WB News Live Updates : পুজোর আগে কলকাতার রাস্তা পরিদর্শনে ফিরহাদ হাকিম

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 19 Sep 2022 11:51 PM
WB News Live : যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

নবদ্বীপের চরব্রক্ষ্মনগরে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। তার পরিবারের অভিযোগ, রবিবার ওই যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে স্থানীয় তৃণমূল কর্মী সহ ৪ জন। সেই অপমানেই আত্মঘাতী হয়েছে বলে দাবি পরিবারের।গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত স্থানীয় তৃণমূল কর্মীকে

WB News Live :মশলা কারখানায় জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানা

ভেজাল ভোজ্য হলুদ সহ মশলার কারখানায় জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানা, চালের গুঁড়োর সাথে রং মিশিয়ে হলুদ তৈরির অভিযোগ। নদিয়ার কল্যাণী থানার সগুনা উত্তর পাড়া এলাকায় একটি ভোজ্য মশলা তৈরির কারখানায় জেলা ইবির হানা। 

WB News Live : পুজোর আগে কলকাতার রাস্তা পরিদর্শনে ফিরহাদ হাকিম

কলকাতার কোন রাস্তার কেমন দশা? পুজোর আগে সরেজমিনে পরিদর্শনে বেরোলেন মেয়র ফিরহাদ হাকিম। পুরসভাকে ১৪৯টি খারাপ রাস্তায় তালিকা দিয়েছিল কলকাতা পুলিশ। ২০ সেপ্টেম্বরের মধ্যে সেইসব রাস্তা মেরামতির ডেডলাইন বেঁধে দেন মেয়র। সেই কাজ কতদূর এগোল, এদিন পুরসভা ও কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে নিয়ে খতিয়ে দেখেন ফিরহাদ হাকিম। সেন্ট্রাল অ্যাভিনিউ, শ্যামবাজার-সহ উত্তর কলকাতার একাধিক রাস্তা পরিদর্শন করেন তিনি।

WB News Live : যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর, বাড়ি ফিরে আত্মঘাতী যুবক

নবদ্বীপের চরব্রক্ষ্মনগরে যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মারধর। বাড়ি ফিরে লজ্জায় আত্মঘাতী অমিত দেবনাথ। পরিবারের অভিযোগ, গতকাল অমিতকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মারধর করে স্থানীয় তৃণমূল নেতা। তার পরিবারের লোককে ভুলবশত মিসকল দেওয়ায় মারধর করা হয় অমিতকে, দাবি স্থানীয়দের।

WB News Live : ভাটপাড়ার ২০ নম্বর ওয়ার্ডের বেআইনি পুকুর ভরাটের কাজ

আইনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রকাশ্যে ভাটপাড়ার ২০ নম্বর ওয়ার্ডের নতুন পাড়ায় জোরকদমে চলছে পুকুর ভরাটের কাজ। উদাসীন পুর কর্তৃপক্ষ।

WB News Live : সোচ্চার মমতা বন্দ্যোপাধ্যায়

‘আমরা ক্রীতদাস সরকার নই। শুধু দেখে নেওয়ার হুমকি দেন। আপনার সরকার ডুবু ডুবু হচ্ছে, আপনারা থাকবেন না। সোচ্চার মমতা বন্দ্যোপাধ্যায়।

WB News Live : সোচ্চার মমতা বন্দ্যোপাধ্যায়

‘আমরা ক্রীতদাস সরকার নই। শুধু দেখে নেওয়ার হুমকি দেন। আপনার সরকার ডুবু ডুবু হচ্ছে, আপনারা থাকবেন না। সোচ্চার মমতা বন্দ্যোপাধ্যায়।

WB News Update : মাওবাদী শীর্ষ নেতাকে গ্রেফতার করল NIA-র গুয়াহাটি শাখার গোয়েন্দারা

উত্তর ২৪ পরগনায় কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে মাওবাদী শীর্ষ নেতাকে গ্রেফতার করল NIA-র গুয়াহাটি শাখার গোয়েন্দারা। ধৃত সম্রাট চক্রবর্তী মাওবাদীদের রাজ্য কমিটির নেতা বলে অভিযোগ। রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতার।

WB News Live : ইডি-সিবিআইয়ের অতি সক্রিয়তার অভিযোগে প্রস্তাব পাস বিধানসভায়

ইডি-সিবিআইয়ের অতি সক্রিয়তার অভিযোগে বিধানসভায় প্রস্তাব। প্রস্তাব পাস বিধানসভায়। ১৮৯ - ৬৪ ভোটে প্রস্তাব পাস। প্রস্তাবের পক্ষে ভোট ১৮৯ জন বিধায়কের। প্রস্তাবের বিপক্ষে ভোট ৬৪ জন বিধায়কের।

WB News Update : বিধানসভায় কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

কে বলেছে সিবিআই তোতা পাখি, সিবিআই সাকসেস রেট খুব লো। কিছু করতে পারবে না, ওরা কাজ শিখে কাজ করতে আসুক। আমরা চাই সিবিআই নিরপেক্ষভাবে কাজ করুক’, বিধানসভায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

WB News Live : উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য গ্রেফতার

নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের হাতে গ্রেফতার SSC-র প্রাক্তন চেয়ারম্যান ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিন্হা, অশোক সাহার পরে এবার গ্রেফতার SSC-র আরেক প্রাক্তন কর্তা। নিয়োগ দুর্নীতির তদন্তে এর আগে ২৪ ও ২৫ অগাস্ট সুবীরেশ ভট্টাচার্যর বাঁশদ্রোণীর বাড়ি, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে তল্লাশি চালায় সিবিআই।

WB News Update : পুজোর আগে ফের বৃষ্টির ভ্রুকূটি

 পুজোর আগে ফের বৃষ্টির ভ্রুকূটি। ঘূর্ণাবর্তের জেরে তৈরি হচ্ছে নিম্নচাপ। কাল থেকে আবহাওয়ার বদল, বাড়বে বৃষ্টি। মৎস্যজীবীদের সতর্কবার্তা। 

WB News Live : ইডি-সিবিআইয়ের অতি সক্রিয়তার অভিযোগে বিধানসভায় প্রস্তাব

ইডি-সিবিআইয়ের অতি সক্রিয়তার অভিযোগে বিধানসভায় প্রস্তাব । সরকারি প্রতিনিধিদের হয়রানির অভিযোগে প্রস্তাব আনল সরকার । ‘বিজেপি বিরোধী রাজ্যকে সমস্যায় ফেলতেই অতি সক্রিয়তা, বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে কেন নীরব?' প্রশ্ন তুলে প্রস্তাব

Howrah Live Update : মুখ্যমন্ত্রীর সভা থেকে পাওয়া নিয়োগপত্র নিয়ে ফের বিভ্রান্তি

হুগলির পর পশ্চিম মেদিনীপুর। মুখ্যমন্ত্রীর সভা থেকে পাওয়া নিয়োগপত্র নিয়ে ফের বিভ্রান্তি। পিংলার বাসিন্দা কুশল দে-র দাবি, ১৫ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর সভা থেকে গুজরাতের সানন্দে টাটা মোটর্সে অন জব ট্রেনিংয়ের নিয়োগপত্র পান। নিয়োগপত্র পেয়ে দেখেন, ওই দিনই সংস্থায় যোগ দিয়ে রিপোর্টিং করতে বলা হয়েছে। অভিযোগ, নিয়োগপত্রে কার সঙ্গে যোগাযোগ করতে হবে, তাঁর নাম, নম্বরের জায়গা ফাঁকা ছিল। হতাশ চাকরিপ্রার্থী। এ নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চান তিনি।খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, আশ্বাস জেলা প্রশাসনের। নিয়োগ দুর্নীতি ধামাচাপা দিতে রাজনৈতিক গিমিক, তাই নিয়োগপত্র বিলি, কটাক্ষ বিজেপির। নিয়োগপত্রে ছাপার ভুল, সাফাই তৃণমূল নেতৃত্বের। 

WB News Live : ‘যেভাবে শুভেন্দুর আক্রমণ, এটা বাংলার সংস্কৃতি নয়', সাংবাদিক বৈঠক করে বলল তৃণমূল

অভিষেককে আক্রমণ শুভেন্দুর, পাল্টা জবাব তৃণমূলের। রাজনীতির ময়দানে কেন ব্যক্তিগত আক্রমণ? প্রশ্ন তৃণমূলের। ‘যেভাবে শুভেন্দুর আক্রমণ, এটা বাংলার সংস্কৃতি নয়। রাজনীতির নামে ব্যক্তিগত আক্রমণ করছেন শুভেন্দু অধিকারী’, মত তৃণমূলের। 

Howrah Live Update : হাওড়ার দোকানে ভয়াবহ আগুন ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন

হাওড়া ময়দানের কাছে চামড়ার ব্যাগের দোকানে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন। 

SSC Live News : তদন্ত শুরুর ৫৮ দিনের মাথায় শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় চার্জশিট দিতে চলেছে ED

শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় চার্জশিট দিতে চলেছে ইডি । তদন্ত শুরুর ৫৮ দিনের মাথায় চার্জশিট দিতে চলেছে ইডি, খবর সূত্রের। ইডির চার্জশিটে নাম থাকছে পার্থ, অর্পিতা-সহ কয়েকজনের ।

WB News Live : ইডি-সিবিআইয়ের অতি সক্রিয়তা নিয়ে বিধানসভায় প্রস্তাব আনছে রাজ্য

ইডি-সিবিআইয়ের অতি সক্রিয়তা নিয়ে বিধানসভায় প্রস্তাব আনছে রাজ্য। গণতন্ত্রকে হত্যার চেষ্টা, বিরোধিতা করবে বিজেপি, প্রতিক্রিয়া দিলীপের।

SSC Scam Live : নিয়োগ-দুর্নীতি মামলা দফতরের কোর্টে বল ঠেললেন পার্থ

নিয়োগ-দুর্নীতি মামলা দফতরের কোর্টে বল ঠেললেন পার্থ। ফাইল আসত, সই করতাম, আধিকারিকদের ভরসা করেছিলাম, সিবিআই জেরায় বিস্ফোরক দাবি প্রাক্তন শিক্ষামন্ত্রীর।

SSC Scam Live : নিয়োগ-দুর্নীতি মামলা দফতরের কোর্টে বল ঠেললেন পার্থ

নিয়োগ-দুর্নীতি মামলা দফতরের কোর্টে বল ঠেললেন পার্থ। ফাইল আসত, সই করতাম, আধিকারিকদের ভরসা করেছিলাম, সিবিআই জেরায় বিস্ফোরক দাবি প্রাক্তন শিক্ষামন্ত্রীর।

Cow Smuggling Case Live : কত সম্পত্তি কিনেছেন সায়গল হোসেন? এবার তাঁর স্ত্রীকে ডাকল ED

নামে-বেনামে কত সম্পত্তি কিনেছেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন? সায়গলের গ্রেফতারির পরেই তাঁর স্ত্রী ও মায়ের নামে থাকা বেশ কিছু সম্পত্তির হাতবদল হচ্ছে। এই দাবি করে এবার সায়গল হোসেনের স্ত্রী ও মাকে তলব করল ইডি। সূত্রের খবর, চলতি সপ্তাহেই দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ আশ্বিনের কৃষ্ণা নবমী, ট্যাংরার শীল লেনের দাস বাড়িতে বোধনের কল্পারম্ভ

আজ আশ্বিনের কৃষ্ণা নবমী, ট্যাংরার শীল লেনের দাস বাড়িতে বোধনের কল্পারম্ভ 

WB News Live : পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানাল বিজেপির বঙ্গ ব্রিগেড

বঙ্গ বিজেপির পাখির চোখ আগামী বছরের পঞ্চায়েত নির্বাচন। একদিকে, আইসিসিআর-এ কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানাল বিজেপির বঙ্গ ব্রিগেড। অন্যদিকে, একইদিনে তৃণমূলের জোড়া বিপর্যয়। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের ভেকুটিয়া সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলকে উড়িয়ে ১১-১ ভোটে জয় পেল গেরুয়া শিবির। পাশাপাশি, মালদার রতুয়ায় হাই মাদ্রাসা পরিচালন সমিতি হাতছাড়া হল তৃণমূলের। জিতল বাম-কংগ্রেস জোট।

WB News Live : টিটাগড়ে স্কুলে বোমাবাজির ঘটনায় গ্রেফতার ৪

টিটাগড়ে স্কুলে বোমাবাজির ঘটনায় গ্রেফতার ৪। ধৃতদের ৩জন ওই স্কুলেরই প্রাক্তন ছাত্র, দাবি পুলিশের। বর্তমান পড়ুয়াদের সঙ্গে প্রাক্তনীদের বিবাদের জেরেই বোমাবাজি, দাবি সিপির। ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

WB News Live : টিটাগড় বিস্ফোরণকাণ্ডে, NIA তদন্তের দাবি করেছে বিজেপি

টিটাগড় বিস্ফোরণকাণ্ডে, NIA তদন্তের দাবি করেছে বিজেপি। এরইমধ্যে, পুলিশের ভূমিকা নিয়ে সরব অর্জুন সিং। তিনি বলেন, পুলিশ এখনও ফোন নির্ভর। পুলিশকে এলাকার বাসিন্দাদের সঙ্গে সমন্বয় করতে হবে। ফোন তো লাগবেই, অর্জুনের বক্তব্যের প্রেক্ষিকে পাল্টা মন্তব্য মদন মিত্রের।

BJP News Live : আগুন লাগানোর ঘটনায়, আরেক অভিযুক্তের খোঁজে কোচবিহারে গেল কলকাতা পুলিশ

নবান্ন অভিযানে পুলিশের গাড়িতে আগুন লাগানোর ঘটনায়, আরেক অভিযুক্তের খোঁজে কোচবিহারে গেল কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে দাবি, ঘটনাস্থলে ছিলেন কোচবিহারের বিজেপির যুব মোর্চার সম্পাদক প্রীতিতোষ মণ্ডল। বেলডাঙার শুভজিতের মতো তিনিও বেপাত্তা বলে পুলিশ সূত্রে দাবি।

BJP Nabanna Abhijan : আগুন ধরিয়েছিল তৃণমূলের দুষ্কৃতীরা : বঙ্গ বিজেপির সহ পর্যবেক্ষক

বিজেপির নবান্ন অভিযানের দিন পুলিশের গাড়িতে আগুন ধরিয়েছিল তৃণমূলের দুষ্কৃতীরা। বিজেপি কর্মীদের মধ্যে মিশিয়ে দেওয়া হয়েছিল তাদের। চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বঙ্গ বিজেপির সহ পর্যবেক্ষক আশা লাকড়া। শনি ও রবিবার নবান্ন অভিযানে আহত বিজেপি নেতা কর্মীদের সঙ্গে দেখা করেন বঙ্গ বিজেপির পর্যবেক্ষকরা। কারা পরিকল্পনা করে হামলা চালিয়েছে, গোটা দেশ দেখেছে। পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন।

WB News Live : পুলিশের কাজ পুলিশকে করতে দিতে হবে : তাপস রায়

'পুলিশের কাজ পুলিশকে করতে দিতে হবে। সরকারি দলের বিধায়ক বলে আমার কথায় পুলিশ চলবে, এটা হতে পারে না। আইন অনুযায়ী চলুন, কারও কথায় চলবেন না।' এবার পুলিশের ভূমিকা নিয়ে সরব বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়।

WB News Live : রাজ্য নির্বাচন কমিশন তৃণমূলের আরেকটা সেলে পরিণত হয়েছে : সুকান্ত

রাজ্য নির্বাচন কমিশন তৃণমূলের আরেকটা সেলে পরিণত হয়েছে। তাই পঞ্চায়েত নির্বাচনে অন্য ভাবনা দরকার। মন্তব্য সুকান্ত মজুমদারের। দেউলিয়া রাজনৈতিক দল। বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা হারিয়ে দেশের সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করতে চাইছে। পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। 

WB News Live : কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট চায় রাজ্য বিজেপি

কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট চায় রাজ্য বিজেপি। তার জন্য আদালতে যেতেও তৈরি গেরুয়া শিবির। কেন্দ্রও যেন বিষয়টি দেখে। হোচি মিন সরণিতে ICCR-এ আয়োজিত বৈঠকে বিজেপির কেন্দ্রীয় নেতাদের জানলেন রাজ্য বিজেপির নেতারা।

প্রেক্ষাপট

এক নজরে আজকের শিরোনাম : 



  • নবান্ন অভিযানে আহত কর্মীদের দেখতে এসে বিস্ফোরক বাংলায় বিজেপির সহ পর্যবেক্ষক।বললেন, পুলিশের গাড়ি জ্বালিয়েছে তৃণমূল, বিজেপি কর্মীরা পাথর ছোড়েনি । পাল্টা চন্দ্রিমা। বললেন, গাড়ি জ্বালিয়েছে কে, সেটা তো সবাই দেখেছে, নবান্ন অভিযানের নামে গুন্ডামি, বলার জন্য বলা !

  • নবান্ন অভিযানে পুলিশের গাড়িতে আগুন, পলাতক বেলডাঙার বিজেপি কাউন্সিলরের ছেলে ও সঙ্গীর খোঁজে কোচবিহারে তল্লাশি লালবাজারের। সঙ্গীও বিজেপি কর্মী, দাবি পুলিশের।

  • নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগ। আহত দলীয় কর্মীদের বাড়িতে বিজেপির পর্যবেক্ষক সুনীল বনসল ও সহ পর্যবেক্ষক আশা লাকড়া। শুনলেন অভিযোগ। 

  • দলে দায়িত্ব দিলে পালন করতে হবে। ক্ষোভপ্রকাশ প্রকাশ্যে নয়। আইসিসিআরের বৈঠক থেকে বিক্ষুব্ধদের কড়া বার্তা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের।

  • নন্দীগ্রামে বিজেপির দখলে ভেকুটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি। তৃণমূলকে হারিয়ে ১২টির মধ্যে ১১টিতেই জয় গেরুয়া শিবিরের।

  • সমবায় সমিতির নির্বাচনে রণক্ষেত্র নন্দীগ্রাম। বাঁশ লাঠি নিয়ে বাইক ভাঙচুর। তৃণমূলের অঞ্চল সভাপতিকে মার বিজেপির, পাহারা দিয়ে অঞ্চল অফিস থেকে বার করল পুলিশ।

  • মালদার রতুয়ায় হাই মাদ্রাসা পরিচালন সমিতির ভোটে বাম-কংগ্রেস জোটের জয়। ৬টি আসনেই হার তৃণমূল প্রার্থীদের। চাঁচলে ভোট ঘিরে ধুন্ধুমার।

  • কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট চায় রাজ্য বিজেপি। প্রয়োজনে আদালতে, জানালেন সুকান্ত। ব্যর্থতা ঢাকার চেষ্টা বিজেপির, পাল্টা কুণাল।

  • টিটাগড়ে সন্ত্রাসের শিকার স্কুলও। বোমাবাজির ঘটনায় গ্রেফতার ৪। ধৃতদের ৩জন স্কুলেরই প্রাক্তন ছাত্র, দাবি পুলিশের। ব্যক্তিগত আক্রোশেই বোমাবাজি, দাবি সিপির।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.