West Bengal News Live Updates: 'লোকসভা ভোটে বাংলায় ১ নম্বর দল হতে পারে বিজেপি' ভবিষ্যদ্বাণী ভোটকুশলী প্রশান্ত কিশোরের

WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 07 Apr 2024 11:22 PM
WB News Live Updates: 'বাংলায় এখন অস্থির পরিস্থিতি, রাজ্যের একটা বড় অংশই দুর্বৃত্তদের নিয়ন্ত্রণে' মন্তব্য রাজ্যপালের

'বাংলায় এখন অস্থির পরিস্থিতি, রাজ্যের একটা বড় অংশই দুর্বৃত্তদের নিয়ন্ত্রণে' মন্তব্য রাজ্যপালের

West Bengal News Live: রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ প্রয়াত স্বামী স্মরণানন্দের মহাসমাধি উপলক্ষে বেলুড় মঠে অনুষ্ঠিত হল বিশেষ পূজা ভজন ও স্মরণসভা

রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ প্রয়াত স্বামী স্মরণানন্দের মহাসমাধি উপলক্ষে বেলুড় মঠে অনুষ্ঠিত হল বিশেষ পূজা ভজন ও স্মরণসভা। সকাল থেকে মঠে ভিড় করেন অগণিত ভক্ত। 

WB News Live Updates: 'লোকসভা ভোটে বাংলায় ১ নম্বর দল হতে পারে বিজেপি' ভবিষ্যদ্বাণী ভোটকুশলী প্রশান্ত কিশোরের

'লোকসভা ভোটে বাংলায় ১ নম্বর দল হতে পারে বিজেপি'
'শুনে অবাক লাগলেও, বাংলায় ১ নম্বর দল হতে পারে বিজেপি'
লোকসভা নির্বাচনের আগে ভবিষ্যদ্বাণী ভোটকুশলী প্রশান্ত কিশোরের
পূর্ব ও দক্ষিণ ভারতে বিজেপির আসন সংখ্যা বাড়বে: প্রশান্ত কিশোর
ওড়িশায় ১ নম্বর দল হতে চলেছে বিজেপি: প্রশান্ত কিশোর

West Bengal News Live: তারকেশ্বর, গাইঘাটা ও মেমারিতে বাজ পড়ে ৩ জনের মৃত্যু হল রবিবার

তারকেশ্বর, গাইঘাটা ও মেমারিতে বাজ পড়ে ৩ জনের মৃত্যু হল রবিবার। পূর্ববর্ধমানের জামালপুরে ঝড়ের তাণ্ডবে সেতুতে থেকে পড়ে যায় চারচাকা গাড়ি। ধর্মতলায় বাজ পড়ে ভাঙল মেট্রো মলের পিলারের একাংশ। তবে কেউ আহত হননি। 

WB News Live Updates: ফের প্রকাশ্যে ঠাকুরনগরের ঠাকুরবাড়ির কোন্দল

ফের প্রকাশ্যে ঠাকুরনগরের ঠাকুরবাড়ির কোন্দল
তালা ভেঙে বড়মা বীণাপানি দেবীর ঘরে ঢোকার অভিযোগ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে
শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ মমতাবালা ঠাকুরের 
ঘটনাস্থলে গাইঘাটা থানার পুলিশ

West Bengal News Live: মানবাজারে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হলেন ১ ASI ও দু'জন সিভিক ভলান্টিয়ার

মানবাজারে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হলেন ১ ASI ও দু'জন সিভিক ভলান্টিয়ার

WB News Live Updates: বাংলায় ভোটের প্রচারে মমতা ও মোদি ২ জনেরই হাতিয়ার 'গ্যারান্টি'

বাংলায় ভোটের প্রচারে মমতা ও মোদি ২ জনেরই হাতিয়ার 'গ্যারান্টি'। প্রধানমন্ত্রী যখন মোদির গ্যারান্টির কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তখন বলছেন লক্ষ্মীর ভাণ্ডারের গ্যারান্টির কথা। একদিকে যখথন পুরুলিয়ায় দাঁড়িয়ে মোদির বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়, জলপাইগুড়িতে দাঁড়িয়ে তখন 'তৃণমূলের দুর্নীতি' অস্ত্রে শান দিলেন নরেন্দ্র মোদি। 

West Bengal News Live: ভোটের মুখে পতাকা লাগানোকে কেন্দ্র করে নন্দীগ্রামে উত্তেজনা ছড়াল

ভোটের মুখে পতাকা লাগানোকে কেন্দ্র করে নন্দীগ্রামে উত্তেজনা ছড়াল। মারধরের জেরে আহত হলেন এক তৃণমূল কর্মী ও এক বিজেপি কর্মী। দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। 

WB News Live Updates: ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার ২ তৃণমূল নেতা, হুঙ্কার কুণালের

ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার ২ তৃণমূল নেতা, হুঙ্কার কুণালের

West Bengal News Live: ভূপতিনগরকাণ্ডে তোলপাড়ের মধ্যেই বিস্ফোরক কুণাল

ভূপতিনগরকাণ্ডে তোলপাড়ের মধ্যেই বিস্ফোরক কুণাল। ২৬ মার্চ এনআইএ-র এসপি ধনরাম সিংহ-র বাড়িতে যান বিজেপি নেতা জিতেন্দ্র। সাদা প্যাকেটে অর্থের লেনদেনের অভিযোগ। 

WB News Live Updates: 'আদালতের নির্দেশে ভূপতিনগরে বিস্ফোরণের তদন্ত' বিবৃতিতে জানাল NIA

'আদালতের নির্দেশে ভূপতিনগরে বিস্ফোরণের তদন্ত' বিবৃতিতে জানাল NIA

West Bengal News Live: ভূপতিনগরকাণ্ডে তোলপাড়ের মধ্যেই এনআইএ-র বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল

ভূপতিনগরকাণ্ডে তোলপাড়ের মধ্যেই এনআইএ-র বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল

WB News Live Updates: এনআইএ-র এসপি-কে বহিষ্কারের দাবি তৃণমূলের, খড়গপুরের আইসি-র বিরুদ্ধে কমিশনে বিজেপি

এনআইএ-র এসপি-কে বহিষ্কারের দাবি তৃণমূলের, খড়গপুরের আইসি-র বিরুদ্ধে কমিশনে বিজেপি

West Bengal News Live: দুর্নীতির বিরুদ্ধে মোদির 'গ্যারান্টি', পাল্টা মমতা

দুর্নীতির বিরুদ্ধে মোদির 'গ্যারান্টি', পাল্টা মমতা

WB News Live Updates: লোকসভা ভোটে আরও ৩ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের

লোকসভা ভোটে আরও ৩ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের। বনগাঁয় কংগ্রেস প্রার্থী প্রদীপ বিশ্বাস। উলুবেড়িয়ায় কংগ্রেস প্রার্থী আজহার মল্লিক। ঘাটালে কংগ্রেস প্রার্থী পাপিয়া চক্রবর্তী। এখনও পর্যন্ত ১৩টি লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনেও প্রার্থী ঘোষণা কংগ্রেসের। ভগবানগোলা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী অঞ্জু বেগম। 

West Bengal News Live: ২৬ মার্চ এনআইএ-র এসপি ধনরাম সিংহ-র বাড়িতে যান বিজেপি নেতা জিতেন্দ্র, ঘুষের বিনিময়ে তৃণমূল নেতাদের গ্রেফতার, তদন্ত চেয়ে বিস্ফোরক তৃণমূল

২৬ মার্চ এনআইএ-র এসপি ধনরাম সিংহ-র বাড়িতে যান বিজেপি নেতা জিতেন্দ্র। ঘুষের বিনিময়ে তৃণমূল নেতাদের গ্রেফতার। তদন্ত চেয়ে বিস্ফোরক তৃণমূল।

WB News Live Updates: NIA-র অপব্যবহারের অভিযোগে সুপ্রিম কোর্টে যাচ্ছে তৃণমূল কংগ্রেস

এনআইএ-র অপব্যবহারের অভিযোগে সুপ্রিম কোর্টে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। বিজেপি এবং এনআইএ-র মধ্যে গোপন আঁতাঁতের অভিযোগভোটের মুখে ভূপতিনগরে তৃণমূল নেতাদের গ্রেফতারি বিজেপি-এনআইএ-র গোপন ষড়যন্ত্র, নেপথ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, অভিযোগ শাসক দলের

West Bengal News Live: দেবের সমর্থনে ঘাটালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো 

দেবের সমর্থনে ঘাটালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো 

Narendra Modi: গোটা বাংলা বলছে, ফের মোদি সরকার: মোদি

'জলপাইগুড়িতে ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। গোটা বাংলা বলছে, ফের মোদি সরকার', মোদি। 

Mamata Banerjee: যা করছে বিজেপি আগামী দিন মানুষ ঘৃণার সাথে এদের বর্জন করবে: মমতা

যা করছে বিজেপি আগামী দিন মানুষ ঘৃণার সাথে এদের বর্জন করবে। আমরা থাকলে লক্ষ্মীর ভাণ্ডার চলবে, কৃষক ভাতা চলবে, বিনা পয়সায় রেশন চলবে, আদিবাসী ভাতা চলবে, মানুষের স্মার্ট কার্ড চলবে।

Jitendra Tiwari: NIA সংযোগের অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি জিতেন্দ্রর

তৃণমূলের NIA-সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে সাতদিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে পাল্টা মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি।

Abhishek Banerjee: BJP-NIA জোট তৃণমূল নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: অভিষেক

'আদর্শ আচরণ বিধির মধ্যেই বঙ্গ বিজেপি-এনআইএ জোট তৃণমূল নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই যোগসাজশ চললেও নির্বাচন কমিশন নীরব। 
নিরপেক্ষ কর্তব্য পালনে অবহেলা করছে কমিশন', এনআইএ-র বিরুদ্ধে তৃণমূলের বিস্ফোরক অভিযোগের পরই পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

Kolkata News: ধর্মতলায় মেট্রো মলের উপর বাজ পড়ে বিপত্তি

ধর্মতলায় মেট্রো মলের উপর বাজ পড়ে বিপত্তি। বাজ পড়ে ভাঙল পিলারের একাংশ। ধর্মতলার রাস্তায় ছিটকে পড়ল ভাঙা অংশ। অল্পের জন্য রক্ষা পান স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা।

Kunal Ghosh: NIA-BJP আঁতাত? ৪৮ ঘণ্টার মধ্যে সিসি ফুটেজ প্রকাশের হুঁশিয়ারি কুণাল ঘোষের

'ভোট ঘোষণার পর আচরণ বিধি চলাকালীন এনআইএ-র এসপি-র বাড়িতে যান বিজেপি নেতা। সাদা প্যাকেটে অর্থের লেনদেন হয়েছে। অবিলম্বে এনআইএ এসপি ধনরাম সিংহর বিরুদ্ধে তদন্ত হোক', ৪৮ ঘণ্টার মধ্যে সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করার হুঁশিয়ারিও কুণাল ঘোষের।

Bhupatinagar Case: NIA সুপারের বাড়িতে বিজেপি নেতা, টাকার লেনদেন? দাবি কুণালের

'২৬ মার্চ এনআইএ-র এসপি ধনরাম সিংহর বাড়িতে যান বিজেপি নেতৃত্ব। কাকে কাকে গ্রেফতার করতে হবে, তালিকা তুলে দেয় বিজেপি। এনআইএ এসপি-র বাড়িতে যান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। সাদা প্যাকেটে অর্থের লেনদেন হয়েছে', বিস্ফোরক দাবি তৃণমূলের। 

Bhupatinagar Case: NIA সুপারের বাড়িতে বিজেপি নেতা, টাকার লেনদেন? দাবি কুণালের

'২৬ মার্চ এনআইএ-র এসপি ধনরাম সিংহর বাড়িতে যান বিজেপি নেতৃত্ব। কাকে কাকে গ্রেফতার করতে হবে, তালিকা তুলে দেয় বিজেপি। এনআইএ এসপি-র বাড়িতে যান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। সাদা প্যাকেটে অর্থের লেনদেন হয়েছে', বিস্ফোরক দাবি তৃণমূলের। 

Dilip Ghosh: ভূপতিনগরে NIA-র উপর হামলায় বাংলাদেশের যোগও থাকতে পারে, বললেন দিলীপ ঘোষ

ভূপতিনগরে NIA-র ওপর হামলায় বাংলাদেশের যোগও থাকতে পারে বলে দাবি করলেন দিলীপ ঘোষ। কেন্দ্রীয় সরকারের কাছে কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি।


 

Kolkata News Live Updates: চুরির ঘটনায় মুকুন্দপুরে পুলিশ, তাদের সামনেই তরল মুখে ঢেলে আত্মঘাতী যুবক

মুকুন্দপুরে চুরির তদন্তে যায় ভবানীপুর থানার পুলিশ। পুলিশের সামনেই মুখে তরল ঢেলে আত্মহত্যা মূল অভিযুক্তের। মৃতের নাম কণাদ চক্রবর্তী। পুলিশ সূত্রে খবর, চলতি বছরের ২ জানুয়ারি, ভবানীপুর থানায় গয়না চুরির অভিযোগ দায়ের করেন এক মহিলা।তার তদন্তে গতকাল পঞ্চসায়রের শতাব্দী পার্কে মূল অভিযুক্ত কণাদ চক্রবর্তীর বাড়িতে যায় পুলিশ। 


 


 

Bhupatinagar Case: ভূূপতিনগরে NIA-র ওপর হামলার ঘটনায় গ্রেফতারি শূন্য

২৪ ঘণ্টা পার। ভূূপতিনগরে NIA-র ওপর হামলার ঘটনায় গ্রেফতারি শূন্য। পুলিশের কাছে NIA-র অভিযোগ, তল্লাশির সময় সহযোগিতা করেননি অভিযুক্ত মনোব্রত জানা। উল্টে তাঁর পরিবারের লোকজন স্থানীয় কয়েকজনকে ডেকে এনে NIA-র আধিকারিকদের বাধা দেয় এবং নিগ্রহ করে। NIA-র সঙ্গে কেন্দ্রীয় বাহিনী ছিল। ২ জন মহিলা কনস্টেবলও ছিলেন। NIA-র এক আধিকারিকের মুখে লাঠির বাড়ি মারা হয়। মনোব্রতর পরিবারের লোকজন ও স্থানীয় কয়েকজন মিলে NIA-র তদন্তে বাধা সৃষ্টি করে এবং জাতীয় তদন্তকারী সংস্থার গাড়ির ওপর হামলা চালায় বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। 


 

Bhupatinagar Case: এনআইএ-র বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগে মামলা ভূপতিনগর পুলিশের

সন্দেশখালির পুনরাবৃত্তি ভূপতিনগরে, ইডির পর আক্রান্ত এনআইএ। এনআইএ-র বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগে মামলা পুলিশের। অভিযুক্ত তৃণমূল নেতার পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা। সন্দেশখালিতেও ইডি-র বিরুদ্ধে মামলা করে পুলিশ।

Bhupatinagar Case: ধৃত দুই তৃণমূল নেতা তদন্তে সহযোগিতা করছেন না, দাবি NIA-র

ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে NIA-র স্ক্যানারে আরও তিন তৃণমূল নেতা। তৃণমূলের অঞ্চল সভাপতি বলাইচরণ মাইতি ও স্থানীয় তৃণমূল নেতা মনোব্রত জানাকে গ্রেফতারের পাশাপাশি, গতকাল আরও তিন শাসক-নেতার বাড়িতে তল্লাশি চালায় জাতীয় তদন্তকারী সংস্থা। কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়। এর আগে ভূপতিনগর বিস্ফোরণ-মামলায় পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানবকুমার পয়রা, স্থানীয় দুই তৃণমূল নেতা সুবীর মাইতি ও নবকুমার পণ্ডাকে NIA-তলব সত্ত্বেও তাঁরা হাজিরা দেননি। অন্যদিকে, ধৃত দুই তৃণমূল নেতা তদন্তে সহযোগিতা করছেন না বলে NIA সূত্রে খবর।


 

Weather Updates: রবিবার কালবৈশাখীর পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা

রবিবার কালবৈশাখীর পূর্বাভাস। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখী হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ,বীরভূম ,মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। থাকবে বজ্রপাতের আশঙ্কা ।

Agnimitra Paul: সাত সকালে ঢাকঢোল বাজিয়ে এলাকায় প্রচার শুরু অগ্নিমিত্রার

মোটরসাইকেলে চড়ে এসে খড়গপুর শহরের জৈন নগর এলাকায় হনুমান মন্দির ও মাতা মন্দিরে পুজো দিয়ে সাত সকালে ঢাকঢোল বাজিয়ে এলাকায় প্রচার শুরু করলেন মেদিনীপুরের লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।

Abhishek Banerjee: দেবের রবিবাসরীয় রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ঘাটাল রক্ষায় তৃণমূলের মাস্টার প্ল্যান দেবকে ফের প্রার্থী হতে রাজি করানো। তাঁর সমর্থনে এবার রবিবাসরীয় রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উদ্যোগেই মূলত আরেক বার ভোটের ময়দানে নামতে রাজি হয়েছেন দেব। আজ দুপুরে ঘাটাল শহরের অরবিন্দ স্টেডিয়ামে হেলিপ্যাডে নামবেন অভিষেক। এরপর ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকে নিয়ে পাঁশকুড়া বাস স্ট্যান্ড থেকে শুরু করবেন রোড শো। এই রোড শো শেষ হবে ঘাটাল শহরে তৃণমূলের পার্টি অফিসের সামনে। 


 

Bhupatinagar Case: ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে NIA-র স্ক্যানারে আরও তিন তৃণমূল নেতা

ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে NIA-র স্ক্যানারে আরও তিন তৃণমূল নেতা। তৃণমূলের অঞ্চল সভাপতি বলাইচরণ মাইতি ও স্থানীয় তৃণমূল নেতা মনোব্রত জানাকে গ্রেফতারের পাশাপাশি, গতকাল আরও তিন শাসক-নেতার বাড়িতে তল্লাশি চালায় জাতীয় তদন্তকারী সংস্থা। কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়। এর আগে ভূপতিনগর বিস্ফোরণ-মামলায় পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানবকুমার পয়রা, স্থানীয় দুই তৃণমূল নেতা সুবীর মাইতি ও নবকুমার পণ্ডাকে NIA-তলব সত্ত্বেও তাঁরা হাজিরা দেননি। অন্যদিকে, ধৃত দুই তৃণমূল নেতা তদন্তে সহযোগিতা করছেন না বলে NIA সূত্রে খবর।


 

Sudip Banerjee: কাউন্সিলরদের সাহায্য়ে ভোট লড়ার মন্তব্য় নিয়ে সুর বদল সুদীপের

কাউন্সিলরদের সাহায্য়ে ভোট লড়ার মন্তব্য় নিয়ে সুর বদল করলেন উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়। শনিবার সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়ের মন্তব্য় কাউন্সিলর, ওয়ার্ডের সভাপতি ও দলের কর্মীদের নিয়ে ভোটের বৈতরণী পার হওয়ার যুদ্ধে নেমেছেন তিনি। এদিন তাঁর আমন্ত্রণে উত্তর কলকাতার ইফতার পার্টিতে যোগ দেন কুণাল ঘোষ।

Bhupatinagar News: ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডের তদন্তে গিয়ে হামলার শিকার NIA

ED-র পর, এবার আক্রান্ত হল NIA। কোর্টের নির্দেশে ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডের তদন্তে গিয়ে হামলার শিকার হতে হল আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। মাথা ফাটল আধিকারিকের। ভাঙচুর চালানো হল গাড়িতে। ঘটনায় ভূপতিনগর থানায় FIR দায়ের করা হলেও, এখনও কেউ গ্রেফতার হয়নি।

Locket Chatterjee: হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্য়ায়ের গাড়িতে হামলার অভিযোগ

এবার হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্য়ায়ের গাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বাঁশবেড়িয়ায় বিজেপি প্রার্থীর গাড়িতে বাঁশ-লাঠি নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। কালীতলায় পুজোয় গিয়েছিলেন লকেট চট্টোপাধ্য়ায়। অভিযোগ, পুজো শেষে গাড়িতে ওঠার সময় তাঁর গাড়িতে হামলা চালায় বেশ কয়েক জন। অশ্রাব্য় ভাষায় গালিগালাজ করা হয় বলেও অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী। গত ৫ বছরে করোনা ও লকডাউনের সময় মানুষের পাশে ছিলেন না লকেট চট্টোপাধ্য়ায়। সাধারণ মানুষ কালো পতাকা দেখিয়েছেন। হামলার অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি তৃণমূলের। 

প্রেক্ষাপট

১। ইডির পর এবার আক্রান্ত এনআইএ। ভূপতিনগর বিস্ফোরণ মামলার তদন্তে গিয়ে হামলার শিকার। মাথা ফাটল ১ অফিসারের। ধৃত ২ তৃণমূল নেতার এনআইএ (NIA) হেফাজত। (Bhupatinagar Case)

২। সন্দেশখালি, বনগাঁর পর ভূপতিনগর। ফের আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি। কী ব্যবস্থা নিয়েছে পুলিশ? জানতে থানায় ফোন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। এনআইএ কর্তাদের সঙ্গে কথা রাজ্যপালের। রাজ্যের কাছে চাইলেন রিপোর্ট।

৩। ভূপতিনগর বিস্ফোরণে প্রত্যক্ষ যোগ মনোব্রত, বলাইয়ের। হামলাতেও থাকতে পারে ভূমিকা, কোর্টে সওয়াল এনআইএ-র। বাহিনী দেওয়ার আগেই গ্রামে পৌঁছয় এজেন্সি, খবর পুলিশ সূত্রে।

৪। মধ্যরাতে কেন অভিযান? পুলিশকে জানিয়ে এসেছে? আসলে হামলা করেছে এনআইএ। ভূপতিনগরে হামলায় প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। আজ ভূপতিনগর যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল।

৫। মমতার লাগাতার উস্কানিতেই এনআইএ-র উপর হামলা, আক্রমণে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ওসি, এসডিপিও, এসপি থেকে ডিজিপি, এডিজি আইনশৃঙ্খলাকে বরখাস্তের দাবি বিরোধী দলনেতার।

৬। এনআইএ-র ওপর হামলায় মুখ্যসচিব, ডিজিপি-র রিপোর্ট তলব কমিশনের। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি নিশীথের। এনআইএ-কে ব্যবহার করে এটা তৈরি করেছে বিজেপি, পাল্টা কুণাল।

৭। ভূপতিনগরে হামলার পর উল্টে ২ নেতার গ্রেফতারির প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ তৃণমূলের। সংবাদমাধ্যমকে ঘটনাস্থলে যেতে বাধা স্থানীয়দের একাংশের।

৮। বাঁশবেড়িয়ায় লকেট চট্টোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ। তৃণমূলের নেতৃত্বে বাঁশ-লাঠি হামলার অভিযোগ বিজেপি প্রার্থীর। এলাকায় দেখা যায় না, বিক্ষোভ দেখিয়েছে সাধারণ মানুষ, পাল্টা তৃণমূল।

৯। প্রথম দফায় সর্বাধিক বাহিনী দিয়ে ভোট করাতে চায় কমিশন। আগে থেকেই রাজ্যে ১৭৭ কোম্পানি, আগামী সপ্তাহে আসছে আরও ১০০ কোম্পানি। উত্তরপ্রদেশ, গুজরাত, তেলঙ্গানা থেকে আসবে ৭০ কোম্পানি পুলিশ, খবর সূত্রের।

১০। বোসের সঙ্গে সংঘাতে সুর চড়ালেন বসু। শিক্ষাকে নিয়ন্ত্রণ করতে চাইলে বেতন জোগাড় করুন। মাইনে দেবে সরকার আর উনি লোক বসাবেন, এটা চলতে পারে না। মন্তব্য শিক্ষামন্ত্রীর।

১১। মহমেডান স্পোর্টিংয়ের ইতিহাস। প্রথমবার আইলিগ জিতে আইএসএল খেলার যোগ্যতা অর্জন ব্ল্যাক পান্থার্সের। এক ম্যাচ বাকি থাকতে শিলং লাজংকে হারিয়ে চ্যাম্পিয়ন।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.