West Bengal News Live Updates: ভোটের আগে ফের অশান্তি মুর্শিদাবাদে, শাসক-দ্বন্দ্বে তপ্ত সালার

WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 13 Apr 2024 11:41 PM
West Bengal News Update: 'বাংলা দেশের সবচেয়ে সুরক্ষিত জায়গা', জঙ্গি ইস্যুতে দিলীপের পাল্টা মমতা

১ মাসের বেশি সময় ধরে, বাংলায় একের পর এক আস্তানা বদল করে ঘুরে বেড়িয়েছে সন্দেহভাজন জঙ্গিরা। আর, এখানেই প্রশ্ন উঠছে, স্থানীয় কারও সাহায্য ছাড়া কি এটা করা সম্ভব? দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেছেন, বাংলা হচ্ছে জঙ্গিদের সেফ শেল্টার। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বাংলা দেশের সবচেয়ে সুরক্ষিত জায়গা।

WB News Update: ভোট লুঠ রুখতে এবার বিজেপি যুব মোর্চার কন্ট্রোল রুম

ভোট লুঠ রুখতে এবার বিজেপি যুব মোর্চার কন্ট্রোল রুম। ভোটের প্রথম দফা থেকেই বিজেপি যুব মোর্চার কন্ট্রোল রুম, হেল্পলাইন নম্বর। 'ভোট লুঠ-সন্ত্রাস হলে দাওয়াই দিতে প্রস্তুত বিজেপি যুব মোর্চা'। হুঁশিয়ারি বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ'র। ভোটের আগে সব বিধানসভা কেন্দ্রে যুব সম্মেলনের ডাক বিজেপি যুব মোর্চার । 

West Bengal News Update: বেঙ্গালুরু বিস্ফোরণের ২ সন্দেহভাজনের গতিবিধি নিয়ে এখনও রহস্য

চেন্নাই থেকে কলকাতায় এসে কালীঘাটে, একবালপুরেই কেন আস্তানা? কেন গা ঢাকা দিতে একবালপুরের গেস্ট হাউসে উঠেছিল ২ সন্দেহভাজন? বেঙ্গালুরু বিস্ফোরণের ২ সন্দেহভাজনের গতিবিধি নিয়ে এখনও রহস্য।
 

WB News Update: প্রচারে গিয়ে যুবকের কাছে সিনেমার ডায়লগ বলার অনুরোধ শুনলেন শতাব্দী

শনিবার ভোট প্রচারে যাওয়া বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের কাছে সিনেমার ডায়লগ শোনার অনুরোধ করলেন এক যুবক।

West Bengal News Update: ট্রাফিক ও পাওয়ার ব্লক নিয়ে নয়া নির্দেশিকা হাওড়া ডিভিশনের

এপ্রিল মাসের ১৫ তারিখ থেকে জুন মাসের ২২ তারিখ পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার ব্লক নিয়ে নয়া নির্দেশিকা হাওড়া ডিভিশনের।



 

WB Live News: কেমন থাকবে কলকাতার আবহাওয়া ?

আগামী সপ্তাহে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলগুলির কিছু কিছু জায়গায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

West bengal Live News: প্রথম দফার ভোটে কমিশনের নজরে কোচবিহার

প্রথম দফার ভোটে কমিশনের নজরে কোচবিহার। কোচবিহারকে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলার নির্দেশ কমিশনের। শীতলকুচির ঘটনার পর সতর্ক নির্বাচন কমিশন। কোচবিহারের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা বাড়ানোর নির্দেশ কমিশনের। কোচবিহারের জন্য কমিশনের বিশেষ ২ পর্যবেক্ষক ।

WB Live News: বিনপুর বিধানসভায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ প্রায় ১০০ কর্মীর

বিনপুর বিধানসভায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় ১০০ কর্মী। শিলদা বিজেপি মণ্ডলের সাধারণ সম্পাদক সহ প্রায় ১০০ কর্মী আজ তৃণমূলের লোকসভা প্রার্থী কালীপদ সরেনের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন।

Mamata At Kalighat Temple: পয়লা বৈশাখের আগে কালীঘাট মন্দিরে মুখ্যমন্ত্রী

পয়লা বৈশাখের আগে কালীঘাট মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

WB Live News: আদালতে অভিযোগ শেখ শাহজাহানের আইনজীবীর

'চাপ দিয়ে মিথ্যে বয়ান রেকর্ড করিয়েছে ইডি', আদালতে অভিযোগ শেখ শাহজাহানের আইনজীবীর। নিয়োগ দুর্নীতিকাণ্ডে কুন্তল ঘোষের পর ইডির বিরুদ্ধে অভিযোগ শেখ শাহজাহানের। 

West Bengal Live News:   অর্জুনের সমর্থনে ব্যানার দিতেই BJP-কে কর্মীকে বেধড়ক মার

দলীয় প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে পতাকা ব্যানার লাগানোয় শুক্রবার বিজেপিকে কর্মীকে বেদম প্রহার করার অভিযোগ উঠল ভাটপাড়ায়। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই (TMC)।

WB Live News: বাংলা থেকে ২ সন্দেহভাজন জঙ্গির গ্রেফতারি নিয়ে তুঙ্গে তরজা

বাংলা থেকে ২ সন্দেহভাজন জঙ্গির গ্রেফতারি নিয়ে তুঙ্গে তরজা। জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল পশ্চিমবঙ্গ, আক্রমণ দিলীপ ঘোষের। জঙ্গিরা এতো আধার কার্ড পেল কীভাবে? প্রশ্ন অধীর চৌধুরীর। বাংলাকে বদনাম করছে, পাল্টা মুখ্যমন্ত্রী।

West Bengal Live News:   বাংলায় কোথায় কোথায় লুকিয়ে ছিল জঙ্গিরা?

১ মার্চ বেঙ্গালুরুতে বিস্ফোরণ, বাংলায় কোথায় কোথায় লুকিয়ে ছিল জঙ্গিরা? । ১২ মার্চ কলকাতায়, ২৪ মার্চ কোথায় ছিল সন্দেহভাজন আইএস জঙ্গিরা?। দিঘা থেকে দার্জিলিং, কলকাতা থেকে পুরুলিয়া-রুট ম্যাপে একাধিক 'মিসিং লিঙ্ক'। 

Mamata Banerjee: কত সাহস আমার গাড়ি দেখে চোর বলছে: মমতা

কত সাহস দেখুন, আমার গাড়ি যাচ্ছে, চোর চোর বলছে। আমি বলি, যে পকেটমারি করে, বাঁচার জন্য সবার আগে সে-ই পকেটমার বলে চেঁচায়। সবচেয়ে বড় চোর, সবচেয়ে বড় গদ্দার, সবচেয়ে বড় ডাকাত...বিজেপি দেশে মাফিয়া রাজত্ব চালাচ্ছে। মনে রাখবেন, চারজনের মধ্যে কেই ভাল, কেউ খারাপ হতে পারে। কিন্তু আমরা চোর নই। বাংলা সত্যের পথে রয়েছে: মমতা।

West Bengal Live News:  দিঘার হোটেলে জঙ্গি-ডেরা, কুণালের নিশানায় অধিকারী পরিবার

দিঘার হোটেলে জঙ্গি-ডেরা, কুণালের নিশানায় অধিকারী পরিবার। 'দোষারোপ করতে হলে ওখানে কাদের পরিবার ক্ষমতাশালী? কেন্দ্রীয় বাহিনীর কনভয় নিয়ে কারা ঘুরছে? এমনও তো হতে পারে কেউ কাঁথিতে প্রোটেকশন দিতে পারেন। সন্দেহভাজন আইএস জঙ্গি গ্রেফতারি নিয়ে পাল্টা আক্রমণে তৃণমূল। 

Mamata Banerjee: বেঙ্গালুরু বিস্ফোরণকাণ্ডে বিজেপিকে পাল্টা নিশানা মুখ্যমন্ত্রীর

বেঙ্গালুরু বিস্ফোরণকাণ্ডে বিজেপিকে পাল্টা নিশানা মুখ্যমন্ত্রীর। 'বিজেপি মিথ্যেবাদী, বাংলাকে বদনাম করার দল। বেঙ্গালুরুতে ঘটনা ঘটেছে, বলছে বাংলা নাকি নিরাপদ নয়। কাঁথির কাছে ২ জন লুকিয়ে ছিল। বাংলার পুলিশ ২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে', ডাবগ্রাম-ফুলবাড়ির সভায় আক্রমণ মমতার। 

WB Live News: বহরমপুরে অধীর চৌধুরীর প্রচার ঘিরে উত্তেজনা

বহরমপুরে অধীর চৌধুরীর প্রচার ঘিরে উত্তেজনা। কংগ্রেস ও তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি। অধীর চৌধুরী গো ব্যাক স্লোগান, রাস্তায় বসে বিক্ষোভ তৃণমূলকর্মীদের। বিক্ষোভকারী তৃণমূলকর্মীদের আটক করে, এলাকা ফাঁকা করল পুলিশ। 

Mamata Banerjee: রামকৃষ্ণ, বিবেকানন্দের হিন্দু ধর্মে বিশ্বাস করে না বিজেপি: মমতা

আপনারা বিবেকানন্দ, রামকৃষ্ণের হিন্দুধর্মে বিশ্বাস করেন না, বিরসা মুন্ডার ধর্মে বিশ্বাস করেন না, মৌলানা আবুল কালাম আজাদের শিক্ষায় বিশ্বাস করে না। বাবাসাহেব আম্বেডকরের সংবিধানকে তছনছ করে দিয়েছে। বিক্রি করে দিয়েছে দেশটাকে। না জেতার আগেই বলছে বেছে বেছে জেলে পুরব। তাহলে ভাবুন জিতলে কী করবে: মমতা।

Mamata Banerjee: বাংলায় এসব চলবে না, মমতার নিশানায় মোদি-শাহ

প্রধানমন্ত্রী এসে বলছেন, 'নির্বাচনের পর বেছে বেছে জেলে পুরব'। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, 'সবকো লটকা দেঙ্গে'। আমি বলি, ঝটকা দেঙ্গে।  এসব নিজেদের নিয়ম, নিজেদের কাছে রাখুন। গুজরাত, উত্তরপ্রদেশ, রাজস্থানে চললেও, বাংলায় এসব চলবে না: মমতা।

Mamata Banerjee: কত সাহস আমার গাড়ি দেখে চোর বলছে: মমতা

কত সাহস দেখুন, আমার গাড়ি যাচ্ছে, চোর চোর বলছে। আমি বলি, যে পকেটমারি করে, বাঁচার জন্য সবার আগে সে-ই পকেটমার বলে চেঁচায়। সবচেয়ে বড় চোর, সবচেয়ে বড় গদ্দার, সবচেয়ে বড় ডাকাত...বিজেপি দেশে মাফিয়া রাজত্ব চালাচ্ছে। মনে রাখবেন, চারজনের মধ্যে কেই ভাল, কেউ খারাপ হতে পারে। কিন্তু আমরা চোর নই। বাংলা সত্যের পথে রয়েছে: মমতা।


 

Mamata Banerjee: বাংলার টাকা আটকে রেখেছে কেন্দ্র: মমতা

বাংলার টাকা আটকে রেখেছে কেন্দ্র। উল্টে বাংলার টাকাই তুলে নিচ্ছে কেন্দ্র: মমতা বন্দ্যোপাধ্যায়।

Dum Dum Fire: দমদমের ছাতাকলে মেলার মাঠের কাছে ঝুপড়িতে বিধ্বংসী আগুন

দমদমের ছাতাকলে মেলার মাঠের কাছে ঝুপড়িতে বিধ্বংসী আগুন। দাউদাউ আগুনে ঘন জনবসতিপূর্ণ এলাকায় আতঙ্ক। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন। 

Bengaluru Blast Case: বেঙ্গালুরু বিস্ফোরণকাণ্ডে অভিযুক্তরা ১০টিরও বেশি মোবাইল নম্বর ব্যবহার করেছে?

১ মার্চ, বেঙ্গালুরুর রামেশ্বরম কাফেতে বিস্ফোরণকাণ্ডে অভিযুক্তরা ১০টিরও বেশি মোবাইল নম্বর ব্যবহার করেছে। চার রাজ্যে গা ঢাকা দিতে ব্যবহার করেছে একাধিক জাল আধার কার্ড।ভুয়ো পরিচয়পত্রের সংখ্যাটা ঠিক কত, সেগুলি কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে, সেটাই ভাবাচ্ছে তদন্তকারীদের। NIA সূত্রে খবর, জঙ্গিদের আধার কার্ডে কর্ণাটক, তামিলনাড়ু ও মহারাষ্ট্রের
ঠিকানা মিলেছে। তদন্তকারীদের অনুমান, জাল আধার কার্ডগুলি কর্ণাটকেই বানানো হয়েছিল। এমন কতগুলি আধার কার্ড জঙ্গিরা তৈরি করেছিল, জানতে চায় NIA। জাতীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ব্য়াঙ্গালোরে বিস্ফোরণ ঘটানোর পর, ১ হাজার ৮৭৯ কিলোমিটার দূরে, বাংলাকেই সেফ প্লেস হিসেবে বেছে নিয়েছিল সন্দেহভাজন জঙ্গিরা। বিস্ফোরণের ১১ দিন পর কলকাতায় এসেছিল দুই মূল অভিযুক্ত। চেন্নাই থেকে ট্রেনে চড়ে তারা পৌঁছয় কলকাতায়। এরপর ২৮ মার্চ, হাওড়া থেকে বাসে চেপে দিঘায় চলে যায়। তদন্তে এই তথ্যই মিলেছে বলে দাবি করেছে NIA। 


 

ISF Candidate List: লোকসভা ভোটের তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল ISF

লোকসভা ভোটের তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল ISF. মুর্শিদাবাদের জঙ্গিপুর, পূর্ব মেদিনীপুরের তমলুক, উত্তর ২৪ পরগনার বনগাঁ ও নদিয়ার কৃষ্ণনগর, এই চারটি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। জঙ্গিপুরে শাহজাহান বিশ্বাস, তমলুকে মহিউদ্দিন আহমেদ, বনগাঁয় দীপক মজুমদার ও কৃষ্ণনগরে আফরোজা খাতুনকে প্রার্থী করেছে ISF। 

Adhir Chowdhury News Live Updates: অধীর চৌধুরীর প্রচার ঘিরে উত্তেজনা ছড়াল নতুনবাজারে

বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর প্রচার ঘিরে উত্তেজনা ছড়াল নতুনবাজার এলাকায়। অধীর চৌধুরীকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দিতে দিতে রাস্তায় বসে পড়েন তৃণমূল নেতা, কর্মীরা। এই নিয়ে মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি ও কংগ্রেস নেতা শিলাদিত্য হালদারের সঙ্গে হাতাহাতি বেধে যায় তৃণমূল নেতা, কর্মীদের। বিক্ষোভকারী তৃণমূল কর্মীদের আটক করে এলাকা ফাঁকা করে বহরমপুর থানার পুলিশ।


 

Mamata Banerjee News Live Updates: ভোটের মুখে আজ মমতা-অভিষেকের কর্মসূচি ঘিরে সরগরম উত্তরবঙ্গ

ভোটের মুখে আজ মমতা-অভিষেকের কর্মসূচি ঘিরে সরগরম উত্তরবঙ্গ। ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকায় শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে সভা করবেন মমতা বন্দোপাধ্যায়। অন্যদিকে, কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী জগদীশ বর্মা বাসুনিয়ার সমর্থনে সিতাইয়ে রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিতাইয়ের দত্তপাড়া রোড থেকে শুরু হয়ে রোড শো শেষ হবে BDO অফিস মোড়ে।


 

Bhupatinagar Case: ভূপতিনগরে NIA-র ওপর হামলার ঘটনায় ৮ দিন পরেও গ্রেফতারি শূন্য

ভূপতিনগরে NIA-র ওপর হামলার ঘটনায় ৮ দিন পরেও গ্রেফতারি শূন্য। ৬ এপ্রিল, কীভাবে NIA-র আধিকারিকদের তাড়া করা হয়েছিল, কী পরিস্থিতি তৈরি হয়েছিল, তার ভিডিও ফুটেজ পুলিশকে পাঠিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা। হামলার ঘটনায় ভাঙচুর হওয়া গাড়িটি ফরেন্সিক পরীক্ষার জন্য চেয়েছিল ভূপতিনগর থানার পুলিশ। NIA জানিয়েছে, গাড়ির সামনের কাচ ভেঙে যাওয়ায় সেটা নিয়ে যাওয়া সম্ভব নয়। চাইলে ফরেন্সিক আধিকারিকরা তাদের অফিসে এসে গাড়িটি পরীক্ষা করতে পারেন।জেলা পুলিশ সিদ্ধান্ত নিয়েছে, NIA-র অফিসে গিয়েই গাড়িটির ফরেন্সিক পরীক্ষা করা হবে। 


 

WB Weather Updates: দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ, উল্টে চৈত্র সংক্রান্তির দিন গরম আরও বাড়বে

দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ, উল্টে চৈত্র সংক্রান্তির দিন গরম আরও বাড়বে। বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। বাংলা নববর্ষে ২-৫ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। তবে আজ পশ্চিমাঞ্চলের চার জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 


 

Ranaghat Building Collapse: রানাঘাটে বিপজ্জনক বাড়ির কার্নিস ভেঙে মৃত্যু হল এক সবজি ব্যবসায়ীর

বাজারের মধ্যে বিপজ্জনক বাড়ির কার্নিস ভেঙে মৃত্যু হল এক সবজি ব্যবসায়ীর। আজ সকাল সাড়ে ৬টা নাগাদ ঘটনাটি ঘটেছে
রানাঘাট পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের যদুনাথ মার্কেটে। বাজারের একটি বন্ধ কাপড়ের দোকানের সামনে সবজি নিয়ে বসতেন ওই ব্যবসায়ী। তাঁর বাড়ি ধানতলায়। আজ সকালে আচমকাই দোকানের কার্নিস ভেঙে ওই ব্যবসায়ীর মাথার ওপর পড়ে। হাসপাতালে নিয়ে গেলে ওই ব্যবসায়ীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গতবারের পুরবোর্ডের আমলে বাজারের ওই বাড়িটিকে বিপজ্জনক ঘোষণা করা হয়েছিল। পুর নির্বাচনের পর বোর্ড বদল হলেও, সেই নির্দেশ এখনও কার্যকর হয়নি। ফলে প্রশ্ন উঠছে, রানাঘাট পুরসভার ভূমিকা নিয়ে। বিপজ্জনক অংশ আজই ভেঙে ফেলা হবে বলে জানিয়েছেন বর্তমান পুরপ্রধান।


 

Arjun Singh: অর্জুন সিংহের সমর্থনে পতাকা, ব্যানার লাগানোয় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ

অর্জুন সিংহের সমর্থনে পতাকা, ব্যানার লাগানোয় বিজেপি কর্মীকে মারধর, থানায় নালিশ করায়, জুটমিলের পরিত্যক্ত ঘরে আটকে রড দিয়ে পেটানোর অভিযোগ উঠল ভাটপাড়ায়। আক্রান্ত বিজেপি কর্মীর অভিযোগ, বুধবার ভাটপাড়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে অর্জুন সিংহের সমর্থনে পতাকা, ব্যানার লাগানোর সময় তাঁকে মারধর করে তৃণমূলের লোকজন। ভাটপাড়া থানায় অভিযোগ করায়, গতকাল জুটমিলের একটি পরিত্যক্ত ঘরে আটকে ফের মারধর করা হয় বলে বিজেপি কর্মীর দাবি। নির্বাচন কমিশনের কর্মীরা গেলে ক্ষোভ উগরে দেন বিজেপি কর্মীরা। গতকাল হাসপাতালে দলীয় কর্মীকে দেখতে যান ভাটপাড়ার বিধায়ক পবন সিং। ঘটনায় রাজনৈতিক যোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, ওই বিজেপি কর্মীর বিরুদ্ধে মহিলাদের উত্যক্ত করা ও শ্লীলতাহানির অভিযোগ রয়েছে, সেই কারণে স্থানীয়রা মারধর করে। 

Barrackpore News: ভোটের আগে অর্জুন-গড়ে তৃণমূলে ভাঙন, বিজেপিতে যোগ দিলেন যুব তৃণমূল নেতা প্রিয়াঙ্গু

ভোটের আগে অর্জুন-গড়ে তৃণমূলে ভাঙন। বিজেপিতে যোগ দিলেন যুব তৃণমূল নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে। দলবদলু নেতার স্ত্রী 
ভাটপাড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জ্যোতি পাণ্ডে। উত্তর ২৪ পরগনা জেলার পরিবহণ দফতরের RTA বোর্ডের সদস্য ছিলেন প্রিয়াঙ্গু। অর্জুন সিং ঘনিষ্ঠ প্রাক্তন যুব  তৃণমূল নেতাকে গত মাসেই পদ থেকে সরিয়ে দেয় দল। গতকাল 
অর্জুনের হাত ধরেই তিনি বিজেপিতে নাম লেখান।

Bengaluru Blast Case: ডেরা পাল্টে পাল্টে ২৮ দিন ধরে বাংলায় ঘুরে বেড়িয়েছে জঙ্গিরা, সূত্রের খবর

ব্যাঙ্গালোরের রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের পর, ডেরা পাল্টে পাল্টে ২৮ দিন ধরে বাংলায় ঘুরে বেড়িয়েছে জঙ্গিরা, NIA সূত্রে খবর। 

Kolkata News: কাজে বাধা দিচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়? ধর্নায় বসলেন তৃণমূল কাউন্সিলর

ভোটের মুখে সুবোধ মল্লিক স্কোয়ারে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কার্যালয়ে ধর্নায় বসলেন তৃণমূল কাউন্সিলর। কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, নির্বাচিত জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও তাঁকে কাজে বাধা দিচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা। সুদীপ এবং বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়কে জানিয়েও কাজ হয়নি।সেই কারণেই কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে অবস্থানের সিদ্ধান্ত।

Mamata Banerjee: 'বাংলায় সব চোর? আপনি টাকা দিলে তো চুরি করবে', মোদিকে আক্রমণ মমতার

বাংলায় সব চোর? আপনি টাকা দিলে তো চুরি করবে। আগে বিজেপির চোরদের ধরো। উত্তরবঙ্গের সভা থেকে দুর্নীতি ইস্যুতে মোদির আক্রমণের জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Bengaluru Blast Case: বাংলায় কেন সক্রিয় জঙ্গি কার্যকলাপ? তৃণমূলকে নিশানা বিরোধীদের

কখনও লস্কর-ই তৈবা তো কখনও ISIS। বাংলায় কেন সক্রিয় জঙ্গি কার্যকলাপ? এরাজ্যকে কি নিরাপদ মনে করছে তারা? প্রশ্ন তুলে তৃণমূল সরকারকে নিশানা করলেন বিরোধীরা। ২ ঘণ্টার মধ্যেই রাজ্য পুলিশ পাকড়াও করেছে সন্দেহভাজনদের। পাল্টা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Bengaluru Blast Accused: একমাস ধরে বাংলায় ঘাঁটি গেড়েছিল দুই সন্দেহভাজন আইএস জঙ্গি, নিরাপত্তায় প্রশ্ন

নাম ভাঁড়িয়ে একমাস ধরে বাংলায় ঘাঁটি গেড়েছিল দুই সন্দেহভাজন আইএস জঙ্গি। নিউ দিঘার হোটেল থেকে তাদের পাকড়াও করল NIA। তাহলে কি সসন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয় হয়ে উঠছে বাংলা? কোথায় নিরাপত্তা? প্রশ্ন উঠছে নানা মহলে।

প্রেক্ষাপট

লোকসভা ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে তৃণমূল-বিজেপি (Lok Sabha Elections 2024)। ৪২টির মধ্যে ২০টি করে আসন পেতে পারে তৃণমূল-বিজেপি। কংগ্রেস ২। সি ভোটারের সমীক্ষায় ইঙ্গিত। (CVoter Opinion Poll)


ভোটে তৃণমূল-বিজেপি জোর টক্কর। কোচবিহার, আলিপুরদুয়ার, বনগাঁ, আরামবাগ, ব্যারাকপুর পেতে পারে বিজেপি। ঘাটাল, মুর্শিদাবাদ আসানসোলে তৃণমূল। সি ভোটারের সমীক্ষায় ইঙ্গিত।


বেঙ্গালুরুতে বিস্ফোরণেও এবার বং-কানেকশন! ভোর রাতে দিঘার হোটেলে এনআইএ হানা। হামলার মাস্টারমাইন্ড-সহ ২ সন্দেহভাজন আইএস জঙ্গি গ্রেফতার। (Bengaluru Blast)


ধর্মতলা, লেনিন সরণি, খিদিরপুর হয়ে দিঘার হোটেল। বেঙ্গালুরুতে সন্ত্রাসের ১১দিন পরেই বাংলায় ২ সন্দেহভাজন আইএস জঙ্গি। একের পর এক ডেরার হদিশ। (Kolkata News)


১ মাস ধরে কলকাতার একের পর এক হোটেলে লুকিয়ে জঙ্গি। ভুয়ো আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স দিয়ে অবাধে বিচরণ। কিছুই জানতে পারল না পুলিশ! 


ভুয়ো নামে, রেজিস্টার ছিঁড়ে, ঘনঘন ডেরা বদলেও হল না শেষ রক্ষা। দিঘার হোটেলে ধৃত ২ জনের উল্টো দিকের রুমেই ছিল এনআইএ। মধ্যরাতে দরজা খুলিয়ে গ্রেফতার। 


পর্যটকের ছদ্মবেশে দিঘার হোটেলে এনআইএ-রাজ্য পুলিশের হানা। ফোনের সূত্রে পাকড়াও, জানাল কেন্দ্রীয় এজেন্সি। ট্রানজিট রিমান্ডে নিয়ে গেল বেঙ্গালুরু।  


পুলিশকেই ভোটের পর বুঝে নেওয়ার হুঁশিয়ারি খোদ পুলিশমন্ত্রীর! বিএসএফের সঙ্গে বোঝাপড়ার অভিযোগ (Mamata Banerjee)। ভয় দেখিয়ে ক্যাডার করার চেষ্টা, পাল্টা শুভেন্দু। (Suvendu Adhikari)


ঝড়ে ক্ষতিপূরণ বিতর্কে এবার কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের (Abhishek Banerjee)। বললেন, ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গে ঝড়ে ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে ঢুকবে ১ লক্ষ ২০ হাজার টাকা সরকারের বিরুদ্ধে এফআইআর করলে করুক।


বালুর সাড়ে ৩০০ কোটি হাওয়ালা দিয়ে দুবাইয়ে পাচার। ভায়া ফরেস্ক ট্রেডার বিশ্বজিৎ। রেশন দুর্নীতির চার্জশিটে বিস্ফোরক ইডি। ৫০ কোটির বেশি বাজেয়াপ্ত।


রেশন দুর্নীতিতে এবার প্রাক্তন খাদ্যমন্ত্রীর সল্টলেক-বোলপুরের বাড়ি বাজেয়াপ্ত করল ইডি। বালু ঘনিষ্ঠ বাকিবুর কলকাতা-বেঙ্গালুরুর জোড়া হোটেলও অ্যাটাচ। 


নিয়োগ দুর্নীতি মামলায় এসপি সিন্হা, প্রসন্নের প্রায় ২৩১ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত। মিডলম্যান প্রসন্নর ৩০ বিঘা জমি, শান্তিপ্রসাদের বেনামি ফ্ল্যাটের হদিশ!


কেন গরহাজির মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, এডিজি সিআইডি? অন্য কোর্ট হলে গ্রেফতারি পরোয়ানা জারি করত। কড়া বার্তা হাইকোর্টের। সোমবার ভার্চুয়ালি হাজিরার নির্দেশ। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.