WB News Live Updates: রাজ্য়ে বাড়ল করোনা সংক্রমিতের সংখ্যা, ১ দিনে আক্রান্ত ৪৫
WB News Live Updates: পৃথক রাজ্যের দাবি থেকে সরে এল গোর্খা জনমুক্তি মোর্চা। বাংলার মধ্যে থেকেই উচ্চক্ষমতাসম্পন্ন স্বায়ত্তশাসনের দাবি তুলল তারা। দার্জিলিঙে মুখ্যমন্ত্রীর বৈঠকে এই দাবি তুললেন রোশন গিরি।
জরাজীর্ণ ল্যান্সডাউন বাজার সংস্কারের দাবিতে বন্ধ পালন করল ব্যবসায়ী সমিতি। তার মধ্যেই ব্যবসায়ীদের একাংশের উদ্যোগে বাজারে গিয়ে সভা করলেন ফিরহাদ হাকিম। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন মেয়র
৩৪ ঘন্টা পার! এখনো যাদবপুরে ঘেরাও সহ-উপাচার্য সহ অধ্যাপকদের একাংশ। অনলাইনে ফাইনাল সেমিস্টার চান ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়ারা।
অসুস্থ হয়ে উপাচার্য বেরিয়ে গেলেও এখনো আটকে আছেন অনেক শিক্ষক। পরীক্ষা হতে হবে অফলাইনেই। অনলাইনে পরীক্ষা হলে, পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকবেন না কোনও অধ্যাপক। জুটা -র বৈঠকে বেনজির সিদ্ধান্ত!
এবারে বাড়ির দাওয়ায় বসে আদিবাসী সম্প্রদায়ের দুস্থ গরীব বাসিন্দাদের সমস্যা সমাধান করার উদ্যোগ নিলেন উত্তর দিনাজপুর জেলাশাসক। আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নকল্পে একাধিক প্রকল্পের সূচনা করেছে রাজ্য সরকার। এইসব প্রকল্পের সুযোগ সুবিধা যাতে সঠিক ভাবে আদিবাসী মানুষেরা পেতে পারেন সেজন্য উদ্যোগী হল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন।
ভয়ঙ্কর হত্যালীলার পর কেটেছে আটদিন। তারপরেও আতঙ্কের অন্ধকারে রয়েছে বগটুই গ্রাম। অনেকেই গ্রাম ছেড়েছেন। আর যাঁরা থেকে গেছেন, তাঁদের উদ্বেগ কাটছে না। ভয় কাটাতে গ্রামে গিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে কথা বললেন জেলাশাসক।
মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর থেকে বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধারের জন্য জেলায় জেলায় পুলিশি অভিযান চলছে। একাধিক জায়গায় উদ্ধার আগ্নেয়াস্ত্র, কার্তুজ, বোমা। অস্ত্র আইনে গ্রেফতার আরও ১২ জন দুষ্কৃতী।
বিধানসভায় হাতাহাতি, রক্তারক্তির ঘটনায় তৃণমূল-বিজেপি সংঘাতের পারদ আরও চড়ল। একাধিক জেলায় থানার সামনে অবস্থান বিক্ষোভ করে আইন-শৃঙ্খলা ইস্যুতে সরব হল বিজেপি নেতৃত্ব। গেরুয়া মিছিল থেকে উঠল রাজ্যে ৩৫৫ ধারা প্রয়োগের দাবি। পাল্টা বিজেপির বিরুদ্ধে বিধানসভায় গুণ্ডামির অভিযোগ সুর চড়িয়েছে তৃণমূল
কর্মী সঙ্কটের জেরে রাস্তায় নামানো যাচ্ছে না বাস। এর ফলে ক্ষতির মুখে পড়ছে সংস্থা। সমস্যা সমাধানে মন্ত্রীর দ্বারস্থ হতে চাইছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।
ভয়ঙ্কর হত্যালীলার পর কেটেছে আটদিন। তারপরেও আতঙ্কের অন্ধকারে রয়েছে বগটুই গ্রাম। অনেকেই গ্রাম ছেড়েছেন। আর যাঁরা থেকে গেছেন, তাঁদের উদ্বেগ কাটছে না। ভয় কাটাতে গ্রামে গিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে কথা বললেন জেলাশাসক।
এলগিন রোডের ফোরাম মলে শুরু হল ভেটকি ফেস্টিভ্যাল। রসনা বিলাসের ব্যবস্থা করেছে ওহ ক্যালকাটা। চলবে পয়লা বৈশাখ পর্যন্ত।
সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও অস্বস্তিতে SSC-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা। সম্পত্তির হিসেব দিতেই হবে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রেখে জানাল বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। নবম ও দশম শ্রেণিতে সহকারী শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগের মামলায়, গত ২৫ মার্চ তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব তলব করে আদালত। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান SSC-র প্রাক্তন উপদেষ্টা। সেই মামলায় এদিন আদালত জানিয়ে দিয়েছে, হিসেব পেশের জন্য ৫ দিন বাড়তি সময় পাবেন তিনি। আদালতে হিসেব দিতে হবে মুখ বন্ধ খামে।
বাসন্তীতে বিস্ফোরণ, আহত ফারুখ সর্দারের মৃত্যু। ক্যানিং হাসপাতাল থেকে কলকাতায় আনার আগেই মৃত্যু। সকাল সাড়ে ৯টা নাগাদ বিস্ফোরণ, গোটা বাড়ি ধূলিসাৎ। মজুত বোমা থেকে বিস্ফোরণ বলে সন্দেহ স্থানীয়দের। বাড়ির মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ
বাসন্তীতে বিস্ফোরণ, আহত ফারুখ সর্দারের মৃত্যু। ক্যানিং হাসপাতাল থেকে কলকাতায় আনার আগেই মৃত্যু। সকাল সাড়ে ৯টা নাগাদ বিস্ফোরণ, গোটা বাড়ি ধূলিসাৎ। মজুত বোমা থেকে বিস্ফোরণ বলে সন্দেহ স্থানীয়দের। বাড়ির মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
কেন্দ্রের একাধিক নীতির বিরুদ্ধে বামেদের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিনে শহরের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত গন্ডগোল হয়। বামেরা সাড়া মেলার দাবি করলেও তৃণমূলের পাল্টা দাবি, ধর্মঘট ব্যর্থ
ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের মামলায়, SIT-কে সময়সীমা বেধে দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার কেস ডায়েরি জমা দিতে হবে। একইসঙ্গে দিতে হবে তদন্তের অগ্রগতির রিপোর্ট। যদিও CBI তদন্তের দাবিতেই অনড় রয়েছে নিহতের পরিবার।
বিভিন্ন জনস্বার্থ বিরোধী পদক্ষেপ করছে কেন্দ্র। এই অভিযোগে বামেদের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিনেও রাজ্যজুড়ে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটল। কোথাও অবরোধ করা হল জাতীয় সড়ক, কোথাও আটকানো হল ট্রেন। বেশ কয়েক জন ধর্মঘটীকে গ্রেফতার করে পুলিশ।
রামপুরহাটকাণ্ডের মধ্যেই মুখ্যমন্ত্রীকে ডাকলেন রাজ্যপাল। ১ সপ্তাহের মধ্যে রাজভবনে মুখ্যমন্ত্রীকে ডেকেছেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আলোচনা চান রাজ্যপাল। ‘সিবিআইয়ের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদের মুখ্যমন্ত্রীর বক্তব্যে উদ্বিগ্ন। কোর্টের নির্দেশে রামপুরহাট হত্যাকাণ্ডের তদন্তে সিবিআই। এ ব্যাপারে যাবতীয় পদক্ষেপ আইনি হওয়া উচিত, রাস্তায় নেমে নয়।’ মুখ্যমন্ত্রীকে রাজভবনে ডেকে কড়া চিঠি জগদীপ ধনকড়ের
কুমারড্ডায় শেখলাল শেখের বাড়িতে মিহিলালকে নিয়ে যাচ্ছে সিবিআই। রামপুরহাট হত্যাকাণ্ডে গতকালই মৃত্যু হয় শেখলালের স্ত্রী নাজিমার।
গত সোমবার রাতে ঠিক কী হয়েছিল? জানতে চায় সিবিআই: সূত্র। রামপুরহাট থানার সাসপেন্ড হওয়া আইসিকে সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ.
কটা নাগাদ অগ্নিকাণ্ডের খবর পেয়েছিলেন? জানতে চাইল সিবিআই: সূত্র। ঘটনার রাতে রামপুরহাট থানার সিসি ফুটেজ সংগ্রহ করল সিবিআই
কট্টর বিজেপি সমর্থকদের চমকাতে হবে। যাতে তাঁরা ভোট দিতে না যান। ১২ এপ্রিল আসানসোল লোকসভা উপনির্বাচনের আগে তৃণমূল বিধায়কের
হুমকির ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
গরু পাচার মামলায় কলকাতা হাইকোর্টে ফের খারিজ হয়ে গেল বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের রক্ষাকবচের আবেদন। এর আগে সিঙ্গল বেঞ্চ খারিজ করে এই আবেদন। এরপর তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেন। কিন্তু ডিভিশন বেঞ্চ বহাল রাখল সিঙ্গল বেঞ্চের নির্দেশ। গত ৪ মার্চ গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে তৃতীয়বারের জন্য নোটিস পাঠায় সিবিআই। ১৫ মার্চ, সকাল ১১টায় তাঁকে নিজাম প্যালেসে ডেকে পাঠায় সিবিআই। একে চ্যালেঞ্জ করেই সিঙ্গল বেঞ্চে আবেদন করেন অনুব্রত মণ্ডল। কিন্তু তাঁর আবেদন ১১ মার্চ খারিজ করে সিঙ্গল বেঞ্চ। এরপর ১৪ মার্চ ডিভিশন বেঞ্চে যান বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। কিন্তু ডিভিশন বেঞ্চ, সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রাখল।
কয়লাকাণ্ডে কাল অভিষেকের স্ত্রী রুজিরাকে ইডির তলব। কয়লাকাণ্ডে পরশু অভিষেকের শ্যালিকাকে ইডির তলব। ইডির দিল্লির দফতরে রুজিরা, মেনকা গম্ভীরকে তলব। ব্যক্তিগত কারণ দেখিয়ে আজ হাজিরা দিচ্ছেন না অভিষেক। আজ দিল্লিতে হাজির না হওয়ার কথা ইডিকে জানালেন অভিষেক
সন্ধে ৬টা পর্যন্ত অপেক্ষা, না এলে ফের সমন: ইডি সূত্র
মোদি বিরোধী মুখ্যমন্ত্রীদের চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের। গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপর আঘাত হানছে বিজেপি। ইডি, সিবিআই, ভিজিল্যান্স, আয়কর বিভাগকে দিয়ে নিশানা করানো হচ্ছে। প্রতিহিংসার জন্য রাজনৈতিক প্রতিপক্ষদের হেনস্থাও করা হচ্ছে, চিঠিতে লিখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
তাঁর আরও অভিযোগ, সংসদে জোর করে পাশ করানো হচ্ছে দিল্লি স্পেশাল পুলিশ ও সিভিসি সংশোধনী। যার ফলে ইডি, সিবিআই নির্দেশকদের মেয়াদ ৫ বছর পর্যন্ত বাড়ানো যাবে। গোটা বিষয়টি সুপ্রিম কোর্টের আগের রায়ের সম্পূর্ণ পরিপন্থী, চিঠিতে উল্লেখ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের মামলায় কেস ডায়রি তলব হাইকোর্টের। আগামী শুক্রবার কেস ডায়রি চেয়ে পাঠাল আদালত। তদন্তের অগ্রগতির রিপোর্টও চেয়ে পাঠাল আদালত। ‘ঝালদা থানা পরিবারের অভিযোগ গ্রহণ করেনি’। ‘পুলিশের এই আচরণে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে’। প্রাথমিকভাবে মনে করছে হাইকোর্ট। নিহতের পরিবারের নিরাপত্তা পুলিশ সুপারকে সুনিশ্চিত করতে বলল হাইকোর্ট।
‘দার্জিলিঙে খুব তাড়াতাড়ি হবে জিটিএ নির্বাচন হবে। পঞ্চায়েত নির্বাচনও হবে।’ জনসভায় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়। ‘দার্জিলিং যখনই হাসে, তখনই একটি রাজনৈতিক দল এসে উল্টোপাল্টা বলে ভোট নিয়ে যায়। তারপর তাদের আর দেখা মেলে না,’ নাম না করে কটাক্ষ বিজেপিকে।
মুখ্যমন্ত্রীর পরিবারের অনেক সদস্যই বিভিন্ন কেলেঙ্কারিতে যুক্ত। আদালতের নির্দেশে চলা তদন্তে ভয় পেয়ে দেশের অন্যান্য পরিবারভিত্তিক দলগুলিকেও এখন উনি ডাকছেন। ওঁর এই ভয় ভাল লাগছে, কটাক্ষ বিজেপির রজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
কোচবিহারে আজও বেসরকারি বাস চলছে না। দোকানওপাটও কিছু জায়গায় বন্ধ। পুলিশি পাহারায় চলছে সরকারি বাস। এরই মধ্যে সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। সকালে কোচবিহারে এসইউসিআই কর্মীরা বাস আটকাতে গেলে পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তিও হয়।
পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে ২ নম্বর জাতীয় সড়কে মুচিপাড়া মোড়ে আজ সকালে অবরোধের চেষ্টা করেন বাম কর্মী-সমর্থকরা। রাস্তার ওপর টায়ার জ্বালানো হয়। ঘটনাস্থলে ধর্মঘটীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় কমব্যাট ফোর্স। প্রায় ৪০ জন বাম কর্মী সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ।
গাঙ্গুলিবাগানে আজ সকালে মিছিল করেন বাম কর্মী-সমর্থকরা। বাইক আরোহীর সঙ্গেও ধর্মঘটীদের বচসা হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের সামনে বিক্ষোভ বাম কর্মী সমর্থকদের।
রামপুরহাটকাণ্ডে এবার সাসপেন্ড হওয়া আইসি ত্রিদীপ প্রামাণিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল সিবিআই। আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অস্থায়ী ক্যাম্পে তাঁকে তলব করা হয়েছে। সিবিআই সূত্রে খবর, সেদিন রাতে কী ঘটেছিল? আইসি কটা নাগাদ খবর পেয়েছিলেন? ঘটনার কথা জানার পর কী কী ব্যবস্থা নিয়েছিলেন, সে সব নিয়েই জিজ্ঞাসাবাদ করা হবে।
কট্টর বিজেপি সমর্থকদের চমকাতে হবে। যাতে তাঁরা ভোট দিতে না যান। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর এই ভাইরাল ভিডিও ঘিরে জেলার রাজনীতিতে বিতর্ক তুঙ্গে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
উত্তরপ্রদেশ সহ ৫ রাজ্যে ভোট মিটতেই লাগাতার বাড়ানো হচ্ছে পেট্রোল ও ডিজেলের দাম। আজও ফের দাম বাড়ল জ্বালানির। কলকাতায় ৮৩ পয়সা বেড়ে পেট্রোলের লিটারপ্রতি দাম হল ১০৯ টাকা ৬৮ পয়সা। ডিজেলের দাম ৭০ পয়সা বেড়ে হয়েছে ৯৪ টাকা ৬২ পয়সা। এই নিয়ে ৮ দিনে সাত বার বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। ৮ দিনে পেট্রোলের দাম বেড়েছে ৫ টাকার বেশি। ডিজেলের দাম বেড়েছে ৪ টাকা ৮৩ পয়সা।
দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার ফুলমালঞ্চ এলাকার সর্দারপাড়ায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়াল। সকাল সাড়ে ৯টা নাগাদ ওই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, আগুনে ভস্মীভূত হয়ে যায় বাড়িটি। কী থেকে বিস্ফোরণ, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ, বাড়িতে মজুত বোমা থেকেও বিস্ফোরণ ঘটে থাকতে পারে। বাড়ির মালিককে আটক করেছে পুলিশ। তবে বিস্ফোরণের সময় বাড়িতে কেউ না থাকায় হতাহতের খবর নেই।
নিউটাউনে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছে থেকে আগ্নেয়াস্ত্র ও ভোজালি উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতরা যাদবপুর, বাগদা, নিউটাউন ও রাজারহাটের বাসিন্দা। গতকাল গভীর রাতে নিউটাউনের লোহাপুলের কাছে কয়েকজন যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে, এই খবর আসে পুলিশের কাছে। তারপরই পুলিশ ওই এলাকায় অভিযান চালায়।
গরু পাচার মামলায় ফের অস্বস্তিতে অনুব্রত মণ্ডল। সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও খারিজ অনুব্রতর আবেদন। রক্ষাকবচের আবেদন খারিজ করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ফলে বহাল থাকছে সিঙ্গল বেঞ্চের নির্দেশই।
কসবার হালতু সাঁপুইপাড়ায় ধর্মঘটের সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনায় উত্তেজনা ছড়াল। আজ সকালে সাঁপুইপাড়ায় বাম কর্মী সমর্থকরা মিছিল বের করেন। সেই মিছিল থেকে গাড়িও আটকানো হয় বলে অভিযোগ। পুলিশ বাধা দিলে শুরু হয় বচসা। তার জেরে ধর্মঘটীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেধে যায়।
পাইকপাড়ায় আজ মিছিল করে এসে রাজা মণীন্দ্র রায় রোডে রাস্তায় বসে কাটাকুটি খেললেন বাম কর্মী-সমর্থকরা। প্রায় মিনিট ১৫ এই অবরোধ চলে।
আজ ইডি দফতরে হাজিরা দিচ্ছেন না তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি আসছেন না। ইডি আধিকারিকদের ইতিমধ্যেই সে কথা জানিয়ে দিয়েছেন অভিষেক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, আজ সন্ধে ৬টা পর্যন্ত অপেক্ষা করবেন ইডি’র অফিসাররা। তারপর জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয়বার সমন জারি করা হতে পারে।
হাওড়ার ডোমজুড় স্টেশনে আজ সকাল সওয়া ৯টা নাগাদ বাম কর্মী সমর্থকরা রেল অবরোধ করে। দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া আমতা শাখায় ডাউন আমতা লোকাল এর জেরে আটকে পড়ে। প্রায় মিনিট ১৫ চলে অবরোধ। পরে রেল পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। তারপর ট্রেন চলাচল শুরু হয়।
হাওড়ায় ২ নম্বর জাতীয় সড়কে বালি হল্টে আজ সকাল ৯টা নাগাদ আধঘণ্টা অবরোধ করেন ধর্মঘটের সমর্থকরা। রাস্তায় অবরোধকারীরা ফুটবলও খেলেন। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।
রেল থেকে রাস্তা অবরোধ। নতুন শ্রম কোড-সহ মোদি সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে বামেদের ডাকা ধর্মঘটের আজ দ্বিতীয় দিন। আজও পথে নেমেছেন বাম সমর্থকরা। চলছে মিছিল-অবরোধ-বিক্ষোভ।
বিধানসভায় তৃণমূল-বিজেপি বিধায়কদের হাতাহাতি। তৃণমূলের দাবি, পরিকল্পিতভাবে অধিবেশন কক্ষে অশান্তি তৈরি করেছে বিজেপি। পাল্টা গেরুয়া শিবিরের দাবি, বিধানসভার ভিতরেই নিরাপদ নন বিধায়করা।
বিধানসভায় তৃণমূল-বিজেপির বিধায়কদের হাতাহাতিতে আহত হলেন দু’পক্ষের বেশ কয়েকজন। দু’পক্ষের মহিলা বিধায়করাই, পরস্পরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছেন। এই ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ পাঁচ জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেছেন অধ্যক্ষ।
বীরভূমের রামপুরহাটে আজ সকালে মিছিল করেন বাম কর্মী-সমর্থকরা। বাসস্ট্যান্ড সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়ক মিনিট দশেক অবরোধ করা হয়।
পশ্চিম মেদিনীপুরের দাসপুরে আজ সকাল সাড়ে ৬টা নাগাদ ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ করেন বাম কর্মীরা। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী।
মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডে বাস থেকে হুমকি দিয়ে যাত্রীদের নামিয়ে দিলেন ধর্মঘটের সমর্থকরা। আজ সকাল সাড়ে সাতটা নাগাদ এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরে। বন্ধ করে দেওয়া হয় টিকিট কাউন্টারও।
কেন্দ্রের একাধিক নীতির বিরুদ্ধে বামেদের ডাকা ধর্মঘটের আজ দ্বিতীয় দিন। আজ সকালেও বাঘাযতীনে ধর্মঘটের সমর্থনে মিছিল করেন বাম সমর্থকরা। গতকাল বামেদের ডাকা এই ধর্মঘটের আংশিক প্রভাব পড়ে ব্যাঙ্কিং পরিষেবায়।
উত্তর ২৪ পরগনার বারাসাতের কলোনি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক আজ সকাল ৭টা নাগাদ অবরোধ করেন বাম কর্মী সমর্থকরা।
রামপুরহাটকাণ্ডে পুলিশের পর দমকলের ভূমিকা নিয়েও তৈরি হয়েছে রহস্য। গ্রামবাসীদের দাবি, সেই রাতে সাড়ে ন’টা নাগাদ সোনা শেখের বাড়িতে আগুন লাগে। অথচ, রাত দশটা পঁচিশে গ্রামে পৌঁছনো দমকলের দাবি, তারা সোনা শেখের বাড়িতে আগুন জ্বলতে দেখেননি। এদিকে, সেই সোনা শেখের বাড়ি থেকেই সাতজনের দগ্ধ মৃতদেহ উদ্ধার হয়।
উত্তর ২৪ পরগনার মছলন্দপুরে বন্ধুকে খুনের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, পুরনো শত্রুতার জেরে খুনের ঘটনা ঘটেছে। অন্যদিকে, দেগঙ্গায় এক অজ্ঞাতপরিচয় এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে।
মেদিনীপুরে সরকারি অনুষ্ঠান মঞ্চে তৃণমূল বিধায়কের সঙ্গে নির্দল কাউন্সিলরের উপস্থিতি ঘিরে শুরু হয়েছে বিতর্ক। যাঁর সঙ্গে ঘুরছেন তিনিই বলতে পারবেন বলে দায় এড়িয়েছেন তৃণমূলের জেলা সভাপতি। সরকারি অনুষ্ঠান হওয়ায় ডাকা হয়েছিল বলে সাফাই দিয়েছেন তৃণমূল বিধায়ক জুন মাল্য। তৃণমূলের গোষ্ঠীকোন্দল, খোঁচা দিয়েছে বিজেপি।
নাম না করে আইএনটিটিইউসি-র তমলুক সাংগঠনিক জেলার বর্তমান সভাপতিকে কটাক্ষ করলেন প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল নেতা পূর্ণেন্দু বসু। তাঁর দাবি, সংগঠনের জেলা সভাপতি ট্রেড ইউনিয়নের কিছুই বোঝেন না। যা শুনে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা। আর এই ইস্যুতে শাসক দলকে কটাক্ষ করেছে গেরুয়া শিবির।
পাহাড়ে গিয়ে জনসংযোগ সারলেন মুখ্যমন্ত্রী। প্রাতঃভ্রমণে বেরিয়ে স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ী-সবার সঙ্গে কথা বলেন তিনি। কোথাও কোলে তুলে নিলেন শিশুকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়ে আপ্লুত সকলে।
প্রেক্ষাপট
আশাবুল হোসেন, দীপক ঘোষ, দার্জিলিং ও কলকাতা: পাহাড়ের (Darjeeling) রাজনীতিতে (Politics) নতুন মোড়। পৃথক রাজ্যের দাবি থেকে সরে এল গোর্খা জনমুক্তি মোর্চা (Gorkha Janmukti Morcha)। পশ্চিমবঙ্গের মধ্যে থেকেই উচ্চক্ষমতাসম্পন্ন স্বায়ত্তশাসনের দাবি তুলল বিমল গুরুঙ্গের (Bimal Gurung) দল।
উত্তরবঙ্গে সফরে গিয়ে সোমবার রিচমন্ড হিলে জিটিএ (GTA) নির্বাচন নিয়ে তৃণমূল-সহ পাঁচটি দলের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেখানেই নিজেদের নতুন দাবির কথা জানান গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি। তিনি বলেন, ‘আমরা ম্যডামের কাছে অনুরোধ করেছি যে জিটিএ নির্বাচনের আগে রাজনৈতিক সমস্যার সমাধান করা হোক। যেটা সাধারণ মানুষের পক্ষে ভাল হবে। মুখ্যমন্ত্রী একটা ড্রাফট দিতে বলেছেন, যার জন্য ২ এপ্রিল একটি সেমিনার করব। তার পরে আমরা ড্রাফট প্রোপোজাল দেব।’
এদিন মোর্চার তরফে রোশন গিরি ছাড়াও মুখ্যমন্ত্রীর বৈঠকে ছিলেন দার্জিলিং পুরসভা দখল করা হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ড, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রধান অনীত থাপা, জন আন্দোলন পার্টির প্রধান হরকা বাহাদুর ছেত্রী। তৃণমূলের তরফে ছিলেন অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, বিনয় তামাং।
এপ্রিলে মেয়াদ শেষ হচ্ছে কার্শিয়ং, কালিম্পং ও মিরিক পুরসভার। মে মাসে সেই পুরসভাগুলিতে ভোট করাতে চাইছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী এ বিষয়ে বলেছেন, ‘জিটিএ ভোট নিয়ে সবাই চাইছে হোক। মে মাসে আরও তিনটি পুরসভা ভোট হয়ে যাবে। পঞ্চায়েত ভোট দার্জিলিংয়ে ত্রিস্তরীয় করার চিঠি লিখেছে।’
বৈঠকের আগে এদিন সকালে পাহাড়ে একপ্রস্থ জনসংযোগ সারেন মুখ্যমন্ত্রী। সিংমারী, চৌরাস্তা, ম্যাল-সহ বিভিন্ন জায়গায় ঘোরেন তিনি। কথা বলেন স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গেও।
মোর্চার অবস্থান বদল নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, ‘বিমল গুরুঙ্গ এবং কোম্পানি তারা তো মমতার দলের অংশে পরিণত হয়েছে অনেক আগে এবং স্বাভাবিকভাবেই এঁরা পাহাড়ে বিধানসভা নির্বাচনে বেশিরভাগ আসনে পরাজিত হয়েছে। যা প্রমাণ করে, গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে পাহাড়ের গোর্খা ভাইদের কোনও সম্পর্ক নেই। শুধু তাই নয়, গোর্খা জনমুক্তি মোর্চা বিভিন্ন সময় স্ট্যান্ড পরিবর্তন করে।’
- - - - - - - - - Advertisement - - - - - - - - -