে রইল ঝালদা পুরসভার ভাগ্য (Jhalda  Municipal Corporation)। ৫ জানুয়ারি পর্যন্ত রাজ্যের প্রশাসক বসানোর সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের। নৈতিক জয়, বলল কংগ্রেস।


প্রশাসক নয়, জেলাশাসকের হাতে ঝালদা পুরসভার দায়িত্ব। নির্দেশ  হাইকোর্টের। কংগ্রেসের নির্বাচিত ব্যক্তিকে চেয়ারম্যান পদে বসানোর দাবি তুলে ডিভিশন বেঞ্চে যাওয়ার ভাবনা হাত শিবিরের।


মোদির ডাকে দিল্লিতে জি-২০-র প্রস্তুতি বৈঠকে মমতা। আজ যাবেন আজমেঢ় শরিফ। বুধে শুরু সংসদের শীতকালীন অধিবেশন। রণকৌশল ঠিক করতে সাংসদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূলনেত্রী। 


কার দখলে গুজরাত? সাতে সাত করতে পারবে বিজেপি? বুথ ফেরত সমীক্ষায় ফের গেরুয়া ঝড়ের ইঙ্গিত। হিমাচলপ্রদেশে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস।


তফাৎ ১৯ দিনের। কাঁথিতেই অভিষেকের সভার পাল্টা সমাবেশের ডাক বিজেপির। ডাকলে থাকব, বললেন শুভেন্দু। অভিষেককে ভয় পেয়েছেন, কটাক্ষ কুণালের।


 ২১ হাজার পদে দুর্নীতি হয়েছে। ৯ হাজার ওএমআর শিট বিকৃত। মূল প্যানেল থেকে ওয়েটিং লিস্ট, সর্বত্র দুর্নীতি, গ্রুপ ডি মামলায় হাইকোর্টে জানাল সিবিআই।


কাদা সরিয়ে জল স্বচ্ছ করুন। যা সাহায্য লাগবে আদালত করবে। এই দুর্নীতির শেষ দেখা দরকার। কাউকে ছাড়া হবে না। হুঁশিয়ারি বিচারপতি বিশ্বজিৎ বসুর। 


ফের যকের ধনের হদিশ। এবার বানারহাটে। গাড়ির স্টেপনিতে  প্লাস্টিকে মোড়া টাকার বান্ডিল। উদ্ধার প্রায় কোটি টাকা। ধৃত ৫ জনই বিহারের বাসিন্দা।


কেন্দ্রীয় নিরাপত্তার সুযোগ নিয়ে টাকা ঢোকাচ্ছে বিজেপি। ঢুকছে অস্ত্র, দুষ্কৃতী। অভিযোগ তুলে পুলিশকে আরও সতর্ক থাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর। তৃণমূল নেতারাই চোর, পাল্টা দিলীপ।


বকেয়া ডিএ নিয়ে হাইকোর্টে দায়ের করা অবমাননা মামলায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতে রাজ্যের করা ডিএ মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.