West Bengal News Live Updates: প্রবল বৃষ্টি, জলমগ্ন মালদা মেডিক্যাল কলেজ
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে মালদা । ইংরেজবাজার পুরসভার একাধিক ওয়ার্ড জলের তলায়। পাশাপাশি জলমগ্ন হয়ে পড়েছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। রেল লাইনের পাশে ধস নামায় ব্যাহত হচ্ছে ট্রেন চলাচলও।
লোকসভা ভোটের ফলে গ্রামে বিজেপি এগিয়ে। তাই নলকূপ খারাপ হয়ে গেলেও তা সারানোর ব্যবস্থা করেনি তৃণমূলের পঞ্চায়েত। এমনই অভিযোগ উঠল বীরভূমের নানুরের উকরুন্দি গ্রামে। বাসিন্দাদের অভিযোগ, গ্রামে ১৪টির মধ্যে ১২টি নলকূপ খারাপ হয়ে পড়ে আছে। বিজেপি ৩টি বুথে ভাল করায়, গ্রামবাসীদের শাস্তি দিতে নলকূপ সারাচ্ছেন না চণ্ডীদাস-নানুর। গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান। বিজেপির অভিযোগ, ভোট না পেলে পরিষেবা মিলবে না বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিল তৃণমূল। এখন সেটাই করে দেখাচ্ছে শাসকদল। রাজনীতি-যোগ উড়িয়ে তৃণমূলের দাবি, জলস্তর নেমে যাওয়ায় এই সমস্যা। দ্রুত নলকূপ মেরামতির আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন।
রায়গঞ্জে সোনার দোকানের কর্মীকে চড় এএসআইয়ের। সোনার দোকানের কর্মীকে সপাটে চড় উর্দিধারীর। মত্ত অবস্থায় সোনার দোকানের কর্মীকে মারধরের অভিযোগ। অভিযুক্ত রায়গঞ্জ পুলিশ জেলার এএসআই।
গ্রেফতারির কয়েকঘণ্টার মধ্যেই ময়ূরেশ্বরের বুলেট মির্জার জামিন! শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ-মামলায় জামিন! জামিনের বিরোধিতা করলেও হেফাজতে চায়নি পুলিশ, দাবি সরকারি আইনজীবীর।
শহরে একের পর এক দুষ্কৃতী দৌরাত্ম্য, আতঙ্কিত খোদ মেয়র। 'আমরাও পরিবার নিয়ে থাকি, যদি বিপদ আসে...! মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ। কোথা থেকে অস্ত্র আসছে? আমি কি নিজে গিয়ে অস্ত্র খুঁজব?', পুলিশ কমিশনারকে কড়া ভাষায় বলেছেন মুখ্যমন্ত্রী, দাবি ফিরহাদের
বাগদায় প্রচার সেরে ফেরার সময় শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান। ফিরহাদ হাকিমের সভা চলাকালীন শুভেন্দুকে লক্ষ্য করে করে স্লোগান তৃণমূলের। বাগদার নাটাবেড়িয়ায় উত্তেজনা।
প্রথম অপরাধ নয়, 'হিস্ট্রিশিটার' তৃণমূল কর্মী জয়ন্ত সিংহ। ২০২৩-এর জুলাই আড়িয়াদহের এক প্রোমোটারের উপর হামলার অভিযোগ। 'তোলা না দেওয়ায় গুলি চালায় জয়ন্ত', পায়ে ও বাইকে গুলি লাগে, দাবি আড়িয়াদহর প্রোমোটার অরিত্র ঘোষ ওরফে বুম্বার।
ফিরহাদ হাকিমকে সরিয়ে শোভনকে মেয়র করতে চান মমতা, শোভনের তৃণমূলে ফেরার জল্পনার মধ্যেই চাঞ্চল্যকর দাবি শুভেন্দুর ।
রথযাত্রা উৎসবের মধ্যে সোমবারই খুলছে পুরীর মন্দিরের রত্নভাণ্ডার। না খুললে ভাঙা হবে তালা। রত্নভাণ্ডার নিয়ে নবগঠিত কমিটির বৈঠকে সিদ্ধান্ত। বৈদুর্যমণি, নীলকণ্ঠমণি-সহ একাধিক মূল্যবান রত্ন রয়েছে জগন্নাথধামের ভাণ্ডারে, দাবি পাণ্ডাদের।
দেড় দশকের বেশি সময় ধরে গ্যাংস্টার সুবোধের বং-কানেকশন! '২০০৭ থেকেই বাংলায় অপরাধের নেটওয়ার্ক গ্যাংস্টার সুবোধের!', বিহারের গ্যাংস্টার সুবোধকে জেরা করে চাঞ্চল্যকর দাবি সিআইডির ।
পাহাড়ে অবিরাম বৃষ্টি। তিস্তার জল ঢুকে প্লাবিত জলপাইগুড়ির মালবাজারের টোটগাঁও গ্রাম। ৫০টিরও বেশি পরিবার জলবন্দি হয়ে পড়েছে। আশ্রয় নিয়েছে স্থানীয় স্কুলে। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ কয়েকবছর ধরে পাহাড়ে বৃষ্টি হলেই তিস্তার জলে ভাসছে গ্রাম। বিঘার পর বিঘা চাষের জমি, বাড়ি-ঘর, নদীর গ্রাসে চলে যাচ্ছে। স্থায়ী বাঁধের দাবি বারবার জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। পাশাপাশি, সমতলেও বৃষ্টি হচ্ছে। জলপাইগুড়ি শহরের বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন। অন্যদিকে, তিস্তা ব্যারাজ থেকে আজ ২৯ হাজারেরও বেশি জল ছাড়া হয়েছে। মেখলিগঞ্জে এবং জলঢাকা ৩১ নম্বর জাতীয় সড়কে লাল সতর্কতা জারি। তিস্তার দোমোহনিতে হলুদ সতর্কতা জারি করেছে সেচ দফতর। কালিম্পঙের তিস্তাবাজারে দার্জিলিং-কালিম্পং রোডের ওপর দিয়ে বইছে তিস্তার জল। বন্ধ যান চলাচল। অন্যদিকে কোচবিহারের তোর্সা, রায়ডাক ও সঙ্কোশ নদীতেও বাড়ছে জল। গত ২৪ ঘন্টায় কোচবিহারে বৃষ্টি হয়েছে ১২৫ মিলিমিটার, তুফানগঞ্জে ১৪৬ এবং মাথাভাঙায় বৃষ্টিপাতের পরিমাণ ১১৩ মিলিমিটার। প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শোভনকে ফেরাতে তৃণমূলে 'তৎপরতা'! শোভনের বাড়িতে কুণাল ঘোষ। শোভনের সঙ্গে কথা দক্ষিণ কলকাতার এক তৃণমূল নেতারও।
একুশে জুলাইয়ের সভায় যেতে চান শোভন। 'যোগাযোগ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি ইচ্ছে হয়, সেই ইচ্ছাকে দূরে ঠেলে দেব না। একুশে জুলাই যাওয়ার খুব ইচ্ছে আছে। যোগদানের মাহেন্দ্রক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন', এবিপি আনন্দকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন শোভন চট্টোপাধ্যায়।
বোলপুরে বাড়িতে আগুন লাগার ঘটনায় এবার মৃত্যু হল গৃহকর্তারও। কীভাবে আগুন তা নিয়ে এখনও রহস্য। গতকাল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুনে পুড়ে মৃত্যু হয় ২ জনের। আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন মৃত মহিলার স্বামী। মৃতের পরিবারের অভিযোগ, জানলা দিয়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। তার জেরেই পুড়ে মৃত্যু হয় বাবা-মা-ছেলের। কীভাবে আগুন , পারিবারিক বিবাদ নাকি, ব্যবসায়িক শত্রুতা, খতিয়ে দেখছে পুলিশ।
চোখের আলো প্রকল্পে অপারেশন করাতে গিয়ে আঁধার নেমে এসেছে। গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালে ছানি অপারেশন করাতে গিয়ে দৃষ্টিশক্তি হারানোর অভিযোগ। কলকাতার রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজিতে ভর্তি হলেন আরও দুই রোগি। ছানির অপারেশন করাতে গিয়ে দৃষ্টিশক্তি হারানোর অভিযোগে সেখানে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ১৮ হল। সোমবার কয়েক জনের ফের অস্ত্রোপচার হবে বলে খবর।
আগামীকাল রথযাত্রা। সেজে উঠেছে জগন্নাথ ধাম। প্রথম নবযৌবন বেশ, নেত্র উৎসব, সব একদিনে পড়েছে। প্রতিবার রথযাত্রার আগের দিন নব যৌবন বেশে সজ্জিত হন বলরাম, সুভদ্রা ও জগন্নাথদেব। এই বছর প্রথম নবযৌবন বেশ, নেত্র উৎসব, রথযাত্রা সব একদিনে হচ্ছে। ফলে রথযাত্রা শুরু হতে বিকেল হয়ে যাবে। তাই সোমবার ফের রথযাত্রা। ওই দিন ছুটিও ঘোষণা করেছে ওড়িশা সরকার। রথযাত্রার আগের দিন জগন্নাথদেবের রথ নন্দীঘোষ, বলরামের তালধ্বজ এবং সুভদ্রার রথ দেবদলন বা পদ্মধ্বজকে মন্দিরের সামনে এসে প্রস্তুত করা হচ্ছে। রথযাত্রাকে কেন্দ্র করে পুরীতে ভিড় করছেন বহু মানুষ। রথযাত্রা উৎসবের মধ্যে সোমবারই খুলছে পুরীর মন্দিরের রত্নভাণ্ডার? জানা যাবে আজই। রত্নভাণ্ডার নিয়ে বৈঠকে বসেছে নবগঠিত কমিটি। বৈদুর্যমণি, নীলকণ্ঠমণি-সহ একাধিক মূল্যবান রত্ন রয়েছে জগন্নাথধামের ভাণ্ডারে, দাবি পাণ্ডাদের।
কেন্দ্রীয় মন্ত্রীর সামনেই ভারতীয় জাদুঘরে দুর্নীতির অভিযোগে গেরুয়া শিবিরের দুই কর্মী সংগঠনের মধ্যে বচসা ঘিরে তুলকালাম।বিজেপি ঘনিষ্ঠ কর্মী ইউনিয়নের দাবি, ২০১৮-র ক্যাগ রিপোর্ট অনুযায়ী নিয়োগ, বরাদ্দ নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে ভারতীয় জাদুঘরে। এদিন কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিংহ। শেখাওয়াতের সামনে সেই প্রসঙ্গ উত্থাপন করায় বাধা দেয় বিরোধী গোষ্ঠী। অন্যদিকে, RSS-এর শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সঙ্ঘ প্রভাবিত কর্মী ইউনিয়নের দাবি, দুর্নীতি হয়েছে মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের আমলে।
দু’পক্ষের বচসা চলাকালীন মন্তব্য না করেই জাদুঘর থেকে বেরিয়ে যান কেন্দ্রীয় মন্ত্রী।
মুকুল রায়ের শারীরিক অবস্থা সঙ্কটজনক হলেও স্থিতিশীল। আইসিইউ-তে রয়েছেন প্রাক্তন রেলমন্ত্রী, জানানো হয়েছে অ্যাপোলো হাসপাতাল সূত্রের তরফে। বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পান মুকুল। ভর্তি করা হয় অ্যাপোলো হাসপাতালে।
বগটুই গ্রামে বোমাতঙ্ক। রাস্তার ধারে পোঁতা প্লাস্টিকের জার। পুলিশের প্রাথমিক অনুমান, ওই জারে তাজা বোমা রয়েছে। এলাকা ঘিরে রেখেছে রামপুরহাট থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াডে।
লোকসভার ফলে বিজেপি এগিয়ে, তাই নলকূপ খারাপ হয়ে গেলেও না সারানোর অভিযোগ। এমনই অভিযোগ উঠল বীরভূমের নানুরে।
বাসিন্দাদের অভিযোগ, গ্রামে ১৪টির মধ্যে ১২টি নলকূপ খারাপ হয়ে পড়ে আছে। গ্রামবাসীদের শাস্তি দিতে নলকূপ সারাচ্ছেন না পঞ্চায়েতের তৃণমূল প্রধান অভিযোগ বিজেপির। জলস্তর নেমে যাওয়ায় সমস্যা দাবি তৃণমূলের। দ্রুত নলকূপ মেরামতির আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন।
শহিদ দিবসের প্রস্তুতি ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর দুই মিছিল। জোড়া মিছিল থেকে একে অপরের বিরুদ্ধে উঠল দূর হঠো স্লোগান। বাঁকুড়ায় ওন্দায় প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব। একই ইস্যুতে জোড়া মিছিল হলেও তাকে কোন্দল বলে মানতে চাননি প্রাক্তন তৃণমূল বিধায়ক। এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।
উপনির্বাচনের প্রচারে বাগদায় আজই সভা করবেন শুভেন্দু অধিকারী। প্রশাসনের অনুমতি না থাকায় সভার স্থান পরিবর্তন করছেন বিরোধী দলনেতা।
বাগদার পাথুরিয়ায় পরিবর্তে সিন্দ্রাণীতে পথসভা করবেন শুভেন্দু। অনুমতি না থাকায় গতকাল পাথুরিয়াতে সভার প্রস্তুতি বন্ধ করে দেয় প্রশাসন।
প্রশাসন দলদাসের মতো কাজ করছে বলে আক্রমণ করে বিজেপি।
দাবার ম্যাচে জীবনের শেষ চাল দিলেন জিয়াউর রহমান। খেলতে খেলতেই মৃত্যু হল বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার দাবাড়ুর। বাংলাদেশের জাতীয় দাবা প্রতিযোগিতায় খেলতে খেলতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান জিয়াউর। বয়স হয়েছিল ৫০ বছর। বাংলাদেশের এই গ্র্যান্ড মাস্টারের খ্যাতি ছিল কোচ হিসেবেও।
ভোটের এক মাস পরেও হিংসা। তৃণমূলের সঙ্গে বাম-কংগ্রেস জোটের সংঘর্ষ। উত্তপ্ত মুর্শিদাবাদের রানিনগর। সংঘর্ষে ২ তৃণমূলকর্মী আহত।
ময়ূরেশ্বরের ত্রাস তৃণমূল কর্মী বুলেট মির্জা অবশেষে গ্রেফতার। ঠিকা কর্মীকে বেল্ট দিয়ে বেধড়ক মার। অভিযোগ করায় ঠিকা কর্মীর মা-কেও বিবস্ত্র করে মারধরের অভিযোগ। ১ লক্ষ টাকা চেয়ে বেল্ট দিয়ে ঠিকা কর্মীকে বুলেটের শাসন। ভিডিও ভাইরাল হওয়ার ৩ দিনের মাথায় গ্রেফতার তৃণমূল কর্মী বুলেট।
বাগদা উপনির্বাচনের আগে কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন বিজেপির বনগাঁ জেলা সভাপতি দেবদাস মণ্ডল। নিরাপত্তার দায়িত্বে চার CISF জওয়ান। কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক।বিজেপি জেলা সভাপতির দাবি, লোকসভা ভোটের দিন বাগদা হাসপাতালে তিনি আক্রান্ত হন। তাই পরিস্থিতি বিবেচনা করে বাগদা উপনির্বাচনের আগে তাঁর নিরাপত্তার ব্যবস্থা করেছে কেন্দ্র।
তৃণমূলের কটাক্ষ, বিজেপির আমলে বিচারাধীন অভিযুক্তকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে।
জবরদখল কারীদের উঠাতে তৎপর কোচবিহার প্রশাসন। কোচবিহার শহরের স্টেশন চৌপথি এলাকায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল সরকারি জমিতে জবরদখল করে তৈরি করা অবৈধ নির্মাণ। বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে এদিন বেশ কিছু অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দেয় প্রশাসন।
জমি বিবাদ থেকে শুরু কুকুরকে মারধর নিয়ে প্রতিবেশীর সঙ্গে বচসা, সোনারপুরে বিজেপি পোলিং এজেন্ট ও তাঁর স্ত্রী-ছেলেকে খুনের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, কুকুরকে মারধর করায় বিজেপি কর্মীর স্ত্রীর শ্লীলতাহানি করে তৃণমূল কর্মীর পরিবার। থানায় অভিযোগ করায়, তা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া শুরু হয়। গতকাল সালিশি সভায় সমাধান না মেলায়, রাতে হেলমেট ও রেনকোট পরে বাড়িতে চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে বিজেপি পোলিং এজেন্ট ও তাঁর স্ত্রী-ছেলেকে কোপানো হয় বলে অভিযোগ। SSKM-এর ট্রমা কেয়ারে ভর্তি রয়েছে আক্রান্ত বাবা-মা-ছেলে। সোনারপুর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। তৃণমূলের দাবি, রাজনীতি নেই, কুকুরকে মারা নিয়ে দুই প্রতিবেশীর বিবাদের জেরে এই ঘটনা।
বাগদা উপনির্বাচনের আগে কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন বিজেপির বনগাঁ জেলা সভাপতি।
ফের সালিশি সভার নামে শাসকের 'দাদাগিরি'। চোপড়ার পর এবার বর্ধমানের জামালপুর। তৃণমূলের পার্টি অফিসে ডাকা সালিশি সভায় না যাওয়ায় মারধরের অভিযোগ।
মারধরের অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির অনুগামীদের বিরুদ্ধে।
খাস কলকাতায় ভরসন্ধেয় ঘরে ঢুকে লুঠপাটের চেষ্টা! বাধা দিতেই গুলি চালায় এক দুষ্কৃতী, দাবি আক্রান্তর। লেক অ্যাভিনিউর মতো অভিজাত এলাকায় শ্যুটআউটের অভিযোগ। দেবাশিস দে নামে এক ব্যবসায়ীর বাড়িতে চড়াও হয় দুষ্কৃতী দল, খবর পুলিশ সূত্রের। দুই সঙ্গীকে নিয়ে আগেই রেকি করে যায় সাফাই কর্মী, দাবি আক্রান্তর। গ্রেফতার ৩।
রাজ্য বাজেটে পাস হলেও এখনও আলোর মুখ দেখেনি সামুদ্রিক মৎস্যজীবীদের সমুদ্রসাথী প্রকল্প। পাশাপাশি, তালিকা
তৈরিতেও বিস্তর অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছে মৎস্যজীবীদের সংগঠনগুলি। সামুদ্রিক মৎস্যজীবীদের জন্য গত এপ্রিল-মে, দু’মাসে ৫ হাজার করে ১০ হাজার টাকা ভাতা ঘোষণা করে রাজ্য সরকার। অভিযোগ, এখনও পর্যন্ত তালিকা তৈরির কাজ সম্পূর্ণ হয়নি। অর্ধসমাপ্ত তালিকাতেও স্বজনপোষণের অভিযোগ উঠেছে। এর মধ্য়ে ১৫ জুন থেকে বন্ধ সমুদ্রসাথী পোর্টাল। ফলে আবেদন জানানোর প্রক্রিয়াও বন্ধ। সঙ্কটে সামুদ্রিক মৎস্যজীবীরা। নাম ঝাড়াই-বাছাইয়ের কাজ চলছে, টাকা কবে মিলবে, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে বলে দায় এড়িয়েছেন দক্ষিণ ২৪ পরগনার সামুদ্রিক বিভাগের মৎস্য আধিকারিক।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস, হুমকি, জোর করে মেসেজ ডিলিট করানোর অভিযোগ উঠল উত্তর ব্যারাকপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসূন সরকারের বিরুদ্ধে। অভিযোগকারিণীর দাবি, অভিযুক্ত এতটাই প্রভাবশালী যে, ভয়ে তিনি নোয়াপাড়া থানার পরিবর্তে ব্যারাকপুর মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। যুবতীর অভিযোগ, ২০২১-এ আলাপ হওয়ার পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করেন তৃণমূল কাউন্সিলর। বিয়ের জন্য চাপ দেওয়ায় গত ৮ জুন তাঁকে হুমকি দিয়ে সমস্ত মোবাইল মেসেজ ডিলিট করানো হয়। অভিযোগকারিণীর দাবি, এরপর সোশাল মিডিয়ার মাধ্যমে তৃণমূল কাউন্সিলরের একাধিক সম্পর্কের কথা তিনি জানতে পারেন। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করেও সাড়া মেলেন। অভিযোগ ভিত্তিহীন, দাবি অভিযুক্তের পরিবারের।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় OMR-এর ডেটা উদ্ধার করতে এবার সরকারি-বেসরকারি যে কোনও সংস্থা, দেশ-বিদেশের যেকোনও বিশেষজ্ঞর সাহায্য নিতে সিবিআইকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সাত সপ্তাহের মধ্যে জমা দিতে হবে রিপোর্ট।
প্রেক্ষাপট
১। প্রাথমিক নিয়োগে ওএমআর ও সার্ভার দুর্নীতির শেষ দেখতে সিবিআইকে অলআউট ঝাঁপাতে নির্দেশ হাইকোর্টের। ডিজিটাল ডেটা উদ্ধারে যে কোনও বিশেষজ্ঞ-সংস্থার সাহায্য নিতে নির্দেশ। (Primary TET)
২। ডেটা উদ্ধারে যে কোনও সংস্থা, বিশেষজ্ঞের সাহায্য নিতে পারবে সিবিআই, প্রয়োজনে এথিক্যাল হ্যাকারের সঙ্গে যোগাযোগ। অর্থ মেটাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। নির্দেশ হাইকোর্টের। (Calcutta High Court)
৩। কোথায় গেলে কেলেঙ্কারি ধরা পড়বে, বলে দিয়েছেন হাইকোর্টের বিচারপতি। প্রতিক্রিয়া শুভেন্দুর। সিবিআই-কে ফ্রি-হ্যান্ড দেওয়ার দাবি সুজনের। কত তলা থেকে ঝাঁপাবে? কটাক্ষ কুণালের।
৪। পঞ্চায়েত অফিসে আইবুড়োভাত খেয়ে বিপাকে বর্ধমান ১ নম্বর ব্লকের বিডিও। কী ঘটেছে জানতে চিঠি পূর্ব বর্ধমানের জেলাশাসকের। উত্তর পেলে সিদ্ধান্ত, জেলা প্রশাসন সূত্রে খবর। (Bardhaman News)
৫। চোপড়ার পর বর্ধমানের জামালপুর। সালিশিতে না যাওয়ায় যুবককে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে। সালিশি নয়, গ্রাম্য বিবাদ, দাবি শাসক নেতার। (Chopra Khap Panchayat)
৬। জামালপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত বাবা, মায়ের শ্লীলতাহানির অভিযোগ। মুখ্যমন্ত্রী, পুলিশ সুপার, জেলাশাসককে চিঠি। (বাইটঃ মা - বাড়িতে ঢুকলে জানে মেরে দেবে)
৭। মুম্বইতে গিয়ে মারধর বিতর্কের মধ্যেই ফের ময়ূরেশ্বরের তৃণমূল কর্মী বুলেটের বিরুদ্ধে ঠিকা শ্রমিককে মাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ। মল্লারপুর থানায় অভিযোগ দায়ের।
৮। সন্দেশখালির ছায়া ইসলামপুরের সূজালি। জমি দখল থেকে নারী নির্যাতনের অভিযোগ। অত্যাচারের অভিযোগে স্থানীয়দের বিক্ষোভের পরেই গ্রেফতার প্রাক্তন তৃণমূল নেতার ভাই।
৯। এবার জমি দখলের অভিযোগে গ্রেফতার এসজেডিএর সদস্য ও ডাবগ্রাম-ফুলবাড়ির তৃণমূল নেতা। সরকারি জমি দখলের অভিযোগে গ্রেফতার বিজেপি কিষাণ মোর্চার নেতাও।
১০। হাইকোর্টের নির্দেশে ওল্ড মালদায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল সরকারি জমিতে গজিয়ে ওঠা তৃণমূলের কার্যালয়। ভাঙা হল ক্লাবঘর। উত্তরপাড়া, বর্ধমানেও উচ্ছেদ।
১১। শোভনকে ফেরাতে তৎপর তৃণমূল ? শোভনের বাড়িতে কুণাল। একুশে জুলাইয়ের সভায় যেতে চান প্রাক্তন মেয়র। কখন কী হবে, সিদ্ধান্ত নেবেন নেত্রী, প্রতিক্রিয়া কুণালের।
১২। একমাস পর কাটল শপথ-জট। বিধানসভায় সায়ন্তিকা, রেয়াতদের শপথবাক্য পাঠ করালেন অধ্যক্ষ। সংবিধান লঙ্ঘনের অভিযোগ রাজ্যপালের। গুরুত্বে নারাজ বিমান বন্দ্যোপাধ্যায়।
১৩। ফের কলকাতায় শ্যুটআউট। অভিজাত লেক অ্যাভিনিউয়ে আবাসনে ঢুকে লুঠপাটের চেষ্টা, বাধা দিতে চলল গুলি। সাফাই কর্মীর পরিচয়ে হানা, ধৃত তিনজনের পুলিশ হেফাজত।
১৪। পার্ক স্ট্রিট, কসবা, লেক গার্ডেন্স থেকে লেক অ্যাভিনিউ---এক মাসের মধ্যে পরপর শ্যুটআউট কলকাতায়। শিকেয় নাগরিক নিরাপত্তা। কোথা থেকে আসছে এত অস্ত্র? কী করছে পুলিশ?
১৫। সারদা মামলায় চিদম্বরম-পত্নী নলিনীর বিরুদ্ধে চার্জশিট দিয়ে ভর্ৎসনার মুখে ইডি। ১১ বছর কী করছিলেন? ট্যাক্স কনসালট্যান্টকে কী ভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত করলেন? উদ্দেশ্য কী? ইডিকে প্রশ্ন বিচারকের।
১৬। ছানি অপারেশনের পর চোখে অন্ধকার। গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীদের চোখে দেওয়া ওষুধ ও ফ্লুইডের মান সঠিক ছিল না, রিপোর্ট রাজ্যের তদন্ত কমিটির।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -