West Bengal News Live Updates: আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমিতিতে দুর্নীতির অভিযোগ, সিবিআই-ইডি তদন্তের নির্দেশ বহাল ডিভিশন বেঞ্চে

WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 21 Sep 2023 11:40 PM
WB News Live:লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ফাইল ডাউনলোড মামলায় চাঞ্চল্যকর অভিযোগ ইডির

লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ফাইল ডাউনলোড মামলায় চাঞ্চল্যকর অভিযোগ ইডির

WB News Live Update:কাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার রায়দান

কাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার রায়দান। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির দায়ের করা ইসিআইআর খারিজের আবেদন, মামলা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাল সকাল ১০.৩০ রায়দান করবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ

WB News Live:দলের গাইডলাইন, যাঁরা তৃণমূলের টিকিটে লড়বেন, তাঁদেরই পদ দেওয়া হবে, মন্তব্য় ঝালদা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের

কংগ্রেস থেকে তৃণমূলে আসা কাউন্সিলরদের যোগদান প্রক্রিয়া অসমপূর্ণ। দলের গাইডলাইন, যাঁরা তৃণমূলের টিকিটে লড়বেন, তাঁদেরকেই পদ দেওয়া হবে। মন্তব্য় ঝালদা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের। তবে কি ঝালদা পুরসভা দখল করে নেওয়ার পরও, শাসকের মধ্য়ে দ্বন্দ্ব? সুরেশ আগরওয়ালের মন্তব্য়ে জোরাল হচ্ছে সেই প্রশ্ন। এনিয়ে আক্রমণ করতে ছাড়েনি কংগ্রেস। 

WB News Live Update:কাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার রায়দান

কাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার রায়দান। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির দায়ের করা ইসিআইআর খারিজের আবেদন। মামলা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কাল সকাল ১০.৩০ রায়দান করবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

Abhishek Banerjee:রবীন্দ্রভারতী বিশ্ববিদ্য়ালয়ে ভর্তির নামে ৫০ হাজার টাকা চাওয়ার অভিযোগ

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্য়ালয়ে ভর্তির নামে ৫০ হাজার টাকা চাওয়ার অভিযোগ। না দেওয়ায়, ছাত্রীকে এন্ট্রাসে পাস করানো হয়নি বলে দাবি। বিশ্ববিদ্য়ালয়ের ২ সিনিয়র পড়ুয়ার বিরুদ্ধে CMO, PMO-তে অভিযোগ জানিয়েছেন তরুণী। অভিযোগ জানানো হয়েছে UGC-র অ্য়ান্টি র‍্যাগিং সেলেও। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এনিয়ে বৈঠক ডাকা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ। 

WB News Live Update:হাইকোর্টের নির্দেশে লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও, ডিরেক্টরের সম্পত্তির রিপোর্ট পেশ, বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে রিপোর্ট পেশ করল ইডি

হাইকোর্টের নির্দেশে লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও, ডিরেক্টরের সম্পত্তির রিপোর্ট পেশ, বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে রিপোর্ট পেশ করল ইডি

Abhishek Banerjee:১৩ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য়ে ডেঙ্গি আক্রান্ত ২৮ হাজার ৬৭ জন

১৩ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য়ে ডেঙ্গি আক্রান্ত ২৮ হাজার ৬৭ জন। সরকারি মতে বাংলায় মৃত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩, বেসরকারি মতে বাংলায় মৃত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩৬

WB News Live Update:আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমিতিতে দুর্নীতির অভিযোগ, সিবিআই-ইডি তদন্তের নির্দেশ বহাল ডিভিশন বেঞ্চে

আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমিতিতে ৫০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ। সিবিআই-ইডি তদন্তের নির্দেশ বহাল রাখল বিচারপতির সব্যসাচী ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ

Abhishek Banerjee:হাইকোর্টের নির্দেশে লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও, ডিরেক্টরের সম্পত্তির রিপোর্ট পেশ

হাইকোর্টের নির্দেশে লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও, ডিরেক্টরের সম্পত্তির রিপোর্ট পেশ। বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে রিপোর্ট পেশ করল ইডি। মামলায় জড়িত চলচ্চিত্র জগতের ব্যক্তিদেরও সম্পত্তি সংক্রান্ত রিপোর্ট জমা। নিয়োগ দুর্নীতিতে এবার আর্থিক লেনদেনে যুক্ত এক অভিনেতার সন্ধান দিল ইডি

Abhishek Banerjee:হাইকোর্টের নির্দেশে লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও, ডিরেক্টরের সম্পত্তির রিপোর্ট পেশ

হাইকোর্টের নির্দেশে লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও, ডিরেক্টরের সম্পত্তির রিপোর্ট পেশ। বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে রিপোর্ট পেশ করল ইডি। মামলায় জড়িত চলচ্চিত্র জগতের ব্যক্তিদেরও সম্পত্তি সংক্রান্ত রিপোর্ট জমা। নিয়োগ দুর্নীতিতে এবার আর্থিক লেনদেনে যুক্ত এক অভিনেতার সন্ধান দিল ইডি

WB Weather Updates:পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপর সিবিআই

পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপর সিবিআই। উত্তর ২৪ পরগনার একাধিক পুরসভার কর্মী ও আধিকারিকদের তলব। চলতি সপ্তাহেই হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই

Abhishek Banerjee:ডেঙ্গি-ম্যালেরিয়ার জোড়া ফলার মধ্যেই রাজ্যের মাথায় এবার নিপা-শঙ্কার মেঘ!

ডেঙ্গি-ম্যালেরিয়ার জোড়া ফলার মধ্যেই রাজ্যের মাথায় এবার নিপা-শঙ্কার মেঘ!

WB Weather Updates:যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরও কি মশার আঁতুড়ঘর? জানতে পরিদর্শনে গেলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ।

যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরও কি মশার আঁতুড়ঘর? জানতে পরিদর্শনে গেলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ।

Abhishek Banerjee:অনুব্রত মণ্ডলের এবারের পুজো কাটবে দিল্লির তিহাড় জেলেই

অনুব্রত মণ্ডলের এবারের পুজো কাটবে দিল্লির তিহাড় জেলেই। ৩০ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে থাকার মেয়াদ বাড়ল তৃণমূলের বীরভূম জেলা সভাপতির। গরুপাচার মামলায় অভিযুক্ত অনুব্রতকে আজ সশরীরে দিল্লির আদালতে পেশ করা হয়। সুপ্রিম কোর্টে জামিনের আবেদনের কী হল, আইনজীবীদের কাছে জানতে চান অনুব্রত। আগামী বছরের জানুয়ারি পর্যন্ত তিহাড় জেলে থাকতে হবে অনুব্রত-কন্যা সুকন্যাকেও। 

WB Weather Updates:'ইডির প্রথম তলবে হাজিরায় সম্পত্তির সব তথ্য় দেওয়া হয়েছে ইডিকে', এবিপি আনন্দকে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

'ইডির প্রথম তলবে হাজিরায় সম্পত্তির সব তথ্য় দেওয়া হয়েছে ইডিকে', এবিপি আনন্দকে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Abhishek Banerjee:পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপর সিবিআই। উত্তর ২৪ পরগনার একাধিক পুরসভার কর্মী ও আধিকারিকদের তলব

পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপর সিবিআই। উত্তর ২৪ পরগনার একাধিক পুরসভার কর্মী ও আধিকারিকদের তলব । চলতি সপ্তাহেই হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই

WB Weather Updates: লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ফাইল ডাউনলোড মামলায় চাঞ্চল্যকর অভিযোগ ইডির

লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ফাইল ডাউনলোড মামলায় চাঞ্চল্যকর অভিযোগ ইডির। 'অভিষেক বন্দ্যোপাধ্য়ায় লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও আছেন জানানোর পর থেকেই হয়রানি শুরু। আমাদের বলতে বাধা নেই যে সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের নির্দেশে এসব হচ্ছে', ফাইলকাণ্ডে পুলিশের তদন্তের বিরুদ্ধে হাইকোর্টে বিস্ফোরক অভিযোগ ইডির

Abhishek Banerjee:পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলাকালীন ইডি সূত্রে দাবি করা হয়, পুরসভায় চাকরি বিক্রির জন্য় একেবারে রেট কার্ড তৈরি হয়েছিল

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলাকালীন ইডি সূত্রে দাবি করা হয়, পুরসভায় চাকরি বিক্রির জন্য় একেবারে রেট কার্ড তৈরি হয়েছিল। ৪ থেকে ৭ লক্ষ টাকা রেটে বিভিন্ন পুরসভায় দেদার চাকরি বিক্রি হয়েছিল! ইডি সূত্রে দাবি করা হয়, গাড়ির চালক, সাফাইকর্মী এবং পুরসভার গ্রুপ ডি কর্মীর চাকরির ন্যূনতম রেট ছিল ৪ লক্ষ টাকা! পুরসভার গ্রুপ সি-র চাকরির ন্যূনতম দর ছিল ৭ লক্ষ টাকা! টাইপিস্টের চাকরির রেট ছিল ন্য়ূনতম ৭ লক্ষ টাকা!

WB Weather Updates: আলিপুরদুয়ার সমবায়ে ৫০ কোটি টাকা দুর্নীতি মামলায় তদন্ত কত দূর? '১৮ অক্টোবরের মধ্যে রিপোর্ট দিতে হবে সিবিআই-ইডিকে, নির্দেশ হাইকোর্টের

আলিপুরদুয়ার সমবায়ে ৫০ কোটি টাকা দুর্নীতি মামলায় তদন্ত কত দূর? '১৮ অক্টোবরের মধ্যে রিপোর্ট দিতে হবে সিবিআই-ইডিকে, নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

Abhishek Banerjee:দীর্ঘ প্রতীক্ষার অবসান, নিয়োগপত্র নিয়ে অবশেষে শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা রায়

দীর্ঘ প্রতীক্ষার অবসান, নিয়োগপত্র নিয়ে অবশেষে শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা রায়

WB Weather Updates: কাল পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, সক্রিয় মৌসুমী অক্ষরেখা। জোড়া ফলায় আশ্বিনেও বাংলার আকাশে মেঘের ঘনঘটা। 
কাল পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গেও তুমুল বৃষ্টি হতে পারে। বেশ কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে।

Abhishek Banerjee: লিপস অ্যান্ড বাউন্ডসে ফাইল ডাউনলোড মামলায় পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ ED-র

লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ফাইল ডাউনলোড মামলায় চাঞ্চল্যকর অভিযোগ ইডির। 'অভিষেক বন্দ্যোপাধ্য়ায় লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও আছেন জানানোর পর থেকেই হয়রানি শুরু। আমাদের বলতে বাধা নেই যে সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের নির্দেশে এসব হচ্ছে', ফাইলকাণ্ডে পুলিশের তদন্তের বিরুদ্ধে হাইকোর্টে বিস্ফোরক অভিযোগ ইডির। 'বার বার এই নিয়োগ দুর্নীতির তদন্ত বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, তদন্তের গতি স্তব্ধ করার চেষ্টা হচ্ছে। পুলিশকে নিয়ে এই কাজ করানো হচ্ছে, নেপথ্যে প্রভাবশালীদের হাত রয়েছে', লিপস অ্যান্ড বাউন্ডসে ফাইল ডাউনলোড মামলায় পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগে বিস্ফোরক ইডি।

Adhir Ranjan Chowdhury: ভোটের আগে ফের জুমলা, মহিলা সংরক্ষণ নিয়ে অধীর

ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন মহিলা সংরক্ষণ আইন আনবেন। বিল আনতেই এতদিন লাগিয়ে দিলেন। কবে আইন প্রণয়ন হবে, তার কোনও ঠিক নেই। ভোটের আগে ফের জুমলা, কটাক্ষ লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরীর।

Adhir Ranjan Chowdhury: ভোটের আগে ফের জুমলা, মহিলা সংরক্ষণ নিয়ে অধীর

ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন মহিলা সংরক্ষণ আইন আনবেন। বিল আনতেই এতদিন লাগিয়ে দিলেন। কবে আইন প্রণয়ন হবে, তার কোনও ঠিক নেই। ভোটের আগে ফের জুমলা, কটাক্ষ লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরীর।

Calcutta High Court: ওএমআর শিট দুর্নীতি মামলায় হাইকোর্টে রিপোর্ট পেশের পর প্রশ্নের মুখে পর্ষদ

ওএমআর শিট দুর্নীতি মামলায় হাইকোর্টে রিপোর্ট পেশের পর প্রশ্নের মুখে পর্ষদ। 'আসল ওএমআর শিটের প্রতিলিপি না থাকলে টেট পরীক্ষার্থীদের নম্বর বিকৃত করা হয়নি বুঝবেন কী করে? যে ডিজিটাইজড তথ্যের কথা বলছেন, সেটা তো এডিট করা সম্ভব। আসল ওএমআর শিট না থাকাতেই সমস্যার সূত্রপাত', মন্তব্য বিচারপতি অমৃতা সিন্হার

SSC Case: লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও, ডিরেক্টরের সম্পত্তির রিপোর্ট পেশ

হাইকোর্টের নির্দেশে লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও, ডিরেক্টরের সম্পত্তির রিপোর্ট পেশ। বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে রিপোর্ট পেশ করল ইডি। মামলায় জড়িত চলচ্চিত্র জগতের ব্যক্তিদেরও সম্পত্তি সংক্রান্ত রিপোর্ট জমা।  নিয়োগ দুর্নীতিতে এবার আর্থিক লেনদেনে যুক্ত এক অভিনেতার সন্ধান দিল ইডি। ৪৪ লাখ টাকার আর্থিক লেনদেন হয়েছিল, আদালতে জানাল ইডি। যদিও ওই অভিনেতা টাকা ফেরত দিয়েছেন, আদালতে দাবি ইডির।

Dengue Situation: যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরও কি মশার আঁতুড়ঘর? পরিদর্শনে ডেপুটি মেয়র

যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরও কি মশার আঁতুড়ঘর? জানতে পরিদর্শনে গেলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। সঙ্গে ছিলেন স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা। ৯২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে কোথায় জল জমে রয়েছে, সেখানে ডেঙ্গির জীবাণুবাহী মশার লার্ভা রয়েছে কি না, জানতে পরিদর্শনে যান এনটেমোলজিস্টরাও। এরপর যাদবপুরে বন্ধ কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরিও পরিদর্শন করবেন ডেপুটি মেয়র। কোথাও মশার লার্ভা রয়েছে কি না, জানতে ড্রোন উড়িয়ে আকাশপথেও চলবে নজরদারি।

Primary TET: চাকরিপ্রার্থীদের প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতর ঘেরাও অভিযান ঘিরে টানটান উত্তেজনা

সল্টলেকে ২০২২-এর টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতর ঘেরাও অভিযান ঘিরে টানটান উত্তেজনা। অভিযান ঠেকাতে তৎপর বিধাননগর কমিশনারেটের পুলিশ।  
সেক্টর ফাইভ, করুণাময়ী ও সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনেও কড়া পুলিশি পাহারা। সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে ১৪৪ ধারা জারি করা হয়েছে। চাকরিপ্রার্থীদের দাবি, ২০২২-এর টেটের ফল চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়। 
কিন্তু ইন্টারভিউ হয়নি। ফলে নিয়োগও আটকে রয়েছে। দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করার দাবিতে এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতর ঘেরাও অভিযানের ডাক দিয়েছেন চাকরিপ্রার্থীরা।   


 

Anubrata Mondal: ৩০ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের মেয়াদ বাড়ল অনুব্রতর

অনুব্রত মণ্ডলের এবারের পুজো কাটবে দিল্লির তিহাড় জেলেই। ৩০ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে থাকার মেয়াদ বাড়ল তৃণমূলের বীরভূম জেলা সভাপতির। গরুপাচার মামলায় অভিযুক্ত অনুব্রতকে আজ সশরীরে দিল্লির আদালতে পেশ করা হয়। সুপ্রিম কোর্টে জামিনের আবেদনের কী হল, আইনজীবীদের কাছে জানতে চান অনুব্রত। আগামী বছরের জানুয়ারি পর্যন্ত তিহাড় জেলে থাকতে হবে অনুব্রত-কন্যা সুকন্যাকেও। 

Nipah virus: কেরল ফেরত পরিযায়ী শ্রমিক কি নিপা ভাইরাসে আক্রান্ত? নমুনা পাঠানো হল পুণের NIV-তে

কেরল ফেরত পরিযায়ী শ্রমিক কি নিপা ভাইরাসে আক্রান্ত? জানতে নমুনা পাঠানো হল পুণের NIV-তে। বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে খবর, সোয়াব সংগ্রহের পর, বিশেষভাবে প্যাকিং করে গতকালই নমুনা পাঠানো হয়েছে। মঙ্গলকোটের বাসিন্দা ওই যুবক বর্তমানে বেলেঘাটা আইডি-র আইসোলেশন কেবিনে ভর্তি রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, রোগীর অবস্থা স্থিতিশীল। 


 

Illegal Firecrackers: খাস কলকাতায় উদ্ধার হল বিপুল পরিমাণ বেআইনি শব্দবাজি

এবার খাস কলকাতায় উদ্ধার হল বিপুল পরিমাণ বেআইনি শব্দবাজি। ২ জনকে গ্রেফতার করেছে লালবাজারের গুন্ডাদমন শাখার পুলিশ। উদ্ধার হয়েছে আনুমানিক ৮৪০ কেজি বেআইনি শব্দবাজি। পুলিশ সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি থেকে পাটনায় বাজি নিয়ে যাওয়া হচ্ছিল। গতকাল গভীর রাতে নাকা তল্লাশি চলাকালীন বড়বাজার থানা এলাকার এমজি রোডে সন্দেহজনক গাড়ি আটকায় পুলিশ। ওই গাড়ি থেকেই মেলে প্রচুর পরিমাণে বেআইনি শব্দবাজি। ধৃত ২ জনই চম্পাহাটির বাসিন্দা। 
বড়বাজার থানায় বিস্ফোরক আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। 

Alipurduar News: আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতিতে দুর্নীতির তদন্তে CBI-ED তদন্তের নির্দেশ বহাল

আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতিতে ৫০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের CBI-ED-র তদন্তের নির্দেশ বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। রায়ের তদন্তের নির্দেশ বহাল রাখলেও CID-কে ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ খারিজ করেছে আদালত। পাশাপাশি, CID-র বিরুদ্ধে করা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যও নির্দেশনামা থেকে অপসারণ করল বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। 


 

Khejuri News: খেজুরিতে ব্যাপক বোমাবাজি, তৃণমূলকর্মীর বাড়িতে হামলার অভিযোগ, কাঠগড়ায় বিজেপি

শিশির অধিকারীর ভোটে খেজুরি ২ নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি বিজেপি দখল করার পরেই নতুন করে উত্তেজনা ছড়াল। অভিযোগ, নির্বাচন পর্ব মিটতেই খেজুরি ২ নম্বর ব্লকের নিজকসবা ও হলুদবাড়ি এলাকায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূলের কর্মী, সমর্থকদের বাড়ি আক্রমণ করে ও এলাকায় ব্যাপক বোমাবাজি চলে। গন্ডগোলের জেরে দলের ৪ জন কর্মী আহত বলে তৃণমূলের দাবি। পাল্টা বিজেপির অভিযোগ, স্থায়ী সমিতির ভোটে হারার পরেই তৃণমূল নাটক করছে। এলাকায় নিজেরাই সন্ত্রাস চালিয়ে বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে। 


 

Murshidabad News: মুর্শিদাবাদে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচন ঘিরে তৃণমূলে কোন্দল

মুর্শিদাবাদের ভগবানগোলা ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচন ঘিরে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। পার্টি অফিসে ডেকে মারধর করে কৃষি কর্মাধ্যক্ষ গোলাম শেখের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আক্রান্ত তৃণমূল নেতা ভগবানগোলার বিধায়ক ইদ্রিশ আলির অনুগামী বলে পরিচিত। 
অভিযোগ, খোদ বিধায়ককেই নির্বাচন চলাকালীন পঞ্চায়েত সমিতির অফিসে ঢুকতে দেওয়া হয়নি। বিধায়কের বিস্ফোরক অভিযোগ, টাকার বিনিময়ে কর্মাধ্যক্ষের পদ বিক্রি করেছেন ব্লক সভাপতি আসানুর রহমান ওরফে বাপন। এই নিয়ে উত্তেজনা ছড়ায়। এর মধ্যেই কর্মাধ্যক্ষ নির্বাচন করা হয়। তৃণমূল ব্লক সভাপতির প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


 

Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, সক্রিয় মৌসুমী অক্ষরেখা

বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, সক্রিয় মৌসুমী অক্ষরেখা
জোড়া ফলায় আশ্বিনেও বাংলার আকাশে মেঘের ঘনঘটা
কাল পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা
শনিবার পর্যন্ত উত্তরবঙ্গেও তুমুল বৃষ্টি হতে পারে
বেশ কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে

Bangaon News: বনগাঁয় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, আক্রান্ত পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভানেত্রী

উত্তর ২৪ পরগনার বনগাঁয় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল।পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভানেত্রীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েত সমিতির সহ সভাপতির অনুগামীর বিরুদ্ধে। বাঁচাতে গেলে মহিলার ছেলে ও বউমাকেও মারধর করা হয় বলে অভিযোগ। হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূলের ওই নেত্রী। অভিযুক্ত প্রেমচাঁদ সরকার বনগাঁ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জাফর আলি মণ্ডলের অনুগামী বলে তাঁর দাবি। আক্রান্তের অভিযোগ, পঞ্চায়েত ভোটে হেরে যাওয়ার পর থেকেই তাঁর ওপর আক্রোশ বাড়ে প্রেমচাঁদের। জমি সংক্রান্ত বিবাদের জেরে গতকাল তৃণমূল নেত্রীকে মারধর করা হয়। বিজেপি এই ঘটনাকে শাসকদলের কোন্দল বলে দাবি করলেও, তৃণমূলের দাবি, দুই প্রতিবেশীর মধ্যে জমি-বিবাদের জেরে এই ঘটনা।


 

Municipal Scam: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপর হল সিবিআই, কর্মী ও আধিকারিকদের তলব

পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপর হল সিবিআই। উত্তর ২৪ পরগনার একাধিক পুরসভার কর্মী ও আধিকারিকদের তলব করা হয়েছে। চলতি সপ্তাহেই হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই। সূত্রের খবর, বরানগর, কামারহাটি, পানিহাটি, উত্তর দমদম, দক্ষিণ দমদম-সহ যে সমস্ত পুরসভায় এর আগে সিবিআই অভিযান চালিয়েছিল, সেই সমস্ত পুরসভার কর্মী ও আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ডের প্রক্রিয়া শুরু করতে চলেছে কেন্দ্রীয় এজেন্সি। মূলত ২০১৪ সালের পর থেকে যে সমস্ত নিয়োগ হয়েছে, তা নিয়েই জিজ্ঞাসাবাদ করা হবে। জানতে চাওয়া হবে, কোন কোন পদে নিয়োগ হয়েছে, কীভাবে নিয়োগ প্রক্রিয়া চলেছে, কারও নির্দেশে নিয়োগ হয়েছিল কি না। 


 

Diamond Harbour News: বিশ্বকর্মা ঠাকুর বিসর্জনে গিয়ে হুগলি নদীতে তলিয়ে গেলেন যুবক

বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন দিতে গিয়ে ডায়মন্ড হারবারে হুগলি নদীতে তলিয়ে গেলেন যুবক। গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ এই ঘটনা ঘটে। ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজারের মাছ প্রক্রিয়াকরণ কেন্দ্রে কাজ করতেন উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ার বাসিন্দা ২৪ বছরের কিষাণ সাহু। গতকাল সহকর্মীদের সঙ্গে কারখানার প্রতিমা বিসর্জন দিতে এসে তলিয়ে যান ওই যুবক। রাতেই হুগলি নদীতে তল্লাশিতে নামেন সিভিল ডিফেন্সের কর্মীরা। লঞ্চে চড়েও খোঁজ চালাচ্ছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। মত্ত অবস্থায় থাকায় পা পিছলে দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। 


 

North Dinajpur News: গোয়ালপোখরে গুলিতে ঝাঁঝরা তৃণমূলের পঞ্চায়েত প্রধান

উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায় পুলিশ ফাঁড়ি থেকে ১ কিলোমিটার দূরে গুলিতে ঝাঁঝরা তৃণমূলের পঞ্চায়েত প্রধান। এখনও অধরা আততায়ীরা। গতকাল দুপুর আড়াইটে নাগাদ পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান মহম্মদ রাহিকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি চলে বলে দাবি। পেটে, বুকে ও গলায় গুলি লাগে তৃণমূল নেতার। পরে শিলিগুড়ির নার্সিংহোমে তাঁর মৃত্যু হয়।

RBU: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্য়ালয়ে ভর্তির নামে টাকা চাওয়ার অভিযোগ

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্য়ালয়ে ভর্তির নামে টাকা চাওয়ার অভিযোগ উঠল। তরুণীর অভিযোগ, মাস দুয়েক আগে রবীন্দ্রভারতীর ফাইন আর্টস বিভাগে ভর্তি হতে গেলে, অভিজিৎ দাস ও ইন্দ্রজিৎ দলুই নামে দুই যুবক তাঁর কাছে ৫০ হাজার টাকা চান। এনিয়ে CMO এবং PMO-তে অভিযোগ জানান ওই তরুণী।থানাতেও অভিযোগ জানান তিনি। এ নিয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন ধরেননি। রবীন্দ্রভারতীর রেজিস্ট্রার জানিয়েছেন, তাঁরা  CMO-র তরফে চিঠি পেয়েছেন। তবে সেখানে অভিযোগকারী সম্পর্কে বিস্তারিত তথ্য় ছিল না।

Nagerbazar News: নাগেরবাজারে বাগানবাড়ি থেকে পচাগলা মৃতদেহ উদ্ধার

নাগেরবাজারের নয়াপট্টি এলাকায় বাগানবাড়ি থেকে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বেঁধেছে। ৭২ বছরের কল্যাণ ভট্টাচাৰ্য একাই থাকতেন নিজের বাগানবাড়িতে। কয়েকদিন ধরে আত্মীয়রা ফোনে যোগাযোগ করতে না পেরে গতকাল নাগেরবাজারে এসে দেখেন বাড়ি বাইরে থেকে তালা বন্ধ এবং ঘর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। খবর পেয়ে নাগেরবাজার থানার পুলিশ গিয়ে তালা ভেঙে ওই ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার করে। ওই ব্যক্তির পোষ্য ও গাড়ির খোঁজ মিলছে না। বাড়িও বাইরে থেকে তালা বন্ধ ছিল। ফলে মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, খতিয়ে দেখছে নাগেরবাজার থানার পুলিশ। 

Salt Lake News: কটূক্তির প্রতিবাদ করায় উচ্চপদস্থ সরকারি কর্মী মহিলাকে মারধরের অভিযোগ

সল্টলেকে কটূক্তির প্রতিবাদ করায় উচ্চপদস্থ সরকারি কর্মী এক মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ। আক্রান্ত সরকারি কর্মীর দাবি, তিনি বাড়ির কাছে পশুদের খাওয়াচ্ছিলেন। তখন তাঁর উদ্দেশে কটূক্তি করে দুই যুবক। প্রতিবাদ করলে তাঁকে হেলমেট দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। চিৎকার শুনেও কেউ বাঁচাতে আসেনি বলেও দাবি ওই উচ্চপদস্থ সরকারি কর্মীর। এই ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই মহিলা।

প্রেক্ষাপট

লোকসভায় পাস মহিলা সংরক্ষণ বিলল (Women's Reservation Bill)। বিলের পক্ষে পড়ল ৪৫৪টি ভোট, সংশোধন চেয়ে বিপক্ষে ২টি ভোট। সাংসদদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর- (Narendra Modi)। অসম্পূর্ণ বিল। দাবি রাহুলের। সনিয়ার মুখে রাজীব গাঁধীর প্রসঙ্গ। ওবিসিদেরও আওতায় আনার দাবি। নারী ক্ষমতায়ন কিছু দলের কাছে রাজনৈতিক হাতিয়ার, পাল্টা অমিত শাহ।


সাংসদদের দেওয়া সংবিধানের ইংরেজি কপিতে 'সেক্যুলার' ও 'সোশালিস্ট' শব্দ বাদ। সংবিধান বদলে দেওয়ার চেষ্টা। অভিযোগ অধীরের (Adhir Ranjan Chowdhury)। সরব তৃণমূলও (TMC) মুখে কুলুপ বিজেপির (BJP)।


দুর্নীতির পর্দাফাঁসের লক্ষ্যে তদন্ত করছে না, আদালতের সঙ্গে খেলা করছে সিবিআই। এবার প্রয়োজন প্রধানমন্ত্রীকে। ওএমআর মামলায় ফের সিবিআইকে ভর্ৎসনা বিচারপতির (Calcutta High Court)।


সিটের সদস্য না হয়েও ঘুষ দিয়ে চাকরি পাওয়া শিক্ষকদের জিজ্ঞাসাবাদ। কী করে সম্ভব ? বিশল্যকরণী খুঁজে আনব। ৪ অক্টোবর সিবিআই (CBI) অধিকর্তাকে ভার্চুয়ালি হাজিরার নির্দেশ বিচারপতির। (SSC Case)


হাইকোর্টের ভর্ৎসনার পর অবশেষে ববিতার জায়গায় শিক্ষিকা পদে নিয়োগপত্র পেলেন শিলিগুড়ির অনামিকা। কাদের গাফিলতিতে দেরি ? মধ্যশিক্ষা পর্ষদের সচিবের রিপোর্ট তলব হাইকোর্টের।


গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিলের অনুমতি হাইকোর্টের। ২৭ সেপ্টেম্বর থিয়েটার রোড-ক্যামাক স্ট্রিটের সংযোগ স্থল থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল।


ডিএ আন্দোলনকারীদের মঞ্চে শুভেন্দু। বিধায়ক হিসেবে নিজের বর্ধিত বেতন আন্দোলনকারীদের হাতে তুলে দেওয়ার প্রস্তাব।


রাজারহাট ফ্ল্যাট প্রতারণা মামলায় নুসরতের কাছে আরও নথি চাইল ইডি। যে নথি চাওয়া হয়েছিল, জমা দেননি তৃণমূল সাংসদ, ইডি সূত্রে খবর। আগামী সপ্তাহে আরেক অধিকর্তাকে ফের তলব। 


শিশিরের ভোটে খেজুরি-২ পঞ্চায়েত সমিতির ৯টি স্থায়ী সমিতি দখল করল বিজেপি। উন্নয়নের জন্যই ভোট, প্রতিক্রিয়া কাঁথির সাংসদ। তীব্র কটাক্ষ তৃণমূল কংগ্রেসের।


উত্তর দিনাজপুরে পুলিশ ফাঁড়ি থেকে ১ কিলোমিটার দূরে শ্যুটআউট। তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে গুলি করে খুন। বিহারে পালিয়েছে দুষ্কৃতীরা, স্থানীয় সূত্রে খবর। তদন্তে পুলিশ।


নোংরা ফেলার প্রতিবাদ করায় গুলি! কসবায় ক্লাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে ধৃত প্রাক্তন পুলিশ কর্তার ছেলে। ধৃতের পুলিশ হেফাজত।


গাড়িতে লাগানো থাকত পুলিশ ও এনজিও-র স্টিকার। আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখাত সৌমিত, অভিযোগ স্থানীয়দের। বেআইনি কার্যকলাপে জড়িত কিনা জানতে বাবাকে জিজ্ঞাসাবাদ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.