WB News Live Updates :পলাতক বেলডাঙার বিজেপি কাউন্সিলরের ছেলে, সঙ্গীর খোঁজে কোচবিহারে তল্লাশি

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 18 Sep 2022 11:51 PM
WB News Live: নন্দীগ্রামে সমবায় ভোটে ফলাফল ১-১

নন্দীগ্রামে সমবায় ভোটে ফলাফল ১-১। ভেকুটিয়া কৃষি সমবায় সমিতির নির্বাচনী জয়ী হল বিজেপি। এর আগে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে সমবায় সমিতির ভোটে জয়ী হয় তৃণমূল।  

West Bengal News Live :রতুয়ার হাই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচনে বাম-কংগ্রেস জোটের জয়

রতুয়ার হাই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচনে বাম-কংগ্রেস জোটের জয়। মালদার রতুয়ায় জিএসএ হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন, ৬টি আসনের মধ্যে ৬টি আসনই দখল করল বাম-কংগ্রেস জোট। সবকটি আসনেই হার তৃণমূল কংগ্রেস প্রার্থীদের

WB News Live:নিজাম প্যালেসেই হল পার্থ চট্টোপাধ্যায়ের মেডিক্যাল টেস্ট

নিজাম প্যালেসেই হল পার্থ চট্টোপাধ্যায়ের মেডিক্যাল টেস্ট। বাইরে থেকে চিকিৎসক এসে দেখে গেলেন তাঁকে। নিরাপত্তার কারণেই পার্থ চট্টোপাধ্যায়কে বাইরে বের করা হয়নি বলে CBI সূত্রে খবর। এদিকে রবিবার ৫৫৩ দিনে পড়ল SSC-র চাকরি প্রার্থী আন্দোলন।

West Bengal News Live : কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট চায় রাজ্য বিজেপি

কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট চায় রাজ্য বিজেপি। কেন্দ্রের কাছে আবেদন করুক কেন্দ্রীয় নেতৃত্ব, চাইছে বঙ্গ বিজেপি। কেন্দ্রীয় বাহিনীর জন্য প্রয়োজনে আদালতে যেতেও প্রস্তুত রাজ্য বিজেপি
পুজোর আগেই পঞ্চায়েত ভোটের প্রস্তুতিতে নজর বিজেপির। 

WB News Live:মার, পাল্টা মারের অভিযোগ। ফের তেতে উঠল নিহত আনিস খানের গ্রাম

মার, পাল্টা মারের অভিযোগ। ফের তেতে উঠল নিহত আনিস খানের গ্রাম। 

West Bengal News Live : তৃণমূল সরকারের সেরা ক্রীড়ামন্ত্রী মদন মিত্র! মন্তব্য হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের

তৃণমূল সরকারের সেরা ক্রীড়ামন্ত্রী মদন মিত্র! মন্ত্রিসভায় তাঁর জায়গা না পাওয়াটাই অবাক করার মতো বিষয়! হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। তৃণমূল বিষয়টিকে ব্যক্তিগত অভিমত বলে আখ্যা দিয়েছে। কিন্তু, বিরোধীদের গলায় তা নিয়ে কটাক্ষের সুর।

WB News Live: বহুতলের ছাদ থেকে বোমা ছোড়া হয়েছিল, আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা 

টিটাগড় সাউথ স্টেশন রোডে ফ্রি ইন্ডিয়া হাইস্কুল লাগোয়া বহুতলের ছাদ থেকে ছোড়া হয়েছিল বোমা। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। 

West Bengal News Live :কয়েকজন ছাত্রের সঙ্গে ব্যক্তিগত শত্রুতায় বোমাবাজি, টিটাগড়ে প্রাথমিক তদন্তে ধারণা পুলিশের

টিটাগড়ে স্কুলে বোমাবাজি, গ্রেফতার ৪। স্কুলেরই কয়েকজন ছাত্রের সঙ্গে ব্যক্তিগত শত্রুতায় বোমাবাজি, ব্যক্তিগত আক্রোশ থেকেই বোমা ছোড়া হয় স্কুলে।প্রাথমিক তদন্তের পর দাবি ব্যারাকপুর পুলিশের 

WB News Live:থানা ঘেরাও করে সিউড়িতে ধুন্ধুমার বিজেপির

নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগ। থানা ঘেরাও করে সিউড়িতে ধুন্ধুমার বিজেপির। পুলিশের সঙ্গে বিজেপি নেতা-কর্মীদের ধস্তাধস্তি।

West Bengal News Live :মালদার রতুয়ায় হাই মাদ্রাসার নির্বাচন ঘিরে ধুন্ধুমার

মালদার রতুয়ায় হাই মাদ্রাসার নির্বাচন ঘিরে ধুন্ধুমার। তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ কংগ্রেসের, পুলিশকে ঘিরে বিক্ষোভ, ইটবৃষ্টি কংগ্রেস কর্মীদের। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।

WB News Live: নন্দীগ্রামে ভেকুটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ধুন্ধুমার

নন্দীগ্রামে ভেকুটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ধুন্ধুমার। তৃণমূলের ভেকুটিয়া ১ নম্বর অঞ্চল সভাপতিকে মার। তৃণমূলের অঞ্চল সভাপতিকে মার বিজেপির মহিলা সমর্থকদের। বাঁশ-লাঠি নিয়ে বাইক ভাঙচুর বিজেপির মহিলা সমর্থকদের

West Bengal News Live :নবান্ন অভিযানে পুলিশের গাড়িতে আগুন, এবার কোচবিহারে কলকাতা পুলিশ

নবান্ন অভিযানে পুলিশের গাড়িতে আগুন, এবার কোচবিহারে কলকাতা পুলিশ। পলাতক বেলডাঙার বিজেপি কাউন্সিলরের ছেলে, সঙ্গীর খোঁজে কোচবিহারে তল্লাশি। রনি ওরফে শুভজিত্‍ ঘোষের সঙ্গী পুটুর খোঁজে কোচবিহারে লালবাজারের গোয়েন্দারা। রনির বন্ধু পুটুও সক্রিয় বিজেপি কর্মী, দাবি কলকাতা পুলিশের

WB News Live: এবার মদন মিত্রর মুখে বোমা-হুমকি! নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ মদন মিত্রর

এবার মদন মিত্রর মুখে বোমা-হুমকি! নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ মদন মিত্রর। ‘যারা বলছেন ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেলস, যারা তাণ্ডব করছেন, গুন্ডামি করছেন, দলের নির্দেশ দিলে ঘটি-বাটি মুড়িয়ে অন্য জায়গায় পাঠিয়ে দেব‘, মন্তব্য কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর।

West Bengal News Live :মালদার রতুয়ায় হাই মাদ্রাসার নির্বাচন ঘিরে ধুন্ধুমার

মালদার রতুয়ায় হাই মাদ্রাসার নির্বাচন ঘিরে ধুন্ধুমার। তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ কংগ্রেসের। পুলিশকে ঘিরে বিক্ষোভ, ইটবৃষ্টি কংগ্রেস কর্মীদের। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী

WB News Live: নন্দীগ্রামে ভেকুটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বিজেপির দখলে

নন্দীগ্রামে ভেকুটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বিজেপির দখলে। ১২টি আসনের মধ্যে ১১টিতেই জয়ী বিজেপি, তৃণমূলের ঝুলিতে মাত্র একটি আসন।

West Bengal News Live : নবান্ন অভিযানে আহত বিজেপি কর্মীদের দেখতে এসে বিস্ফোরক অভিযোগ আশা লাকড়ার

নবান্ন অভিযানে আহত বিজেপি কর্মীদের দেখতে এসে বিস্ফোরক অভিযোগ আশা লাকড়ার। ‘পুলিশের গাড়ি জ্বালিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা, পাথর ছুড়েছে তৃণমূলের দুষ্কৃতীরা। বিজেপি কর্মীরা গাড়িও জ্বালায়নি, পাথরও ছোড়েনি’, অভিযোগ বাংলায় বিজেপির সহ-পর্যবেক্ষক আশা লাকড়ার।

WB News Live: বহরমপুরে যুবক খুনের অভিযোগে গ্রেফতার বন্ধু

বহরমপুরে যুবক খুনের অভিযোগে গ্রেফতার বন্ধু। হদিশ মেলেনি যুবকের কাছে থাকা ৫০ হাজার টাকা ও মোবাইল ফোনের, অভিযোগ মৃতের পরিবারের। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয়রা। গতকাল ভাকুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চুমড়িগাছা গ্রামে বাড়ির কাছেই বছর ২৬-এর মইনুল শেখের মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, বিকেলে ওই যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে যান কয়েকজন বন্ধু। এরপর সন্ধেয় তাঁর মৃতদেহ উদ্ধার হয়। খুনের অভিযোগে সাগরপাড়া থানা এলাকা থেকে মূল অভিযুক্ত হাসিবুর শেখকে গ্রেফতার করেছে পুলিশ। টাকা ও মোবাইল ফোনের জন্য খুন কি না, খতিয়ে দেখা হচ্ছে।

West Bengal News Live : চাঁচলে হাই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনা

মালদার চাঁচলে হাই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনা। বুথের ১০০ মিটারের মধ্যে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে জমায়েতের অভিযোগ। সরাতে গেলে পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি। চাঁচলের নয়াতুলি মহানন্দাপুর হাই মাদ্রাসার পরিচালন সমিতির ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশাল পুলিশ বাহিনী। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

WB News Live: সমবায় সমিতির নির্বাচন বহিরাগতদের আনার অভিযোগ, উত্তেজনা নন্দীগ্রামে

নন্দীগ্রামের সমবায় সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনা। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা। আজ নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন। ৬টি আসনে লড়াই করছে বিজেপি ও তৃণমূল। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে বহিরাগতদের আনার অভিযোগ তোলে। এই নিয়ে উত্তেজনা ছড়ায়। পরে নন্দীগ্রাম থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

West Bengal News Live : শুভেন্দুর পর এবার সুকান্ত , টিটাগড়ে স্কুলে বোমাবাজির ঘটনায় এনআইএ তদন্ত দাবি

শুভেন্দুর পর এবার সুকান্ত মজুমদার। টিটাগড়ে স্কুলে বোমাবাজির ঘটনায় এনআইএ তদন্ত দাবি। ‘রাজ্যে বোমা-বন্দুক কুটিরশিল্পে পরিণত হয়েছে’। ‘বাংলায় স্কুলেও বোমাবাজি হচ্ছে, ‘মুখ্যমন্ত্রীর এগিয়ে বাংলা স্লোগান অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে’।
তৃণমূলকে নিশানা করে মন্তব্য সুকান্ত মজুমদারের

WB News Live: মীনাদেবী পুরোহিতের বাড়িতে গেলেন বঙ্গ বিজেপির পর্যবেক্ষক সুনীল বনসল

কলকাতায় এসে নবান্ন অভিযানে আহত বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিতের বাড়িতে গেলেন বঙ্গ বিজেপির পর্যবেক্ষক সুনীল বনসল। সঙ্গে ছিলেন বিজেপি নেতা কল্যাণ চৌবে। এদিন প্রথমে কলেজ স্ট্রিটের কাছে কেশবচন্দ্র সেন স্ট্রিটে বিজেপি কর্মী সুবোধ দাসের বাড়িতে যান সুনীল বনসল।এরপর একে একে বেলেঘাটায় রীতা রজক, শ্যামবাজারে ঈশ্বরদয়াল সাউ, কাশীপুরে সন্দীপ প্রজাপতি, টালায় গীতা সাহা ও মানিকতলায় শিবাজি সিংহ রায়ের বাড়িতে গিয়ে দেখা করেন বঙ্গ বিজেপির পর্যবেক্ষক সুনীল বনসল। নবান্ন অভিযানে আহত বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলে কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দেওয়া হবে, জানিয়েছেন কেন্দ্রীয় নেতা।

West Bengal News Live : নবান্ন অভিযানে আহত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করলেন আশা লাকড়া ও অগ্নিমিত্রা পাল

নবান্ন অভিযানে আহত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করলেন রাজ্য বিজেপির সহ পর্যবেক্ষক আশা লাকড়া ও রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল। নিউটাউন ও রাজারহাটে একাধিক বিজেপি কর্মীর বাড়িতে যান দুই বিজেপি নেত্রী।

WB News Live: পাণ্ডবেশ্বরের ছোড়া গ্রামে তৃণমূল নেতার রহস্যমৃত্যু

পাণ্ডবেশ্বরের ছোড়া গ্রামে তৃণমূল নেতার রহস্যমৃত্যু। বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত মৃতদেহ। মৃত নদিয়া ধীবর পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ছিলেন। স্থানীয় সূত্রে খবর, আজ সকালে বাড়ির নীচে নিজের অফিসে কিছুক্ষণের জন্য গিয়েছিলেন তৃণমূল নেতা। এরপর ফিরে এসে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। সকাল সাড়ে ৭টা নাগাদ ঘর থেকেই উদ্ধার হয় ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে খবর, মেলেনি সুইসাইড নোট। খবর পেয়ে তৃণমূল নেতার বাড়িতে যান পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। পারিবারিক কারণ, না কি অন্য কোনও কারণে মৃত্যু, খতিয়ে দেখছে অন্ডাল থানার পুলিশ।

West Bengal News Live : মদন মিত্রকে নিয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যই প্রমাণ করে তৃণমূলের শেষের শুরু, কটাক্ষ শমীকের

মদন মিত্রকে নিয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যই প্রমাণ করে তৃণমূলের শেষের শুরু, কটাক্ষ শমীক ভট্টাচার্যর।

WB News Live: মহেশতলায় বামেদের পথসভাকে কেন্দ্র করে থানার সামনে বিক্ষোভ

বেহাল রাস্তার প্রতিবাদে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় বামেদের পথসভাকে কেন্দ্র করে থানার সামনে বিক্ষোভ। সভা শুরুর আগেই বাম কর্মী, সমর্থকদের আটক করে পুলিশ। জামার কলার ধরে, টেনে-হিঁচড়ে নিয়ে মহেশতলা থানায় যাওয়া হয় বাম কর্মীদের। বজবজ ট্রাঙ্ক রোডের বেহাল দশা। রাস্তা সারানোর দাবিতে আজ বাটা মোড় ও চকমির এলাকায় দুটি পথসভার আয়োজন করে সিপিএম। সভা শুরুর আগেই পুলিশ বাম কর্মী, সমর্থকদের আটক করায় উত্তেজনা ছড়ায়। প্রতিবাদে মহেশতলা থানার সামনে বামেদের বিক্ষোভ শুরু হয়।

West Bengal News Live : নবান্ন অভিযানে আহত বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ বঙ্গ বিজেপির নতুন পর্যবেক্ষক সুনীল বনশলের

কলকাতায় এসে নবান্ন অভিযানে আহত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করলেন বঙ্গ বিজেপির নতুন পর্যবেক্ষক সুনীল বনশল। এদিন প্রথমে কলেজ স্ট্রিটের কাছে কেশবচন্দ্র সেন স্ট্রিটে বিজেপি কর্মী সুবোধ দাসের বাড়িতে যান বিজেপির কেন্দ্রীয় নেতা। হাত ভাঙা বিজেপি কর্মীর পাশে থাকার আশ্বাস দেন তিনি। সঙ্গে ছিলেন বিজেপি নেতা কল্যাণ চৌবে। পরে বেলেঘাটায় আহত বিজেপি কর্মী রীতা রজকের বাড়িতে যান তিনি। কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দেওয়া হবে বলে জানিয়েছেন বঙ্গ বিজেপির নতুন পর্যবেক্ষক।

WB News Live: "অপরাধীরাই টিটাগড়ের রাজনীতির নিয়ন্ত্রণ করছে", সরব দিলীপ

"অপরাধীরাই টিটাগড়ের রাজনীতির নিয়ন্ত্রণ করছে। বেকারদের হাতে বোমা-বন্দুক তুলে দেওয়া হচ্ছে। কোন ভরসায় সন্তানদের স্কুলে পাঠাবেন অভিভাবকরা ?" প্রশ্ন তুলেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

West Bengal News Live : টিটাগড়ের স্কুলে বোমাবাজির ঘটনায় গ্রেফতার ৪

টিটাগড়ে সন্ত্রাসের শিকার স্কুলও! টিটাগড়ে ক্লাস চলাকালীন স্কুলে বোমা। স্কুলে বোমাবাজির ঘটনায় গ্রেফতার ৪। ধৃতদের মধ্যে একজন স্কুলেরই প্রাক্তন ছাত্র, দাবি পুলিশের। নিজের স্কুলে কেন বোমাবাজি করল প্রাক্তন ছাত্র ? তদন্তে পুলিশ। নমুনা সংগ্রহ করবে ফরেন্সিক টিম, জানিয়েছেন সিপি।

WB News Live: "চারটে বোমা মারলে সব ফাঁকা হয়ে যাবে", বিজেপিকে হুঁশিয়ারি মদনের

এবার মদন মিত্রর মুখে বোমা-হুমকি ! নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ মদন মিত্রর। ‘যারা বলছেন ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেলস’। ‘যারা তাণ্ডব করছেন, গুন্ডামি করছেন’। ‘দল নির্দেশ দিলে ঘটি-বাটি মুড়িয়ে অন্য জায়গায় পাঠিয়ে দেব’। ‘কিন্তু দল বলেছে তাণ্ডব নয়, প্রেম চাই’। ‘গুন্ডামি তো করাই যায়’। ‘এখনই একটা ছেলেকে দিয়ে চারটে বোমা মারলে সব ফাঁকা হয়ে যাবে’। ‘কিন্তু তাতে কৃতিত্ব কিছু নেই’। মন্তব্য কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর।

West Bengal News Live : "মদন মিত্র মন্ত্রিসভায় নেই দেখে অবাক হয়ে যাচ্ছি", মমতার মন্ত্রিসভা নিয়ে প্রশ্ন প্রসূনের

এবার তৃণমূলের অন্দরে ক্ষোভের সুর প্রসূন বন্দ্যোপাধ্যায়ের গলায়। মদন মিত্রর প্রশংসা করতে গিয়ে বেলাগাম তৃণমূল সাংসদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা নিয়ে প্রশ্ন তুললেন প্রসূন। ‘মদন মিত্র মন্ত্রিসভায় নেই দেখে অবাক হয়ে যাচ্ছি’। ‘তৃণমূল জমানায় সেরা ক্রীড়ামন্ত্রী মদন মিত্র’। ‘আর কাউকে ক্রীড়ামন্ত্রী হিসেবে মানি না’। ‘কেউ রাগ করলে আমার কিছু যায় আসে না’। মদন মিত্রকে পাশে নিয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ভাইরাল।

WB News Live: এবার দুর্নীতি ইস্যুতে সরব রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়

এবার দুর্নীতি ইস্যুতে সরব রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। বিধাননগর পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়রের নিশানায় প্রাক্তন মেয়র পারিষদ। দুজনের মধ্যে তুঙ্গে উঠেছে কথার লড়াই।

West Bengal News Live : টিটাগড়ের স্কুলে বোমাবাজির পর এখনও অধরা দুষ্কৃতীরা

টিটাগড়ে সন্ত্রাসের শিকার স্কুলও! টিটাগড়ে ক্লাস চলাকালীন স্কুলে বোমা। স্কুলে বোমাবাজির পর এখনও অধরা দুষ্কৃতীরা। এনআইএ তদন্ত দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সোমবার চিঠি দিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, জানালেন বিরোধী দলনেতা।
নিজেকে নিয়েই ব্যস্ত থাকেন, পাল্টা কুণাল ঘোষ।

WB News Live: ১০০ দিনের প্রকল্পে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ তৃণমূলের প্রধান ও উপ প্রধানের বিরুদ্ধে

১০০ দিনের প্রকল্পে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ উঠল তৃণমূলের প্রধান ও উপ প্রধানের বিরুদ্ধে। জেলাশাসকের লিখিত অভিযোগ দায়ের করলেন গ্রামবাসীদের একাংশ। হুমকি দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধেও। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রধানের স্বামী। ফোন ধরেননি হুমকি দেওয়ায় অভিযুক্ত তৃণমূল নেতা ।

West Bengal News Live : পুজোর মুখে বেশ কিছু রুটে মোট ১০০টি সরকারি বাস নামাচ্ছে পরিবহণ দফতর

পুজোর মুখে কলকাতা-সহ রাজ্যের বেশ কিছু রুটে এসি-নন এসি মিলিয়ে মোট ১০০টি সরকারি বাস নামাচ্ছে পরিবহণ দফতর। পুজোর পর আরও ১২০টি বাস রাস্তায় নামানোর পরিকল্পনা চলছে। তবে সেগুলি চালানো হবে PPP মডেলে। পাশাপাশি, বেসরকারি বাসের ক্ষেত্রে ভাড়া নিয়ন্ত্রণ ও নজরদারিতেও এবার কড়া পদক্ষেপ করতে চলেছে পরিবহণ দফতর।

WB News Live: কলকাতায় সুনীল বনসল, আজ মেডিক্যালে দেখতে যাবেন আহত বিজেপি কর্মীদের

কলকাতায় এলেন বঙ্গ বিজেপির ভারপ্রাপ্ত সুনীল বনসল। আজ দেখতে যাবেন কলকাতা মেডিক্যাল কলেজে আহত বিজেপি কর্মীদের। আইসিসিআরএ দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক।

West Bengal News Live : পুলিশের বিরুদ্ধে জবরদখলের অভিযোগ তুলে থানায় চড়াও তৃণমূল বিধায়ক

পুলিশের বিরুদ্ধে জবরদখলের অভিযোগ তুলে থানায় চড়াও হলেন তৃণমূল বিধায়ক। মুর্শিদাবাদের ভরতপুর থানায় ধুন্ধুমার কাণ্ড। ওসিকে অপসারণের দাবিতে চেয়ার পেতে অবস্থানে বসলেন বিধায়ক হুমায়ুন কবীর। জবরদখলের অভিযোগ অস্বীকার পুলিশের। 

প্রেক্ষাপট

এক নজরে আজকের শিরোনাম ( Headlines ) :



  • খোদ পুলিশের বিরুদ্ধেই জবরদখলের অভিযোগ, ভরতপুর (Bharatpur) থানায় ঘেরাও তৃণমূল বিধায়কের (TMC MLA)। অভিযোগ খারিজ পুলিশের।

  • মেডিক্যালে ভর্তি বিজেপি কর্মীরা। দেখতে এসে তৃণমূলকে বিজেপির (BJP) অনুসন্ধান টিমের হুঙ্কার।

  • আহত বিজেপি কর্মীদের দেখতে এসে ২৪-র ভোটে জবাবের চ্যালেঞ্জ বিজেপির। পাল্টা চ্যালেঞ্জ তৃণমূলের (TMC)।

  • কলকাতায় এলেন বঙ্গ বিজেপির ভারপ্রাপ্ত নেতা সুনীল বনসল। মেডিক্যালে দেখতে যাবেন আহত বিজেপি কর্মীদের। তারপরেই নেতৃত্বের সঙ্গে বৈঠক। 

  • বিজেপির হাতিয়ার অভিষেকের বুলেট-মন্তব্য। বাংলার মাথায় দুর্নীতির কলঙ্ক বলে আক্রমণ। কীভাবে তাণ্ডব, দেখেছে দেশ, পাল্টা খোঁচা তৃণমূলের। 

  • বিজেপির নবান্ন অভিযানে পুলিশের গাড়িতে আগুন, বিজেপি কাউন্সিলরের ছেলের খোঁজে মুর্শিদাবাদে পুলিশ। ফিরতে হল খালি হাতে। 

  • পেট্রোল দিয়ে গাড়িতে আগুন লাগিয়েছিল বেলডাঙার শুভজিৎ-ই, দাবি পুলিশের। ছবিতে থাকা যুবক আমার ছেলেই নয়, পাল্টা দাবি বিজেপি নেত্রীর।

  • বিজেপির নবান্ন অভিযানে আক্রান্ত এসিপি, দত্তপুকুর থেকে গ্রেফতার আরও ৩। খুনের চেষ্টার মামলা। আহত অফিসারকে দেখতে গেলেন সিপি।

  • বিজেপি কর্মীদের উপর পুলিশি হামলার অভিযোগ। আজই নাড্ডাকে কেন্দ্রীয় দলের রিপোর্ট। পরিকল্পিত সন্ত্রাস চালিয়েছে বিজেপিই, পাল্টা তৃণমূল।

  • কলকাতায় এলেন বঙ্গ বিজেপির ভারপ্রাপ্ত সুনীল বনসল। আজ দেখতে যাবেন কলকাতা মেডিক্যাল কলেজে আহত বিজেপি কর্মীদের। আইসিসিআরএ দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক।

  • এবার দুর্নীতি ইস্যুতে সরব রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। বিধাননগর পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়রের নিশানায় প্রাক্তন মেয়র পারিষদ। দুজনের মধ্যে তুঙ্গে উঠেছে কথার লড়াই।


 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.