West Bengal News Live Updates: কলকাতার রাস্তায় বিমান বসুর হাত ধরে হাঁটলেন প্রদীপ ভট্টাচার্য

WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 28 Apr 2024 11:26 PM
WB Live News: নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ শুভেন্দু অধিকারীর

তৃণমূলের আবাস-আশ্বাস, নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ শুভেন্দু অধিকারীর। ''ভোটারদের প্রলুব্ধ করতে তোলামূলের নতুন প্রতারণার ফাঁদ'
'আবাসে বাড়ি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে ভোটারদের ফর্ম বিলি। ভোটের পর পাকা বাড়ি করে দেওয়ার ভুয়ো প্রতিশ্রুতি তৃণমূলের। নির্বাচনী বিধিভঙ্গ তৃণমূলের, ব্যবস্থা নিক কমিশন'', পোস্ট শুভেন্দুর। ভোটারদের কমিশনে নালিশ জানাতে বললেন বিরোধী দলনেতা।

West Bengal News Update Live: সালকিয়ায় গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল ২ জন

উত্তর হাওড়ার সালকিয়ায় গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেলো দুজন। প্রচন্ড গরমের মধ্যে বন্ধুদের সাথে স্নান করতে গেছিল দুজন। শাহবাজ হোসেন(২১) হুগলি ডক ঘাটে ও আব্দুল রেজ্জাক(১৪) ছাতুবাবুর ঘাটে স্নান করতে এসেছিল। এদের মধ্যে শাহাবাজ হোসেন সাঁতার জানলেও আব্দুল সাঁতার জানতো  না। দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসে গোলাবাড়ি থানার পুলিশ। খবর দেওয়া হয় কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা টিম ও রিভার ট্রাফিক পুলিশকে। তল্লাশি শুরু হলেও এখনো খোঁজ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নদীতে জোয়ারের টানে দুজনেই তলিয়ে যায়।

WB Live News: ভোটের আগে ইলামবাজারে ভাঙল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাঁচিল

ভোটের আগে বীরভূমে বিস্ফোরণের অভিযোগ, ইলামবাজারে ভাঙল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাঁচিল। 'বিস্ফোরণে জেরে মাটিতে বিশাল গর্ত তৈরি হয়'
প্রমাণ লোপাটে বালি ফেলে ভরাট করা হয় গর্ত, অভিযোগ গ্রামবাসীদের। এখনও এ বিষয়ে কিছু জানি না, খোঁজ নিয়ে দেখব, জানিয়েছেন এসপি। 

West Bengal News Update Live: কলকাতার রাস্তায় বিমান বসুর হাত ধরে হাঁটলেন প্রদীপ ভট্টাচার্য

কলকাতার রাস্তায় বিমান বসুর হাত ধরে হাঁটলেন প্রদীপ ভট্টাচার্য। রবিবার এই ছবিই দেখা গেল কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের ভোট প্রচারে।
পটুয়াটোলা লেনে বাড়ি বাড়ি ঘুরে কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যর হয়ে ভোট চাইলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।


 

WB Live News: রবিবাসরীয় ভোটপ্রচারে অধীর, বহরমপুরে হুডখোলা গাড়িতে জমজমাট রোড শো

রবিবাসরীয় ভোটপ্রচারে অধীর চৌধুরী। বহরমপুরে হুডখোলা গাড়িতে জমজমাট রোড শো। লড়াই কোনও ব্যক্তির বিরুদ্ধে নয়, দলের বিরুদ্ধে, মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতির।

West Bengal News Update Live: বাগুইআটিতে খুন তৃণমূলকর্মী, গ্রেফতার ১৩

বাগুইআটিতে খুন তৃণমূলকর্মী, গ্রেফতার ১৩ । বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন! তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের বলি শাসকদলেরই কর্মী সঞ্জীব দাস। থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। 'প্রথমে ইট দিয়ে আঘাত, তারপর বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে খুন'। তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ।

WB Live News: কাল সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলার শুনানি, ফের মমতাকে নিশানা শুভেন্দুর

কাল সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলার শুনানি। ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা শুভেন্দুর। '৫৪০০ অযোগ্যকে বাঁচানোর জন্য ২০ হাজার যোগ্য লোককে বলি দিয়েছে।' 'হাইকোর্ট বলেছিল যোগ্য ও অযোগ্যদের তালিকা দিতে।' 'অযোগ্যদের বাঁচানোর জন্য টাকা তুলেছে।'
'অযোগ্যদের বাঁচাতেই যোগ্যদের বলি দিয়েছে।' চাকরি বাতিল নিয়ে তৃণমূল সরকারকে আক্রমণে  শুভেন্দু অধিকারী।

West Bengal News Update Live: আনন্দপুরে বিজেপি নেত্রীকে কোপানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ভোটের আগেই খাস কলকাতায় হিংসা ! উত্তপ্ত আনন্দপুর । আনন্দপুরে আক্রান্ত বিজেপি, থানায় বিক্ষোভ গেরুয়া শিবিরের। সকাল থেকে বিকেল, আনন্দপুর থানায় বিক্ষোভ বিজেপির। আনন্দপুরে বিজেপি নেত্রীকে কোপানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পোস্টার, ব্যানার লাগানোর সময় হামলার অভিযোগ। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের।

Tamluk Lok Sabha Constituency : অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কেন্দ্রে তৃণমূলের পশ্চিমবঙ্গ প্রাথমিক মাধ্যমিক শিক্ষক সমিতির বিক্ষোভ

তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কেন্দ্রে তৃণমূলের পশ্চিমবঙ্গ প্রাথমিক মাধ্যমিক শিক্ষক সমিতির বিক্ষোভ । চাকরিহারাদের নিয়ে শিক্ষক সমিতি বসেছে অবস্থান বিক্ষোভে । তমলুক হাসপাতাল মোড়ে বিক্ষোভ কর্মসূচিতে হাজির অখিল গিরি।

West Bengal News Update Live: সন্দেশখালিতে তৃণমূল নেতার আত্মীয়র বাড়িতে অস্ত্রভাণ্ডার ! এখনও খোঁজ নেই বাড়ির মালিকের

সন্দেশখালিতে তৃণমূল নেতার আত্মীয়র বাড়িতে অস্ত্রভাণ্ডার ! ২ দিন কেটে গেলেও এখনও খোঁজ নেই বাড়ির মালিক আবু তালেবের। অস্ত্র উদ্ধারের পর ফের সিবিআই গেলেও খোঁজ মেলেনি আবু তালেবের। চাঞ্চল্যকর ভাবে উধাও তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাফিজুল খানও। 'অস্ত্র কে রেখে গেছে জানি না, ফাঁসানো হয়েছে।' শেখ শাহজাহান কখনও আসেনি এই বাড়িতে, দাবি আবু তালেবের স্ত্রীর।

Nadia News Live Updates: নদিয়ার তাহেরপুরে সিপিএমের নির্বাচনী কার্যালয় ভাঙচুর, আসবাব ও পতাকা পোড়ানোর অভিযোগ

নদিয়ার তাহেরপুরে সিপিএমের নির্বাচনী কার্যালয় ভাঙচুর, আসবাব ও পতাকা পোড়ানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।গতকাল রাতে তাহেরপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। গোটা রাজ্যে সিপিএম পরিচালিত একমাত্র পুরসভা তাহেরপুর। আজ সকালে এলাকায় প্রতিবাদ-মিছিল করেন সিপিএম কর্মীরা। তাহেরপুর থানাতেও অভিযোগ দায়ের হয়। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। সিপিএমের নির্বাচনী কার্যালয়ে হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল। 


 

Amit Malviya News Live Updates: আনন্দপুরে 'আক্রান্ত' বিজেপি নেত্রী, পুলিশমন্ত্রীকে নিশানা অমিত মালব্যর

আনন্দপুরে 'আক্রান্ত' বিজেপি নেত্রী, পুলিশমন্ত্রীকে নিশানা অমিত মালব্যর। 'বাংলার কোনও মহিলা সুরক্ষিত নন। গতরাতে কসবায় বিজেপির মণ্ডল সভানেত্রীর উপর হামলা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ ব্যর্থ। ভাবুন, যদি কলকাতা সুরক্ষিত না হয়, তবে সন্দেশখালি কীভাবে সুরক্ষিত হবে? এই অত্যাচারের জবাব দেবে মানুষ', পোস্ট বিজেপির আইটি সেলের প্রধানের। 

Mamata Banerjee News Live Updates: কোনও ভুল হয়ে থাকলে, ক্ষমা করে দেবেন: মমতা

বিধানসভায় ঢেলে দিয়েছিলেন বলেই, বিজেপিকে রুখতে পেরেছিলাম। কোনও ভুল হয়ে থাকলে, ক্ষমা করে দেবেন। দিল্লিতে বিজেপিকে রুখতে বাংলায় ভোট কাটাকাটি নয়। ভোট কাটাকাটি হলে বিজেপির সুবিধা। বাংলায় তৃণমূল কোনও জোটে নেই: মমতা।

Baguiati TMC Worker Murder: থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে পিটিয়ে মারার অভিযোগ বাগুইআটির তৃণমূল কর্মী সঞ্জীব দাসকে

থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে পিটিয়ে মারার অভিযোগ বাগুইআটির তৃণমূল কর্মী সঞ্জীব দাসকে। পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ স্থানীয়দের। যদিও পুলিশের দাবি, ঠিক সময়েই গিয়েছিলেন পুলিশ কর্মীরা।

Murshidabad News Live Updates: ভোটের মুখে মুর্শিদাবাদের রেজিনগরে ফের উদ্ধার হল বোমা

ভোটের মুখে মুর্শিদাবাদের রেজিনগরে ফের উদ্ধার হল বোমা। দিন দশেক আগে রেজিনগরের ছেতিয়ানি ঘোষপাড়ায় বোমাবাজি হয়। গতকাল রাতে ওই এলাকাতেই বাঁধের ধারে জার ভর্তি বোমা মেলে। এলাকা ঘিরে রেখেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াডে। ভোটের আগে বোমা মজুত করা হচ্ছিল কি না, খতিয়ে দেখছে রেজিনগর থানার পুলিশ। 


 

Lake Gardens Accident: ভোরবেলা লেক গার্ডেন্স উড়ালপুলে দুর্ঘটনা, বাইক থেকে পড়ে মৃত্যু তরুণের

ভোরবেলা লেক গার্ডেন্স উড়ালপুলে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে মৃত্যু হল বছর তেইশের চালকের। মৃত রণিত সমাদ্দার হরিদেবপুরের বাসিন্দা। তাঁর সঙ্গী তরুণের পা ভেঙে যায়। ভোর ৫টা নাগাদ লেক গার্ডেন্স উড়ালপুলের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে গার্ড রেলে ধাক্কা মারেন বাইক চালক। ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। রবীন্দ্র সরোবর থানার পুলিশ গিয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে বাইক চালককে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত ও আহত কারও মাথায় হেলমেট ছিল না এবং বেপরোয়া গতিই দুর্ঘটনার কারণ বলে পুলিশ জানিয়েছে। 


 

JP Nadda News Live Updates: মোদিজির পাঠানো চাল-ডাল খেয়ে নেয় তৃণমূল: নাড্ডা

মোদিজির পাঠানো চাল-ডাল খেয়ে নেয় তৃণমূল। মমতা দিদি ইউটিলাইজেশন সার্টিফিকেট দেননি। তারপরও ৫৬ লক্ষ পাকা বাড়ির টাকা দিয়েছে মোদি সরকার। আয়ুষ্মান ভারত প্রকল্প পশ্চিমবঙ্গে চালু হতে দেননি মমতা বন্দ্যোপাধ্যায়: নাড্ডা।

JP Nadda News Live Updates: মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে জঙ্গিদের প্রশ্রয় দেওয়া হয়েছে: নাড্ডা

মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে জঙ্গিদের প্রশ্রয় দেওয়া হয়েছে। বিশ্বের উন্নত দেশগুলির আর্থিক নীতি বেসামাল। মোদিজির আমলে ভারত ঝকমকে রত্ন: নাড্ডা।

JP Nadda News Live Updates: আমরা চাই মজবুত সরকার, মমতাদি চান মজবুর সরকার: জেপি নাড্ডা

মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যের উন্নয়ন স্তব্ধ। গত কয়েক বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলার বদনাম হয়েছে। আমরা চাই মজবুত সরকার, মমতাদি চান মজবুর সরকার: জেপি নাড্ডা।

Mithun Chakraborty News Live Updates: আসানসোলে বিজেপি প্রার্থী অহলুওয়ালিয়ার সমর্থনে রোড শো মিঠুনের

আসানসোলে বিজেপি প্রার্থী অহলুওয়ালিয়ার সমর্থনে রোড শো মিঠুনের।

Mamata Banerjee News Live Updates: প্রধানমন্ত্রী ঘুরে যাওয়ার একদিন পরেই মালদায় আজ জোড়া সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের

প্রধানমন্ত্রী ঘুরে যাওয়ার একদিন পরেই মালদায় আজ জোড়া সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী শাহনওয়াজ আলি রায়হানের সমর্থনে তৃণমূল নেত্রীর প্রথম জনসভা কালিয়াচকে। এরপর মালদা উত্তর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে হবিবপুরে সভা করবেন মমতা। 

Bankura News Live Updates: মণিপুরে CRPF ক্যাম্পে জঙ্গি হামলায় নিহত বাঙালি জওয়ানের কফিনবন্দি দেহ ফিরল বাঁকুড়ার বাড়িতে

মণিপুরে CRPF ক্যাম্পে জঙ্গি হামলায় নিহত বাঙালি জওয়ানের কফিনবন্দি দেহ ফিরল বাঁকুড়ার বাড়িতে। মৃত অরূপ সাইনির বাড়ি সোনামুখীর পাঁচাল গ্রামে। আজ সকালে দেহ পৌঁছয় গ্রামে। শনিবার গভীর রাতে মণিপুরের বিষ্ণুপুর জেলার নারাইনসেনা
এলাকায় CRPF ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা। নিহত হন CRPF-এর হেড কনস্টেবল অরূপ সাইনি-সহ ২ জন। এদিন নিহতের বাড়ি গিয়ে শ্রদ্ধা জানান বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল ও বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ।

Kolkata News Live Updates: কলকাতার রাস্তায় বিমান বসুর হাত ধরে হাঁটলেন প্রদীপ ভট্টাচার্য

কলকাতার রাস্তায় বিমান বসুর হাত ধরে হাঁটছেন প্রদীপ ভট্টাচার্য। রবিবার এই ছবিই দেখা গেল কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের ভোট-প্রচারে। কলকাতা পুরসভার ৪০ নম্বর ওয়ার্ডে পটুয়াটোলা লেনে বাড়ি বাড়ি ঘুরে কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যর হয়ে ভোট চাইলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সঙ্গে ছিলেন বাম ও কংগ্রেস কর্মীরা। 

Raidighi News Live Updates: তৃণমূল পঞ্চায়েত সদস্যকে কাটমানি না দেওয়ায়, পঞ্চায়েত অফিসের ভিতর ঠিকাদারকে হুমকি, মারধরের অভিযোগ

তৃণমূল পঞ্চায়েত সদস্যকে কাটমানি না দেওয়ায়, পঞ্চায়েত অফিসের ভিতর ঠিকাদারকে হুমকি, মারধরের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে। আতঙ্কিত ঠিকাদার বকেয়া বিল আদায় করতে যেতেও ভয় পাচ্ছেন বলে দাবি করেছেন। মথুরাপুর লোকসভা কেন্দ্রের রায়দিঘির নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। ঠিকাদারের অভিযোগ, নলকূপ বসানোর পর পঞ্চায়েত অফিসে বিল পাস করাতে গেলে তাঁকে ১০ শতাংশ হারে তৃণমূলের দলীয় তহবিলে কাটমানি জমা দিতে বলা হয়। রাজি না হওয়ায়, শুক্রবার পঞ্চায়েত অফিসের মধ্যেই চলে মারধর, হেনস্থা, হুমকি। 
রায়দিঘি থানা ও জেলাশাসকের কাছে অভিযোগ জানিয়েছেন ওই ঠিকাদার। অভিযোগ অস্বীকার করেছেন শাসক-নেতা। 


 

Baguiati TMC Worker Murdered: বাগুইআটিতে খুন তৃণমূল কর্মী, নেপথ্যে গোষ্ঠী সংঘর্ষ?

বাগুইআটিতে খুন তৃণমূল কর্মী। মৃতের নাম সঞ্জীব দাস। তিনি বাগুইআটির অর্জুনপুর পশ্চিমপাড়ার বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, গতকাল রাতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। চলে ইটবৃষ্টি। ইটের ঘায়ে জখম ওই তৃণমূল কর্মীকে এরপর টেনে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, এর আগেও বিরুদ্ধ গোষ্ঠীর হামলার মুখে পড়েন ওই তৃণমূল কর্মী। মারধর করা হয়। বাগুইআটি থানায় অভিযোগ দায়ের হয়েছে। স্থানীয়দের দাবি, বিধাননগর পুরসভার মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীকে ফোন করার পরেও কাজ হয়নি। তৃণমূল কর্মী খুনের ঘটনায় কয়েকজনকে আটক করেছে বাগুইআটি থানার পুলিশ।


West Bengal Weather Live Updates: মে মাসের শুরুতেও থাকবে দহন-জ্বালা, তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি

মরু-দেশকে পিছনে ফেলেছে কলকাতার গরম, গতকালই সর্বোচ্চ তাপমাত্রা ৪১ পেরিয়েছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রাও ৩০ ছুঁইছুঁই। এপ্রিলে একটানা ৪০-এর ওপরে রয়েছে পারদ।  মে মাসের শুরুতেও থাকবে এই দহন-জ্বালা। অতি তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি দুই মেদিনীপুর, দুই বর্ধমানে। অতি তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা ঝাড়গ্রাম ও বীরভূম এবং বাঁকুড়ায়। 

JP Nadda Live Updates: রবীন্দ্রসঙ্গীতে বদলে বাংলায় এখন দেখা যাচ্ছে বোমা-বন্দুক, রাজ্য়ে আসার আগে বললেন নাড্ডা

'রবীন্দ্রসঙ্গীতে বদলে বাংলায় এখন দেখা যাচ্ছে বোমা-বন্দুক। সন্দেশখালিতে ৩টি বিদেশি রিভলভার পেয়েছে সিবিআই। মানুষকে রক্ষা করতে এনএসজি কম্যান্ডো নামাতে হয়েছে। এতেই বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা', আজ রাজ্যে আসার আগে তৃণমূলকে আক্রমমণ জে পি নাড্ডার। 

Kolkata Anandapur News: আনন্দপুরে পোস্টার, ব্যানার লাগানোর সময় বিজেপি নেত্রীকে কোপানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ভোটের আগেই হিংসা, আনন্দপুরে পোস্টার, ব্যানার লাগানোর সময় বিজেপি নেত্রীকে কোপানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

Durgapur News Live Updates: ভোটের আগে বিজেপি-তৃণমূল সংঘাতে উত্তপ্ত দুর্গাপুর স্টিল টাউনশিপ এলাকা

ভোটের আগে বিজেপি-তৃণমূল সংঘাতে উত্তপ্ত দুর্গাপুর স্টিল টাউনশিপ এলাকা। বিজেপির অভিযোগ, পার্টি অফিসে তাদের দলীয় বৈঠক চলাকালীন হামলা চালায় তৃণমূল কর্মীরা। গাড়ি ভাঙচুর করা হয়, বিজেপির পার্টি অফিস লক্ষ্য করে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ। তৃণমূলের পাল্টা দাবি, দলীয় কর্মসূচিতে তাদের কর্মী, সমর্থকরা ব্যস্ত থাকায়, এলাকায় একটি ক্লাবে ভাঙচুর চালায় বিজেপি কর্মীরা। এই নিয়ে হাতাহাতির পরিস্থিতি তৈরি হওয়ায় দুর্গাপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। "আমাদের ওপর হামলা হলে পাল্টা হামলা হবে", হুঁশিয়ারি দিলীপ ঘোষের। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

Hasnabad Blast Case: হাসনাবাদে বাড়িতে বিস্ফোরণের ঘটনায় বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ

হাসনাবাদে বাড়িতে বিস্ফোরণের ঘটনায় বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ। বোমা বিস্ফোরণই হয়েছে বলে পুলিশের দাবি। ধৃত দিলীপ দাসের দাদা নিমাই দাস বিজেপি নেতা।গতকাল দিলীপের বাড়িতে বিস্ফোরণ ঘটে, গুরুতর জখম হন এক মহিলা। ধৃত বিজেপি কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু । আজ তাঁকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। 

Abhishek Banerjee: একদিকে মমতা চাকরি দিচ্ছেন, অন্যদিকে বিজেপি চাকরি খাচ্ছে: অভিষেক

'একদিকে মমতা চাকরি দিচ্ছেন, অন্যদিকে বিজেপি চাকরি খাচ্ছে', প্রায় ২৬ হাজারের চাকরি বাতিল নিয়ে শুভেন্দুকে আক্রমণে অভিষেক। 

Sandeshkhali Arms Recovery: বাংলাদেশ সীমান্তের কাছে এ ধরনের ঘটনা যদি ঘটে, তাহলে ভারতের সুরক্ষা কোথায় আছে? প্রশ্ন দিলীপের

বাংলাদেশ সীমান্তের কাছে এ ধরনের ঘটনা যদি ঘটে, তাহলে ভারতের সুরক্ষা কোথায় আছে? প্রশ্ন দিলীপ ঘোষের।সীমান্তের নিরাপত্তা তো দেখবে অমিত শাহের বিএসএফ। তাহলে ব্যর্থ তারাই, পাল্টা কুণাল ঘোষ। তাছাড়া উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে অ্যান্টিক অস্ত্রও তো আছে। হয়তো শেখ শাহজাহানের শখ ছিল আগ্নেয়াস্ত্র জমানোর, দাবি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের।

Dev on Kanchan Mullick: কাঞ্চন মল্লিককে নিজের কেন্দ্রে প্রচারে আমন্ত্রণ জানালেন দেব

প্রচার গাড়ি থেকে যে তৃণমূল বিধায়ককে নামিয়ে দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবার সেই কাঞ্চন মল্লিককেই নিজের কেন্দ্রে প্রচারে আমন্ত্রণ জানালেন দেব। কাঞ্চন তাঁর প্রচারে গেলে ভোট বাড়বে বলেও দাবি করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী। দেবের আমন্ত্রণে তাঁর প্রচারে যাবেন বলে জানিয়েছেনন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক। 

Sandeshkhali Weapons Recovery: নির্বাচন চলাকালীন সন্দেশখালিতে তল্লাশি, কমিশনে গেল তৃণমূল

NSG-কে নিয়ে সন্দেশখালিতে CBI-এর অস্ত্র উদ্ধারের ঘটনায় এবার জাতীয় নির্বাচন কমিশনে নালিশ জানাল তৃণমূল। চিঠিতে লেখা হয়েছে, ভোটের দিন তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করতেই CBI-এর এই তল্লাশি। পাল্টা বাংলার আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে রাজ্যের শাসকদলকে নিশানা করেছেন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় তথ্য়সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর।

Mamata Banerjee: সন্দেশখালিতে অস্ত্র উদ্ধারে এজেন্সির বিরুদ্ধে সুর চড়ালেন মমতা

সন্দেশখালিতে অস্ত্র উদ্ধারের ঘটনায় ফের কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। শুক্রবারের অভিযানের বিষয়ে স্থানীয় পুলিশ জানত না বলে দাবি তৃণমূলনেত্রীর। পুলিশকে সঙ্গে নিয়েই অভিযান CBI-এর, পাল্টা দাবি করেছে বিজেপি। বিতর্কের মুখে মন্তব্য করতে নারাজ বসিরহাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার।

Sandeshkhali Weapons Recovery: বেআইনিভাবে অস্ত্র পাচারেও যুক্ত ছিলেন শেখ শাহজাহান? উঠছে প্রশ্ন

সন্দেশখালিতে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কার্তুজ, বিস্ফোরকের ছবি দেখে চমকে উঠেছেন অনেকেই। যার মধ্যে রয়েছে, ৩টি অত্যাধুনিক মার্কিন রিভলভারও। এই প্রেক্ষাপটেই প্রশ্ন উঠতে শুরু করেছে - তবে কি বেআইনিভাবে অস্ত্র পাচারেও যুক্ত ছিলেন শেখ শাহজাহান? নেপথ্যে কি রয়েছে আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান চক্র? অস্ত্রভাণ্ডার উদ্ধারের পর সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না CBI.

প্রেক্ষাপট

মার্কিন অস্ত্র সন্দেশখালিতে! উদ্ধার ৩টি অত্যাধুনিক মার্কিন রিভলভার। নেপথ্যে আন্তর্জাতিক চক্র? অস্ত্রপাচারেও কি যুক্ত শেখ শাহজাহান? তদন্তে সিবিআই। (Sandeshkhali Case)

উধাও শাহজাহান সঙ্গী, ডেরায় অন্তত ৪০ লক্ষ টাকার অস্ত্রের হদিশ। তৃণমূল নেতার আত্মীয়ের বাড়িতে সিবিআই, আবু তালেবের স্ত্রীর বয়ান রেকর্ড। (Sheikh Shahjahan)

ফের মমতার নিশানায় কেন্দ্রীয় এজেন্সি (Mamata Banerjee)। সন্দেশখালিতে অস্ত্র উদ্ধার নিয়ে বললেন, "এটাও হতে পারে, নিজেরা বাক্স করে এনে অস্ত্র রেখেছে।" এর পাল্টা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের বক্তব্য, "দুর্নীতি-অত্যাচার-বোমা-বন্দুক, মমতা জমানায় এখন এটাই বাংলা।"


পুলিশকে না জানিয়েই একতরফা অভিযান এনএসজি-সিবিআইয়ের, দাবি মমতার। পুলিশকে সঙ্গে নিয়েই অভিযান, পাল্টা বিজেপি। মন্তব্যে নারাজ বসিরহাট পুলিশ জেলার এএসপি।

 সন্দেশখালিতে এনএসজি নিয়ে অস্ত্র উদ্ধার সিবিআইয়ের। ভোটের মধ্যে ভাবমূর্তি নষ্টের অভিযোগে কমিশনে তৃণমূল। তৃণমূলকে দেশদ্রোহী বললেন সুকান্ত মজুমদার। (Sukanta Majumdar)

শাহজাহান-শাগরেদের বাড়িতে অস্ত্র কুঠুরি। সিবিআই যাতে উদ্ধার করতে না পারে, সেজন্য আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়, আক্রমণে শুভেন্দু। সাজানো ঘটনা, বলছে তৃণমূল।

উদ্ধার পুলিশের রিভলভার কি রাজ্যের অস্ত্রাগার থেকে চুরি যাওয়া? ডিজিপিকে হেফাজতে নেওয়ার দাবি অমিত মালব্যর। পুলিশ শাহজাহানকে না ধরলে এতকিছু উদ্ধার হত? পাল্টা পার্থ। (Sandeshkhali Weapons Recovery)


ফের সন্দেশখালিতে সিবিআই। জমি দখলের অভিযোগের তদন্তে কেন্দ্রীয় এজেন্সি। গ্রামে গিয়ে অভিযোগকারীদের সঙ্গে কথা।
ফের সন্দেশখালিতে সিবিআই

 সন্দেশখালি-আবহেই হাসনাবাদে বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ। আটক সস্ত্রীক বিজেপি কর্মী। বাড়ি ঘিরে তল্লাশি সিআইডির বম্ব স্কোয়াডের, নমুনা সংগ্রহ ফরেন্সিকের।

বিজেপি নেতার ঘরে বোমা জমা। বোমা মেরে, চাকরি খেয়ে জিততে পারবে না: মমতা। শমীক, "সন্দেশখালি থেকে নজর ঘোরানোর চেষ্টা।" সেলিম, "তৃণমূলেরও হতে পারে, বিজেপিরও হতে পারে।"

এলাকা ছেড়ে কেন ময়নার বিজেপি কর্মীর দেহ উদ্ধারের জায়গায় ওসি, ভূপতিনগর? আক্রমণে শুভেন্দু। এফআইআরের পরামর্শ অভিজিতের। পুলিশের ভূমিকায় ক্ষোভ স্থানীয়দের।


তৃণমূলই ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেবে। কুলটির সভা থেকে হুঙ্কার মমতার। গুরুত্ব দিতে নারাজ বিজেপি। অধীরকে পাশে নিয়ে '২৬শে মমতাকে ক্ষমতাচ্যুত করার হুঙ্কার সেলিমের। (I.N.D.I.A Alliance)


প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সোমবার সুপ্রিম কোর্টে শুনানি। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজ্য, এসএসসি, পর্ষদের মামলা। দেশের প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি। (SSC Case)

 নিয়োগ দুর্নীতির মাসুল, ভোটের মধ্যেই চাকরিহারা প্রায় ২৬ হাজার। যোগ্যদের চাকরি ফেরতের দাবিতে বামেদের এসএসসি ভবন অভিযানে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।

কণ্ঠস্বরের ফরেন্সিক রিপোর্টের পর আরও চাপে কালীঘাটের কাকু। জেলে গিয়ে সুজয়কৃষ্ণকে জেরা সিবিআইয়ের। নিয়োগ দুর্নীতির তদন্তে শান্তনুকেও জেরা।

যে সত্যি সত্যি টাকা নিল, সে বিজেপিতে গিয়ে ওয়াশিং মেশিন: ফিরহাদ। "শুভেন্দুর সঙ্গে সম্পর্ক নেই, প্রমাণ করতে বলতে পারেন", খোঁচা শমীকের।


 কল্যাণের গাড়িতে ব্রাত্য, কাঞ্চনকেই নিজের কেন্দ্রে প্রচারে আমন্ত্রণ দেবের। বললেন, "আমার প্রচারে এলে মার্জিন বাড়বে।" কাঞ্চনের বক্তব্য, "এটা দেবের বদান্যতা।"

ফের দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী। কপ্টারে বসতে গিয়ে পড়ে গেলেন দুর্গাপুরে। সামলে নিয়ে সভা করলেন কুলটিতে। সুস্থ আছেন, পা-ও মেলালেন আদিবাসীদের নাচে।

রেহাই নেই দহনজ্বালায়। কলকাতায় ৪১ ডিগ্রি। আগামী কয়েকদিন আরও চড়বে পারদ। ৮ জেলায় চলবে তাপপ্রবাহ, জারি সতর্কতা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.