West Bengal News Live Updates: উচ্চ মাধ্যমিকের প্রতি সেমিস্টারেই থাকছে পাস-ফেল, সিদ্ধান্ত বদলের পথে সংসদ
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
বাংলায় জলপাইগুড়ি ও ময়নাগুড়ির ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে প্রধানমন্ত্রী। মৃতদের পরিবারকে সমবেদনা, এক্স হ্যান্ডলে পোস্ট নরেন্দ্র মোদির। ঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, জানালেন প্রধানমন্ত্রী।
ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ি, মৃত্যু ৫ জনের। ময়নাগুড়িতে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি, ভেঙে পড়ল শতাধিক বাড়ি।
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর গাড়িতে ভাঙচুর,বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের
ভোটের আগে ফের উত্তপ্ত কোচবিহার, ফের প্রকাশ্যে নিশীথ-উদয়ন সংঘাত
উচ্চ মাধ্যমিকের প্রতি সেমিস্টারেই থাকছে পাস-ফেল, আগের সিদ্ধান্ত বদলের পথে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ
জম্মু-কাশ্মীরের অনন্তনাগে ভয়াবহ ধস, আটকে বাঙালি পর্যটকরা। অনন্তনাগে ৪৪ নং জাতীয় সড়কে ভয়াবহ। ধসের জেরে সকাল থেকে রাস্তায় আটকে এ রাজ্যের বেশ কয়েকজন পর্যটক।
২ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গের ৫ জেলায় ফের দুর্যোগের সতর্কতা
উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়ের তাণ্ডব, জলপাইগুড়িতে মৃত্যু ৪ জনের। বিশেষ বিমানে রাতেই জলপাইগুড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগামীকালের জলপাইগুড়ি সফর বাতিল।
ভোটের আগে ফের উত্তপ্ত কোচবিহার। কোচবিহারের ঘুঘুমাড়িতে মন্ত্রী উদয়ন গুহর গাড়িতে হামলা। বিজেপির মিছিল থেকে হামলার অভিযোগ। প্রতিবাদে ঘুঘুমাড়িতে পথ অবরোধ তৃণমূলের।
বাংলায় একলা চলোর বার্তা দিয়ে ফের সিপিএম-কংগ্রেসকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর অন্যদিকে, আজই দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে রামলীলা ময়দানে একমঞ্চে দেখা গেল ইন্ডিয়া জোটের শরিকদের। সেখানে এক সারিতে দেখা গেল সনিয়া, রাহুল, প্রিয়ঙ্কা গাঁধীদের সঙ্গে বসে আছেন সীতারাম ইয়েচুরি, ডেরেক'ও ব্রায়েনরা। বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে ফের রাহুল গান্ধী ও অন্যদের মুখে শোনা গেল একজোট হওয়ার বার্তা।
জলপাইগুড়িতে ঝড়ের তাণ্ডব, মৃত্যু ৪ জনের। ময়নাগুড়িতে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি, ভেঙে পড়ল প্রচুর বাড়ি।
বসিরহাটের তৃণমূল প্রার্থীর হাত ধরে সন্দেখালিতে ফিরলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দিলীপ মল্লিক। অভিযোগ, শেখ শাহজাহানের অত্যাচারে দীর্ঘদিন ঘর ছাড়া ছিলেন তিনি। হাজি নুরুলের প্রচারে সামনের সারিতে দেখা গেল তাঁকে।
বিরাটিতে নির্মীয়মাণ বহুতলের কার্নিশ ভেঙে মহিলার মৃত্যুর ঘটনায় ৩ প্রোমোটার সহ ৬ জনকে গ্রেফতার করল এয়ারপোর্ট থানা। যদিও বহুতলটি বেআইনি বলে স্থানীয়দের তোলা অভিযোগ খারিজ করে দিয়েছেন উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান। ঘটনাকে হাতিয়ার করে সুর চড়িয়েছে বিরোধীরা।
দক্ষিণ কলকাতায় সিপিএম প্রার্থী সায়রা হালিমের হয়ে যৌথ প্রচারে বাম-কংগ্রেস
গার্ডেনরিচ, বিরাটির পর এবার চেতলা। খোদ মেয়রের ওয়ার্ডে ভেঙে পড়ল পুরনো বাড়ির তিনতলার কার্নিস। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ি। আজ ভোর সাড়ে ৪টে নাগাদ কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ডের ১/৩A, পরমহংসদেব রোডে তিনতলা বাড়ির কার্নিস ভেঙে পড়ে ফুটপাতের ওপর। সেই সময় আশেপাশে লোকজন না থাকায়, বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
ভোটে বাজি লক্ষ্মীর ভাণ্ডার। বিজেপি বলছে ৩ হাজার টাকা করে দেবে। আগে ১০০ টাকা দিয়ে দেখাক। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে চ্যালেঞ্জ মমতার। পাল্টা আক্রমণ বিজেপির।
'ইন্ডিয়া জোট আমি তৈরি করেছি, নামটাও আমার দেওয়া'
'ভোটের পরে আমি দেখে নেব'
'কিন্তু বাংলায় সিপিএম-কংগ্রেস-বিজেপি একসঙ্গে টিএমসি-র বিরুদ্ধে লড়ছে'
'সিপিএম কংগ্রেস বলছে, বাংলায় নাকি ইন্ডিয়া জোট করেছে'
'এখানে তো জোটই হয়নি, ঘোঁট হয়েছে'
ধুবুলিয়ার সভা থেকে একযোগে সিপিএম-কংগ্রেসকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
শাসক থেকে বিরোধী। জোরকদমে চলছে ভোটের প্রচার। উত্তর ২৪ পরগনার আমডাঙার কামদেবপুরে কীর্তনের আসরে হাজির হলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি ও তৃণমূল প্রার্থী। জায়গা এক হলেও মুখোমুখি হননি অর্জুন সিং, পার্থ ভৌমিক। গতকাল প্রথমে কীর্তনের আসরে হাজির হন অর্জুন। ভক্তদের মধ্যে খিচুড়ি বিলি করেন। তিনি ফিরে যাওয়ার ঘণ্টাদুয়েক পর কামদেবপুরের কীর্তনের আসরে উপস্থিত হন পার্থ ভৌমিক।
বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হয়ে প্রথম শেখ শাহজাহানের গড়ে প্রচারে গেলেন হাজি নুরুল ইসলাম। ঢাক ঢোল নিয়ে স্বাগত জানালেন তৃণমূল কর্মীরা।
'বারবার আবেদন করেও মেলেনি বাড়ি, হয়নি রাস্তা'। প্রচারে বেরিয়ে গ্রামবাসীদের ক্ষোভ শুনলেন বীরভূমের ৩ বারের সাংসদ শতাব্দী রায়। সাংসদকে পেয়ে ক্ষোভ উগরে দিলেন নলহাটি ২ নম্বর ব্লকের বাসিন্দাদের একাংশ। ৮০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে, রাস্তা শীঘ্রই সারাই হবে, আশ্বাস শতাব্দীর।
১০০ দিনের কাজের মজুরি বৃদ্ধি নিয়েও কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর
বাংলায় প্রার্থী দিতে না পেরে সিবিআই-ইডি পাঠাচ্ছে। দেশে সিবিআই-ইডি-আয়করের রাজ চলছে। সংখ্যালঘুদের বিজেপি মানুষ বলেই মনে করে না।
কিন্তু বাংলায় আমরা কারও গায়ে হাত দিতে দেব না: মমতা।
মূর্তিতে মালা দিয়ে তুললেন, 'মহারাজ উদয়চাঁদ অমর রহে' জয়ধ্বনি। মহারাজা নয়, এই মূর্তি বনবিহারী কপূরের। ভুল ভাঙিয়ে দিতে তিনি বললেন, এখানে কপূর এল কোথা থেকে? ফের প্রচারে গিয়ে বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ। উনি মেদিনীপুরের মানুষ, বর্ধমানের ইতিহাস সম্পর্কে কিছুই জানেন না। কটাক্ষ করেছে তৃণমূল।
মূর্তিতে মালা দিয়ে তুললেন, 'মহারাজ উদয়চাঁদ অমর রহে' জয়ধ্বনি। মহারাজা নয়, এই মূর্তি বনবিহারী কপূরের। ভুল ভাঙিয়ে দিতে তিনি বললেন, এখানে কপূর এল কোথা থেকে? ফের প্রচারে গিয়ে বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ। উনি মেদিনীপুরের মানুষ, বর্ধমানের ইতিহাস সম্পর্কে কিছুই জানেন না। কটাক্ষ করেছে তৃণমূল।
তৃণমূলের দুই নেতার 'কীর্তি'তে মাথায় হাত কীর্তি আজাদের। দুর্গাপুরে দলীয় প্রার্থী কীর্তি আজাদের সামনে হাতাহাতি তৃণমূলের দুই নেতার।
কে আগে সম্বর্ধনা দেবে, কে আগে গ্রামে ঘোরাবে, তাই নিয়ে বচসা। প্রার্থীর সামনেই ২ পক্ষের হাতাহাতি, ধাক্কাধাক্কি। দলের নেতাদের কীর্তি দেখে বসে পড়েন কীর্তি আজাদ।
অবশেষে সন্দেশখালিতে প্রচারে তৃণমূল প্রার্থী হাজি নুরুল। গ্রামে ফিরলেন শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল নেতা দিলীপ মল্লিক। দীর্ঘদিন ধরে ধরছাড়া ছিলেন সন্দেশখালির এই শাসকনেতা।
ভোটের আগে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। এপ্রিলে প্রথম সপ্তাহেই দু'বার বঙ্গে প্রচারে মোদি। ৪ ও ৭ এপ্রিল বাংলায় নরেন্দ্র মোদির সভা।
৪ এপ্রিলে কোচবিহারে সভা প্রধানমন্ত্রীর। ৭ এপ্রিল জলপাইগুড়ি ও বালুরঘাটে সভা মোদির।
মহুয়ার উপর অত্যাচার হয়েছে, লোকসভা থেকে তাড়িয়ে দিয়েছে। বিজেপির বিরুদ্ধে কথা বলত বলে মহুয়ার উপর অত্যাচার করেছে। মহুয়ার বৃদ্ধ বাবা-মাকেও ছাড়েনি, ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছে: মমতা।
বিজেপি দাবি করছে ৪০০-র বেশি আসন পাবে, তাহলে কেন ইডি-সিবিআই? বাংলায় গোহারা হারবে বিজেপি: মমতা।
বিজেপি এখন বলছে লক্ষ্মীর ভাণ্ডারে ৩ হাজার টাকা দেবে। আগে ১০০ টাকা দিয়ে দেখাও। বিজেপি কারও জন্য কিছু করেনি। রোজ তৃণমূল নেতাদের বিরুদ্ধে সিবিআই, ইডি, আয়কর হানা হচ্ছে: মমতা।
বিজেপি এখন বলছে লক্ষ্মীর ভাণ্ডারে ৩ হাজার টাকা দেবে। আগে ১০০ টাকা দিয়ে দেখাও। বিজেপি কারও জন্য কিছু করেনি। রোজ তৃণমূল নেতাদের বিরুদ্ধে সিবিআই, ইডি, আয়কর হানা হচ্ছে: মমতা।
কল্যাণীতে এইমসের জমি আমরা দিয়েছি, আরও ৩০০ কোটি টাকা খরচ করেছি। ইন্ডিয়া জোট আমি তৈরি করেছি, নামটাও আমার দেওয়া।
ভোটের পরে আমি দেখে নেব: মমতা বন্দ্যোপাধ্যায়।
ভোটের আগে কীর্তনের আসরই হয়ে উঠল ব্যারাকপুরের বিজেপি ও তৃণমূল প্রার্থীর জনসংযোগের হাতিয়ার। গতকাল ঘণ্টাদুয়েকের ব্যবধানে আমডাঙার কামদেবপুরে একই কীর্তনের অনুষ্ঠানে যোগ দিলেন অর্জুন সিং ও পার্থ ভৌমিক। দু’জনেই ভক্তদের খাওয়ালেন খিচুড়ি ভোগ। কীর্তনের আসরেও পিছু ছাড়ল না রাজনীতি। কামদেবপুর হাটের এই মাঠ নিয়ে এলাকার ব্যবসায়ী ও স্থানীয় একটি ক্লাবের মধ্যে মতবিরোধ ছিল দীর্ঘদিনের। সেই বিবাদ মিটিয়ে কীর্তনের অনুষ্ঠান চালু করার পিছনে কৃতিত্ব দাবি করে বসলেন দুই প্রার্থীই।
পারিবারিক অশান্তির জেরে শাশুড়িকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন বউমা। অভিযুক্ত গৃহবধূকে গ্রেফতার করেছে মহেশতলা থানার পুলিশ। আজ সকালে ঘটনাটি ঘটেছে মহেশতলা পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে সপা রায়পুর এলাকায়। মৃতের নাম যমুনা নস্কর। স্থানীয় সূত্রে খবর, স৭৬ বছরের মা ও স্ত্রী ভারতীকে নিয়ে থাকতেন বেসরকারি সংস্থার কর্মী গোপাল নস্কর।
স্থানীয়দের দাবি, শাশুড়ির সঙ্গে বউমার মনোমালিন্য লেগেই থাকত।
রবিবার সকালে ভোটের প্রচারে বেরিয়ে সবজি বাজারে গেলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। বালুরঘাট শহরের জোড়া ব্রিজ এলাকায় পাইকারি সবজি বাজারে গিয়ে ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিলি করলেন। বিজেপি ও মোদিজির হাত শক্ত করার আবেদন জানালেন সুকান্ত।
এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়াকে কেন্দ্র করে মধ্যমগ্রামের দিগবেড়িয়ায় তৃণমূল ও সিপিএম সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধল।
গতকাল রাতের ঘটনা। তিন সিপিএম সমর্থককে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তাঁদের মধ্যে একজনের আঘাত গুরুতর হওয়ায়, বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়েছে।মধ্যমগ্রাম থানার পুলিশের দাবি, ঘটনার পিছনে কোনও রাজনীতি নেই। মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
রবিবার সকালে নেতাজিনগরে ভোটের প্রচারে নামলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। প্রার্থী নিজে ঘুরছেন হুডখোলা গাড়িতে। সঙ্গে বর্ণাঢ্য শোভাযাত্রায় রাজ্য সরকারি প্রকল্পের প্রচার করতে কেউ সেজেছেন রূপশ্রী, কেউ কন্যাশ্রী। সায়নীর সঙ্গে এদিন ভোটের প্রচারে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস ও স্থানীয় তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী।
বিজেপির নির্বাচনী ইস্তাহার কমিটিতে নেই বাংলার কোনও নেতা, অভিযোগ তুলে এক্স হ্যান্ডলে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পোস্টে লিখেছেন, বিজেপির নির্বাচনী ইস্তাহার কমিটিতে বাংলার কেউ নেই? অপূর্ব!
গত ১০ বছরে মোদির মন্ত্রিসভায় বাংলা থেকে কোনও পূর্ণমন্ত্রীও ছিল না। এই তো ওদের নিজেদের দলেই বাংলার প্রতি দৃষ্টিভঙ্গি!
এবার জানে ভোটে শোচনীয় ফল হবে। তাই এখন থেকেই বাংলা নিয়ে ভাবনাচিন্তা বাদ রেখেছে। বিজেপির নির্বাচনী ইস্তাহার নিয়ে এক্স হ্যান্ডলে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ।
গার্ডেনরিচে বহুতল-বিপর্যয়ে ১২ জনের প্রাণহানির পরেও ফেরেনি হুঁশ। এবার বিরাটির শরৎ কলোনিতে নির্মীয়মাণ বহুতলের একাংশ ভেঙে মৃত্যু হল পাশের বাড়ির বাসিন্দা এক মহিলার। মৃতের নাম কেয়া শর্মা চৌধুরী। সরু গলিতে কীভাবে পাঁচতলা বহুতল তৈরির ছাড়পত্র মিলল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মৃতের স্বামী। তাঁর অভিযোগ, বহুতল তৈরির শুরু হওয়ার সময় থেকেই একাধিক বেনিয়ম নজরে এসেছে। উত্তর দমদম পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহুয়া শীলের কাছে অভিযোগ জানিয়েও কাজ হয়নি। কাউন্সিলরের ওয়ার্ড অফিসের নাকের ডগায় কীভাবে বেনিয়ম, তা নিয়ে উঠছে প্রশ্ন। সবকিছু নিয়ম মেনেই হয়েছে বলে দাবি করেছেন তৃণমূল কাউন্সিলর।
গার্ডেনরিচ, বিরাটির পর এবার চেতলা। খোদ মেয়রের ওয়ার্ডে ভেঙে পড়ল পুরনো বাড়ির তিনতলার কার্নিস। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ি। আজ ভোর সাড়ে ৪টে নাগাদ কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ডের ১/৩A, পরমহংসদেব রোডে তিনতলা বাড়ির কার্নিস ভেঙে পড়ে ফুটপাতের ওপর। সেই সময় আশেপাশে লোকজন না থাকায়, বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
আগামী ৫ বছর রান্নার গ্যাস বিনামূল্য়ে দিলে, ৪২টা কেন্দ্রে প্রার্থী তুলে নেবে তৃণমূল! শনিবার মথুরাপুরের সভা থেকে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপির উদ্দেশে এই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। একই দিনে একাধিক প্রতিশ্রুতির কথা শোনা গেছে শুভেন্দু
অধিকারীর মুখেও। পাশাপাশি, ইডির বাজেয়াপ্ত করা টাকা রাজ্য়ের মানুষকে ফেরানোর প্রধানমন্ত্রীর ইঙ্গিতকেও কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।
প্রেক্ষাপট
ফের বহুতলে দুর্ঘটনা। বিরাটিতে কার্নিশ ভেঙে মহিলার মৃত্যু। এলাকায় উত্তেজনা। পিকনিক গার্ডেনে ভাঙল বেআইনি বহুতলের একাংশ। (Kolkata Local News)
বীরভূম ও ঝাড়গ্রামে প্রার্থী ঘোষণা বিজেপির (BJP Candidate List)। এখনও বাকি ডায়মন্ড হারবার, আসানসোল (Lok Sabha Elections 2024)। বীরভূমে পদ্ম প্রার্থী সদ্য প্রাক্তন আইপিএস দেবাশিস ধর। এবার এজেন্সির ডিরেক্টরদের প্রার্থী করুক বিজেপি বলে খোঁচা দিয়েছিলেন অভিষেক। (Abhishek Banerjee)
আজ কৃষ্ণনগর থেকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। দুপুরে ধুবুলিয়ায় সভা তৃণমূল নেত্রীর।
গণতন্ত্রের টুঁটি টিপে ধরা হচ্ছে। কেন্দ্রীয় এজেন্সি এখন বিজেপির সংগঠন। দেশে কোনও নিরপেক্ষ সংস্থা নেই। কমিশনেরও একই অবস্থা। আগে ভাবতাম নির্বাচন কমিশন নিরপেক্ষ, বিস্ফোরক মহুয়া মৈত্র।
১০০০ টাকার গ্যাস ফ্রি করুন, ৪২ আসনে প্রার্থী তুলে নেব, বিজেপিকে নতুন চ্যালেঞ্জ অভিষেকের।
ইডির ৩ হাজার কোটি টাকা ফিরলে একজন দেশবাসী পাবেন ২১ টাকা করে। প্রধানমন্ত্রীর আশ্বাসকে কটাক্ষ অভিষেকের। বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা, পাল্টা সুকান্ত।
সাংবাদিক বৈঠকে ওয়াশিং মেশিন হাজির করে বিজেপিকে আক্রমণ কংগ্রেস-তৃণমূলের। বিজেপি ওয়াশিং মেশিনে এসে পরিষ্কার হয়েই কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাস ফিরেছেন তৃণমূলে, কটাক্ষ শমীকের।
টিকিট না পেয়ে বিজেপির পথে অপরূপা? শ্রীরামপুরের বিজেপি প্রার্থীর দাবি ঘিরে জল্পনা তুঙ্গে। টাকা নেই, তাই হয়তো বাদ, মন্তব্য অপরূপার। আর্থিক অবস্থা ফ্যাক্টর নয়, পাল্টা দাবি কল্যাণের।
বরানগরে প্রচারে নামলেন সায়ন্তিকা। জিতবেন সজলই, দাবি তাপসের। টিকিট না পেয়ে ফের অভিমানী শান্তনু।
কলকাতা উত্তরের কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যের সমর্থনে বেলেঘাটায় প্রচারে ফ্রন্ট চেয়ারম্য়ান বিমান বসু। কোচবিহারে দু্'দলের জোটে অব্যাহত টানাপোড়েন।
এবার ইডির কব্জায় শেখ শাহজাহান। জেলে ম্যারাথন জেরার পর গ্রেফতার করে হেফাজতে নিল ইডি। তদন্তে করেননি সহযোগিতা, উত্তর দেননি কোনও প্রশ্নের, দাবি তদন্তকারী সংস্থার।
নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো লাইনের কাজে বাধা। রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ মেট্রো কর্তৃপক্ষের। সময়ে ওরাই শেষ করছে না কাজ, পাল্টা লালবাজার।
গার্ডেনরিচে বহুতল-বিপর্যয়ের পর পুর ইঞ্জিনিয়রদের দায়বদ্ধতা বাড়াতে কড়া পদক্ষেপ। বেআইনি বাড়ি সংক্রান্ত তথ্য অ্যাপের মাধ্যমে যাবে পুরসভায়, নজর কেএমসি-র।
২ মহিলা ফুটবলারকে যৌন হেনস্থার অভিযোগ। গ্রেফতার এআইএফএফ সদস্য ও হিমাচল ফুটবল সংস্থার সাধারণ সম্পাদক দীপক শর্মা। অভিযুক্তর শাস্তি চেয়ে এক্স হ্যান্ডলে সরব হয়েছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -