West Bengal News LIVE Updates: প্রধানমন্ত্রীর হাত ধরেই কি চালু হবে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো?

West Bengal LIVE News Updates Latest News: রাজ্য থেকে জেলার সব গুরুত্বপূর্ণ খবর দেখুন এক ক্লিকে...

ABP Ananda Last Updated: 03 Mar 2024 11:33 PM
West Bengal News Live: কাঁথিতে যোগ্য ব্যক্তিকেই প্রার্থী করেছে বিজেপি, পুত্র সৌমেন্দুকে নিয়ে প্রতিক্রিয়া শিশির অধিকারীর

কাঁথিতে যোগ্য ব্যক্তিকেই প্রার্থী করেছে বিজেপি। পুত্র সৌমেন্দুকে কাঁথির প্রার্থী করায় এমনটাই প্রতিক্রিয়া দিলেন শিশির অধিকারী। এদিকে সৌমেন্দু অধিকারীকে প্রার্থী করায়, বিজেপির বিরুদ্ধে পরিবারতন্ত্রের প্রসঙ্গ টেনে আক্রমণ শানিয়েছে অন্য দলগুলি। নিজের কাজের পরিচয়েই টিকিট পেয়েছেন সৌমেন্দু, পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী। 

WB News Live: বাংলার প্রার্থী তালিকা নিয়ে আলোচনার জন্য সোমবার দিল্লিতে সুকান্ত মজুমদার

লোকসভা ভোটে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশের পর এবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে তৎপর বিজেপি। বাংলার প্রার্থী তালিকা নিয়ে আলোচনার জন্য সোমবার দিল্লি যাচ্ছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রার্থী তালিকা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি। 

West Bengal News Live: প্রধানমন্ত্রীর হাত ধরেই কি চালু হবে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো?

ব্যস্ত সময় হাওড়া থেকে কলকাতা আসতে গিয়ে গলদঘর্ম হওয়ার দিন শেষ হতে চলেছে। আগামী ৬ মার্চ প্রধানমন্ত্রীর হাত ধরে চালু হতে পারে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো রুট। গঙ্গার নীচের এই মেট্রো রুট চালু হলে প্রতিদিন অনেক কম সময় অনেকটা পথ পার করে ফেলতে পারবে শহরবাসী।  

WB News Live: দ্বিতীয়বার প্রার্থী হয়েই জোরদার ভোট প্রচার খগেন মুর্মুর

দ্বিতীয়বার মালদা উত্তরের প্রার্থী হয়ে ভোট প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। এদিন সকালে প্রথমে পুরাতন মালদার মহামায়া মন্দিরে পুুজো দেন তিনি। এরপর মুচিয়া এলাকায় নিজে দেওয়ালে লিখে শুরু করেন ভোটের প্রচার। দলীয় কর্মী, সমর্থকদের নিয়ে বাইক র‍্যালি করার পাশাপাশি, বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। 

West Bengal News Live: লোকসভা ভোটের আগে দুর্গাপুরে প্রকাশ্যে এল তৃণমূলের অন্দরের বিবাদ

লোকসভা ভোটের আগে দুর্গাপুরে প্রকাশ্যে এল তৃণমূলের অন্দরের বিবাদ। নাম না করে মলয় ঘটক ও তাঁর ভাই অভিজিৎ ঘটককে নিশানা করলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল। উনি আমাদের দলের গুরুত্বপূর্ণ নেতা, আমরা সকলে মিলেই কাজ করব, প্রতিক্রিয়া অভিজিৎ ঘটকের। 

WB News Live: প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা হতেই দক্ষিণবঙ্গে প্রচারে বিজেপি

দেওয়াল লিখন থেকে বাড়ি বাড়ি প্রচার। প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা হতেই দক্ষিণবঙ্গের বিভিন্ন লোকসভা কেন্দ্রে প্রচারে নেমে পড়ল বিজেপি। সিঙ্গুর, ঘাটাল থেকে হাওড়া - রবিবার ছুটির দিনে ঝোড়ো জনসংযোগ চালায় গেরুয়া ব্রিগেড। যদিও তাদের এই তৎপরতাকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল শিবির।

West Bengal News Live: শান্তিপুরে সুকান্তর কনভয়ে দুর্ঘটনা, অল্পের জন্য সুকান্তর রক্ষা

শান্তিপুরে সুকান্তর কনভয়ে দুর্ঘটনা। ক্ষতিগ্রস্ত গাড়ি, অল্পের জন্য সুকান্তর রক্ষা। ধুবুলিয়া যাওয়ার পথে জাতীয় সড়কে দুর্ঘটনা। বাসকে ওভারটেক করার সময় দুর্ঘটনা। কনভয়ে থাকা কয়েকজন সামান্য আহত। 

WB News Live: তৃণমূলের অভিযোগ নিয়ে কী দাবি ভোজপুরি তারকা পবন সিংহের?

ভুয়ো ছবি ভাইরাল করছে তৃণমূল। বাংলার মহিলাদের অপমান করে এমন কোনও গান করিনি। পাল্টা দাবি করেছেন আসানসোলের বিজেপি প্রার্থী পবন সিং। 

West Bengal News Live: লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই হাওড়ায় শুরু হল ভোট প্রচার

লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই হাওড়ায় শুরু হল ভোট প্রচার। নাম ঘোষণার পরের দিনই প্রচারে নেমে পড়লেন হাওড়া সদর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। রবিবার সকালে মধ্য হাওড়ার সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিয়ে শুরু করলেন জনসংযোগ। এর আগে তৃণমূল পরিচালিত হাওড়া পুরসভার মেয়র ছিলেন হোমিওপ্যাথি চিকিৎসক রথীন চক্রবর্তী। ২০২১-এর বিধানসভা ভোটের আগে তিনি বিজেপিতে যোগ দেন। শিবপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়ে তৃণমূল প্রার্থী মনোজ তিওয়ারির কাছে হেরে যান। এবার সেই পরাজিত প্রার্থীকেই হাওড়া সদর লোকসভা আসনে দাঁড় করিয়েছে বিজেপি। 

WB News Live: ভোটের মুখে তৃণমূল ছাড়ছেন তাপস রায়?

ভোটের মুখে তৃণমূল ছাড়ছেন তাপস রায়? সুদীপকে নিয়ে বিস্ফোরণের পরেই দলত্যাগ? ভোটের মুখে তৃণমূলে বড় ধাক্কা, দল ছাড়ছেন তাপস? 'বারবার তাপসের সঙ্গে যোগাযোগের চেষ্টা দলের', কারও ফোন ধরেননি তাপস রায়, বাড়িতে গেলেন এক মন্ত্রী, খবর সূত্রের।

West Bengal News Live: লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্য়ে কেন্দ্রীয় বাহিনী

লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্য়ে কেন্দ্রীয় বাহিনী। কলকাতা থেকে জেলা- রবিবার কোথাও এল কেন্দ্রীয় বাহিনী। আবার কোথাও রুটমার্চ করলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করানোই লক্ষ্য, জানালেন তাঁরা।

WB News Live: একশো দিনের জব কার্ড নিয়ে দুর্নীতির অভিযোগ ঘিরে তৃণমূল ও সিপিএমের মধ্যে সংঘর্ষ

মালদার হরিশ্চন্দ্রপুরে একশো দিনের জব কার্ড নিয়ে দুর্নীতির অভিযোগ ঘিরে তৃণমূল ও সিপিএমের মধ্যে সংঘর্ষ বাধল। দু’পক্ষের ৫ জন আহত হলেন। কাজ না করেই জব কার্ডের টাকা তুলেছেন তৃণমূল কর্মীরা, তা নিয়ে আলোচনা করাতেই মারধর, অভিযোগ করেছেন সিপিএম পঞ্চায়েত সদস্য। গন্ডগোলের দায় পাল্টা বামেদের ঘাড়েই দায় চাপিয়েছে শাসকদল। 

West Bengal News Live: পাড়ায় মদ বিক্রির প্রতিবাদ করে আক্রান্ত হতে হল পাড়ারই বাসিন্দাদের

পাড়ায় মদ বিক্রির প্রতিবাদ করে আক্রান্ত হতে হল পাড়ারই বাসিন্দাদের! প্রতিবাদ করায় প্রতিবেশী পরিবারের হাতে জুটল মার! বাধল রক্তারক্তি কাণ্ড! চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল বেহালার গোবরঝুড়ি পাড়ায়। অভিযুক্ত পরিবারের ৩ জন সদস্যকে পাকড়াও করেছে পুলিশ। বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর মদের বোতল।  

WB News Live: মালদহে মহাজোট পঞ্চায়েতে ভাঙন, দখল তৃণমূলের

মালদার হরিশ্চন্দ্রপুরে বাম-কংগ্রেস-বিজেপি ও নির্দল সদস্যদের ভাঙিয়ে যোগদান করাল তৃণমূল। মহাজোট পরিচালিত পঞ্চায়েত এখন তাদের দখলে বলে দাবি করেছে শাসকদল। এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিরোধীরা।  

Kunal o Abhijit Ganguly: নতুন ইনিংসের পথে বিচারপতি গঙ্গোপাধ্যায়, স্বাগত জানালেন কুণাল

নতুন ইনিংসের পথে বিচারপতি গঙ্গোপাধ্যায়, স্বাগত জানালেন কুণাল। 'রাজনৈতিক মতপার্থক্য থাকবে, কিন্তু গুরুত্বপূর্ণ পেশা থেকে রাজনীতিতে এলে স্বাস্থ্যকর। একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাগত জানাচ্ছি', কুণাল ঘোষের

Malda News: হরিশ্চন্দ্রপুরে একশো দিনের জব কার্ড নিয়ে দুর্নীতির অভিযোগ, তৃণমূল ও সিপিএমের মধ্যে সংঘর্ষ

মালদার হরিশ্চন্দ্রপুরে একশো দিনের জব কার্ড নিয়ে দুর্নীতির অভিযোগ ঘিরে তৃণমূল ও সিপিএমের মধ্যে সংঘর্ষ বাধল। দু’পক্ষের ৫ জন আহত হলেন। কাজ না করেই জব কার্ডের টাকা তুলেছেন তৃণমূল কর্মীরা, তা নিয়ে আলোচনা করাতেই মারধর, অভিযোগ করেছেন সিপিএম পঞ্চায়েত সদস্য। গন্ডগোলের দায় পাল্টা বামেদের ঘাড়েই দায় চাপিয়েছে শাসকদল। 

Kolkata News: পাড়ায় মদ বিক্রির প্রতিবাদ করে আক্রান্ত হতে হল পাড়ারই বাসিন্দাদের, উত্তেজনা বেহালায়

পাড়ায় মদ বিক্রির প্রতিবাদ করে আক্রান্ত হতে হল পাড়ারই বাসিন্দাদের! প্রতিবাদ করায় প্রতিবেশী পরিবারের হাতে জুটল মার! বাধল রক্তারক্তি কাণ্ড! চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল বেহালার গোবরঝুড়ি পাড়ায়। অভিযুক্ত পরিবারের ৩ জন সদস্যকে পাকড়াও করেছে পুলিশ। বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর মদের বোতল।  

Abhijit Ganguly Exclusive: বিচারপতি পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, এবিপি আনন্দে এক্সক্লুসিভ

সামনে লোকসভা নির্বাচন। তার আগে বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। কলকাতা হাইকোর্টের বিচারপতি নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন। পরের পর মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI তদন্তেরও নির্দেশ দিয়ে গিয়েছেন তিনি। এবার বিচারপতি পদ থেকে অবসর নিতে চলেছেন তিনি। মঙ্গলবার পদত্যাগ করবেন তিনি। তার পর বড় ঘোষণা করবেন বলেও জানান। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে এই ঘোষণা করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 

Pawan Singh: আসানসোলে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ালেন বিজেপি প্রার্থী পবন সিংহ

আসানসোলে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ালেন বিজেপি প্রার্থী পবন সিংহ। গতকাল প্রার্থী ঘোষণা, আজই সরে দাঁড়ালেন ভোজপুরী শিল্পী পবন। 
ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রার্থীপদ থেকে সরলেন। পবনকে প্রার্থী করার পর থেকেই বাংলা বিদ্বেষী বলে লাগাতার আক্রমণ তৃণমূলের। পবন সিংহর মিউজিক অ্যালবামের কভারপেজ পোস্ট করে লাগাতার আক্রমণ।

Locket Chatterjee: হুগলিতে লকেটের সমর্থনে দেওয়াললিখন শুরু

হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপির টিকিটে দ্বিতীয়বার প্রার্থী হয়েছেন লকেট চট্টোপাধ্যায়। আজ সকাল থেকে তাঁর সমর্থনে দেওয়ালে লেখা শুরু করেছেন বিজেপি কর্মী, সমর্থকরা। সিঙ্গুরের সিংহের ভেড়ি এলাকায় চলছে দেওয়াল লিখন। এরপর বাড়ি বাড়ি গিয়ে লিফলেটও বিলি করবেন বিজেপি
কর্মী, সমর্থকরা। গতকাল প্রথম দফা প্রার্থী তালিকা ঘোষণার। পরেই হুগলির জেলা পার্টি অফিসে এসে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন লকেট চট্টোপাধ্যায়। এরপর কর্মী, সমর্থকদের মিষ্টিমুখও করান হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। এলাকায় কোনও কাজই করেননি লকেট। এবার ভোটে গো-হারা হারবেন, কটাক্ষ করেছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার।


 

Howrah News: প্রচারে নেমে পড়লেন হাওড়া সদর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী

লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই হাওড়ায় শুরু হল ভোট প্রচার। নাম ঘোষণার পরের দিনই প্রচারে নেমে পড়লেন হাওড়া সদর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। রবিবার সকালে মধ্য হাওড়ার সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিয়ে শুরু করলেন জনসংযোগ। এর আগে তৃণমূল পরিচালিত হাওড়া পুরসভার মেয়র ছিলেন হোমিওপ্যাথি চিকিৎসক রথীন চক্রবর্তী।২০২১-এর বিধানসভা ভোটের আগে তিনি বিজেপিতে যোগ দেন। শিবপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়ে তৃণমূল প্রার্থী মনোজ তিওয়ারির কাছে হেরে যান। এবার সেই পরাজিত প্রার্থীকেই হাওড়া সদর লোকসভা আসনে দাঁড় করিয়েছে বিজেপি। 

Udayan Guha: রাজ্য সরকারের মতামত না নিয়ে কী করে কেন্দ্রীয় বাহিনীকে আমাদের রাজ্যে পাঠানো হচ্ছে: উদয়ন

দিল্লি থেকে বরযাত্রীদের বরকর্তা এসে গতকাল মিটিং করে গিয়েছে। এর সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও আসতে শুরু করেছে। রাজ্য সরকারগুলির সঙ্গে আলোচনা না করে, রাজ্য সরকারের মতামত না নিয়ে কী করে কেন্দ্রীয় বাহিনীকে আমাদের রাজ্যে পাঠানো হচ্ছে? একটা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে। একটা এমন বাতাবরণ তৈরির করার চেষ্টা হচ্ছে: উদয়ন গুহ।

Hiran Chatterjee: ঘাটালে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে শুরু হল দেওয়াললিখন

নাম ঘোষণার পরেই রাতেই ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে শুরু হল দেওয়াল লিখন। ঘাটাল ও দাসপুরের বিভিন্ন জায়গায় দেওয়াল লিখতে শুরু করেন বিজেপি নেতা, কর্মীরা। খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে এবার ঘাটাল লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে দল। সকালে নাম ঘোষণার পর, রাতেই দেওয়াল লিখন শুরু করেন বিজেপি নেতা, কর্মীরা। এবার বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে আশা প্রকাশ করেছে বিজেপি জেলা নেতৃত্ব। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


 

Central Force in WB: এবার জঙ্গলমহলে রুটমার্চ শুরু করল কেন্দ্রীয় বাহিনী

এবার জঙ্গলমহলে রুটমার্চ শুরু করল কেন্দ্রীয় বাহিনী। বলরামপুর বিধানসভা এলাকায় টহলদারি শুরু করেছেন CRPF জওয়ানরা। নেতৃত্বে ছিলেন পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়-সহ পুলিশ আধিকারিকরা। বলরামপুরের বাসিন্দাদের সঙ্গে কথা বলে নির্বিঘ্নে ভোট দেওয়ার আশ্বাস দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। মাওবাদী হামলার আশঙ্কায় আগে থেকেই জঙ্গলমহলে ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। নতুন করে কোনও বাহিনী আসেনি।

WB News Live Update:বাংলায় প্রথম দফায় ২০ জনের প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি

বাংলায় প্রথম দফায় ২০ জনের প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি। টিকিট পেলেন ৩ কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর, সুভাষ সরকার। বাদ গেল অপর কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার নাম
লকেট চট্টোপাধ্যায়, সোমিত্র খাঁ, জগন্নাথ সরকার সহ ফের টিকিট পেলেন ৯ সাংসদ। লোকসভা ভোটে প্রার্থী করা হল মনোজ টিগ্গা সহ ৪ বিজেপি বিধায়ককেও। ঘাটালে দেবের সঙ্গে টক্করে বিজেপির বাজি হিরণ। কাঁথিতে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দুকে প্রার্থী করল বিজেপি। আসানসোলে শত্রুঘ্ন সিন্হার সঙ্গে লড়াইয়ে ভোজপুরী তারকা পবন সিংহ

WB News Live:নিউটাউনে বিশ্ব বাংলা মোড়ে বেপরোয়া ট্রাকের ধাক্কায় বাইক ছিটকে পড়ে মৃত্যু হল এক মহিলার

নিউটাউনে বিশ্ব বাংলা মোড়ে বেপরোয়া ট্রাকের ধাক্কায় বাইক ছিটকে পড়ে মৃত্যু হল এক মহিলার। মৃতের নাম সঞ্চিতা চক্রবর্তী। বছর তিরিশের ওই মহিলা বেহালায় থাকতেন। পুলিশ সূত্রে খবর, বন্ধুর বাইকে চড়ে নিউটাউনের বিয়েবাড়ি থেকে ফিরছিলেন ওই মহিলা। রাত ১০টা নাগাদ বিশ্ব বাংলা মোড়ে বাইকের পিছনে ধাক্কা মারে পাথর বোঝাই ট্রাক। ওই মহিলা বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকা তাঁর মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মহিলা বাইক আরোহীর মৃত্যু হয়। ট্রাকের চালককে আটক করেছে নিউটাউন থানার পুলিশ।

WB News Live Update:লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ

লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ

WB News Live:বাংলায় প্রথম দফায় ২০ জনের প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি

বাংলায় প্রথম দফায় ২০ জনের প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি। টিকিট পেলেন ৩ কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর, সুভাষ সরকার। বাদ গেল অপর কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার নাম,
লকেট চট্টোপাধ্যায়, সোমিত্র খাঁ, জগন্নাথ সরকার সহ ফের টিকিট পেলেন ৯ সাংসদ। লোকসভা ভোটে প্রার্থী করা হল মনোজ টিগ্গা সহ ৪ বিজেপি বিধায়ককেও। ঘাটালে দেবের সঙ্গে টক্করে বিজেপির বাজি হিরণ। কাঁথিতে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দুকে প্রার্থী করল বিজেপি। আসানসোলে শত্রুঘ্ন সিন্হার সঙ্গে লড়াইয়ে ভোজপুরী তারকা পবন সিংহ

WB News Live Update:শনিবার ফের সন্দেশখালি ইস্যুতে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন নরেন্দ্র মোদি!

শনিবার ফের সন্দেশখালি ইস্যুতে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন নরেন্দ্র মোদি! প্রশ্ন তুললেন পুলিশের ভূমিকা নিয়ে। বললেন, বাংলার পরিস্থিতি হল, এখানে পুলিশ নয়, অপরাধীরাই ঠিক করে তাকে কখন আত্মসমর্পণ করতে হবে আর কখন গ্রেফতার হতে হবে! সন্দেশখালির দোষী গ্রেফতার হোক, রাজ্য সরকার এটা কখনওই চায়নি। বাংলায় আসছেন, মণিপুরে যাওয়ার হিম্মত হয়নি, প্রধানমন্ত্রীকে পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। 

WB News Live:বাংলায় প্রথম দফায় ২০টি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি

বাংলায় প্রথম দফায় ২০টি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর এবং সুভাষ সরকার, এই ৩ কেন্দ্রীয় মন্ত্রী-সহ গতবার জেতা ৯ সাংসদ টিকিট পেয়েছেন। মনোজ টিগ্গা-সহ ৪ বিধায়ককেও লোকসভার লড়াইয়ে নামিয়েছে পদ্মশিবির। অনির্বাণ গঙ্গোপাধ্যায় যাদবপুরে এবং রথীন চক্রবর্তী হাওড়ায় প্রার্থী হয়েছেন।

WB News Live Update:কৃষ্ণনগরে সভার পর প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে বৈঠক সুকান্ত-শুভেন্দুর

কৃষ্ণনগরে সভার পর প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে বৈঠক করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে রাজ্য়ের একাধিক বিষয়ে নালিশ করেন তাঁরা। প্রধানমন্ত্রীর সঙ্গে সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর বৈঠকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। 

WB News Live:হুমকি দিয়ে বিজেপিকর্মীকে মারধরের অভিযোগ রাজারহাটের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে

'আমরা কোর্টের বাবা।' খাস পঞ্চায়েত অফিসের মধ্যে সালিশি সভা বসিয়ে এই ভাষাতেই হুমকি দিয়ে বিজেপিকর্মীকে মারধর করার অভিযোগ উঠল। অভিযুক্ত রাজারহাটের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান। অভিযোগ, থানায় FIR করতে গেলে হয়রান করে পুলিশও। অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। অভিযোগ ভিত্তিহীন, দাবি করেছেন অভিযুক্ত উপপ্রধান। তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। 

প্রেক্ষাপট

ভোট ঘোষণার আগেই মাস্টারস্ট্রোক বিজেপির (BJP Releases First List For Lok Sabha Election 2024)। বাংলার ২০জন-সহ প্রথম দফায় ১৯৫ প্রার্থীর নাম ঘোষণা। ৯ সাংসদকে ফের টিকিট। ৪ বিধায়কও এবার লড়াইয়ে। 

বাংলা থেকে ফের বিজেপির প্রার্থীতালিকায় তিন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ, সুভাষ, শান্তনু। নাম নেই জন বার্লার। বালুরঘাটে সুকান্ত, হুগলিতে লকেট, বিষ্ণুপুরে সৌমিত্র।

যাদবপুরে অনির্বাণ, হাওড়ায় রথীন। কাঁথিতে বিজেপি প্রার্থী শুভেন্দুর ভাই সৌমেনদু। পরিবারতন্ত্র নিয়ে আক্রমণ করে একই পথে, কটাক্ষ তৃণমূলের। 

আসানসোলে (Asansol) শত্রুঘ্নের (Shatrughan Sinha) বিরুদ্ধে লড়াইয়ে বিজেপির হাতিয়ার ভোজপুরী শিল্পী পবন। বাঙালি মহিলাদের নিয়ে কুরুচিকর ভিডিও করাকেই প্রার্থী! কটাক্ষ তৃণমূল। 

বিধায়ক থেকে ঘাটালে (Ghatal Lok Sabha Constituency)  লোকসভার লড়াইয়ে হিরণ (Hiran)। দেবের (Dev) সঙ্গে লড়াই?

বারাণসীতে (Varanasi) তৃতীয়বারের জন্য ভোটের লড়াইয়ে নামছে মোদি, গাঁধীনগরে অমিত শাহ। অমেঠিতে স্মৃতি ইরানিতেই আস্থা। নয়াদিল্লিতে প্রয়াত সুষমা স্বরাজের কন্যা বাঁশুরি।

দুর্নীতি থেকে সন্দেশখালি, কৃষ্ণনগরের সভায় তৃণমূলের বিরুদ্ধে সুর আরও চড়ালেন মোদি। বাংলায় টার্গেট ৪২-এ ৪২। 


তৃণমূল ক্যাডার হিসাবে কাজ করছে আইএএস, আইপিএসদের একাংশ। মোদিকে ব্যবস্থা নিতে আর্জি সুকান্তর। আইনশৃঙ্খলা নিয়ে সরব শুভেনদু।


দলের ঐক্যবদ্ধ চেহারা দেখে ভাল লাগছে। ঐক্যবদ্ধভাবে লড়লে লোকসভায় প্রত্যাশার থেকেও ভাল ফল হবে। সুকান্ত-শুভেন্দুর সঙ্গে বৈঠকে বললেন প্রধানমন্ত্রী, খবর সূত্রের।

১০০ দিনের কাজ, রেশন থেকে জল, সব প্রকল্পে দুর্নীতি তৃণমূলের। কৃষ্ণনগরের সভা থেকে আক্রমণ মোদির। 


বাংলায় অপরাধী ঠিক করে, কখন গ্রেফতার হবে। সন্দেশখালিকাণ্ডে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রীর। মণিপুরে কী করেছেন? পাল্টা প্রশ্ন তৃণমূলের। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.