নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে এসেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি
West Bengal Live Updates: দেখে নিন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
মুর্শিদাবাদের বহরমপুরে বন্ধুকে খুনের অভিযোগ উঠল বন্ধুর বিরুদ্ধেই! মৃত ভাকুড়ি ২ নম্বর পঞ্চায়েতের চুমড়িগাছার বাসিন্দা মইনুল শেখ। তাঁর পরিবারের দাবি, আজ বিকেলে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন বন্ধু। এরপর সন্ধের দিকে তাঁর বাড়ির অদূরে একটি ঘর থেকে মইনুলের মৃতদেহ উদ্ধার হয়।
২ গোষ্ঠীর বিবাদে চিৎপুরে তুলকালাম, পরপর গাড়ি ভাঙচুর। চিৎপুরে গোষ্ঠী বিবাদ, গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় তাণ্ডব। মত্ত অবস্থায় কারখানার কর্মীদের মারধর, একের পর এক গাড়ি ভাঙচুর
মত্ত যুবকদের তাণ্ডব, অন্তত ১৩টি নতুন গাড়ি ভাঙচুর। কারখানায় হামলার অভিযোগে বেশ কয়েকজন আটক।
টিটাগড়ে ক্লাস চলাকালীন স্কুলের ছাদে বিস্ফোরণ। আতঙ্কিত হয়ে পড়ে পড়ুয়া, শিক্ষক সকলেই। বাইরে থেকে বোমা ছোড়া হয়েছিল? না মজুত বোমা ফেটে বিস্ফোরণ? খতিয়ে দেখছে পুলিশ
টিটাগড়কাণ্ডে এনআইএ তদন্ত চান শুভেন্দু অধিকারী। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি, জানালেন শুভেন্দু অধিকারী।
জবরদখল মুক্ত করে উন্নয়নমূলক কাজে লাগানোর চেষ্টা হচ্ছিল, মুর্শিদাবাদের ঘটনায় হুমায়ুন কবীরের অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি পুলিশের। বলছে সূত্র।
পুলিশের বিরুদ্ধেই জবরদখলের অভিযোগ তৃণমূল বিধায়কের! থানার পাশে জমিতে পার্ক তৈরির চেষ্টা পুলিশের, বাধা তৃণমূলের। প্রতিবাদে থানা ঘেরাও করে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বিক্ষোভ।
ওসির অপসারণ চেয়ে থানা ঘেরাও তৃণমূল বিধায়কের
বাংলায় জঙ্গলের রাজত্ব। ২০২৪-এ মানুষ উচিত শিক্ষা দেবে। নবান্ন অভিযানের দিন আহত দলীয় কাউন্সিলর ও কর্মীদের সঙ্গে দেখা করে এই মন্তব্য করলেন বিজেপির তথ্যানুসন্ধান দলের সদস্য ও সাংসদ ব্রিজলাল। দলের সর্বভারতীয় সভাপতির পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও রিপোর্ট দেবে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল!
নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে এসেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। পাঁচজনের কেন্দ্রীয় দলে রয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ ও উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি ব্রিজ লাল, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠৌর, সাংসদ ও প্রাক্তন আইএএস অপরাজিতা ষড়ঙ্গী, পাঞ্জাবের বিজেপি নেতা সুনীল জাখর ও বিজেপির রাজ্যসভার সাংসদ সমীর ওঁরাও। পরিস্থিতি খতিয়ে দেখে আগামীকালই জে পি নাড্ডাকে রিপোর্ট দেবে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি।
‘এক কুইন্টালের নেতাদের পর এবার কম ওজনের নেতাদের পালা’, পার্থ-অনুব্রতর নাম না করে তৃণমূলকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের।
'বিশ্বকর্মা বাংলা ছেড়ে পালিয়েছেন', পুজোর দিন কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের। সঙ্গে সংযোজন, ' এবারের বিশ্বকর্মা পুজো সবচেয়ে বেশি হতাশাজনক। শিল্প নেই। এত দিন বিশ্বকর্মা পুজোয় সিন্ডিকেটের কাট মানি আসত। এবার তা-ও নেই। তাই বিশ্বকর্মা পুজোর জৌলুস চলে গিয়েছে।'
স্কুলের ভিতরে কোনও বোমা ছিল না। বাইরে থেকে বোমা ছোড়া হয়েছিল, দাবি স্কুলের এক শিক্ষক ও নিরাপত্তারক্ষীর।
নবান্ন অভিযানে পুলিশের গাড়িতে আগুন, মূল অভিযুক্ত বিজেপি নেত্রীর ছেলে। খোঁজে মুর্শিদাবাদে অভিযান।
সরকারি উদ্যোগে দেওয়া চাকরির নিয়োগপত্রও ভুয়ো? এসএসসি নিয়োগ-দুর্নীতির মধ্যেই বিস্ফোরক অভিযোগ। গুজরাতের সংস্থার নামে দেওয়া নিয়োগপত্র ভুয়ো, অভিযোগ একাধিক কারিগরি শিক্ষার চাকরিপ্রার্থীর।
এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা এস পি সিন্হারও সিবিআই হেফাজত। ২২ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত।
অমিত শা ও শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে ঘুড়ি নিয়ে অভিনব প্রতিবাদ যুব তৃণমূলের। ঘুড়ির গায়ে লেখা বিগেস্ট পাপ্পু ও ডোন্ট টাচ মি। উত্তর কলকাতা যুব তৃণমূলের তরফে এদিন পোস্তায় গণেশ টকিজের সামনে বিক্ষোভ দেখান দলীয় কর্মী, সমর্থকরা।
টিটাগড়ে ক্লাস চলাকালীন স্কুলের ছাদে বিস্ফোরণ। বাইরে থেকে বোমা ছোড়া হয়েছিল, না কি স্কুলের ছাদে বোমা মজুত করা হয়েছিল, খতিয়ে দেখছে পুলিশ। টিটাগড়ের সাউথ স্টেশন রোডে সকাল ১১টা নাগাদ সেকেন্ড পিরিয়ড চলাকালীন স্কুলের ছাদে বিস্ফোরণ হয়।
বাংলায় এসে অভিষেকের ‘গুলি’ মন্তব্যকে হাতিয়ার করল বিজেপির কেন্দ্রীয় দল। ‘মুখ্যমন্ত্রীর ভাইপো বলেছেন, মাথায় গুলি করতেন। মুখ্যমন্ত্রীর ভাইপোর কথায় ক্ষমতার দম্ভ প্রকাশ পাচ্ছে। উপরতলার নির্দেশেই বিজেপির উপর অত্যাচার পুলিশের। বিজেপি কর্মীদের নির্যাতনে তিনিই পুলিশকে নির্দেশ দিয়েছেন। বাংলায় জঙ্গলরাজ চলছে। ২০২৪-এর ভোটে শিক্ষা দেব', হুঙ্কার বিজেপির কেন্দ্রীয় নেতা ব্রিজলালের। 'গুলি নয়, বাংলার মাথায় কলঙ্কের দাগ লাগিয়েছেন', তোপ সুনীল জাখরের।
আড়াই বছর পর খুলছে ভুটানের দরজা। আলিপুরদুয়ারের জয়গাঁ ও ভুটানের ফুন্টশোলিং সীমান্তের ভুটান গেট খুলছে ২৩ সেপ্টেম্বর। আবার জলপাইগুড়ির চামুর্চি ও ভুটানের সামসির মধ্যে অবস্থিত ভুটান গেটও একই দিনে খুলছে। ভারতে করোনা যখন প্রথমবার পূর্ণ শক্তিতে ফনা তুলেছিল, তখন বন্ধ করে দেওয়া হয় ভুটান গেট।
শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে বসাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বচসা। সকাল থেকে উত্তেজনা। সোনাঝুরি হাট পরিচালনার দায়িত্বপ্রাপ্ত ব্যবসায়ী ইনসান মল্লিকের অভিযোগ, রূপপুরের তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি কাজি নুরুল হুদা কয়েকজনকে জোর করে হাটে বসানোর চেষ্টা করেন। বাধা দিলে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে শান্তিনিকেতন থানার পুলিশ। অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতির প্রতিক্রিয়া এখনও মেলেনি।
বিদেশি নাগরিকদের প্রতারণার অভিযোগে সল্টলেকের সেক্টর ফাইভ থেকে ৫ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, ভুয়ো কল সেন্টার খুলে চালানো হচ্ছিল প্রতারণার কারবার। ওই চক্রে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
নবম-দশমের শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় ফের SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হাকে হেফাজতে পেল CBI। ২২শে সেপ্টেম্বর পর্যন্ত তাঁর CBI হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুরের বিশেষ সিবিআই আদালত।
ক্লাস চলাকালীন স্কুলের ছাদে বিস্ফোরণ। টিটাগড়ের সাউথ স্টেশন রোড এলাকায় বিস্ফোরণ। বিস্ফোরণে আতঙ্কিত ছাত্র-ছাত্রীরা। বাইরে থেকে বোমা ছোড়া হয়েছিল, না বোমা মজুত ছিল?
খতিয়ে দেখছে পুলিশ।
জঙ্গলরাজ চলছে রাজ্যে, ২০২৪-এ শিক্ষা দেব। নবান্ন অভিযানে আহত বিজেপি কর্মীদের কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে দেখে এসে তোপ দাগলেন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রধান ব্রিজ লাল।
বাগুইআটি জোড়া খুনে এবার গ্রেফতার গাড়ির চালক। সিআইডি-র দাবি, দুই ছাত্রকে খুনের সময় কানহাই কুমারই গাড়ি চালাচ্ছিলেন। ঘটনা জানাজানি হতেই গা ঢাকা দেন। দিল্লি থেকে গাড়িচালককে পাকড়াও করে সিআইডি। বাগুইআটি জোড়া খুনের ঘটনায় এই নিয়ে মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী-সহ ধৃতের সংখ্যা বেড়ে হল ৬।
অমিত শাহ ও শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে ঘুড়ি নিয়ে অভিনব প্রতিবাদ যুব তৃণমূলের। ঘুড়ির গায়ে লেখা বিগেস্ট পাপ্পু ও ডোন্ট টাচ মি। উত্তর কলকাতা যুব তৃণমূলের তরফে এদিন পোস্তায় গণেশ টকিজের সামনে বিক্ষোভ দেখান দলীয় কর্মী, সমর্থকরা।
বিশ্বকর্মা পুজোর দিন পরপর গাড়িতে ধাক্কা। বেপরোয়া মিনিডোরের ধাক্কায় গুরুতর জখম ৪। ২ জনের অবস্থা আশঙ্কাজনক। মিনিডোরের নাবালক চালককে আটক করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। সকাল ১০টা নাগাদ নরেন্দ্রপুর থানা এলাকায় গড়িয়া স্টেশনের কাছে দুর্ঘটনা ঘটে। গড়িয়া স্টেশনের দিক থেকে খেয়াদা যাওয়ার পথে, পরপর দুটি সাইকেল, দুটি মোটরবাইক ও একটি স্কুটারে ধাক্কা মারে বেপরোয়া মিনি ডোর। আহত ৪ জন হাসপাতালে ভর্তি। স্থানীয়দের অভিযোগ, এলাকায় বেপরোয়া গাড়ি চলাচলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। পুলিশি নজরদারির অভাব রয়েছে বলে তাঁদের অভিযোগ।
যদি শিল্প না হয়, চাকরি না হয়, তাহলে বিশ্বকর্মা পুজো করবে কে। তাই বিশ্বকর্মা বাংলা ছেড়ে পালিয়েছেন, কটাক্ষ দিলীপ ঘোষের।
ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, মহালয়ার আগে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। রবিবারের পর উপকূলের জেলায় বৃষ্টি বাড়তে পারে। সপ্তাহ শেষে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, মহালয়ার আগে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। রবিবারের পর উপকূলের জেলায় বৃষ্টি বাড়তে পারে। সপ্তাহ শেষে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
বিশ্বকর্মা পুজোর আগে কারখানা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল যুবকের। মৃতের নাম রোহিত শর্মা। পিকনিক গার্ডেনের বাসিন্দা বছর পঁচিশের রোহিত কাজ করতেন নিউ মার্কেট থানা এলাকার উমা দাস লেনের একটি লোহার কারখানায়। স্থানীয় সূত্রে খবর, বিশ্বকর্মা পুজোর আগে কারখানা পরিষ্কার করতে গিয়ে, গতকাল ঘরের ভিতরে খোলা তারে বিদ্যুত্স্পৃষ্ট হন ওই যুবক। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
<<নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করলেও, তথ্যপ্রমাণ অন্য কথা বলছে। নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড প্রাক্তন শিক্ষামন্ত্রী। এমনটাই মনে করছে সিবিআই। খবর সূত্রের। নিয়োগ দুর্নীতিকাণ্ডে আজ পার্থ চট্টোপাধ্যায় ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জেরা করবে সিবিআই। সূত্রের খবর, নিয়োগ সংক্রান্ত বিষয়টি কারা নিয়ন্ত্রণ করত,
শিক্ষামন্ত্রী হিসেবে পার্থর ভূমিকা কী ছিল, তিনি না জানলে, কারা জানত, তা নিয়েই জেরা করা হবে পার্থকে। অন্যদিকে, জেরায় কল্যাণময়ের কাছে জানতে চাওয়া হবে, তিনি কার নির্দেশে নিয়োগপত্র দিয়েছেন। যদিও আদালতে কল্যাণময়ের আইনজীবী দাবি করেছেন, তিনি কোনও নিয়োগপত্র দেননি। সিবিআই সূত্রে দাবি, পার্থ ও কল্যাণময়ের বয়ানে অসঙ্গতি থাকলে দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করার পরিকল্পনা রয়েছে। >>
বিজেপির নবান্ন অভিযানে এসিপি দেবজিৎ চট্টোপাধ্যায়কে বেধড়ক মারধর। এসিপি-কে মারধরের ঘটনায় গ্রেফতার আরও ৩। ফুটেজ দেখে চিহ্নিত করে দত্তপুকুর থেকে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু। এসিপি-কে মারধরের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে ৯।
নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগের প্রেক্ষিতে রাজ্যে বিজেপির কেন্দ্রীয় দল। তথ্যানুসন্ধান দলে রয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ ব্রিজলাল, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠৌর, সাংসদ ও প্রাক্তন আইএএস অপরাজিতা ষড়ঙ্গী, প্রাক্তন সাংসদ সুনীল জাখর ও বিজেপির রাজ্যসভার সাংসদ সমীর ওঁরাও।
সিবিআই হেফাজতে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। গতকাল কোর্টরুমে পার্থ ও কল্যাণময়কে পাশাপাশি বসে নিজেদের মধ্যে কথা বলতে দেখা যায়। আদালতে সিবিআই দাবি করে, SSC দুর্নীতিতে এক বা দু’জন জড়িত এরকম নয়। আরও অনেক বড় বড় অফিসার জড়িত রয়েছেন। স্বচ্ছ তদন্তের প্রয়োজন। এঁরা প্রত্যেকেই প্রভাবশালী। এই মামলায় কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে হেফাজতে রেখে জেরা করা প্রয়োজন। আদালতে কল্যাণময়ের আইনজীবী দাবি করেন, তিনি কোনও নিয়োগপত্রে ও নথিতে সই করেননি। সব সই স্ক্যান করা হয়েছে। তিনি কোনও পরীক্ষা বা ইন্টারভিউ নিতেন না। দিতেন না নিয়োগপত্র। এগুলো SSC করত। দু’ পক্ষের বক্তব্য শোনার পর মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত।
শিক্ষা, কয়লা থেকে গরুপাচার... দুর্নীতি ইস্যুতে রাজ্যজুড়ে শোরগোল পড়ে গেছে। এবার এনিয়ে গান বাঁধলেন দুই সঙ্গীতশিল্পী।
সরকারি উদ্যোগে দেওয়া, চাকরির নিয়োগপত্রের কয়েকটি কি ভুয়ো? চাকরিপ্রার্থীদের একাংশের অভিযোগ ঘিরে, উঠছে এই প্রশ্ন। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।
টাকার বিনিময়ে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার প্রস্তাব! নিয়োগ দুর্নীতি নিয়ে হইচইয়ের মধ্যেই বিস্ফোরক অভিযোগ তুললেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক রুবি সাঁই। নিশানায় শাসকপন্থী অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সভানেত্রী কৃষ্ণকলি বসু। অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন কৃষ্ণকলি।
ইডি’র পর এবার সিবিআইয়ের হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়। ২১ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর সিবিআই হেফাজতের নির্দেশ দিল আদালত। নিয়োগ দুর্নীতিতে ‘মাস্টারমাইন্ড’ পার্থ চট্টোপাধ্যায়। আদালতে এই দাবি করেন সিবিআইয়ের আইনজীবী।
প্রেক্ষাপট
কলকাতা: এসএসসি দুর্নীতি মামলায় (SSC Scam) ইডির পর এবার সিবিআই হেফাজতে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) খারিজ জামিনের আর্জি। সিবিআই (CBI) হেফাজতে কল্যাণময়ও।
এসএসসি নিয়োগ দুর্নীতি বড়সড় ষড়যন্ত্র। মাস্টারমাইন্ড পার্থ-কল্যাণময়। আরও অনেক বড় অফিসার কেলেঙ্কারিতে যুক্ত। আদালতে সওয়াল সিবিআইয়ের।
এসএসসি প্রাথমিক বোর্ড কমিটি স্বশাসিত, নিয়ন্ত্রণ ছিল না। সওয়াল পার্থর। স্ক্যান করা সই ব্যবহার, দাবি কল্যাণময়ের। একযোগে কেলেঙ্কারির রূপ। পাল্টা সিবিআই।
৬টি প্রশ্ন ভুল নিয়ে দায়ের মামলা। হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ মেনে ১৮৭ জন চাকরিপ্রার্থীর নিয়োগ প্রক্রিয়া শুরু প্রাথমিক শিক্ষা পর্ষদের। ১৯ সেপ্টেম্বর ইন্টারভিউয়ের ডাক।
ইডি সহ কেন্দ্রীয় এজেন্সিগুলির বিরুদ্ধে মেনকা গম্ভীরের (Menaka Gambhir) আদালত অবমাননা মামলা। অভিযুক্ত অবমাননাকারীদের বক্তব্য শোনার পরেই নির্দেশ। জানাল হাইকোর্ট।
গরুপাচার তদন্তে অনুব্রতর (Anubrata Mandal) বোলপুরের বাড়িতে সিবিআই। কন্যা সুকন্যাকে এক ঘণ্টার উপর জিজ্ঞাসাবাদ। পোস্ট অফিস-বোলপুর রেজিস্ট্রি অফিসেও সিবিআই।
গরু পাচার মামলায় শ্রীগুরু রাইস মিলের প্রয়াত মালিকের ছেলেকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। হস্তান্তরের পর নাম হয় ভোলে ব্যোম। আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন অনুব্রতর সিএ-কে।
গরুপাচার তদন্তে সিবিআইয়ের পাশাপাশি তৎপর সিআইডি। রাজারহাটে মার্বেল ব্যবসায়ীর দোকান সিল। এনামূলের সঙ্গে যোগ, দাবি সিআইডির।
নভেম্বরে রাজ্যে আসতে পারেন অমিত শাহ। ৫ নভেম্বর ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক। যোগ দিতে বাংলায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগ। বিজেপির লালবাজার অভিযান শুরু হতেই কলেজস্ট্রিটেই ব্যারিকেড দিয়ে আটকাল পুলিশ। রাস্তায় বসে বিক্ষোভ।
খেলনা বন্দুক কপালে ঠেকিয়ে অভিষেকের গুলি মন্তব্যের প্রতীকী প্রতিবাদ বিজেপির। জেলায় জেলায় থানা ঘেরাও কর্মসূচি। (অ্যাম্বিঃ)
নবান্ন অভিযানে নেতা-কর্মীদের ওপর পুলিশি অত্যাচারের অভিযোগ। রাজ্যে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। আহত কর্মী-সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করে রিপোর্ট নাড্ডাকে।
কর্মসংস্থানে মুখ্যমন্ত্রীর চা ঘুগনি, কাশের বালিশ প্রস্তাব। পাল্টা দুর্গাপুরে চা-ঘুগনি, কচুরিপাতার ঠোঙা, কাশফুলের পাশবালিশ তৈরি করে প্রতিবাদ বিজেপির। (অ্যাম্বিঃ)
গোঁফ কামিয়ে, মাথা ন্যাড়া করে ভোলবদলেও হল না শেষরক্ষা। বিজেপির নবান্ন অভিযানে এসিপি-কে মারধরের ঘটনায় পূর্ব মেদিনীপুর-কুলতলি থেকে গ্রেফতার আরও ৩।
পুরসভার নোটিস পাওয়ার পরেই সক্রিয়। টালিগঞ্জ সার্কুলার রোডে নিজের জমি থেকে জঞ্জাল সরানোর কাজ শুরু মেয়র পারিষদ তারক সিংহের। আইন সবার জন্য এক, প্রতিক্রিয়া মেয়রের।
এক সপ্তাহে সরকারি হাসপাতালেই ভর্তি ১ হাজার ২৩০ ডেঙ্গি আক্রান্ত। কলকাতা পুরসভায় আক্রান্ত সর্বাধিক। ডেঙ্গি থ্রি করোনার মতো অজানা, মন্তব্য ফিরহাদের।
আজ মোদির জন্মদিন। মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে ছাড়া হবে নামিবিয়ার ৮টি চিতা। বিশেষ বিমানে আনা হচ্ছে ভারতে। গ্বয়ালিয়র থেকে কপ্টারে যাবে কুনো জাতীয় উদ্যানে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -